15/01/2025
প্রত্যেক ট্রিপেই আলাদা আলাদা অভিজ্ঞতা হয়, আলহামদুলিল্লাহ ট্রিপে সার্ভিস নিয়ে কখনো কোন কিছু হিডেন রাখি না।
বরং ডিসেম্বর জানুয়ারি ট্রিপে পকেটের টাকা এ্যাড করে ও ট্রিপ করাইছি ডলার রেট বা সিসোয়েশন সবকিছু মিলিয়ে বেশি লাগলে ও ক্লাইন্ট থেকে এক্সট্রা নেই নি। কারন ওটা আমার কমিটমেন্ট। এত এত ট্রিপ করছি আলহামদুলিল্লাহ সব আপুদের সাথে এখনো সম্পর্ক আছে ,
সবাই খোজ খবর নেয় কম বেশি। ইভেন পারিবারিক বন্ডিং হয়ে গেসে আলহামদুলিল্লাহ।
হাতে গোনা ২-১ জন ছাড়া।
আমরা হয়তো ট্রিপ করি সর্বোচ্চ নয়-১০ দিন এরপর যার বাড়িতে সে। মানুষের আচরনটাই রয়ে যায়,টাকা তো হিরো আলমের ও আছে পার্থক্য শুধু ব্যাবহারে। পেট ভর্তি অশিক্ষা আর পকেটে ভর্তি টাকা খুব বাজে কম্বিনেশন।
আবার শিক্ষিত হয়ে যদি আচরন হয় ন্যারো এদের সাথে কোন কিছু তেই কেউ কমফোর্টেবল নয়।
তাই মানুষের আসল রুপ বুঝবেন তার সাথে ট্রাভেল করে আর টাকা ধার দিয়ে, কে কতটা ব্রট মনের আর কে কতটা ছোট লোক মনের দিক দিয়ে।🙂
আলহামদুলিল্লাহ আপু অনেক ভালোবাসা 🥰🥰🥰
নেক্সট ট্রিপ বুকিং চলছে #মালদ্বীপ #শ্রীলঙ্কা ইনশাআল্লাহ যাচ্ছি শীগ্রই