BD Kabbo TM

BD Kabbo TM ঘুরবো দেখবো জানবো জানাবো আপনাদেরকেও,
সুস্থ মস্তিষ্কের চিত্র বিনোদনের প্লাটফর্ম

11/04/2024

পথশিশুদের মুখে চমৎকার ঈদ মোবারক গান,,, #পথশিশু dbcnews.tv somoynews.tv সাহিত্য আমার আলো Joel Osteen Prothom Alo

02/01/2024

কি ভয়ংকর ভুতুড়ে জঙ্গল সাহিত্য আমার আলো Alor Desari BD Kabbo Md Mijanur Rahman Nizam Pioneer open scout group

০৬/০১০/২০২৩(বৃহস্পতিবার) আলহামদুলিল্লাহ ারের_মতন_সেচ্ছায়_একজন_বয়স্ক_মুরুব্বি_বয়সী_মুমূর্ষ্য_রোগীকে(🅰️➕💉 লাল🩸ভালোবাসা) রক...
06/10/2023

০৬/০১০/২০২৩(বৃহস্পতিবার)
আলহামদুলিল্লাহ
ারের_মতন_সেচ্ছায়_একজন_বয়স্ক_মুরুব্বি_বয়সী_মুমূর্ষ্য_রোগীকে(🅰️➕💉 লাল🩸ভালোবাসা) রক্তদান করে আসলাম।
#রক্ত_দানের_স্থান_সম্মিলিত_সামরিক_হাসপাতাল(সিএমএইচ) ঢাকা ক্যান্টমেন্ট

#সবাই_দোয়া_করবেন_গুরুতর_অসুস্থ_বয়স্ক_মুরুব্বি_মানুষটির_জন্য 🤲

মানবতার ডাকে মানুষের কল্যাণে এগিয়ে সাহায্যের হাত বারিয়ে দেওয়াটাই হচ্ছে মানবপ্রেম

মানুষের মাঝে আপন প্রাণ
করিবে যে দান,
অস্তিত্ব বিলীন হওয়া সত্ত্বেও
পৃথিবীর বুকে সে থাকিবে চিরো অম্লান।

শ্রেষ্ঠত্বের প্রতিদান (পুরুষ্কার)
দানকরিবেন মহান প্রভু আখেরের কালে।

যে অসহায় মানুষকে সাহায্য করবে তাকে আল্লাহ সাহায্য করবেন।

মানুষ মানুষের জন্য, আসুন আমরা অসহায় মানুষের পাশে দারাই, অসহায়কে সাহায্য করি,

পৃথিবীতে প্রত্যেক প্রাণী একে-অপরের
উপর নির্ভরশীল।

রক্ত দিন জীবন বাঁচাতে এগিয়ে আসুন

বিঃদ্রঃ #ছবি_তোলার_উদ্দেশ্য_হচ্ছে_আমার_দেখাদেখি_আমার_ভাই বন্ধু প্রতিবেশী সবাই যেন মানবতার ডাকে সারা দিয়ে ঝাপিয়ে পড়ে দেশ মানবতা ও মানুষের কল্যাণে এই আরকি এছাড়া আর কোন উদ্দেশ্য নয়।
✍️আলোর-দিশারী(মিজান)
Alor Desari Mizan Nizam BD Kabbo সাহিত্য আমার আলো সাহিত্য আমার আলো

10/06/2023

মনুষ বোজা নয় মানবসম্পদ

Alor Desari
Mizan Nizam সাহিত্য আমার আলো

03/06/2023

গরমের ফিল হচ্ছে সেই গরম

28/05/2023

তালের শ্বাস খেতে কি চমৎকার স্বাদ না খেলে বুঝাই যায় না,তাল একটি মৌসুমি ফল তাল দুই ভাবেই খাওয়া যায় প্রথম কাঁচা অবস্থায় ভিতরের শ্বাস(বিচি)খাওয়া যায়,আবার পাকা অবস্থায়ও তাল খাওয়া যায় বিভিন্ন পিঠাপুলিতেও পাকা তালের নানাবিধ ব্যবহার করে থাকে,তাক খুবই পুষ্টিকর একটা ফল।

Pioneer open scout groupসাহিত্য আমার আলো
Pioneer open scout group

22/05/2023

আলহামদুলিল্লাহ
নিজের লেখা কবিতা নিজেই আবৃত্তি করার সুযোগ পেলে কারনা ভালো লাগে,,,

নিজের ভিতর কোন প্রতিভা থাকলে তা তুলে ধরার সুযোগ পেলে সুযোগটা কাজে খাটাও,, নিজের প্রতিভা প্রকাশ করো হউক না ভুল কি সঠিক,, কথায় আছে ভুল থেকে মূল,,,,

13/05/2023

জুম্মার নামাজের পরে একটু মসজিদ এরিয়াটা ঘুরাঘুরি,,,

25/04/2023

বৈশাখের উত্তপ্ত দুপুরে কাঁচা মরিচ দিয়ে কাঁচা আমের শরবত করে খেলাম,
মনপ্রাণ জুড়িয়ে গেল নিমিষেই,,,
ক্লান্তি দুর হয়ে,
মনে আসে এক প্রশান্তি।
আপনারাও তৈরি করে খেতে পারেন কাঁচা আমের শরবত আশাবাদী ভালো লাগতে।।

23/04/2023

জীবনে চলার পথ এতো সহজ নয়,
চলতে পথে অনেক বাঁধা বিপত্তি আসবেই তাকে উপেক্ষা করেই আপন লক্ষে এগিয়ে যেতে হবে।

শুভ নববর্ষ -১৪৩০ বঙ্গাব্দ
14/04/2023

শুভ নববর্ষ -১৪৩০ বঙ্গাব্দ

10/04/2023

ঘুরাঘুরি করতে কারনা ভালো লাগে!
তাও যদি হয় ঢাকার রাজ পথে ৩ চাকার প্যাডল চালিত রিকশায়,,।

05/04/2023

#গতকাল(০৪-০৪-২০২৩) সকাল আনুমানিক ৬: টার দিকে গুলিস্তান বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড ঘটে এতে ব্যপকহারে ক্ষয়ক্ষতি হয় 😥।
ঘটনাস্থলে সেচ্ছায় সেবা প্রদানের উদ্দেশ্যে সবার সাথে আমি যুক্ত হই অগ্নি নির্বাপণ ও উদ্ধার কাজে।
রাজধানী বঙ্গবাজার মার্কেটে গতকাল(৪-৪-২০২৩)ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে এতে ব্যপক ক্ষয়ক্ষতি হয়,
ফায়ারসার্ভিসের প্রায় ৫০ টি ইউনিট আগুন নিভানোর কাজ করে।
ফায়ারসার্ভিস এর সাথে যোগ দেয় সেনা,নৌ, বিমানবাহিনী,বিজিপি,পুলিশস সরকারের অন্যান্য সংস্থাগুলো
তার সঙ্গে এক হয়ে কাজ করে বাংলাদেশ স্কাউটস রোভার স্কাউট, বাংলাদেশ রেডক্রিসেন্ট, ফায়ারসার্ভিস ভলান্টিয়ার সহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন একসাথে তালে তাল মিলিয়ে আগুন নিভানোর কাজে সাহায্য করে।

মানুষের কষ্ট দুঃখের কোন সীমা নেই😥

মানুষের কষ্ট কেন এতো বুঝিনা মানুষ যে কত কষ্ট পায় তা যে পায় সেই বুঝে😥

মানবতার ডাকে মানুষের কল্যাণে এগিয়ে সাহায্যের হাত বারিয়ে দেওয়াটাই হচ্ছে মানবপ্রেম

মানুষের মাঝে আপন প্রাণ
করিবে যে দান,
অস্তিত্ব বিলীন হওয়া সত্ত্বেও
পৃথিবীর বুকে সে থাকিবে চিরো অম্লান।

শেষ্ঠত্বের প্রতিদান (পুরুষ্কার)
দানকরিবেন মহান প্রভু আখেরের কালে।

যে অসহায় মানুষকে সাহায্য করবে তাকে আল্লাহ সাহায্য করবেন।

মানুষ মানুষের জন্য, আসুন আমরা অসহায় মানুষের পাশে দারাই অসহায় কে সাহায্য করি,

পৃথিবীতে প্রত্যেক প্রাণী একে-অপরের
উপর নির্ভরশীল।

🩸রক্ত দিন জীবন বাঁচতে সাহায্য করুন

#বিঃদ্রঃ_ছবি_তোলার_উদ্দেশ্য_হচ্ছে_আমার_দেখাদেখি_আমার_ভাই বন্ধু প্রতিবেশী সবাই যেন মানবতার ডাকে সারা দিয়ে ঝাপিয়ে পড়ে দেশ মানবতা ও মানুষের কল্যাণে এই আরকি এছাড়া আর কোন উদ্দেশ্য নয়!
✍️আলোর-দিশারী(মিজান)

 #গতকাল(০৭-০৩-২০২৩) বিকেলে আনুমানিক ৪:৩০ কি ৫টার দিকে গুলিস্তান সিদ্দিক বাজার একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এতে ব্যপকহারে...
08/03/2023

#গতকাল(০৭-০৩-২০২৩) বিকেলে আনুমানিক ৪:৩০ কি ৫টার দিকে গুলিস্তান সিদ্দিক বাজার একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এতে ব্যপকহারে হতাহত হয় 😥।
ঘটনাস্থলে সেচ্ছায় সেবা প্রদানের উদ্দেশ্যে সবার সাথে আমি যুক্ত হই উদ্ধার কাজে।

কথায় আছে না রাখে আল্লাহ মারে কে!
ঠিক তাই ঘটছে গতকাল আমার বেলাও
গতকাল গুলিস্তান সিদ্দিক বাজারে একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এতে ব্যপক হারে হতাহত হয়,
ঘটনা ঘটার কয়েক মিনিট আগে আমি ওই পথ দিয়ে হেটে ঢাকা মেডিকেল যাই কিছুখন পরেই এই ঘটনা,
ঢাকা মেডিক্যাল থেকে আমাদের স্কাউটের এক ছোট ভাইর সাথে CNG করে বাসার উদ্দেশ্য রওনা দেই CNG যখন চানখাঁরপুল দেখি বিশাল জ্যাম রাস্তা বন্ধ আর এম্বুলেন্সের শব্দ আর মানুষের হৈচৈ বুঝতে বাকি রইলো না যে কিছু একটা ঘটছে, এর মধ্যে দেখলাম মানুষ ছুটোছুটি করছে ভ্যান, রিকশা করে রক্তাক্ত মানুষ নিয়ে কেউ আহত কেউ আবার নিহত, আমাদের CNG ও ততক্ষণে জ্যাম ঠেলে ফ্লাইওভারের উপরে চলে গেছে তখন সাথে সাথে টিভি নিউজ দেখি লইভ যে সিদ্দিক বাজার ভয়াবহ বিস্ফোরণ প্রাণহানিও ঘটছে, আমার মন তখন বাঁধা মানছে না আমি সিএনজিওলাকে বললাম আমাকে নামিয়ে দিন তখন তিনি আমাকে গুলিস্তান ফ্লাইওভারে নামিয়ে দেয়, নেমেই সোজা ঘটনাস্থলে চলে আসি আমার কাঁধের ব্যাগে স্কাউট স্কার্ফ ছিলো ও একটা কটি ছিলো পি পি হিসাবে তাই নিয়েই ঝাপিয়ে পড়ি সবার সাথে উদ্ধার কাজে কিন্তু হেলমেট ও হেন্ড গ্লাভস ছাড়া ভবনের কাছে যেতে পারছিলাম না,তখন আমাদের রোভার স্কাউট ও রেডক্রিসেন্ট এক ভাই ও বন্ধু কাছ থেকে হেলমেট ও হেন্ডগ্লাভস দাঁড় নিয়ে কাজ শুরু করি,,,আর কল্পনা করি ঘটনাটা যদি আমি যখন এখান দিয়ে গিয়ছিলাম তখন ঘটতো কি হতো কে খোঁজ করতো আমায়??যাইহোক সর্বশক্তিমান মহান আল্লাহর রহমতে ভাগ্যেরজোড়ে এই দফায় বেঁচে গেছি আলহামদুলিল্লাহ।
পরে ওইখানের উদ্ধার গতকালের জন্য বিরতি দিলে ঢাকা মেডিকেল চলে যাই গিয়ে দেখি স্বজনদের আহাজারি আর্তনাদে ভারি হয়ে গেছে গোটা ঢাকা মেডিকেল এলাকা কারো ভাই নাই কারো বাবা নাই কারো বন্ধু কে খুঁজে পাচ্ছে না ইত্যাদি সে কি হৃদয়বিদারক অবস্থা যারা ছিলেন সরাসরি তারাই বলতে পারবেন,,,,। মানুষের কষ্ট দুঃখের কোন সীমা নেই😥

যাইহোক যারা মারা গেছেন তাদের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
আর যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।

মানুষের কষ্ট কেন এতো বুঝিনা মানুষ যে কত কষ্ট পায় তা যে পায় সেই বুঝে😥

মানবতার ডাকে মানুষের কল্যাণে এগিয়ে সাহায্যের হাত বারিয়ে দেওয়াটাই হচ্ছে মানবপ্রেম

মানুষের মাঝে আপন প্রাণ
করিবে যে দান,
অস্তিত্ব বিলীন হওয়া সত্ত্বেও
পৃথিবীর বুকে সে থাকিবে চিরো অম্লান।

শেষ্ঠত্বের প্রতিদান (পুরুষ্কার)
দানকরিবেন মহান প্রভু আখেরের কালে।

যে অসহায় মানুষকে সাহায্য করবে তাকে আল্লাহ সাহায্য করবেন।

মানুষ মানুষের জন্য, আসুন আমরা অসহায় মানুষের পাশে দারাই অসহায় কে সাহায্য করি,

পৃথিবীতে প্রত্যেক প্রাণী একে-অপরের
উপর নির্ভরশীল।

🩸রক্ত দিন জীবন বাঁচতে সাহায্য করুন

#বিঃদ্রঃ_ছবি_তোলার_উদ্দেশ্য_হচ্ছে_আমার_দেখাদেখি_আমার_ভাই বন্ধু প্রতিবেশী সবাই যেন মানবতার ডাকে সারা দিয়ে ঝাপিয়ে পড়ে দেশ মানবতা ও মানুষের কল্যাণে এই আরকি এছাড়া আর কোন উদ্দেশ্য নয়!
✍️আলোর-দিশারী(মিজান)

21/01/2023

তুমি কে?
আমি মানুষ এটাই আমার পরিচয়
মানুষকে মানুষ হিসেবে সম্মান করো, সে কে হিন্দু, মুসলিম, খ্রিষ্টান, কিংবা সে কি নারী, পুরুষ, নাকি হিজড়া এগুলো দেখার বিষয় নয়!
সে একজন মানুষতো? তাহলে তাকে মানুষ হিসেবে মানুষ হয়ে সম্মান করো।

19/01/2023

নিজের একটা থাকলেও তা নিজের কাছে অমূল্য সম্পদ,আর অন্যের কোটি টাকার সম্পদ নিজের কাছে থাকেলে তা আমার বিন্দুমাত্র উপকারে আসবে না,বরং তা আমার কাছে আমানত।।

24/12/2022

শত প্রতিকূলতার মাঝে টিকে থাকাটাই বীরত্ব
ঝড়তুফান আসবেই তার মাঝে লড়াই করে বাঁচতে হবে,অন্যায় অবিচারের প্রতিবাদ করে বাঁচার নামই বীরত্ব।

10/12/2022

গোধূলি নামা নীল আকাশ জুড়ে সাদা মেঘের খেলা,,,বকের ঝাঁক মেলছে পাখা ফিরবে বাড়ী এবেলা।

26/11/2022

বিজয় হাসি হসতে চাইও?
সত্যের পথে এগিয়ে যাও
অন্যায় কে কখনো সত্য বলে স্বীকৃতি দিও না।

09/11/2022

বাংলাদেশ একটি চমৎকার ভূখন্ড
যার সিংহভাগ গ্রামাঞ্চলে গেলে উপভোগ করা যায়।
তেমনি এক প্রত্যন্ত গ্রামের দৃশ্য এই ভিডিওতে ধারণ করা হয়েছে,সবাইকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি।

08/11/2022

কাঠফাটা রৌদ্রকে উপেক্ষা করে দেখেন কিভাবে নদীমাতৃক গ্রামীণ শিশু-কিশোরা জাল ফেলে মাছ স্বীকার করে জীবিকা নির্বাহ করে থাকে।
বিচিত্র জীবন তাদের
প্রতিনিয়ত নদীর সঙ্গে পাঞ্জা এগিয়ে চলছে নদীমাতৃক এলাকার মানুষের জীবনযাপন।

22/10/2022

নদীতে পরন্ত বেলা থেকে গোধূলী

07/10/2022

শরৎ এর কাশবন সাদা সাদা কাশফুলে ছেয়ে গেছে চারিদিক,অসাধারণ অসাধারণ একটা পরিবেশ তার মাঝে ছোট্ট শিশুদের সাইকেলের প্যাডেল,,,

13/09/2022

শীতলক্ষ্যা নদীর উপর নির্মিত শীতলক্ষ্যা সেতু(কাঁচপুর ব্রিজ) ভ্রমণ ও গ্রামীণ মেলায় ঘুরাঘুরি করলাম অনেকটা সময় খুব ভালোই লাগছে।

10/09/2022

গোধূলির পরন্ত বিকেলে
খরস্রোতা নদী পদ্মার বুকে ট্রলারে করে স্বপ্নের পদ্মা সেতু দেখে মনটা ভরে গেলো।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when BD Kabbo TM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BD Kabbo TM:

Videos

Share


Other Sightseeing Tour Agencies in Dhaka

Show All