ভ্রমন প্রেম - Vromon Prem "Love To Travel"

ভ্রমন প্রেম - Vromon Prem "Love To Travel" VromonPrem শুধুমাত্র একটি ট্রাভেল এজেন্সি নয়
আমাদের সাথে ভ্রমণের মাধ্যমে আপনার স্বপ্ন পূরণের একটি পথ

New wave 2025Venue: Sheraton Hotel (Ballroom).Time : 7:30 pm - 3:00 amSingle - 6,000/-(with complimentary food)Couple - ...
14/12/2024

New wave 2025
Venue: Sheraton Hotel (Ballroom).
Time : 7:30 pm - 3:00 am
Single - 6,000/-(with complimentary food)
Couple - 10,000/-
Band : Shironamhin & Artcell , Tasnim Anika
Hosted By :- Arshiya Alam
Ramp show
Dance performance By Puja cherry
DJ,s :- DJ Sonica, DJ Rajan,DJ Hassan, DJ saran

🔥Admin : Prem Salim    🔥https://www.facebook.com/premsalim★ সকল ইভেন্ট আপডেট পেতে জয়েন করুন নিচের লিংকে।https://www.fac...
01/12/2024

🔥Admin : Prem Salim
🔥https://www.facebook.com/premsalim
★ সকল ইভেন্ট আপডেট পেতে জয়েন করুন নিচের লিংকে।
https://www.facebook.com/groups/vromonprem
# বুকিং অথবা যে কোন প্রয়োজনে হোস্টের সঙ্গে কথা বলুনঃ
📲যোগাযোগ📲
🔥Mr.Salim Akbar
🔥Call: +8801821838888 , +8801727434567
🔥Whatsapp/Imo 📞+8801727434567
🔥Address : 104,Globe Chamber,Motijheel,Dhaka 1000
(Near Motijheel City Center Metro Station)

 #কক্সবাজার ভ্রমণকারিদের জন্য সতর্কবার্তাঃ-একটু মনযোগ দিয়ে পড়লে সব সময় কাজে লাগবে,বর্তমানে শীতের সিজনে কক্সবাজান সমুদ্র ...
01/12/2024

#কক্সবাজার ভ্রমণকারিদের জন্য সতর্কবার্তাঃ-
একটু মনযোগ দিয়ে পড়লে সব সময় কাজে লাগবে,
বর্তমানে শীতের সিজনে কক্সবাজান সমুদ্র সৈকত ভ্রমনের উপযোগী সময় তাই কক্সবাজার যাওয়ার আগে আপনার যে সকল বিষয় গুলো মাথায় রাখতে হবে.........নিন্মরূপ !
১. #বাস বা ট্রেন থেকে নামার পর নিজেদের ইচ্ছামত অটোতে উঠবেন, অবশ্যই গন্তব্যস্থল উল্লেখ করে ভাড়া ঠিক করে উঠবেন। অটো ওয়ালাদের কথামতো অটো নিলে ওরা আপনাকে উনাদের নির্ধারিত হোটেলে নিয়ে যাবে।
২. #সম্ভব হলে আগেই হোটেল বুকিং দিয়ে যাবেন। তবে বুকিং দেবার আগে ভাড়া ঠিক করে নেবেন। যারা কক্সবাজার এসে হোটেল ঠিক করতে চান তারা অবশ্যই অটো চালকের কথায় কোন হোটেলে যাবেন না। নিজেরা যাচাই করে, রুম দেখে ভাড়া ঠিক করে হোটেলে উঠবেন।
৩. #হোটেলে উঠার সময় অবশ্যই এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ড সাথে আনবেন এবং হোটেলে কপি জমা দেবেন।
৪. #বিচে নামার সময় মূল্যবান জিনিসপত্র হোটেলে রেখে আসাই উত্তম।
৫. #বিচে বসে কোন ম্যাসেজ বয় কে দিয়ে ম্যাসেজ করাবেন না, ম্যাসেজ বয় দেখলে কিটকটের দায়িত্বে থাকা কর্মিকে সরিয়ে দিতে বলবেন অথবা ট্যুরিস্ট পুলিশকে জানাবেন। ( ম্যাসেজের আড়ালে তারা আপনার মোবাইল, মানিব্যাগ নিয়ে যেতে পারে), ট্যুরিস্ট পুলিশ ম্যাসেজ বয়দের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে।
৬. #কোন ভিক্ষুক, তৃতীয় লিঙ্গের মানুষ বিরক্ত করলে ট্যুরিস্ট পুলিশকে অবহিত করুন।
৭. #বিচ থেকে ভ্রাম্যমাণ হকার উচ্ছেদে অভিযান পরিচালনা করা হচ্ছে। শীঘ্রই ভ্রাম্যমাণ হকার মুক্ত করা হবে। আপনারা ভ্রাম্যমাণ হকার থেকে কেনাকাটা থেকে বিরত থাকুন।
৮. #ফটোগ্রাফার থেকে ছবি তোলার ক্ষেত্রে আগে থেকেই দরদাম ঠিক করে নিতে হবে। সম্ভব হলে তার লাইসেন্স আছে কিনা সেটা যাচাই করে নিবেন এবং মোবাইল নাম্বার ও ফটোগ্রাফারের ছবি তুলে রাখবেন।
৯. #বিচবাইক, ওয়াটার বাইকে চড়ার ক্ষেত্রে তাদের রেইট নির্ধারণ করে দেয়া আছে, যাচাই করে, দাম ঠিক করে উঠবেন।
১০. #পানিতে নামার ক্ষেত্রে যেখানে লাইফ গার্ড রয়েছে তার আশেপাশে নামার চেষ্টা করবেন।
১১. #কোন ধরনের হয়রানি হবার সম্ভাবনা হলে ট্যুরিস্ট পুলিশের সহায়তা নিবেন।
১২. #হোটেলে খাবার গ্রহণের ক্ষেত্রে মূল্য তালিকা দেখে নিবেন।
১৩. #স্ট্রিট ফুড খাওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হচ্ছে।
১৪. #কক্সবাজার বীচ এলাকা ও এর আশপাশ নিরাপদ। তবে সন্ধ্যার পর ঝাউবন ও অন্ধকারাচ্ছন্ন এলাকায় না যাওয়ায় উত্তম।
১৫. #জোয়ার-ভাটার সময় দেখে নিন। ভাটার সময় পানিতে নামবেন না। লাল পতাকা দেখলে বীচে গোসল পরিহার করুন।
১৬. #যে কোন আইনী সহায়তা ও হয়রানি প্রতিরোধে যোগাযোগ করুন ডিউটি অফিসার ০১৩২০১৫৯০৮৭, এএসপি ০১৩২০১৫৯২০৯ ।

Address

Uttara
Dhaka
1230

Telephone

+8801756414444

Website

https://www.youtube.com/@vromonprem3511

Alerts

Be the first to know and let us send you an email when ভ্রমন প্রেম - Vromon Prem "Love To Travel" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ভ্রমন প্রেম - Vromon Prem "Love To Travel":

Share

Category