Malaysia My Second Home

Malaysia My Second Home Malaysia My Second Home

21/01/2022
27/11/2021
22/10/2021

মালয়শিয়ায় সেকেন্ড হোম মানেই কোটি টাকার বাড়ী_একটি ভুল ধারণা।

মালয়েশিয়া এশিয়ার অন্যতম সমৃদ্ধশালী দেশ, প্রাকৃতিক সৌন্দর্য আর আধুনিক নাগরিক সুযোগ-সুবিধার কারনে মালয়েশিয়া এখন অনন্য উচ্চতায়।
সারা দুনিয়ার ভ্রমন পিয়াসু মানুষ প্রতিবছর ভিড় করছে এখানে, শিল্পকারখানা ও কৃষিকে ছাড়িয়ে মালয়শিয়ার অন্যতম আয়ের উৎস এখন পর্যটন।
সাধারন বিদেশি শ্রমিক ছাড়াও উচ্চপর্যায়ে চাকুরী, পড়াশোনা, ব্যাবসা কিংবা অবকাশ যাপনের জন্য অসংখ্য বিদেশি সপরিবারে মালয়েশিয়ায় বসবাস করছে।

সেকেন্ড হোমঃ
মালয়েশিয়া ভ্রমন বা বসবাসের জন্য যে কয় প্রকার ভিসা প্রচলিত আছে “MM2H” বা “Malaysia My Second Home” হচ্ছে তার অন্যতম। মুলত অবসরকালীন অভিবাসীদের আকৃষ্ট করতেই মালয়েশিয়ার ট্যুরিজম মন্ত্রণালয় এই ভিসা প্রোগ্রাম চালু করেছে।
২০০২ সালে চালু হওয়া এই ভিসা প্রোগ্রাম অল্প সময়ের মধ্যেই সারা বিশ্বে খুবই জনপ্রিয় হয়ে ওঠে, এ পর্যন্ত বিশ্বের ১৩০ টি দেশের ৫০ হাজারের বেশি পরিবার এই প্রোগ্রামের আওতায় ভিসা নিয়েছে।
সন্তানের পড়ালেখা ও পরিবারের নিরাপদ আবাসনের কথা বিবেচনা করে অনেক বাংলাদেশী নাগরিক এই ভিসা নিয়েছেন। এমনকি ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া সহ বিশ্বের উন্নত দেশগুলোতে স্থায়ীভাবে বসবাসরত অসংখ্য বাংলাদেশী পরিবার তাদের সন্তান-সন্ততির ভবিষ্যৎ চিন্তা করে মালয়েশিয়ায় বসবাসের জন্য আগ্রহী হয়ে উঠছে এবং অনেকে ইতিমধ্যেই সেকেন্ড হোম ভিসা নিয়ে মালয়েশিয়ায় বসবাস শুরু করেছেন।

জনপ্রিয় ভিসা প্রোগ্রামঃ সহজ আবেদন পক্রিয়া ও একসাথে ১০ বছরের ভিসা এপ্রোভাল এর কারনে মালয়েশিয়ার MM2H এশিয়ার সর্বোচ্চ ও বিশ্বের তৃতীয় জনপ্রিয় ভিসা প্রোগ্রাম।
আবেদন প্রক্রিয়াঃ MM2H ভিসার জন্য আবেদন করা খুবই সহজ, আবেদনের জন্য আবেদনকারীকে মালয়েশিয়া যেতে হয়না, মালয়েশিয়া সরকার অনুমোদিত এজেন্টের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন করা যায়, এর জন্য নির্ধারিত সার্ভিস ফি দিতে হবে, আবেদনের তিন মাসের মধ্য ভিসার অনুমোদন (এপ্রোভাল) পাওয়া যায়, এপ্রোভাল হওয়ার পর ৬ মাসের মধ্যে আবেদনকারী নিজে মালয়েশিয়া গিয়ে সেখানকার ব্যাংকে নির্দিষ্ট পরিমান টাকা নিজ নামে ফিক্সড ডিপজিট করে ভিসা নিতে হবে। শর্তসাপেক্ষে ১ বছর পর আবেদনকারী ইচ্ছে করলে ডিপজিট কৃত টাকার অর্ধেক উঠিয়ে নিতে পারবে।
এই ভিসার শর্ত হচ্ছে আবেদনকারীকে ভিসা অনুমোদনের পর একটি নির্দিষ্ট অংকের ব্যাংক ডিপজিট করতে হবে, সিনিয়র সিটিজেন যার বয়স ৫০ এর উপরে সে ক্ষেত্রে এই ডিপজিট এর পরিমান প্রায় অর্ধেক।
সেকেন্ড হোম ভিসার জন্য মালয়েশিয়ায় বাড়ি কিনতে হবে এমন কোনো শর্ত নেই, আর ডিপজিট এর টাকাও অগ্রীম দেয়ার প্রয়োজন বা নিয়ম নেই, ভিসা আবেদন মঞ্জুর করে মালয়েশিয়া ট্যুরিজম মন্ত্রণালয় আবেদনকারীকে চিঠি দেয়ার পরই আবেদনকারী নিজ নামে ব্যাংকে ডিপজিট করবে। তবে আবেদনের সময় প্রার্থী তার আর্থিক সক্ষমতা প্রমাণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে, এক্ষেত্রে মালয়েশিয়া সরকার সহ সংশ্লিষ্ট সবাই আবেদনকারীর সকল প্রকার তথ্যের ব্যাপারে কঠোর গোপনীয়তা রক্ষা করে থাকে।

ভিসাঃ আবেদনকারীর সাথে তার স্ত্রী, অপ্রাপ্তবয়স্ক সন্তান, পিতা-মাতা ও গৃহকর্মী (মহিলা) একই মেয়াদের ভিসা পেয়ে থাকে।

Contact:

Dhaka Office:
Travel wave
H 05’Rd 3/A.sec 05
Uttara. Dhaka1230
Cell +8801711174163

23/11/2019

Pls contact
H 08. Rd 3/A. Sec 05. Uttara . Dhaka
Cell 01711174163

ালয়েশিয়া এশিয়ার অন্যতম সমৃদ্ধশালী দেশ, প্রাকৃতিক সৌন্দর্য আর আধুনিক নাগরিক সুযোগ-সুবিধার কারনে মালয়েশিয়া এখন অনন্য উচ্চত...
26/10/2019

ালয়েশিয়া এশিয়ার অন্যতম সমৃদ্ধশালী দেশ, প্রাকৃতিক সৌন্দর্য আর আধুনিক নাগরিক সুযোগ-সুবিধার কারনে মালয়েশিয়া এখন অনন্য উচ্চতায়।
সারা দুনিয়ার ভ্রমন পিয়াসু মানুষ প্রতিবছর ভিড় করছে এখানে, শিল্পকারখানা ও কৃষিকে ছাড়িয়ে মালয়শিয়ার অন্যতম আয়ের উৎস এখন পর্যটন।
সাধারন বিদেশি শ্রমিক ছাড়াও উচ্চপর্যায়ে চাকুরী, পড়াশোনা, ব্যাবসা কিংবা অবকাশ যাপনের জন্য অসংখ্য বিদেশি সপরিবারে মালয়েশিয়ায় বসবাস করছে।

সেকেন্ড হোমঃ
মালয়েশিয়া ভ্রমন বা বসবাসের জন্য যে কয় প্রকার ভিসা প্রচলিত আছে “MM2H” বা “Malaysia My Second Home” হচ্ছে তার অন্যতম। মুলত অবসরকালীন অভিবাসীদের আকৃষ্ট করতেই মালয়েশিয়ার ট্যুরিজম মন্ত্রণালয় এই ভিসা প্রোগ্রাম চালু করেছে।
২০০২ সালে চালু হওয়া এই ভিসা প্রোগ্রাম অল্প সময়ের মধ্যেই সারা বিশ্বে খুবই জনপ্রিয় হয়ে ওঠে, এ পর্যন্ত বিশ্বের ১৩০ টি দেশের ৫০ হাজারের বেশি পরিবার এই প্রোগ্রামের আওতায় ভিসা নিয়েছে।
সন্তানের পড়ালেখা ও পরিবারের নিরাপদ আবাসনের কথা বিবেচনা করে অনেক বাংলাদেশী নাগরিক এই ভিসা নিয়েছেন। এমনকি ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া সহ বিশ্বের উন্নত দেশগুলোতে স্থায়ীভাবে বসবাসরত অসংখ্য বাংলাদেশী পরিবার তাদের সন্তান-সন্ততির ভবিষ্যৎ চিন্তা করে মালয়েশিয়ায় বসবাসের জন্য আগ্রহী হয়ে উঠছে এবং অনেকে ইতিমধ্যেই সেকেন্ড হোম ভিসা নিয়ে মালয়েশিয়ায় বসবাস শুরু করেছেন।

জনপ্রিয় ভিসা প্রোগ্রামঃ সহজ আবেদন পক্রিয়া ও একসাথে ১০ বছরের ভিসা এপ্রোভাল এর কারনে মালয়েশিয়ার MM2H এশিয়ার সর্বোচ্চ ও বিশ্বের তৃতীয় জনপ্রিয় ভিসা প্রোগ্রাম।
আবেদন প্রক্রিয়াঃ MM2H ভিসার জন্য আবেদন করা খুবই সহজ, আবেদনের জন্য আবেদনকারীকে মালয়েশিয়া যেতে হয়না, মালয়েশিয়া সরকার অনুমোদিত এজেন্টের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন করা যায়, এর জন্য নির্ধারিত সার্ভিস ফি দিতে হবে, আবেদনের তিন মাসের মধ্য ভিসার অনুমোদন (এপ্রোভাল) পাওয়া যায়, এপ্রোভাল হওয়ার পর ৬ মাসের মধ্যে আবেদনকারী নিজে মালয়েশিয়া গিয়ে সেখানকার ব্যাংকে নির্দিষ্ট পরিমান টাকা নিজ নামে ফিক্সড ডিপজিট করে ভিসা নিতে হবে। শর্তসাপেক্ষে ১ বছর পর আবেদনকারী ইচ্ছে করলে ডিপজিট কৃত টাকার অর্ধেক উঠিয়ে নিতে পারবে।
এই ভিসার শর্ত হচ্ছে আবেদনকারীকে ভিসা অনুমোদনের পর একটি নির্দিষ্ট অংকের ব্যাংক ডিপজিট করতে হবে, সিনিয়র সিটিজেন যার বয়স ৫০ এর উপরে সে ক্ষেত্রে এই ডিপজিট এর পরিমান প্রায় অর্ধেক।
সেকেন্ড হোম ভিসার জন্য মালয়েশিয়ায় বাড়ি কিনতে হবে এমন কোনো শর্ত নেই, আর ডিপজিট এর টাকাও অগ্রীম দেয়ার প্রয়োজন বা নিয়ম নেই, ভিসা আবেদন মঞ্জুর করে মালয়েশিয়া ট্যুরিজম মন্ত্রণালয় আবেদনকারীকে চিঠি দেয়ার পরই আবেদনকারী নিজ নামে ব্যাংকে ডিপজিট করবে। তবে আবেদনের সময় প্রার্থী তার আর্থিক সক্ষমতা প্রমাণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে, এক্ষেত্রে মালয়েশিয়া সরকার সহ সংশ্লিষ্ট সবাই আবেদনকারীর সকল প্রকার তথ্যের ব্যাপারে কঠোর গোপনীয়তা রক্ষা করে থাকে।

ভিসাঃ আবেদনকারীর সাথে তার স্ত্রী, অপ্রাপ্তবয়স্ক সন্তান, পিতা-মাতা ও গৃহকর্মী (মহিলা) একই মেয়াদের ভিসা পেয়ে থাকে।

Contact:

Dhaka Office:
Uttara house 08. Rd 3/A . Sec 05. Uttara. Dhaka1230.
Phone: 096132422210
Cell: 01711174163

Malaysian food
26/10/2019

Malaysian food

Malaysia My Second Home(MM2H):✨2018-Malaysia is the top 3rd best place to retire and Malaysia My Second Home (MM2H) is o...
05/10/2019

Malaysia My Second Home(MM2H):
✨2018-Malaysia is the top 3rd best place to retire and Malaysia My Second Home (MM2H) is one of the cheapest retirement program in world!✨🤩🤩🤩
Malaysia My Second Home program is 💯 risk free to all your investments!🏻✨
💲Monies required to join the program will be deposited in your personal name‼💲
MM2H Visa Permit and Benefits:
✅ 10 years Social Visit Pass with Multiple Entry will be granted. Renewable after 10 years.
✅ House Purchase minimum RM1 million and above.
✅ Can apply for one maid.
✅ Allowed to bring their children who are below 21 years old and not married as their dependents.
✅ Tax Exemption is given to remittance of offshore pension funds into Malaysia & any other foreign funds transferred into.
✅ You can own your own business, terms apply.
✅ Over 50 year old can work part time, terms apply
✅ Your parents can also join you as dependents under a renewable long term (6 monthly) visa
Aged Below 50 years old:
♦ Monthly minimum salary of RM10000.
♦ Liquid Asset RM500 000 to SHOW only.
♦ Open a fixed deposit account of RM300,000 (after one year can taken out RM 150,000). Term Apply.
♦ Must maintain a minimum balance of RM150,000 from second year onwards and throughout stay in Malaysia.
Aged 50 years and Above:
♦ Retirement income minimum of RM10000 from Government or Private Pension Funds.
♦ Liquid Asset RM350 000 to SHOW only.
♦ MM2H Fixed Deposit – RM 150,000 (after one year can taken out RM 50,000). Term Apply.
♦ Fixed deposit must maintain a minimum balance of RM100,000 from the second year onwards and throughout his/her stay.
Contact:

Dhaka Office:
House 08. Rd 3/A. Sector 05. Uttara . Dhaka 1230.
Phone: 09613242210
Cell: +8801711174163

মালয়েশিয়া মাই সেকেন্ড হোম প্রোগ্রাম, মালয়েশিয়া সরকারের একটি বিশেষ কার্যক্রম যার মাধ্যমে মালয়েশিয়াতে স্ব-পরিবারে স্থায়ী ভ...
25/09/2019

মালয়েশিয়া মাই সেকেন্ড হোম প্রোগ্রাম, মালয়েশিয়া সরকারের একটি বিশেষ কার্যক্রম যার মাধ্যমে মালয়েশিয়াতে স্ব-পরিবারে স্থায়ী ভাবে বসবাস, ব্যবসা-বাণিজ্য পরিচালনা, শিল্পে বিনিয়োগ, সন্তানদের পড়াশুনা করাতে পারবেন।
সুবিধাসমুহঃ
� ১০ বছর এর মাল্টিপল ভিসা (১০০% নবায়নযোগ্য) ।
� মালয়েশিয়াতে পরিবারসহ থাকার কোন বাধ্যবাধকতা নেই।
� ব্যবসায় বিনিয়োগ করার সহজ শর্ত ও সুযোগ।
� TAX মুক্ত বাড়ি ও গাড়ি কেনার সুবিধা।
� মালয়েশিয়াতে যে কোন সম্পত্তি কেনায় ব্যাঙ্ক লোন সুবিধা Up to ৬০%।
� ২১ বছরের নিচে অবিবাহিত সন্তান Dependent হিসেবে অন্তর্ভুক্ত হবে।
� ৬০ বছরের উপরের পিতা মাতা অথবা শ্বশুর- শাশুড়ি Dependent হিসেবে অন্তর্ভুক্ত হবেন।
� মেডিকেল ও ইনসিওরেন্স সুবিধা।
� নিজ নামে প্রাইভেট লিঃ কোম্পানি করতে পারবেন।
� ব্যবসার নেটওয়ার্কিং, ড্রাইভিং লাইসেন্স এবং ৫০ বছর হবার পর চাকুরী করার সুবিধা।
� স্বদেশী বা বিদেশী কাজের মহিলা নিতে পারবে।
� যে কোন ধরনের ব্যবসা করা যাবে ।
� মালয়েশিয়ার যে কোন প্রান্তে থাকা যাবে।
� সন্তানদের সরকারী, আধা সরকারী ও ইন্টারন্যাশনাল স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে
পড়াশুনা করাতে পারবেন।
� শুল্ক মুক্ত বাড়ি ক্রয় করা যাবে।বাড়ি ক্রয়ের জন্য ব্যাংক ঋণ নেয়া যাবে।
� গাড়ি ক্রয়েও ব্যাংক ঋণ সুবিধা।
� বাবা-মা কে নেয়া যাবে।
� একজন গৃহকর্মী নেয়া যাবে।
� ৫০ বছর বা তার অধিক যাদের বয়স তারা চাকুরি করতে পারবেন।
আরো বড় ধরনের আকর্ষণীয় সুবিধা হচ্ছে আপনার এবং আপানার পরিবারের পাসপোর্ট এ কোন দেশের ভিসা না থাকলেও বিশ্বের উন্নত দেশ সমূহ যেমন, লন্ডন, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ সহ যেকোন দেশের ভিজিট ভিসা সহজেই পেয়ে যাবেন।
আপনার সেকেন্ড হোম ভিসা থাকলে এই ভিসা আপনি মালয়শীয়ার কুয়ালালামপুরে উল্লেখিত দেশ সমূহের এম্বাসি থেকে পাবেন।
নিয়মাবলিঃ
৫০ বছর উর্ধ্বেঃ
- এপ্রুভাল এর পর মালয়েশিয়াতে নিজ নামে ব্যাংকে একাউন্ট খুলে ১,৫০,০০০ রিঙ্গিত (৩২,০০,০০০ টাকা) ফিক্সড ডিপোজিট করতে হবে। ১ বছর পর ৫০,০০০ রিঙ্গিত (১0,00000 টাকা) আপনি তুলে ফেলতে পারবেন এবং বাকী টাকা আপনার ব্যাংক, একাউন্ট এ জমা থাকবে এবং আপনি প্রতি মাসে ৪.৭৫% ইন্টারেস্ট পাবেন। ।
৫০ বছরের নিচেঃ
- এপ্রুভাল এর পর মালয়েশিয়াতেনিজ নামে ব্যাংকে একাউন্ট খুলে ৩,০০,০০০ রিঙ্গিত (৬১,০০,০০০ টাকা) ফিক্সড ডিপোজিট করতে হবে। ১ বছর পর ১,৫০,০০০ রিঙ্গিত (৩0,00000 টাকা) আপনি তুলে ফেলতে পারবেন এবং বাকী টাকা আপনার ব্যাংক, একাউন্ট এ জমা থাকবে এবং আপনি প্রতি মাসে ৪.৭৫% ইন্টারেস্ট পাবেন। ।
আপনার জমা টাকার উপর ৯০% নিজ নামে ব্যাংক লোন নিতে পারবেন।আরো বড় সুবিধা হচ্ছে আপনি কিন্তু যেকোন সময় চাইলে আপনার ব্যাংকে জমা থাকা টাকা একেবারে ফেরত নিতে পারবেন এবং আপানার সেকেন্ড হোম বাতিল করতে পারবেন।
 Processing Time 3-4 Month.
তাই এই সুবর্ণ সুযোগটি পেতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন।
01953674737
09613242210
� পাসপোর্টের মেয়াদ অনুযায়ী ভিসা দেয়া হবে এবং পরবর্তীতে নতুন পাসপোর্ট পেলে বাকি বছরের ভিসা দেয়া হবে

24/09/2019
22/09/2019

Address

Dhaka
1230

Telephone

+8809613242210

Website

Alerts

Be the first to know and let us send you an email when Malaysia My Second Home posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Malaysia My Second Home:

Share

Nearby travel agencies


Other Passport & Visa Services in Dhaka

Show All