08/11/2022
ভ্রমন পিপাসুদের জন্য দারুণ অফার দার্জিলিং ও সিকিম ট্যুর।
🔷 ১ রুমে ২ জন ছেলে/ মেয়ে ভ্রমণ রিকোয়ারমেন্ট সর্বনিম্ন ১২জন সর্বোচ্চ ২৪জন।
🔷 প্যাকেজ খরচঃ ✪ ২০,০০০ টাকা (১ জন) ✪ ৩৮,৫০০ টাকা (২ জন) ✪ ৭৩,৫০০ টাকা (৪ জন)
🔷 ট্রাভেল ডেটঃ (১১ থেকে ১৭ নভেম্বর ২০২২) ৭ দিন ৭ রাত।
রোমাঞ্চ, সৌন্দর্য, পাহাড়ি জনপদ, কাঞ্চনজঙ্ঘা, বরফ এই সবকিছুর হাতছানি দেয় উত্তর ভারতের পাহাড় কন্যা দার্জিলিং এবং বরফের রাজ্য সিকিম। শীতকালে দার্জিলিং ও সিকিমের অপরূপ সৌন্দর্য সকল ভ্রমণ পিপাসু মানুষকে মনমুগ্ধ করে তোলে।
____________________________________
✅ ঢাকা থেকে রওনাঃ ১১/১১/২২ইং
✅ সিকিম থেকে রওনাঃ ১৭/১১/২২ইং
____________________________________
✅ বুকিংয়ের জন্য কল করুন যোগাযোগঃ
📞
📞 01629131949
📞 01746920882
বুকিংয়ের শেষ সময়ঃ নভেম্বর ০৬ তারিখ ২০২২ এবং আসন খালি থাকা সাপেক্ষে
___________________________________
✅বুকিং পলিসিঃ আমাদের এখানে আপনি ২ ভাবে বুকিং দিতে পারবেন ।
Payment Method-(All Merchant Account)
✪ Bkash- +88 01969 195000
✪ Nagad- +88 01969 195000
✪ Rocket- +88 01969 1950007
মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করলে খরচসহ দিতে হবে।
✅ Dutch Bangla Bank Ltd
✪ Branch: Shimrail
✪ A/C Name: BD Tour International Ltd
✪ A/C No: 128-1100036117.
✅ Islami Bank Bangladesh Ltd.
✪ Branch: Kanchpur
✪ A/C Name: BD Tour International Ltd
✪ A/C No: 20502920100237618.
✅ Jamuna Bank Ltd
✪ Branch: Shimrail
✪ A/C Name: BD Tour International Ltd
✪ A/C No: 01210210002543
প্যাকেজের ৫০% টাকা অগ্রিম দিয়ে বুকিং কনফার্ম করতে হবে ( বুকিং টাকা অফেরতযোগ্য) বাকি টাকা ভ্রমণের একদিন আগে পরিশোধ করতে হবে।
------------------------------------------------------------------------
ভ্রমণ স্পটঃ
১। দার্জিলিংঃ
পানিঘাটা ভিউ পয়েন্ট, টিগলিং ভিউ পয়েন্ট, মিরিক লেক, গোপাল ধরা ভিউ পয়েন্ট, পশুপতি মার্কেট (ইন্ডিয়া-নেপাল গেইট), সীমানা ভিউ পয়েন্ট, লেপচা জগত, টাইগার হিল, বাতাসিয়া লুপ, ঘুম মনেস্ট্রি, জাপানিস টেম্পল, পিস প্যাগোডা, দার্জিলিং রোপওয়ে, তেনজিং রক হিল, হ্যাপিভ্যালি টি স্টেস্ট, দার্জিলিং চিড়িয়াখানা, হিমালয়া মাউটেনিং ইন্সটিটিউট, দার্জিলিং মিউজিয়াম, বিশ্ববাংলা মিউজিয়াম, অরেঞ্জ ভ্যালি, দার্জিলিং রক গার্ডেন, গঙ্গা মাইয়া পার্ক, দার্জিলিং মহাকাল মন্দির
২। ইস্ট সিকিমঃ
গ্যাংটক,
ছাংগু লেক,
নাথুয়া পাস (ইন্ডিয়া-চীন বর্ডার),
বাবা হরভজন সিং মন্দির,
হাইওয়ে সাইটসিং।
৩। নর্থ সিকিমঃ
লাচুং,
লাচুং সাইটসিং,
নাগা ফলস,
ইয়ামথাম ভ্যালি,
জিরো পয়েন্ট,
লাচুং মনেস্ট্রি।
ট্যুর প্যাকেজে যা যা থাকছেঃ
১। ঢাকা থেকে বাংলাবান্দা পর্যন্ত ট্রান্সপোর্ট, ইন্ডিয়ার অভ্যন্তরীণ সকল ট্রান্সপোর্ট।
২। দার্জিলিং, গ্যাংটক ও লাচুং এ ৬ রাতের জন্য উন্নত মানের হোটেলের ব্যবস্থা।
৩। সকল প্রকার এন্ট্রি পয়েন্ট, পারমিট সংক্রান্ত চার্জ।
৪। প্রতিদিন সকালের নাস্তা এবং আনলিমিটেড চা/কফি, জল।
৫। আনলিমিটেড ফটোশুট সুবিধা।
৬। ভিসা প্রসেসিং এবং পাসপোর্ট সম্পর্কিত সুবিধা।
৭। ফ্রেন্ডলি ট্যুর গাইড।
✅প্যাকেজের অন্তর্ভুক্ত নয়
🔷 দুপুর এবং রাতের খাবার। এটি নিজস্ব পচ্ছন্দ অনুযায়ী আপনারা চয়েস করবেন।
🔷 ভিসা ফি-৮৫০/-
🔷 ব্যক্তিগত খরচসমুহ
🔷 ট্রাভেল ট্যাক্স : ৫০০/-
🔷 বর্ডার স্পীড মানি : ৯০০/-
ট্যুরের জন্য যা যা লাগবেঃ
১। নিজস্ব ভিসা এবং পাসপোর্ট। (ভিসায় ইন্ডিয়ার চ্যাংড়াবান্ধা বর্ডার দিয়ে এন্ট্রি পারমিট নিতে হবে, ভিসা সংক্রান্ত সকল সহায়তা করা হবে)।
২। ব্যক্তিগত ছবি ১০ কপি (পাসপোর্ট সাইজ)।
৩। ঠাণ্ডা নিবারণ করা যায় এরকম ভালো মানের জ্যাকেট।
৪। পাসপোর্ট, ভিসা এবং কোভিড ভ্যক্সিন সার্টিফিকেটের ১০ টি ফটোকপি।
৫। নিকটস্থ সোনালী ব্যাংক থেকে ৫০০ টাকা ট্রাভেল ট্যাক্স দিতে হবে।
৬। গ্রুপ ট্যুরের হওয়ার জন্য হোটেলে ১ জনের সাথে রুম শেয়ার করতে হবে।
৭। ভালো মানসিকতা সম্পন্ন হতে হবে এবং সকলের সাথে ভালো আচরণ করতে হবে।
৮। ইন্ডিয়ার অভ্যন্তরে কোন ধরনের অপরাধমূলক/অনৈতিক কাজ করা যাবে না। কোন ব্যক্তির অপরাধের দায় ট্রাভেল এজেন্সী বহন করবে না।
১ম দিনঃ
রাতে ঢাকা থেকে বুড়িমারির উদ্দেশ্যে রওনা দিবো। সরাসরি বুড়িমাড়ি স্থলবন্দরে চলে আসবো। এরপর সকাল সকাল ইমিগ্রেশোন শেষ করবো। ভারতে প্রবেশ করে চ্যাংড়াবান্দা থেকে শিলিগুড়ির এর উদ্দেশ্যে রওনা দিবো। শিলিগুড়ি পৌঁছে আমরা রওনা দিবো দার্জিলিং এর উদ্দেশ্যে। মিরেক রোড ধরে যেতে যেতে আমরা রাস্তায় পানিঘাটা ভিউ পয়েন্ট, টিগলিং ভিউ পয়েন্ট, মিরিক লেক, গোপাল ধরা ভিউ পয়েন্ট, পশুপতি মার্কেট (ইন্ডিয়া-নেপাল গেইট), সীমানা ভিউ পয়েন্ট ইত্যাদি স্থান দর্শন করবো। এর মধ্যে রাস্তায় আমরা আমাদের ব্রেকফাস্ট এবং লান্স সেরে নিবো। বিকালে আমরা দার্জিলিং পৌঁছে হোটেলে প্রবেশ করবো। কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা রাতে দার্জিলিং মল সহ আশেপাশের জায়গা গুলো তে ঘুরবো, শপিং করবো।
২য় দিনঃ
ভোর চারটায় ঘুম থেকে উঠে কাঞ্চনজঙ্ঘার সুর্যদয় দেখতে আমরা চলে যাবো টাইগার হিল, টাইগার হিল থেকে আসার পথে লেপচা জগত, বাতাসিয়া লুপ আমরা ঘুরে হোটেলে আসবো। এসে আমরা স্নান এবং সকালের খাওয়া শেষ করে রওনা দিবো দার্জিলিং এর স্থানগুলো ঘুরে দেখতে। রাস্তায় আমরা লান্স করবো। বিকালে হোটেলে ফিরে রেস্ট করবো। রাতে সবাই ইচ্ছামত দার্জিলিং এ ঘুরবো এবং শপিং করবো।
৩য় দিনঃ
আমরা সকালে ঘুম থেকে উঠে রওনা দিবো সিকিমের গ্যাংটকের উদ্দেশ্যে। সিকিম পৌঁছে হোটেলে গিয়ে রেস্ট করবো। এরপর রাতে গ্যাংটক মল সহ আশেপাশের স্থান ঘুরে দেখবো। রাতে ডিনার করে তাড়াতাড়ি ঘুমায়ে পরবো।
৪র্থ দিনঃ
ভোরে ঘুম থেকে উঠে আমরা রওনা দিবো ইস্ট সিকিমের উদ্দেশ্যে। আমরা গ্যাংটক, ছাংগু লেক, নাথুয়া পাস (ইন্ডিয়া-চীন বর্ডার), বাবা হরভজন সিং মন্দির, হাইওয়ে সাইটসিং করবো। পথেই ব্রেকফাস্ট এবং লান্স শেষ করবো। বিকালে হোটেলে ফিরে সারারাত রেস্ট করবো। পরের দিন ভোরেই আমরা চলে যাবো, লাচুং এর উদ্দেশ্যে। তাই তাড়াতাড়ি ডিনার করে ঘুমিয়ে পরবো।
৫ম দিনঃ
গ্যাংটক থেকে আমরা রওনা দিবো অপরূপ লাচুং দেখতে, এখানে আমরা রাত্রি যাপন করবো। বরফ উপভোগ করবো। পথে অপূর্ব সাইট সিন করবো এবং ব্রেকফাস্ট এবং লান্স সেরে নিবো। রাতে হোটেলে গিয়ে আমরা ডিনার সেরে ঘুমিয়ে পরবো।
৬ষ্ঠ দিনঃ
পরের দিন ভোরে উঠে আমরা রওনা দিবো ইয়ামথাম ভ্যালি, জিরো পয়েন্ট, লাচুং মনেস্ট্রি এর উদ্দেশ্যে। এরপর লান্স সেরে রওনা দিবো গ্যাংটকের উদ্দেশ্যে। রাতে গ্যাংটক পৌঁছে আমরা ডিনার করে ঘুমিয়ে পরবো।
৭ম দিনঃ
ভোরে রওনা দিবো গ্যাংটক থেকে বর্ডারের উদ্দেশ্যে। বিকালের মধ্যে আমরা বাংলাদেশে অবস্থান করবো।
✅ জরুরী নোটঃ
🔷 দার্জিলিং এবং সিকিমে নভেম্বর মাসে অনেকটা শীত থাকে। এজন্য ভালো শীতের কাপড়, বুট/কেডস, ওয়াটার ব্যাগ নিতে পারেন।
🔷 দার্জিলিং এবং সিকিম সম্পুর্ন পাহাড়ি এলাকা ভ্রমণের সময় পাহাড়ের কিনারে দাঁড়ানো থেকে সতর্ক থাকতে হবে।
🔷 আমরা সিকিমে ভু-পৃষ্ট থেকে ১২,০০০ ফুট উপরে অবস্থান করবো। আপনি শ্বাস-কষ্টের রুগী হলে অব্যশই প্রয়োজনীয় ঔষধ সাথে রাখবেন। এছাড়া সাধারণ জ্বর, সর্দির জন্য প্রয়োজনীয় ঔষধ সাথে রাখবেন।
🔷 সিকিম এবং দার্জিলিং সম্পূর্ন ইনভায়রন্টমেন্ট ফ্রেন্ডলি জায়গা। এখানে প্রয়োজন ছাড়া প্লাস্টিক জাতীয় পণ্য ব্যবহার করা যাবে না এবং ব্যবহার করলে সেগুলো নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে।
🔷 কোনো রকম আইন বিরোধী কাজে সম্পৃক্ত থাকা যাবেনা।
🔷 নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কিছু কোনভাবেই করা যাবেনা।
🔷 সমালোচনা বা মজা করতে গিয়ে কাউকে ব্যক্তিগত আক্রমন বা অসম্মান করা যাবেনা। পরিবেশ নষ্ট হয় এমন কাজ করা যাবে না।
🔷 যারা ভ্রমনে ছোট খাটো সমস্যাগুলো নিজের মনে করে মেনে নিতে পারেন না তাদের কোন গ্রুপ ভ্রমনে না যাওয়াই শ্রেয়।
🔷 কোন ভাবেই অতিরিক্ত দু:সাহসিকতা দেখানো যাবেনা।
🔷 দলছাড়া হয়ে ঘুরা যাবে না। বিশেষ প্রয়োজনে দলকে জানিয়ে যাওয়া যেতে পারে।
🔷 অন্য কোন সদস্যের সাথে আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। করার পর ক্ষতিগ্রস্ত হলে তার দায়ভার নিজের উপরেই বর্তাবে।
🔷 ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে।
🔷 ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য সবার সর্বাত্মক সহায়তা কাম্য।
✅শিশু পলিসিঃ
🔷 ০-২ বছর কোন খরচ লাগবে না (বাবা মায়ের সাথে থাকবে, বাবা মায়ের সাথে খাবে বাসে আলাদা সিটের ভাড়া ব্যতীত)
🔷 ৩ থেকে ০৭ বছর বয়সের শিশুদের জন্য ৮০% খরচ বহন করতে হবে (আলাদা বেড এবং বাস / বিমানের চাইল্ড পলিসি হিসেবে ভাড়া ব্যতীত )।
🔷 ০৭ বছরের উপরে সকলকে প্রাপ্ত বয়ষ্ক হিসেবে গণ্য করা হবে।
🔺 বি:দ্রঃ বিডি ট্যুর ইন্টারন্যাশনাল লিমিটেড, যেকোনো পরিস্থিতি এড়ানোর জন্য যেকোনো প্যাকেজ পরিবর্তন করার অধিকার সংরক্ষন করে।
🏠 যোগাযোগ: বিডি ট্যুর ইন্টারন্যাশনাল লিমিটেড
হেড অফিস: 53, বায়তুল আবেদ (11 তলা) অফিস #1103, পুরানা পল্টন।
☎️ বুকিং এবং তথ্যের জন্য কল করুন মোবাইল:01746920882.01629131949.
ওয়েবসাইট: www.bdtouril.com
ই-মেইল: [email protected]
BD Tour International Ltd has both Local & International Hotel,Transport,Fight Bookiing services.We offer our bookings @ best price with best services.