27/11/2022
****কাশ্মীর ট্যুর ২০২২****
তারিখ- ১৬ই ডিসেম্বর- ২৮ ডিসেম্বর
বাজেট ট্যুর - অল বাই রোড
প্যাকেজ- ২৫০০০ টাকা
(ভিসা, ট্রাভেল ট্যাক্স, ওষুধ, ব্যাক্তিগত খরচ, ছাড়া ইনশাল্লাহ সব কিছু এর মধ্যেই হয়ে যাবে।)
শেয়ারিং রুম -৩ জন এক রুমে। কাপলের ক্ষেত্রে অতিরিক্ত এক জনের রুম ভাড়া কাপলদের বহন করতে হবে।
জার্নি প্ল্যানিং - (১০/১১ রাত-১১/১২ দিনের)- ফিরতি টিকেটের উপর নির্ভর করে।
ঢাকা- কোলকাতা-
জম্মু-পেহেলগাম-শ্রীনগর-গুল্মার্গ-সোনমার্গ-
স্রীনগর-জম্মু-দিল্লী/আগ্রা/কোলকাতা(খরচের উপর নির্ভর কর)- ঢাকা।
অল নন এসি বাস, ট্রেন, ও লোকাল ট্রান্সপোর্ট।
লোকাল ট্রান্সপোর্ট- লোকাল রাইড শেয়ারিং।
এটি একটি নন প্রফিট বাজেট ট্যুর। তাই সবার সাথে সব পরিস্থিতি মানিয়ে চলার মতো যোগ্যতা যারা রাখেন না, তাদেরকে এই ট্যুর থেকে দূরে থাকার জন্য অনুরোধ করছি। অবশ্যই টিম লিডারের আদেশ মানতে হবে, এবং ফ্রেন্ডলি মন মানষিকতা নিয়ে সবার সসবাইকে সম্মান করে কথা বলতে হবে ও চলতে হবে।
ডিটেইল পেতে ইনবক্স এ যোগাযোগ করুন। অবশ্যই ১২-১৪ তারিখের মধ্যে কনফার্ম করতে হবে।