08/07/2024
আধুনিক সকল সুবিধা নিয়ে হবিগঞ্জে উদ্বোধন হলো
আবাসিক হোটেল ‘‘হোটেল সম্রাট ”
শুক্রবার (৪ ডিসেম্বর) ডিসেম্বর বিকাল ৪টায় শহরের প্রাণকেন্দ্র কালিবাড়ী রোডস্থ লন্ডন টাওয়ারে সাবেক কমিশনার আলহাজ্ব ফরিদ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে আবাসিক হোটেল “হোটেল সম্রাট আবাসিক” এর উদ্বোধন করেন লন্ডন টাওয়ার এর স্বত্বাধিকারী ও লন্ডন প্রবাসী সিরাজুল ইসলাম কয়েস মিয়া। উদ্বোধনের পরে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে যাত্রা শুরু করে হোটেলটির কার্যক্রম। উদ্বোধন কালে প্রধান অতিথি হোটেলটির মনোরম পরিবেশ ও সাজসজ্জা দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি হোটেলটির সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী পারভীন আক্তার ও ইমাদ, আলহাজ্ব ইকরাম হোসেন, ব্যবসায়ী জালাল উদ্দিন, শ্রমিক নেতা রুমন মিয়া, হোটেল ব্যবসায়ী আলাউদ্দিন, বশির মিয়া প্রমুখ।
‘‘হোটেল সম্রাট আবাসিক’’ হোটেলটি স্বত্বাধিকারী মো: শাহজাহান মিয়া জানান, উন্নত সেবার প্রত্যয়ে “হোটেল সম্রাট আবাসিক” তার যাত্রা শুরু করেছে। হোটেলটিতে ফ্রি ওয়াইফাই, ফ্রি পার্কিং সুবিধাসহ আধুনিক সব সুযোগ-সুবিধা থাকবে বলে তিনি জানান।
শহরের প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত এই হোটেলটি শহরের আবাসিক হোটেলের ব্যবসায় অন্যতম সংযোজন।