Travelling With Foysal Ahmed

Travelling With Foysal Ahmed It's no secret that I love travelling; that's why I want to share my traveling experience with you.T

জেলা শহর খুলনা শেখ রাছেল শিশু পার্ক
16/11/2023

জেলা শহর খুলনা শেখ রাছেল শিশু পার্ক

কলকাতা লোকাল।
15/11/2023

কলকাতা লোকাল।

বন্ধু সাইফুলের সাথে দেখা করতে গিয়েছিলাম  মতলব উত্তর চাঁদপুর
14/11/2023

বন্ধু সাইফুলের সাথে দেখা করতে গিয়েছিলাম মতলব উত্তর চাঁদপুর

14/11/2023

হাওরা ব্রিজ কলকাতা ভ্রমণ।

ঢাকা থেকে কক্সবাজার রেলপথেসবগুলো স্টেশনের নাম  এবং ঢাকা থেকে  দুরত্ব,,,,১) ঢাকা    ০০২) তেজগাঁও    ৬.৪৪৩) বনানী     ১০.৮...
14/11/2023

ঢাকা থেকে কক্সবাজার রেলপথে
সবগুলো স্টেশনের নাম এবং ঢাকা থেকে দুরত্ব,,,,

১) ঢাকা ০০
২) তেজগাঁও ৬.৪৪
৩) বনানী ১০.৮৬
৪) ঢাকা ক্যান্টনমেন্ট ১৩.২৭
৫) ঢাকা বিমানবন্দর ১৮.২৮
৬) টঙ্গী জংশন ২২.৯৩
৭) পুবাইল ৩১.৯৯
৮) নলছাটা বিলুপ্ত
৯) আড়িখোলা ৩৯.৬৩
১০) ঘোড়াশাল ফ্লাগ ৪৬.৮৭
১১) ঘোড়াশাল ৪৮.০৮
১২) জিনারদী ৫২.৫১
১৩) নরসিংদী ৫৭.৩৪
১৪) আমিরগঞ্জ ৬২.৫৭
১৫) খানাবাড়ী ৬৫.৭৯
১৬) হাঁটুভাঙা ৭০.২২
১৭) মেথিকান্দা ৭৩.৮৪
১৮) শ্রীনিধি ৭৭.৮৬
১৯) দৌলতকান্দি ৮৩.০৯
২০) ভৈরব বাজার জংশন ৮৭.১১
২১) আশুগঞ্জ ৯০.৩১
২২) তালশহর ৯৪.৭৩
২৩) বি বাড়িয়া ১০৩.৯৯
২৪) পাঘাচং ১১০.৮৩
২৫) ভাতশালা ১১৪.৮৫
২৬) আখাউড়া জংশন ১২০.০৮
২৭) গঙ্গাসাগর ১২৪.৫০
২৮) ইমামবাড়ী ১৩০.৫৪
২৯) কসবা ১৩৫.৩৭
৩০) মন্দাবাগ ১৪১.৮১
৩১) সালদানদী ১৪৩.৮২
৩২) শশীদল ১৪৭.৪৫
৩৩) রাজাপুর ১৫৩.৮৯
৩৪) সদর রসুলপুর ১৬১.১৩
৩৫) কুমিল্লা ১৬৭.৫৭
৩৬) ময়নামতি ১৭১.১৯
৩৭) লালমাই ১৭৯.৬৫
৩৮) আলিশ্বর ১৮৫.২৪
৩৯) লাকসাম জংশন ১৯১.১৯
৪০) নাওটি ১৯৮.৮৪
৪১) লাঙ্গল কোট ২০৪.৪৭
৪২) হাসানপুর ২০৯.৭০
৪৩) গুনবতি ২১৭.৭৫
৪৪) শর্শদী ২২২.৯৯
৪৫) ফেনি জংশন ২৩১.৪৪
৪৬) কালিদহ ২৩৬.২৭
৪৭) ফাজিলপুর ২৪১.৯০
৪৮) মুহুরীগঞ্জ ২৪৫.৫৩
৪৯) চিন কি আস্তানা ২৫১.৯৭
৫০) মাস্তান নগর ২৫৭.২০
৫১) মীরের সরাই ২৬২.৮৩
৫২) বারতাকিয়া ২৬৮.০৭
৫৩) নিজামপুর কলেজ ২৭৩.৩০
৫৪) বাবৈয়া ঢালা ২৭৭.৩২
৫৫) সীতাকুণ্ড ২৮৩.৭৬
৫৬) বাড়বকুণ্ড ২৮৯.০০
৫৭) কুমিরা ২৯৭.৮৫
৫৮) ভাটিয়ারী ৩০৭.১১
৫৯) ফৌজদার হাট ৩০৯.৫২
৬০) কৈবলাধাম ৩১৪.৭৭
৬১) পাহাড়তলী ৩১৬.৭৮
৬২) চট্টগ্রাম কেবিন ৩১৯.১৯
৬৩) চট্টগ্রাম ৩২০.৭৯
৬৪) ঝাউতলা ৩২৪.১
৬৫) চট্টগ্রাম পলিটেকনিক ৩২৫.৬৪
৬৬) ষোলশহর জংশন ৩২৬.৯৫
৬৭) জান আলীর হাট ৩৩৩.২৫
৬৮) গোমদন্ডি ৩৩৮.৩৩
৬৯) বেঙ্গুড়া ৩৪২.৫৩
৭০) ধলঘাট ৩৪৬.১৫
৭১) খান মোহনা ৩৪৮.৯৬
৭২) পটিয়া ৩৫১.৩৭
৭৩) চক্রশালা ৩৫৪.১৮
৭৪) খরনা ৩৫৫.৭৯
৭৫) কাঞ্চন নগর ৩৫৯.১
৭৬) খানহাট ৩৬১.০২
৭৭) হাসিমপুর ৩৬৪.২৪
৭৮) দোহাজারী ৩৬৭.৮৬
৭৯) সাত কানিয়া ৩৭৬.৬২১
৮০) লোহাগাড়া ৩৮৯.৪৬০
৮১) হারবং ৪০৫.৩৬০
৮২) চকোরিয়া ৪১৬.৯২৫
৮৩) ডুলহাজারা ৪২৭.৫৮৬
৮৪) ইসলামাবাদ ৪৪০.৪৪১
৮৫) রামু ৪৫৭.১০১
৮৬) কক্সবাজার ৪৬৯.৪৩০

এখানে উল্লেখ্য ঢাকা থেকে কক্সবাজার রেলপথে বড় ৭ রেলসেতু আছে এই সেতুগুলোর জন্য মুল ভাড়ার সঙ্গে আরো আরো ৪০ কিমি পন্টেজ চার্জ যুক্ত হয়ে বানিজ্যিক দুরত্ব হবে ৫১০ কিলোমিটার

09/11/2023

হাওরা রেলস্টেশন কলকাতা ইন্ডিয়া

গ্রামে ঘুরার মজাই আলাদা
04/11/2023

গ্রামে ঘুরার মজাই আলাদা

02/11/2023

কলকাতা শহর ভ্রমণ কাহিনি। Explore Kolkata City Of Joy।

Mawa Ghat Munshiganj
30/10/2023

Mawa Ghat Munshiganj

26/10/2023

এটি এশিয়ার প্রথম বৈদ্যুতিক ট্রাম পরিবহন ব্যবস্থা। এই ট্রাম পরিষেবা প্রথম চালু হয় ১৮৭৩ সালে। প্রথমে ঘোড়ার সাহায্যে ট্রাম চালানো হতো ; পরবর্তীকালে ১৯০২ সালে বিদ্যুতের ব্যবহার হয়।

কাশ্মীরি কাওয়া।বরফের রাজ্যে কয়লা দিয়ে চা-গরমের রীতি যত গরম, তত স্বাদ।এই চায়ে, ব্যবহৃত হয় দারচিনি, কেশর এবং আলমন্ড বাদাম...
26/10/2023

কাশ্মীরি কাওয়া।
বরফের রাজ্যে কয়লা দিয়ে চা-গরমের রীতি যত গরম, তত স্বাদ।
এই চায়ে, ব্যবহৃত হয় দারচিনি, কেশর এবং আলমন্ড বাদাম ইত্যাদি।
যা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয়। কাওয়ার এইসব মূল উপকর ছাড়াও ভিবিন্ন ধরনের আরো অনেক ভালো ভালো উপকরণ মিলানো হয়, ১৫-২০ পদের উপকরণ দিয়ে কাওয়া তৈরি করা হয় কাশ্মীরে! স্বর্গীয় রাজ্যের স্বর্গীয় চা বলে কথা।
#কাওয়া #কাশ্মীর #চা #ত্রাভেল

কাজিরবাগ ইকো পার্ক টি ফেনীর কাজিরবাগ এলাকায় সামাজিক বন বিভাগের তত্ত্বাবধানে স্থাপিত একটি সৌন্দর্যমণ্ডিত ইকোপার্ক, এটি স...
23/10/2023

কাজিরবাগ ইকো পার্ক টি ফেনীর কাজিরবাগ এলাকায় সামাজিক বন বিভাগের তত্ত্বাবধানে স্থাপিত একটি সৌন্দর্যমণ্ডিত ইকোপার্ক, এটি স্থাপিত হওয়াতে ফেনীসহ আশেপাশের এলাকার সাধারণ মানুষের জন্য পারিবারিক বিনোদনের সুযোগ সৃষ্টি হয়েছে।

"শমশের গাজীর বাশের কেল্লা"একদম লস প্রজেক্ট এটা মুটামুটি বন্ধই বলা,যায় অর্ধেকের উপর সীমানা প্রাচীর করা  জাস্ট ২০৳ র জন্য ...
22/10/2023

"শমশের গাজীর বাশের কেল্লা"

একদম লস প্রজেক্ট এটা মুটামুটি বন্ধই বলা,যায় অর্ধেকের উপর সীমানা প্রাচীর করা
জাস্ট ২০৳ র জন্য কোনরকম খুলে রাখছে।

লোকেশন : ছাগলনাইয়া ফেনী

দালাল বাজার জমিদার বাড়িলক্ষ্মীপুর জেলা সদরের দালাল বাজার ইউনিয়নে অবস্থিত জমিদার লক্ষ্মী নারায়ণ বৈষ্ণবের বাড়িটিই দালাল ব...
21/10/2023

দালাল বাজার জমিদার বাড়ি
লক্ষ্মীপুর জেলা সদরের দালাল বাজার ইউনিয়নে অবস্থিত জমিদার লক্ষ্মী নারায়ণ বৈষ্ণবের বাড়িটিই দালাল বাজার জমিদার বাড়ি (Dalal Bazar Zamidar Bari) হিসাবে সুপরিচিত। বর্তমানে ভূমি অফিস হিসাবে জমিদার বাড়িটি ব্যবহৃত হলেও বাড়ির স্থাপনায় তৎকালীন ঐতিহ্যের ছাপ স্পষ্ট পরিলক্ষিত হয়।

প্রায় ৫ একর আয়তনের দালাল বাজার জমিদার বাড়ীর সম্মুখে রয়েছে একটি রাজকীয় প্রবেশ তোরণ। আর জমিদার বাড়িতে স্থান পেয়েছে জমিদার প্রাসাদ, রাজপ্রাসাদ, অন্দর মহল, শান বাঁধানো ঘাট, নাট মন্দির, পুজা মন্ডপ, লোহার সিন্দুক ইত্যাদি।

ইতিহাস
জানা যায় আজ থেকে প্রায় চারশত বছর পূর্বে জমিদার লক্ষ্মী নারায়ন বৈষ্ণব কলকাতা থেকে লক্ষ্মীপুর আসেন। জমিদার লক্ষ্মী নারায়ন বৈষ্ণববের পরবর্তী উত্তরসরীরা ইস্ট ইন্ডিয়া কোম্পানীর বাণিজ্যিক এজেন্সী এবং জমিদারী লাভ করেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানীর বাণিজ্যিক এজেন্ট হওয়ায় পর থেকে স্থানীয় মানুষদের কাছে লক্ষ্মী নারায়ন বৈষ্ণবের উত্তরসরীগণ ‘দালাল’ বলে আখ্যায়িত হতে থাকেন। ১৯৪৬ সালের সাম্প্রদায়িক দাঙ্গায় জমিদারগণ দেশ ত্যাগ করে অন্যত্র চলে গেলে জমিদার বাড়ীটি পরিত্যাক্ত থেকে যায়।

কিভাবে যাবেন
রাজধানী ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে গ্রীনল্যান্ড এক্সপ্রেস, আলবারাকা, আলম, রয়েল, ইকোনো এবং ঢাকা এক্সপ্রেস সহ বেশ কিছু পরিবহণের বাস লক্ষ্মীপুরের উদ্দেশ্যে যাত্রা করে। সায়েদাবাদ থেকে লক্ষ্মীপুর যেতে ৪/৫ ঘন্টা সময় লাগে। ঢাকা থেকে লক্ষ্মীপুর যেতে বাসভেদে জনপ্রতি ভাড়া লাগে ৪০০ থেকে ৮০০ টাকা।

লক্ষ্মীপুর বাস স্ট্যান্ড থেকে সিএনজি ভাড়া করে দালাল বাজার জমিদার বাড়িতে যেতে ১০ টাকা ভাড়া লাগে।

কোথায় থাকবেন
লক্ষ্মীপুরে বেশকিছু আবাসিক হোটেল রয়েছে। চাইলে সোনার বাংলা গেস্ট হাউজ, হোটেল আবেহায়াত, হোটেল রোজ কিংবা স্টার গেস্ট হাউজে রাত্রিযাপন করতে পারেন।

কোথায় খাবেন
লক্ষ্মীপুরে বিভিন্ন মানের হোটেল, ফাস্টফুড শপ এবং চাইনিজ রেস্টুরেন্ট রয়েছে। খাবার খেতে যেতে পারেন হোটেল রাজমহল, কুটুম বাড়ি, আব্বাস আলী রেস্টুরেন্ট, মোহাম্মদীয়া হোটেল অথবা ফুড গার্ডেন রেস্টুরেন্টে।

কুয়াকাটা সমুদ্র সৈকতকুয়াকাটা সমুদ্র সৈকতের অবস্থান পটুয়াখালী (Patuakhali) জেলার কলাপাড়া থানার লতাচাপলি ইউনিয়নে। প্রায় ১...
17/10/2023

কুয়াকাটা সমুদ্র সৈকত
কুয়াকাটা সমুদ্র সৈকতের অবস্থান পটুয়াখালী (Patuakhali) জেলার কলাপাড়া থানার লতাচাপলি ইউনিয়নে। প্রায় ১৮ কিলোমিটার দীর্ঘ এই কুয়াকাটা সমুদ্র সৈকত (Kuakata Sea Beach) থেকে একই সাথে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখা যায়। এই বৈশিষ্ট কুয়াকাটাকে সকল সমুদ্র সৈকত থেকে অনন্য করেছে। পরিচ্ছন্ন বেলাভূমি, অনিন্দ্য সুন্দর সমুদ্র সৈকত, দিগন্তজোড়া সুনীল আকাশ এবং ম্যানগ্রুভ বন কুয়াকাটাকে দিয়েছে ভিন্ন মাত্রা। পর্যটকদের কাছে কুয়াকাটা সাগরকন্যা হিসেবে পরিচিত।

ভ্রমণ গাইডের আজকের পর্বে থাকছে কুয়াকাটা কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, আশেপাশের দর্শনীয় স্থান গুলো কিভাবে ঘুরে দেখবেন, কম খরচে ভ্রমণের পরিকল্পনা কিভাবে সাজাবেন; এই সব কিছুর বিস্তারিত তথ্য।

কুয়াকাটা যাওয়ার উপায়
নদী ও সড়ক পথে ঢাকা থেকে কুয়াকাটা যাওয়া যায়। পদ্মা সেতু চালু হওয়ায় সড়ক পথে ঢাকা থেকে কুয়াকাটা অনেক কম সময়ে এবং সহজে যাওয়া যায়।

ঢাকা থেকে বাসে কুয়াকাটা
ঢাকা থেকে কুয়াকাটার দূরত্ব প্রায় ২৮০ কিলোমিটার। বাসে যেতে সময় লাগবে প্রায় ৬-৭ ঘন্টা। ঢাকার সায়েদাবাদ, আবদুল্লাপুর, আরামবাগ অথবা গাবতলী বাস স্ট্যান্ড থেকে সাকুরা পরিবহন, শ্যামলী, গ্রীনলাইন, ইউরো কোচ, হানিফ, টি আর ট্রাভেলস সহ আরও অনেক পরিবহনের বাস সরাসরি কুয়াকাটা যায়। ঢাকা থেকে কুয়াকাটা নন-এসি বাসের ভাড়া ৭৫০- ৯০০ টাকা এবং এসি বাসের ভাড়া ১১০০-১৬০০ টাকা।

ঢাকা থেকে লঞ্চে কুয়াকাটা
নদী পথে সদরঘাট থেকে সরাসরি কুয়াকাটা পর্যন্ত না যেতে পারলেও বরিশাল অথবা পটুয়াখালি গিয়ে সেখান থেকে বাসে কুয়াকাটা যেতে পারবেন। আপনি যদি লঞ্চ ভ্রমনের অভিজ্ঞতা নিতে চান তাহলে একটু কষ্ট হলেও ভালো একটি লঞ্চে ভ্রমণ আপনার জন্যে আনন্দদায়কই হবে।

16/10/2023

জম্মু থেকে কাশ্মিরের রাজধানী শ্রীনগরে।

15/10/2023

দিনাজপুরের রামসাগরে মিনি চিড়িয়াখানা।

জেলা শহর ভোলা
13/10/2023

জেলা শহর ভোলা

07/10/2023

নেকমরদ পীর ঠাকুরগাঁও

07/10/2023

সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে আজকে

06/10/2023

জামালপুর জমিদার বাড়ি মসজিদ ঠাকুরগাঁও

04/10/2023

দ্রুতযান এক্সপ্রেস ঢাকা টু ঠাকুরগাঁও

03/10/2023
জেলা শহর টাংগাইল২০১ গম্বুজ মসজিদ হলো বাংলাদেশের টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্...
03/10/2023

জেলা শহর টাংগাইল

২০১ গম্বুজ মসজিদ হলো বাংলাদেশের টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত একটি মসজিদ। এটি পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজ এবং দ্বিতীয় উচ্চতম মিনার বিশিষ্ট মসজিদ হিসাবে স্বীকৃত। মসজিদটির নকশা করা হয়েছে ২০১টি গম্বুজ ও ৯টি মিনার দিয়ে সজ্জিত একটি পূর্ণাঙ্গ মসজিদ কমপ্লেক্স হিসেবে।

ভ্রমণ করুন নিজের দেশকে চিনুন।

30/09/2023

মেঘের রাজ্যে মেঘালয়ে

29/09/2023

চলমান দ্বিতীয় যমুনা রেল সেতুর কাজ। Second Jamuna Bridge।

28/09/2023

হ্যাঁলো সাজেক

28/09/2023

সাজেকে ঘুরতে এসে মোঃ মানিক মোল্লা মনের প্রতিক্রিয়া জানালেন।

26/09/2023

My Travel Stories

26/09/2023

আমাদের যাত্রা বিরতি দিঘিনালায়

22/09/2023

বিজিবির চেকপোস্টে কফি খাওয়ালেন রাকিব

22/09/2023

কে কে বলতে পারবেন এটা কোথায়।

17/09/2023

সাজেক ভ্যালি ট্যুর

16/09/2023

আদিবাসী বাচ্চাদের অসাধারণ প্রতিভা। বাঁশের লাঠির উপর ভর করে হাটা । আমরা চেস্টা করে পারলাম না।

12/09/2023

সাজেকের পথে পাহাড়ের রাস্তা।

স্মৃতিময় টাঙ্গাইল
12/09/2023

স্মৃতিময় টাঙ্গাইল

বাংলাদেশী পাসপোর্টধারী নাগরিক গন 🇧🇩 - 🇮🇳 ভারতের নিম্ন লিখিত  স্থল বন্দর দিয়ে ভারতে প্রবেশ করতে পারবেন 1. বেনাপোল Land Po...
12/09/2023

বাংলাদেশী পাসপোর্টধারী নাগরিক গন 🇧🇩 - 🇮🇳 ভারতের নিম্ন লিখিত স্থল বন্দর দিয়ে ভারতে প্রবেশ করতে পারবেন

1. বেনাপোল Land Port.
BD side:বেনাপোল যশোর।
Indian side: Petrapole, Bongaon, 24-Parganas, West Bengal, India

2. বুড়িমারি Land Port.
BD side:বুড়িমারি,পাটগ্রাম, লালমনিরহাট।
Indian side: Changrabandha, Mekhaliganj, West Bengal, India

3. আখাউড়া Land Port.
BD side :.আখাউড়া ব্রাহ্মণবাড়িয়
Indian side: Ramnagar, Agartala, Tripura, India

4. ভোমরা Land Port.
BD side:ভোমরা,সাতক্ষীরা।
Indian side: Gojadanga, 24-Parganas, West Bengal, India

5. নকুগাঁও Land Port.
BD side: নালিতাবাড়ি শেরপুর।
Indian side: Dalu, Barangapara, Meghalaya, India

6. তামাবিল Land Port
BD side: তামাবিল,গোয়াইনঘাট,
সিলেট
Indian side: Dauki, Shillong, Meghalaya, India

7. দর্শনা Land Port.
BD side:দর্শনা ,চুয়াডাঙ্গা।
Indian side: Gede, Krishnanagar, West Benga, India

8. বেলনি Land Port.
BD side:বেলনি,পরশুরাম ফেনী
Indian side: Belonia, Tripura, India

9. গোবরাকুড়া Land Port.
BD side: হালুয়াঘাট ময়মনসিংহ।
Indian side: Gachhuapara, Tura, Meghalaya, India

10. রামগড় Land Port.
BD side: রামগড়, খাগড়াছড়ি
Indian side: Sabroom, Tripura, India.

11. সোনাহাট Land Port.
BD side: ভুরুঙ্গামারী কুড়িগ্রাম।
Indian side: Sonahat, Dhubri, Assam, India

12. Tegamukh. ভূষণছড়ি Land Port.
BD side: বরকল, রাঙামাটি।
Indian side: Demagri, Mizoram, India.

13. চিলাহাটি Land Port
BD side:চিলাহাটি,ডোবার নিলফামারী।
Indian side: Holdibari, Cooch Behar, West Bengal, India

14. সোনা মসজিদ Land Port.
BD side:সোনা মসজিদ,চাপাই নবাবগঞ্জ।ণ
Indian side: Mahadipur, Maldah, West Bengal, India

15. ধানুয়া Kamalpur Land Port.
BD side: বকশিগঞ্জ ,জামালপুর।
Indian side: Mohendragonj, Ampoti, Meghalaya, India

16. শিউলা Land Port.
BD side:শিউলা,বিয়ানীবাজার, সিলেট
Indian side: Sutarkandi, Karimganj, Assam

17. বেল্লা Land Port.
BD side: বেল্লা, চুনারুঘাট, হবিগঞ্জ
Indian side: Paharmura, Khoai, Tripura.

18. হিলি Land Port.
BD side: হিলি,হাকিমপুর,দিনাজপুর ।
Indian side: Hili, South Dinajpur, West Bengal, India

19. বাংলাবান্ধা Land Port.
BD side: তেতুলিয়া,পঞ্চগড়।
Indian side: Fulbari, Jalpaiguri, West Bengal, India

20. টেকনাফ Land Port.
BD side: Teknaf, Cox’s Bazar
Myanmar side: Mungdu, Myanmar

21. বিবিরবাজার Land Port.
BD side: Sadar Upazila, কুমিল্লা
Indian side: Srimantapur, Sunamura, Agartala, Tripura

22. বিরল Land Port.
BD side: বিরল,দিনাজপুর।
Indian side: Radhikapur (Goura), West Bengal, India

(সংগ্রহিত)

11/09/2023

কংকাল পাহাড় সাজেক ভ্যালি

মহেড়া জমিদার বাড়ি টাংগাইল , পিটিসি" জমিদার বাড়ির প্রবেশপথেই আমাদের নজরে পড়ে দুটো সুরম্য গেট। গেট দিয়ে ভিতরে ঢুকতেই ...
11/09/2023

মহেড়া জমিদার বাড়ি টাংগাইল , পিটিসি"

জমিদার বাড়ির প্রবেশপথেই আমাদের নজরে পড়ে দুটো সুরম্য গেট। গেট দিয়ে ভিতরে ঢুকতেই আমাদের চোখে পড়ে বিশাল বিশাল আম, জাম, লিচু গাছের সারি। গাছের ডালে ডালে বসে আছে হরেক রকমের পাখি। তাদের কলকাকলিতে চারপাশ ভরে আছে।

জমিদার বাড়িটি ১৮শ শতকের গোড়ার দিকে নির্মিত হয়েছিল। জমিদার বাড়ির প্রধান ভবনটি তিন তলা বিশিষ্ট। ভবনের প্রতিটি তলায় রয়েছে সুন্দর সুন্দর কাঠের দরজা, জানালা ও ঝুলন্ত বারান্দা। ভবনের দেয়ালে রয়েছে নানা রকমের মোটিফের অপূর্ব নকশা।

আমরা জমিদার বাড়ির অন্যান্য ভবনও ঘুরে দেখি। এগুলোর মধ্যে রয়েছে আনন্দ লজ, মহারাজ লজ, চৌধুরী লজ, কালীচরণ লজ, জমিদার বাড়ির কাছারি ঘর, মন্দির, দীঘি ইত্যাদি।

আনন্দ লজ হলো জমিদার বাড়ির সবচেয়ে সুন্দর ভবন। ভবনটি নীল ও সাদা রঙের মিশ্রণে নির্মিত। ভবনের সামনে রয়েছে হরিণ, বাঘ ও পশু-পাখির ভাস্কর্য।

মহারাজ লজ ছিল জমিদারের বাসভবন। ভবনটি বাইজেনটাইন স্থাপত্য শৈলীতে নির্মিত।

চৌধুরী লজ ছিল জমিদারের কর্মচারীদের বাসভবন।

কালীচরণ লজ ছিল জমিদারের আত্মীয়স্বজনদের বাসভবন।

জমিদার বাড়ির কাছারি ঘর ছিল জমিদারের প্রশাসনিক কার্যালয়।

জমিদার বাড়ির মন্দিরে রয়েছে দেবী দুর্গার মূর্তি।

জমিদার বাড়ির দীঘিটি বিশাল। দীঘির চারপাশে রয়েছে সুন্দর সুন্দর ফুলের বাগান।

আমরা জমিদার বাড়ি ঘুরে খুব ভালো লাগলো। জমিদার বাড়িটি বাংলাদেশের ঐতিহ্যের একটি অমূল্য নিদর্শন।

ভ্রমণ করুন নিজের দেশকে জানুন
ঘুরতে গেলে অবশ্যই একটি কথা মনে রাখবেন পরিবেশের পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখবেন। আমাদের সামাণ্য সচেতনতাই পারে চমৎকার দর্শনীয় স্থানগুলোর সৌন্দর্য অক্ষুন্ন রাখতে। অপচনশীল বর্জ্য পলিথিন যত্রতত্র ফেলে না আসি সঠিক যায়গায় ফেলি সেই সাথে স্থানীয় দের সম্মান করি।

Address

Gazaria Munshiganj
Dhaka
1512

Website

Alerts

Be the first to know and let us send you an email when Travelling With Foysal Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travelling With Foysal Ahmed:

Videos

Share

Category