Jisan tor&Travels

Jisan tor&Travels ভ্রমণ হোক মানুষের সেরা জীবনসঙ্গী �� ট্রাভেলার ���

একটা পুরো রাত, Long journey ট্রেনে আট দশটা বন্ধু, সারারাত ধরে আড্ডা, পাহাড়ে ঘুরতে যাওয়া! It’s Perfect 🖤
09/09/2022

একটা পুরো রাত, Long journey ট্রেনে আট দশটা বন্ধু, সারারাত ধরে আড্ডা, পাহাড়ে ঘুরতে যাওয়া! It’s Perfect 🖤

শহরজুড়ে আরো একবার বৃষ্টি নামুক, ধুয়ে মুছে যাক শহরতলীর মানুষগুলোর মন খারাপ! আরো একবার বৃষ্টি নামুক!❤️
05/09/2022

শহরজুড়ে আরো একবার বৃষ্টি নামুক, ধুয়ে মুছে যাক শহরতলীর মানুষগুলোর মন খারাপ! আরো একবার বৃষ্টি নামুক!❤️

ʜᴀʏ ᴄᴏx'ꜱ ʙᴀᴢᴀʀ 😊
27/08/2022

ʜᴀʏ ᴄᴏx'ꜱ ʙᴀᴢᴀʀ 😊

বেষ্ট একটা ট্রুর ছিলো।জীবনের সেরা একটা ভ্রমন।অনেক মিস করি সময় টা কে♥♥♥সবাইকে প্রচুর মিস করি🥺🥺
23/08/2022

বেষ্ট একটা ট্রুর ছিলো।
জীবনের সেরা একটা ভ্রমন।
অনেক মিস করি সময় টা কে♥♥♥
সবাইকে প্রচুর মিস করি🥺🥺

ট্যুরে গিয়ে দুই দিন থাকার পরচলে আসার দিন যতটা কষ্ট হয়গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হলেও অতটা কষ্ট হয়না 🤫
17/07/2022

ট্যুরে গিয়ে দুই দিন থাকার পর
চলে আসার দিন যতটা কষ্ট হয়
গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হলেও অতটা কষ্ট হয়না 🤫

পতেঙ্গা সমুদ্র সৈকত। পতেঙ্গা বাংলাদেশের চট্টগ্রাম শহরের সমুদ্র সৈকত যা কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত বন্দর নগরী চট্টগ্রা...
09/04/2022

পতেঙ্গা সমুদ্র সৈকত।

পতেঙ্গা বাংলাদেশের চট্টগ্রাম শহরের সমুদ্র সৈকত যা কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত বন্দর নগরী চট্টগ্রাম থেকে প্রায় ১৪ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। পতেঙ্গা চট্টগ্রাম শহরের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র।
যা দেখবেন
শাহ আমানত (র.) আন্তর্জাতিক বিমানবন্দর, বিএনএস ঈশাঁ খা (বাংলাদেশ নৌবাহিনীর ঘাটি) ও দেখবেন চট্টগ্রাম বন্দরের জেটি। সবগুলো কাছাকাছি হওয়ায় আলাদা করে যাওয়ার ঝামেলা নেই।

সৈকতে আছে বার্মিজ মার্কেট। সেখানেও ঘুরে ফিরে পছন্দের কেনাকাটা সেরে নিতে পারেন।

এখানে সন্ধ্যার দিকে সূর্যাস্তের দৃশ্য মনকে আরো বেশি পুলকিত করবে। সবচেয়ে ভালো লাগবে সন্ধ্যার পরিবেশ। সুতরাং থাকতে পারেন সন্ধ্যা পর্যন্ত।
প্রচুর লোকের সমাগম হবে সেখানে। বিকেলের দিকে মন চাইলে পানিতে নেমে আনন্দের মাত্রা আরও বাড়াতে পারবেন। পাবেন ২০ টাকায় ঘোড়ার পিঠে চড়ার সুযোগ।

সেই সাথে আছে স্পিডবোড কিংবা কাঠের তৈরি নৌকা ওঠার সুযোগও। জাহাজের চলাচল কিংবা মাথার উপর দিয়ে উড়ে যাওয়া প্লেনও দেখবেন।
সাধারণত বিকেল গড়াতে থাকলে জোয়ার আসতে শুরু করে। জোয়ার শুরুর আগে বাঁধ অনেকটা তলিয়ে যাবে। তীরে এসে পড়বে ঢেউ।

সমুদ্র সৈকত দেখে আপনার ফিরতে ইচ্ছে করবে না হয়তো। কিন্তু শাহ আমানত (র.) আন্তর্জাতিক বিমানবন্দরগামী রাস্তার মুখে অবস্থিত বাটার ফ্লাই পার্ক দর্শন করতে ভুলবেন না।

বিভিন্ন ধরনের প্রজাপতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন সেখানে। পার্কটিতে ৭০ প্রজাতির প্রায় ১০০০ এর বেশি প্রজাপতি রয়েছে।

প্রজাপতির সঙ্গে খেলা করতে চাইলে দেখতে চাইলে সকাল সকাল যাওয়াই ভালো হবে। কেননা বিকেলের পর থেকে প্রজাপতিরা ঝোঁপের আড়ালে চলে যাবে।

কীভাবে যাবেন
চট্টগ্রাম শহরের এ কে খান কিংবা জিইসি থেকে খুব সহজে যেতে পারেন সৈকতে! চট্টগ্রামে বসবাসকারীদের নতুন করে যাবার উপায় বলার দরকার নেই। সড়ক পথে যেতে চাইলে-অলংকার মোড়- এ কে খান হয়ে সরাসরি চলে যেতে পারবেন সৈকতে।

সি-বিচ লেখা বাসগুলোতে চেপে বসলেই হবে শুধু। আর যদি নগরীর জিইসি মোড় থেকে যেতে চান তবে ১৮০-২০০ টাকায় সিএনজি অটোরিকশা নিয়েও যেতে পারবেন।
সতর্কতা
সৈকতে ঘুরতে গিয়ে কোনো উদ্ভূত পরিস্থিতি এড়াতে দল বেধে যাওয়াই ভালো। কোনো বিপদ কিংবা অভিযোগ থাকলে সৈকতের ভ্রাম্যমাণ পুলিশ ফাঁড়িতে জানাতে পারেন।

তবে অধিক লোকের সমাগম আছে ওই দিকটায় থাকাই শ্রেয়। সৈকতে বেড়াতে গেলে নিজস্ব ক্যামেরা নিয়ে যেতে পারেন। কেননা একাকী ভ্রমণে গেলে সৈকতে থাকা ভ্রাম্যমাণ ফটোওয়ালাদের কাছে ছবি তুলতে না যাওয়াই ভালো।

স্পিডবোড, নৌকা, ঘোড়া যেখানেই চড়ুন! আগে দেখে শুনে ভাড়া শুনে নিলে ভালো হয়।

সাগর, নদী আর পাহাড় বেষ্টিত বন্দরনগরীতে এলে অতি অল্প সময়েই ঘুরে আসতে পারবেন সৈকতটি। কাজ কিংবা বেড়ানোর মধ্যে কিছুটা সময় নিয়ে ঘরে আসতে পারেন অনাবিল সৌন্দর্যের পতেঙ্গা সৈকতে!

🍁 প্রকৃতি যেন নতুন সৌন্দর্যে তার যৌবন ফিরে পায়.. গাছপালা তখন সজীব হয়ে ওঠে 🍂🌻🌿জিয়া মোড়,ইসলামী বিশ্ববিদ্যালয়কপি পোস্ট 😁
03/04/2022

🍁 প্রকৃতি যেন নতুন সৌন্দর্যে তার যৌবন ফিরে পায়.. গাছপালা তখন সজীব হয়ে ওঠে 🍂🌻🌿

জিয়া মোড়,
ইসলামী বিশ্ববিদ্যালয়

কপি পোস্ট 😁

বেড়ার ঘরের জানালা থেকে গ্রামের পরিবেশ..📍 বোয়ালখালি,চট্টগ্রাম #কালেকশন 😁
28/03/2022

বেড়ার ঘরের জানালা থেকে গ্রামের পরিবেশ..

📍 বোয়ালখালি,চট্টগ্রাম

#কালেকশন 😁

কীর্তন খোলা নদী,বরিশাল🤩
27/03/2022

কীর্তন খোলা নদী,বরিশাল🤩

Address

Arambag Hai School Goli
Dhaka
[email protected]

Alerts

Be the first to know and let us send you an email when Jisan tor&Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jisan tor&Travels:

Share

Category



You may also like