HappyExpress tours & travels

HappyExpress tours & travels Air ticket, visa service, hotel booking ,hajj & omra

https://dbcnews.tv/articles/120035
02/11/2023

https://dbcnews.tv/articles/120035

২০২৪ সালে সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার দু’টি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সাধারণ প্যাকেজের মূল্য ৫ লা....

17/10/2023

নির্বিঘ্নে ওমরাহ পালনে এখন থেকে ওমরাহর যাত্রী ও এজেন্সিগুলোকে পাঁচটি নির্দেশনা মানতে চিঠি পাঠিয়েছে সৌদি আরবের .....

03/10/2023

বাংলাদেশিদের ভিসা ছাড়াই ওমরাহ পালনের সুযোগ দিচ্ছে সৌদি আরব। তবে এ ক্ষেত্রে সাউদিয়া এয়ারলাইন্সে ট্রানজিটের যাত...

03/08/2023
05/07/2023

সৌদি আরবের নতুন নিয়ম অনুযায়ী পুরুষ অভিভাবক (মাহরাম) ছাড়াই নারীরা ওমরাহ পালন করতে পারবেন।

04/07/2023

২০২৪ সালের হজনীতি ঘোষণা করেছে সৌদি আরব। আগামী বছরও বাংলাদেশ থেকে ১ লাখ ২৭১৯৮ জন হজ করতে পারবেন। পাশাপাশি চলতি বছর....

22/06/2023
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল দুবাই-এ পরীক্ষামূলকভাবে জাতীয় পরিচয়পত্র প্রদান...
13/06/2023

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল দুবাই-এ পরীক্ষামূলকভাবে জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রম শুরু হয়েছে। আগ্রহী ব্যক্তিগণ নিন্মবর্ণিত নিয়মাবলী অনুসরণপূর্বক ১৪ জুন ২০২৩ (বুধবার) থেকে জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে পারবেন।

হজের নিয়ম ও প্রকারভেদ'। একদম সহজ ভাষায় লিখিত। একবার পড়লে অনেকটা আয়ত্ত হয়ে যাবে ইনশা আল্লাহ।হজের নিয়ম ও প্রকারভেদ:হজ তিন ...
21/05/2023

হজের নিয়ম ও প্রকারভেদ'। একদম সহজ ভাষায় লিখিত। একবার পড়লে অনেকটা আয়ত্ত হয়ে যাবে ইনশা আল্লাহ।

হজের নিয়ম ও প্রকারভেদ:
হজ তিন প্রকার। ১. তামাত্তু। ২. কিরান। ৩. ইফরাদ। এ তিন প্রকারের মধ্যে যে কোনো একটি করার অবকাশ আছে। তবে মিকাতের ভেতর অবস্থানকারীরা হজে ইফরাদ করবে।

হজে তামাত্তু : মিকাত থেকে শুধু ওমরার ইহরাম বাঁধবে। ওমরার তাওয়াফ এবং সাঈ করবে। মাথা মু-ন করে ইহরাম খুলে ফেলবে। জিলহজ মাসের ৭/৮ তারিখে হজের জন্য ইহরাম বাঁধবে। জিলহজের ৮ তারিখে তালবিয়া পড়তে পড়তে মিনায় গিয়ে ওই আমল করবে, যা হজের ছয় দিনে করা হয়।
হজে কিরান : মিকাত থেকে হজ এবং ওমরার উভয়টা একসঙ্গে ইহরাম বাঁধবে। ওমরার তাওয়াফ এবং সাঈ করবে। আর ইহরাম অবস্থাই থাকবে। মামনুআতে ইহরাম বা ইহরাম অবস্থায় যেসব কাজ করা নিষিদ্ধ, তা থেকে বেঁচে থাকবে। ৮ জিলহজে তালবিয়া পড়তে মিনায় গিয়ে সেই আমল করবে, যা হজের ছয় দিনে উল্লেখ আছে।
হজে ইফরাদ : মিকাতে শুধু হজের ইহরাম বাঁধবে। তাওয়াফে কদুম করবে। ইহরাম অবস্থাই থাকবে। মামনুআতে ইহরাম থেকে বেঁচে থাকবে। ৮ জিলহজে তালবিয়া পড়তে মিনায় গিয়ে সেই আমল করবে, যা হজের ছয় দিনে উল্লেখ আছে।

হজের ছয় দিনের আমল
প্রথম দিন : ৮ জিলহজ। এ দিন মিনায় অবস্থান করে জোহর, আসর, মাগরিব, এশা এবং ৯ জিলহজে ফজর নামাজ আদায় করবে। মিনায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়া আর মিনায় হজের রাত অতিবাহিত করা সুন্নত। যদি কোনো কারণে মিনায় পৌঁছাতে কিছুটা বিলম্ব হয় অথবা যদি নাই পৌঁছে, তাহলে কোনো দম বা অন্য কিছু তার ওপর আবশ্যক হবে না। কিন্তু ইচ্ছাকৃত এমন না করাই শ্রেয়।
দ্বিতীয় দিন : ৯ জিলহজ। সকালেই তালবিয়া পড়তে পড়তে মিনা থেকে আরাফাতের ময়দানের দিকে রওনা দেবে। আরাফায় পৌঁছে জোহর এবং আসর পড়বে। সূর্য অস্ত যাওয়া পর্যন্ত কেবলার দিকে ফিরে বেশি বেশি দোয়া করবে। সূর্য অস্ত যাওয়ার পর তালবিয়া পড়ে আরাফাত থেকে মুজদালিফার দিকে রওনা করবে। মুজদালিফায় এসে মাগরিব আর এশা, এশার ওয়াক্তে একসঙ্গে আদায় করবে। রাত মুজদালিফাতেই অতিবাহিত করবে। মহিলা এবং অসুস্থ লোক অর্ধরাত পর মুজদালিফা থেকে মিনায় যেতে পারবে।
তৃতীয় দিন : ১০ জিলহজ। মুজদালিফায় ফজর পড়ে দোয়া করবে। সূর্য উদিত হওয়ার আগে মিনার জন্য রওনা হয়ে যাবে। কঙ্কর সঙ্গে নিয়ে নেবে। বড় এবং শেষ জামরাতে সাতটি কঙ্কর মারবে। তালবিয়া পড়া বন্ধ করে দেবে। কোরবানি করবে। মাথা মু-ন করবে এবং ইহরাম খুলে ফেলবে। তাওয়াফে জিয়ারত অর্থাৎ হজের তাওয়াফ এবং সাঈ করবে।
চতুর্থ এবং পঞ্চম দিন : ১১ ও ১২ তারিখ জিলহজ। মিনায় অবস্থান করে তিন জামরাতে জাওয়ালের পর সাত সাত কঙ্কর মারবে। কোরবানি, তাওয়াফে জিয়ারত এবং হজের সাঈ ১০ জিলহজে না করে তা ১১-১২ তারিখে দিনে কিংবা রাতে যে কোনো সময় করতে পারবে। আর ১২ তারিখে কঙ্কর মারার পর মিনা থেকে যেতে পারবে।
ষষ্ঠ দিন : ১৩ জিলহজ। যদি কেউ ১২ তারিখে মিনা থেকে রওনা না হয়, তাহলে তিন জামরাতে জাওয়ালের পর কঙ্কর মারবে।

হজ ফরজ হওয়ার শর্ত
১. মুসলমান হওয়া। ২. জ্ঞানসম্পন্ন হওয়া। ৩. বালেগ হওয়া। ৪. স্বাধীন হওয়া। ৫. হজের সময় হওয়া। ৬. মধ্যম ধরনের ব্যয় হিসেবে সফরের ব্যয় বহনের সামর্থ্য থাকা, যদিও হজ পালনকারী মক্কা শরিফে অবস্থান করে। ৭. যারা মক্কা শরিফের বাইরে থাকেন, তাদের জন্য হজ পালনের শর্ত হলো, মালিকানা বা ভাড়া সূত্রে স্বতন্ত্রভাবে একটি বাহন বা অন্য কিছু ব্যবহারের সামর্থ্য থাকা, যেমন আমাদের দেশের হাজীরা বিমান ব্যবহার করে থাকেন। ৮. অমুসলিম দেশে মুসলমান ব্যক্তির ‘হজ ইসলামের একটি রুকন’ এ কথা জানা থাকা।

হজ ওয়াজিব হওয়ার শর্ত
১. সুস্থ থাকা। ২. হজে যাওয়ার বাহ্যিক বাধা না থাকা। ৩. রাস্তা নিরাপদ হওয়া। ৪. মহিলারা নিজ ইদ্দত অবস্থায় না থাকা। ৫. নারীর সঙ্গে একজন মুসলমান আস্থাভাজন, জ্ঞানসম্পন্ন, বালেগ মাহরাম পুরুষ থাকা।
হজের রোকন দুইটি : ১. ইহরাম বাঁধা। ২. মুসলমান হওয়া।

হজের ফরজ : ১. ইহরাম। ২. আরাফায় অবস্থান। ৩. তাওয়াফে জিয়ারত। ৪. অনেক ওলামায়ে কেরাম সাঈ করাও ফরজ বলেছেন।

ওয়াজিব : ১. মিকাত থেকে ইহরাম ছাড়া বের না হওয়া। ২. আরাফার দিনে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করা। ৩. মুজদালিফায় অবস্থান করা। ৪. জামরাতে কঙ্কর মারা। ৫. কোরবানি করা (হজে ইফরাদে ওয়াজিব নয়)। ৬. মাথার চুল মু-ানো বা কাটা। ৭. সাঈ করা। ৮. তাওয়াফে বিদা করা।
হজে কোনো ফরজ যদি ছুটে যায়, তাহলে তার হজ সহি হবে না এবং এর ক্ষতিপূরণ দম দ্বারাও সম্ভব নয়। আর যদি কোনো ওয়াজিব ছুটে যায়, তাহলে হজ আদায় হয়ে যাবে; কিন্তু তার ওপর জাজা ওয়াজিব হবে।

ইহরাম অবস্থায় যে কাজ করা নিষেধ
১. সুগন্ধি ব্যবহার করা। ২. নখ কাটা। ৩. শরীর থেকে পশম কেটে ফেলা বা উপড়িয়ে ফেলা। ৪. সহবাস করা। ৫. চেহারা ঢেকে রাখা। ৬. সেলাইকৃত কাপড় পরিধান করা (শুধু পুরুষের জন্য)। ৭. মাথা ঢেকে রাখা। (পুরুষের জন্য)। বি. দ্র. মিকাত থেকে বাইরে অবস্থানকারী সবাই তাওয়াফে বিদা অবশ্যই করবে। সবশেষ ইসলামের পঞ্চম স্তম্ভ হজ ডেকে আনুক মুসলিম সমাজে ঐক্যের সুর, ঐক্যের সম্মিলন এবং একাত্মতার আহ্বান। হজের মাধ্যমে পরস্পরের মাঝে বিরাজিত হোক সৌহার্দ, সম্প্রীতি ও প্রকৃত মানবতার আন্তরিক সম্পর্ক। বিশ্বে প্রতিষ্ঠিত হোক জাতি, ধর্ম, বর্ণ ভাষা নির্বিশেষে মানবতার অনাবিল শান্তি।

17/05/2023
07/04/2023

এ বছর ৭০% বাংলাদেশি হজযাত্রী জেদ্দা বিমানবন্দর হয়ে যাবেন, বাকি ৩০% যাবেন মদিনা বিমানবন্দর হয়ে।

03/06/2022

আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ !!

উমরাহর ভিসা এখন দারুণ সহজ হয়ে গেলো!!উমরাহ ভিসাকে কিছুটা ট্যুরিস্ট ভিসার আদলে করা হয়েছে।

যাত্রী নিজে নিজেই অনলাইনে আবেদন করতে পারবেন। মাত্র ২৪ ঘন্টার মধ্যেই ভিসা ইস্যু হয়ে যাবে।

তাও আবার কোন এজেন্সির সহযোগিতা ছাড়াই!!

আরো সুখবর আছে।

আগে জিদ্দা, মক্কা আর মদীনা ছাড়া উমরাহ যাত্রীগণ অন্য কোথাও যেতে পারতেন না। এখন সৌদি আরবের যে কোন স্থানই উমরাহর যাত্রীগণের জন্য উন্মুক্ত!

এখানেই শেষ নই।

আগে ইস্যু হতো ১ মাসের ভিসা। এখন ইস্যু হবে ৩ মাসের উমরাহ ভিসা!

মাশা আল্লাহ!

সৌদি আরবের ভিশন ২০৩০।

চলতি হজ্জ মৌসুমে বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৮৫৬ জন ধর্মপ্রাণ মুসলমান পবিত্র হজ্জে যেতে পারবেন,ইনশা’আল্লাহ।
13/04/2022

চলতি হজ্জ মৌসুমে বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৮৫৬ জন ধর্মপ্রাণ মুসলমান পবিত্র হজ্জে যেতে পারবেন,ইনশা’আল্লাহ।

09/04/2022

Domestic & International Air ticket call for Actual Price !
Easy booking, happy traveling !
Mob: 01716923897

28/11/2021

যারা ই-পাসপোর্ট করতে চান তাদের জন্য সম্পূর্ন গাইড লাইনঃ

০১. ই পাসপোর্ট করতে কখনোই কোন অবস্থাতেই কোন দালালের সরনাপন্ন হবেন না। কেনোনা এই ডিজিটাল ব্যপারটায় দালালের কিছুই করাআর নেই। তাই নিজের টা নিজে করুন।

০২. আপনারা নিজের টা অবশ্যই নিজে পারবেন। আপনার পরিবারেরটাও আপনি পারবেন।

০৩. এম আর পি থেকে ই পাসপোর্ট করা আর নতুন ভাবে ই পাসপোর্ট করার ফর্মালিটি একই। এম আর পি পাসপোর্ট থাকলে শুধু এর ডাটা গুলো ভুল না করে সঠিক ভাবে নতুন আবেদনে উল্লেক্ষ করুন।

০৪. একটা বিষয় মাথায় রাখবেন ই পাসপোর্ট করতে যে সাপরটিং পেপার লাগে তা অবশ্যই আবেদনের পূর্বেই নিজের কাছে সংগ্রহে রাখুন, জেনো কোন অবস্থাতেই আপনার আবেদিন টা পরিপূর্ণ করতে কোন রকম ঝামেলায় পড়তে না হয়।

★কি কি ডকুমেন্ট লাগবে?

(ক) আপনার বয়স যদি ১৮ থেকে ২০বছরের মাঝে হয়, তবে NID অথবা ১৭ ডিজিটের ভেরিফাইড Birth Certificate. আর ২০ বছরের উপর হলে অবশ্যই NID লাগবে।
(খ) পুরাতন পাসপোর্ট থাকলে তার যে পেইজে ডাটা রয়েছে সেই পাতাটির ফটোকপি।
(গ) যারা বিবাহিত তাদের কাবিন নামার কপি।
(ঘ) ১৮ বছরের নিচে হলে বাবা মা এর NID এর কপি।
(অ) ৬ বছর পর্যন্ত বাচ্চাদের ক্ষেত্রে গ্রে বেকগ্রাউন্ডের উপর পাসপোর্ট সাইজের ২ কপি ছবি।
(আ) ১৫ বছরের নিচের বাচ্চাদের জন্য তাদের বাবা মা এর পাসপোর্ট সাইজের ছবি।
ই পাসপোর্টের জন্য এই সব কাগজের কোন কিছুই সত্যায়িত করার প্রয়োজন নেই।
তবে যেদিন এপয়েন্টমেন্ট তারিখে আপনারা পাসপোর্ট অফিসে যাবেন সেদিন এই সকল কপির মুল সেট টি অবশ্যই সাথে নিয়তে হবে।

★এবার আসি আবেদনের ব্যপারে।

০১. প্রথমেই একটি বৈধ ই মেইল আইডি থেকে epassport.gov.bd এই ঠিকানায় গিয়ে নির্দেশনা মোতাবেক আপনার একটা account খুলুন। একাউন্ট খুলতে আপনার একটা সচল বৈধ মোবাইল নাম্বার ব্যবহার করুন যা সব সময় আপনার নিজের কাছে থাকবে।account খোলার সময় একটা password use করতে হবে । তা যত্ন সহ সংরক্ষন করুন।
০২. আপনার একটা account থেকেই আপনি আপনার নিজের ও আপনার পরিবারের সদস্যদের জন্য আবেদন করতে পারবেন।
০৩. এবার আপনার আবেদন গুলো নির্ভয়ে আস্তে আস্তে সময় নিয়ে (প্রয়োজন হলে দুই তিন দিন ) পুরন করুন। এটা পুরন করতে গিয়ে প্রতিটা ষ্টেপে "Save and Continue" নির্ভয়ে চাপুন আর পরবর্তী ধাপে এগিয়ে যান। কেননা এখানে ভুল হলেও আপনি তা শুদ্ধ করার সুযোগ পাবেন। এভাবে একে একে আপনার সব গুলো আবেদন পত্র গুলো পুরন করুন। একটা বিষয় খেয়াল রাখবেন আবেদন পত্র পুরনের শেষ ধাপে "Confirm and Submit" অপশন আসবে। এই খানে ক্লিক করার আগে আপনি এতক্ষন যা পুরন করেছেন তা দারি কমা সহ পুঙ্খানুপুঙ্খ ভাবে চেক করে নিন। প্রয়োজন হলে এই ড্রাফটের একটা কপি প্রিন্ট করে নিয়ে ভালো ভাবে এর ইনফরমেশন গুলো যচাই করে নিন। আপনি এই অবস্থায় আপনার কম্পিউটার থেকে বেরিয়ে গেলেও অসুবিধা নেই । আপনার এতোক্ষন কাজের সব কিছুই সেইভ হয়ে থাকবে।
সব কিছু ঠিক থাকলে "Confirm and Submit" বাটনে ক্লিক করুন। ব্যাস আপনার আবেদন এর কাজ শেষ।

https://www.facebook.com/144684786165749/posts/654651738502382/?sfnsn=mo
23/09/2020

https://www.facebook.com/144684786165749/posts/654651738502382/?sfnsn=mo

চারটি ধাপে ওমরাহ হজ করার সুযোগ উন্মুক্ত করছে সৌদি আরব। প্রথমে সৌদি নাগরিকরা সুযোগ পাবেন, পরবর্তীতে বিদেশিরা। হজে...

10/07/2020

If Domestic & International Air ticket call for Actual Price !
Easy booking, happy traveling !

Address

Dhaka
1209)

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 10:00 - 23:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801716923897

Website

Alerts

Be the first to know and let us send you an email when HappyExpress tours & travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HappyExpress tours & travels:

Share

Category



You may also like