BDGOO Hajj & Umrah Services

BDGOO Hajj & Umrah Services BDGOO Hajj & Umrah services

হে আল্লাহ, আমরা আপনার কাছে হেদায়েত ও তাকওয়া চাই।
30/09/2023

হে আল্লাহ, আমরা আপনার কাছে হেদায়েত ও তাকওয়া চাই।

(তোমাদের ইলাহ এক ইলাহ, তিনি ছাড়া অন্য কোন সত্য ইলাহ নেই। তিনি পরম করুণাময়, অতি দয়ালু।) [সূরা আল-বাকারা: ১৬৩]
30/09/2023

(তোমাদের ইলাহ এক ইলাহ, তিনি ছাড়া অন্য কোন সত্য ইলাহ নেই। তিনি পরম করুণাময়, অতি দয়ালু।) [সূরা আল-বাকারা: ১৬৩]

ওমরাহ ভিসায় খুব সহেজ সৌদিতে ঘুরে বেড়াতে পারেন।BDGOO Hajj & Umrah Services
30/09/2023

ওমরাহ ভিসায় খুব সহেজ সৌদিতে ঘুরে বেড়াতে পারেন।
BDGOO Hajj & Umrah Services

উমরাহ দারিদ্রতা বাড়ায় না বরং অভাব মোচন করে। আপনার সুবিধাজনক সময়ে সপরিবারে উমরাহ করে আসুন এবং দেখে আসুন পবিত্র মক্কা ও মদ...
30/09/2023

উমরাহ দারিদ্রতা বাড়ায় না বরং অভাব মোচন করে। আপনার সুবিধাজনক সময়ে সপরিবারে উমরাহ করে আসুন এবং দেখে আসুন পবিত্র মক্কা ও মদীনা মনোয়ারার সুন্দর্য। নিরাপদ ও নির্ঝঞ্ঝাট বাইতুল্লাহ সফরের জন্য আপনার বিশ্বস্ত সহযোগী হতে পারে BDGOO Hajj & Umrah Services"হজ্জ ও উমরাহ"

(তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ ও ওমরাহ সম্পূর্ণ কর।) [সূরা আল-বাকারা: ১৯৬]
30/09/2023

(তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ ও ওমরাহ সম্পূর্ণ কর।) [সূরা আল-বাকারা: ১৯৬]

(হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে অধিক স্মরণ কর) [সূরা আল-আহযাব: ৪১]
30/09/2023

(হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে অধিক স্মরণ কর) [সূরা আল-আহযাব: ৪১]

হে আমার রব! এই কাবাঘর আপনার ঘর আমি এতে এসেছি। আর অতিথিকে সম্মান দেওয়া ঘরের মালিকের রীতি। তাই আমাকে কবুল করে সম্মানিত করু...
30/09/2023

হে আমার রব! এই কাবাঘর আপনার ঘর আমি এতে এসেছি। আর অতিথিকে সম্মান দেওয়া ঘরের মালিকের রীতি। তাই আমাকে কবুল করে সম্মানিত করুন। আপনার কাছে এই আমার কামনা।

30/09/2023
08/11/2022

রাসূল (সাঃ) বলেন, দাজ্জালের আবির্ভাবের তিন বছর পূর্বে দুর্ভিক্ষ দেখা দিবে, তখন মানুষ চরমভাবে অন্নকষ্ট ভোগ করবে। প্রথম বছর আল্লাহ তা‘আলা আসমানকে তিন ভাগের এক ভাগ বৃষ্টি আটকে রাখার নির্দেশ দিবেন এবং যমীনকে নির্দেশ দিলে তা এক-তৃতীয়াংশ ফসল কম উৎপাদন করবে। এরপর তিনি আসমানকে দ্বিতীয় বছর একই নির্দেশ দিলে তা দু’-তৃতীয়াংশ কম বৃষ্টি বর্ষণ করবে এবং যমীনকে হুকুম দিলে তাও দুই-তৃতীয়াংশ কম ফসল উৎপন্ন করবে। এরপর আল্লাহ তা‘আলা আকাশকে তৃতীয় বছরে একই নির্দেশ দিলে তা সম্পূর্ণভাবে বৃষ্টিপাত বন্ধ করে দিবে। ফলে এক ফোঁটা বৃষ্টিও বর্ষিত হবে না। আর তিনি যমীনকে নির্দেশ দিলে তা শস্য উৎপাদন সম্পূর্ণ বন্ধ রাখবে। ফলে যমীনে কোন ঘাস জন্মাবে না, কোন সবজি অবশিষ্ট থাকবে না, বরং তা ধ্বংস হয়ে যাবে, তবে আল্লাহ যা চাইবেন। জিজ্ঞেস করা হ’ল, এ সময় লোকেরা কিরূপে বেঁচে থাকবে? তিনি বলেন, যারা তাহলীল (লা ইলাহা ইল্লাল্লাহ), তাকবীর (আল্লাহু আকবার), তাসবীহ (সুবহানাল্লাহ) ও তাহমীদ (আলহামদুলিল্লাহ) বলতে থাকবে এগুলো তাদের খাদ্যনালিতে প্রবাহিত করা হবে।

[ইবনু মাজাহ হা/৪০৭৭; ছহীহুল জামে‘ হা/৭৮৭৫; কিছ্ছাতুল মাসীহিদ-দাজ্জাল ৪৫,৩৭,৩৮; ইছাম মূসা হাদী, সহীহ আশরাতিস সা‘আত ১/১৩১]

Address

66, Shaheed Syed Nazrul Islam Sharani (North South Road), Bongshal
Dhaka
1100

Telephone

+8801911181911

Website

Alerts

Be the first to know and let us send you an email when BDGOO Hajj & Umrah Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share