Dream Touch International

Dream Touch International Air-Ticketing
Visa Consultancy
Tours & Travel Agency ✈️✈️✈️

থাইল্যান্ড ই-ভিসা শুরু হচ্ছে বাংলাদেশে! 🌏  থাইল্যান্ডে ভ্রমণ করা এখন আরও সহজ। ১৯ ডিসেম্বর ২০২৪ থেকে বাংলাদেশি অফিসিয়াল ...
17/12/2024

থাইল্যান্ড ই-ভিসা শুরু হচ্ছে বাংলাদেশে! 🌏

থাইল্যান্ডে ভ্রমণ করা এখন আরও সহজ। ১৯ ডিসেম্বর ২০২৪ থেকে বাংলাদেশি অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা লাগবে না। আর ২ জানুয়ারি ২০২৫ থেকে বাংলাদেশি পাসপোর্টধারীরা ই-ভিসা সুবিধা ব্যবহার করতে পারবেন।

---

ই-ভিসা কীভাবে করবেন?

১️⃣ অনলাইন অ্যাপ্লিকেশন:
থাইল্যান্ড ই-ভিসার অফিসিয়াল ওয়েবসাইটে যান—
👉 [https://www.thaievisa.go.th](https://www.thaievisa.go.th)
আবেদন ফর্ম পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
📌 পাসপোর্ট জমা দিতে হবে না।

২️⃣ ভিসা ফি প্রদান:
ফর্ম জমা দেওয়ার পর একটি "Payment Info Summary" শীট পাবেন যেখানে রেফারেন্স নম্বর, QR কোড, এবং ফি উল্লেখ থাকবে।
👉 [https://www.combank.net.bd/thaievisa](https://www.combank.net.bd/thaievisa) থেকে অনলাইনে ফি পরিশোধ করুন।
ক্যাশে পেমেন্ট গ্রহণযোগ্য নয়।

৩️⃣ ভিসা অনুমোদন:
১০ কার্যদিবসের মধ্যে ভিসার অনুমোদন পাবেন।
📩 ভিসাটি আপনার ইমেইলে পাঠানো হবে।

---

ই-ভিসা প্রিন্ট এবং ব্যবহার:
✅ অনুমোদিত ই-ভিসার একটি প্রিন্ট কপি নিন।
✅ থাইল্যান্ড ইমিগ্রেশনে এটি দেখিয়ে প্রবেশ করুন।

---

বর্তমান ভিসা সেন্টারের কার্যক্রম বন্ধ:
নতুন ই-ভিসা সিস্টেমের প্রস্তুতির জন্য, ২৪ ডিসেম্বর ২০২৪ থেকে ঢাকার চারটি ভিসা সেন্টারে আবেদন বন্ধ থাকবে।

---

যোগাযোগের ঠিকানা:
📍 থাই রয়্যাল এম্বাসি, ঢাকা
📞 ফোন: (880 2) 5881 3260-1, 5881 2795
📧 ইমেইল: [email protected]
🌐 ওয়েবসাইট: thaiembassy.org/dhaka

---

আপনার ই-ভিসা আবেদন দ্রুত করুন এবং থাইল্যান্ডের সুন্দর স্থানে ঘুরতে যান! 🌴✈️

Alhamdulillah.Clients are satisfied with our services.
02/12/2024

Alhamdulillah.
Clients are satisfied with our services.

দিল্লিকে পাশ কাটিয়ে তৃতীয় দেশ থেকে ভিসা নেওয়ার উদ্যোগ বাংলাদেশের ।এই ব্যাপারে আপনার মন্তব্য কি?
02/12/2024

দিল্লিকে পাশ কাটিয়ে তৃতীয় দেশ থেকে ভিসা নেওয়ার উদ্যোগ বাংলাদেশের ।
এই ব্যাপারে আপনার মন্তব্য কি?

27/11/2024

অবিশ্বাস্য মুল্য ছাড়
ঢাকা টু কক্সবাজার
ফ্লাইটের প্রাইজ জানতে মেসেজ করুন।
Dream Touch International

ফ্রেশ পাসপোর্টে  মালয়েশিয়া ভিসা হচ্ছে খুব সহজে 🤩01711368118
26/11/2024

ফ্রেশ পাসপোর্টে মালয়েশিয়া ভিসা হচ্ছে খুব সহজে 🤩

01711368118

Dhaka To JFK Airport USA oneway Air ticket katun discounted price only- 76,500/-Call- 01711368118
26/11/2024

Dhaka To JFK Airport USA oneway Air ticket katun discounted price only- 76,500/-

Call- 01711368118

অনেকের কাছেই আমরা শুনে থাকি, আমেরিকায় যাওয়া খুবই কঠিন, এমনকি সহজে ভিসা পাওয়া যায় না! 🤔👉 আসলে বাস্তবতা হলো আমেরিকার ৫ (পা...
24/11/2024

অনেকের কাছেই আমরা শুনে থাকি, আমেরিকায় যাওয়া খুবই কঠিন, এমনকি সহজে ভিসা পাওয়া যায় না! 🤔

👉 আসলে বাস্তবতা হলো আমেরিকার ৫ (পাঁচ) বছরের মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা (B1-B2) বাংলাদেশ থেকে পাওয়া খুবই সহজ, যদি আপনি সঠিক পন্থায় এবং সঠিক প্রতিষ্ঠানের মাধ্যমে ভিসা প্রসেসিং করেন! 🇺🇸🇺🇸🇺🇸

✨ আমরা অনেকেই আমেরিকার ভিসার জন্য আবেদন করতে ভয় পাই, কারণ আমরা মনে করে থাকি অন্য সব উন্নত দেশগুলোর মতো ট্যুরিস্ট ভিসা প্রসেসিং এর সময় অনেক ডকুমেন্টস সাবমিট করতে হয়, পূর্বেই বায়োমেট্রিক্স নেয়া হয় এবং পরে ইন্টারভিউ এর মাধ্যমে ভিসা ইস্যু অথবা রিফিউস করা হয়।

কিন্তু আমেরিকান ট্যুরিস্ট ভিসার (B1-B2) ক্ষেত্রে পদ্ধতিটি সম্পূর্ণই ভিন্ন এবং সহজ! 💖
এই ভিসা পাওয়ার জন্য অনেক বেশী কাগজপত্র দরকার নেই! এমনকি আপনার ব্যাংক স্টেটমেন্ট বা এসেট ভ্যালুয়েশনও চাইবে না! এছাড়াও আপনার যদি একাধিক দেশ ভিজিট করা থাকে তাহলে সেটা নিঃস্বন্দেহে ভিসা পাওয়ার ক্ষেত্রে একটা সহায়ক ভূমিকা পালন করবে, কিন্তু এর অর্থ এই নয় যে বিভিন্ন দেশ ভিজিট করা থাকলেই আপনি আমেরিকার ভিসা পেয়ে যাবেন। 🇺🇸 🗽

✅ আপনার যদি সঠিক কৌশল জানা থাকে তাহলে সাদা পাসপোর্টেও সহজেই আপনি আমেরিকার ভিসা পেতে পারেন!🇺🇸💖

🗽 আমেরিকান ট্যুরিস্ট ভিসার প্রথম দুইটি ধাপ হলোঃ
১। সিজিআই প্রোফাইল তৈরি করা।
২। ভিসা ফি এর রিসিপ্ট প্রিন্ট আউট করে ইস্টার্ন ব্যাংকের (EBL) যে কোনো ব্রাঞ্চে অফলাইনে জমা দেওয়া |আর আপনার যদি (EBL) ব্যাংকে একাউন্ট থাকে তাহলে (EBL) ব্যাংকের APP-এর মাধ্যমে অনলাইন-এ ভিসা ফি জমা দিতে পারবেন।

✨ বর্তমানে জনপ্রতি ভিসা ফি হচ্ছে $১৮৫ ডলার যা বর্তমান বাজারের ডলার মূল্য অনুযায়ী হচ্ছে ২১,০৯০ টাকা। 💵

✅ আমেরিকান মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা বাংলাদেশ থেকে সাধারণত ৫ বছরের জন্য দেওয়া হয় এবং এই ভিসাটি মূলতো ২টি গুরুত্বপূর্ণ বিষয় এর উপর ভিত্তি করে হয়ে থাকে।
✨ প্রথমত : DS-160: Online Nonimmigrant এপ্লিকেশন ফর্ম এর উপর।
✨ দ্বিতীয়ত : ভিসা অফিসারের সাথে একটি শর্ট ইন্টারভিউ এর উপর।

✅ DS -160 ফর্ম কেন গুরুত্বপূর্ণ ?
- যেহেতু আমেরিকান ট্যুরিস্ট ভিসা ব্যক্তিগত তথ্য ও ইন্টারভিউ ভিত্তিক, তাই DS-160 ফর্মে সকল ব্যক্তিগত ও পারিবারিক তথ্য নির্ভুল ও সঠিকভাবে প্রদান করতে হয়। একটা বিষয় মনে রাখবেন, সঠিকভাবে DS-160 এপ্লিকেশন ফর্মটি পূরণ করলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা ৭০% নিশ্চিত হয়ে যাবে।

✅ ভিসা অফিসারের সাথে ইন্টারভিউ কেমন হবে?
- ভিসা অফিসারদের বেশিরভাগ প্রশ্ন আপনাদের দেওয়া DS-160 ফর্ম এর উপর ভিত্তি করেই হয়ে থাকে। ইন্টারভিউয়ের উপর মূলত বাকী ৩০% সম্ভবনা নির্ভর করে। এছাড়া সাক্ষাৎকারের সময়কাল মূলত ২-৩ মিনিটের হয়ে থাকে (কারো কারো ক্ষেত্রে ৫-১০ মিনিট পর্যন্ত দীর্ঘ হয়)। এই অল্প সময়ে ভিসা অফিসারগণ মূলত আপনাদের সাইকোলজিকালি পরীক্ষা করে। আপনার বডি ল্যাঙ্গুয়েজ, বাচনভঙ্গি, ড্রেস আপ থেকে শুরু করে আপনি কিভাবে কনসুলার অফিসারদের প্রতিটি প্রশ্নের সু-ব্যাখ্যা সংক্ষেপে দিতে পারছেন সবকিছুর উপর বিবেচনা করে তারা তাৎক্ষণিকভাবে একটি সিদ্ধান্ত নেয়। এছাড়াও আপনি কেন আমেরিকা যাবেন তার সুনির্দিষ্ট কারণ দেখাতে হবে। ইন্টারভিউ এর সময় ভিসা অফিসারদের বুঝাতে হবে যে, আপনার আমেরিকা যাওয়ার সুনির্দিষ্ট কারণ আছে এবং আপনি আমেরিকায় যাবেন এবং নির্ধারিত সময়ের মধ্যে ফিরে আসবেন, তাহলেই আপনার ভিসা হবে।

✅ তাই, আপনি যখন আমেরিকার ট্যুরিস্ট ভিসার (B1+B2) জন্য আবেদন করবেন, তখন অবশ্যই আপনার DS-160 ফর্মটি কোন দক্ষ এবং অভিজ্ঞ হাতে পূরণ করতে হবে। কেননা, DS-160 ফর্ম সঠিকভাবে পূরণ করতে না পারলে এটি শুধুমাত্র আপনার রিফিউজ এর কারণই হবেনা, বরং পরবর্তীতে আবেদন করার সময়েও জটিলতা সৃষ্টি করবে।

22/11/2024
প্রিয় শুভাকাঙ্ক্ষী বৃন্দ.. আসসালামু আলাইকুমAgent মূল্যে Domestic & International ফ্লাইটের টিকিট কাটুন Dream Touch Inter...
10/11/2024

প্রিয় শুভাকাঙ্ক্ষী বৃন্দ..
আসসালামু আলাইকুম
Agent মূল্যে Domestic & International ফ্লাইটের টিকিট কাটুন Dream Touch International থেকে। Call- 01711368118

04/11/2024

অফার মুল্যে যে কোন রুটের টিকিট কাটুন Dream Touch International থেকে।

Call-01711368118

29/07/2024

ঢাকা ব্যাংকক ঢাকা
মাত্র ২৬৫০০ টাকায় পাচ্ছেন রিটার্ন এয়ার টিকেট l
যোগাযোগ - 01711368118

26/05/2024

সেনজেন ভুক্ত দেশ সুইডেন এর কনস্যুলার সেবা ঢাকায়!

এখন থেকে ঢাকায় সুইডেন সহ আরও কয়েকটি দেশের জন্য (সেনজেনভুক্ত) ইন্টারভিউ এবং অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই খুব কম সময়ে সেনজেন ভিসার জন্য আবেদন করতে পারবেন।

সুইডেন, সেনজেন কান্ট্রির সদস্য হিসেবে আরও ৮টি সেনজেন দেশের প্রতিনিধিত্ব করে।
এই দেশগুলো হলো: ফিনল্যান্ড, আইসল্যান্ড, বেলজিয়াম, স্লোভেনিয়া, পোল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ এবং নেদারল্যান্ডস।
উপরোক্ত ৮টি দেশের যে কোনো একটিতে ভ্রমণের জন্য আপনাকে সুইডেন এম্বাসির মাধ্যমে ভিসার আবেদন করতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস:
সেনজেন ভিসার জন্য আবেদন করতে হলে কিছু নির্দিষ্ট ডকুমেন্টস প্রয়োজন হয়। এই ডকুমেন্টসগুলো হলো:
- পূর্ণাঙ্গভাবে পূরণকৃত ভিসা আবেদন ফর্ম।
- দুই কপি পাসপোর্ট সাইজ ছবি।
- বর্তমান পাসপোর্ট এবং পূর্বের সব পাসপোর্ট।
- ভ্রমণের উদ্দেশ্য সম্পর্কিত বিবরণ।
- ভ্রমণ স্বাস্থ্য বীমা যা সেনজেন এলাকায় বৈধ।
- ব্যাংক স্টেটমেন্ট (সর্বশেষ ৬ মাসের)।
- কর্মসংস্থান প্রমাণপত্র।

ভ্রমণ ইতিহাস:
সেনজেন ভিসার জন্য আবেদন করতে হলে সাধারণত পূর্বে কিছু দেশের ভ্রমণ ইতিহাস থাকতে হয়।
এতে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তবে প্রথমবারের আবেদনকারীরাও আবেদন করতে পারেন,
তবে সেক্ষেত্রে আপনাকে যথাযথ ডকুমেন্টস প্রদান নিশ্চিত করতে হবে।

22/05/2024

ঢাকা ব্যাংকক ঢাকা
রিটার্ন টিকিট কাটুন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে Dream Touch International থেকে ।
মাত্র ২৭,৫০০ টাকায়।

21/05/2024

কোনো রকম ডকুমেন্ট ছাড়াই দুবাই ৫ বছরের গোল্ডেন টুরিস্ট ভিসা। সবার জন্য উন্মুক্ত।পরামর্শের জন্য কল করুন।
01670-706561

Happy New Year 2K24..
31/12/2023

Happy New Year 2K24..

24/12/2023

নিউ ইয়ার সেলেব্রেশন এর জন্য কে কোথায় যাচ্ছেন ?

নিউ ইয়ার সেলেব্রেশন এর জন্য নিজ দেশের মধ্যে বেস্ট হোটেল & বেস্ট লোকেশন গুলো হচ্ছে -

Grand Sultan Tea Resort & Golf-Shylhet.
LE MERIDIEN-DHAKA.
The Westin-Dhaka
Sayeman Beach Resort-Cox's Bazaar
Ocean Paradise Hotel-Cox's Bazaar
DuSai Resort & Spa-Shylhet.

Address

Uttara
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Dream Touch International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dream Touch International:

Videos

Share

Category