N.S TOURS and Travels

N.S TOURS and Travels অন্তরের পরিশুদ্ধি অর্জনের পরশপাথরতুল্য রিহলাহ(হজ্জ-ওমরাহ)আপনার বিশ্বস্ত সহযোগী
যোগাযোগ:
01929568976

لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لاَ شَرِيكَ لَكَ لَبَّيْكَإِنَّ الْحَمْدَ،  وَالنِّعْمَةَ،  لَكَ وَالْمُلْكَ،ل...
15/06/2024

لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لاَ شَرِيكَ لَكَ لَبَّيْكَ
إِنَّ الْحَمْدَ، وَالنِّعْمَةَ، لَكَ وَالْمُلْكَ،لاَ شَرِيكَ 🤍🕋

حجّ أعرابي، فلم يدرِ ما يقول في عرفة… فقال: اللهم إني أسألك من خير ماسألك السائلون في عرفة منذ خلقتها!فبكىٰ من سمعهُ، وق...
15/06/2024

حجّ أعرابي، فلم يدرِ ما يقول في عرفة… فقال: اللهم إني أسألك من خير ماسألك السائلون في عرفة منذ خلقتها!

فبكىٰ من سمعهُ، وقيلَ له: قد أبلغتَ الدعاء.🤍

ঘুমের ঘোরে আত্মা আমার শূন্যে ভেসে যায়,যেতে যেতে যায় যেন সে রাসুলের রওজায়।💚
15/06/2024

ঘুমের ঘোরে আত্মা আমার শূন্যে ভেসে যায়,
যেতে যেতে যায় যেন সে রাসুলের রওজায়।💚

আলহামদুলিল্লাহ ,অল্পকিছু সময় পূর্বে আমাদের হাজী সাহেবরা মক্কা থেকে মিনার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন ফাস্ট টিপে,হজ্জের মূল ক...
13/06/2024

আলহামদুলিল্লাহ ,
অল্পকিছু সময় পূর্বে আমাদের হাজী সাহেবরা মক্কা থেকে মিনার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন ফাস্ট টিপে,
হজ্জের মূল কার্যক্রম শুরু হতে যাচ্ছে,
সকলের কাছে দোয়া চাই,আল্লাহ যেনো হজ্জে মাবরুর নসীব করেন 🤍🕋

🔔নূসুক কার্ড চেক করে হাজী সাহেবদের গাড়িতে উঠানো হচ্ছে,সবাই খুব সতর্ক থাকি।


Over 1.5 Million Foreign Muslims Reach Saudi Arabia’s Makkah For Hajj.🤍🕋🖤
13/06/2024

Over 1.5 Million Foreign Muslims Reach Saudi Arabia’s Makkah For Hajj.🤍🕋🖤

May Allah bless you all and your families.🤍🕋✈️
13/06/2024

May Allah bless you all and your families.🤍🕋✈️

"A feeling so beautiful that i want it to last forever."🤍🕋✈️
13/06/2024

"A feeling so beautiful that i want it to last forever."🤍🕋✈️

«أتينَاكَ نرجُوك حُسنَ الختام‏إلهي.. لسنا على ما يُرام‏على بابِ عفوك نَحْنُ اليتامى‏وأنتَ اَلسَّلامُ ومنكَ السلام»♥️
13/06/2024

«أتينَاكَ نرجُوك حُسنَ الختام
‏إلهي.. لسنا على ما يُرام
‏على بابِ عفوك نَحْنُ اليتامى
‏وأنتَ اَلسَّلامُ ومنكَ السلام»♥️

সে কী পেলো?যে তার রবকে হারালো!!!!🖤সে কীইবা হারালো,যে তার রবকেই পেয়ে গেলো!!!💚🤍
13/06/2024

সে কী পেলো?
যে তার রবকে হারালো!!!!🖤

সে কীইবা হারালো,
যে তার রবকেই পেয়ে গেলো!!!💚🤍

*Over 300,000 People Stopped Without Hajj Permits!*🚨 Important Reminder for Hajj Pilgrims 🚨If Hajj is meant for you, it ...
12/06/2024

*Over 300,000 People Stopped Without Hajj Permits!*

🚨 Important Reminder for Hajj Pilgrims 🚨

If Hajj is meant for you, it will happen in the right time.

Entering Makkah with no permits or fake permits is not only illegal but also against the principles of our faith.

Remember:

🌟 Allah knows your intentions.
🌟 You'll be rewarded for your sincere efforts and intentions, even if you can't go this year.
🌟 If you pass away while genuinely trying to perform Hajj, you can go to Allah with a clear conscience.

We all understand Hajj can be expensive and challenging. If it’s not your time to go, don’t stress. Trust in Allah’s plan and timing.

Please respect the rules and make dua for your future Hajj.

If Hajj isn’t Fardh upon you, then it isn’t yet your time.

Stay patient and faithful.

এবছরের হজ্জে আলজেরিয়া থেকে সব চেয়ে বয়স্ক মহিলা হাজী সারাহৌদা স্টিতি হজ্জে এসেছেন। যার বয়স ১৩০ বছর। গতকাল তিনি সৌদিয়ার ...
11/06/2024

এবছরের হজ্জে আলজেরিয়া থেকে সব চেয়ে বয়স্ক মহিলা হাজী সারাহৌদা স্টিতি হজ্জে এসেছেন। যার বয়স ১৩০ বছর। গতকাল তিনি সৌদিয়ার ফ্লাইটে পৌঁছেছেন।
সূত্র: Inside the Haramain

A Nigerian pilgrim has given birth to a baby boy in Makkah and named him Muhammad, marking the first birth of this year'...
11/06/2024

A Nigerian pilgrim has given birth to a baby boy in Makkah and named him Muhammad, marking the first birth of this year's Hajj 2024.

45,600 new air conditioners have been installed in the tents in Mina to keep the Hajj 🕋 pilgrims cool in high temperatur...
11/06/2024

45,600 new air conditioners have been installed in the tents in Mina to keep the Hajj 🕋 pilgrims cool in high temperatures 🌡️.

ভাবসাব ই আলাদা,,,আমাদের মুরুব্বি হাজি সাহেবরা দেখে আবার ভয় পায় কিনা🙂🕋🖤
11/06/2024

ভাবসাব ই আলাদা,,,
আমাদের মুরুব্বি হাজি সাহেবরা দেখে আবার ভয় পায় কিনা🙂🕋🖤

ওদেরকে বলে দিও,,,মুসলমান নিস্পাপ শিশুর দেহের রক্ত আমাদের গলা দিয়ে নামতে চায়না।যে পণ্যের লভ্যাংশ মুসলমান ধ্বংসের খাতে ব্য...
10/06/2024

ওদেরকে বলে দিও,,,
মুসলমান নিস্পাপ শিশুর দেহের রক্ত আমাদের গলা দিয়ে নামতে চায়না।

যে পণ্যের লভ্যাংশ মুসলমান ধ্বংসের খাতে ব্যয় হয়,
ওই পণ্য মুসলমানদের নয়।💔

কুরবানির পশু ক্রয়ের ব্যাপারে বেপারীদের সাথে ভালো ব্যবহার করুন,কারণ তারা আপনার একটি ওয়াজিব ইবাদত আদায়ে আপনাকে সহযোগিতা কর...
10/06/2024

কুরবানির পশু ক্রয়ের ব্যাপারে বেপারীদের সাথে ভালো ব্যবহার করুন,
কারণ তারা আপনার একটি ওয়াজিব ইবাদত আদায়ে আপনাকে সহযোগিতা করছেন🤍

কুরবানী সংক্রান্ত যাবতীয় মাসয়ালা মাসায়েল জানতে চাইলে কল দিতে পারেন
wa.me/01929568976

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 💚✈️  #এনএসট্রাভেলস
07/06/2024

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 💚✈️

#এনএসট্রাভেলস

  The Grand Mosuqe of Makkah 🕋1st Dhul-hijjah,1445h.7th June, 2024. - SHEIKH Yaseer Al-Dosari In Sha Allah🤍🕋
05/06/2024


The Grand Mosuqe of Makkah 🕋
1st Dhul-hijjah,1445h.
7th June, 2024.
- SHEIKH Yaseer Al-Dosari

In Sha Allah🤍🕋

জালে আটকালে তাও নিয়তিকে দোষারোপ করা যায়, বঁড়শিতে আটকালে কেবল নিজেকে।কিয়েক্টা অবস্থা🙂কত মানুষ উনারে ওমরাহ তে নিয়ে যাচ্ছে ...
05/06/2024

জালে আটকালে তাও নিয়তিকে দোষারোপ করা যায়, বঁড়শিতে আটকালে কেবল নিজেকে।

কিয়েক্টা অবস্থা🙂
কত মানুষ উনারে ওমরাহ তে নিয়ে যাচ্ছে ঈদের পরে,অথচ ভদ্রলোক দুবাইতে মাছ শিকারে ব্যস্ত😒

05/06/2024

২০২৪ হজ্জ প্যাকেজ
দুইজন হাজি যেতে পারবেন।
বিস্তারিত >
০১৯২৯৫৬৮৯৭৬

মস‌জিদ থে‌কে বের হ‌য়ে দেখ‌লেন আপনার জুতা নেই। বা‌হি‌রে প্রচন্ড গর‌মে রাস্তা উত্তপ্ত। খা‌লি পা‌য়ে বের হওয়াও ক‌ঠিন। এ সম‌য়...
04/06/2024

মস‌জিদ থে‌কে বের হ‌য়ে দেখ‌লেন আপনার জুতা নেই। বা‌হি‌রে প্রচন্ড গর‌মে রাস্তা উত্তপ্ত। খা‌লি পা‌য়ে বের হওয়াও ক‌ঠিন। এ সম‌য়ে কেউ একজন য‌দি এক জোড়া সে‌ন্ডেল দি‌য়ে আপনা‌কে সহ‌যো‌গিতা ক‌রে!

জি, এমন অ‌ভিনব সহ‌যো‌গিতার জন‌্যই এই বক্স‌টি‌তে জুতা রাখা আ‌ছে। মস‌জি‌দে নববীর চত্ত‌রে।

______
মানুষ কতভা‌বে সেবা ক‌রে! সুবহানাল্লাহ্
কেউ অর্থ উপার্জ‌নের নতুন নতুন পদ্ধতি আ‌বিষ্কার ক‌রে আবার কেউ আল্লাহর প‌থে ব‌্যয়ের নতুন নতুন পথ বের ক‌রে!

wa.me/01929568976

গরমের তীব্রতা যে কী পরিমাণ তা এসির ভিতরে বসে বুঝে যাবেনা।এই গরমে আপনার আশেপাশে থাকা রিক্সাচালক,বা ভ্যানচালক ভাইকে ফ্রেশ ...
03/06/2024

গরমের তীব্রতা যে কী পরিমাণ তা এসির ভিতরে বসে বুঝে যাবেনা।

এই গরমে আপনার আশেপাশে থাকা রিক্সাচালক,বা ভ্যানচালক ভাইকে ফ্রেশ এক বোতল পানি হাদিয়া হিশেবে দিতে পারেন🤍
পিওর সদকাহর সওয়াব পেয়ে যাবেন💚
ইনশাআল্লাহ।

🔔সৃষ্টির সেবায় স্রস্টার সন্তুষ্টি অর্জন ই হোক প্রতিটি মুমিনের জীবনের অন্যতম লক্ষ্য🎁

প্রফেসর হযরত মুহাম্মাদ হামীদুর রহমান সাহেব-এর হজ্বের কিছু ঘটনা মুহাম্মাদ আদম আলীকাবা ঘরের সামনে এক বৃদ্ধকাবা ঘরের দিকে ত...
03/06/2024

প্রফেসর হযরত মুহাম্মাদ হামীদুর রহমান সাহেব-এর হজ্বের কিছু ঘটনা

মুহাম্মাদ আদম আলী
কাবা ঘরের সামনে এক বৃদ্ধ

কাবা ঘরের দিকে তাকিয়ে আছে লোকটা। কাবার দিকে তাকিয়ে থাকা সওয়াবের কাজ। সময় থাকলে হাজ্বীরা এমনিতেই কাবার দিকে তাকিয়ে থাকেন। যারা কাবার আশেক, তাদের দৃষ্টি ভিজে যায়। রহমতের ঢল দেখা যায় না। এটা উপলব্ধির বিষয়। লোকটা কাবা দেখছে না। কেবল তাকিয়ে আছে। এওকি সম্ভব? সম্ভব। লোকটা চোখে দেখে না। অন্ধ। জন্মান্ধ না। কি এক এক্সিডেন্টে চোখ খারাপ হয়ে গেছে। কোন চিকিৎসাতেই আর ভাল হয়নি। দীর্ঘদেহী। ফর্সা চেহারা। মুখে সাদা লম্বা দাড়ি। বয়স ষাটের কম হবে না। চেহারায় একটা সতেজ ভাব। ষাটোর্ধ্ব ব্যক্তির চেহারা এত ঝলমল করে না। দেখে বাংলাদেশী মনে হয়েও হয় না। মাতাফে তাওয়াফ শুরুর জায়গায় একটা দাগ টানা আছে। এ দাগ বরাবর হারাম শরীফের বারান্দায় একটা সবুজ বাতি আছে। এটা চবিবশ ঘণ্টা জ্বলছে। ঠিক তার নীচে বসে আছে লোকটা। সামনে মাতাফে নামার সিঁড়ি।

১৯৯৭ সাল। আবদুল্লাহর প্রথম হজ্ব। হযরতের সাথে এসেছে। পেশায় ইঞ্জিনিয়ার। সরকারী চাকুরি করে। বয়স ত্রিশ হয়নি এখনো। হজ্জে তামাত্তু করার নিয়ত। তাকে প্রথমে উমরা করতে হবে। একটু আগে তাওয়াফ শেষ করেছে। জমজমের পানি খেয়ে সবুজ বাতির নীচে এসে বসেছে বেশিক্ষণ হয়নি। হযরত তাকে এখানে বসে থাকতে বলেছেন। কাফেলায় মোট ঊনচল্লিশজন। কিছু মাজুর লোক আছেন। হযরত তাদেরকে সায়ী করানোর জন্য সাফা পাহাড়ের দিকে গিয়েছেন। পাহাড় আর পাহাড় নেই।

এসি ঘরের মধ্যে পাহাড়ের মাথাটুকু বেরিয়ে আছে।

সবুজ বাতির নীচ থেকে সাফা পাহাড় দেখা যায় না। হযরত না আসা পর্যন্ত কাজ নেই। আবদুল্লাহ কাবার দিকে তাকিয়ে আছে। মাঝে মাঝে পেছনে তাকাচ্ছে। হযরত আবার চলে আসেন কিনা। পেছনে তাকাতেই লোকটার দিকে দৃষ্টি গেল তার। লোকটা মনে হয় কাউকে খুঁজছেন। আবদুল্লাহর মায়া হল। বৃদ্ধ মানুষ। হারিয়ে গেছেন কিনা কে জানে। আবদুল্লাহ লোকটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল,

Are you searching anyone?

(আপনি কি কাউকে খুঁজছেন?) ইংরেজীতে বলল। লোকটাকে দেশী মনে হচ্ছে না। অবাক করে দিয়ে লোকটা জবাব দিল, ‘আমি বাংলাদেশী। এখন ইংল্যান্ডে থাকি। সেখান থেকে হজ্ব করতে এসেছি। আমি চোখে দেখি না। আমি আমার সঙ্গীকে হারিয়ে ফেলেছি।’

আবদুল্লাহ বিস্ময়ে তার দিকে কিছুক্ষণ চেয়ে থাকল। লোকটার চোখগুলো খোলা। সে চোখে কিছুই দেখা যাচ্ছে না। বিস্ময়ের ঘোরেই আবার জিজ্ঞেস করল, ‘আপনি কি তাওয়াফ করেছেন?’

‘জ্বি। তাওয়াফ করে নামায পড়েছি। নামায পড়ে আর সঙ্গীকে পাচ্ছি না।’

এর মধ্যে হযরত এসে হাজির। লোকটার সাথে কথা বলতে দেখে হযরত জিজ্ঞেস করলেন, ‘কে তিনি?’ আবদুল্লাহ সব খুলে বলল। হযরত বললেন, ‘তুমি তার কাছে থাক। আমি আসছি।’

হযরত একটু পরেই এলেন। আবদুল্লাহকে আর কিছুই করতে হয়নি। হযরত তাকে সোজা সায়ী করাতে নিয়ে গেলেন। একটা হুইল চেয়ার ভাড়া করলেন। লোকটা টাকা দিতে চাইল। হযরত নিলেন না। নিজেই বিল দিলেন। সায়ী শেষ হল। হযরতের গ্রুপের সবার সায়ী এখনো শেষ হয়নি। হযরত লোকটাকে নিয়ে হারাম শরীফের বাইরে এলেন। মুআল্লিমরা সব হাজ্বীদের একটা কার্ড দেয়। কার্ডে নাম-ঠিকানা লেখা থাকে। লোকটার গলায় সেটা ঝুলানো আছে। হযরত এখন তাকে তার বাসায় পৌঁছে দেবেন।

হারাম শরীফের বাইরে অনেক রোদ। রাস্তার পিচ যেন গলে আছে। লোকটার পায়ে স্যান্ডেল নেই। হযরত নিজ পায়ের স্যান্ডেল তাকে দিলেন। কিছুতেই তিনি সেটা পরবেন না। হযরতের সঙ্গে এসব বিষয়ে পারা যায় না। লোকটা স্যান্ডেল পরল। তারপর হযরত নিজে হাতে ধরে প্রায় আধ ঘন্টা হেঁটে তার ঠিকানায় তাকে পৌঁছে দিলেন। আবদুল্লাহ সাথেই ছিল। তার সাক্ষী হওয়া ছাড়া আর কিছুই করার ছিল না।

মীনার তাঁবুতে আগুন

যিলহজ্ব মাসের আট তারিখ। হাজ্বীরা সব মীনায় এসে তাঁবুতে উঠেছে। হাজার হাজার তাঁবু। সাদা মেঘের মত শ্বেত-শুভ্র। এ শুভ্রতায় হঠাৎ করেই অন্ধকার ছেয়ে গেল। এত মানুষের মধ্যে কত রকম বিপদই হতে পারে। এজন্য প্রস্ত্ততিও কম ছিল না। সবকিছু ছাপিয়ে এক কঠিন বিপদ নেমে এল মীনায়। রান্না করার গ্যাস সিলিন্ডার থেকে তাঁবুতে আগুন লেগে গেল। তাঁবুর পর তাঁবু পুড়তে লাগল। তাঁবুগুলো ফায়ার প্রুফ না। এজন্য আগুন খুবই দ্রুত ছড়াচ্ছে। স্পেশাল হেলিকপ্টারে করে পানি দেয়া হচ্ছে। সাইরেন বাজিয়ে অনবরত ফায়ার ব্রিগেডের গাড়ি যাচ্ছে। ভারী বাতাসে পোড়া গন্ধ। কয়েকশ’ মানুষের মৃত্যুর খবরে চারিদিকে কান্নার আওয়াজ। কত হাজ্বী শহীদ হলেন কে জানে! হযরতের তাঁবু থেকে আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে না। সকাল এগারটা বাজে। আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে।

বিপদে মানুষের বুদ্ধি-বিবেক কমে যায়। বিপদের ভয়াবহতা যত বাড়ে, ততই বিবেক নিস্তেজ হতে থাকে। চোখের সামনে মৃত্যু দেখলে একসময় হুঁশও থাকে না। তখন মরার জন্য অপেক্ষা করা ছাড়া আর কিছু করার থাকে না। মীনার তাঁবুতে আগুন লাগার পর থেকে মানুষ দিগ্বিদিক ছুটোছুটি করছে। কে কোথায় যাচ্ছে, ঠিক নেই। মানুষের কান্নার শব্দ, চিৎকার আর ফায়ার সার্ভিসের লোকদের মাইকিংয়ে পুরো এলাকায় ভয়াবহ ভীতি ছড়িয়ে পড়েছে। সত্তর হাজার তাঁবু ইতিমধ্যে পুড়ে গেছে। হযরতের তাঁবু থেকে আগুন অনেক দূরে। তবে মুআল্লিমের লোকেরা আগুন ধরার আশংকায় সব তাঁবু খুলে ফেলতে শুরু করেছে। হযরতের তাঁবুও খুলে ফেলছে। হযরত সবাইকে বললেন, ‘ইনশাআল্লাহ আমাদের তাঁবু পর্যন্ত আগুন আসবে না। মালামাল কিছু নেয়ার দরকার নেই। শুধু নিজে তাঁবু থেকে বাইরে বের হয়ে আসেন।’ অনেকে শুনল। বেশিরভাগ শুনল না। তারা সব লাগেজ নিয়ে তাঁবু ছাড়ল। মহিলাদের কাঁধেও ছিল বড় বড় লাগেজের বোঝা। সেগুলো টানতে টানতে তারা কোথায় যে সরে গেল, আর দেখা গেল না।

হযরত তাঁবু থেকে বেশি দূরে যাননি। তাঁবুর পাশেই প্রশস্ত রাস্তা। সেই রাস্তার পার ঘেঁষে প্লাস্টিকের দড়ি দিয়ে ঘেরাও দেয়া হয়েছে। এ সীমানার ভেতর কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না। অনেক মানুষের ভিড়। ভিড়ের কারণে হযরতকে পেছন থেকে দেখা যাচ্ছে না। আবদুল্লাহ তার বাবা-মাকে নিয়ে তাবু থেকে বের হয়েছে। তারা তাঁবু থেকে আরও দূরে কোথাও সরে যেতে চাচ্ছেন। আবদুল্লাহ হযরতের কথা বলে তাদেরকে আশ্বস্ত করেছে। আশেপাশে পরিচিত কাউকে দেখা যাচ্ছে না। সবাই মনে হয় নিরাপদ দূরত্বে আশ্রয় নিয়েছেন। একটু খোঁজাখুঁজির পর দূর থেকে সে হযরতকে দেখল। চারিদিকে হট্টগোলের শব্দ। সৌদি সরকারের পুলিশ বাহিনী পুরো এলাকা পাহারা দিচ্ছে। অনবরত মাইকে এনাউন্সমেন্ট করে সবাইকে সতর্ক করা হচ্ছে। বাবা-মাকে নিরাপদে রেখে আবদুল্লাহ হযরতের একদম কাছে গিয়ে দাঁড়াল। হযরত অনবরত কেঁদে চলেছেন। সশব্দে একটা দু’আ পড়ছেন। দু’আটা কুরআন শরীফের একটা আয়াত।

يا نار كونى بردا وسلاما على ابراهيم

‘হে আগুন! ইব্রাহীমের উপরে তুমি শান্তিদায়ক শীতল হয়ে যাও।’ যারা আগুনে আক্রান্ত হয়েছেন, তাদের উদ্দেশ্যে হযরত এ দু’আ পড়ছেন। আর কাঁদছেন। আশেপাশে কে আছে ভ্রূক্ষেপ নেই।

এক মুসলমান আরেক মুসলমানের ভাই। নিজের আপন ভাই আহত হলে আমরা কষ্ট পাই। অন্য মুসলমান ভাইয়ের কষ্ট দেখে সেরকম অনুভব করি না। আমরা এভাবেই বেড়ে উঠেছি। আমাদের সেক্যুলার শিক্ষা ব্যবস্থায় ইসলাম ধর্মের মানবিক আচরণের কিছুই শেখায় না। পরিবেশ -পরিস্থিতি এমন করে তৈরী হয়েছে যে, রিলিজিয়ান স্টাডির প্রয়োজন অনুভূত হয় না। সেটা ঐচ্ছিক বিষয়ে পরিণত হয়েছে। পৃথিবীতে ভালভাবে বেঁচে থাকার জন্য টাকা কামাই করার চিন্তাই মূল হয়ে উঠেছে। নামায পড়লে টাকা আসে না, এজন্য এটা বাদ। পর্দা করলে সেকেলে হতে হয়, এজন্য এগুলো থেকে সযতনে দূরে থাকে। ফ্রি মিক্সিংয়ে যুগে ধর্মীয় অনুশাসনের কথা বলাই অপরাধ হয়ে গেছে। সেখানে অন্য মানুষের প্রতি শ্রদ্ধাবোধ কেমন করে গড়ে উঠবে? আমাদের বুদ্ধিজীবীরা যতই বলুন না কেন, মানবতাই শ্রেষ্ঠ ধর্ম - এটা আসলে ধর্মহীনতার শুরু। অধর্ম দিয়ে আর যাই হোক, সৎ চরিত্র গড়ে ওঠে না। যারা নিজেকে ভাল চরিত্রের অধিকারী বলে ভাবেন, আখিরাতের বিশ্বাস ছাড়া সেটাও অপূর্ণ। সুযোগ পেলেই তাতে অপরাধ জায়গা করে নেয়। তারপর ভালোর মুখোশ পরে সমাজপতি হয়ে বেঁচে থাকে। এরকম একটা সমাজে থেকে হযরতের অন্তঃকরণে অন্য মুসলমান ভাইয়ের প্রতি এত দরদ কীভাবে এল? অন্যের বিপদে নিজে কিছু করতে না পারার কষ্টে অবিরাম চোখের পানি ফেলছেন তিনি। এটা কীভাবে সম্ভব? আবদুল্লাহর ভাবনা কূল কিনারা পায় না। শক্ত করে হযরতের হাত ধরে দাঁড়িয়ে থাকে। নিজেও দুআটা পড়ার চেষ্টা করে। একটু পর তার চোখেও পানি এসে যায়।

পথ হারানো হাজ্বী

ফজরের নামায শেষ হয়েছে একটু আগে। হারাম শরীফের বাইরে খোলা চত্ত্বর। সাদা মার্বেল পাথরের ফ্লোর। বিশেষভাবে তৈরী করা হয়েছে পাথরগুলো। প্রচন্ড রোদেও ঠান্ডা থাকে। নামায শেষ হয়ে গেলে চত্ত্বরের অনেক জায়গা খালি পড়ে থাকে। হযরত এসময় একটু চা খেতে পছন্দ করেন। চা খাওয়ার জন্য এই খোলা চত্ত্বরেই জায়নামায বিছিয়ে বসে পড়েন। যারা পাশে থাকে তারাও এ সময়টা উপভোগ করেন।

চত্ত্বরের কাছেই হিলটন টাওয়ার। এ টাওয়ারের নীচ তলায় অনেকগুলো চায়ের দোকান। আবদুল্লাহ চা নিয়ে এসে দেখে হযরত শুয়ে আছেন। গভীর ঘুম। চোখ বন্ধ করলেই যিনি ঘুমাতে পারেন, তাকে ডাকা সহজ না। হযরতকে ডাকতে হয়নি। তিনি ঘুমিয়েছেন দশ মিনিটের জন্য। চা আনতে এর চেয়ে বেশি সময় লাগার কথা না। চা নিয়ে দাঁড়াতেই হযরত চোখ খুললেন। আলহামদুলিল্লাহ বলে উঠে বসলেন। যেন সারারাত ঘুমিয়ে উঠেছেন। আসলে তিনি গতকাল রাতে ঘুমাতেই পারেননি। সামান্য সময়ের জন্য শুয়েছিলেন। তারপর একটা স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখে ঘুম ভেঙ্গে গেল। আর শুয়ে থাকতে পারেননি। তখন অনেক রাত। এমনভাবে ঘর থেকে বের হলেন, কেউ টের পেল না। বাকী সময়টা বাইতুল্লাহয় কাটিয়ে ফজরের আগে আবার ঘরে ফিরেছেন। চা খেয়ে সবাইকে বাসার দিকে যেতে হবে। একটু ঘুমিয়ে হোটেলে এসে সকালের নাস্তা খেতে হবে। এক-দেড় ঘন্টা ঘুমের সুযোগ পাওয়া যাবে। আব্দুল্লাহর চোখও বন্ধ হয়ে আসছে।

সবাই বাসার দিকে চলে গেছে। হযরত আবদুল্লাহর হাত ধরে এগুচ্ছেন। এসময় একজন হাজ্বী সাহেবের সাথে দেখা হল। হাজ্বী সাহেব বৃদ্ধ মানুষ। বাংলাদেশী। বাসা হারিয়ে ফেলেছেন। যাকে কাছে পাচ্ছেন, তার কাছেই সাহায্য চাচ্ছেন। হযরতকে দেখে এগিয়ে এলেন। তার সমস্যার কথা বললেন। হযরত আর বাসায় ফিরলেন না। বৃদ্ধ হাজ্বী সাহেবকে নিয়ে রওনা হলেন। তাকে তার বাসায় পৌঁছে দিতে হবে। আবদুল্লাহও হযরতের সাথে চলল।

মিসফালাহ বাজার ফেলে একটু সামনে এগুলেই ফ্লাইওভার। এর আশেপাশেই হাজ্বী সাহেবের মুআল্লিমের অফিস। হযরত সেদিকে যাচ্ছেন। যাবার পথে আরেকজন হাজ্বীকে পাওয়া গেল। তিনিও হারিয়ে গেছেন। হাঁটতে হাঁটতে তার চোখে মুখে ক্লান্তির ছাপ। বাসা হারিয়ে দেশে ফেরার আশাও মনেহয় ছেড়ে দিয়েছেন। হযরতকে দেখে কেঁদেকেটে অস্থির। হযরত এবার দুজনকে নিয়ে চলছেন।

সূর্য উঠেছে অনেক আগে। সকালের ঠন্ডা ভাবটা নেই। অনেকখানি পথ ইতিমধ্যে হাঁটা হয়ে গেছে। হযরত হাজ্বী সাহেবদের নিয়ে একটু বিশ্রাম করতে চাইলেন। রাস্তার পাশে আইল্যান্ডে অনেকে বসে আছে। পথ হারানো হাজ্বী সাহেবদেরকে নিয়ে হযরত সেখানে বসলেন। রাস্তায় তেমন কোন গাড়ি নেই। নামাযের শুরু আর শেষে এ রাস্তায় খুব ভিড় হয়। এজন্য সাধারণ গাড়ি চলাচল নিষিদ্ধ। একটা পুলিশের গাড়ি বিকট শব্দ করে ভিড়ের মধ্যে এগুচ্ছে। আবদুল্লাহকে হযরত বললেন, ‘চল, হাজ্বীদের জন্য কিছু খাবার নিয়ে আসি।’ রাস্তার পাশেই দোকান। জুস আর স্যান্ডউইচ আনতে হবে। আবদুল্লাহ একাই যেতে চাচ্ছিল। কিন্তু হাজ্বী সাহেবদেরকে বসিয়ে রেখে হযরতও দোকানে ঢুকলেন।

জুস বানাতে সময় লাগে না। বানানোই থাকে। স্যান্ডউইচটা কেবল বানিয়ে দিতে হয়। খাবারগুলো নিতে পাঁচ-ছয় মিনিট লাগল। আব্দুল্লাহর হাতে খাবার। বাইরে বের হতেই হযরত খুব অবাক হলেন। হারানো হাজ্বী সাহেবরা নেই। তারা চলে গেছে। আশেপাশে তাকিয়েও তাদেরকে দেখা গেল না। আব্দুল্লাহ হাসি আর চেপে রাখতে পারেনি। হযরতও হেসে উঠলেন। এটা কী হল? পথ হারানো হাজ্বী আবার কোন পথে হারিয়ে গেল? আর কিছু তো করার নেই। আব্দুল্লাহকে নিয়ে হযরত বাসায় ফিরলেন। দুজনের চোখেই রাজ্যের ঘুম। রাজ্যের ঘুম মানে কী? যে ঘুমের জন্য রাজ্য ত্যাগ করা যায়!
[ মাসিক আলকাউসার || যিলহজ্ব ১৪৩৪ || অক্টোবর ২০১৩ ]
#হজ্ব_মাসিক_আলকাউসার

ফজর জামা,আতে আদায় করে কিছু সময় দূর থেকে কালো গিলাফে আবৃত বায়তুল্লাহ দেখছিলাম,দিনের শুরুতে আল্লাহর ঘরের আঙিনায় এভাবে সময় ...
02/06/2024

ফজর জামা,আতে আদায় করে কিছু সময় দূর থেকে কালো গিলাফে আবৃত বায়তুল্লাহ দেখছিলাম,
দিনের শুরুতে আল্লাহর ঘরের আঙিনায় এভাবে সময় কাটানো কি যে প্রশান্তির,তা ভাষায় প্রকাশ করা আমি অধমের পক্ষে সম্ভব না।🖤

ইশরাকের নামাজ পড়ে মাকে নিয়ে তাওয়াফ শুরু করলাম,আর মনে মনে চিন্তা করলাম
যাদের জীবনের হিসাব গুলো বড্ড অমিল💔
তারা এদিক ওদিক চক্কর না দিয়ে বায়তুল্লাহ ঘিরে চক্কর দিন।(তাওয়াফ)
পৃথিবীর কারো কাছে বলতে না পারা কথা গুলো রবের কাছে সোজা সাপটা বলতে থাকুন আর মুলতাযামে বুকটা লাগিয়ে রাখুন🤍

প্রত্যাবর্তন নিস্পাপ অবস্থায় না হয়ে উপায় কী!!!!

আল্লাহ সকলকে কবুল করুন,

wa.me/01929568976
#এনএসট্রাভেলস

01/06/2024

২০২৪ এ যারা হজ্জের নিয়ত করেছেন,
আল্লাহ সকলকে হজ্জে মাবরুর নসীব করুন। 🤍🖤🕋✈️

অন্তরের পরিশুদ্ধি অর্জনের পরশপাথরতুল্য রিহলাহহজ্জ,ওমরাহ 🤍🕋✈️
01/06/2024

অন্তরের পরিশুদ্ধি অর্জনের পরশপাথরতুল্য রিহলাহ
হজ্জ,ওমরাহ 🤍🕋✈️

আয় আল্লাহ তোমার ঘরের দরজা যে হাত ছুয়েছে,যে বুক তোমার ঘরের দেয়ালে লেগেছে,যে ঠোঁট হাজরে আসওয়াদ চুম্বন করেছে,যে কপাল মাকামে...
30/05/2024

আয় আল্লাহ
তোমার ঘরের দরজা যে হাত ছুয়েছে,
যে বুক তোমার ঘরের দেয়ালে লেগেছে,
যে ঠোঁট হাজরে আসওয়াদ চুম্বন করেছে,
যে কপাল মাকামে ইবরাহীমে সেজদা দিয়েছে

ঐ হাত,বুক,ঠোট,কপাল তুমি জাহান্নামের আগুনে জালায়োনা।🖤🕋

মসজিদে নববীর ম্যাপ।হজ্জ্বে বা ওমরাতে যারা মদিনায় যাবেন তাদের জন্য দরকারি একটি জিনিস। নিচে স্পষ্ট আকারে পিডিএফ ভার্সনের ল...
30/05/2024

মসজিদে নববীর ম্যাপ।

হজ্জ্বে বা ওমরাতে যারা মদিনায় যাবেন তাদের জন্য দরকারি একটি জিনিস। নিচে স্পষ্ট আকারে পিডিএফ ভার্সনের লিংক দেওয়া আছে। চাইলে ডাউনলোড করে রাখতে পারেন।

English
https://wmn.gov.sa/public/files/41015050.pdf
Arabic
https://wmn.gov.sa/public/files/11125768.pdf

সার্বিক সফলতা কামনা করছি🤍💡
30/05/2024

সার্বিক সফলতা কামনা করছি🤍💡

28/05/2024

দুইজন হাজির কোটা লাগবে,
কারো কাছে থাকলে দ্রুত জানানোর অনুরোধ রইলো
wa.me/01929568976
এন.এস ট্রাভেলস

Address

Green Model Town, Manda, Dhaka1214
Dhaka
1214

Telephone

+8801929568976

Website

Alerts

Be the first to know and let us send you an email when N.S TOURS and Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to N.S TOURS and Travels:

Videos

Share

Category



You may also like