Ndreamfly

Ndreamfly Ndreamfly Global is an online travel & visa agency. Gulshan Office:
ndreamfly
Crystal Palace,
Gulshan-1, Dhaka, 1212.

UTC Building, 19th Floor,
8, Panthapath
Dhaka. Call us
M: +8801313949090 (Whatsapp)

Tel: +8809696339090


24/7 access Hotline
Open to 24h a day

29/08/2024

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ কিছু সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে। এই সুযোগ সুবিধাগুলো সকল যাত্রীদের জন্য প্রযোজ্য। আপনি জানলে হয়তো কোনো না কোনো সময় আপনার অথবা আপনার আত্মীয় স্বজনদের কাজে লাগতে পারে।

১. বিভিন্ন পয়েন্টে টেলিফোন রাখা আছে। আপনি চাইলে যেকোনো নম্বরে কথা বলতে পারবেন। এজন্য আপনাকে কোনো চার্জ দিতে হবে না।

২. সার্বক্ষণিক ফ্রি ওয়াই ফাই সুবিধা।

৩. যাত্রীদের সার্ভিস দেয়ার জন্য হেল্প ডেস্কের ব্যবস্থা। আপনার কোনো কিছু জানার থাকলে হেল্প ডেস্কের যে কাউকে জিজ্ঞাসা করলেই আপনাকে সঠিক পরামর্শ দিবে।

৪. লাগেজ ভাঙলে কমপ্লেইনের ব্যবস্থা আছে। দ্রুত সময়ের মধ্যে আপনার সমস্যা সমাধান করা হবে।

৫. লাগেজ চুরির ঘটনা এখন নাই বললেই চলে। তবে কোনো লাগেজ হারিয়ে গেলে/খুঁজে না পেলে Lost and Found নামক একটা অফিস আছে ওখানে কমপ্লেইন করলে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেয়া হয়ে থেকে।

৬. দেশের সব সিম অপারেটরদের কাস্টমার সার্ভিস সুবিধা (২৪ ঘণ্টা)। আপনি চাইলে সিম কিনতে/রিপ্লেস করতে পারবেন।

৭. কারেন্সি চেঞ্জ করার জন্য দেশের প্রায় সব ব্যাংকের বুথ ২৪ ঘণ্টা খোলা থাকে। অতিরিক্ত টাকা ছাড়াই বর্তমান বাজার মূল্যে কারেন্সি চেঞ্জ করতে পারবেন।

এরপরও আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, তবে আপনার আশে পাশে থাকা বাংলাদেশ বিমান বাহিনীর যে কোনো সদস্যকে জিজ্ঞাসা করলে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে।

বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী দেশের সকল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছে।

06/07/2024
06/07/2024
Eid Mubarak
10/04/2024

Eid Mubarak



রমজানুল মোবারক
11/03/2024

রমজানুল মোবারক



বিমান যাত্রার কিছু শিষ্টাচার – যা অবশ্যই মেনে চলবেনবিমান যাত্রা বেশির ভাগ সময়ই রোমাঞ্চকর। প্রথম বিমান ভ্রমণের গল্প অনেকে...
07/02/2024

বিমান যাত্রার কিছু শিষ্টাচার – যা অবশ্যই মেনে চলবেন

বিমান যাত্রা বেশির ভাগ সময়ই রোমাঞ্চকর। প্রথম বিমান ভ্রমণের গল্প অনেকেরই স্মৃতিতে জীবন্ত থাকে চিরকাল। তবে বিমান যাত্রায় কিছু শিষ্টাচার আপনাকে একজন ভাল যাত্রী হিসেবে উপস্থাপন করতে পারে। এই আধুনিক যুগে বাস করেও কেনই না আপনি পিছিয়ে থাকবেন। যেনে নিন বিমান ভ্রমণের কিছু শিষ্টাচার।

বিমান ভ্রমণে শিষ্টাচার

১। সিট খুঁজে বের করা ও ব্যাগ ঠিকঠাক করা:

বিমানে নিজের সিট নিজেই খুঁজে নিন। অনেক সময়েই যাত্রীরা তাদের ব্যাগ ঠিকঠাক ওভারহেড কম্পার্টমেন্টে ঢোকান না। অনেকেই যাতায়াতের রাস্তাতে ব্যাগ ফেলে রাখেন। ফলে অন্যের বিরক্তির কারণ হয়ে উঠেন।

২। ব্যাগ নিজের দায়িত্বে রাখুন:

বিমানে মূলত ফ্লাইট অ্যাটেনডেন্টরা ব্যাগ এর বিষয়ে সহায়তা করে থাকে। তবে সব যাত্রীই যদি আশা করে যে, তাদের ব্যাগ একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট ঠিক করে দেবে, তাহলে তা একটু কঠিন। শত শত যাত্রীর ভারি ব্যাগ ওপরে তোলা যেমন কঠিন; তেমন এতে সময়ও নষ্ট হয়। আপনি যদি সুস্থ-সবল ব্যক্তি হন তাহলে নিজের কাজটি নিজেই করতে চেষ্টা করুন।

৩। অবশ্যই ভদ্র ব্যবহার করুন:

বিমানে ফ্লাইট অ্যাটেনডেন্টদের সাথে কথা বলার সময় ‘প্লিজ’ বা ‘ধন্যবাদ’ শব্দগুলো ব্যাবহার করুন। কখনই তাদের সাথে খারাপ আচরণ করবেন না। মনে রাখবেন কর্মক্ষেত্রে ভদ্র আচরণ পাওয়া প্রত্যেক কর্মীরই অধিকার।

৪। দৃষ্টি যথাসম্ভব সংযত রাখুন:

বিমানের ফ্লাইট অ্যাটেনডেন্ট নারী বা পুরুষ হেঁটে যাওয়ার সময় অনেকেই তাদের দিকে তাকিয়ে থাকেন, যা তাদের স্বাভাবিক কাজের বিঘ্ন ঘটায়। এছাড়াও অনেকেই বিমানের ভেতর তাদের কাজের স্থানে উঁকি মেরে তাদের কার্যক্রম লক্ষ্য করার চেষ্টা করেন। তাদের এমন আচরণে বিমানের কর্মীদের কাজে যে শুধু ব্যাঘাত ঘটে তাই নয়, এতে করে তারা অস্বস্তিতেও পড়ে যান।

৫। স্টিকার ব্যবহার করুন:

বিশ্বের অধিকাংশ বড় ফ্লাইটেই সিটের সঙ্গে একটি স্টিকার দেওয়া থাকে। এতে লেখা থাকে, ‘খাবারের সময় আমাকে ডেকে দিও।’ এমন স্টিকার থাকলে খাবার দেওয়ার সময় ফ্লাইট অ্যাটেনডেন্ট আপনাকে নিশ্চিন্তে ডেকে দেবেন। এমন স্টিকার না থাকলে খাবারের সময় ডাকলে বা না ডাকলেও বিরক্ত হন। তাই আপনি আপনার প্রয়োজন বুঝে স্টিকারটি ব্যবহার করুন।

৬। খাবারের জন্য ধন্যবাদ দিন:

বিমানের প্রত্যেকটি যাত্রীর জন্যই বিমানে পর্যাপ্ত খাবার মজুদ থাকে। ফলে খাবার গ্রহণে কখনই কোনো সমস্যা নেই, বরং তা প্রত্যাখ্যান করাই বেশি ঝামেলার। তবে খাবার গ্রহণ করার সময় অবশ্যই সহায়তাকারীকে ধন্যবাদ দিন তাকে সহায়তা করুন।

৭। গ্যালারিতে যান:

ভ্রমণের সময় অতিরিক্ত কোনো পানীয় কিংবা হালকা খাবার প্রয়োজন হলে বিমানের গ্যালারিতে চলে যান। অধিকাংশ বিমানের পেছনের দিকেই গ্যালারি থাকে। যাতায়াতের সময় একজন ফ্লাইট অ্যাটেনডেন্টকে ডেকে কোনোকিছু চাওয়ার চেয়ে এটি অনেক ভদ্র পদ্ধতি।

৮। ট্রে অগোছালো নয়:

খাবার খাওয়া শেষ করে তা অগোছালো ভাবে না রেখে নিজেই একটু গুছিয়ে রাখুন। এতে সহায়তাকারীদের সুবিধার সাথে সাথে নিজের কাজেও সুবিধা হবে।

৯। ব্যাবহার করা হেডসেট ও কম্বল ফেরত দিন:

বিমানযাত্রার শেষ দিকে বিমানের যাত্রীদের কাছ থেকে হেডসেট নেওয়ার দায়িত্বে একজন নিয়োজিত থাকেন। কারণ তার কাজ বিমানটি সময়মত পরিষ্কার করে নতুন করে সাজিয়ে যাত্রী ওঠানো। বের হওয়ার আগেই এসব কাজ সেরে তবেই যাত্রার সমাপ্তি করুন।

Share with your friends

Happy New Year 2024
31/12/2023

Happy New Year 2024

17/11/2023

আপনি কি বিদেশগামী যাত্রী ?

📍 বাড়ি থেকে আপনার পাসপোর্ট, টিকিটসহ ভ্রমণের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস চেক করে নিন।

📍 যানজটের বিষয়টি মাথায় রেখে হাতে সময় নিয়ে যাত্রা করুন।

🕒 ফ্লাইটের নির্ধারিত সময়ের ৩ ঘন্টার আগে বিমানবন্দরে উপস্থিত হোন।

📍 চেক ইন কাউন্টার খুঁজে পেতে বিমানবন্দরের ভেতরে বিভিন্ন স্থানে থাকা নির্দেশনা মনিটরে নজর রাখুন। অথবা হেল্প ডেস্কের সহায়তা নিন।

📍 বিমানবন্দরের ভেতরে প্রবেশ করে আপনার নির্ধারিত এয়ারলাইনে চেক ইন সম্পন্ন করুন।

📍 ফ্লাইটের ১ ঘন্টা আগে এয়ারলাইনের বোর্ডিং কাউন্টার বন্ধ হয়ে যায়। এরপর আসলে আপনি আর চেক ইন করতে পারবেন না।

📍 চেক ইন করার সময় যে কয়টি লাগেজ জমা দিবেন, ততটি লাগেজ ট্যাগ বুঝে নিন।

📍পাসপোর্ট, বোর্ডিং কার্ড, লাগেজ ট্যাগ বুঝে নিয়ে চেক ইন কাউন্টার ত্যাগ করুন।

📍 চেকইন সম্পন্ন করার পর অযথা ঘোরাফেরা না করে ইমিগ্রেশন সম্পন্ন করুন।

📍 ইমিগ্রেশন করা পর পুনরায় বিমানবন্দরের ভেতরে বিভিন্ন স্থানে থাকা নির্দেশনা মনিটরে নজর রাখুন। আপনার বোর্ডিং কার্ডে অথবা মনিটরে প্রদর্শিত গেট ব্যবহার করে উড়োজাহাজে উঠুন।

📍 আপনার বোর্ডিং কার্ডে লেখা নির্ধারিত সিটে বসুন। খালি থাকলেও অন্য সিটে বসবেন না।

𝗧𝗵𝗮𝗻𝗸 𝘆𝗼𝘂,𝗛𝗼𝗻𝗼𝘂𝗿𝗮𝗯𝗹𝗲 𝗣𝗿𝗶𝗺𝗲 𝗠𝗶𝗻𝗶𝘀𝘁𝗲𝗿 𝗦𝗵𝗲𝗶𝗸𝗵 𝗛𝗮𝘀𝗶𝗻𝗮For taking the nation to a higher altitude. Our new 𝟯𝗿𝗱 𝗧𝗲𝗿𝗺𝗶𝗻𝗮𝗹 at 𝗛𝗮𝘇...
07/10/2023

𝗧𝗵𝗮𝗻𝗸 𝘆𝗼𝘂,
𝗛𝗼𝗻𝗼𝘂𝗿𝗮𝗯𝗹𝗲 𝗣𝗿𝗶𝗺𝗲 𝗠𝗶𝗻𝗶𝘀𝘁𝗲𝗿 𝗦𝗵𝗲𝗶𝗸𝗵 𝗛𝗮𝘀𝗶𝗻𝗮

For taking the nation to a higher altitude.
Our new 𝟯𝗿𝗱 𝗧𝗲𝗿𝗺𝗶𝗻𝗮𝗹 at 𝗛𝗮𝘇𝗿𝗮𝘁 𝗦𝗵𝗮𝗵𝗷𝗮𝗹𝗮𝗹 𝗜𝗻𝘁𝗲𝗿𝗻𝗮𝘁𝗶𝗼𝗻𝗮𝗹 𝗔𝗶𝗿𝗽𝗼𝗿𝘁, 𝗗𝗵𝗮𝗸𝗮, is a monument of our economic upswing.

We pride together.
𝗪𝗲 𝗮𝗿𝗲 𝗕𝗮𝗻𝗴𝗹𝗮𝗱𝗲𝘀𝗵


24/08/2023

এয়ার টিকেট দরকার?
দেশ - বিদেশের যেকোনো এয়ার টিকেট করে দিবো আমরা।
আর দাম ? যে কোন মূল্য আমাদের সাথে যাচাই করুণ।
অবশ্যই আমরা আরও কমে টিকেট করে দিব।
এখনি যোগাযোগ করুন - +8801313 949 090, +88 09 696 339 090

বিদেশ ঘুরার প্লান করছেন?দ্রুত টুরিস্ট ভি_সা এসিস্ট্যান্ট সার্ভিস লাগবে?আমরা আছি আপনার পাশে।Ndreamfly দিচ্ছে সর্বনিম্ন রে...
22/08/2023

বিদেশ ঘুরার প্লান করছেন?
দ্রুত টুরিস্ট ভি_সা এসিস্ট্যান্ট সার্ভিস লাগবে?
আমরা আছি আপনার পাশে।
Ndreamfly দিচ্ছে সর্বনিম্ন রেটে ভি_সা সার্ভিসের সুযোগ!

⚠ আমরা শুধু টুরিস্ট ভি_সা এবং বিভিন্ন বিমান টিকেট নিয়ে কাজ করে থাকি।

𝐂𝐚𝐥𝐥 𝐍𝐨𝐰: +8801313949090

📞 পাশাপাশি যেকোনো এয়ার টিকিট, ট্যুর প্যাকেজ সংক্লান্ত তথ্য জানতে যোগাযোগ করুন-
Other Contact Numbers (WhatsApp)
+8801313-949090
+8801313947272
+88 09 696 339 090
------------------------------------
China ৳ 10,000/-
Nepal ৳ 1,500/-
Thailand ৳ 5,000/-
Singapore ৳ 5,000/- (with LOI)
Malaysia ৳ 5,000/- (Tourist)
Malaysia ৳ 5,500/- (Student, Professional)
Sri Lanka ৳ 3,500/-
India ৳ 1,500/- (With Online Charge)
Pakistan Tourist ৳ 7,500/-
Indonesia Sticker ৳ 13,000/- (with insurance)
Umrah ৳ 20,000/-
Egypt ৳ 10,000/-
Dubai ৳ 5,000/- (30 Days stay for Child with ins., Normal Processing)
Dubai ৳ 16,000/- (30 Days Stay with ins., Normal Processing)
Canada ৳6000 (File Processing)
Australia ৳5000 (File Processing)
UK ৳5,000 (File Processing)
Schengen ৳5,000 (File Processing)
USA ৳5,000 (File Processing)
Japan Possessing ৳ 4,000/-
South Korea Paper Possessing ৳ 2,000/-
Vietnam only Approval ৳ 8,000/-
Vietnam Sticker ৳ 8,000/-
Cambodia ৳ 5,000/-
Philippines Sticker ৳ 7,000/-
Turkey ৳ 8,500/-
Turkey Sticker ৳ 23,000/- (13 Days Package, with insurance)
Moldova ৳ 10,500/-
Morocco Sticker ৳ 10,500/-
Morocco ৳ 11,500/-
Uzbekistan ৳ 8,500/-
Malawi ৳ 11,500/-
Uganda ৳ 9,500/-
Rwanda ৳ 9,500/-
Ethiopia ৳ 9,500/-
Kenya ৳ 9,500/-
Tanzania ৳ 10,500/- (Tourist)
Zambia ৳ 6,500/- (Tourist)
Brazil fee + File Processing fee ৳ 40,000/-

Please contact us for details...

𝐂𝐚𝐥𝐥 𝐍𝐨𝐰: +8801313949090

📞 পাশাপাশি যেকোনো এয়ার টিকিট, ট্যুর প্যাকেজ সংক্লান্ত তথ্য জানতে যোগাযোগ করুন-
Other Contact Numbers

+8801313-949090
+8801313947272
+88 09 696 339 090

🏬 অফিস এর ঠিকানাঃ
ইউটিসি বিল্ডিং, ২০ তলা
কাওরান বাজার, ঢাকা ।

14/07/2023
Eid Mubarak
28/06/2023

Eid Mubarak

24/05/2023

Third Terminal in Dhaka Airport | Hazrat Shahjalal international Airport 3rd Terminal | largest airport in Bangladesh

যখন আকাশপথে ভ্রমণের জন্য এয়ারলাইনের টিকিট কাটবেন, তখন অবশ্যই জেনে নিবেন, আপনি কয়টি ব্যাগ/লাগেজ সাথে নিতে পারবেন, কত কেজি...
28/04/2023

যখন আকাশপথে ভ্রমণের জন্য এয়ারলাইনের টিকিট কাটবেন, তখন অবশ্যই জেনে নিবেন, আপনি কয়টি ব্যাগ/লাগেজ সাথে নিতে পারবেন, কত কেজি পর্যন্ত সাথে নিতে পারবেন। প্রতিটি এয়ারলাইন্সে একজন যাত্রী কতটুকু ওজনের মধ্যে কয়টি লাগেজ/ব্যাগ নিতে পারবেন তা নির্ধারিত।

ভ্রমণ করার সময় নির্ধারিত ওজনে ও সংখ্যার লাগেজ নিয়ে বিমানবন্দরে আসুন। নির্ধারিত ওজনের অতিরিক্ত ওজনের ব্যাগ/লাগেজ সাথে আনলে আপনি সেটি নিতে পারবেন না। সেক্ষেত্রে বিমানবন্দরে লাগেজে থেকে অতিরিক্ত ওজন কমিয়ে ফ্লাইটে উঠতে হবে।

তবে কোন কোন এয়ারলাইন নির্ধারিত ওজনের বেশি হলে অতিরিক্ত ওজনের জন্য চার্জ নিয়ে লাগেজ নেয়ার সুযোগ দেয়। অতিরিক্ত ওজনের জন্য কেজি প্রতি চার্জও এয়ারলাইন্স ভেদে বিভিন্ন রকমের। চার্জ সম্পর্কে তথ্য টিকিট কাটার সময় এয়ারলাইন/ট্রাভেল এজেন্সির কাছ থেকে জেনে নিবেন।

বোর্ডিং করার সময় আপনার লাগেজ/ব্যাগ জমা দেবার পর ট্যাগ বুঝে নিবেন। ট্যাগ একমাত্র প্রমাণ আপনার সঙ্গে লাগেজ বুকিং দিয়েছেন।

বিশ্বের প্রায় সব দেশেই এয়ারলাইন্স ও বিমানবন্দরের নিয়মনীতি প্রায় একই রকমের। ভ্রমণের সময় এয়ারলাইন্স ও বিমানবন্দরের নিয়ম মেনে চলুন।



সূত্র:

#বাংলা_এভিয়েশন #বাংলা_প্রবাস

"Ndreamfly Travels" এর পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি ঈদ- উল-ফিতর এর শুভেচ্ছা। আসুন আমরা পরিবার, আত্মীয়-স্বজন,ও অসহায় মানুষ...
21/04/2023

"Ndreamfly Travels" এর পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি ঈদ- উল-ফিতর এর শুভেচ্ছা। আসুন আমরা পরিবার, আত্মীয়-স্বজন,ও অসহায় মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেই।

Address

Crystal Palace, 3rd Floor, House # SE (D) 22, Road #, 140, Gulshan
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Ndreamfly posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ndreamfly:

Videos

Share