ভ্রমণ ভেলা

ভ্রমণ ভেলা ''ভ্রমণ ভেলা'' একটি পরিকল্পিত ভ্রমণ পেজ ও গ্রুপ।
আপনার ভ্রমণ হোক নিরাপদ ও আনন্দময়

21/06/2024

যাদের অবস্থা ভালো তারা ঈদের ছুটি কাটাতে ছুটে যায় বিদেশের বিভিন্ন গন্তব্যে। নিজেদের পর্যটন কেন্দ্রে যেতে দেখিনা কখনো। কেনো যায় সবাই জানি। অনুষ্ঠানে গেলে বড় বড় কথা শুনি। কিন্তু বছরের পর বছর উপেক্ষিত আমাদের পর্যটন খাত। কবে মারফতি কথা বাদ দিয়ে সবার উপযোগী পর্যটন ব্যবস্থা গড়ে উঠবে??????

08/06/2024

World Oceans Day
With oceans making up 66% of our Earth, it’s crucial we raise awareness about and tackle the threats facing these life-giving and life-containing bodies of water.
66% of the world is covered in a blanket of rich, vibrant blue, from its depths once came all life on the Earth, and it continues to house an immense amount of life. This blanket is the world’s oceans, and they serve as one of the most popular vacation spots in the world and play a vital role in the economy of countries worldwide. Across the briny deep massive amounts of cargo cross each year, and it still serves as the primary thoroughfare for trade. World Oceans Day celebrates the ocean and the important role it plays in our lives.
It’s a time for supporters of the oceans to focus on conversation and sustainability so that they can remain clean and usable. The animals deserve a happy and safe place to roam and live without having to worry about any destruction or man-made obstacles. It’s important to safeguard the oceans to help ensure a healthy home for all. One this day, people can come together to create a space for all to enjoy and appreciate, no matter where each person lives.

07/06/2024

প্রস্তাবিত বাজেটে বিমান ও পর্যটন খাতে ৫ হাজার ৬৯৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। মজার ব্যাপার হলো আমরা সবাই জানি এই বাজেটের ৯৫ শতাংশের বেশি খরচ হবে বিমানের জন্য, যা সব সময়ে হয়ে আসছে। কখনো উল্লেখ করা হয় না এ থেকে শুধু পর্যটন কতো পাবে। যদিও পর্যটনের উন্নয়নে বড় সরো ফিরিস্তি দিয়েছেন অর্থমন্ত্রী।
নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটের চেয়ে চলতি অর্থবছরে ৬৫৪ কোটি কম ধরা হয়েছে। আসুন দেখে নেই কি করার চিন্তা করছে সরকার।
পর্যটন খাতের কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেছেন, ‘পর্যটনের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে ২৫ বছর মেয়াদী পর্যটন মহাপরিকল্পনা বাস্তবায়ন করছি। পর্যটন খাতকে পুনরুজ্জীবিত করার একটি বিস্তৃত রোডম্যাপ হিসেবে কাজ করবে। এটি বাস্তবায়িত হলে ২০৪১ সাল নাগাদ জাতীয় অর্থনীতিতে পর্যটন খাতের অবদান হবে ৪৭৭ কোটি মার্কিন ডলার। দেশের আর্থসামাজিক অগ্রগতি এবং দেশি-বিদেশি জনগণের ক্রমবর্ধমান চাহিদার ভিত্তিতে দেশে ইকো-ট্যুরিজম, হেরিটেজ ট্যুরিজম এবং বিজনেস ও মাইস ট্যুরিজম বিকাশের ওপর বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে। এসব ট্যুরিজম উন্নয়নের জন্য আমরা টাঙ্গুয়ার হাওড়, নিঝুম দ্বীপ, সুন্দরবনের শরণখোলায় ও পাহাড়পুরের সোমপুর মহাবিহারে পর্যটক সুবিধা এবং পদ্মা ব্রিজের মাওয়া প্রান্তে ট্যুরিজম কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছি। ইতিমধ্যে এসব এলাকায় পর্যটক আকর্ষণে ডেস্টিনেশন ম্যানেজমেন্ট অর্গানাইজেশন (ডিএমও) গঠন করা হচ্ছে।
এগুলো হবে বলে কি আমরা বিশ্বাস করতে পারি?????

31/05/2024

সুন্দরবনের নদী–খালে মাছ ও বনে প্রাণীদের বিচরণ ও প্রজনন কার্যক্রমের সুরক্ষায় আগামীকাল শনিবার থেকে ৩১ আগস্ট পর্যন্ত টানা তিন মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবনের দুয়ার।

30/05/2024

নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে সিলেটের সীমান্তবর্তী উপজেলাগুলোতে অবস্থিত পর্যটন কেন্দ্রগুলো। এ অবস্থায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জাফলং,বিছানাকান্দি , রাতারগুল, পান্থুমাইসহ সব ক’টি পর্যটনকেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করেছে গোয়াইঘাট উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বুধবার নোটিশ দেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

৩৪ ঘন্টার ঝটিকা সফরগারো সংস্কৃতি পর্যটকদের কাছে তুলে ধরতে একটি কাজ শুরু হবে। এ নিয়ে শুক্রবার নেত্রকোনার বিরিশিরিতে মিটিং...
25/05/2024

৩৪ ঘন্টার ঝটিকা সফর
গারো সংস্কৃতি পর্যটকদের কাছে তুলে ধরতে একটি কাজ শুরু হবে। এ নিয়ে শুক্রবার নেত্রকোনার বিরিশিরিতে মিটিং। বৃহস্পতিবার দুপুর ২টায় এসাইনমেন্ট শেষ করে অফিসে এসে দুপুর আড়াইটায় পৌঁছে যাই মহাখালী বাসস্ট্যান্ড। আগে থেকে আমার সফর সঙ্গী পলাশ এনা বাসের টিকেট কেটে রেখে ছিলো। দুপুরের খাবার খাওয়ার সময় পেলাম না, উঠে গেলাম বাসে। বাস টঙ্গী পার হতে চাকা গেলো ফেটে, চেঞ্জ করতে চাকা। আমি এই সুযোগে গাড়ী থেকে নেমে খোঁজ নিতে পেয়ে গেলাম মোটামুটি মানের রেস্তোরাঁ। ছোট মাছ দিয়ে পাঁচ মিনিটে খেয়ে বিল পরিষদ করে বাসের কাছে এসে দেখি তখনও চাকা পরিবর্তন চলছে। ৩৫/৪০ মিনিট নষ্ট হলো এখানে। সব মিলিয়ে এক ঘন্টা দেরিতে ময়মনসিংহ। এখান থেকে অটোতে সিএনজি স্ট্যান্ড। সিএনজি ঠিক করে রওনা হলাম, দুঘন্টা পর বিরিশিরি। রেস্ট হাউজে না গিয়ে চলে গেলাম একটু সামনে ব্রিজের কাছে। রাত তখন ৯টারও বেশি। পূর্ণিমার আলো আর ঠান্ডা হাওয়া। মনে হলো অনেকক্ষণ থাকি কিন্তু থাকা যায় না। যাইহোক সেখান থেকে হোটেলে গিয়ে রাতের খাবার খেয়ে বেশ খানিকটা পথ হেটে রেস্টহাউজে গেলাম। এখানে এর আগেও তিনবার ছিলাম। প্রকৃতি যেনো আপন হাতে সাজিয়েছে এই রেস্ট হাউজকে। রাতে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম।
পরদিন শুক্রবার ভোরে উঠে বারান্দায় হাঁটলাম কিছুক্ষণ। সাড়ে আটটায় আবারও মূল রাস্তায় গিয়ে নাস্তা খেয়ে রেস্ট হাউজে ফিরলাম। এর মধ্যে কয়েকজন গারো শিল্পী চলে আসলেন। তাদের সাথে ফলপ্রসু মিটি শেষ করে। রেডি হয়ে বের হলাম। অটো করে বিরিশিরি বাজার। ওখান থেকে আরেকটি অটো ভাড়া করে ১৫ কিলোমিটার দূরে লেঙ্গুরা বাজার। তখন তাপমাত্রা দেখলাম ৪০ ডিগ্রি। আগের অটো ছেড়ে নতুন অটো নিয়ে ৯ কিলোমিটার দূরে কলমাকান্দা। পথে দেখেনিলাম গণেশ্বরী নদী। যেখানে বোরো মৌসুমে রাবার ড্যাম্ব দিয়ে পানি আটকানো হয়। আমরা অবশ্য সে দৃশ্য দেখতে পাইনি। কারণ তখন বোরো মৌসুম শেষ পানি ছেড়ে দেওয়া হয়েছে। গণেশ্বরী নদী হয়ে চলে এলাম আরেক নদী, যার নাম পাতলাবন মহাদেও নদী। অটো আর যাবে না। ক্যাডস খুলে নদী পার হতে পানিতে পা দিয়ে মনে হলো কোন গরম পানিতে পা দিয়েছি। কম পানি থাকায় সূর্য্যের তাপে এই অবস্থ। পানি পেরিয়ে মাটিতে পা দিতে মনে হলো যেনো পায়ে নিচটা পুড়ে গেলা। অনেক কষ্টে একটা দোকানে গিয়ে রেস্ট নিয়ে ক্যাডস পড়ে নিলাম। আরেকটা অটো নিয়ে চলে আসলাম পাঁচগাও এর চন্দ্রডিঙ্গা।
ওখান থেকে দেড় কিলোমিটারের বেশি পথ হেটে গাড়ো পাহাড়ের কাছে যার বেশিরভাগটাই পড়েছে ভারতে। গিয়ে শুনলাম দুই ঝিরিপথের কোনটাতে পানি নেই। তাই কষ্ট করে যাবার চেষ্টা করলাম না। এখানে বট গাছের ছায়ায় বসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে চন্দ্রডিঙ্গা পাহাড়, কথিত চাঁদ সওদাগরের পাহাড় দেখলাম, স্মৃতি রেখে দিলাম মুঠোফোনে। এর পাশে ছোট ১০/১২ দোকান। এখানে ভারতের মেঘালয় থেকে আনা চকলেট, জুস, সাবান, পাউডারসহ বিভিন্ন পন্য পাওয়া যায়। ফেরার সময় পাহাড়ের দিকে তাকালাম। আহা কি সৌন্দর্য্য । আফসোস এর ৯০ শতাংশই ভারতের। কি আর করা। বৃষ্টিতে আবারও আসার পরিকল্পনা করে হেঁটে চলে গেলাম মূল রাস্তায়। অটো নিয়ে কলমাকান্দা। দুপুরের খাবার খেয়ে নিলাম। এখান রোদ মাথায় নিয়ে লম্বা ব্রিজ পার হয়ে সিএনজি ঠিক করার চেষ্টা করলাম ময়মনসিংহ যাবার জন্য। অস্বাভাবিক ভাড়া চাওয়ায় এই পরিকল্পনা বাদ দিয়েেএকটু সামনে হেঁটে গিয়ে একটি সিএনজি নিয়ে ১৮ কিলোমিটা দূরে নেত্রকোনা বাসস্ট্যান্ড চলে আসলাম। এখানে শেয়ারে সিএনজি নিয়ে ৩৮ কিলোমিটার পার হয়ে ময়মনসিংহ এসে। এখান থেকে অটো নিয়ে বাসস্ট্যান্ড। এনা বাসে সাড়ে সাকটায় রওনা হয়ে রাত সাড়ে এগারোটায় ঢাকা পৌঁছে বাসায় যেতে যেতে ঘড়িতে বেজে যায় ১২টারও বেশি। এর মধ্য দিয়ে শেষ হয় ৩৪ ঘন্টার সফর।

https://youtu.be/eHYm2d0_yoA
10/05/2024

https://youtu.be/eHYm2d0_yoA

Chittagong Boat Club (CBC) is a boat club in the port city of Chittagong, Bangladesh. Since 1986 the club provided several facilities for the elite to enjoy ...

30/04/2024

শ্রীলংকা ভ্রমণে যাওয়ার ইচ্ছে বহুদিনের। যাবো যাবো যাওয়া হচ্ছে না। বিমান ভাড়া ৫০ হাজারের আশেপাশে। শুনলাম নতুন বিমান আসছে, আসা যাওয়া ৩০ থেকে ৩৫ হাজার। এখন যাওয়া যায় কি বলেন। ট্যুর প্ল্যান চূড়ান্ত করা হচ্ছে। কয়েকজন হলেই উড়াল দিবো। ভ্রমণ ভেলা

25/04/2024

আমার চারপাশে বড়লোকদের ভীড়। পেশাগত কারণে তাদের সাথে মেলামেশা চলাফেরা। তারা বন্ধ পেলেই ছুটে যায় বিদেশ ভ্রমণে। আমি তাদের বাংলাদেশের পর্যটন স্পটগুলো ঘুরে দেখার আমন্ত্রণ জানাই। কেউ কেউ সাড়া দিয়েছেন, কেউ কেউ এখনো দেননি। তারা যা চায় তা আমাদের পর্যটনে অনুপস্থিত। তারা প্রাইভেসি নিয়েও চিন্তা করে। কখনো কখনো আমরা তার প্রাইভেসি রক্ষা করতে পারি না। আপনারা যদি গ্রুপগুলোর ইভেন্ট দেখেন। সেই ইভেন্টে যাওয়ার জন্য লম্বা চওড়া শর্ত দেখলে অনেকেই যাবে না। আমিও যাবো না। আমাদের চিন্তা ভাবনায় ঝামেলা আছে। আমরা ডোমেস্টিক ট্যুরিজম নিয়ে আওয়াজ দিয়ে আস্তে আস্তে আউটবাউন্ড ট্যুরিজমের দিকে ঝুঁকে পড়ি। কারণ আপনাকে বাঁচতে হবে। ট্যুরিজমকে যাবতীয় সুবিধা দিয়ে গড়ে না তুললে ওই বড়লোকদের বড় অংশকে কখনোই আমরা দেশের পর্যটন স্পটের প্রতি আকৃষ্ট করতে পারবো না। সব জায়গাকে পবিত্র স্থান বানানোর চেষ্টা না করে ওই জায়গার পরিবেশ ওই জায়গার মতো থাকতে দিতে হবে।

https://youtu.be/4p3A4cTl_rc
19/04/2024

https://youtu.be/4p3A4cTl_rc

This special dish 'pajan' is cooked with 30 to 40 vegetables. Paharis entertain guests from house to house with this traditional dish during Bijur festival. ...

https://youtu.be/paz3LXttWBc
19/04/2024

https://youtu.be/paz3LXttWBc

This special dish 'pajan' is cooked with 30 to 40 vegetables. Paharis entertain guests from house to house with this traditional dish during Bijur festival.O...

https://youtu.be/bw77-Hxr8Nc
09/04/2024

https://youtu.be/bw77-Hxr8Nc

Over hundred years old, the Chawkbazar iftar market, the largest iftar market in the capital, attracts hundreds of people from all over the country.Every Ram...

08/04/2024

হাসবো না কাঁদবো বুঝতে পারছিনা!
দি ট্রাভেল টকের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। অনেক পর্যটন উদ্যোক্তাকে দেখলাম শুভেচ্ছা আর শুভকামনা জানাতে। কিন্তু কেউ বিজ্ঞাপণ দিয়ে সহায়তা করেন নাই। করা যে উচিত তাও মনে করেন নাই কেউ। অনেকটা শুকনা মুখে শুভকামনা জানানোর মতো। একটা ভ্রমণ পত্রিকা নিয়মিত প্রকাশ করে যাওয়া কতো যে কঠিন তা প্রকাশকই বুঝতে পারছেন। তিনি নিজের টাকা খরচ করে এতোদূর নিয়ে এসেছেন এই পত্রিকাকে। তারপরও আশায় আছি ভ্রমণ পত্রিকাটি সচল রাখতে পর্যটন উদ্যোক্তারা এগিয়ে আসবেন। সবাই ভালো থাকবেন।

https://youtu.be/aI7sroRoACE
06/04/2024

https://youtu.be/aI7sroRoACE

প্রকৃতি ও আভিজাত্যের স্নিগ্ধ ছোঁয়াতে,ছুটির দিনগুলো প্রাণবন্ত হোক;"কালমেঘা কান্ট্রি ক্লাব এন্ড রিসোর্ট" এর সাথে....

03/04/2024

৫ই এপ্রিল শুক্রবার যাবো ঢাকার আশেপাশে সূর্যমুখী বাগান দেখতে। আগ্রহ আছে কারও

02/04/2024

ঈদের পর বৈসাবি। দেখতে যাবো নাকি পাহাড়ে।

https://youtu.be/Krmsi77euvo
22/03/2024

https://youtu.be/Krmsi77euvo

সবুজে ও সৌন্দর্যে পাল্টে গেছে চট্টগ্রামের জামাল খান রোড। সবুজে ও ফোয়ারায় অসাধারণ রুপ ধারণ করেছে নগরীর বাতিঘর খ্য...

https://youtu.be/7CLGHMxgOOU Everyone
17/03/2024

https://youtu.be/7CLGHMxgOOU Everyone

টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া জমিদার বাড়ি। আমার দেখা সবচেয়ে সুন্দর বাড়ি। কেনো, তা জানতে দেখুন পুরো ভিডিও।

https://youtu.be/BJa8v1sQX5c
15/03/2024

https://youtu.be/BJa8v1sQX5c

হিন্দু জমিদারের কথা তো আমরা অনেকেই জানি। এবার আমরা জানবো মুসলিম জমিদারের কথা। যারা এসেছিলেন সুদূর ইয়েমেন ও তুরস্...

https://youtu.be/mowBkRyC4BY                                     #ভ্রমণ  #নিঝুমদ্বীপ  #বাংলাদেশ  #অবকাশ    #রিসোর্ট  #ঢা...
23/02/2024

https://youtu.be/mowBkRyC4BY #ভ্রমণ #নিঝুমদ্বীপ #বাংলাদেশ #অবকাশ #রিসোর্ট #ঢাকা #বান্দরবান #রাঙামাটি #খাগড়াছড়ি

দ্বিতীয় পর্বে আছে। নিঝুম দ্বীপের নামার বাজার পৌঁছানোর পর হোটেলে নিজেদের রুম বুঝে নেই। পরে খাওয়া দাওয়া করে হাল্কা...

23/02/2024

নিউজ কাভারেজের জন্য কতবার ফোন মেসেজ দেন। আর অনুষ্ঠানে মনে থাকে না টোয়াব সভাপতি শিবলুল আজ কোরেশী ভাই এর। হা হা হা।

https://youtu.be/KVpu1eyHlfM?si=GP2S2L2ghJgQ9bFT
16/02/2024

https://youtu.be/KVpu1eyHlfM?si=GP2S2L2ghJgQ9bFT

রাঙামাটির আরণ্যক হলিডে রিসোর্ট ও পলওয়েল পার্কে স্কুল বন্ধুদের আমার এই ভ্রমণ ভিডিও। যারা এই জায়গায় ভ্রমণ করতে চান...

07/02/2024

আগামী শুক্রবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত টেকনাফ থেকে সেন্ট মার্টিন গামী সকল জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা জারি।

28/01/2024

শীতের রাতে সমুদ্র তীরে তাবু বাস করতে যাচ্ছি নিঝুম দ্বীপে
# #ছেলে/ মেয়ে/ পরিবার নিয়েও যেতে পারবেন।
** ভ্রমণের সময় ৪ রাত ৩ দিন। দুই রাত লঞ্চে যাওয়া-আসা আর দুই রাত নিঝুম দ্বীপে থাকা।
** যাত্রা শুরুঃ ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা।
** যাত্রার শেষঃ ৫ ফেব্রুয়ারি সোমবার ভোর ৫ টায়।
********************************************
** ইভেন্ট ফিঃ
লঞ্চে ডেকে যাওয়া+ আসা=৬২০০ টাকা ।
সিঙ্গেল কেবিনে যাওয়া-আসাঃ ৮২০০ টাকা।
ডাবল কেবিনে যাওয়া+আসাঃ ৮০০০ টাকা
-বুকিং মানি ৩৫০০/- (বিকাশ/রকেটে পাঠালে ৩,৫৫০ টাকা)। টাকা পাঠাতে পারবেন আসন ফাকা থাকা পর্যন্ত।
********************************************
** ভ্রমন স্থান পরিচিতিঃ
নিঝুম দ্বীপ। প্রায় ১৪,০৫০ একরের দ্বীপটি ১৯৫০ খ্রিস্টাব্দের দিকে জেগে ওঠে। বাংলাদেশের বনবিভাগ ৭০-এর দশকে বন বিভাগের কার্যক্রম শুরু করে। প্রথমে পরীক্ষামূলক ভাবে চার জোড়া হরিণ ছাড়ে।
নিঝুম দ্বীপ এখন হরিণের অভয়ারণ্য। যদিও নানা কারণে সেই হারিণ দেখা কঠিন হয়ে গেছে। নিঝুম দ্বিপ মানেই নদীর ভাঙাগড়া দেখতে দেখতে লঞ্চের চমৎকার জার্নি। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কয়েকটি স্পট। নিঝুম দ্বীপ মূলত একটি রিলাক্সিং প্লেস, একেবারেই ঝুট ঝামেলাহীনভাবে পূর্ণিমা আলোয় কাটিয়ে কাটাবো রাত। এ কারণে এই দ্বীপে এখনই যেতে হবে আপনাকে।
যাত্রাপথঃ সদরঘাট(ঢাকা)-হাতিয়া-মোক্তারিয়া ঘাট-বন্দরটিলা ঘাট-নিঝুম দ্বীপ।
· বিস্তারিত ভ্রমণ পরিকল্পনাঃ
১ম রাতঃ বিকেল ৫ থেকে ৫:৩০ এর তাসরিফ/ফারহান লঞ্চে করে হাতিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু। লঞ্চেই রাতের খাবার খেয়ে নিবো।
· ১ম দিনঃ
সকালে হাতিয়া বা মনপুরা পৌঁছে এখান থেকে রিজার্ভ ট্রলারে করে যাবো নিঝুম দ্বীপের নামার বাজার। হোটেলে চেক-ইন করে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম নিবো। দুপুরের একটু রেস্টের পর। নির্ধারিত ট্রলারে ঘুরে বেড়াবো নিঝুম দ্বীপের চারপাশ। ভাগ্য ভালো থাকলে দেখা হয়ে যেতে পারে হরিণের সাথে। ফিরে সন্ধ্যা কাটাবো নামার বাজারে। ৯টার দিকে রাতের খাবার খেয়ে নিবো।
দিন ০২ঃ
খুব সকালে ঘুম থেকে উঠে চলে যাবো বনের গহিনে হরিণের পাল দেখতে। দুপুরে ফিরে ফ্রেস হয়ে খেয়ে নিবো দুপুরের খাবার। সন্ধ্যের আগে দলবেঁধে বিচ ধরেই হেটে চলে যাবো নিঝুম দ্বীপের মূল সি বিচে, যেখানে বঙ্গোপসাগরের শুরু। সূর্যাস্তের সময় এই জায়গাটা নাকি অসাধারণ সুন্দর দেখায়।
-শেষ দিনঃ-
ভোরে উঠে নাস্তা সেরে নৌকায় করে যেতে হবে হাতিয়া, সেখান থেকে লঞ্চ ছাড়বে ১২ টায়।
- পরদিন সকালে ঢাকায় থাকবো ইনশা আল্লাহ।
(উপরের প্ল্যান পরিস্থিতির কারণে পরিবর্তন হতে পারে)
---------------------------------------------
** যা যা থাকছে এর মধ্যে:
· ৭ বেলার মূল খাবার। ২দিন সকালের নাস্তা। মানে যাওয়ার রাতের খাবার থেকে শুরু করে আসার দিন রাতের খাবার পর্যন্ত।
· লঞ্চের ডেকে যাওয়া।
· সিঙ্গেল কেবিনে ১ জন। ডাবল কেবিনে ২জন।
· এক রাতে হাসের মাংস থাকবে তবে আয়োজন করা গেলে আরেক রাতে থাকতে পারে বারবিকিউ।
· রিসোর্ট বা তাবুতে দুই রাত থাকার খরচ। ওখানে তাবুর ব্যবস্থাও আছে। চাইলে সেখানেও থাকতে পারেন।
· স্থানীয় পরিবহনের যাতায়াতের খরচ।
· হাতিয়ার তমরুদ্দী ঘাট থেকে নিঝুম দ্বীপে যাওয়া আসা বাবদ ট্রলার খরচ।
· ট্রলারে নিঝুম দ্বীপে ঘুরে বেড়ানোর খরচ।
-গাইeveryo বিদ্রঃ কেবিন নিতে চাইলে আগে জানাতে হবে।
** যা থাকছে নাঃ
-কোন ব্যক্তিগত খরচ
-কোন ঔষধ
· প্যাকেজের বাইরে কোন খাবার খেলে বা অন্য কোন খরচ করলে
-------------------------------------------
** যা সাথে নেওয়া উচিত:
· মশা থেকে বাঁচার জন্য অডোমস
· গামছা নিবেন যেন রোদে মাথায় ঢেকে হাঁটা যায়
· সানগ্লাস, হ্যাট, সান ক্রিম (যদি অতিরিক্ত ত্বক সচেতন হন)
· ব্রাশ ,প্রয়োজনীয় ঔষধ
· চার্জের জন্য পাওয়ার ব্যাংক অবশ্যই নিতে হবে।
******************************************
কনফার্ম করার আগে যে ব্যাপারগুলো অবশ্যই বিবেচনা করতে হবে:
· এই ট্রিপ এ মোটামুটি হাঁটতে হতে পারে বিভিন্ন যায়গায়, যদিও খুব বেশি নয়।
************************************
টাকা পাঠানোর উপায়ঃ-
· বিকাশ পার্সোনালঃ ০১৮৬৩২৯৯৬৭৪ (খরচ সহ পাঠাতে হবে) .
★★টাকা পাঠিয়ে বিকাশ নাম্বারের এসএমএস দিয়ে জানিয়ে দিবেন।
· ************************************
** শর্ত সমুহঃ
# #ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে।

মহেড়া জমিদার বাড়িতে
22/01/2024

মহেড়া জমিদার বাড়িতে

03/01/2024

ব্ল্যাঙ্কেটটা ব্যবহার হয় না কতোদিন। বেশ শীত পড়েছে। ব্ল্যাঙ্কেট ব্যবহারের সেরা সময়। তাই বৃহস্পতিবার রাতে যাচ্ছি মানিকগঞ্জের ঘিওরে। রাতটা কাটিয়ে পরদিন খেজুরের রস খেয়ে ফিরবো ঢাকায়।

18/12/2023

বিপদে পড়ার আগে খোঁজ নিয়ে যাবেন--------
১৯ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত কক্সবাজারের কোন হোটেলের রুম খালি নাই। ১৭৮ হোটেল ঘুরে জানা গেল। সৌজন্যে Sarwar Azam Manik

Address

Dhaka
1216

Telephone

+8801717071258

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভ্রমণ ভেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ভ্রমণ ভেলা:

Videos

Share

Category