Biman Bangladesh Airlines Friends Club

Biman Bangladesh Airlines Friends Club Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Biman Bangladesh Airlines Friends Club, Tourist Information Center, House No 15 Road No 14 Nikunja-2 khilkhet, Dhaka.

এটি একটি ফ্যান পেজ
এখান থেকে কোন নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয় না
বিমান একটি রাষ্ট্রীয় পরিবহন
রাষ্ট্রীয় কোন নিয়োগ বিজ্ঞপ্তি বিকাশ নগদের মাধ্যমে হয় না সব সময় মনে রাখবেন
কেউ যদি বলে আপনি সিলেক্ট হয়েছেন
বিকাশে ১২৫০ ৳ দেন
তার মানে এটি সম্পূর্ণ ভুয়া

31/12/2024

নতুন বছর, নতুন স্বপ্ন, নতুন ভ্রমণ! সুমন ট্যুর এন্ড ট্রাভেলস-এর সাথে স্বপ্নের ভ্রমণে
আস্থা রাখুন। আকর্ষণীয় প্যাকেজ ও অফারের জন্য এখনই যোগাযোগ করুন।

Let the journey of a thousand miles begin with a single step... into the New Year! Sumon Tour and Travels wishes you a year filled with exploration, wonder, and unforgettable memories. ✨

28/10/2024
ঢাকা বিমানবন্দর সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিশ!আগামী ১ অক্টোবর-১৪ অক্টোবর ২০২৪, রাত ১:০০ টা থেকে ভোর ৫:০০ টা পর্যন্ত হযরত ...
01/10/2024

ঢাকা বিমানবন্দর সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিশ!

আগামী ১ অক্টোবর-১৪ অক্টোবর ২০২৪, রাত ১:০০ টা থেকে ভোর ৫:০০ টা পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রানওয়ে রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ থাকবে। এই সময়সূচিতে কোনো যাত্রীর ফ্লাইট থাকলে, যত দ্রুত সম্ভব রিশিডিউলের জন্য অনুরোধ করা হচ্ছে।

সূত্র: HSIA

ধন্যবাদ,

টিম সুমন ট্যুর অ্যান্ড ট্রাভেলস

27/09/2024
টেস্ট এবং টি টুয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিব আল হাসানের।  বিদায় লিজেন্ড
26/09/2024

টেস্ট এবং টি টুয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিব আল হাসানের। বিদায় লিজেন্ড

তারিখ: ১০/০৯/২০২৪ ওমরাহ যাত্রীদের জন্য টিকেটের মূল্য হ্রাস ও সকল বুকিং ক্লাস উন্মুক্ত করেছে বিমান। বিমান বাংলাদেশ এয়ারলা...
10/09/2024

তারিখ: ১০/০৯/২০২৪
ওমরাহ যাত্রীদের জন্য টিকেটের মূল্য হ্রাস ও সকল বুকিং ক্লাস উন্মুক্ত করেছে বিমান।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্মানিত ওমরাহ যাত্রীদের জন্য বাংলাদেশ থেকে জেদ্দা ও মদিনা রুটে টিকেটের মূল্য হ্রাস করেছে। ইতঃপূর্বে ওমরাহ এর জন্য দুইটি নির্দিষ্ট ফেয়ার ক্লাস বা রিজার্ভেশন বুকিং ডেজিগনেটর (আরবিডি) ব্যবহার করা হতো। সম্মানিত ওমরাহ যাত্রীদের টিকেট প্রাপ্তি সহজলভ্য করতে চলমান ২টি বুকিং ক্লাসের পরিবর্তে সকল বুকিং ক্লাস বা আরবিডি উন্মুক্ত করা হয়েছে যা সকল ডিস্ট্রিবিউশন চ্যানেলে উন্মুক্ত রয়েছে। এর ফলে সম্মানিত ওমরাহ যাত্রীগণ সাধারণ যাত্রীদের ন্যায় যে কোন আরবিডি তে ওমরাহ টিকেট ক্রয় করতে পারবেন। যে সকল ওমরাহ যাত্রী আগে টিকেট ক্রয় করবেন তারা সর্বনিম্ন ভাড়ার সুবিধা পাবেন। এছাড়াও যে সকল যাত্রী ওমরাহের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে প্রথমে মদিনায় গমন করবেন তাদের জন্য আকর্ষণীয় মূল্য ছাড় দেয়া হচ্ছে।

09/09/2024

তারিখ: ০৯/০৯/২০২৪
বিমানের সম্মানিত যাত্রীর ব্যাগেজ হতে হারানো অর্থ উদ্ধারে ব্যবস্থা গ্রহণ।

সম্মানিত যাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিতকল্পে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ সব ধরনের অনিয়ম, দুর্নীতি ও যাত্রী হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। গত ০২/০৮/২০২৪ খ্রিঃ তারিখ বিমানের একজন সম্মানিত যাত্রী বিজি-৩৬৩/০২.০৮.২৪ ফ্লাইটযোগে ঢাকা হতে চেন্নাই ভ্রমণ করেন। চেন্নাই পৌঁছে তিনি তার চেকড্ ব্যাগেজে রক্ষিত বৈদেশিক মুদ্রা না পেয়ে লিখিত অভিযোগ করেন। বিমানের নিরাপত্তা বিভাগ থেকে বিষয়টির উপর প্রাথমিক তদন্ত করে ঢাকা স্টেশনে উক্ত দিন কর্মরত ৬ জন ট্রাফিক হেলপারকে চিহ্নিত করা হয়। জিজ্ঞাসাবাদে তারা উক্ত ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেন।

এই প্রেক্ষিতে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মহোদয়ের নির্দেশনা অনুযায়ী তাদের বিরুদ্ধে বিমান নিরাপত্তা বিভাগ কর্তৃক ঢাকা বিমানবন্দর থানায় মামলা রুজু করা হয়। উক্ত ৬ জনের মধ্যে ৫ জনকে থানায় সোপর্দ করা হয় এবং ১জন পলাতক রয়েছেন। আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে উক্ত চুরিকৃত অর্থ দ্রুত উদ্ধার করার পর সম্মানিত যাত্রীকে ফেরত প্রদান করা হবে।

বিমান এ ধরনের ঘটনায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। উল্লেখ্য, উক্ত ঘটনার নেপথ্যের কুশীলবদের খুঁজে বের করার অভিযান অব্যাহত রয়েছে এবং দোষী ব্যক্তিদের আইনের আওতায় নেয়া হবে।

আন্তর্জাতিক এয়ার ট্রান্সপোর্ট এসোসিয়েশন (আইএটিএ) ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্মানিত যাত্রীবৃন্দকে চেকড্ ব্যাগেজে মূল্যবান সামগ্রী, টাকা-পয়সা ও অলংকারাদি পরিবহনে নিরুৎসাহিত করে। এসকল সামগ্রী চেকড্ ব্যাগেজে বহন না করে নিজের সাথে হ্যান্ড ব্যাগেজে বহনের জন্য অনুরোধ জানানো হলো।

প্রেস রিলিজ তারিখ: ০৪/০৯/২০২৪   বিমান এর এমডি ও সিইও হিসেবে নিয়োগ পেলেন ড. মোঃ সাফিকুর রহমানবিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর...
04/09/2024

প্রেস রিলিজ
তারিখ: ০৪/০৯/২০২৪

বিমান এর এমডি ও সিইও হিসেবে নিয়োগ পেলেন ড. মোঃ সাফিকুর রহমান

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে নিয়োগ লাভ করেছেন বিমান এর সাবেক পরিচালক বিপণন ও বিক্রয় ড. মোঃ সাফিকুর রহমান। ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ বিমান পরিচালনা পর্ষদ কর্তৃক তাকে নিয়োগ প্রদান করা হয়।

ড. মোঃ সাফিকুর রহমান ১৯৮৬ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ট্রেইনি কমার্শিয়াল অফিসার হিসেবে ক্যারিয়ার শুরু করেন। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর পরিচালক প্রশাসন ও মানবসম্পদ, পরিচালক প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিকস সাপোর্ট এবং পরিচালক বিপণন ও বিক্রয় হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ট্যারিফ, মার্কেট রিসার্চ, রিজার্ভেশন, কার্গো প্রভৃতি শাখায় কাজ করেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর সিঙ্গাপুর, থাইল্যান্ড ও গ্রিস স্টেশনে কান্ট্রি ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সুদীর্ঘ পেশাগত জীবন শেষে তিনি ২০১৭ সালে অবসরে যান।

ড. মোঃ সাফিকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এছাড়াও তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ড থেকে মার্কেটিংয়ে এমবিএ এবং ২০১১ সালে সাউদার্ন ক্রস ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া থেকে ডক্টর অব বিজনেস এডমিনিস্ট্রেশন সম্পন্ন করেন। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট এসোসিয়েশন এবং বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার থেকে তিনি এভিয়েশন নিয়ে একাধিক ডিপ্লোমা ও ট্রেনিং করেছেন।

আলহামদুলিল্লাহসংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ প্রদর্শনের দায়ে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছিল৷ দেশটির প্রেসিডেন্...
03/09/2024

আলহামদুলিল্লাহ
সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ প্রদর্শনের দায়ে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছিল৷ দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এই দণ্ড মওকুফ ঘোষণা করেছেন৷

25/08/2024

প্রেস রিলিজ
২৫ আগস্ট ২০২৪

বন্যা পরিস্থিতিতে টিকেটের মূল্যহ্রাস সহ কোনরকম চার্জ ব্যতিরেকে টিকেটের তারিখ পরিবর্তন ও রিইস্যু সেবা দিচ্ছে বিমান

দেশের চলমান ভয়াবহ বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কথা বিবেচনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট এবং ফিরতি ফ্লাইটে ইকোনমি ক্লাসের একমুখি ভাড়া সর্বোচ্চ ৫৪০০.০০ টাকা নির্ধারণ করেছে। বিজনেস ক্লাসের পূর্ব নির্ধারিত সর্বনিম্ন ভাড়া যাত্রী সাধারনের সুবিধার জন্য উন্মুক্ত রাখা হবে।

এছাড়াও বন্যা দুর্গত এলাকার সন্মানীত যাত্রীগন বর্তমান অবস্থায় ভ্রমণ করতে ব্যর্থ হলে পরবর্তীতে কোন রকম চার্জ ব্যতিরেকে সীট ফাকা থাকা সাপেক্ষে ভ্রমণ করতে পারবেন। সেক্ষেত্রে, সম্মানিত যাত্রীগণকে যাত্রা বিলম্ব, টিকিটের তারিখ পরিবর্তন বা রিইস্যু করতে সংশ্লিষ্ট টিকেট ইস্যুয়িং এজেন্সি, বিমানের নিকটস্থ সেলস সেন্টার বা কল সেন্টারে ১৩৬৩৬ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হলো।

বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত যাত্রীগণকে কোনরকম চার্জ ব্যতিরেকে এ সেবা দেয়া হবে।

24/08/2024
24/08/2024

Welcome to the Official YouTube Channel of Biman Bangladesh Airlines!We are dedicated to providing modern and exceptional passenger services through our stat...

২ দিনে ৩ লাখ মানুষকে ত্রাণ দিয়ে শায়খ আহমাদুল্লাহ'র ফাউন্ডেশন। জরুরী বন্যা তহবিলপ্রতিবছর বর্ষাকালে বাংলাদেশের প্রায় ২৬,০...
23/08/2024

২ দিনে ৩ লাখ মানুষকে ত্রাণ দিয়ে শায়খ আহমাদুল্লাহ'র ফাউন্ডেশন। জরুরী বন্যা তহবিল

প্রতিবছর বর্ষাকালে বাংলাদেশের প্রায় ২৬,০০০ বর্গ কিলোমিটার এলাকা (১৮%) বন্যায় প্লাবিত হয়। এ সময় বিশেষ ভাবে দেশের উত্তর অঞ্চলের বানভাসি মানুষ চরম দুর্ভোগের শিকার হয়। আস সুন্নাহ্ ফাউন্ডেশন দেশের বন্যাকবলিত জেলাগুলিতে প্রতিবছরই ত্রাণ কার্যক্রম ও দুর্দশাগ্রস্ত-অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়ে থাকে।

বিকাশ/নগদ মার্চেন্ট: 01958-277609(পেমেন্ট অপশন থেকে পাঠাতে হবে)

ব্যাংক অ্যাকাউন্ট

অ্যাকাউন্টের নাম : As Sunnah Foundation
অ্যাকাউন্ট নম্বর : 07511100103013
ব্যাংক : EXIM Bank Ltd.
শাখা : Satarkul, Badda, Dhaka
সুইফট কোড : EXBKBDDH
রাউটিং নাম্বার : 100264025

Address

House No 15 Road No 14 Nikunja-2 Khilkhet
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Biman Bangladesh Airlines Friends Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Biman Bangladesh Airlines Friends Club:

Videos

Share