22/11/2020
শীত উপভোগ করতে সাজেক যাবেন কে কে?
আর মাত্র ৩দিন...!
শীতের শুরুতে চাঁদনী রাতে পাহাড়ে বসে চাঁদের আলো উপভোগ করবো।
ভ্রমনঃ সাজেক ও খাগড়াছড়ি ৪ রাত ৩ দিন
#ট্যুর প্ল্যান # ০১১১/২০:
* ভ্রমনের তারিখঃ ২৫ নভেম্বর, রাত ১০.০০টায়
*ফেরার তারিখঃ ২৮ নভেম্বর, রাত ৮ টায় খাগড়াছড়ি হতে।
__________________________________________
→ বাস ডিটেইল্ড-
শান্তি পরিবহন(শর্ত প্রজোয্য) নন এসি বাস -ঢাকা টু দিঘিনালা)
হোটেল একোমোড্শন ডিটেইল্ড-
১রুমে ৪ জন শেয়ারিং।
কাপল হলে এক্সট্রা ১০০০ টাকা চার্জ প্রজোয্য হবে।
শিশু পলিসিঃ ২-৫ বছর বাচ্চার কনো খরচ নাই থাকা, খাওয়া বাসের সিট বাবা মা এর সাথে শেয়ার করতে হবে।
________________________________________________
❑ ভ্রমণের স্থান সমুহঃ
◙ সাজেক
◙ স্টোন গার্ডেন
◙ রিসাং ঝর্ণা
◙ তারেং
◙ রুই লুই পাড়া
◙ কংলাক পাহাড়
◙ হ্যালিপ্যাড
◙ আলুটিলা গুহা
◙ ঝুলন্ত ব্রিজ
❑ স্পেশাল ফিচারঃ
০১। ফটোগ্রাফি
০২। বার-বি-কিউ
০৩। ব্যাম্বু চিকেন
০৪। ব্যাম্বু টি
❐ Tourist bird দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় আলোচনা সাপেক্ষে কর্পোরেট ট্যুরের আয়োজন করে থাকে।
____________________________________________
❐ ভ্রমণ বিস্তারিত:
❐ যাত্রার দিন রাত ১১.০০ টায় আরামবাগ/ফকিরাপুল থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু।
❐ ভ্রমণের ১ম দিন ভোর ৬টায় আমরা পৌঁছে যাব খাগড়াছড়ি। রেস্টুরেন্টে ফ্রেশ হয়ে সকালের নাস্তা শেষে মাহিন্দ্রা গাড়ি করে আমরা রওনা হব সাজেকের দিকে।(আর্মিদের এসকর্ট এর উপর নির্ভর করবে), দুপুরের মধ্যে সাজেকে চেক ইন । মধ্যাহ্ন ভোজ শেষে করে কংলাক পাড়া ও সাজেকের বিভিন্ন স্পট ঘুরব । রাতে বার ব্যাম্বু চিকেন দিয়ে ডিনার শেষ করে সাজেকে রাত্রি যাপন।
❐ ভ্রমণের ২য় দিন সাজেকের মনোমুগ্ধকর ভোরে হ্যালিপ্যাডে সুর্যোদয় উপভোগ করে সকালের নাস্তার পর কংলাক পাহাড়ে ঘুরে আসা ও আশেপাশের পরিবেশ দেখা; রেস্ট নেয়া ও রাতে নিজেরা বার-বি কিউ পার্টি আয়োজন করা।গান গাওয়া ও রাতে হ্যালিপ্যাডে রাতের আকাশে পাচারের বুকে শুয়ে চাঁদের আলো উপভোগ করবো ইনশাল্লাহ।
❐ ভ্রমণের ৩য় দিন আর্মিদের এসকর্ট এর সাথে সকালে খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রা এবং সেখানে পৌঁছে মধ্যাহ্ন ভোজের পর আমরা চলে যাব খাগড়াছড়ির স্পষ্ট গুলো দেখতে।
১) রিসাং র্ঝনা
২) তারেং
৩) আলুটিলা গুহা
৪) জেলা পরিষদ পার্ক।
খাগড়াছড়ি ঘুরা শেষে চলে আসব বাস কাউন্টারে। ফ্রেশ হয়ে ডিনার শেষে রাত ৯.০০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে।
——————————————————
❐ যা যা থাকছে ভ্রমণের এর মধ্যেঃ
১। ঢাকা- খাগড়াছড়ি- ঢাকা বাসের টিকেট
২। ২ রাত সাজেকে থাকা
৩। ৯ বেলা খাবার।
৪। সবার অংশ গ্রহনে Bar-B-Q
৫। ফটোগ্রাফি
৬। সাজেক ঢোকার প্রবেশ ফি
________________________________________________
❐ যা যা থাকছে না ভ্রমণের মধ্যে
১। বাসের যাত্রা বিরতির খাবার
২। ব্যক্তিগত খরচ যেমন লন্ড্রি, টেলিফোন কল, মিনারেল ওয়াটার , নরম ও হার্ড ড্রিংকস
৩। উল্লিখিত ভ্রমণপথের তুলনায় অতিরিক্ত ঘুরে বেড়ানো বা গাড়ির অতিরিক্ত ব্যবহারের খরছ
৪। প্রাকৃতিক দুর্যোগ, ভূমিধস , রাস্তা অবরোধের , রাজনৈতিক গোলযোগ ( ধর্মঘট ), সড়ক দুর্ঘটনা ইত্যাদি কারণে উদ্ভূত কোন খরচ ক্রেতা ও ভোক্তাকে সরাসরি ঘটনাস্থলেই বহন করতে হবে।
৫। স্পটের প্রবেশ ফি
৬। কোন ঔষধ
৭। কোন ব্যক্তিগত খরচ
________________________________________________
বুকিং এর নিয়ম:
=========
বুকিং মানিঃ প্যাকেজ মূল্যের জনপ্রতি ৫০% টাকা জমা দিয়ে আপনার আসন বুঝে নিন।
❑ বুকিং মানি জমা দেয়ার পদ্ধতিঃ
১. সরাসরি এসে বুকিং মানি জমা দেয়া যাবে।
আমাদের অফিসের ঠিকানাঃ
উত্তর বাসাবো, কালভার্ট রোড, খিলগাঁও, ঢাকা-১২১৯।
২. বিকাশ এর মাধ্যমে বুকিং করতে পারেন।
bKash Personal: +880 15 1868 4054
**যোগাযোগ :
+880 15 1700 5877
________________________________________________
❐ কি কি নিতে হবে-
১। ব্যাগ, ২। গামছা, ৩। ছাতা, ৪। Odomos cream, ৫। টুথপেষ্ট+ সাবান+শ্যম্পু, ৬। কেডস/ সেন্ডেল, ৭। ক্যামেরা+ব্যাটারী+চার্জার, ৮। পলিথিন, ৯। সানক্যাপ, ১০। সানগ্লাস, ১১। সানব্লক, ১২। টিস্যু, ১৩। ব্যক্তিগত ঔষধ, ১৪। লোশন, ১৫। রবি/এয়ারটেল সিম, ১৬। চার্জের জন্য পাওয়ার ব্যাংক, ১৭। মাস্ক, ১৮। হ্যান্ড স্যানিটাইজার।
____________________________________________
বিশেষ দ্রষ্টব্য :
১। বুকিং-এর টাকা অফেরত যোগ্য (কোন সমস্যার কারনে ভ্রমনে যেতে না পারলে ১০ দিন আগে জানালে পরবর্তীতে যে কোন ভ্রমনে বুকিং আর টাকা সমন্বয় করা যাবে )
২। ভ্রমণের ৩দিন আগে পুরো টাকা পরিশোধ করতে হবে।
৩। মৌখিক কনফার্মেশন গ্রহন যোগ্য নয়।
৪। সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে ভ্রমণ করতে হবে।
৫। গ্রুপ ট্যুরে সেক্রিফাইসিং মুড থাকা আবশ্যক।
৬। টিম লিডার এর লিডিং মেনে চলা আবশ্যক।
৭। ব্যবহার বংশের পরিচয়।
৮। কোনো প্রকার মাদক দ্রব্য(সিগারেট ব্যাতীত) বহন গ্রহনযোগ্য নয়। কেউ বহন করলে তাকে আইনগত জটিলতার স্বীকার হতে হবে।
৯। পর্যটন এলাকার পরিবেশ ময়লা করা থেকে বিরত থাকুন।
_____________________________________________
ভ্রমন সংক্রান্ত সব ধরনের আপডেট পেতে জয়েন করুন আমাদের ট্রাভেল গ্রুপে::
https://www.facebook.com/TourisT-BirD-108067197772430/