08/02/2020
ঢাকা-সেন্টমার্টিন-ঢাকা
০৩দিন এবং ০২রাত
মোট পর্যটক: ১০-১২জন
ভ্রমণ খরচ:
জনপ্রতি: ৮,৫০০/-
দর্শনীয় স্থান: সেন্টমার্টিন, টেকনাফ, নারিকেলজিঞ্জিরা, চেরা ধীপ, নাফ নদী।
ভ্রমণ বিবরণ:
প্রথমরাত:
• রাত ১০:০০টায় বাসস্ট্যান্ডে মিলিত হব।
• সেন্টমার্টিনের উদ্দেশ্যে বাসে রাত ১০:৩০টায় যাত্রা শুরু করব।
প্রথমদিন:
• টেকনাফ সকাল ০৮:০০টায় পৌঁছাব, পর্যটন রেস্তোরাঁয় সকালের নাস্তা সেরে নিব।
• সেন্টমার্টিনের জন্য কেয়ারী সিন্দবাদ/কুতুবদিয়া শিপ থেকে সকাল ০৯:০০টায় যাত্রা শুরু করব।
• দুপুর ১২:০০টায় সেন্টমার্টিন পৌঁছাব এবং হোটেলে চেক ইন করব।
• নারিকেল জিনজিরা দেখুন এবং সেখানে সূর্যাস্ত উপভোগ করুন এরপর হোটেলে ফিরুন।
দ্বিতীয়রাত:
• রাতের খাবার খেয়ে হোটেলে বিশ্রাম নিন।
দ্বিতীয়দিন:
• তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সকালের নাস্তা সেরে নিন।
• তারপর ছেড়াদ্বীপের দিকে যাত্রা শুরু করব।
• ছেড়াদ্বীপ উপভোগ করে হোটেলে ফিরে আসুন।
তৃতীয়রাত:
• হোটেলে ফিরে, হোটেল থেকে চেক আউট করুন।
• টেকনাফ থেকে জাহাজের পথে স্থানান্তর হব।
• রাতের যাত্রা যাত্রা উপভোগ করতে করতে ঢাকা ফেরার জন্য রওনা দিব।
• খুব সকালে ঢাকা পৌঁছে যাবেন।
প্যাকেজ অন্তর্ভুক্ত:
• ঢাকা-টেকনাফ-ঢাকা বাস টিকেট।
• কেয়ারী সিন্দবাদ বা কুতুবদিয়া জাহাজের টিকিট।
• দেশীয় নৌকায় ছেড়াদ্বীপ ভ্রমণ করা।
• হোটেল।
• সকল খাবার।
• ভ্রমণের সময় স্থানীয় অভিজ্ঞ গাইড।
যোগাযোগ করুন:
ফোন: ০১৪০১২৩৪৭৬৪, ০১৮৯৩০৭১৭৬২
ই-মেইল: [email protected]
ওয়েবসাইট: www.arohi.com
Send a message to learn more.