29/04/2023
✅ মেডিকেল পরিবার নতুনত্বে বিশ্বাসী। সেই চিন্তাধারা থেকেই মেডিকেল পরিবারের অনবদ্য সৃষ্টি RBC TRAVEL GROUP। একঘেয়ে মেডিকেল লাইফে কিছুটা প্রাণের সঞ্চার করতে এবং ভ্রমণকে আরো সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় করতে আগামী ৪ঠা মে, বৃহস্পতিবার রাতে মেডিকেল পরিবারের সহযোগী সংগঠন RBC TRAVEL GROUP আয়োজন করেছে সিলেট ট্রিপ মাত্র ২০০০ টাকায়। সিলেট চলুন RBC এর সাথে।।।
♦আজ থেকে সিলেট ট্রিপের বুকিং নেওয়া শুরু হয়েছে, যেতে চাইলে দ্রুত সিট বুকিং করে ফেলুন। ইভেন্টর বিস্তারিত :
🗓️ যাত্রার তারিখ ও সময় : ০৪ মে, বৃহস্পতিবার, রাত ১০:০০টা, রাজধানীর কল্যাণপুর থেকে।
🗓️ফেরার তারিখ- ০৬মে, শনিবার, সকাল ৬টা (ঢাকায়) ।
💰ভ্রমণের খরচঃ জনপ্রতি ১৯৯৯ টাকা মাত্র।
🎯আমাদের এই ট্যুর এ আমরা যা যা দেখবোঃ
✅সাদাপাথর
✅চা বাগান
✅শাহজালাল রঃ এর মাজার
♦ প্যাকেজ যা যা অন্তর্ভুক্ত থাকবে :
★ (ঢাকা - সিলেট) নন এসি বাসে আসা যাওয়া
★ দুইবেলা মানসম্মত খাবার (সকাল ও দুপুর)
★ সাদাপাথর যাওয়া আসা রিজার্ভ ট্রলার
★সিলেট থেকে সাদাপাথর যাওয়ার রিজার্ভ সিএনজি খরচ
★ সকল স্পটের এন্ট্রি খরচ এবং গাইড খরচ এবং যাতায়াত খরচ।
🚫❌প্যাকেজে যা যা অন্তর্ভুক্ত থাকবে না :
♦কোনো প্রকার ব্যাক্তিগত খরচ।
♦উপরে উল্লেখ নেই এমন যেকোনো খরচ।
🎯🌟 খাবার মেনু 👇
✅সকালের নাস্তা : পরোটা, ডিমভাজি, ডাল।
✅দুপুরের খাবার : ভাত+ মাছ/মুরগী+ভর্তা+ডাল।
‼️যা সাথে নেওয়া উচিতঃ
- তোয়ালে, গোসলের জন্যে কাপড়, অন্যান্য কাপড়
- সানগ্লাস, হ্যাট, সানস্ক্রিন ক্রিম
- প্রয়োজনীয় ঔষধ
- ক্যামেরা এবং এর এক্সট্রা ব্যাটারি
- চার্জের জন্য পাওয়ার ব্যাংক।
♦ট্যুর প্ল্যানঃ
✅আগামী ৪ মে রাত ১১ টায় ঢাকার গাবতলী / সায়েদাবাদ থেকে আমাদের বাস সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে।
✅পরদিন সকাল ৬ টায় সিলেট পৌছে সকালের নাস্তা সেড়ে উঠে পড়বো রিজার্ভ করা লেগুনাতে। এরপরে চলে যাবো সরাসরি ভোলাগন্জ সাদাপাথরে। সাদাপাথরের স্বচ্ছ পানিতে ইচ্ছামতো উপভোগ করবো। এখানেই দুপুরের খাবার খাবো। তারপর চলে আসবো মালনীছড়া চা বাগানে।
✅সবকিছু ঘোরা শেষ করে সন্ধ্যায় চলে আসবো মাজার সংলগ্ন এলাকায়। সেখান সবাইকে শহর ঘুরে দেখার জন্য পর্যাপ্ত সময় দিয়ে রাত ১০.৩০ মিনিটে উঠে পড়বো ঢাকাগামী বাসে।
✅সবকিছু ঠিক থাকলে ইনশাআল্লাহ ৬ মে (শনিবার) ভোর ৫ টায় সবাই ঢাকায় থাকবো।
📢⌛কনফার্ম করার ডেডলাইনঃ ০২ মে, ২০২৩ (আসন খালি থাকা সাপেক্ষে)।
✅কনফার্ম করা জন্যে ১০২০ টাকা (অফেরতযোগ্য) পাঠাতে হবে(বিকাশ/রকেট/নগদে)।
⭕ বিকাশ- 01521254599
(পার্সোনাল)
⭕ নগদ-01521254599
(পার্সোনাল)
‼️📢কনফার্ম করার আগে যে বিষয়গুলো অবশ্যই বিবেচনা করতে হবে -
★★ আপনার দ্বারা গ্রুপের কোন মেয়ে মেম্বার হ্যারেইজমেন্টের স্বীকার হলে অথবা এডমিন - মডারেটর বা ট্যুর কমিটির যেকোন কারো সাথে কোন প্রকার খারাপ ব্যবহার করলে সাথে সাথে গ্রুপ থেকে বের করে দেওয়া হবে। এ বিষয়ে পরবর্তীতে কারো কোন সুপারিশ বা আপত্তি চলবে না ।
★★ যে কোনো দূর্ঘটনা বা অপ্রত্যাশিত ঘটনা সকলকে মিলে মোকাবেলা করতে হবে।
★★ বাসে ধূমপান করলে এবং কেউ নেশাজাত কোন দ্রব্য বহন বা সেবন করার চেষ্টা করলে সাথে সাথে তাকে গ্রুপ থেকে বের করে দেয়া হবে।
⬛ বরাবরের মতই মেয়েদের নিরাপত্তার ব্যাপারে অামরা সর্বোচ্চ সতর্ক থাকায়, মেয়েরাও নিশ্চিন্তে যেতে পারেন আমাদের সাথে ।
⚫ যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ট্যুর কমিটির কাছে অর্পিত থাকবে।
কোনো কিছু জানতে ইনবক্স করুন-
মাহমুদুল হাসান সিয়াম(স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ)
https://www.facebook.com/tungsten.saimonsiyam?mibextid=LQQJ4d
☎️📱বুকিং করতে কল করুন -
01521254599