26/09/2021
★ ইন্ডিয়ান ভিসা আবেদনের সঠিক নিয়ম জানুন।★
আপনার মূল পাসপোর্ট, ভিসার আবেদন দাখিল করার তারিখের আগে থেকে সর্বনিন্ম ৬ মাস মেয়াদী হতে হবে।
পাসপোর্টে অন্তত: দু’টি সাদা পাতা থাকতে হবে। পাসপোর্টের অনুলিপি (দ্বিতীয় পৃষ্ঠা এবং তৃতীয় পৃষ্ঠা এবং বৈধতার মেয়াদ বাড়ানোর এসডোর্সমেন্ট, যদি থাকে) সংযুক্ত করতে হবে।
রঙ্গিন পোশাকে সাদা ব্যাকগ্রাউন্ডে ২X২ সাইজের ছবি তুলবেন।মনে রাখবেন ছবি যেন ল্যাব প্রিন্টেড হয়।
ছবি তোলার সময় সাদা পোশাক, সাদা টুপি এবং চোখে চশমা পরা যাবে না।
ব্যাংক স্ট্যাট্মেন্ট গত ৬ মাস থেকে ঐদিন পর্যন্ত নিবেন। ব্যাংকে এন্ডিং ব্যালেন্স মিনিমাম ২০ হাজার থাকতে হবে।
আর যদি ডলার এন্ডরসমেন্ট করেন তাহলে মিনিমাম ১৫০ ডলার এন্ডরস করতে হবে। তবে বেশি করা ভাল।
ফর্ম ফিলাপ করে টাকা জমা দেওয়ার আগে অবশই পেপারস গুলো আপনি নিজে ভাল করে চেক করে নিবেন। যেন কোথাও কোন ভুল না থাকে,
তারপর প্রিন্ট করে ফী ৮৪০ টাকা জমা দিয়ে ভিসা সেন্টারে চলে যান। টাকা জমা দেওয়া হয়ে গেলে মোবাইলে একটি ম্যাসেজ পাবেন।
আপনি আপনার যে কোন বিকাশ, মোবাইল ব্যাংকিং একাউন্ট এবং কিছু ব্যাংকের ডেবিট, ক্রেডিট, ভিসা, মাস্টার কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন।
★আপনার ফাইল জমা দেওয়ার দিন যে সব পেপারস সাথে নিয়ে যাবেনঃ
ভিসা আবেদন পত্রের প্রিন্ট কপি।
ভিসা আবেদনে ছবি লাগানো, ২টা স্বাক্ষর করবেন,পাসপোর্টে যেভাবে স্বাক্ষর করা আছে।
জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন সনদের কপি।যেটা দিয়ে পাসপোর্ট করেছেন সেটাই দিবেন।
ব্যাংক স্টেটমেন্ট/ডলার এন্ডরসমেন্ট/ক্রেডিট কার্ড/ট্র্যাভেল কার্ড।
ট্রেড লাইসেন্স/এন ও সি/ স্টুডেন্ট আইডি কার্ডের কপি।
আবেদনকারীর পাসপোর্টের ফটোকপি।
ফ্যামিলি ভিসার ক্ষেত্রে (বাবা/মা, ভাই/বোন অবিবাহিত, স্বামী/স্ত্রী, ছেলে/মেয়ে) যিনি পাসপোর্ট জমা দিতে আসবে তার পাসপোর্টের ফটোকপি সংযুক্ত করতে হবে।
পুরাতন পাসপোর্ট সাথে নিয়ে যেতে হবে।
পুরাতন পাসপোর্ট হারিয়ে গেলে
জিডি কপি,
লস্ট সার্কুলেশন কপি,
এফিডেভিট কপি করে নিয়ে যেতে হবে।
★সকাল সকাল ভিসা সেন্টারে চলে যাবেন কারন কোন ডকুমেন্টস মিসিং থাকলে সময় থাকতেই কালেক্ট করে জমা দিতে পারবেন।
আবেদন জমা দেওয়ার পর একটা রিসিট দিবে সেখানে আপনার পাসপোর্ট কালেকশনের ডেট লেখা থাকবে,
নরমালি ৫-৭ কর্ম দিবসের মধ্যে পেয়ে যাবেন।
ভিসা হয়েছে কিনা সেটা পাসপোর্ট না পাওয়া পর্যন্ত বুঝা যাবে না।
তবে আপনার পাসপোর্ট ডেলিভারির জন্য রেডি আছে কিনা সেটা এখান থেকে দেখতে পারবেনঃ IVAC Website এ
★আপনি কোথায় যাবেন তার উপর নির্ভর করবে আপনি কোন পোর্ট দিয়ে যাবেন।
তবে বাই এয়ার, হরিদাসপুর/বেনাপোল, গেদে/ট্রেন দিয়ে সবাই যেতে আসতে পারবে।
এই পোর্ট গুলা ছাড়া অন্য পোর্ট সিলেক্ট করবেন
কারণ এসব দিয়ে আপনি যেতে পারবেন যে পোর্টই সিলেক্ট করেন না কেন।
★লিগালি ১০ হাজার টাকা নিয়ে যেতে এবং আনতে পারবেন।
পরিশেষে একটি রিকোয়েস্ট রইলো
আপনার পাসপোর্ট একান্তই আপনার নাহ এটি একটি দেশ ও জাতির সন্মান বহন কর।
বিদেশে যেখানেই যান না কেন দয়া করে পানির বোতল, পলিথিন এবং অন্যান্য ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলবেন না।
এতে যেমন পরিবেশের ক্ষতি হয় তেমনি নিজের এবং দেশের সুনাম নষ্ট হয়।
Thank you stay safe and stay with us...