Traveler's Club

Traveler's Club Travelers Club BD মূলত কিছু মুক্ত মনের পর্যটকদে? Sunvalley tours & Travels. Our story
Sunvalley Tours & Travels, is a complete destination management company. See

we are helping you to get your vacation planned.Not just any vacation, but exceptional vacations and enriching experiences. As one of the premier travel agents, we provide comprehensive travel solutions for leisure, group,corporate or educational purpose. Since our beginning in 1998, we have been growing rapidly and in the process innovating new and flexible ideas. At Sunvalley Tours & Travels we

are adaptable to our client’s needs and requests. We are undoubtedly one of the best travel management companies in Bangladesh. we have successfully extended top services to our prestigious customers.

লাউয়া ছড়া জাতীয় উদ্যান । শ্রীমংল ।
17/04/2023

লাউয়া ছড়া জাতীয় উদ্যান । শ্রীমংল ।

মহান বিজয় দিবসে সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি  এবং সকল বন্ধু -গ্রাহক -শুভানুধ্যায়ীদের জানাই  বি...
16/12/2022

মহান বিজয় দিবসে সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি এবং সকল বন্ধু -গ্রাহক -শুভানুধ্যায়ীদের জানাই বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন ৷

05/08/2022

পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে । কক্সবাজার সমুদ্র সৈকত মানেই অন্য রকম এক অনুভূতি। শহুরে ব্যাস্ত জীবন থেকে স্বস্তি পেতে। কংক্রিটের দেয়ালে আবদ্ধ বন্দী জীবন থেকে মুক্তি পেতে, একাকীত্বের লড়াইয়ে হাঁপিয়ে ওঠা একঘেয়েমি মনোভাব কাটিয়ে মন ও শরীরকে সতেজ ও প্রানবন্ত করতে পরিবার, বন্ধু- বান্ধব এবং অফিস কলিকদের নিয়ে ভ্রমণ করতে পারেন আমাদের সাথে। উঁচুনিচু পাহাড়-পর্বত ডিঙিয়ে, সমুদ্রের কোল ঘেঁষা বিচ আর প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমির মাঝে ঘুরিয়ে আসতে আমাদের টিম আছে আপনাদের সাথে।
★কক্সবাজার ভ্রমণ প্রেমীদের জন্য Sunvalley Tour & Travels দিচ্ছে মাত্র ৩,৪৯৯/- টাকায় তিন রাত দুই দিনের লাক্সারিয়াস প্যাকেজে কক্সবাজার ভ্রমণ ।
★এই ইভেন্ট খরচে যা যা থাকছে।।
======================
ঢাকা - কক্সবাজার - ঢাকা বাসের টিকিট (চেয়ার কোচ)
তিনদিনে মূল খাবার
দুই রাত (২৪ঘন্টা) স্ট্যান্ডার্ড মানের হোটেলে থাকার খরচ
ইনানী বীচ ও হিমছড়ি যাওয়া-আসা ।
১ম দিনঃ
======
সকালেঃ পরোটা, ডালভাজি, ডিম/ভুনা খিচুড়ি, ডিম
দুপুরেঃ ভাত, ভর্তা, গরুর কালাভুনা/মুরগি/কোরাল মাছ, ডাল
রাতেঃ ভাত, ভর্তা, মুরগি/মাছ, ডাল
২য় দিনঃ
======
সকালেঃ পরোটা, ডালভাজি, ডিম অথবা ভুনা খিচুড়ি ও ডিম
দুপুরেঃ ভাত, ভর্তা, মুরগি/সামুদ্রিক মাছ, ডাল
রাতেঃ ভাত, ভর্তা, মুরগি/মাছ, ডাল
৩য় দিনঃ
======
সকালঃ পরোটা+ডিম+সবজী/ভাজী।
দুপুরঃ- মাছ+ভর্তা+সবজি+ডাল+ ভাত+সালাদ।
★যারা যারা এই ট্যুরে যাওয়ার ইচ্ছা পোষন করছেন তারা এই ইভেন্টটি নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার করতে পারেন। তাহলে আপনার দেখাদেখি আপনার বন্ধুবান্ধব পরিচিতরাও জয়েন করতে পারবেন।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন
☎️ 01942-559049 (Direct/Whatsapp)
☎️ 01730474757 (Direct/Whatsapp)
Email: [email protected]
House: 4/A, Indira road mahbub plaza, 1st floor, room #22 Farmgate sher-e bangla nagar, dhaka-1215.

Eid Mubarak🥰
02/05/2022

Eid Mubarak🥰

28/04/2022

ঝুকি নিয়ে দ্রুত বাড়ী ফেরার চেয়ে একটু দেরিতে নিরাপদ বাড়ী বাড়ি ফেরা অনেক আনন্দের।
ঈদ মোবারক।

এসো হে বৈশাখ এসো...সবাইকে নববর্ষের শুভেচ্ছা🥰
13/04/2022

এসো হে বৈশাখ এসো...
সবাইকে নববর্ষের শুভেচ্ছা🥰

লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সামনে আরো কন্টেন্ট আসবে ইনশাল্লাহ।https://youtu.be/RFn0WXlvFhU
08/03/2022

লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।
সামনে আরো কন্টেন্ট আসবে ইনশাল্লাহ।

https://youtu.be/RFn0WXlvFhU

ঘুরে এলাম আবার টাঙ্গুয়ার হাওর, টেকের ঘাট, নীলাদ্রি লেক(বর্তমানে শহীদ সিরাজ লেক), বারিক্কাটিলা, যাদুকাটা নদি, রাজা.....

আমাদের আগামী ট্যুর গুলোতে যারা আমাদের সাথে যেতে চান তাদের জন্য ট্যুর প্লান গুলো দেয়া হল✅   বান্দারবন ভ্রমণ ১০.১১.১২ মার্...
24/02/2022

আমাদের আগামী ট্যুর গুলোতে যারা আমাদের সাথে যেতে চান তাদের জন্য ট্যুর প্লান গুলো দেয়া হল
✅ বান্দারবন ভ্রমণ ১০.১১.১২ মার্চ ২০২২(নীলগিরি-নিলাচল,শৈলপ্রপা্‌ত,মেঘলা,রুপালী ঝর্ণা,দেবতাখুম)বান্দারবন ১ রাত থাকা সকল খাবার যাওয়া সকল পরিবহন সহ খরচ মাত্র ৫৫৫০ টাকা ।
✅ সেন্টমার্টিন ভ্রমণ ২৪.২৫.২৬ মার্চ ২০২২ সেন্টমার্টিন ১ রাত থাকা সকল খাবার,সকল পরিবহন সহ খরচ মাত্র ৫০০০ টাকা ।
✅ সাজেক ভালী ভ্রমণ ০৭.০৮.০৯ এপ্রিল ২০২২ খাগড়াছড়ি,চাঁদের গাড়ি,১ রাত থাকা সকল খাবার,সকল পরিবহন সহ খরচ মাত্র ৪৫০০ টাকা ।
বুকিং ফী মাত্র ৫০০ টাকা
বিস্তারিত জানতে যোগাযোগ করুন-০১৯৪২৫৫৯০৪৯.০১৭৩০৪৭৪৭৫৬

05/10/2021

🎯 প্রাকৃতিক সৌন্দর্য্যের এক অপার সমাহার বান্দরবান।সবুজে মোড়ানো প্রাকৃতিক সৌর্ন্দয, মেঘ ছুঁয়ে দেখার ইচ্ছে হলেই ঘুরে আসুন পাহাড়ি কন্যা বান্দরবানে। যেখানে প্রকৃতি নিজ ঐশ্বর্যকে ঢেলে দিতে কৃপণতা করেনি।সাংস্কৃতিক বৈচিত্র্য, নির্জন বন আর সবুজ পাহাড়-পর্বত এবং পাহাড়ের কোল ঘেঁসে একে বেকে বয়ে চলা সাংগু নদীর কারনে বান্দারবান আপনাকে মুগ্ধ করবেই।
৩ দিন / ৪ রাত
ভ্রমন এর প্যাকেজে থাকছেঃ
✅ প্যাকেজঃ ১.নীলগিরি ২.নীলাচল ৩.শৈলপ্রপাত ৪.চিম্বুক ৫.দেবতাখুম ৬.মেঘলা ৭.রুপালী ঝর্ণা
ভ্রমণ তারিখঃ
========
২৪/১০/২০২১
📕 ভ্রমণের বিস্তারিত বর্ণনা:
=================
২৪ তারিখ রাতের গাড়িতে কলাবাগান/আরামবাগ/সায়দাবাদ থেকে রাত ৯টায় আমাদের আনন্দ ভ্রমন শুরু করবো।গাড়িতে হালকা নাস্তার ব্যবস্থা থাকবে।

প্রথম দিনঃ ভোর ৬টায় আমরা বান্দরবান পৌছে নাস্তা সেরে হোটেলে উঠবো। ১১টার আগে হোটেল পাওয়া যাবে না।তারপরও যদি পেয়ে যাই তাহলে হোটেলে উঠে যাবো। তারপর হোটেলে ওঠে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম নেবো। ১টার সময় দুপুরের খাবার সেরে মাহিন্দ্রায় চলে যাব নীলাচল,শৈলপ্রপাত দেখতে। সন্ধ্যায় সুন্দর সময় কাটাবো মেঘলায় তারপর ফিরে আসবো হোটেলে।

দ্বিতীয় দিনঃ খুব সকালে ফ্রেশ হয়ে নাস্তা সেরে চাঁদের গাড়ি করে ভ্রমন শুরু করবো দেবতাখুম এর উদ্দেশ্যে।রুয়াংছড়ি বাজার থেকে প্রশাসনের অনুমতি ও গাইড নিয়ে চলে যাবো কচ্ছপতলি বাজারে।সেখান থেকে সেনাবাহিনীর অনুমতি নিয়ে পাহাড়ি পথ বেয়ে অথবা ঝিরি পথে চলে যাবো শিলবান্ধা পাড়া হয়ে দেবতাখুম।নৌকায় করে শিলবান্ধা খাল পাড়ি দিয়ে পৌছাবো দেবতাখুম।মনে রাখাতে হবে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ভেলায় চড়া যায় তাই রাস্তায় দেরি করা যাবে না।দেবতাখুম থেকে অপরূপ সৌন্দয্য উপভোগ করে বিকাল ৫টার আগেই কচ্ছপতলি আর্মি ক্যাম্পে রিপোট করতে হবে।সেখানে পূর্বের অর্ডারকৃত খাবার খেয়ে বান্দরবান পৌছাবো সন্ধ্যা ৭টায়।(তারপর ফ্রী টাইম)

তৃতীয় দিনঃ খুব সকালে ঘুম থেকে উঠে নাস্তা সেরে চাঁদের গাড়ি করে চলে যাবো রুপালী ঝর্ণার আপরূপ সৌন্দয্য উপভোগ করতে।সেখান থেকে চলে যাবো চিম্বুক পাহাড় এর সৌন্দয্য উপভোগ করতে এরপর চিম্বুক পাহাড়ে দুপুরের খাবার সেরে চলে যাবো নীলগিরির অপরূপ সৌন্দয্য দেখতে।সেখানে সূর্যাস্ত উপভোগ করে চলে আসবো বান্দরবান।
সারাদিন ঘুরে রাতের খাবার সেরে ঢাকার উদ্দ্যেশ্যে বাসে করে আমরা যাত্রা শুরু করব । ভোরে যানজটের ঢাকায় ফিরবো ইনশাআল্লাহ ।
🚌 পরিবহণ
=======
নন এসি বাস
চাদের গাড়ি
মাহিন্দ্রা
👉 ভ্রমণ খরচ জন প্রতিঃ
=============
জন প্রতি ৬৫০০/- টাকা মাত্র
✅ খাবারের তালিকাঃ
============
সকালের নাস্তাঃ পরাটা,ডিম,সব্জি,চা,পানি।
দুপুরের খাবারঃ ভাত,ভর্তা,চিকেন,পানি।
রাতের খাবারঃ ভাত,সব্জি,চিকেন,ভর্তা,পানি।
সন্ধ্যার স্ন্যাকস
খরচের মধ্যে অন্তর্ভুক্তঃ
* ঢাকা – বান্দরবন - ঢাকা যাতায়াত
*চাদের গাড়ি
* হোটেল রুম (৪ জন শেয়ার)
* ভ্রমণকালীণ সময়ে প্রতিদিন ৩ বেলা খাবার
* অভিজ্ঞ ভ্রমণ গাইড
* সকল এন্ট্রি ফি।
* দর্শনীয় স্থান ভ্রমন
ভ্রমণ খরচে অন্তভুক্ত নয়ঃ
* যে কোন ব্যাক্তিগত খরচ
* ব্যক্তিগত ঔষধ
* বেবি ফুড
* উল্লিখিত ভ্রমণপথের তুলনায় অতিরিক্ত ঘুরে বেড়ানো বা গাড়ির অতিরিক্ত ব্যবহারের খরচ।
রেজিস্টেশন পদ্ধতিঃ
============
বুকিং এর জন্য বিকাশঃ ০১৯৪২৫৫৯০৪৯
ডাচ বাংলা ব্যাংক রকেটঃ ০১৭১৩০৩২৭৯৩৫
নগদ একাউন্ট নম্বর : ০১৬২৭৩৯৯১০৫
মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংকে টাকা জমা দেয়ার আগে ফোন করে নিশ্চিত হয়ে টাকা বুকিং করবেন।
ইচ্ছা করলে আমাদের অফিসে সরাসরি এসে বুকিং করতে পারেন। আমাদের অফিসের ঠিকানাঃ সানভ্যালী ট্যুরস এন্ড ট্রাভেলস, ৪/এ ইন্দিরা রোড, মাহাবুব প্লাজা(২য় তলা),ফার্মগেট, ঢাকা ১২১৫।
মোবাঃ ০১৭১৩০৩২৭৯৩, ০১৯৪২৫৫৯০৪৯ ।
শিশু পলিসিঃ
=========
৩ বছর পর্যন্ত ফ্রি (পরিবহনে আলাদা সিট, আলাদা খাবার নিলে ভ্রমন মূল্যের ৬০% প্রদান করতে হবে)।
যা সাথে নিবেনঃ
============
঳ নিয়মিত সেবন করেন এমন ঔষধ
঳ টুথ ব্রাশ ও পেস্ট
঳ ক্যাপ, সানস্ক্রিন লোশন
঳ পিছনে বেল্ট আছে এবং পানিতে ভিজলে নষ্ট হবে না এমন স্যান্ডেল
঳ ক্যামেরা/দূরবীন
঳ বিদ্যুৎ ব্যবস্থা অনেক সময় লো ভোল্টেজ থাকতে পারে। সুতরাং ক্যামেরা এবং মোবাইলের জন্য অতিরিক্ত ব্যাটারী বা পাওয়ার ব্যাংক নেওয়া ভাল।
঳ NID/ ভোটার আইডি/ জন্মনিবন্ধন (এর ২ কপি)
঳ সিম কার্ড (রবি)
঳ গামছা/ তোয়ালে
঳ সাবান,শ্যাম্পু
঳পাহাড়ে চলার জন্য বিশেষ জুতো ১০০% নিতে হবে।
ভ্রমণ টিপস
========
঳ উজ্জল রঙ্গের কাপড় ( যা অনেক দুর থেকে চোখে লাগে) পরিহার করা, সম্ভব হলে হালকা রঙ্গের বা ক্যামফ্লেক্স ব্যবহার করা
঳ আবহাওয়ার প্রতি খেয়াল রেখে ঢিলে ঢালা আরাম দায়ক,ফুল স্লিপ পোশাক পরিধান করলে ভাল হবে
঳ পিছনে বেল্ট আছে এবং পানিতে ভিজলে নষ্ট হবে না এমন সেন্ডেল / কেডস সাথে নিতে হবে , সু/ হাই হিল সাথে নিবেন না।
঳ মাত্র ০৩ দিনের ভ্রমণ তাই ব্যাগের সাইজ যত ছোট রাখা যায়, ট্রলি না নেয়াই ভাল
঳ ট্রেইলে কোন প্রকার উচ্চ শব্দ না করা
঳ কোনকিছু অপচয় না করা এবং খাবার পানি অন্য কোন কাজে ব্যবহার না করা।
করনীয় ও বর্জনীয়
==============
঳ পরিবেশের ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবে না। যেমনঃ পলিথিন বা প্যাকেজিং বস্তু যত্রতত্র ফেলা।
঳ স্থানীয়দের গুরুত্ব ও সম্মান প্রদর্শন করা
঳ অন্য ভ্রমণকারী দলের সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন করা
঳ দল ছেড়ে একাকি কোথাও যাওয়া যাবে না।
যোগাযোগ
========
Sunvalley Tours & Travels
৪/এ, ইন্দিরা রোড, মাহাবুব প্লাজা, ২য় তলা,
ফার্মগেট, তেজগাঁও, ঢাকা-১২১৫
মোবাইল: ০১৭৩০৪৭৪৭৫৬, ০১৯৪২৫৫৯০৪৯
E-mail: [email protected]

22/09/2021

🎯 প্রাকৃতিক সৌন্দর্য্যরে এক অপার সমাহার বান্দরবান।সবুজে মোড়ানো প্রাকৃতিক সৌর্ন্দয, মেঘ ছুঁয়ে দেখার ইচ্ছে হলেই ঘুরে আসুন পাহাড়ি কন্যা বান্দরবানে। যেখানে প্রকৃতি নিজ ঐশ্বর্যকে ঢেলে দিতে কৃপণতা করেনি।সাংস্কৃতিক বৈচিত্র্য, নির্জন বন আর সবুজ পাহাড়-পর্বতে এবং পাহাড়ের কোল ঘেঁসে একে বেকে বয়ে চলা সাংগু নদীর কারনে বান্দারবান আপনাকে মুগ্ধ করবেই।
৩ দিন / ৪ রাত
ভ্রমন এর প্যাকেজে থাকছেঃ
✅ প্যাকেজঃ ১.নীলগিরি ২.নীলাচল ৩.শৈলপ্রপাত ৪.চিম্বুক ৫.দেবতাখুম ৬.মেঘলা ৭.রুপালী ঝর্ণা
ভ্রমণ তারিখঃ
========
২৪/১০/২০২১
📕 ভ্রমণের বিস্তারিত বর্ণনা:
=================
প্রথম দিনঃ রাতের বাস আমরা বান্দরবন এর উদ্দ্যেশ্যে যাত্রা শুরু করব।
দ্বিতীয় দিনঃ সকালে আমরা বান্দরবন পৌঁছে হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে নাস্তা সেরে নেব। এরপর বেড়িয়ে পরবো নীলগিরি.নীলাচল. চিম্বুক. শৈলপ্রপাত. স্বর্ণমন্দির এর সৌন্দর্য উপভোগ করতে । সারাদিন ঘুরে সন্ধ্যায় আমরা হোটেলে ফিরে এসে রাতের খাবার সেরে রাত্রিযাপন করব।
তৃতীয় দিনঃ সকালের নাস্তা সেরে আমরা দেবতাখুম ঘুরতে যাবো।নির্জন ও কোলাহলমুক্ত নিস্তব্ধ প্রকৃতির এলাকা হিসেবে সকলের কাছে পরিচিত বান্দরবান রোয়াংছড়ির দেবতাখুম।ঘুরে দেখবো নেটওয়ার্কের সম্পূর্ণ বাহিরে নির্জন ভয়ঙ্কর সুন্দর এক এলাকা দেবতাখুম। কি এক ভূতুড়ে পরিবেশ! দু’পাশের বিশাল পাহাড়ের আনাচে-কানাচে সরু ও সংকীর্ণ আঁকাবাঁকা সুন্দর পাথুরে পথ।যে পথের সাহায্যে আমরা স্বচক্ষে দেবতাখুমের সৌন্দর্য উপভোগ করতে পারবো ।এই পথ আমাদের পাড়ি দিতে হবে বাঁশের ভেলায় করে।মূলত দেবতাখুমের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তার বুক ছিড়ে খুমের মাঝখানে ভেলার চলাচল।দেবতাখুম এর পর চলে যাবো মেঘলার আপরুপ মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে।মেঘলায় লেকের উপর দুটি ঝুলন্ত ব্রিজ রয়েছে।
সারাদিন ঘুরে রাতের খাবার সেরে ঢাকার উদ্দ্যেশ্যে বাসে করে আমরা যাত্রা শুরু করব । ভোরে যানজটের ঢাকায় ফিরবো ইনশাআল্লাহ ।
🚌 পরিবহণ
=======
নন এসি বাস
চাদের গাড়ি
মাহিন্দ্রা
👉 ভ্রমণ খরচ জন প্রতিঃ
=============
জন প্রতি ৬৫০০/- টাকা মাত্র
✅ খাবারের তালিকাঃ
============
সকালের নাস্তাঃ পরাটা,ডিম,সব্জি,চা,পানি।
দুপুরের খাবারঃ ভাত,ভর্তা,চিকেন,পানি।
রাতের খাবারঃ ভাত,সব্জি,চিকেন,ভর্তা,পানি।
সন্ধ্যার স্ন্যাকস
খরচের মধ্যে অন্তর্ভুক্তঃ
* ঢাকা – বান্দরবন - ঢাকা যাতায়াত
*চাদের গাড়ি
* হোটেল রুম (৪ জন শেয়ার)
* ভ্রমণকালীণ সময়ে প্রতিদিন ৩ বেলা খাবার
* অভিজ্ঞ ভ্রমণ গাইড
* সকল এন্ট্রি ফি।
* দর্শনীয় স্থান ভ্রমন
ভ্রমণ খরচে অন্তভুক্ত নয়ঃ
* যে কোন ব্যাক্তিগত খরচ
* ব্যক্তিগত ঔষধ
* বেবি ফুড
* উল্লিখিত ভ্রমণপথের তুলনায় অতিরিক্ত ঘুরে বেড়ানো বা গাড়ির অতিরিক্ত ব্যবহারের খরচ।
রেজিস্টেশন পদ্ধতিঃ
============
বুকিং এর জন্য বিকাশঃ ০১৯৪২৫৫৯০৪৯
ডাচ বাংলা ব্যাংক রকেটঃ ০১৭১৩০৩২৭৯৩৫
নগদ একাউন্ট নম্বর : ০১৬২৭৩৯৯১০৫
মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংকে টাকা জমা দেয়ার আগে ফোন করে নিশ্চিত হয়ে টাকা বুকিং করবেন।
ইচ্ছা করলে আমাদের অফিসে সরাসরি এসে বুকিং করতে পারেন। আমাদের অফিসের ঠিকানাঃ সানভ্যালী ট্যুরস এন্ড ট্রাভেলস, ৪/এ ইন্দিরা রোড, মাহাবুব প্লাজা(২য় তলা),ফার্মগেট, ঢাকা ১২১৫।
মোবাঃ ০১৭১৩০৩২৭৯৩, ০১৯৪২৫৫৯০৪৯ ।
শিশু পলিসিঃ
=========
৩ বছর পর্যন্ত ফ্রি (পরিবহনে আলাদা সিট, আলাদা খাবার নিলে ভ্রমন মূল্যের ৬০% প্রদান করতে হবে)।
যা সাথে নিবেনঃ
============
঳ নিয়মিত সেবন করেন এমন ঔষধ
঳ টুথ ব্রাশ ও পেস্ট
঳ ক্যাপ, সানস্ক্রিন লোশন
঳ পিছনে বেল্ট আছে এবং পানিতে ভিজলে নষ্ট হবে না এমন স্যান্ডেল
঳ ক্যামেরা/দূরবীন
঳ বিদ্যুৎ ব্যবস্থা অনেক সময় লো ভোল্টেজ থাকতে পারে। সুতরাং ক্যামেরা এবং মোবাইলের জন্য অতিরিক্ত ব্যাটারী বা পাওয়ার ব্যাংক নেওয়া ভাল।
঳ সিম কার্ড
঳ গামছা/ তোয়ালে
঳ সাবান,শ্যাম্পু
ভ্রমণ টিপস
========
঳ উজ্জল রঙ্গের কাপড় ( যা অনেক দুর থেকে চোখে লাগে) পরিহার করা, সম্ভব হলে হালকা রঙ্গের বা ক্যামফ্লেক্স ব্যবহার করা
঳ আবহাওয়ার প্রতি খেয়াল রেখে ঢিলে ঢালা আরাম দায়ক,ফুল স্লিপ পোশাক পরিধান করলে ভাল হবে
঳ পিছনে বেল্ট আছে এবং পানিতে ভিজলে নষ্ট হবে না এমন সেন্ডেল / কেডস সাথে নিতে হবে , সু/ হাই হিল সাথে নিবেন না।
঳ মাত্র ০৩ দিনের ভ্রমণ তাই ব্যাগের সাইজ যত ছোট রাখা যায়, ট্রলি না নেয়াই ভাল
঳ ট্রেইলে কোন প্রকার উচ্চ শব্দ না করা
঳ কোনকিছু অপচয় না করা এবং খাবার পানি অন্য কোন কাজে ব্যবহার না করা।
করনীয় ও বর্জনীয়
==============
঳ পরিবেশের ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবে না। যেমনঃ পলিথিন বা প্যাকেজিং বস্তু যত্রতত্র ফেলা।
঳ স্থানীয়দের গুরুত্ব ও সম্মান প্রদর্শন করা
঳ অন্য ভ্রমণকারী দলের সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন করা
঳ দল ছেড়ে একাকি কোথাও যাওয়া যাবে না।
যোগাযোগ
========
Sunvalley Tours & Travels
৪/এ, ইন্দিরা রোড, মাহাবুব প্লাজা, ২য় তলা,
ফার্মগেট, তেজগাঁও, ঢাকা-১২১৫
মোবাইল: ০১৭৩০৪৭৪৭৫৬, ০১৯৪২৫৫৯০৪৯
E-mail: [email protected]

14/08/2021
07/08/2021
নিজের মোবাইল ফোন থেকে তোলা  📸একটি প্রকৃতির ছবি কমেন্ট বক্সে  তুলে ধরুন।
24/07/2021

নিজের মোবাইল ফোন থেকে তোলা 📸
একটি প্রকৃতির ছবি কমেন্ট বক্সে তুলে ধরুন।

“ঈদুল আযহা এসেছে ত্যাগের মহিমায়এসো আজ শিক্ষা নেই আমরা সবাই,সাম্য মৈত্রের এমন শুভ লগনেহতাশা না থাকুক আজ কারোর মনে, অপরুপ ...
19/07/2021

“ঈদুল আযহা এসেছে ত্যাগের মহিমায়
এসো আজ শিক্ষা নেই আমরা সবাই,
সাম্য মৈত্রের এমন শুভ লগনে
হতাশা না থাকুক আজ কারোর মনে,
অপরুপ এই মিলন মেলায়
দিয়োনা কাউকে দুঃখ অবহেলায়”

09/06/2021

সাজেক আনন্দ ভ্রমনঃ২০২১
৩ রাত ২ দিন (১৬/১২/২০২১ রাত থেকে ১৯/১২/২০২১ ভোর)
ভ্রমণ খরচঃ ৭,০০০ টাকা মাত্র (জনপ্রতি)
(Traveller's Club BD Gift voucher applicable)

ভ্রমণের বিস্তারিত বর্ণনা:
==================
প্রথম দিনঃ --/--/D
আমরা ঢাকা থেকে সন্ধ্যা ৮.৩০ মিনিটে বাসে সাজেকের উদ্দ্যেশে যাত্রা শুরু করবো। যাত্রা পথে বাস এর বিরতি স্পট এ রাত এর খাবার সেরে নিব। তার পর বাস এ উঠে পরব আবার যাত্রা শুরু।

দ্বিতীয় দিনঃ (B / L / D )
সকাল ৬ টায় আমরা খাগড়াছড়ি পৌছাব, সেখান থেকে সাদা জীপে করে থেকে দিঘিনালা পৌঁছে নাস্তা সেরে সাজেকে এর উদ্দেশ্যে যাত্রা শুরু করব। পথে দেখব হাজারছড়া ঝর্না । সাজেক এ দুপুর ১.০০ নাগাদ পৌছাব। হোটেলে উঠে ফ্রেশ হয়ে দুপুরের খাবার সেরে নিব। দুপুরে হাল্কা বিশ্রাম নিয়ে ২.৩০ টার দিকে আমরা কংলাক পাহাড় দেখতে বেরিয়ে পরবো । সন্ধার আগেই ফিরে আসব হ্যালিপ্যাডে সুর্যাস্ত দেখতে। সন্ধ্যায় হ্যালিপেডে জমবে খেলার আসর ছবি তোলা, । তারপর রুইলুই পাড়া ঘুরে ৮.০০ টায় হোটেলে ফিরে আসব। তারপর ফ্রী সময়টা পাহাড়ের বুকে বিশ্রাম নিব, ভ্রমণ সঙ্গীদের সাথে এর মাঝে কিছু সময় কাটাব। রাত ৯ টায় আমরা সবাই বার-বি-কিউ পার্টি নাইট এ আংশগ্রহন করব। তারপর রাতে জমবে গানের আসর পাহাড়ের নক্ষত্রময় আকাশ উপভোগ করব এবং হোটেলে ফিরে রাত্রি যাপন করবো।

তৃতীয় দিনঃ ( B / L / D )
সকালে ৫ টায় এ আমরা ঘুম থেকে উঠে পরবো কংলাক পাড়া চলে যাব পাহাড়ি অসাধারণ সূর্যোদয় দেখতে । সূর্যোদয় দেখা শেষ করে সকাল ৮.৩০ এর মধ্যে সকালের নাস্তা সেরে রুইলুই পাড়ায় উপজাতিদের সাথে ছবি তোলা । আমরা সকাল ১০ টায় হোটেল থেকে চেক আউট করে খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করব। দুপুর ২.০০ মিনিটে সেখানে পৌঁছে দুপুরের খাবার সেরে নিব। দুপুরের খাবার খেয়ে ঘুরতে বেড়িয়ে পরবো রিসং ঝর্না , ঝুলন্ত ব্রিজ, আলুটিলা গুহা, ইত্যাদি স্থান ঘুরে দেখব। এরপর আমরা রাতের খাবার খেয়ে রাত ৯ টার মধ্যে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবো।
সকাল ৫ টার মধ্যে আমরা ঢাকা পৌছাব ইনশাল্লাহ।

খাবার তালিকাঃ
=========
B=Breakfast, L= Lunch, D=Dinner
সকালের নাস্তাঃঅমলেট,পরটা,সবজি,চা,পানি।
দুপুরের খাবারঃ প্লেইন রাইস, মিক্সড সব্জি,বেম্বু চিকেন কারী, সালাদ, পানি।
রাতের খাবারঃ চিকেন বারবিকিউ, সব্জি, সালাদ, কোল্ড ড্রিঙ্কস, পানি।
বিশেষ আইটেমঃ
বেম্বো চিকেন, চিকেন বার-বি-কিউ।

ভ্রমণ খরচঃ ৭,০০০ টাকা মাত্র (জনপ্রতি)
কাপলদের জন্য বিশেষ ব্যবস্থা। (শর্ত প্রযোজ্য*)

পরিবহণ
=======
*নন এসি চেয়ার কোচ
*সাদা জিপ ।

* বোর্ডিং - সায়দাবাদ/আরামবাগ/কলাবাগান

খরচের মধ্যে অন্তর্ভুক্ত
==============
১. ঢাকা-সাজেক- খাগড়াছড়ি-ঢাকা নন এ/সি বাস।
২. প্রতিদিন সকালের নাস্তা , দুপুরের খাবার, রাতের খাবার ।(৩ বেলা)
৩. হোটেল সাজেক বিলাস/সপ্নচুড়া/গ্র্যান্ড সাজেক/চন্দ্রাবতী/মেঘকাব্য সমমানের। (প্রতি রুম এ চারজন)
** এক রুম এ দুই জন থাকলে জনপ্রতি প্রতি দিন কমপক্ষে ৫০০/- টাকা অতিরিক্ত দিতে হবে।
৪. সবসময় বিদ্যুৎ সার্ভিস, এটাস্ট বাথরুম।
৫. টোল, ট্যাক্স, এন্ট্রি ফিস।
৬. অনুষ্ঠান আয়োজন।
৭. Traveller's club টি শার্ট
৮. পুরষ্কার বিতরন ৷
৯. লাকি ড্র
১০. সঙ্গীতানুষ্ঠান
১১. বার বি কিউ পার্টি।
১২. ফানুস উড়ানো
১৩. ছবি তোলা।
১৪. অভিজ্ঞ ভ্রমণ গাইড।

ভ্রমণ খরচে অন্তভুক্ত নয়ঃ
* যে কোন ব্যাক্তিগত খরচ
* ব্যক্তিগত ঔষধ
* উল্লিখিত ভ্রমণপথের তুলনায় অতিরিক্ত ঘুরে বেড়ানো বা গাড়ির অতিরিক্ত
ব্যবহারের খরচ।
* অন্যান্য

শিশু পলিসি
• ০-৩ বৎসর পর্যন্ত শিশুদের ফ্রি এন্ট্রি (বাবা মায়ের সাথে থাকবে ও
খাবে,আলাদা সিট পাবেনা)
• ৩-৮ বৎসর পর্যন্ত শিশুরা ৪০% ডিসকাউন্ট পাবে (বাসে আলাদা সিট ও
খাবার পাবে,বাবা মায়ের সাথে ঘুমাবে )
• +৮ বৎসর শিশুদের ফুল পেমেন্ট লাগবে ।

করনীয় ও বর্জনীয়
==============
঳ পরিবেশের ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবে না । যেমনঃ পলিথিন বা
প্যাকেজিং বস্তু যত্রতত্র ফেলা,
঳ স্থানীয়দের গুরুত্ব ও সম্মান প্রদর্শন করা
঳ অন্য ভ্রমণকারী দলের সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন করা
঳ দল ছেড়ে একাকি কোথাও যাওয়া যাবে না।
঳ আদিবাসীদের অনুমতি ছাড়া তাদের ছবি তোলা যাবে না ।

বিঃদ্রঃ প্রাকৃতিক দুর্যোগ ও করোনা পরিস্থিতির অবনতির কারনে অথবা যে কোনো অনভিপ্রেত পরিস্থিতির উদ্ভব হলে ভ্রমনের তারিখ ও মূল্য পরিবর্তন করার ক্ষমতা ট্রাভেলার’স ক্লাব ও সানভ্যালী ট্যুরস সংরক্ষন করে ।

রেজিস্টেশন পদ্ধতিঃ
============
*আসন সংরক্ষন করার জন্য বুকিং মানি ১০০০ টাকা।বাকি টাকা কমপক্ষে ট্যুরের ১
সপ্তাহ আগে পরিশোধ করতে হবে।
*ট্যুরের ১৫ দিন বাকি থাকতে বুকিং ক্যান্সেল করা যাবে না।এক্ষেত্রে বুকিং মানি
ফেরতযোগ্য নয়।
বিকাশ নম্বরঃ ০১৯৪২৫৫৯০৪৯ (পারসোনাল)
নগদ একাউন্ট নম্বরঃ ০১৬২৭৩৯৯১০৫ (পারসোনাল)
ব্যাংক হিসাব নম্বরঃ Sunvalley Tours & Travels
A/C: 02000521
Sonali Bank, Awlad Hossain market Branch
*মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংকে টাকা জমা দেয়ার আগে ফোন করে নিশ্চিত হয়ে টাকা বুকিং করবেন।

ইচ্ছা করলে আমাদের অফিসে সরাসরি এসে বুকিং করতে পারেন। আমাদের অফিসের ঠিকানাঃ সানভ্যালী ট্যুরস এন্ড ট্রাভেলস, ৪/এ ইন্দিরা রোড, মাহাবুব প্লাজা(২য় তলা),ফার্মগেট, ঢাকা ১২১৫।
Sunvalley tours & Travels (MEMBER TOAB)
4/A Indira Road, mahabub plaza(1st floor), farm gate, Dhaka-1215
Phone: +880 2913 35 38
(Cell +880 1730 47 47 56; +880 1942 55 90 49 )
Email: [email protected]
Facebook: https://www.facebook.com/sunvalleytours/

04/06/2021
23/05/2021

করোনায় বিপর্যস্ত সারা বিশ্ব ৷ এসময়ে বিদেশ ভ্রমণের কথা ভাবতে গেলে অনেক বিষয় অনায়াসেই ভাবনায় চলে আসে । করোনা সনদ, হেলথ ইনসিউরেন্স, কোয়ারেনটাইন ব্যাবস্থাপনা, বিমান টিকেট, কোনদেশে প্রবেশের কি নয়ম কানুন ইত্যাদি ইত্যাদি ৷ দৌড় ঝাঁপ দিতেই হয় কোথাও না কোথাও । কিভাবে কম খরচে সব ব্যাবস্থা করতে হবে কিভাবে ভিসা করতে হবে, কি কি কাগজ পত্র লাগবে, কতদিন থাকলে কি ভিসা নিতে হবে কিংবা কোন দেশে কত দিনের জন্য ভিসা ফি কত, কোথায় থাকবেন আরও কত কি! ... এসব অনেক অনেক প্রশ্নই অনেকের অজানা । তাই সহজে,নির্বিগ্নে বিদেশ গমন আর কম টাকায় টিকেটের ব্যবস্থা করার ঝামেলা আমাদের হাতে ছেড়েদিন । সানভেলী ট্যুরস এর সাথে থাকুন। কল করুন 01730474756 অথবা 01942559049 এই নাম্বারে. যে কোন দিন যে কোন সময়। আমরা সপ্তাহে ৭ দিনই খোলা ৷

23/04/2021

অনলাইনে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দিতে চান এমন এমন চিকিৎসক গনের দৃষ্টি আকর্ষণ করছি। সেবা মূলক কাজে আগ্রহী চিকিৎসক গন সাড়া দিন।

সাজেক ভ্যালী ভ্রমন- ৮ - ১০ মে ভ্রমন মানেই প্রকৃতিকে উপভোগ করা ৷ তা হোকনা ভেনিস, সুইস লেক, কাপ্তাই লেক কিংবা সাজেক ভ্যালী...
22/03/2021

সাজেক ভ্যালী ভ্রমন- ৮ - ১০ মে
ভ্রমন মানেই প্রকৃতিকে উপভোগ করা ৷ তা হোকনা ভেনিস, সুইস লেক, কাপ্তাই লেক কিংবা সাজেক ভ্যালী । কিন্তু সমস্যা আছে ৷ বলবেন ভ্রমন মানে আনন্দ এর মাঝে আবার সমস্যা কি ! আছে সমস্যা আছেঃ ৷ বাজেট একটা বিরাট সমস্যা ৷ আমরা কম টাকায় চাই মচমচে ভাঁজা ৷ টাকা দিবেন কম আর চাঁদের গাড়ীর আইটেনারীতে বুকিং দিয়া ঐখানে গিয়া সাদাজীপ দেখলেই মন খারাপ, আর রিসোর্টটা একটু ভাল নিলে পারতেন.. কাঠের মাচার উপর বাসা.. টয়লেট টা কেমন জানি, মেনুতে বাঁশ বিরিয়ানী রাখলেন নাহ্ ! ফানুস উড়াইবেন নাহ্ ! টাকা লাগলে বলতেন ! দিতাম !ইত্যাদি, ইত্যাদি ধরনের একটা কথা প্রায়ই শুনতে হয়, অনেকে অনেক সময় অনেকে রেগেযান , কখনো কখনো একটু বাজে মন্তব্যও করেন ৷অনেকেরই জিনিস ভাল চাই কিন্ত দাম টা কম হলে ভাল হতো, আমি কখনোই তাদের সাথে খারাপ আচরন করিনা ৷ যতটা পারি সধ্যমতো চেষ্টা করি আবদার মেটাতে, আর বিনয়ের সাথে বলি আগমীতে আরো ভাল হবে ইনশাআল্লাহ্ ৷ অনেকেই গুডবয় রিভিউ দেন, আমি তৃপ্তিতে,নতশীরে,কৃতজ্ঞতায়,আনন্দে অভিভূত হই ৷আর আমার সতির্থ গ্রুপ ট্যুর অপারেটর বন্ধুদের কথা নাইবা বললাম ৷আনেককে দেখি প্রায় বিনামুল্যে ভ্রমন সেবাদান কেন্দ্র খুলে সাধরন মানুষকে ভ্রমনের নামে কষ্ট দিচ্ছন ৷ তবে মন হয় যারা একটু ভাল মানের ভ্রমন করেন তাদের একটু বুঝেশুনে বিবেচনা করে ভ্রমনে যাওয়া উচিৎ ৷ কারন সাজেকে এখন আর কোন উইকইন্ড নেই ৷ প্রতিদিনই এক একটা উইকইন্ড ৷এইতো কদিন আগেও পকৃতি প্রেমীরা ক’টা দিন নগরের কোলাহল থেকে মুক্তিপেতে সবুজের গালিচা বিছানো পথ ধরে একটু সস্তি পেতে চলে যেতেন সাজেকে৷ যতই দিন যাচছে ততই জনপ্রিয় হয়ে উঠছে সাজেক প্রকৃতিক সৌন্দর্য্যের লীলাভূমি এই বাংলার সৌন্দর্য্য তিলক এই সাজেক ভ্যালী বারবার দেখলেও যেন মন ভরেনা পকৃতি প্রেমীদের ৷ সাজেক ভ্রমন যেন রোলিংকোষ্টারে চড়ে উড়ে গিয়ে মেঘের উপর বাসা ৷
ইতিমধ্যে শতভাগ বিদ্যুতায়িত হয়েছে সাজেক ৷ সন্ধ্যা গড়ালেই কেমন জানি একটা নীলাভ আবহ তৈরী হয় এখানে ৷ প্রকৃতিতে কেন জানি একটা পাতায়া পাতায়া ভাব তৈরী হয়(যদিও পাতায়ার সচ্ছ নীল জল নেই সেখানে)৷ পকৃতি প্রেমীরা এখন গুলিস্তান আর নিউমার্কেট খুজে পান সাজেকে ৷ এসি বাস, সকল খাবার BBQ + Bamboo chicken থাকছে, থাকার জন্য লুসাই কটেজ, গর্ভা, হিমাচল, চন্দ্রাবতী,মেঘকাব্য,সাজেক বিলাস সমমানের কটেজ৷ খাগড়াছড়িতে - আলুটিলাগুহা ও ঝুলন্ত ব্রিজদেখব ৷ খরচ জনপ্রতি ৫৫০০ টাকা । কাপলদের খরচ জনপ্রতি এক হাজার টাকা বাড়বে ৷

সুনীল আকাশ, মনে প্রশান্তি এনে দেওয়া বিস্তৃত নীল দিগন্ত , সৈকতজুড়ে সারি সারি কেয়াবন, ঝাউ আর নারিকেল গাছ, শৈবাল, নুড়ি, পাথ...
07/03/2021

সুনীল আকাশ, মনে প্রশান্তি এনে দেওয়া বিস্তৃত নীল দিগন্ত , সৈকতজুড়ে সারি সারি কেয়াবন, ঝাউ আর নারিকেল গাছ, শৈবাল, নুড়ি, পাথর, ঝিনুক আর প্রবালের ছড়াছড়ি এ যেন এক মায়াবী দ্বীপ সেন্টমার্টিন৷ নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত যেখানে ছুটে যান যান্ত্রীক জীবনে ক্লান্ত প্রকৃতি প্রেমী অগনিত মনে শান্তি খুঁজে ফেরা ভ্রমন পাগল মানুষ, সেখানে যেতে কার না মন চায়? তারপর ফুঁসে উঠবে সাগর, উত্তাল ডেউয়ের তালে ফনা তুলবে বঙ্গোপসাগর । সম্ভবত এটিই হতেপারে এই সিজনের শেষ ট্রিপ ৷ আর তাই একরাত থেকে কি পোষায় ? দুই রাতের জন্য
🏖 ঘুরে আসুন সেন্টমার্টিন থেকে !
📍সেন্টমার্টিনঃ ৬০০০/- টাকা মাত্র।
তারিখঃ ১৮ ই মার্চ।
৩ দিন ৪ রাত।
=========
✅ প্যাকেজে অন্তর্ভুক্তঃ
☑️ যাওয়া আসা নন এসি বাস টিকেট।
☑️ উন্নতমানের হোটেল/কটেজ।(২ রাত সেন্টমার্টিন থাকা)
☑️ প্রতি রুমে চার জন।
☑️ যাত্রাপথের খাবার ছাড়া প্রতি বেলার খাবার ও নাস্তা ।
☑️ জাহাজের টিকেট টেকনাফ - সেন্টমার্টিন-টেকনাফ)।
☑️ ছেড়াদ্বীপ ভ্রমন।
☑️বাসের সিট:- আগে বুকিং আগে সিট।
❎ প্যকেজে যা নেইঃ
✖️যাত্না পথের খাবার।
✖️ যেকোনো ব্যাক্তিগত ওষুধ।
✖️ ব্যাক্তিগত খরচ।
✖️ নির্ধারিত ভ্রমনপথের তুলনায় অতিরিক্ত ঘুরে বেড়নো।
👫 কাপল পলিসিঃ কাপলদের জন্য জনপ্রতি ১০০০ টাকা বাড়বে।
📢 বুকিং পদ্ধতিঃ বুকিং এর জন্য জনপ্রতি ১০০০ টাকা অগ্রীম পাঠিয়ে বুকিং কনফার্ম করতে হবে।
✅ অথবা চাইলে অফিসে এসে সরাসরি বুকিং করতে পারেন।
বুকিং এর জন্য যোগাযোগ করুনঃ
বিকাশঃ-01942559049
নগদঃ-01627399105
SUNVALLEY TOURS
মাহবুব প্লাজা
4/A ইন্দিরা রোড, ফার্মগেট,ঢাকা-১২১৫
মোবাইল:
📞 01730474756
📞 01942559049☑

🛩 পূর্নিমা রাতে সাজেক ভ্রমন।ভ্রমন মানেই হতে হবে আনন্দদায়ক ভ্রমন ৷শুধু শুধু কোথাও ঘুরে আসা নয় আর আমরা জানি আপনার প্রতিটি ...
10/01/2021

🛩 পূর্নিমা রাতে সাজেক ভ্রমন।
ভ্রমন মানেই হতে হবে আনন্দদায়ক ভ্রমন ৷শুধু শুধু কোথাও ঘুরে আসা নয় আর আমরা জানি আপনার প্রতিটি ভ্রমনই হতেহবে আনন্দঘন অনেকদিন মনেরাখার মতো ভ্রমন ৷
⏱ ভ্রমনের তারিখঃ ২৫ ফেব্রুয়ারী
💵 ভ্রমণ খরচঃ ৫৫০০ টাকা মাত্র (জনপ্রতি) (*এসি চেয়ার কোচ)
⏱ ৩ রাত / ২ দিন ( ১ রাত সাজেক থাকা )
👀 যা যা দেখবোঃ
*সাজেক ভ্যালি,*কংলাক পাহাড়,রুইলুই পাড়া
*আলুটিলা গুহা,ঝুলন্ত ব্রিজ সহ আরো অনেক দর্শনীয় যায়গা।
🚌 পরিবহনঃ *এসি চেয়ার কোচ
* চাদের গাড়ী (সাদা জীপ)
💰খরচের মধ্যে অন্তর্ভুক্ত
==============
🚎 ঢাকা-সাজেক- খাগড়াছড়ি-ঢাকা এ/সি বাস।
🍗 প্রতিদিন সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার ।
🏣 লুসাই কটেজ/গ্রান্ড সাজেক/ অথবা নিরিবিলি সমমানের। (প্রতি রুম এ চারজন)
টোল, ট্যাক্স, এন্ট্রি ফি।
🎸🎺 অনুুষ্ঠান আয়োজন।
🍖 বার বি কিউ পার্টি।
📸 ছবি তোলা।
🌹 গিফট।
❌ ভ্রমণ খরচে যা অন্তভুক্ত নয়ঃ
🍛 যাত্রা বিরতির খাবার ।
💷 যে কোন ব্যাক্তিগত খরচ।
💊 ব্যক্তিগত ঔষধ।
* উল্লিখিত ভ্রমণপথের তুলনায় অতিরিক্ত ঘুরে বেড়ানো বা গাড়ির অতিরিক্ত
ব্যবহারের খরচ।
* অন্যান্য।
বিঃদ্রঃ
👩‍❤️‍👨 কাপলদের জন্য ৫০০টাকা বাড়বে জনপ্রতি।
✅ দেরী না করে আজই বুকিং করে ফেলুন আপনার আসনটি!
বুকিং করতে আমাদের ইনবক্স করুন অথবা নিচের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করুন।চাইলে অফিসে এসেও সরাসরি বুকিং করতে পারেন।
বুকিং মানি : 1000tk মাত্র ৷
বুকিং এর শেষ তারিখঃ ১০ ফেব্রুয়ারী।
Sunvalley tours & Travels (MEMBER TOAB)
4/A Indira Road, mahabub plaza(1st floor), farm gate, Dhaka-1215
Cell 📞 +880 1730 47 47 56
📞+880 1942 55 90 49

পাহাড়ের ভাঁজে ভাঁজে অপরূপ বাংলাদেশ ৷বগালেক – বান্দরবান-বান্দরবানে যে কয়েকটি দর্শনীয় স্থান আছে বগালেক(Bagakain Lake/ Bo...
30/12/2020

পাহাড়ের ভাঁজে ভাঁজে অপরূপ বাংলাদেশ ৷
বগালেক – বান্দরবান-বান্দরবানে যে কয়েকটি দর্শনীয় স্থান আছে বগালেক(Bagakain Lake/ Boga Lake) তার মধ্যে অন্যতম। প্রকৃতি তার আপন খেয়ালে এখানে পাহাড়ের উপর জলরাশি সঞ্চার করে তৈরি করেছে এই হ্রদ। সমুদ্র সমতল হতে প্রায় ১৭০০ ফিট উপরে পাহাড় চূড়ায় ১৫ একর জায়গা জুড়ে বিস্তৃত এই অত্যাশ্চর্য হ্রদটি।
বিষয়টি যতটা না অবিশ্বাস্য, যতটা না অলৈাকিক তার চাইতেও বেশী এর সৌন্দর্য। শান্তজলের হ্রদ আকাশের কাছ থেকে একমুঠো নীল নিয়ে নিজেও ধারন করে নিয়েছে সেই বর্ণীল রং। পাহাড়ের চূড়ায় নীল জলের আস্তর নীল আকাশের সাথে মিশে তৈরি করেছে এক প্রাকৃতিক কোলাজ। মুগ্ধ নয়তে দেখতে হয় আকাশ পাহাড় আর জলের মিতালী। প্রকৃতি এখানে ঢেলে দিয়েছে একরাশ সবুজের ছোঁয়া। যেন তুলির আঁচড়ে বগালেকের পুরো জায়গা সেজেছে ক্যানভাসের রঙে আর প্রকৃতি তার আপন খেয়ালে এঁকেছে জলছবি।বগালেক দুই ভাবে সমাদৃত ভ্রমণপিপাসুদের কাছে। বগালেক গন্তব্য হিসেবে যেমন জনপ্রিয় আবার বগালেক পর্বতারোহীদের কাছে অনেকটাই বেস ক্যাম্পের মতো যারা রুমা হয়ে ট্রেকিং রুটগুলোতে যান। বগালেককে অনেকে ড্রাগনলেকও বলে থাকে। বান্দরবন জেলা হতে ৭০ কিলোমিটার দূরে রুমা উপজেলার কেউক্রাডং পাহাড়ের কোল ঘেঁষে অবস্থিত এটি। এই হ্রদটি তিনদিক থেকে পর্বতশৃঙ্গ দ্বারা বেষ্টিত। বগালেকের গড় গভীরতা আনুমানিক ১৫০ ফুটের মত। এটি সম্পূর্ণ আবদ্ধ একটি হ্রদ।
এর আশেপাশে পানির কোন উৎস খুঁজে পাওয়া যায়নি। তবে বগালেক যে উচ্চতায় অবস্থিত তা থেকে ১৫৩ মিটার নিচে একটি ছোট ঝর্ণার উৎস আছে যা বগাছড়া (জ্বালা-মুখ) নামে পরিচিত। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই লেকের পানি প্রতি বছর এপ্রিল থেকে মে মাসে ঘোলাটে হয়ে যায়। আর লেকের সাথে সাথে আশেপাশের নদীর পানিও ঘোলাটে রং ধারণ করে। কারণ হিসেবে অনেকে মনে করেন এর তলদেশে একটি উষ্ণ প্রস্রবণ রয়েছে। এই প্রস্রবণ থেকে পানি বের হওয়ার সময় হ্রদের পানির রঙ বদলে । সকাল, সন্ধ্যা কিংবা রাত, প্রতি বেলাতেই বগালেক নতুন রূপে ধরা দেয়।সকালের উজ্জ্বল আলো যেমন বগালেককে দেয় স্নিগ্ধ সতেজ রূপ, ঠিক তেমনি রাতের বেলায় দেখা যায় ভিন্ন এক মায়াবী হাতছানি।রাতের বগালেক দিনের বগালেক হতে একেবারেই আলাদা। আর যদি রাতটি হয় চাঁদনী রাত তবে এটি হতে পারে আপনার জীবনের সেরা রাতের একটি। সবাই যখন ঘুমিয়ে পড়ে, সেই নির্জন বেলায় বগালেকের পাড়ে বসে জোছনাস্নানের অভিজ্ঞতাই অন্যরকম।
বগালেকের জন্ম ইতিহাস নিয়ে স্থানীয় পাহাড়ি গ্রামগুলোয় একটি মজার লোককথা প্রচলিত আছে, সেটি অনেকটা এরকম – “অনেক অনেক দিন আগে একটি চোঙা আকৃতির পাহাড় ছিল। দুর্গম পাহাড় ঘন অরণ্যে ঢাকা। পাহাড়ের কোলে বাস করত নানা নৃগোষ্ঠীর মানুষ। ম্রো, বম, তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা প্রভৃতি। তো সেই পাহাড়ের নিকটবর্তী গ্রামগুলো থেকে প্রায়ই গবাদিপশু আর ছোট শিশুরা ওই চোঙ্গা আকৃতির পাহাড়টিতে হারিয়ে যেতো! অতিষ্ঠ গ্রামগুলো থেকে সাহসী যুবকদের দল এর কারণ অনুসন্ধানে গিয়ে দেখতে পায়, সেই পাহাড়ের চূড়ার গর্তে এক ভয়ঙ্কর দর্শন বগা বাস করে। বম ভাষায় বগা মানে ড্রাগন। তারা কয়েকজন মিলে ড্রাগনটিকে আক্রমণ করে হত্যা করে ফেলে। ড্রাগনটির মৃত্যুর সাথে সাথে ড্রাগনের গুহা থেকে ভয়ঙ্কর গর্জনের সঙ্গে আগুন বেরিয়ে এসে পুড়ে দেয় আশপাশ। নিমিষেই সেই পাহাড়ের চূড়ায় মনোরম একটি পাহাড়ি লেকের জন্ম হয়”তবে বগালেকের সৃষ্টি রহস্য নিয়ে বাংলাদেশের ভূ-তত্ত্ববিদগণ মনে করেন বগালেক মূলত মৃত আগ্নেয়গিরির জ্বালামুখ।
বগালেক কিভাবে যাবেন বগালেক যেতে অবশ্যই প্রথমে যেতে হবে রুমাবাজার। রুমা বাজার থেকে নতুন করে জিপ/চান্দের গাড়ী রিজার্ভ করে যেতে হবে কমলাবাজার পর্যন্ত। শুকনো মৌসুমে চান্দের গাড়ী বগালেক অবধি পৌঁছায়। রুমাবাজার থেকে ১১ মাইল কিংবা কমলাবাজার পর্যন্ত রাস্তা আপনাকে নিঃসন্দেহে মুফতে রোলার কোস্টারে চড়ার স্বাদ দিবে নিশ্চিত। কমলাবাজারের পাশ থেকেই খাড়া পাহাড় উঠে গেছে আকাশপানে, এটির চূড়াতেই বগালেক।
বগালেকের গাইড রুমা বাজার থেকে গাইড পাবেন। আর্মি ক্যাম্পে গাইডের নামসহ আপনাদের নাম-ঠিকানা লিপিবদ্ধ করতে হবে। রেজিস্টার্ড গাইড ছাড়া আর্মি ক্যাম্প থেকে অনুমতি মিলবে না সামনে আগানোর।
বগালেক কখন যাবেন শুধুই বগালেক দেখতে যাবার জন্য হলে শীতকালে যাওয়া সবচেয়ে ভালো, কষ্ট একেবারেই কম। আর আপনি যদি রোমাঞ্চপ্রিয় হয়ে থাকেন আর পাহাড়ের সত্যিকারের সৌন্দর্য দেখতে চান তবে বর্ষায় কিংবা বর্ষার পরপরই আসুন। বগালেকে একটি আর্মি ক্যাম্প রয়েছে।এখানে পৌছানোর সাথে সাথেই আর্মি ক্যাম্পে রিপোর্ট করতে হয়।
বগালেকের আশেপাশের দর্শনীয় স্থান
কেওক্রাডংএকসময় কেওক্রাডং ছিল দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এর উচ্চতা প্রায় ৩১৭২ ফুট। এটিও রুমা উপজেলায় অবস্থিত। কেওক্রাডং যেতে চাইলে বগালেকে যেতে হবে দার্জিলিং পাড়ায়, দুঘণ্টার মতো লেগে যাবে। দার্জিলিং পাড়া যেতে পথে পড়বে চিংড়ি ঝর্ণা। দার্জিলিং পাড়া থেকে কেওক্রাডং খুব কাছেই। মাত্র ৩০ মিনিট ট্রেকিং করলেই পৌছানো যায় কেওক্রাডং চূড়ায়।

পাহারের ভাঁজে ভাঁজে বাংলাদেশ ।তাজিংডং ভ্রমনের খুটিনাটি:বান্দরবান থেকে থানচি উপজেলার দূরত্ব প্রায় ৭৯ কিলোমিটার। বান্দরবান...
30/12/2020

পাহারের ভাঁজে ভাঁজে বাংলাদেশ ।
তাজিংডং ভ্রমনের খুটিনাটি:
বান্দরবান থেকে থানচি উপজেলার দূরত্ব প্রায় ৭৯ কিলোমিটার। বান্দরবান থেকে থানচি যাওয়া যায় দুইভাবে; বাসে কিংবা রিজার্ভ জীপে। বান্দরবানের থানচি বাস স্ট্যান্ড থেকে এক ঘণ্টা পর পর লোকাল বাস থানচির উদ্দেশ্যে ছেড়ে যায়। সময় লাগবে ৪-৫ ঘন্টা। রিজার্ভ জীপ/চান্দের গাড়িতেও যাওয়া যায় ৷ সেক্ষেত্রে সময় লাগবে ৩-৩.৫ ঘন্টা। এক গাড়িতে ১২-১৪ জন অনায়াসে যাওয়া যায়। থানচি যাওয়ার সময় পথে পরবে মিলনছড়ি, চিম্বুক ও নীলগিরি। থানচি থেকে গাইড নিয়ে হেঁটে শেরকর পাড়া। শেরকর পড়া রাতে থেকে পর দিন ভোরে রওনা দিয়ে চূড়ায় উঠে দুপুরের আগে শেরকর পাড়া ফিরে থানচি আসতে পারবেন। আর যদি চান শেরকর পাড়া থেকে থুইসা পাড়া হয়ে আমিয়াখুম ভেলাখুম দেখে নাফাখুম রেমাক্রি বড় পাথর রাজা পাথর তিন্দু হয়ে থানচি আসতে পারেন।
তাজিংডং যাওয়ার রুট ৷
তাজিংডং রুমায় অবস্থিত হলেও রুমা থেকে যেতে পারবেন না। কারন রুমা থেকে এখন শুধুমাত্র কেওক্রাডং পর্যন্ত যাওয়ার অনুমতি আছে। সর্বোচ্চ যেতে পারলেও জাদিপাই পর্যন্ত যেতে পারবেন। তাই এখন কেউ তাজিংডং সামিট করতে চাইলে তাকে থানচি হয়ে যেতে হবে।
আর সেক্ষেত্রে রুট হবেঃ ঢাকা – বান্দরবন – থানছি – হেডম্যানপাড়া – শেরকরপাড়া – তাজিংডং।

থার্মেক্স গ্রুপের সৌজন্যে বিশিষ্ট শিল্পপতি নাসরিন সুলতানা দিনা কাদির মোল্লা্ এবং জনাব মাহবুবুর রহমান তারেক মোল্লা সাহেবে...
21/12/2020

থার্মেক্স গ্রুপের সৌজন্যে বিশিষ্ট শিল্পপতি নাসরিন সুলতানা দিনা কাদির মোল্লা্ এবং জনাব মাহবুবুর রহমান তারেক মোল্লা সাহেবের উদ্দ্যোগে দুস্থদের মাঝে শীত বস্র বিতরনের লক্ষে নরসিংদীর পাচকান্দি ডিগ্রী কলেজ মাঠে এক বর্ণাঢ্য শিশুমেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা বিভিন্ন খেলাধুলা যাদু প্রদর্শনীসহ পিঠা উৎসবে কলেজের অধ্যাক্ষ সহ এলাকার বহু গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

13/12/2020

We never compromise with our hospitality and entertainment ' Explore your vacation with Dhaka Travellers club.

✅একঘেয়ে শহুরে জীবনে একটু স্বস্তি ফিরিয়ে আনতে পারে একটা সুন্দর ও উপভোগ্য ভ্রমন। তাই সানভ্যালী ট্যুরের সাথে ঘুরে আসতে পারে...
11/12/2020

✅একঘেয়ে শহুরে জীবনে একটু স্বস্তি ফিরিয়ে আনতে পারে একটা সুন্দর ও উপভোগ্য ভ্রমন। তাই সানভ্যালী ট্যুরের সাথে ঘুরে আসতে পারেন রাঙ্গামাটি।

✅ভ্রমন তারিখঃ ১৩-১৪ জানুয়ারী।
✅ভ্রমন সময়ঃ ২ রাত ১ দিন।
✅প্যাকেজ মূল্যঃ ২৭৫০/- টাকা।

✅যা যা দেখবোঃ
📌কাপ্তাই লেক।
📌শুভলং ঝর্ণা
📌ঝুলন্ত ব্রিজ।
📌টুক টুক ইকো ভিলেজ।
📌স্বর্ণমন্দির।
📌আরো কিছু দর্শনীয় স্থান।

✅ভ্রমন খরচে যা যা অন্তর্ভুক্তঃ
📌নন এসি বাস টিকেট (আসা-যাওয়া)
📌টোল,ট্যাক্স,এন্ট্রি ফি।
📌অভিজ্ঞ ট্যুর গাইড।
📌কমপ্লিমেন্টারী ব্রেকফাস্ট।
📌লাঞ্চ ও ডিনার।

✅যা যা থাকছে নাঃ
📌নির্ধারিত পথের অতিরিক্ত কোনো যাত্রা খরচ।
📌ব্যাক্তিগত ওষুধ,যাত্রাপথের খাবার।
📌যেকোনো ব্যাক্তিগত খরচ।

✅বুকিং এর শেষ সময় ৫ নভেম্বর।
✅বুকিং পদ্ধতিঃ নির্ধারিত সময়ের মধ্যে ১০০০ টাকা পরিশোধ করে আপনার আসনটি বুক করতে পারবেন।

📌যোগাযোগঃ
DHAKA TRAVELER'S CLUB
4/A Indira Road, mahabub plaza(1st floor), farm gate, Dhaka-1215
Cell +880 1730 47 47 56
+880 1942 55 90 49
Email: [email protected]

🛩 কম খরচে ঘুরে আসুন সাজেক ভ্যালী। ⏱ ভ্রমনের তারিখঃ 27/28/29 December  💵 ভ্রমণ খরচঃ 4500 টাকা মাত্র (জনপ্রতি) ⏱৩ রাত / ২ ...
07/12/2020

🛩 কম খরচে ঘুরে আসুন সাজেক ভ্যালী।
⏱ ভ্রমনের তারিখঃ 27/28/29 December
💵 ভ্রমণ খরচঃ 4500 টাকা মাত্র (জনপ্রতি)
⏱৩ রাত / ২ দিন
👀যা যা দেখবোঃ
*সাজেক ভ্যালি,*কংলাক পাহাড়,রুইলুই পাড়া
*আলুটিলা গুহা,ঝুলন্ত ব্রিজ সহ আরো অনেক দর্শনীয় যায়গা।
🚌 পরিবহনঃ *নন এসি চেয়ার কোচ
* চাদের গাড়ী (লোকাল জীপ)
💰খরচের মধ্যে অন্তর্ভুক্ত
==============
🚎 ঢাকা-সাজেক- খাগড়াছড়ি-ঢাকা নন এ/সি বাস।
🍗 প্রতিদিন সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার ।
🏣 লুসাই কটেজ/রয়েল সাজেক অথবা নিরিবিলি সমমানের। (প্রতি রুম এ চারজন)
টোল, ট্যাক্স, এন্ট্রি ফি।
🎸🎺 অনুষ্ঠান আয়োজন।
🍖বার বি কিউ পার্টি।
📸 ছবি তোলা।
টি-শার্ট গিফট।
❌ভ্রমণ খরচে যা অন্তভুক্ত নয়ঃ
🍛যাত্রা বিরতির খাবার ।
💷যে কোন ব্যাক্তিগত খরচ।
💊 ব্যক্তিগত ঔষধ।
* উল্লিখিত ভ্রমণপথের তুলনায় অতিরিক্ত ঘুরে বেড়ানো বা গাড়ির অতিরিক্ত ব্যবহারের খরচ।
* অন্যান্য।
বিঃদ্রঃ
👩‍❤️‍👨 কাপলদের জন্য ৫০০টাকা বাড়বে জনপ্রতি।
তো আর দেরী কেন?দেরী না করে আজই বুকিং করে ফেলুন আপনার আসনটি!
বুকিং করতে আমাদের ইনবক্স করুন অথবা নিচের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করুন।চাইলে অফিসে এসেও সরাসরি বুকিং করতে পারেন।
বুকিং এর শেষ তারিখঃ ২০ ডিসেম্বর।
Dhaka Traveler's Club
4/A Indira Road, mahabub plaza(1st floor), farm gate, Dhaka-1215
Cell 📞 +880 1730 47 47 56
Email: [email protected]

Address

4/a Indira Road
Dhaka
1215

Telephone

+8801713032793

Website

Alerts

Be the first to know and let us send you an email when Traveler's Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Traveler's Club:

Share

JOIN DHAKA TRAVELERS CLUB

ঢাকা ট্রাভেলার্স ক্লাব মূলত কিছু মুক্ত মনের পর্যটকদের নিয়ে গঠিত একটি অরাজনৈতিক বন্ধু সংগঠন। যার মাধ্যমে কিছু ভ্রমন পিপাসু মানুষ পাবে বছরের যে কোন সময় কম খরচে ভ্রমনের সুযোগ আর বারো মাসের তেরো পার্বণে একত্রিত হয়ে বিভিন্ন অনুষ্ঠান উজ্জাপনের সুযোগ । ঢাকা ট্রাভেলার্স ক্লাব এর বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহন করতে থাকলে আপনিও পেতে পারেন বছরে ১টি ফ্রী টুরের সুযোগ ।

Click this link to join forms.gle/YUAf2DsN9ZMVpmv7A

✳️ঢাকা ট্রাভেলার্স ক্লাবে কেন যোগ দিবেন!

১। ক্লাবে যোগদান একদম ফ্রি !

Nearby travel agencies