FLY as a KING

FLY as a KING সকল দেশের ভিসা প্রসেসিং করা হয়।

24/09/2023
🌄পাহাড়ি কন্যার দেশ নেপাল ভ্রমন (৪ রাত ৫ দিন)🌄✈️যাত্রা শুরু: ২ জুলাই সকালে ✈️যাত্রা শেষ: ৬ জুলাই সকালে।  বিস্তারিত নিন্মে...
19/05/2023

🌄পাহাড়ি কন্যার দেশ নেপাল ভ্রমন (৪ রাত ৫ দিন)🌄

✈️যাত্রা শুরু: ২ জুলাই সকালে
✈️যাত্রা শেষ: ৬ জুলাই সকালে।
বিস্তারিত নিন্মে দেওয়া হল:

🌅১ম দিন ও ১ম রাতঃ
ঢাকা থেকে কাঠমান্ড বাই এয়ারে। দুপুর ১২ টায় নেপাল এয়ারপোর্ট থেকে বেড় হয়ে আমাদের বুকিং করে রাখা গাড়িতে করে চলে যাবো পোখরায়। যাত্রা পথে গাড়ি থামিয়ে যে যার মত লাঞ্চ করে নিতে হবে। আমাদের পেকেজে শুধু মাত্র দুপুরের লাঞ্চ থাকবে না। পোখরায় গিয়ে রাতে ফ্রেশ হয়ে লেকের আশে পাশে ঘুরে দেখবো । এর পরে পোখরা হোটেলে রাত্রিযাপন করবো।

🍛খাবারঃ শুধু রাতের খাবার পাবেন। ১ বেলা।

🌄২য় দিন ও ২য় রাতঃ
সকালে ঘুম থেকে উঠে চলে যাবো পোখরার দর্শনিয় স্থান বুদ্ধ টেম্পল, দেভিস ফলস, কেভ, সারাংকোর্ট দেখে এই দিন টা আমরা পোখরায় কাটাবো। রাতে আবার লেক সাইডে শপিং মল, বার এই সব কিছু ঘুরে দেখবো এর পরে হোটেলে রাত্রীযাপন। (যারা বাঞ্জি জাম্পিং করবেন বা পেরাগ্লাইডিং করবেন তারা নিজ খরচে এই গুলো করতে হবে)

🍛খাবারঃ সকাল ও রাত ২ বেলা।

🌄৩য় দিন ও ৩য় রাতঃ
সকালে ঘুম থেকে উঠে আমরা পোখরা বাস স্টান্ড থেকে বাস বা জীপ বা ট্রাভেল টেম্পু বা হাইসে করে রউনা দিবো কাঠমান্ডুর উদ্দেশ্যে। পথে দেখে নিবো চন্দনগিড়ি হিল। পথে লাঞ্চের জন্য গাড়ি থামানো হবে। সন্ধায় বা রাতের মধ্যে আমরা থামেলে চলে আসবো। থামেলে হোটেলে চেক ইন করে আমরা আশে পাশের ঘুরে দেখার জন্য বেড় হয়ে যাবো। এইদিক সেই দিক ঘুরা ঘুরি করে রাতে হোটলে খাবার খেয়ে থামেলে রাত্রীযাপন করবো।

🍛খাবারঃ সকাল ও রাত ২ বেলা।

🌄৪র্থ দিন ও ৪র্থ রাতঃ
সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে রউনা দিবো কাঠমান্ডর দর্শনিয় স্থান গুলো ঘুরে দেখতে। যেমনঃ পাশুপাতিনাথ মন্দির, মানকি টেম্পল, দরবার স্কয়ার, চন্দনগিড়ি হিল কেবল কার পয়েন্ট। এই সব ঘুরে দেখিয়ে আপনাদের কাঠমান্ডু কোন এক শপিং মলে নামিয়ে দেয়া হবে। আপনাদের গাড়ি সার্ভিস আজকের দিনে এই পর্যন্তই পাবে। আর কেউ শপিং না করতে চাইলে তাকে হোটেলে নামিয়ে দেয়া হবে। । আর বাকিরা সবাই যারা শপিং করবেন আপনারা শপিং করে নিজ খরচে চলে আসবেন আপনাদের হোটেলে।

🍛খাবারঃ সকাল ও রাত ২ বেলা।

৫ম দিনঃ
সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে সোজা চলে যাবো এয়ারপোর্টে। এর পরে এয়ার এ করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা।
প্যাকেজে অন্তভুক্তঃ
১) সকল গাড়ি ভাড়া।
২) দুই বেলা খাবার সকাল ও রাতে।
৩) সকল সাইড সিন
৪) হোটেল
প্যাকেজে অন্তভুক্ত নয়ঃ
১) এয়ার টিকেট

বরফের দেশ স্বপ্নের সিকিম ভ্রমণ মাত্র = ১২,৫০০/- রুপিতে।ইভেন্ট তারিখ : ১৮ মে  ২০২৩ ইং  বৃহষ্পতিবার রাত থেকে ২৪ মে ২০২৩ ইং...
05/05/2023

বরফের দেশ স্বপ্নের সিকিম ভ্রমণ মাত্র
= ১২,৫০০/- রুপিতে।

ইভেন্ট তারিখ : ১৮ মে ২০২৩ ইং বৃহষ্পতিবার রাত থেকে ২৪ মে ২০২৩ ইং সকাল পর্যন্ত।
২৪ মে ২০২৩ ইং তারিখ সকাল বেলা ইনশাআল্লাহ ঢাকায়।।

মেঘ,পাহাড়,নদী,ড্যাম,ঝর্ণা,লেক,ভ্যালী অফ ফ্লাওয়ার। হিমশীতল আনিন্দ্য সুন্দর স্বর্গীয় সিকিম ভ্রমণ।

* বুড়িমারী/চ্যাংড়াবান্ধা/শিলিগুড়ি বর্ডার থেকে মাত্র ১২,৫০০০/- রুপিতে সিকিম ভ্রমণ *

* ঢাকা থেকে বুড়িমারী বর্ডারে যে যার যার মতন এসি বা নন এসি গাড়িতে গিয়ে বর্ডার থেকে যুক্ত হতে পারেন বা ঢাকা থেকে মিতালী এক্সপ্রেসে শিলিগুড়ি থেকে যয়েন করতে পারেন বা কোলকাতা থেকে শিলিগুড়ি এসে জয়েন করতে পারেন *

💰 ইভেন্ট ফিঃ বাজেট ট্যুরঃ
▪️সিঙ্গেলঃ ১২,৫০০/- রুপি
▪️কাঁপলঃ ১৩,৫০০/- রুপি
▪️বুকিং কনফার্ম এর জন্য জনপ্রতি হিসেবে ৮,৪০০/- বাংলা টাকা = ৬০০০ রুপি (অফেরতযোগ্য) অগ্রিম প্রদান করতে হবে।
অবশিষ্ঠ সিঙ্গেল ৬,৫০০ রুপি বা কাপল ৭,৫০০ রুপি করে বর্ডারে পরিশোধ করতে হবে।

* অবশ্যই, বাই রোড চ্যাংড়াবান্ধা দিয়ে ভিসা করতে হবে * বা মিতালী এক্সপ্রেস ট্রেন **
*** যাদের পোর্ট নেই, তারা ৩০০/- দিয়ে ভিসা সেন্টার থেকে চ্যাংড়াবান্ধা পোর্ট এড করতে পারবেন **
🔴বুকিং এর শেষ তারিখ ১৫ মে ২০২৩ ইং (সীট খালি থাকা সাপেক্ষে)

🎰 ৯ সিটার সোমো গাড়ি থাকবে এই ট্রিপে।
🎰 ৮ জনের গ্রুপ করে প্রতি গাড়িতে সাথে ১ জন গাইড।

🟢সিঙ্গেল ছেলে/মেয়ে/কাপল/ফ্যামিলি যে-কেউ জয়েন করতে পারেন।

🔴 গাড়ির সামনে-পিছনে বসা নিয়ে সমস্যা।রুম শেয়ারিং সমস্যা। উদ্ভট পরিস্থিতিতে ধৈর্য্য ধরতে পারেন না। তাহলে আপনার প্রতি অনুরোধ এই ট্যুর আপনার জন্য নয়।
* ট্যুর চলাকালীন সময়ে ট্যুর শেষ হওয়ার আগ পর্যন্ত গ্রুপ থেকে আলাদা হয়ে কোথাও মুভমেন্ট করা যাবে না বা চলে আসা যাবেনা বা নিজের মতন করে আলাদা গেলে কোনো টাকা রিটার্ণ করা হবে না। কারণ আপনার ১ জনের হিসাব করে সব অলরেডি বুক করা থাকছে *

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when FLY as a KING posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to FLY as a KING:

Videos

Share

Category