03/10/2022
ইতালির ভিসা নিয়ে কিছু কথা বলবো।
যারা ইতালির স্বপ্ন দেখছেন তারা একটু পরে নিবেন।
অনেক বছর বন্ধ থাকার পর ইতালি সরকার লোক নিচ্ছে। তবে এই সুখ বেশী দিনের জন্য না কারণ আমরা জাতি হিসেবে সভ্য এখনো হয়ে উঠিনি। ২২ সালে যারা কৃষি মানে সিজনাল ভিসায় যাচ্ছে তারা কি আর কেউ আসবে?
না,,, তারা এতো টাকা দিয়ে ইতালি গিয়ে আবার ফিরে আসবে এটা ভাবা ভুল। তাদের ভিসার সময় শেষ হয়ে গেলে যদি মালিক ভালো হয় রিইস্যু করতে পারলে ভালো,,,,, না হওয়ার সম্ভাবনাই বেশি।। তারা পলাবে আবার ইতালি তে থাকতে আবেদন করবে।।। যখন ইতালির সরকার দেখবে এরা যায় না আবার থাকার আবেদন করছে তাইলে বাংলাদেশ আবার বন্ধ করে দেই,,, এই গুলারে আগে জাতে আনতে হবে। তাই ২৩ সালের জমা টাই শেষ জমা আপাদত এটাই মনে করে নেওয়া উত্তম।
এই কথা গুলো বলার কারন ইতালি অনেকের স্বপ্ন,,, তাই কেউ যাতে প্রতারিত না হয় এই জন্য বলছি।
**পাসপোর্ট আর টাকা দেওয়ার কয়েক দিনের মধ্যে জমা রশিদ দিবে।
*** ডিমান্ড এর বিষয়ে কিছু বলি।
অনেকেই কম জামানতে কাগজ নিচ্ছে ডিমান্ড ও কম তাদের মধ্যে ঘাবলা আছে।। ২০ জনের কাছ থেকে যদি ১ লাখ করেও নেয় তাইলে ২০ লাখ সেই টাকা অন্য জায়গায় বিনিয়োগ করে সে তার সার্থ হাসিল করবে৷ এটাই হয়।। আর কিছু খরচ আছে ২০-৫০ হাজার টাকা পর্যন্ত খরচ হয়,, যা অফেরতযোগ্য।। ২০ হাজার করে ২০ জনের কাছ থেকে নেয় তাও ৪ লাখ কামাই কম কি। ৪০০ টাকা কম্পিউটারের দোকানে খরচ করে ।
লোক নিবে ৩ হাজার আবেদন হবে ৩ লাখের বেশি।। তাইলে বুঝেন আবেদন টা কতটুকু গুরুত্বপূর্ণ।
যারা অরিজিনাল জমা দিবে এবং নেওয়ার সম্ভাবনা ৯৮ % তারা কম ডিমান্ড এ আসবে না,,, যতই আপন হোক না কেনো।
যারা কম টাকায় জমা দিবেন প্রতারণার শিকার হবেন তাদের জমা রসিদ টুকুই সান্ত্বনা।। ১০০% গ্যারান্টি যে দিবে সে বড় বাটপার।
জামানত কম
ডিমান্ড কম খরচ কম
তাদেত যাওয়ার সম্ভাবনাই কম।
নন সিজনাল ( স্পনসর ভিসা) যত আপন লোক হোক ১৩ লাখের নিচে যে নিবে তার মধ্যে ঘাবলা থাকতে পারে ।। ১৩ লাখ সর্বনিম্ন নিবে তারপর যত হাত তত টাকা ১৫/১৬ লাখ হলেও হতে পারে।
সিজনাল ( এগ্রিকালচার ভিসা) ৮ লাখ ৫০ এর নিচে মানে জমা রসিদ নিয়েই খুশি থাকেন।
আর যারা প্রকৃত কাজ করবে তারা জামানত ২ লাখের নিচে নিবে না।।। তারা জানে যে সঠিক উকিল কম্পানি দিয়েই তারা জমা দিছে তাদের নলুস্তা বের হওয়ার চান্স ৯৫%।।। নলুস্তা বের হওয়ার পর যদি টালবাহানা করে যে এখন টাকা নাই এই হইছে সেই হইছে,, তাই তারা জামানত বেশিই নিবে।
সঠিক জায়গায় টাকা দিলে স্বপ্ন দেখিতে পারেন৷ প্রতারক হতে সাবধান।
অভিজ্ঞদের তথ্য অনুযায়ী লেখা ( শুধুমাত্র সিজনাল ও নন সিজনাল ভিসার ক্ষেত্রে) ভুল ত্রুটি মার্জনীয় 🙏