
18/03/2025
নির্বাচন হলে বাংলাদেশের ইউনিয়ন পর্যায়ের ফাইভ পাশ একটা নেতার কাছেও ইউনূস হারবে। এইটাই বাস্তবতা।
তাতে কী হয়েছে? ইউনূসের যোগ্যতা কমে গেছে? নাকি ফাইভ পাশের যোগ্যতা বেড়ে গেছে? হাসিনা নিজেও ইলেকশনে জিতেই এসেছিলো। লাভ কী হয়েছে? সে দেশকে ভারতের কাছে বিক্রি করেনি?
ইলেকশন বাংলাদেশে কম হয় নাই। আওয়ামীলীগ জিতেছে। বিএনপি জামায়াতও জিতেছে। কী হাতি ঘোড়া হয়েছে, আমরা জানি।
ভালো ইলেকশনে জিতেই তো আওয়ামীলীগ দেশজুড়ে স*ন্ত্রাস করেছিলো। মানিক ধর্ষ*ণের সেঞ্চুরি করেছিলো জেতার পরেই।
ভালো ইলেকশনে জিতে ক্ষমতায় এসেই তো বিএনপি জামায়াত দুর্নীতিতে দেশকে ৫ বার চ্যাম্পিয়ন বানাইসে। এইগুলা ফ্যাক্ট। অস্বীকার করে লাভ নাই।
সো ইলেকশন নিয়ে কোন উচ্ছাস আমার মধ্যে নাই। কী হবে? এই দেশে রাজনীতি করেই তো বাটপাররা। আপনার এলাকায় রাজনীতি কে করে? যে সবচে বড় বাটপার।
লেখাপড়া নাই। মা*দক ব্যবসা করে। টোকাই পালে। এরাই নির্বাচনের পর ক্ষমতায় আসবে। এরা দেশের কী উন্নতি করতে পারে, সেইটা তো ৯০ এর পর দেখেছেনই।
সিরিয়াতে অন্তর্বর্তীকালীন সরকার ৫ বছর থাকতেছে। কোন ইলেকশন হবে না।
বাংলাদেশে ১ বছরও সময় দেওয়া হবে না। ডক্টর ইউনূসকে হু*মকি দেওয়া শুরু হয়ে গেছে অলরেডি।
অথচ মাত্র ৬ মাসে বাজার কন্ট্রোল করে ফেলেছেন, স্টারলিঙ্ক আসতেছে, মুদ্রাস্ফীতি কমতেছে। ধ*র্ষকরা নিয়মিত গ্রেফতার হচ্ছে। নারীকে ইভ টিজিং করলে ২৪ ঘন্টার কম সময়ে গ্রেফতার হচ্ছে।
রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের কাজ আগাইয়া নিছেন। বাট ঐ সময়টা আর পাবেন বলে মনে হয় না।
কারণ এই দেশে ইউনিভার্সিটিতে ক্যারি খাওয়া আর টোকাই পালা ইন্টারপাশ নেতারা ডক্টর ইউনূসের চে বেশি "যোগ্য"।
যেহেতু ওদের পোষা লোক আছে, স*ন্ত্রাসী আছে, ক্যাডার আছে, ডক্টর ইউনূসের মেধা আর কাজ ছাড়া কিছু নাই, সো, ডক্টর ইউনূসকে বাটপারদের কথা মতো ক্ষমতা ছাড়তে হবে।
ওদের হাতে ক্ষমতা দিতে হবে। ওরা নাকি দেশের ভালো ডক্টর ইউনূসের চেয়ে ভালো বুঝবে। কপালটা ইউনূসের যেমন খারাপ, এই দেশেরও খারাপ।
আজ এই দেশের ১০০ ভাগ মানুষ যদি শিক্ষিত হতো, সচেতন হতো, তাহলে ওরা ডক্টর ইউনূসের সাথে বাটপারদের পার্থক্য করতে পারতো।
লাইফলেস, মা*দক আর কিশোর গ্যাং পেলে রাজনীতির মাফিয়াকে না দিয়ে ভোটটা মেধা, যোগ্যতা আর ক্লাসের পক্ষে দিতো। বাট আমাদের দেশের মানুষের ঐ বুদ্ধিটাও নাই, শিক্ষাটাও নাই।
নাকি ইচ্ছা করেই স্বাধীনতার ৫০ বছর পরেও একটা দেশের মানুষকে এমন অশিক্ষিত মূর্খ করে রাখা হয়েছে? যাতে মেধাবী ইউনূসরা কখনও বাটপারদের রাজত্বে ভাগ বসাতে না পারে?
- সাদিকুর রহমান খান