Icon Tours & Travel

Icon Tours & Travel We provide all types of travel services and all types of guide line services including air ticketing

22/06/2024

বিদেশে পড়তে যাওয়ার ১ বছর আগে থেকেই কি কি করণীয়
(যেকোনো দেশে পড়তে গেলে, এই তথ্যগুলো আশা করি আপনাকে সহায়তা করবে)
,
,
১ আপনার নাম এবং আপনার পিতামাতার নামের সাথে মিল রেখে সার্টিফিকেটে কোনো ভুল থাকলে তা সংশোধন করবেন, হতে পারে নামের বানানে ভুল বা অন্য কিছু, এ সময়ে একটা জিনিস খেয়াল রাখবেন আপনার পিতামাতার ভোটার আইডিতে যে নাম আছে ঔ নাম ই যেন সার্টিফিকেটে থাকে, মোট কথা আপনার জন্মসনদ, সার্টিফিকেট এবং বাবামার এনআইডিতে যেন সেম নাম থাকে
,
,
২ পাসপোর্ট তৈরি ঃ পাসপোর্ট তৈরির সময় পূর্বের সার্টিফিটের মতো নাম এবং স্থায়ী ও বর্তমান ঠিকানার দিকে খেয়াল রাখবেন, এমন যেন না হয় জন্মসনদে আছে বর্তমান ঠিকানা বরিশাল কিন্তু পাসপোর্টে কোনোভাবে এসে গেছে নোয়াখালী
,
( ১,২ নং পয়েন্টে কোনোভাবে ভুল হলে এগুলো সংসোধন বিদেশে পরতে যান বা না যান এমনিতেই জরুরি এবং সংসোদন একটু সময় সাপেক্ষ বিষয়)
,
,
৩ SSC, HSC এর নম্বরপএ এবং সার্টিফিকেট বোর্ড থেকে সংগ্রহ করা এবং মাস্টার্সে যেতে চাইলে অনার্সের সার্টিফিকেট বিশব্বিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে সংগ্রহ করে রাখা
,
৪ সার্টিফিকেট সংগ্রহের পর এগুলো শিক্ষা, এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করা
,
৫ IELTS preparation :আইইএলটিএস পরীক্ষার প্রিপারেশন টা একটু আগে থেকেই নেওয়া ভালো, কারন অনেকের কাঙ্খিত স্কোর তুলতে অনেক বেশি সময় লেগে যায় এবং এই সময়ের কারণে, অনেকে বিশব্বিদ্যালয়ের সেশন মিস করে ফেলে, যার জন্য এডুকেশন গ্যাপ বেড়ে যায় যার জন্য ভিসা পাওয়া কঠিন হয়ে যায়
,
৬ স্কলারশিপ নিয়ে পড়াশোনা করার ইচ্ছা থাকলে আন্ডার-গ্র্যাজুয়েটের স্টুডেন্টদের জন্য SAT/ ACT পরীক্ষা এবং স্নাতকোত্তর ছাত্রীদের জন্য GRE/ GMAT পরীক্ষার প্রস্তুতিতে আগে থেকে নেওয়া ভালো
,
৭ আপনার পরিচিত বা যে সকল শিক্ষকরা আপনাকে ভালো জানে, এই সকল শিক্ষকদের মধ্য থেকে দুইজন টিচারের রেকমেন্ডেশন লেটার সংগ্রহ করে রাখা
,
৮ SOP লেখার প্রিপারেশন ঃ বিদেশে স্টুডেন্ট ভিসা পাওয়ার জন্য SOP লেখা একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই গুরুত্বপূর্ণ বিষয়টি প্রিপারেশন অনেক আগে থেকেই নেওয়া ভালো, যে কিভাবে আপনি এটাকে লিখবেন, এর জন্য অভিজ্ঞ ভাইদের সহযোগিতা নেওয়া বা বিভিন্ন ফেসবুক গ্রুপ বা অন্য কোথা থেকে সহযোগিতা নেওয়া এবং নিজের মতো করে এটাকে প্রস্তুতি নেওয়া যাতে SOP ভাষাটা নিজের মতো করা

03/12/2022

যারা HSC বা অনার্স করে বেকার বসে আছেন,তারা IDEB, মিরপুর টেকনিক্যাল, জার্মান টেকনিক্যাল বা নিজস্ব জেলার TTC(টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে)যোগাযোগ করতে পারেন,জাপান ও কোরিয়া ভাষা কোর্স, IT কোর্স সহো যে কোন কোর্সে প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে পছন্দের চাকরিটি নিতে পারেন।

প্রতিটি এয়ারলাইন্সে একজন যাত্রী কতটুকু ওজনের মধ্যে কয়টি লাগেজ/ব্যাগ নিতে পারবেন তা নির্ধারিত। টিকিট কাটার সময় এ বিষয়ে জে...
29/11/2022

প্রতিটি এয়ারলাইন্সে একজন যাত্রী কতটুকু ওজনের মধ্যে কয়টি লাগেজ/ব্যাগ নিতে পারবেন তা নির্ধারিত। টিকিট কাটার সময় এ বিষয়ে জেনে নিবেন। ভ্রমণ করার সময় নির্ধারিত ওজনে ও সংখ্যার লাগেজ নিয়ে বিমানবন্দরে আসুন।

নির্ধারিত ওজনের অতিরিক্ত ওজনের ব্যাগ/লাগেজ সাথে আনলে আপনাকে কেজি প্রতি অতিরিক্ত চার্জ দিতে হবে। কিংবা লাগেজে থেকে অতিরিক্ত ওজন কমিয়ে ফ্লাইটে উঠতে হবে। লাগজের অতিরিক্ত ওজনের জন্য কেজি প্রতি চার্জও এয়ারলাইন্স ভেদে বিভিন্ন রকমের। চার্জ সম্পর্কে তথ্য টিকিট কাটার সময় এয়ারলাইন/ট্রাভেল এজেন্সির কাছ থেকে জেনে নিবেন।

বোর্ডিং করার সময় আপনার লাগেজ/ব্যাগ জমা দেবার পর ট্যাগ বুঝে নিবেন। ট্যাগ একমাত্র প্রমাণ আপনার সঙ্গে লাগেজ আনার। ট্যাগ না নিলে আপনি লাগেজ পাবেন না।

ফ্লাইট ছাড়ার কমপক্ষে ১ ঘন্টা আগে বোর্ডিং কাউন্টার বন্ধ হয়ে যায়। ফলে আপনি নির্ধারিত সময়ে মধ্যে বোর্ডিং না করতে পারলে আপনি ফ্লাইট মিস করবেন।
বোর্ডিং কাউন্টার বন্ধ হওয়ার আগে আপনি আপনার লাগেজ বুকিং না দিলে সেটি সঙ্গে নিয়ে ফ্লাইটে উঠতে পারবেন না। অতিরিক্ত লাগেজের ওজন কমাতে গিয়ে অনেকেই ফ্লাইট মিস করেন। ফলে আপনি বিমানবন্দরে যেয়ে ঝামেলা এড়াতে বাড়ি থেকেই নির্ধারিত ওজনের মধ্যে লাগেজ নিয়ে আসুন। যদি আপনার অতিরিক্ত ওজনের মালামাল বহন করতে হয়, তবে সেই চার্জ সম্পর্কে জেনে সমপরিমান টাকা সঙ্গে নিয়ে আসুন।

বিশ্বের প্রায় সব দেশেই এয়ারলাইন্স ও বিমানবন্দরের নিয়মনীতি প্রায় একই রকমের। ভ্রমণের সময় এয়ারলাইন্স ও বিমানবন্দরের নিয়ম মেনে চলুন!

Address

Dhaka

Telephone

+8801533372472

Website

Alerts

Be the first to know and let us send you an email when Icon Tours & Travel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Icon Tours & Travel:

Share

Category