Sheba link travels & tours

Sheba link travels & tours Visa process,Tickets ets

দুই সপ্তাহ আগে নতুন ভিসা নীতিমালা ঘোষণা করেছে পাকিস্তান। এর আওতায় বাংলাদেশসহ ১২৬টি দেশের নাগরিকরা ভিসা ছাড়াই দেশটিতে যেত...
02/09/2024

দুই সপ্তাহ আগে নতুন ভিসা নীতিমালা ঘোষণা করেছে পাকিস্তান। এর আওতায় বাংলাদেশসহ ১২৬টি দেশের নাগরিকরা ভিসা ছাড়াই দেশটিতে যেতে পারবেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার আহমদ মারুফ।

সোমবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন পাক হাইকমিশনার।

সাক্ষাতে দুই দেশের মধ্যে বন্যা পুনর্বাসন, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, ভিসাপ্রাপ্তি সহজীকরণ, সরাসরি প্লেনের ফ্লাইট চালু, কৃষি গবেষণায় সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকের শুরুতে উপদেষ্টা হাইকমশিনারকে স্বাগত জানান। তিনি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে সম্প্রতি ঘটে যাওয়া বন্যার বিষয়ে তাকে অবহিত করেন। হাইকমিশনার পাকিস্তানের পক্ষ থেকে বাংলাদেশের বন্যাদুর্গতদের জন্য উপকরণ দিয়ে সহায়তার আশ্বাস দেন।

বাংলাদেশ নিয়ে নতুন পরিকল্পনা পাকিস্তানের, প্রস্তুত রোডম্যাপও
হাইকমিশনার বাংলাদেশে ঘটে যাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রভাব পাকিস্তানে পড়েছে উল্লেখ করে বলেন, তখন অনেক পাকিস্তানি নাগরিক বাংলাদেশের পতাকা উড়িয়ে আনন্দ-উৎসব করেছেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা পাক হাইকমিশনারকে জানান, দুর্নীতি প্রতিরোধ ও দ্রব্যমূল্যের লাগাম টেনে রাখা এই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

বিগত ১৫ বছরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে যে শুষ্কতা পরিলক্ষিত হয়েছে, তার উত্তরণ ঘটিয়ে পারস্পরিক সম্পর্ক জোরদারের আহ্বান জানান পাক হাইকমিশনার। তাছাড়া, দুই পক্ষ পারস্পরিক ভিসা সহজীকরণের বিষয়ে সম্মত হন।

এ সময় হাইকমিশনার বলেন, দুই সপ্তাহ আগে পাকিস্তান নতুন ভিসা নীতিমালা ঘোষণা করেছে। এর আওতায় বাংলাদেশসহ ১২৬টি দেশের নাগরিক ভিসা ছাড়াই পাকিস্তানে যাতায়াত করতে পারবে।

পারস্পরিক সম্পর্ক ও ব্যবসায়িক স্বার্থে দুই দেশের মধ্যে পুনরায় সরাসরি ফ্লাইট চালুর ওপর গুরুত্বারোপ করেন পাক হাইকমিশনার।

তিনি জানান, সর্বশেষ ২০১৮ সালে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু ছিল, যা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) অপারেট করত।

বৈঠকে মানব পাচার প্রতিরোধ, সন্ত্রাস দমন ও কৃষি গবেষণা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সাক্ষাতে ঢাকার পাকিস্তান হাইকমিশনের কাউন্সিলর কামরান ধাঙ্গাল ও জাইন আজিজসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাকিস্তানভিসাবাংলাদেশিপাকিস্তানের হাইকমিশনারহাইকমিশনার আহমদ মারুফমো. জাহাঙ্গীর আলম চৌধুরীস্বরাষ্ট্র উপদেষ্টা

কপি /সৌজন্যে কালবেলা অনলাইন

03/01/2024
॰॰॰॰॰॰॰চট্টগ্রাম–জেদ্দা সরাসরি ফ্লাইট চালু করছে                            সৌদিয়া এয়ারলাইনস।>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>...
02/01/2024

॰॰॰॰॰॰॰চট্টগ্রাম–জেদ্দা সরাসরি ফ্লাইট চালু করছে
সৌদিয়া এয়ারলাইনস।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

নতুন বছরে চট্টগ্রাম থেকে সরাসরি সৌদি আরবের জেদ্দায় ফ্লাইট শুরু করতে যাচ্ছে দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদিয়া এয়ারলাইনস। আগামী মার্চ মাস থেকে চট্টগ্রাম-জেদ্দা রুটে বিলাসবহুল এই বিমান সংস্থার ফ্লাইট চালু হবে।

প্রাথমিকভাবে সংস্থাটি সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে; পরে ফ্লাইট সংখ্যা বাড়বে।

এতদিন এই রুটে শুধুমাত্র বাংলাদেশ বিমানের ফ্লাইট সপ্তাহে তিনদিন চলাচল করতো। আর একটি চলাচল করত চট্টগ্রাম-মদিনা রুটে।

সৌদিয়া এয়ার লাইন্সের তথ্যমতে, সবগুলো ফ্লাইট চলবে বোয়িং ৭৭৭ ও বোয়িং ৭৪৭ উড়োজাহাজ দিয়ে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার তাসলিম আহমেদ বলেন, ‘আগামী মার্চে সৌদিয়া এয়ারলাইনসের ফ্লাইট চালু হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে সৌদির একটি টিম চট্টগ্রাম বিমানবন্দর ঘুরে গেছে। সব ঠিক থাকলে আগামী মার্চে ফ্লাইট শুরু হবে।’

সৌদিয়া এয়ারলাইনসের ফ্লাইট চালু হলে এই অঞ্চলের যাত্রীরা খুব সহজেই চট্টগ্রাম থেকে সৌদি আরব যেতে পারবেন বলে জানান তিনি।

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন (হাব) চট্টগ্রামের চেয়ারপারসন শাহ আলম বলেন, চট্টগ্রাম থেকে সৌদিয়া এয়ারলাইনস ফ্লাইট পরিচালনার দুটি সুফল পাবেন যাত্রীরা। একটি হচ্ছে, বিলাসবহুল বিমান সংস্থায় চড়ে হজের সুযোগ।

দ্বিতীয়টি হচ্ছে, ইউরোপ-আমেরিকার অনেক যাত্রী চট্টগ্রাম থেকে যায়। যাত্রাবিরতিতে সৌদি আরবে ওমরাহ করেই তারা গন্তব্যে যেতে পারবেন।

ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগে থেকেই ফ্লাইট পরিচালনা করছিল সৌদিয়া এয়ারলাইনস।

চট্টগ্রাম বিমান বন্দরের তথ্যমতে, চট্টগ্রাম থেকে এখন আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে বিদেশি বিমান সংস্থা ফ্লাই দুবাই, এয়ার অ্যারাবিয়া, ওমান এয়ার, জাজিরা এয়ারওয়েজ, সালাম এয়ার ও স্পাইস জেট।

Egypt/mishor
01/01/2024

Egypt/mishor

বাংলাদেশের মানুষ যারা গ্রীস জেতে ইচ্ছুক তাদের জন্য                              সুখবর ••••••••••••••••••••••••••••••••••...
30/12/2023

বাংলাদেশের মানুষ যারা গ্রীস জেতে ইচ্ছুক তাদের জন্য
সুখবর
•••••••••••••••••••••••••••••••••••••••••••••

ঢাকায় গ্রিসের ভিসাকেন্দ্র চালু ❤️

ঢাকায় এবার ইউরোপের দেশ গ্রিসের ভিসাকেন্দ্র চালু হয়েছে। ভ্রমণ, কর্মসংস্থান, ফ্যামিলি, শিক্ষার্থী ও ডিজিটাল যাযাবরের (নোম্যাড) মতো সব ধরনের ক্যাটাগরিতে বাংলাদেশের নাগরিকরা ঢাকায় এ ভিসা কেন্দ্রে আবেদন করতে পারবেন।

এর আগে গ্রিসে যেতে চাইলে বাংলাদেশিদের ভারতের গ্রিক দূতাবাসে গিয়ে ভিসার জন্য আবেদন করতে হতো, যা বেশ সময়সাপেক্ষ।

ভিএফএস গ্লোবালের সঙ্গে অংশীদারত্বে গ্রিসের কূটনৈতিক ও কনস্যুলার কর্তৃপক্ষের বহিরাগত সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রিস ভিসা ওয়ার্ল্ড সেন্টার (জিভিসিডব্লিউ) ঢাকায় এ ডেডিকেটেড ভিসা কেন্দ্রে চালু করে।

ঢাকার বোরাক মেহনুর (৮ম তলা), ৫১/বি, কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের ভিএফএস গ্লোবাল জয়েন্ট ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (জেভিএসি) গ্রিসের ভিসা আবেদন জমা দিতে এবং সেখানে বায়োমেট্রিক নিবন্ধন করতে হবে।

তার আগে অনলাইনে (লিংক: https://bd-gr.gvcworld.eu/en/online-visa-application) অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।

অত্যাধুনিক নতুন ভিএসি নিয়মিত আবেদনকারীদের জন্য ডেডিকেটেড সাবমিশন কাউন্টারের পাশাপাশি নির্বিঘ্ন ভিসা অভিজ্ঞতা খুঁজছেন এমন ভ্রমণকারীদের জন্য ঐচ্ছিক প্রিমিয়াম লাউঞ্জ পরিষেবা দিয়ে সজ্জিত থাকবে।

Courtesy: The Daily Star

25/12/2023
সবাইকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা
16/12/2023

সবাইকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা

🌹🌹🌹ঈদ মুবারক🌹🌹🌹সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। আগামী ২১-২৫ এপ্রিল ২০২৩ (শুক্রবার-মঙ্গলবার) পর্যন্ত পবিত্র ঈদুল ফিত্‌র...
17/04/2023

🌹🌹🌹ঈদ মুবারক🌹🌹🌹

সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। আগামী ২১-২৫ এপ্রিল ২০২৩ (শুক্রবার-মঙ্গলবার) পর্যন্ত পবিত্র ঈদুল ফিত্‌র উপলক্ষে বাংলাদেশ দূতাবাস, কায়রো বন্ধ থাকবে।

29/03/2023

Inna lillahe ..........rajeun

07/02/2023
তালিকায় বর্ণিত পাসপোর্টগুলো বিতরণের জন্য দূতাবাসে রয়েছে। সংশ্লিষ্ট আবেদনকারীকে তার পাসপোর্ট দূতাবাস থেকে গ্রহণ করার জন্য...
30/01/2023

তালিকায় বর্ণিত পাসপোর্টগুলো বিতরণের জন্য দূতাবাসে রয়েছে। সংশ্লিষ্ট আবেদনকারীকে তার পাসপোর্ট দূতাবাস থেকে গ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
………………………..
………………..
…………

16/01/2023
ইউএস-বাংলা বহরে যুক্ত হচ্ছে ওয়াইড বডি এয়ারবাস ৩৩০ ************************দেশের সবচেয়ে বড় বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাং...
09/01/2023

ইউএস-বাংলা বহরে যুক্ত হচ্ছে ওয়াইড বডি এয়ারবাস ৩৩০
************************

দেশের সবচেয়ে বড় বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনসে যুক্ত হতে যাচ্ছে নতুন প্রজন্মের দুটি সুপরিসর বিমান এয়ারবাস ৩৩০। চলতি বছরের মে মাসে সংস্থাটির বিমানবহরে যুক্ত হওয়া এয়ারবাসে মোট আসনসংখ্যা হবে ৪৩৬।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান সংস্থাটি জানিয়েছে, নতুন যুক্ত হতে যাওয়া এয়ারবাস ৩৩০ এয়ারক্রাফট দিয়ে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, দাম্মাম রুটে ফ্লাইট পরিচালনা করা হবে।

বাংলাদেশি হজ-ওমরাহ পালনকারী যাত্রী ও প্রবাসী শ্রমিকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস।


বিমান সংস্থাটি জানিয়েছে, বর্তমানে ইউএস-বাংলার বহরে মোট ১৭টি এয়ারক্রাফট রয়েছে, যার মধ্যে সাতটি বোয়িং ৭৩৭-৮০০, সাতটি এটিআর ৭২-৬০০ এবং তিনটি ড্যাশ ৮-কিউ ৪০০ এয়ারক্রাফট। চলতি মাসে ইউএস-বাংলা বিমানবহরকে আরও বেশি শক্তিশালী করার জন্য একটি এটিআর ৭২-৬০০ এবং একটি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট যুক্ত করতে যাচ্ছে।


বর্তমানে দেশের অভ্যন্তরে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী, বরিশালসহ আন্তর্জাতিক গন্তব্য কলকাতা, চেন্নাই, মালে, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, গুয়াংজু, মাস্কাট, দোহা, শারজাহ, দুবাই রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইনস।

সদ্য নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত জনাব IWAMA কিমিনোরি।লেটার অব ক্রেডেন্স পেশ করেছেন। 26 ডিসেম্বর, 2022 তারিখে, নবনিযুক্ত জা...
27/12/2022

সদ্য নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত জনাব IWAMA কিমিনোরি।

লেটার অব ক্রেডেন্স পেশ করেছেন।

26 ডিসেম্বর, 2022 তারিখে, নবনিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব IWAMA কিমিনোরি বঙ্গভবনে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের কাছে তার স্বীকৃতি পত্র পেশ করেছেন।

বাংলাদেশে রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণের পর, জনাব IWAMA নিম্নলিখিত বার্তা জারি করেন:

২৬শে ডিসেম্বর, আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, মহামান্য জনাব মোঃ আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করি এবং বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূতের অসাধারণ এবং পূর্ণ ক্ষমতাবান হিসেবে আমার দায়িত্ব গ্রহণ শুরু করি।

আমি 2022 সালে রাষ্ট্রদূত হিসাবে আমার দায়িত্ব গ্রহণ শুরু করতে পেরে সম্মানিত বোধ করছি, যা জাপান ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 50 তম বার্ষিকীকে চিহ্নিত করে। সারা বছর ধরে, গত অর্ধ শতাব্দীর অগ্রগতির দিকে ফিরে তাকানোর মুহূর্ত থাকতে হবে। বাংলাদেশে আসার আগে আমি জেনেছি যে, অনেক জাপানি বাংলাদেশের প্রকৃত বন্ধু হিসেবে ৫০ বছর ধরে এদেশের উন্নয়নে জড়িত এবং কঠোর পরিশ্রম করেছে। বাংলাদেশের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এমন অনেক জাপানি লোকের কাছ থেকেও আমি শিখেছি যে বাংলাদেশিরা শুধুমাত্র দেশের উন্নয়নের জন্য কঠোর পরিশ্রম করছে না, জাপান এবং এর নাগরিকদের জন্য অত্যন্ত সম্মান ও অনুষঙ্গের অধিকারী। রাষ্ট্রদূত হিসাবে, আমি এই বিস্ময়কর স্যুট অনুসরণ করে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার জন্য আমার যথাসাধ্য চেষ্টা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

আমার নিয়োগের আগে আমি যাদের সাথে কথা বলেছি, বিশেষ করে যারা অর্থনৈতিক ক্ষেত্রে, তারা গত কয়েক বছরে বাংলাদেশের উন্নয়নে তাদের আগ্রহ এবং বাংলাদেশের সাথে সম্পর্ক আরও জোরদার করার জন্য তাদের অনুপ্রেরণা প্রকাশ করেছে। বিশেষ করে, সাম্প্রতিক বছরগুলিতে, বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট উদ্যোগের (বিআইজি-বি) অধীনে অর্থনৈতিক অবকাঠামোর উন্নতিতে অবদান রাখার জন্য অনেক মেগা প্রকল্প চলছে। এ অবস্থার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের প্রধান ও বৃহত্তম উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও, বাংলাদেশের অর্থনীতি ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে এবং দেশটি 2026 সালের মধ্যে এলডিসি থেকে স্নাতক হতে চলেছে। এই দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে, আমি অনুভব করছি যে জাপানি ব্যবসায়িক বৃত্তের কাছ থেকে তাদের আগ্রহগুলিকে বিনিয়োগে সহায়তা করা থেকে সরিয়ে নেওয়ার প্রত্যাশা বাড়ছে। রাষ্ট্রদূত হিসেবে, আমি এই দেশে ব্যবসা করতে আগ্রহী জাপানি কোম্পানিগুলোর কথা শুনে এবং সমর্থন করে বাংলাদেশের আরও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে চাই।

বাংলাদেশে জাপানি কোম্পানি এবং জাপানি নাগরিকদের সংখ্যা বৃদ্ধি পেলেও, ২০১৬ সালে সন্ত্রাসী হামলার স্মৃতি প্রবল। বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির তথ্য সংগ্রহ ও শেয়ার করা দূতাবাসের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমরা একটি সময়মত এবং উপযুক্ত পদ্ধতিতে প্রাসঙ্গিক তথ্য প্রদান চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

2023 সালটি জাপান ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের 51তম বছর হিসাবে চিহ্নিত। অন্য কথায়, 2023 হল পরবর্তী 50 বছরের জন্য প্রথম বছর। বাংলাদেশ সরকারের লক্ষ্য 2041 সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত হওয়া। এই লক্ষ্য অর্জনের জন্য, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য এবং শিক্ষার মতো বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করার চেষ্টা করছে। প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশের বন্ধু হিসেবে, আমরা বাংলাদেশ যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হচ্ছে তা মোকাবেলায় সংশ্লিষ্ট সকল অভিনেতাদের সাথে সম্ভাব্য সহযোগিতা ও সহযোগিতা বিবেচনা করতে চাই।

বাংলাদেশে আসার আগে আমি জেনেছি যে বাংলাদেশের একটি সমৃদ্ধ সংস্কৃতি রয়েছে বহু শতাব্দী ধরে তার বাংলা ভাষা পরিচয় নিয়ে। রাষ্ট্রদূত হিসেবে আমার দায়িত্ব পালনকালে আমি বাংলাদেশের সংস্কৃতি ও ইতিহাস জানতে এবং একই সঙ্গে বাংলাদেশে জাপান সম্পর্কে বোঝাপড়া বাড়াতে দৃঢ় প্রতিজ্ঞ।

26/12/2022

যারা নিয়মিত ফ্লাইটে যাতায়াত করেন তাদের জন্য এই ভিডিওটি ।বিশেষ করে ,প্রবাসী ভাইদের জন্য।

19/12/2022

প্রথমবারের মতো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বাণিজ্যিক ফ্লাইট BG 305 ঢাকা টু কানাডার টরেন্টো অবতরণের মাধ্যমে যাত্রা শুরু করল।

অসাধারণ খেলা !
18/12/2022

অসাধারণ খেলা !

এবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা






সকলকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
18/12/2022

সকলকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

সু খবর ,সু খবর > পাসপোর্টের তথ্য সংশোধন এই জটিল বিষয়টি আরও সহজ করল সরকার ।এনআইডি কার্ড অনুযায়ী আপনারা পাসপোর্ট এর সকল ...
17/12/2022

সু খবর ,সু খবর >

পাসপোর্টের তথ্য সংশোধন এই জটিল বিষয়টি আরও সহজ করল সরকার ।এনআইডি কার্ড অনুযায়ী আপনারা পাসপোর্ট এর সকল তথ্য সংশোধন করতে পারবেন ।বিস্তারিত দেখুন

দেশের ফুটবলভক্তদের জন্য ৩০টি বিশেষ ফ্লাইট চালু করছে মরক্কো।শুভকামনা তোমাদের জন্য।
13/12/2022



দেশের ফুটবলভক্তদের জন্য ৩০টি বিশেষ ফ্লাইট চালু করছে মরক্কো।

শুভকামনা তোমাদের জন্য।

30/11/2022

হিসাব + - %
••••••••••••

সৌদিরা জিতলে আর্জেন্টিনাকে জিততেই হবে, মেক্সিকো জিতলে ও আর্জেন্টিনা ড্র করলে আসবে গোল পার্থক্যের হিসাব। তবে এসব সমীকরণের মধ্যে না গিয়ে ম্যাচটা জিতে সহজেই শেষ ষোলোর টিকিট কাটতে চাইবে আর্জেন্টিনা।

ফিফা রেংকিং এ দুই নম্বরে থাকা দলকে হারিয়ে দিল মরক্কো ।আসুন ,মরক্কো সম্পর্কে কিছু জেনেনি।•••••••••••••••••••••••••••••••...
27/11/2022

ফিফা রেংকিং এ দুই নম্বরে থাকা দলকে হারিয়ে দিল মরক্কো ।

আসুন ,মরক্কো সম্পর্কে কিছু জেনেনি।
•••••••••••••••••••••••••••••••

মরক্কো ।আনুষ্ঠানিকভাবে মরক্কো রাজ্য, উত্তর আফ্রিকার মাগরেব অঞ্চলের পশ্চিমতম দেশ।

এটি উত্তরে ভূমধ্যসাগর এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগরকে উপেক্ষা করে এবং পূর্বে আলজেরিয়ার সাথে স্থল সীমানা এবং দক্ষিণে পশ্চিম সাহারার বিতর্কিত অঞ্চল রয়েছে।

এটি 446,300 km2 (172,300 বর্গ মাইল) বা 710,850 km2 (274,460 বর্গ মাইল), প্রায় 37 মিলিয়ন জনসংখ্যা নিয়ে বিস্তৃত।

এর সরকারী এবং প্রধান ধর্ম হল ইসলাম, এবং সরকারী ভাষা আরবি এবং বারবার; আরবি ও ফরাসি ভাষার মরক্কোর উপভাষাও ব্যাপকভাবে উচ্চারিত হয়।

মরক্কোর পরিচয় এবং সংস্কৃতি হল বারবার, আরব এবং ইউরোপীয় সংস্কৃতির একটি প্রাণবন্ত মিশ্রণ। এর রাজধানী হল রাবাত, যখন এর বৃহত্তম শহর হল কাসাব্লাঙ্কা।

বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে ফিজিও অস্ট্রেলিয়া ।দু'দেশে করোনার  পর থেকে কর্মী সংকট দেখা দিয়েছে ।বেশকিছ...
16/11/2022

বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে ফিজিও অস্ট্রেলিয়া ।দু'দেশে করোনার পর থেকে কর্মী সংকট দেখা দিয়েছে ।বেশকিছু পদে সরকারীভাবে কর্মী নেবে দু’দেশ।

15/11/2022

বাংলাদেশের আকাশে নতুন একটি এয়ারলাইন্স এর যাত্রা শুরু হল,যার নাম Airastra. শুভ হোক যাত্রা ।

13/11/2022

জার্মান$$$$$$$$

08/11/2022

এইচ এস সি এবং আলিম পরীক্ষার্থীদের জন্য শুভকামনা রইল ।

মিশর প্রবাসী বাংলাদেশী কর্মীদের জন্য এটা খুব জরুরী।
01/11/2022

মিশর প্রবাসী বাংলাদেশী কর্মীদের জন্য এটা খুব জরুরী।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Sheba link travels & tours posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sheba link travels & tours:

Videos

Share

Category