Dream Tour & Travels

Dream Tour & Travels Beautiful One Day, Perfect The Next with Dream World Tours & Travels We are constantly working for the welfare of humanity.
(1)

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত একটি সামাজিক স্বেচ্ছাসেবী,সমাজ উন্নয়নমূলক ও জনকল্যাণমুখী সংস্থা-বাংলাদেশ এশিয়ান সোস্যাল ফাউন্ডেশন।
Bangladesh Asian Social Foundation is a social voluntary, social development and welfare organization approved by the Government of the People's Republic of Bangladesh.

✅বাংলাদেশ এশিয়ান সোস্যাল ফাউন্ডেশন” একটি অলাভজনক, অরাজনৈতিক, বহুমুখী কর্মসংস্থান প্

রকল্প উন্নয়ন, মাতৃ ও শিশু কল্যাণ, স্বাস্থ্যসেবা, চিকিৎসা, পরিবার পরিকল্পনা, শিক্ষা, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি, সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন, মাদক নিরাময়, মানবাধিকার, আইনী সহায়তা, মানবিক সেবা, সমাজকল্যাণ এবং জনকল্যাণমূলক বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা।
Bangladesh Asian Social Foundation is a non-profit, non-political, multifaceted employment project development, maternal and child welfare, healthcare, medical, family planning, education, science and information technology, literature and culture development, drug rehabilitation, human rights, legal aid, humanitarian services, Social welfare and public welfare non-governmental voluntary organization.

দুস্থ্য, অসহায়, দরিদ্র, অবহেলিত, অনগ্রসর ও সুযোগ সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী যেমন- ভূমিহীন কৃষক, বেকার যুবক-যুবতী, শিশু-কিশোর, এতিম, ভবঘুরে, বয়স্ক, মুক্তিযোদ্ধা, বিধবা, প্রতিবন্ধী, অটিস্টিক ও সমস্যাগ্রস্থ অন্যান্য পশ্চাৎপদ জনগোষ্ঠীকে সেবা প্রদানের মাধ্যমে মানব সম্পদে পরিণত করে দারিদ্র্য-বিমোচন, সামাজিক নিরাপত্তা ও সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি ও পারিবারিক উন্নয়ন সাধনসহ বিভিন্নমুখী কর্মসূচি পরিচালনা লক্ষ্যে 2018 সালে “বাংলাদেশ এশিয়ান সোস্যাল ফাউন্ডেশন” গঠিত হয়।

By providing services to the poor, helpless, poor, neglected, backward and disadvantaged people such as landless peasants, unemployed youth, children, adolescents, orphans, vagrants, elderly, freedom fighters, widows, disabled, autistic and other disadvantaged people. The "Bangladesh Asian Social Foundation" was formed in 2018 to conduct various programs, including poverty alleviation, social security and non-social security programs, and family development.

বিভিন্ন দাতা সংস্থা/ দাতা সদস্যদের আর্থিক সহযোগিতা আমাদের সংগঠনের প্রাণশক্তি। মানবতার কল্যাণে আমরা কাজ করে যাচ্ছি নিরন্তন।
দুঃস্থ, অসহায়, দরিদ্র, অবহেলিত ও সমস্যাগ্রস্থ মানুষের কল্যাণে আপনিও এগিয়ে আসুন আর সহযোগিতার হাত বাড়িয়ে দিন।
Financial support from various donor agencies / donor members is the lifeblood of our organization. Come forward and extend a helping hand to the poor, the helpless, the poor, the neglected and the troubled. BASF is giving concentration to develop the following fields in our Country:

1.Youth Career Development
2.Economical Development
3.Education
4.Health & Social program
5.Distress support
6.Women empowerment
7.Environmental protection & Sustainability Sanitation
8.Food program
9.Disaster aid
10.Widow support program
11.Aged People Support
12. Help The Poor etc.




✅Fundraising_Campaign_2022)✅
Event Link:

ক্যাম্পেইন এ অংশ নিতে গুগোল ফরমটি পূরন করে রেজিষ্ট্রেশন করুন। রেজিষ্ট্রেশন লিংক ( To participate in the campaign, fill out the Google form and register.) Registration link:

👨‍👩‍👧‍👦সংগঠনের কার্যক্রম গুলো আরো বস্তুনিষ্ঠ ও শক্তিশালী ভাবে প্রতিষ্ঠার লক্ষে সারাদেশ ব্যাপী সদস্য নিবন্ধন চলছে।
( In order to establish the activities of the organization in a more objective and powerful way, member registration is going on all over the country)

Event Link : https://fb.me/e/2uKCYWR04

✅ সদস্য নিবন্ধন অনলাইন গুগোল ফরম ✅
( Member Registration Online Google Form)
Registration link: https://forms.gle/VHjwwpHZGaWqZUmK9

সংগঠন সর্ম্পকে ও প্রকল্প সংক্রান্ত বিষয় জানার জন্য আমাদের ফেসবুক পেইজ ভিজিট করুন www.facebook.com/BASF.org
Bangladesh Asian Social Foundation-BASF

www.basfbd.org

21/11/2022
ওঁরা কি মানুষ?পশু হবে হয়তো!পশু হলে দাম আরেকটু বেশিই হতো‚ওঁরা শ্রমিক‚তাই ওঁদের দাম ৫০ উঠেছে হয়তো!ওঁদের ঘাম‚ রক্ত‚ মাংসও...
15/06/2022

ওঁরা কি মানুষ?
পশু হবে হয়তো!

পশু হলে দাম আরেকটু বেশিই হতো‚
ওঁরা শ্রমিক‚
তাই ওঁদের দাম ৫০ উঠেছে হয়তো!

ওঁদের ঘাম‚ রক্ত‚ মাংস
ওঁদের বাবার দেয়া নাম
এগুলোর দাম হয় না-কি এতো!

ওঁরা মানুষ নয়‚ পশুও নয়।
_____ওঁরা শ্রমিক‚
ওঁরা পুড়ে গেলে‚ মরে গেলে;
কাঁদবে না রাষ্ট্রের একটাও ইট।

15/06/2022
10/06/2022

!
We are delighted to be able to offer the post of of Bangladesh_Asian_Social_Foundation

Md Rubel Hossain

Member ID: V-10009

With thanks and best regards,

We are always with people's

support for humanity as much as possible

06/06/2022

মানুষ মানুষের জন্যে
জীবন জীবনের জন্যে
একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না?
ও বন্ধু...
মানুষ মানুষের জন্যে
জীবন জীবনের জন্যে
একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না?
ও বন্ধু...
মানুষ মানুষের জন্যে
মানুষ মানুষকে পণ্য করে
মানুষ মানুষকে জীবিকা করে
মানুষ মানুষকে পণ্য করে
মানুষ মানুষকে জীবিকা করে
পুরনো ইতিহাস ফিরে এলে, লজ্জা কি তুমি পাবে না?
ও বন্ধু...
মানুষ মানুষের জন্যে
জীবন জীবনের জন্যে
একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না?
ও বন্ধু...
মানুষ মানুষের জন্যে
বল কি তোমার ক্ষতি
জীবনের অথৈ নদী
পার হয় তোমাকে ধরে দূর্বল মানুষ যদি
বল কি তোমার ক্ষতি
জীবনের অথৈ নদী
পার হয় তোমাকে ধরে দূর্বল মানুষ যদি
মানুষ যদি সে না হয় মানুষ
দানব কখনো হয় না মানুষ
মানুষ যদি সে না হয় মানুষ
দানব কখনো হয় না মানুষ
যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না?
ও বন্ধু...
মানুষ মানুষের জন্যে
জীবন জীবনের জন্যে
একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না?
ও বন্ধু...
মানুষ মানুষের জন্যে

06/06/2022

!
We are delighted to be able to offer the post of of Bangladesh_Asian_Social_Foundation

Mir Mehedi Hasan Masud

Member ID: V-10005

With thanks and best regards,

We are always with people's

support for humanity as much as possible

06/06/2022

(Government Reg. No-S-12821/2018)
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত একটি সামাজিক স্বেচ্ছাসেবী,সমাজ উন্নয়নমূলক ও জনকল্যাণমুখী সংস্থা-বাংলাদেশ এশিয়ান সোস্যাল ফাউন্ডেশনে এর কার্যক্রমগুলো ও প্রস্তাবিত প্রকল্প সমূহ বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশ ব্যপী সদস্য নিবন্ধন চলছে।

✅সদস্য রেজিষ্ট্রেশন -২০২2✅
সদস্য নিবন্ধনের জন্য অনলাইন গুগোল ফরমঃ https://forms.gle/VHjwwpHZGaWqZUmK9

✅“বাংলাদেশ এশিয়ান সোস্যাল ফাউন্ডেশন” একটি অলাভজনক, অরাজনৈতিক, বহুমুখী কর্মসংস্থান প্রকল্প উন্নয়ন, মাতৃ ও শিশু কল্যাণ, স্বাস্থ্যসেবা, চিকিৎসা, পরিবার পরিকল্পনা, শিক্ষা, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি, সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন, মাদক নিরাময়, মানবাধিকার, আইনী সহায়তা, মানবিক সেবা, সমাজকল্যাণ এবং জনকল্যাণমূলক বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা।

✅দুস্থ্য, অসহায়, দরিদ্র, অবহেলিত, অনগ্রসর ও সুযোগ সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী যেমন- ভূমিহীন কৃষক, বেকার যুবক-যুবতী, শিশু-কিশোর, এতিম, ভবঘুরে, বয়স্ক, মুক্তিযোদ্ধা, বিধবা, প্রতিবন্ধী, অটিস্টিক ও সমস্যাগ্রস্থ অন্যান্য পশ্চাৎপদ জনগোষ্ঠীকে সেবা প্রদানের মাধ্যমে মানব সম্পদে পরিণত করে দারিদ্র্য-বিমোচন, সামাজিক নিরাপত্তা ও সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি ও পারিবারিক উন্নয়ন সাধনসহ বিভিন্নমুখী কর্মসূচি পরিচালনা লক্ষ্যে 2018 সালে “বাংলাদেশ এশিয়ান সোস্যাল ফাউন্ডেশন” গঠিত হয়।

ফাউন্ডেশন এর কর্মসূচি বাস্তবায়ন এর লক্ষ্যে সদস্য নিবন্ধন চলছে।

✅সদস্যদের_শ্রেনী_বিভাগ/ প্রকারভেদঃ

১. ভলান্টিয়ার সদস্য
২..কমিউনিটি ভলান্টিয়ার (সেন্ট্রাল টিম)

✅ সাৎগঠনিক প্রক্রিয়ায় সংস্থার_সদস্য_হওয়ার_শর্ত_ও_নিয়মাবলী:
✔✔সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য’র সাথে একমত পোষনকারী এবং বাংলাদেশ ও বিশ্বের যে কোন দেশের নাগরিক জীবনে সৎ, চরিত্রবান, নৈতিক গুনসম্পন্ন, সুস্থ্য মস্তিস্ক, আদর্শবান, চিন্তাশীল ও জনকল্যাণে নিবেদিত ব্যক্তি নিম্মে বর্নিত শর্তে নির্ধারিত নিদিষ্ট সদস্য ফি ও আবেদন ফরম পূরনের মাধমে সংস্থার নিবার্হী পরিষদের চেয়ারম্যান অথবা সাধারন সম্পাদক বরাবর আবেদন করে সদস্য হতে পারবে।
✔✔কোন রুপ স্বাধীনতা বিরোধী, রাষ্ট্রদোহী বা দেশ দ্রোহী অথবা অনৈতিক কার্যকলাপের সাথে জড়িত এমন ব্যক্তি বা প্রতিষ্ঠান সংস্থার সাথে সম্পৃক্ত হতে পারবেনা।
✔✔সংস্থা কর্তৃক অপির্ত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। নিজেদের মেধার সব্বোর্চ বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ এবং সমাজ সেবা, জনকল্যাণমুখী এবং স্বনির্ভর বাংলাদেশ গঠনে বিশেষ ভূমিকা রাখতে আগ্রহী। সংস্থার প্রতি নিবেদিত প্রাণ হতে হবে
✔✔সংগঠনের কোন প্রকার কোন তথ্য সংস্থার অনুমোদন ব্যতীত প্রচার বা প্রকাশ করা যাবেনা।

✅ সদস্যদের হওয়ার নিয়মাবলী ও সুযোগ-সুবিধাঃ

✅ ভলান্টিয়ার সদস্যঃ

যে সকল ব্যক্তি সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য’র সাথে একমত পোষন করে সংস্থার সদস্য হওয়ার শর্ত ও নিয়মাবলী মেনে সামাজিক কাজে আগ্রহ প্রকাশ করে আগ্রহী অনলাইন গুগোল ফরম/অফলাইন পূরণ করে সাবমিট করবে এবং সদস্য ফি বাবদ ১০০ টাকা সে সকল সদস্য সংস্থার ভলান্টিয়ার সদস্য হিসেবে বিবেচিত হবে।

✅ ভলান্টিয়ার সদদের সুযোগ সুবিধাঃ
১. প্রাথমিকভাবে সদস্যদের ডিজিটাল আইডি কার্ড, সনদপত্র এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রদান করা হবে।
২. সংস্থা আয়োজিত যে কোন সমাজসেবা প্রোগাম, প্রকল্প ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে অংশগ্রহন, রক্তদান কর্মসূচির আওতায় রক্তদান ও রক্তগ্রহণে অংশ নিতে পারবে।
৩.যোগ্যতা, সাৎগঠনিক গুনাবলী সম্পন্ন ব্যক্তি হলে অগ্রধিকার ভিত্তিতে জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিটির সদস্য হওয়ার সুযোগ পাবে।
৪. এক্টিভ সদস্যদের “সেন্ট্রাল ভলান্টিয়ার ফোরাম” সদস্য পদ প্রদান এবং সদস্য কল্যাণ ফান্ডের সুবিধা ভোগ করতে পারবে।
৫. এক্টিভ সদস্যরা ফারফরমেন্স অনুযায়ী সংবর্ধনা, সম্মাননা, সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হবে।
৬. উন্নয়ন মূলক সেমিনার-ট্রেনিং ও ক্যারিয়ার ভিত্তিক প্রশিক্ষণ এ অগ্রধিকার ভিত্তিতে অংশগ্রহণ করার সুযোগ পাবে।
৭. ক্যারিয়ার গঠনে সর্ব্বোচ সহযোগিতা করা হবে।

✅ কমিউনিটি ভলান্টিয়ার সদস্যঃ

যে সকল ব্যক্তি সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য’র সাথে একমত পোষন করে সংস্থার সদস্য হওয়ার শর্ত ও নিয়মাবলী মেনে সামাজিক কাজে আগ্রহ প্রকাশ করে আগ্রহী অনলাইন গুগোল ফরম/অফলাইন পূরণ করে সাবমিট করবে এবং সদস্য ফি বাবদ ৫০০ টাকাে এবং মাসিক নিয়মিত ১০০ টাকা চাদাঁ প্রদান করবে সে সকল সদস্য সংস্থার কমিউনিটি ভলান্টিয়ার সদস্য হিসেবে বিবেচিত হবে।

✅ কমিউনিটি ভলান্টিয়ার সদদের সুযোগ সুবিধাঃ

✔ টি শার্ট,
✔ আইডি কার্ড,
✔ সনদপত্র,
✔ এক্টিভ সদস্যদের সংস্থার কেন্দ্রীয় সদস্য পদ,
✔ সদস্য স্বীকৃতি পত্র ও
✔ সংবর্ধনা ও সম্মাননা প্রদান(বাৎসরিক প্রোগ্রামে)। এছাড়া সংস্থা কর্তৃক ঘোষিত নীতিমালার আলোকে সদস্য নিবন্ধন সুযোগ সুবিধা পাবে।
✔✔সংগঠনের সদস্য ভর্তি ফি, মাসিক চাদাঁ, মাসিক ডোনেশন/অনুদান পাঠাতে বিকাশ মাসেন্ট একাউন্টে পেমেন্ট করুন- 01580 588 421

সেন্ড মানি অথবা পেমেন্ট করার পর কনফার্মেশন মেসেজ এর স্ক্রিন শট নিবেন অথবা টিআরএক্স আইডি/ আপনার পেমেন্ট নাম্বার টি সংরক্ষণ করবেন যা গুগল ফর্মটি পুরন করতে লাগবে।✔✔

(কমিউনিটির ভলান্টিয়ার সদস্যদের রেজিষ্ট্রেশন সম্পন্ন হওয়ার পর ২৪ ঘন্টার মধ্যে মানি রিসিট, ডিজিটাল ব্যানার, সনদপত্র ইমেইল/ হোয়াটসআপ/মেসেন্জার ইনবক্সে পাঠিয়ে দেওয়া হবে)

তথ্য ও সেবা সমূহ জানতেঃ 01716 163 279
www.facebook.com/BASF.org

E-mail : [email protected] ।। www.basfbd.org

Beautiful One Day, Perfect The Next with Dream World Tours & Travels

20/05/2022
13/05/2022

খাদ্যের মূল্য বৃদ্ধির যুগে দশ টাকায় খাওয়ার জিনিস কী পাওয়া যায়?
এক টাকা দামের দশটি চুইংগাম, বড়জোর দুইটি সিংগারা কিংবা সমুচা, একটি কলা, একটি রুটি অথবা ২টো পরটো কিন্তু মাত্র দশটাকায় যদি ভরপেট খাওয়া যায়, তাও আবার দুপুরের খাবার?
শুনে অবাক হচ্ছেন নিশ্চয়ই!

অবিশ্বাস্য মনে হলেও ব্যাপারটি সত্যি হতে যাচ্ছে। হাত বাড়ালেই এমন অভাবনীয় সুযোগ এবার আমজনতার নাগালে। “বাংলাদেশ এশিয়ান সোস্যাল ফাউন্ডেশন” এর উদ্যোগে মে মাস,২০২২ইং হতে শুরু হতে যাচ্ছে “দশ টাকায় দুপুরের খাবার” প্রজেক্টটি।
মাত্র দশ টাকায় মিলবে ভাত, ডাল, সবজি কিংবা খিছুরি।

নিম্মমধ্যবিত্ত ও সকল মানুষের জন্য উম্মুক্ত।

এই প্রকল্পের শুভ উদ্ধোধন অনুষ্ঠিত হবে চলতি মাসে।
প্রকল্প বাস্তবায়নে একটি স্বেচ্ছাসেবক কমিটি গঠন করা হবে।যারা কমিটিতে থাকতে আগ্রহী তারা যোগাযোগ করুন।
যোগাযোগ এর জন্য মোবাইল নং-01716163279, ইনবক্স করুন-https://www.facebook.com/SwapnilHasanBlog/

Support of Humanity

Bangladesh Asian Social Foundation
We are always with people's
https://www.facebook.com/BASF.org

Beautiful One Day, Perfect The Next with Dream World Tours & Travels

13/05/2022

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় রিকশাওয়ালা ও দিনমজুর ভাইদের মাঝে পান্জাবী বিতরন করা হয়।উদ্য.....

13/05/2022
 #যারা_ড্রাইভিং_লাইসেন্স_করতে_চাচ্ছেন ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষার স্ট্যান্ডার্ড ৮৫টি প্রশ্ন ব্যাংক ও উত্তর নিজে শ...
08/05/2022

#যারা_ড্রাইভিং_লাইসেন্স_করতে_চাচ্ছেন
ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষার স্ট্যান্ডার্ড ৮৫টি প্রশ্ন ব্যাংক ও উত্তর নিজে শিখুন এবং অন্যকে শেখার জন্য উৎসাহিত করুন।
=====================================
০১. প্রশ্ন : মোটরযান কাকে বলে ?
উত্তরঃ মোটরযান আইনে মোটরযান অর্থ কোনো যন্ত্রচালিত যান, যার চালিকাশক্তি বাইরের বা ভিতরের কোনো উৎস হতে সরবরাহ হয়ে থাকে।
০২. প্রশ্ন : গাড়ি চালনার আগে করণীয় কাজ কী কী ?
উত্তরঃ ক. গাড়ির হালনাগাদ বৈধ কাগজপত্র (রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ফিটনেস সার্টিফিকেট, ট্যাক্সটোকেন, ড্রাইভিং লাইসেন্স, ইনসিওরেন্স (বিমা) সার্টিফিকেট, রুট পারমিট ইত্যাদি) গাড়ির সঙ্গে রাখা।
খ. গাড়িতে জ্বালানি আছে কি না পরীক্ষা করা, না থাকলে পরিমাণ মতো নেওয়া।
গ. রেডিয়েটর ও ব্যাটারিতে পানি আছে কি না পরীক্ষা করা, না থাকলে পরিমাণ মতো নেওয়া।
ঘ. ব্যাটারি কানেকশন পরীক্ষা করা।
ঙ. লুব/ইঞ্জিন অয়েলের লেবেল ও ঘনত্ব পরীক্ষা করা, কম থাকলে পরিমাণ মতো নেওয়া।
চ. মাস্টার সিলিন্ডারের ব্রেকফ্লুইড, ব্রেকঅয়েল পরীক্ষা করা, কম থাকলে নেওয়া।
ছ. গাড়ির ইঞ্জিন, লাইটিং সিস্টেম, ব্যাটারি, স্টিয়ারিং ইত্যাদি সঠিকভাবে কাজ করছে কি না, নাট-বোল্ট টাইট আছে কি না অর্থাৎ সার্বিকভাবে মোটরযানটি ত্র“টিমুক্ত আছে কি না পরীক্ষা করা।
জ. ব্রেক ও ক্লাচের কার্যকারিতা পরীক্ষা করা।
ঝ. অগ্নিনির্বাপকযন্ত্র এবং ফাস্টএইড বক্স গাড়িতে রাখা।
ঞ. গাড়ির বাইরের এবং ভিতরের বাতির অবস্থা, চাকা (টায়ার কন্ডিশন/হাওয়া/নাট/এলাইমেন্ট/রোটেশন/স্পেয়ার চাকা) পরীক্ষা করা।
০৩. প্রশ্ন : মোটরযানের মেইনটেনেন্স বা রক্ষণাবেক্ষণ বলতে কী বুঝায় ?
উত্তরঃ ত্রুটিমুক্ত অবস্থায় একটি গাড়ি হতে দীর্ঘদিন সার্ভিস পাওয়ার জন্য প্রতিদিন গাড়িতে যে-সমস্ত মেরামত কাজ করা হয়, তাকে মোটরযানের মেইনটেনেন্স বলে।
০৪. প্রশ্ন : একটি মোটরযানে প্রতিদিন কী কী মেইনটেনেন্স করতে হয় ?
উত্তরঃ ২ নং প্রশ্নের উত্তরের খ থেকে ঞ পর্যন্ত।
০৫. প্রশ্ন : সার্ভিসিং বলতে কী বুঝায় ?
উত্তরঃ মোটরযানের ইঞ্জিন ও বিভিন্ন যন্ত্রাংশের কার্যক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য নির্দিষ্ট সময় পরপর যে-কাজগুলো করা হয়, তাকে সার্ভিসিং বলে।
০৬. প্রশ্ন : গাড়ি সার্ভিসিংয়ে কী কী কাজ করা হয় ?
উত্তরঃ ক. ইঞ্জিনের পুরাতন লুবঅয়েল (মবিল) ফেলে দিয়ে নতুন লুবঅয়েল দেওয়া। নতুন লুবঅয়েল দেওয়ার আগে ফ্লাশিং অয়েল দ্বারা ফ্লাশ করা।
খ. ইঞ্জিন ও রেডিয়েটরের পানি ড্রেন আউট করে ডিটারজেন্ট ও ফ্লাশিংগান দিয়ে পরিষ্কার করা, অতঃপর পরিষ্কার পানি দিয়ে পূর্ণ করা।
গ. ভারী মোটরযানের ক্ষেত্রে বিভিন্ন গ্রিজিং পয়েন্টে গ্রিজগান দিয়ে নতুন গ্রিজ দেওয়া।
ঘ. গাড়ির স্পেয়ার হুইলসহ প্রতিটি চাকাতে পরিমাণমতো হাওয়া দেওয়া।
ঙ. লুবঅয়েল (মবিল) ফিল্টার, ফুয়েল ফিল্টার ও এয়ারক্লিনার পরিবর্তন করা।
০৭. প্রশ্ন : গাড়ি চালনাকালে কী কী কাগজপত্র গাড়ির সঙ্গে রাখতে হয় ?
উত্তরঃ ক. ড্রাইভিং লাইসেন্স, খ. রেজিস্ট্রেশন সার্টিফিকেট (ব্লু-বুক), গ. ট্যাক্সটোকেন, ঘ. ইনসিওরেন্স সার্টিফিকেট, ঙ.ফিটনেস সার্টিফিকেট (মোটরসাইকেলের ক্ষেত্রে প্রযোজ্য নয়) এবং চ. রুটপারমিট (মোটরসাইকেল এবং চালক ব্যতীত সর্বোচ্চ ৭ আসন বিশিষ্ট ব্যক্তিগত যাত্রীবাহী গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য নয়)।
০৮. প্রশ্ন : রাস্তায় গাড়ির কাগজপত্র কে কে চেক করতে পারেন/কোন কোন ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিগণকে গাড়ির কাগজ দেখাতে বাধ্য ?
উত্তরঃ সার্জেন্ট বা সাব-ইনসপেক্টরের নিচে নয় এমন পুলিশ কর্মকর্তা, মোটরযান পরিদর্শকসহ বিআরটিএর কর্মকর্তা এবং মোবাইলকোর্টের কর্মকর্তা।
০৯. প্রশ্ন : মোটরসাইকেলে হেলমেট পরিধান ও আরোহী বহন সম্পর্কে আইন কী ?
উত্তরঃ মোটরসাইকেলে চালক ব্যতীত ১ জন আরোহী বহন করা যাবে এবং উভয়কেই হেলমেট পরিধান করতে হবে (মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩ এর ধারা-১০০)।
১০. প্রশ্ন : সড়ক দুর্ঘটনার প্রধান কারণ কী কী?
উত্তরঃ ক. অত্যধিক আত্মবিশ্বাস, খ. মাত্রাতিরিক্ত গতিতে গাড়ি চালানো, গ. অননুমোদিত ওভারটেকিং এবং ঘ. অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন।
১১. প্রশ্ন : গাড়ি দুর্ঘটনায় পতিত হলে চালকের করনীয় কী ?
উত্তরঃ আহত ব্যক্তির চিকিৎসা নিশ্চিত করা, প্রয়োজনে নিকটস্থ হাসপাতালে স্থানান্তর করা এবং ২৪ ঘণ্টার মধ্যে নিকটবর্তী থানায় দুর্ঘটনার বিষয়ে রিপোর্ট করা।
১২. প্রশ্ন : আইন অনুযায়ী গাড়ির সর্বোচ্চ গতিসীমা কত ?
উত্তরঃ হালকা মোটরযান ও মোটরসাইকেলের ক্ষেত্রে ঘণ্টায় সর্বোচ্চ ৭০ মাইল, মাঝারি বা ভারী যাত্রীবাহী মোটরযানের ক্ষেত্রে ঘণ্টায় সর্বোচ্চ ৩৫ মাইল এবং মাঝারি বা ভারী মালবাহী মোটরযানের ক্ষেত্রে ঘণ্টায় সর্বোচ্চ ৩০ মাইল।
১৩. প্রশ্ন : মোটর ড্রাইভিং লাইসেন্স কী ?
উত্তরঃ সর্বসাধারণের ব্যবহার্য স্থানে মোটরযান চালানোর জন্য লাইসেন্স কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত বৈধ দলিলই মোটর ড্রাইভিং লাইসেন্স।
১৪. প্রশ্নঃ অপেশাদার ড্রাইভিং লাইসেন্স কাকে বলে ?
উত্তরঃ যে-লাইসেন্স দিয়ে একজন চালক কারো বেতনভোগী কর্মচারী না হয়ে মোটর সাইকেল, হালকা মোটরযান এবং অন্যান্য মোটরযান (পরিবহনযান ব্যতীত) চালাতে পারে, তাকে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স বলে।
১৫. প্রশ্ন : ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স কত ?
উত্তরঃ পেশাদার চালকের ক্ষেত্রে ২০ বছর এবং অপেশাদার চালকের ক্ষেত্রে ১৮ বছর।
১৬. প্রশ্ন : কোন কোন ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার অযোগ্য বলে বিবেচিত হবে?
উত্তরঃ মৃগীরোগী, উন্মাদ বা পাগল, রাতকানারোগী, কুষ্ঠরোগী, হৃদরোগী, অতিরিক্ত মদ্যপব্যক্তি, বধিরব্যক্তি এবং বাহু বা পা চলাচল নিয়ন্ত্রণ করতে অসুবিধা হয় এমন ব্যক্তি।
১৭. প্রশ্ন : হালকা মোটরযান কাকে বলে ?
উত্তরঃ যে-মোটরযানের রেজিস্ট্রিকৃত বোঝাই ওজন ৬,০০০ পাউন্ড বা ২,৭২৭ কেজির অধিক নয়, তাকে হালকা মোটরযান বলে।
১৮. প্রশ্ন : মধ্যম বা মাঝারি মোটরযান কাকে বলে ?
উত্তরঃ যে-মোটরযানের রেজিস্ট্রিকৃত বোঝাইওজন ৬,০০০ পাউন্ড বা ২,৭২৭ কেজির অধিক কিন্তু ১৪,৫০০ পাউন্ড বা ৬,৫৯০ কেজির অধিক নয়, তাকে মধ্যম বা মাঝারি মোটরযান বলে।
১৯. প্রশ্ন : ভারী মোটরযান কাকে বলে ?
উত্তরঃ যে-মোটরযানের রেজিস্ট্রিকৃত বোঝাই ওজন ১৪,৫০০ পাউন্ড

05/05/2022

কিছু গুরুত্বপূর্ণ তথ্য-
১। Internet আবিষ্কৃত হয় 1969 সালে।
২। Email আবিষ্কৃত হয় 1971 সালে।
৩। Hotmail আবিষ্কৃত হয় 1996 সালে।
৪। Google আবিষ্কৃত হয় 1998 সালে।
৫। Facebook আবিষ্কৃত হয় 2004 সালে।
৬। Youtube আবিষ্কৃত হয় 2005 সালে।
৭। Twitter আবিষ্কৃত হয় 2006 সালে।
৮। বিশ্বে ইন্টারনেট চালু হয় ১৯৬৯সালে
৯। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার চালু হয়
১৯৯৩ সালে।
১০। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার
জন্য উন্মুক্ত হয় ১৯৯৬ সালে।
১১। বাংলাদেশে 3g চালু হয় 14
OCTOBER,2012।
১২। বাংলাদেশে স্থাপিত প্রথম
কম্পিউটার "IBM-1620 ‘ যা স্থাপিত হয়
বাংলাদেশ পরমানু শক্তি কমিশনে ১৯৬৪
সালে।
১৩। ২১মে ২০০৬ সালে কক্সবাজারের
ঝিলংজা-তে ল্যান্ডিং স্টেশন স্থাপনের
মাধ্যমে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলে
যুক্ত হয়।
১৪। বাংলাদেশর বিজ্ঞানীরা
প্রথমাবারের মতো ‘জীবনরহস্য‘ উন্মোচন
করেছেন মহিষের।
১৫। ২০১৩সালে দেশি পাটের জীবন রহস্য
উন্মোচনে নেতৃত্ব দেন ড মাকসুদুল আলম।
১৬। ১৯৮১ এপসন কোম্পানি সর্বপ্রথম
ল্যাপটপ কম্পিউটার প্রচলন করেন তার
নামঅসবর্ন-১।
১৭। বিশ্বের একমাত্র কম্পিউটার জাদুঘরটি
অবস্থিতযুক্তরাষ্ট্রের আটলান্টায়।
১৮। বাংলা সামাজিক মাধ্যম ‘‘বেশত‘‘ চালু
হয় ২৮ ফ্রেব্রু ২০১৩।
১৯। বাংলাদেশের ‘টেলিফোন শিল্প
সংস্থা লিমিটেড(টেশিস) কর্তৃক তৈরী
প্রথম ল্যাপটপ --এর নামদোয়েল।
২০। জাতিসংঘ রেডিও বাংলা যাত্রা শুরু
করে ২১ ফ্রেব্রু:২০১৩।
২১। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্চিন
‘‘পিপীলিকা‘‘ উদ্ধোধন করা হয় ১৩এপ্রিল,
২০১৩।
২২। বাংলাদেশে দ্রুত গতির ইন্টারনেট
‘‘ওয়াইম্যাক্স‘ চালু হয় >>June,2009, Banglalion।
২৩। বাংলাদেশে কবে , কোথায় সাইবার
ক্যাফে চালু হয় ১৯৯৯ সালে,বনানীতে।
২৪। বাংলাদেশের প্রথম মোবাইল ফোন
কোম্পানীর সিটিসেল ডিজিটাল, ১৯৯৩
সাল।
২৫। বাংলাদেশে প্রথম ডিজিটাল
টেলিফোন ব্যবস্থা চালূ হয় ৪ জানুয়ারী,
১৯৯০।
২৬। বাংলাদেশে কখন থেকে কার্ড ফোন
চালূ হয় ১৯৯২ সালে।
২৭। প্রথম ডিজিটার জেলা যশোর।
২৮। প্রথম ওয়াই ফাই নগর সিলেট।
২৯। সাইবার সিটি সিলেট।
৩০। প্রথম ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ
মিঠাপুকুর ,রংপুর।
=> GIF এর পূর্ণরূপ — Graphic Interchangeable
Format
=> BMP এর পূর্ণরূপ — Bitmap
=> JPEG এর পূর্ণরূপ — Joint Photographic Expert
Group
=> PNG এর পূর্ণরূপ — Portable Network
=> Wi-Fi র পূর্ণরূপ — Wireless Fidelity
=> HTTP এর পূর্ণরূপ — Hyper Text Transfer
Protocol
=> HTTPS এর পূর্ণরূপ — Hyper Text Transfer
Protocol Secure
=> URL এর পূর্ণরূপ — Uniform Resource Locator
=> IP এর পূর্ণরূপ— Internet Protocol
=> VIRUS এর পূর্ণরূপ — Vital Information
Resource Under Seized
=> UMTS এর পূর্ণরূপ — Universal Mobile
Telecommunication System
=> RTS এর পূর্ণরূপ — Real Time Streaming
=> AVI এর পূর্ণরূপ — Audio Video Interleave
=> SIS এর পূর্ণরূপ — Symbian OS Installer File
=> AMR এর পূর্ণরূপ — Adaptive Multi-Rate Codec
=> JAD এর পূর্ণরূপ — Java Application Descriptor
=> JAR এর পূর্ণরূপ — Java Archive
=> MP3 এর পূর্ণরূপ — MPEG player lll
=> 3GPP এর পূর্ণরূপ — 3rd Generation
Partnership Project
=> 3GP এর পূর্ণরূপ — 3rd Generation Project
=> MP4 এর পূর্ণরূপ — MPEG-4 video file
=> SIM এর পূর্ণরূপ — Subscriber Identity Module
=> 3G এর পূর্ণরূপ — 3rd Generation
=> GSM এর পূর্ণরূপ — Global System for Mobile
Communication
=> CDMA এর পূর্ণরূপ — Code Divison Multiple
Access
=> AAC এর পূর্ণরূপ — Advanced Audio Coding
=> SWF এর পূর্ণরূপ — Shock Wave Flash
=> WMV এর পূর্ণরূপ — Windows Media Video
=> WMA এর পূর্ণরূপ — Windows Media Audio
=> WAV এর পূর্ণরূপ — Waveform Audio
1) GOOGLE : Global Organization Of Oriented
Group Language Of Earth
2) YAHOO : Yet Another Hierarchical Officious
Oracle
3) WINDOW : Wide Interactive Network
Development for Office work Solution
4) COMPUTER : Common Oriented Machine
Particularly United and used under Technical and
Educational Research
5) VIRUS : Vital Information Resources Under
Siege
6) UMTS : Universal Mobile Telecommunications
System
7) AMOLED: Active-matrix organic light-emitting
diode
😎 OLED : Organic light-emitting diode
9) IMEI: International Mobile Equipment Identity
10) ESN: Electronic Serial Number
11) UPS: uninterrupted power supply
12) HDMI: High-Definition Multimedia Interface
13) VPN: virtual private network
14) APN: Access Point Name
15) SIM: Subscriber Identity Module
16) LED: Light emitting diode
17) DLNA: Digital Living Network Alliance
18) RAM: Random access memory
19) ROM: Read only memory
20) VGA: Video Graphics Array
21) QVGA: Quarter Video Graphics Array
22) WVGA: Wide video graphics array
23) WXGA: Wide screen Extended Graphics Array
24) USB: Universal serial Bus
25) WLAN: Wireless Local Area Network
26) PPI: Pixels Per Inch
27) LCD: Liquid Crystal Display
28) HSDPA: High speed down-link packet access
29) HSUPA: High-Speed Uplink Packet Access
30) HSPA: High Speed Packet Access.

04/05/2022

সংসারী ছেলে মা কে ডেকে বলছে......... "মা একটা কথা বলি?আমার একটা অনুরোধ রাখবে?"
মা-"তুই চাইলে আমি কি না করতে পারি?বল তোর সব কথা আমি রাখবো।"
"তোমার বৌমা বলছিলো...তোমার তো বয়স হয়েছে।এখন তো তোমার শরীরের একটু বিশ্রাম প্রয়োজন... আর এই বাড়িটা তো খুব একটা ভালো না। ছোট ঘুপচি....... তোমার কাশিটাও বেড়ে গেছে। আরো তো ডায়বেটিকস আছেই, হার্টের সমস্যা, হাড়ের সমস্যা আরো কতো কি!"
মা:"হ্যাঁ রে... মনে হয় আর বেশিদিন..."
" আহ... থামো তো মা। তোমার সবসময় দেখাশোনার জন্য কাউকে রাখতে হবে। আচ্ছা তোমাকে তাহলে গ্রামের বাড়িতে... না না ওই যে বৃদ্ধাশ্রমের স্পেশাল ব্র্যাঞ্চে ভর্তি করালে কেমন হয়?......এটাই বলছিলো তোমার বৌমা। ওখানে অনেকে থাকবে তোমার মতোই। তাদের সাথে গল্প করতে পারবে আর এ বাড়িতে তো কেউই নাই, আমি ব্যাবসায় দৌড়াচ্ছি, তোমার বৌমা অফিসে আর মিঠু তো সারাদিনই স্কুলে।ওখানে তুমি আরামেই থাকবে মা।....... মা এটাই আমার . . মানে আমাদের অনুরোধ ছিলো।"
"আচ্ছা তুই চাইলে তাই হবে"।
"থ্যাংকস মা......আচ্ছা কালকে বিকেলেই কিন্তু তাহলে ওখানে যাচ্ছো। তোমার ব্যাগ গুছিয়ে রাখবে।"
পরের দিন:অস্বস্তিকর জ্যামে আটকে আছে মা-ছেলে।নীরবতা ভাঙলেন মা.......
"বাবা ওখানে আমাকে দেখতে যাবি তো ?পারলে একটা ফোন কিনে দিস আমাকে..."
" হা হা হা ...মা তুমি ফোন দিয়ে কি করবে ?আহা... ওখানে ফোন আছে তো......"
কিছুক্ষন পরে একটা পাঁচতলা বাড়ির সামনে এসে গাড়ি থামালো। আবার বেশকিছুক্ষন নিরব থেকে এবার ছেলে বলে উঠলো...
"নামো মা..... এটাই তো ওই বৃদ্ধাশ্রম মা।দেখেছো! বলেছিলাম না তোমার পছন্দ হবে।তোমার জন্য দোতালার দক্ষিনের ঘরটা বুকিং করে রেখেছি।"
টিং ডং টিং ডং(দরজা খুললো)
"হ্যাপি বার্থ ডে টু ইউ ! !
হ্যাপি বার্থ ডে টু ইউ 'মা' ! ! !"
দরজা খুলতেই চমকে গেলেন মা। আরে ওই তো তার একমাত্র নাতি আর বৌমা বিশাল একটা কেক নিয়ে দাঁড়িয়ে আছে। এতো বেলুন আগে কখনো দেখেননি । এতো আয়োজন করে কখনো কেউ তাকে জন্মদিনের শুভেচ্ছাও জানায় নি। আরে ওই তো তার দুই মেয়ে আর তাদের জামাই দাঁড়িয়ে। ওদেরও ডেকে এনেছে তার পাগল ছেলেটা।
" হ্যাপি বার্থ ডে মা"
মা:"তুই অনেক বড় হয়ে গেছিস (কান্নাভেজা কন্ঠে)
কিন্তু এটা কার ঘর?"
" বাড়ির ফলকে নাম দেখোনি! বাবার নামে রেখেছি । মা পুরো বাড়িটাই আমাদের। এবার তুমি আরামে থাকতে পারবে মা।
"তুই না ! !এমন কি কেউ করে?(কান্না ভেজা চোখে জোরে জোরে মাথা নাড়ছেন। আনন্দে কথা বলতে পারছেন না)
পার্টি শেষে ঘুমাতে যাবে এমন সময় পেছন থেকে মায়ের ডাক। হাতের ব্যাগটা আঁতিপাঁতি খুঁজে একটা কৌটা বের করে ছেলের হাতে ধরিয়ে দিলেন।
" নে এটার আর দরকার হবে না। ইঁদুরের বিষ ! চিন্তা করেছিলাম যদি বৃদ্ধাশ্রমে রেখে আসিস তাহলে সেদিনই খেয়ে নেবো।"
"ধুর মা কি যে বলো !এটায় তো সেসব আমি কাল রাতেই পাল্টে তোমার ক্যালসিয়ামের ওষুধ ভরে রেখেছি। তুমি ঘুমাও।"
মার আজ আর কিছুই চাওয়ার নেই। আর কিছু না হোক তার ছেলেকে অন্তত মানুষ করতে পেরেছে সে। যাক আজকের ঘুমটা সত্যিই আরামের হবে, ঘুমের ঔষুধ খেতে হবে না ।
(সংগৃহীত)

30/04/2022
22/08/2020

আপনার বয়স যখন ৩০, তখন ০৮ টি বিষয় অবশ্যই শুরু করুন.....
***************************************
০১. ভবিষ্যতের জন্য টাকা জমানো শুরু করুন।
০২. নিজের স্বাস্থের প্রতি যত্ন নেয়া শুরু করুন।
০৩. যারা আপনাকে গুরুত্ব দেয়না,ধীরে ধীরে তাদের সাথে চলাফেরা বন্ধ করে দিন।
০৪. যারা আপনার প্রতি যত্নবান,তাদের সাথে চলাফেরা বাড়িয়ে দিন।
০৫. প্রতিনিয়ত নিজের অভিজ্ঞতা কাজে লাগানোর দিকে মনোযোগ দিন।
০৬. বর্তমান অবস্থান থেকে নিজেকে উন্নত করার দিকে নজর দিন, সময়ের দিকে গুরুত্ব দিন, দিনের কাজ দিনে শেষ করুন।
০৭. সবচেয়ে গুরুত্বপূর্ণটি হলো- সবসময় নিজের প্রতি এবং কাছের মানুষের প্রতি সদয় হোন, রাগ কমিয়ে ফেলুন।
০৮. রাতে সঠিক সময়ে ঘুমিয়ে পরুন, সকাল বেলা তারাতারি উঠে একটু হাটুন।একটা জিনিস মনে রাখবেন স্বাস্থ্যই সকল সুখের মূল।

25/06/2020

Our Sister Concern of

1. Yes Holdings & Properties Ltd.

2. Yes Multi Agro Companies Ltd.

3. Yes Ekti Ghor Ekti Shilpa Ltd.

4. Yes Electronics & Industries Ltd.

5. Yes Diagnostic & General Hospital Ltd.

6. Yes e-Shop.com (Online Shop)

Address

House-17, 3rd Floor (3A), Road-13, Sector-4, Uttara (Nearest Rajlokhi)
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Dream Tour & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dream Tour & Travels:

Share

Category

Our Story

g