![বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা, ১৯৭২ সালের ৪ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে...](https://img5.travelagents10.com/213/428/1133326582134286.jpg)
17/01/2025
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা, ১৯৭২ সালের ৪ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়।
বর্তমানে বিমানের বহরে ১৬টি উড়োজাহাজ রয়েছে, যার মধ্যে ১০টি বোয়িং থেকে সরাসরি কেনা এবং বাকিগুলো লিজ চুক্তিতে আনা হয়েছে।
বিমানের সর্বশেষ সংযোজন বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার, যা ২০১৯ সালের ডিসেম্বরে বহরে যুক্ত হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বর্তমানে ১৬টি আন্তর্জাতিক রুটে সেবা প্রদান করছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদের জন্য বিভিন্ন সুবিধা প্রদান করে, যার মধ্যে রয়েছে
আরামদায়ক আসন
ইন-ফ্লাইট বিনোদন ব্যবস্থা
উন্নত মানের খাবার
অনলাইন চেক-ইন সুবিধা
বিশ্বস্ত যাত্রীদের জন্য ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই উন্নত সেবা এবং আধুনিক উড়োজাহাজের বহর যাত্রীদের ভ্রমণকে আরও আনন্দদায়ক ও নিরাপদ করে তুলেছে।
এয়ার টিকিটের মূল্য জানতে চান?
আপনার যাত্রার তারিখ এবং গন্তব্যের তথ্য পাঠিয়ে দিন ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপে ( wa.me/+8801730474801)।
আমরা অফিস সময়ের মধ্যে আপনাকে দ্রুত সঠিক তথ্য জানিয়ে দেব।
👉 আমাদের পেজে লাইক দিয়ে আপডেটেড থাকুন।
আপনার আস্থার সঙ্গী।
ধন্যবাদ।