ভ্রমণ খোর ট্রাভেল এন্ড ট্যুর

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • ভ্রমণ খোর ট্রাভেল এন্ড ট্যুর

ভ্রমণ খোর ট্রাভেল এন্ড ট্যুর Weekend Travel & Tours promises low-cost travel
Take a tour and see the creation of Allah
From Week
(2)

28/10/2023

৩৬০০ টাকায় সাজেক ভ্রমণ..Students package 🔥 তাও আবার ( প্যারাডাইস রিসোর্টে 😳😳🔥)
আর তা সকল প্রিমিয়াম সেবা সম্পূর্ণ এবং সকল হিডেন চার্জ মুক্ত.😱😱
➡️ আগামী ২৯ অক্টোবর রোজ (রবিবার রাতে) ভ্রমণ খোর ট্রাভেল যাচ্ছে সাজেক ভ্যালি ভ্রমণে ।
যদিও স্টুডেন্ট ট্যুর, তবুও আপনারা যে কেউ জয়েন করতে পারেন আমাদের এই ট্যুরে। আপনার আসন কনফার্ম করার আগে অবশ্যই ইভেন্টের বিস্তারিত ভালো ভাবে পড়ে নিন।

➡️ ভ্রমণের তারিখঃ ২৯ অক্টোবর রোজ (রবিবার ) রাত ১০ টায়।
➡️ভ্রমণের সময় ৩ রাত ২ দিন।
➡️ ইভেন্ট ফী জনপ্রতি ৩৬০০/= টাকা
(একরুমে ৪জন)
➡️ আসন সংখ্যা ৩৬/৪০
➡️ কাপল প্যাকেজ ৮০০০/-(দু'জন)/=(কাপল রুম)
➡️ স্পেশাল ফিচার ( ব্যাম্বু চিকেন)

➡️ বুকিং এর নিয়মাবলী:
যেতে চাইলে আসন ফিলাপ হওয়ার আগে ১৫৩০/= টাকা অগ্রিম দিয়ে আপনার আসনটি কনফার্ম করুন। কারণ বুকিংয়ের ডেট অনুযায়ী সব হয়, আসন পূর্ণ হয়ে গেলে আমরা ইভেন্ট ক্লোজ করে দিবো সেটা যেকোন তারিখেই হতে পারে। বাসের সিট বন্টনের ক্ষেত্রে যে আগে কনফার্ম করবে তাকে আগে সিট দেওয়া হবে ইনশাআল্লাহ ।
বিকাশ অথবা ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে আপনারা বুকিং করতে পারেন। এমনকি আমাদের সাথে দেখা করেও বুকিং করতে পারেন।
(ঠিকানা)মতিঝিল আরামবাগ গাউছে পাক ভবন ৩ তলা ঢাকা ১০০০
018555553162
01643348397

➡️ভ্রমণের স্থানঃ
🔹 সাজেক
🔹 খাগড়াছড়ি
🔹 রুইলুই পাড়া
🔹 কংলাক পাহাড়
🔹 হেলিপ্যাড
🔹 রিসাং ঝর্ণা (সময় থাকলে)
🔹 ঝুলন্ত ব্রিজ
🔹 আলুটিলা গুহা
🔹 খাগড়াছড়ি জেলা পরিষদ পার্ক
🔹 দীঘিনালা বাজার

🔊 =========বিবরণ======

➡️এবার চলুন ভ্রমণ বিস্তারিত জেনে আসি।
➡️ ২৯ অক্টোবর রাতে রোজ (রবিবার ) সায়দাবাদ থেকে রাত ১০ টায় খাগড়াছড়ির উদ্দেশ্যে আমারা যাত্রা শুরু করবো ।

➡৩০ অক্টোবর রোজ সমবার সকালে খাগড়াছরি নেমে ফ্রেশ হয়ে নাস্তা করে রিজার্ভ চান্দের গাড়ীতে চলে যাব দীঘিনালা আর্মি স্কোয়াটে।সেখানে সকলের নাম এন্ট্রি করে সকাল ১০ টার স্কোয়াডে পাহাড়ের উচু নিচু পথ ধরে প্রকৃতির নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে করতে বেলা ১২ টায় আমরা পৌঁছে যাব মেঘের রাজ্য সাজেক ভ্যালিতে । সাজেক পৌঁছে আমরা চলে যাব আমাদের রিসোর্টে । রিসোর্টে গিয়ে গোসল করে দুপুরের লাঞ্চ করে নিব।
লাঞ্চ শেষে একটু বিশ্রাম নিয়ে বিকেল বেলায় চলে যাব হেলিপ্যাডে সেখানে সূর্যাস্ত দেখব । রাতে খাবার শেষে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো।

➡️ ৩১ অক্টোবর রোজ মঙ্গলবার

ভোরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হ্যালিপেডে সূর্যোদয় দেখে চাঁদের গাড়িতে করে চলে যাব কংলাক পাহাড়ে সেখান থেকে ৯ টার মধ্যে কটেজে ফিরে আসব। কটেজে এসে ফ্রেশ হয়ে ব্যাগ প্যাক গুছিয়ে নাস্তা সেরে নিবো। নাস্তা শেষে চান্দের গাড়ীতে করে আমরা সকাল ১০ টার স্কোয়াডে সাজেক ত্যাক করব। দুপুর ১ টায় আমরা খাগড়াছড়ি পৌঁছাবো। খাগড়াছরিতে নামাজ পড়ে দুপুরের খাবার শেষ করে আলুটিলা গুহা, আর রিসাং ঝর্না ঘুরে বিকালের মধ্যে আমরা চলে আসবো খাগড়াছড়ি জেলা পরিষদ পার্কে। সেখানে ঝুলন্ত ব্রিজ ও পুরো পার্ক ঘুরে দেখব। সন্ধ্যার পর খাগড়াছড়ি ফিরে গিয়ে রাতের খাবার শেষ করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবো ইনশাআল্লাহ।

➡️ খাবার মেনু প্রথম দিন:
🔹 সকাল: -পরোটা+ডাল+ভাজি+ডিম।+ পানি
🔹 দুপুর- ভাত+ভর্তা+সবজি+ডাল+সালাত+মিনারেল„
মুরগি..
🥣 রাত বেম্বু চিকেন (পাহাড়ি তরকারি) পরটা, মিনারেল ইত্যাদী..

➡️ খাবার মেনু দ্বিতীয় দিন:
🔹সকাল-ডিম খিচুড়ি চাটনি+সালাত+মিনারেল ওয়াটার।
🔹দুপুর-ভাত+ভর্তা+ভাজি+মুরগি+ডাল+সালাত।
রাতে -ভাত- ডিম+ সবজি- ডাল ইত্যাদি

❤️এই প্যাকেজে যা যা থাকছেঃ❤️

🔹ঢাকা+সাজেক+ঢাকা নন এসি চেয়ার কোচ বাসে যাওয়া আশা
➡️ বাস হিনো 1j ভাল মানের যেকোনো একটা তে..
🔹দুই দিনে মোট ৫ বেলা খাবার
🔹 সাজেকে এক রাত কটেজে থাকা (প্যারাডাইস রিসোর্ট 😳😳😳)
এক রুমে ৪ জন, ২ টা বড় বেড থাকবে আরামসে ৪ জন ঘুমানো যাবে।
🔹 সাজেক যাওয়া আসা রিজার্ভ চান্দের গাড়ি।
🔹 সাজেক এন্ট্রি ফি
🔹 খাগড়াছড়ি জেলা পরিষদ পার্ক ফি।
🔹 আলুটিলা গুহা এন্ট্রি ফি।

🟥এই প্যাকেজে যা যা নেই🟥
🔹নিজের ব্যক্তিগত খরচ।
🔹যাওয়া ও আসার সময় হাইওয়ে রেষ্টুরেন্টে খাবার খরচ।
🛑 আসারদিন রাতের খাবার।

➡️ সাথে কিছু কিছু জিনিস রাখা বাঞ্ছনীয়:
🔹সানগ্লাস, ক্যাপ
🔹 ক্যামেরা (ছবি তোলার জন্য)
🔹 প্রয়োজনীয় কাপড়, লুঙ্গী/ গামছা (গোসল এর জন্য)
🔹 পানির বোতল
🔹গ্লুকোজ/ স্যালাইন
🔹 ভ্রমণের উপযোগী হাল্কা জুতা বা স্যান্ডেল
🔹প্রয়োজনীয় ঔষধপত্র
🔹ওডোমস ক্রিম
🔹পাওয়ার ব্যাংক
🔹মনে রাখবেন (ব্যাগ/প্যাক) যত হালকা হবে আপনার ভমন ততটাই সহজ ও আনন্দদায়ক হবে।

আমাদের গ্রুপ লিংক ঃ https://www.facebook.com/groups/BPL20T/?ref=share_group_link

➡️কিছু নিয়মাবলীঃ
🔹যেহেতু এটা একটা গ্রুপ টুর সে ক্ষেত্রে সকল পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার মানসিকতা থাকতে হবে।

মাত্র ৩৬০০ টাকা 😳😳 মিস করবেন না গেলে কিন্ত😒বুকিং প্রায় শেষ দিকে
20/10/2023

মাত্র ৩৬০০ টাকা 😳😳 মিস করবেন না গেলে কিন্ত😒
বুকিং প্রায় শেষ দিকে

19/10/2023

মাত্র ৩৬০০ টাকায় সাজেক ট্যুর
তাও আবার সব খরচ এর মধ্যে😳
৩ রাত দিনের ট্যুরে যেতে চাইলে মেসেজ করুন

04/01/2023

মাত্র ২৫৯৯ টাকায় কক্সবাজার ট্যুরে বুকিং চলছে
৩ রাত ২ দিন ইভেন্টে

যারা ওয়েদার ডিমান্ড এর কথা বলে খিচুড়ি ছবি ফেসবুকে পোস্ট করছেন ও বিভিন্ন রোমান্টিক পোস্ট করছেন।একটা বার ভেবেছেন এই সময়ে উ...
24/10/2022

যারা ওয়েদার ডিমান্ড এর কথা বলে খিচুড়ি ছবি ফেসবুকে পোস্ট করছেন ও বিভিন্ন রোমান্টিক পোস্ট করছেন।
একটা বার ভেবেছেন এই সময়ে উপকূলীয় এলাকার মানুষ,সেন্টমাটিন এর মানুষ একটু বাচার জন্য আল্লাহ কাছে হাত তোলে দোয়া চাচ্ছে,নিরাপদ আশ্রয়ের খুজে আশে পাশে দৌড়াচ্ছে😭😭
হয়তো আমরা এখনো ছাদের নিচে নিরাপদ আছি কিন্তু তাদের কস্টের মুহূর্তে যদি আমাদের খারাপ না লাগে আমরা কিভাবে একি দেশের নাগরিক হয়
দিন শেষে সবাই ভাই ভাই বলি।
আসুন সবাই তাদের জন্য দোয়া করি যেন আল্লাহ তাদের কে রক্ষা করে।
কিছু ভুল বললে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন🙏🙏🙏

22/10/2022

💥 মাত্র ২৬৯৯/-টাকায় ঘুরে আসুন কক্সবাজার সমুদ্র সৈকত থেকে -ভ্রমণ খোর ট্রাভেল গ্রুপ এর সাথে- (৩ রাত ২ দিন) এর ট্যুরে কোন প্রকার হিডেন চার্জ ছাড়াই 😲

🌻 যাত্রার তারিখ:
১০ নভেম্বর ,২০২২ বৃহঃবার
রাত ১০ঃ০০ (ঢাকাথেকে)

🌻 ফেরার তারিখঃ ১২ নভেম্বর ২০২২,শনিবার রাত ১০ঃ৩০ টায় (কক্সবাজার থেকে)।

💷💷 ভ্রমণ খরচঃ ২৬৯৯/- টাকা প্রতি জন।💷💷
কাপল ৬০০০ /-জনপ্রতি।
বাচ্চাদের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে ফি নেওয়া হবে।

🌻🌻 কনফার্ম করার জন্য জনপ্রতি ১৫৩০/- টাকা কনফার্মেশন মানি জমা দিতে হবে (অফেরতযোগ্য)

অনুগ্রহ করে ইভেন্ট ডিটেইলস ভালো করে পড়ে, তারপর ডিসিশন নিন যাবেন কিনা। আপনার উত্তর যদি হয় হ্যাঁ তাহলে দ্রত কনফার্মেশন মানি জমা দিয়ে আপনার আসন নিশ্চিত করুন। মনে রাখবেন বুকিং অনুযায়ী বাসের আসন বণ্টন হয়ে থাকে।

🌻🌻বুকিং মানি জমা দেয়ার পদ্ধতিঃ নগদ,রকেট বা বিকাশে করা যাবে

📞📞 যোগাযোগ :
রাকিব ঃ 01855553162(bkash/ Nagad)

🚎🚎 বাসের আসন বণ্টনের ক্ষেত্রে মহিলা ও সিনিয়র দেরকে অগ্রাধিকার দিয়ে বাকি আসন বুকিং ভিত্তিতে দেয়া হয়।

❑ কনফার্ম করার ডেডলাইন: আসন ফাঁকা থাকা পর্যন্ত বুকিং কনফার্ম করা যাবে।
❑ ছেলে, মেয়ে, কাপল, ফেমিলি সহ সকল ধরণের মানুষ অংশগ্রহণ করতে পারবেন আমাদের এই ট্যুরে।
এটা একটি প্রিমিয়াম ইভেন্ট। তাই দয়া করে কেউ নরমাল ইভেন্ট এর সাথে মিলাবেন না।

❑ দর্শনীয় স্থান সমুহঃ

◙ লাবনী বিচ
◙ সুগন্ধা বিচ
◙ কলাতলী বিচ
◙ বার্মিজ মার্কেট
◙ হিমছড়ি
◙ ইনানি
◙ মেরিন ড্রাইভ রোড

❑ ভ্রমণের সম্ভাব্য বর্ণনাঃ

প্রথম দিনঃ ১০ তারিখ রাত ০৯.০০ টায় কক্সবাজারের উদ্দেশে রিজার্ভ বাসে যাত্রা শুরু।

দ্বিতীয় দিনঃ সকালে কক্সবাজার নেমে হোটেলে চেক ইন করে সবাই ফ্রেশ হয়ে নাস্তা করে চলে যাবো সমুদ্রের জলরাশিতে নিজেকে ভিজাতে, সকালের সমুদ্রে গোসল করে লাফালাফি করে ফটোসেশন করে সেখান থেকে চলে যাবো আমরা ফ্রেশ হতে।ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে হোটেলে রেস্ট নিবো। তারপরে বিকেলে আবার আমরা হোটেল থেকে সমুদ্রের বিচে যাবো। সূর্যওয়াস্ত দেখবো। নিজেদের মতো সময় কাটাবো। রাতে বিচের পাশেই গানের আড্ডা জম্বে।আড্ডা শেষ এ রাতের খাবার খেয়ে যার যার রুমে চলে যাবো।
তৃতীয় দিনঃ ভোরে গুম থেকে উটেই ফ্রেশ হয়ে চলে যাবো বিচে। ফটোশুট করবো তারপরে সকালের নাস্তা করে নিজেদের মতো সময় কাটাবো। দুপুরে আমরা সবাই
চলে যাবো ইনানি এবং হিমছড়ি। হিমছড়ি, ।সেখানে ঘুরাঘুরি করে ইনানি বিচে সূর্য ডোবা দেখে আবার চলে আসবো কলাতলী, তারপর যে যার মতো ঘুরাঘুরি এবং কেনাকাটা শেষ করে রাতের খাবার খেয়ে রাত ১০.৩০ রওনা দিবো ঢাকার উদ্দেশ্যে। সাথে থাকবে সুন্দর কিছু স্মৃতি। ইনশাআল্লাহ ১৩ নভেম্বর রবিবার আমরা ভোর ৬ টার মধ্যে ঢাকা থাকবো।

❑ ৫ বেলা খাবার মেনুঃ

🍝সকালে- পরোটা, ডিম,ডালভাজি/ভুনা খিচুড়ি।
🍛 দুপুরে- ভাত,ভর্তা,সবজী, মুরগি/সামুদ্রিক মাছ।
🍗রাতে গরুর মাংস বা সামুদ্রিক মাছ বারবিকিউ থাকবে বা মোরগ পোলাও

❑ যা যা থাকছে এর মধ্যেঃ

◙ ঢাকা -কক্সবাজার-ঢাকা নন এসি ভালো মানের চেয়ার কোচ বাস।
◙ মানসম্মত মুল ৫ বেলা খাবার
◙ উন্নত মানের হোটেল
◙ হির এন্ট্রি ফী।
◙ সার্বক্ষণিক অভিজ্ঞ গাইড।
⭐ ইনানী হিমছড়ি যাতায়াত খরচ

❑ যা থাকছে নাঃ

❌প্যকেজে উল্লেখ নাই এমন কোনো খরচ।
❌কোনো ব্যক্তিগত খরচ।

❑ কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো অবশ্যই বিবেচনা করতে হবেঃ

★★ ভ্রমণে গিয়ে কারণে অকারনে খুঁতখুঁত করলে, সবসময় ঘ্যানঘ্যাননি করলে বা টিম ম্যানেজমেন্টের দোষ-গুন খুঁজে বের করতে চাইলে দয়া করে আপনি আমাদের সঙ্গে আসবেন না। আমরা শুধু তাদেরই আমাদের সঙ্গে নিব যাদের সহযোগিতামূলক মনোভাব আছে ও ভালো-মন্দে, সুখে-দুঃখে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা রাখে।

🚫🚫 আপনার দ্বারা গ্রুপের কোন মেয়ে মেম্বার হ্যারেইজমেন্ট এর স্বীকার হলে আপনাকে গ্রুপ থেকে বের করে দেওয়া হবে।

🚭🚭বাসে কেউ নেশাজাত কোন দ্রব্য বহন বা সেবন করার চেষ্টা করলে সাথে সাথে তাকে ফায়ার করে দেয়া হবে।

ইভেন্টের বিস্তারিত পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

➡️বাংলাদেশের যে কোন প্রান্তে অল্প টাকায় ট্যুর করতে আমরা অঙ্গীকারবদ্ধ। আপনাদের টাকা আর আমাদের শ্রম কোনটাই বিফলে যাবে না ইনশাআল্লাহ।

⭕যোগাযোগ :
রাকিবঃ 01855553162

⭕ভ্রমন সংক্রান্ত তথ্য ও সেবা পেতে যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ ও পেজে ।

পেজ লিংক: https://www.facebook.com/Vromankhor

💥 মাত্র ২৬৯৯/-টাকায় ঘুরে আসুন কক্সবাজার সমুদ্র সৈকত থেকে -ভ্রমণ খোর ট্রাভেল গ্রুপ এর  সাথে- (৩ রাত ২ দিন) এর ট্যুরে  কোন...
15/10/2022

💥 মাত্র ২৬৯৯/-টাকায় ঘুরে আসুন কক্সবাজার সমুদ্র সৈকত থেকে -ভ্রমণ খোর ট্রাভেল গ্রুপ এর সাথে- (৩ রাত ২ দিন) এর ট্যুরে কোন প্রকার হিডেন চার্জ ছাড়াই 😲

🌻 যাত্রার তারিখ:
১০ নভেম্বর ,২০২২ বৃহঃবার
রাত ১০ঃ০০ (ঢাকাথেকে)

🌻 ফেরার তারিখঃ ১২ নভেম্বর ২০২২,শনিবার রাত ১০ঃ৩০ টায় (কক্সবাজার থেকে)।

💷💷 ভ্রমণ খরচঃ ২৬৯৯/- টাকা প্রতি জন।💷💷
কাপল ৬০০০ /-জনপ্রতি।
বাচ্চাদের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে ফি নেওয়া হবে।

🌻🌻 কনফার্ম করার জন্য জনপ্রতি ১৫৩০/- টাকা কনফার্মেশন মানি জমা দিতে হবে (অফেরতযোগ্য)

অনুগ্রহ করে ইভেন্ট ডিটেইলস ভালো করে পড়ে, তারপর ডিসিশন নিন যাবেন কিনা। আপনার উত্তর যদি হয় হ্যাঁ তাহলে দ্রত কনফার্মেশন মানি জমা দিয়ে আপনার আসন নিশ্চিত করুন। মনে রাখবেন বুকিং অনুযায়ী বাসের আসন বণ্টন হয়ে থাকে।

🌻🌻বুকিং মানি জমা দেয়ার পদ্ধতিঃ নগদ,রকেট বা বিকাশে করা যাবে

📞📞 যোগাযোগ :
রাকিব ঃ 01855553162(bkash/ Nagad)

🚎🚎 বাসের আসন বণ্টনের ক্ষেত্রে মহিলা ও সিনিয়র দেরকে অগ্রাধিকার দিয়ে বাকি আসন বুকিং ভিত্তিতে দেয়া হয়।

❑ কনফার্ম করার ডেডলাইন: আসন ফাঁকা থাকা পর্যন্ত বুকিং কনফার্ম করা যাবে।
❑ ছেলে, মেয়ে, কাপল, ফেমিলি সহ সকল ধরণের মানুষ অংশগ্রহণ করতে পারবেন আমাদের এই ট্যুরে।
এটা একটি প্রিমিয়াম ইভেন্ট। তাই দয়া করে কেউ নরমাল ইভেন্ট এর সাথে মিলাবেন না।

❑ দর্শনীয় স্থান সমুহঃ

◙ লাবনী বিচ
◙ সুগন্ধা বিচ
◙ কলাতলী বিচ
◙ বার্মিজ মার্কেট
◙ হিমছড়ি
◙ ইনানি
◙ মেরিন ড্রাইভ রোড

❑ ভ্রমণের সম্ভাব্য বর্ণনাঃ

প্রথম দিনঃ ১০ তারিখ রাত ০৯.০০ টায় কক্সবাজারের উদ্দেশে রিজার্ভ বাসে যাত্রা শুরু।

দ্বিতীয় দিনঃ সকালে কক্সবাজার নেমে হোটেলে চেক ইন করে সবাই ফ্রেশ হয়ে নাস্তা করে চলে যাবো সমুদ্রের জলরাশিতে নিজেকে ভিজাতে, সকালের সমুদ্রে গোসল করে লাফালাফি করে ফটোসেশন করে সেখান থেকে চলে যাবো আমরা ফ্রেশ হতে।ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে হোটেলে রেস্ট নিবো। তারপরে বিকেলে আবার আমরা হোটেল থেকে সমুদ্রের বিচে যাবো। সূর্যওয়াস্ত দেখবো। নিজেদের মতো সময় কাটাবো। রাতে বিচের পাশেই গানের আড্ডা জম্বে।আড্ডা শেষ এ রাতের খাবার খেয়ে যার যার রুমে চলে যাবো।
তৃতীয় দিনঃ ভোরে গুম থেকে উটেই ফ্রেশ হয়ে চলে যাবো বিচে। ফটোশুট করবো তারপরে সকালের নাস্তা করে নিজেদের মতো সময় কাটাবো। দুপুরে আমরা সবাই
চলে যাবো ইনানি এবং হিমছড়ি। হিমছড়ি, ।সেখানে ঘুরাঘুরি করে ইনানি বিচে সূর্য ডোবা দেখে আবার চলে আসবো কলাতলী, তারপর যে যার মতো ঘুরাঘুরি এবং কেনাকাটা শেষ করে রাতের খাবার খেয়ে রাত ১০.৩০ রওনা দিবো ঢাকার উদ্দেশ্যে। সাথে থাকবে সুন্দর কিছু স্মৃতি। ইনশাআল্লাহ ১৩ নভেম্বর রবিবার আমরা ভোর ৬ টার মধ্যে ঢাকা থাকবো।

❑ ৫ বেলা খাবার মেনুঃ

🍝সকালে- পরোটা, ডিম,ডালভাজি/ভুনা খিচুড়ি।
🍛 দুপুরে- ভাত,ভর্তা,সবজী, মুরগি/সামুদ্রিক মাছ।
🍗রাতে গরুর মাংস বা সামুদ্রিক মাছ বারবিকিউ থাকবে বা মোরগ পোলাও

❑ যা যা থাকছে এর মধ্যেঃ

◙ ঢাকা -কক্সবাজার-ঢাকা নন এসি ভালো মানের চেয়ার কোচ বাস।
◙ মানসম্মত মুল ৫ বেলা খাবার
◙ উন্নত মানের হোটেল
◙ হির এন্ট্রি ফী।
◙ সার্বক্ষণিক অভিজ্ঞ গাইড।
⭐ ইনানী হিমছড়ি যাতায়াত খরচ

❑ যা থাকছে নাঃ

❌প্যকেজে উল্লেখ নাই এমন কোনো খরচ।
❌কোনো ব্যক্তিগত খরচ।

❑ কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো অবশ্যই বিবেচনা করতে হবেঃ

★★ ভ্রমণে গিয়ে কারণে অকারনে খুঁতখুঁত করলে, সবসময় ঘ্যানঘ্যাননি করলে বা টিম ম্যানেজমেন্টের দোষ-গুন খুঁজে বের করতে চাইলে দয়া করে আপনি আমাদের সঙ্গে আসবেন না। আমরা শুধু তাদেরই আমাদের সঙ্গে নিব যাদের সহযোগিতামূলক মনোভাব আছে ও ভালো-মন্দে, সুখে-দুঃখে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা রাখে।

🚫🚫 আপনার দ্বারা গ্রুপের কোন মেয়ে মেম্বার হ্যারেইজমেন্ট এর স্বীকার হলে আপনাকে গ্রুপ থেকে বের করে দেওয়া হবে।

🚭🚭বাসে কেউ নেশাজাত কোন দ্রব্য বহন বা সেবন করার চেষ্টা করলে সাথে সাথে তাকে ফায়ার করে দেয়া হবে।

ইভেন্টের বিস্তারিত পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

➡️বাংলাদেশের যে কোন প্রান্তে অল্প টাকায় ট্যুর করতে আমরা অঙ্গীকারবদ্ধ। আপনাদের টাকা আর আমাদের শ্রম কোনটাই বিফলে যাবে না ইনশাআল্লাহ।

⭕যোগাযোগ :
রাকিবঃ 01855553162

⭕ভ্রমন সংক্রান্ত তথ্য ও সেবা পেতে যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ ও পেজে ।

পেজ লিংক: https://www.facebook.com/Vromankhor

03/10/2022

💥 মাত্র ২৬৯৯/-টাকায় ঘুরে আসুন কক্সবাজার সমুদ্র সৈকত থেকে -ভ্রমণ খোর ট্রাভেল গ্রুপ এর সাথে- (৩ রাত ২ দিন) এর ট্যুরে কোন প্রকার হিডেন চার্জ ছাড়াই 😲

🌻 যাত্রার তারিখ:
২০ অক্টোবর,২০২২ বৃহঃবার
রাত ১০ঃ০০ (ঢাকাথেকে)

🌻 ফেরার তারিখঃ ২২ অক্টোবর ২০২২,শনিবার রাত ১০ঃ৩০ টায় (কক্সবাজার থেকে)।

💷💷 ভ্রমণ খরচঃ ২৬৯৯/- টাকা প্রতি জন।💷💷
কাপল ৫৭০০/-জনপ্রতি।
বাচ্চাদের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে ফি নেওয়া হবে।

🌻🌻 কনফার্ম করার জন্য জনপ্রতি ১৫৩০/- টাকা কনফার্মেশন মানি জমা দিতে হবে (অফেরতযোগ্য)

অনুগ্রহ করে ইভেন্ট ডিটেইলস ভালো করে পড়ে, তারপর ডিসিশন নিন যাবেন কিনা। আপনার উত্তর যদি হয় হ্যাঁ তাহলে দ্রত কনফার্মেশন মানি জমা দিয়ে আপনার আসন নিশ্চিত করুন। মনে রাখবেন বুকিং অনুযায়ী বাসের আসন বণ্টন হয়ে থাকে।

🌻🌻বুকিং মানি জমা দেয়ার পদ্ধতিঃ নগদ,রকেট বা বিকাশে করা যাবে

📞📞 যোগাযোগ :
রাকিব ঃ 01855553162(bkash/ Nagad)

🚎🚎 বাসের আসন বণ্টনের ক্ষেত্রে মহিলা ও সিনিয়র দেরকে অগ্রাধিকার দিয়ে বাকি আসন বুকিং ভিত্তিতে দেয়া হয়।

❑ কনফার্ম করার ডেডলাইন: আসন ফাঁকা থাকা পর্যন্ত বুকিং কনফার্ম করা যাবে।
❑ ছেলে, মেয়ে, কাপল, ফেমিলি সহ সকল ধরণের মানুষ অংশগ্রহণ করতে পারবেন আমাদের এই ট্যুরে।
এটা একটি প্রিমিয়াম ইভেন্ট। তাই দয়া করে কেউ নরমাল ইভেন্ট এর সাথে মিলাবেন না।

❑ দর্শনীয় স্থান সমুহঃ

◙ লাবনী বিচ
◙ সুগন্ধা বিচ
◙ কলাতলী বিচ
◙ বার্মিজ মার্কেট
◙ হিমছড়ি
◙ ইনানি
◙ মেরিন ড্রাইভ রোড

❑ ভ্রমণের সম্ভাব্য বর্ণনাঃ

প্রথম দিনঃ ২০ তারিখ রাত ০৯.০০ টায় কক্সবাজারের উদ্দেশে রিজার্ভ বাসে যাত্রা শুরু।

দ্বিতীয় দিনঃ সকালে কক্সবাজার নেমে হোটেলে চেক ইন করে সবাই ফ্রেশ হয়ে নাস্তা করে চলে যাবো সমুদ্রের জলরাশিতে নিজেকে ভিজাতে, সকালের সমুদ্রে গোসল করে লাফালাফি করে ফটোসেশন করে সেখান থেকে চলে যাবো আমরা ফ্রেশ হতে।ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে হোটেলে রেস্ট নিবো। তারপরে বিকেলে আবার আমরা হোটেল থেকে সমুদ্রের বিচে যাবো। সূর্যওয়াস্ত দেখবো। নিজেদের মতো সময় কাটাবো। রাতে বিচের পাশেই গানের আড্ডা জম্বে।আড্ডা শেষ এ রাতের খাবার খেয়ে যার যার রুমে চলে যাবো।
তৃতীয় দিনঃ ভোরে গুম থেকে উটেই ফ্রেশ হয়ে চলে যাবো বিচে। ফটোশুট করবো তারপরে সকালের নাস্তা করে নিজেদের মতো সময় কাটাবো। দুপুরে আমরা সবাই
চলে যাবো ইনানি এবং হিমছড়ি। হিমছড়ি, ।সেখানে ঘুরাঘুরি করে ইনানি বিচে সূর্য ডোবা দেখে আবার চলে আসবো কলাতলী, তারপর যে যার মতো ঘুরাঘুরি এবং কেনাকাটা শেষ করে রাতের খাবার খেয়ে রাত ১০.৩০ রওনা দিবো ঢাকার উদ্দেশ্যে। সাথে থাকবে সুন্দর কিছু স্মৃতি। ইনশাআল্লাহ ২৩ অক্টোবর রবিবার আমরা ভোর ৬ টার মধ্যে ঢাকা থাকবো।

❑ খাবার :

🍝সকালে- পরোটা, ডিম,ডালভাজি/ভুনা খিচুড়ি।
🍛 দুপুরে- ভাত,ভর্তা,সবজী, মুরগি/সামুদ্রিক মাছ।
🍗রাতে গরুর মাংস বা সামুদ্রিক মাছ বারবিকিউ থাকবে বা মোরগ পোলাও

❑ যা যা থাকছে এর মধ্যেঃ

◙ ঢাকা -কক্সবাজার-ঢাকা নন এসি ভালো মানের চেয়ার কোচ বাস।
◙ মানসম্মত মুল ৫ বেলা খাবার
◙ উন্নত মানের হোটেল
◙ হির এন্ট্রি ফী।
◙ সার্বক্ষণিক অভিজ্ঞ গাইড।
⭐ ইনানী হিমছড়ি যাতায়াত খরচ

❑ যা থাকছে নাঃ

❌প্যকেজে উল্লেখ নাই এমন কোনো খরচ।
❌কোনো ব্যক্তিগত খরচ।

❑ কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো অবশ্যই বিবেচনা করতে হবেঃ

★★ ভ্রমণে গিয়ে কারণে অকারনে খুঁতখুঁত করলে, সবসময় ঘ্যানঘ্যাননি করলে বা টিম ম্যানেজমেন্টের দোষ-গুন খুঁজে বের করতে চাইলে দয়া করে আপনি আমাদের সঙ্গে আসবেন না। আমরা শুধু তাদেরই আমাদের সঙ্গে নিব যাদের সহযোগিতামূলক মনোভাব আছে ও ভালো-মন্দে, সুখে-দুঃখে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা রাখে।

🚫🚫 আপনার দ্বারা গ্রুপের কোন মেয়ে মেম্বার হ্যারেইজমেন্ট এর স্বীকার হলে আপনাকে গ্রুপ থেকে বের করে দেওয়া হবে।

🚭🚭বাসে কেউ নেশাজাত কোন দ্রব্য বহন বা সেবন করার চেষ্টা করলে সাথে সাথে তাকে ফায়ার করে দেয়া হবে।

ইভেন্টের বিস্তারিত পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

➡️বাংলাদেশের যে কোন প্রান্তে অল্প টাকায় ট্যুর করতে আমরা অঙ্গীকারবদ্ধ। আপনাদের টাকা আর আমাদের শ্রম কোনটাই বিফলে যাবে না ইনশাআল্লাহ।

⭕যোগাযোগ :
রাকিবঃ 01855553162

⭕ভ্রমন সংক্রান্ত তথ্য ও সেবা পেতে যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ ও পেজে ।

আমাদের গ্রুপ লিংক: https://www.facebook.com/groups/BPL20T/?ref=share_group_link
পেজ লিংক: https://www.facebook.com/Vromankhor

কি নিষ্ঠুর একটা ঘটনা😢ছেলেকে বাজারে বিক্রি করতে নিয়ে আসছে তার মা 😢১২ হাজার দাম চেয়েছে আর মানুষ দামও হাঁকিয়েছে ৫০০০ টাকা,হ...
12/08/2022

কি নিষ্ঠুর একটা ঘটনা😢

ছেলেকে বাজারে বিক্রি করতে নিয়ে আসছে তার মা 😢
১২ হাজার দাম চেয়েছে আর মানুষ দামও হাঁকিয়েছে ৫০০০ টাকা,হায়রে পৃথিবী..
কতটুকু কষ্ট সহ্য করার পর এই মা তার ছেলেকে বিক্রি করতে নিয়ে আসতে পারে?
আজ খাগড়াছড়ি সাপ্তাহিক বাজারবারে ঘটে যাওয়া এক আশ্চর্য ঘটনা 😢

এমন হৃদয়বিদারক ঘটনা সত্যিই কষ্টদায়ক.. কিছুই বলার নাই..

 #সাজেক আগামী ১০ আগস্টে, মাত্র ৩৫০০ টাকায় প্রিমিয়াম প্যাকেজ কোন প্রকার হিডেন চার্জ ছাড়াই, ৬ বেলা খাবার,সাদা চাদের গাড়ি ৩...
04/08/2022

#সাজেক
আগামী ১০ আগস্টে, মাত্র ৩৫০০ টাকায় প্রিমিয়াম প্যাকেজ কোন প্রকার হিডেন চার্জ ছাড়াই, ৬ বেলা খাবার,সাদা চাদের গাড়ি ৩৬ সিটের বাস, 😱

আর মাত্র অল্প কয়টি আসন ফাকা আছে,যেতে আগ্রহী হলে ইনবক্স করুন ❤️
অথবা কল করুন :01855553162

সাজেকের এই আঁকাবাঁকা পথ দিয়ে আমরা যাচ্ছি আগামী ১০ আগস্টে, মাত্র ৩৫০০ টাকায় প্রিমিয়াম প্যাকেজ কোন প্রকার হিডেন চার্জ ছাড়া...
04/08/2022

সাজেকের এই আঁকাবাঁকা পথ দিয়ে আমরা যাচ্ছি আগামী ১০ আগস্টে, মাত্র ৩৫০০ টাকায় প্রিমিয়াম প্যাকেজ কোন প্রকার হিডেন চার্জ ছাড়াই, ৬ বেলা খাবার,সাদা চাদের গাড়ি ৩৬ সিটের বাস, 😱

আর মাত্র অল্প কয়টি আসন ফাকা আছে,যেতে আগ্রহী হলে ইনবক্স করুন ❤️
অথবা কল করুন :01855553162

১০ তারিখ ৩৪৯৯ টাকায় আমাদের গ্রান সাজেক  রিসোর্ট বুক করা হয়েছে। কয়েকটি আসন ফাঁকা আছে এখনও..❤️আগ্রহীগন দ্রুত যোগাযোগ করুন....
02/08/2022

১০ তারিখ ৩৪৯৯ টাকায় আমাদের গ্রান সাজেক রিসোর্ট বুক করা হয়েছে।

কয়েকটি আসন ফাঁকা আছে এখনও..❤️
আগ্রহীগন দ্রুত যোগাযোগ করুন..

৩৪৯৯  টাকায় সাজেক ট্যুর.. ❤️১) সাদা চান্দেরগাড়ি, ২) ভাল বাসে যাওয়া-আসা। ৩) ভিউ রিসোর্ট ৪) ট্রেডেশনাল খাবারসহ মোট ৬ বেলা ...
01/08/2022

৩৪৯৯ টাকায় সাজেক ট্যুর.. ❤️

১) সাদা চান্দেরগাড়ি,
২) ভাল বাসে যাওয়া-আসা।
৩) ভিউ রিসোর্ট
৪) ট্রেডেশনাল খাবারসহ মোট ৬ বেলা খাবার।
কিছু আসন ফাঁকা আছে মাত্র..
বিঃদ্রঃ ছবিটি ২০২০ কোন এক ট্রিপে কংলাক পাহাড়ের চুড়ায়

01/08/2022

এই অপরুপ মেঘের খেলার মাঝে বসে থাকলে দেখবেন পৃথিবীর সর্ব সুখ প্রকৃতির মাঝেই রয়েছে😇
মেঘের সিজনে মেঘের মেলা দেখার জন্য সাজেক যাচ্ছি আমরা ১০ তারিখে ইনসা আল্লাহ,মাত্র ৩৪৯৯ টাকায় সমস্ত খরচ এর মধ্যেই কোন প্রকার হিডেন চার্জ ছাড়াই 🥰

31/07/2022

২৫ আগস্ট ছুটির দিনে কুয়াকাটা ট্যুরে বুকিং কনফার্ম করুন

মাত্র ১৩৫০ টাকায় আসাযাওয়া ২ বেলা খাবার সহ
বুকিং দিয়ে সামনের সিট বুঝে নিন।

৩৪৯৯  টাকায় সাজেক ভ্রমণ..Students package  😳আর তা সকল প্রিমিয়াম সেবা সম্পূর্ণ এবং সকল হিডেন চার্জ মুক্ত.😱😱➡️ আগামী ১০ আগ...
31/07/2022

৩৪৯৯ টাকায় সাজেক ভ্রমণ..Students package 😳
আর তা সকল প্রিমিয়াম সেবা সম্পূর্ণ এবং সকল হিডেন চার্জ মুক্ত.😱😱
➡️ আগামী ১০ আগস্ট রোজ (বুধবার রাতে) ভ্রমণ খোর ট্রাভেল যাচ্ছে সাজেক ভ্যালি ভ্রমণে ।
যদিও স্টুডেন্ট ট্যুর, তবুও আপনারা যে কেউ জয়েন করতে পারেন আমাদের এই ট্যুরে। আপনার আসন কনফার্ম করার আগে অবশ্যই ইভেন্টের বিস্তারিত ভালো ভাবে পড়ে নিন।

➡️ ভ্রমণের তারিখঃ ১০ আগস্ট রোজ (বুধবার ) রাত ১০ টায়।
➡️ভ্রমণের সময় ৩ রাত ২ দিন।
➡️ ইভেন্ট ফী জনপ্রতি ৩৪৯৯/= টাকা
(একরুমে ৪জন)
➡️ আসন সংখ্যা ৩৬/৪০
➡️ কাপল প্যাকেজ ৮০০০/-(দু'জন)/=(কাপল রুম)
➡️ স্পেশাল ফিচার ( ব্যাম্বু চিকেন)

➡️ বুকিং এর নিয়মাবলী:
যেতে চাইলে আসন ফিলাপ হওয়ার আগে ১৫৩০/= টাকা অগ্রিম দিয়ে আপনার আসনটি কনফার্ম করুন। কারণ বুকিংয়ের ডেট অনুযায়ী সব হয়, আসন পূর্ণ হয়ে গেলে আমরা ইভেন্ট ক্লোজ করে দিবো সেটা যেকোন তারিখেই হতে পারে। বাসের সিট বন্টনের ক্ষেত্রে যে আগে কনফার্ম করবে তাকে আগে সিট দেওয়া হবে ইনশাআল্লাহ ।
বিকাশ অথবা ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে আপনারা বুকিং করতে পারেন। এমনকি আমাদের সাথে দেখা করেও বুকিং করতে পারেন।
(ঠিকানা)মতিঝিল আরামবাগ গাউছে পাক ভবন ৩ তলা ঢাকা ১০০০
018555553162
01643348397

➡️ভ্রমণের স্থানঃ
🔹 সাজেক
🔹 খাগড়াছড়ি
🔹 রুইলুই পাড়া
🔹 কংলাক পাহাড়
🔹 হেলিপ্যাড
🔹 রিসাং ঝর্ণা (সময় থাকলে)
🔹 ঝুলন্ত ব্রিজ
🔹 আলুটিলা গুহা
🔹 খাগড়াছড়ি জেলা পরিষদ পার্ক
🔹 দীঘিনালা বাজার

🔊 =========বিবরণ======

➡️এবার চলুন ভ্রমণ বিস্তারিত জেনে আসি।
➡️ ১০ আগস্ট রাতে রোজ (বুধবার ) সায়দাবাদ থেকে রাত ১০ টায় খাগড়াছড়ির উদ্দেশ্যে আমারা যাত্রা শুরু করবো ।

➡️ ১১ আগস্ট রোজ বৃহস্পতিবার সকালে খাগড়াছরি নেমে ফ্রেশ হয়ে নাস্তা করে রিজার্ভ চান্দের গাড়ীতে চলে যাব দীঘিনালা আর্মি স্কোয়াটে।সেখানে সকলের নাম এন্ট্রি করে সকাল ১০ টার স্কোয়াডে পাহাড়ের উচু নিচু পথ ধরে প্রকৃতির নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে করতে বেলা ১২ টায় আমরা পৌঁছে যাব মেঘের রাজ্য সাজেক ভ্যালিতে । সাজেক পৌঁছে আমরা চলে যাব আমাদের রিসোর্টে । রিসোর্টে গিয়ে গোসল করে দুপুরের লাঞ্চ করে নিব।
লাঞ্চ শেষে একটু বিশ্রাম নিয়ে বিকেল বেলায় চলে যাব হেলিপ্যাডে সেখানে সূর্যাস্ত দেখব । রাতে খাবার শেষে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো।

➡️ ১২ আগস্ট রোজ শুক্রবার

ভোরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হ্যালিপেডে সূর্যোদয় দেখে চাঁদের গাড়িতে করে চলে যাব কংলাক পাহাড়ে সেখান থেকে ৯ টার মধ্যে কটেজে ফিরে আসব। কটেজে এসে ফ্রেশ হয়ে ব্যাগ প্যাক গুছিয়ে নাস্তা সেরে নিবো। নাস্তা শেষে চান্দের গাড়ীতে করে আমরা সকাল ১০ টার স্কোয়াডে সাজেক ত্যাক করব। দুপুর ১ টায় আমরা খাগড়াছড়ি পৌঁছাবো। খাগড়াছরিতে নামাজ পড়ে দুপুরের খাবার শেষ করে আলুটিলা গুহা, আর রিসাং ঝর্না ঘুরে বিকালের মধ্যে আমরা চলে আসবো খাগড়াছড়ি জেলা পরিষদ পার্কে। সেখানে ঝুলন্ত ব্রিজ ও পুরো পার্ক ঘুরে দেখব। সন্ধ্যার পর খাগড়াছড়ি ফিরে গিয়ে রাতের খাবার শেষ করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবো ইনশাআল্লাহ।

➡️ খাবার মেনু প্রথম দিন:
🔹 সকাল: -পরোটা+ডাল+ভাজি+ডিম।+ পানি
🔹 দুপুর- ভাত+ভর্তা+সবজি+ডাল+সালাত+মিনারেল„
মুরগি..
🥣 রাত বেম্বু চিকেন (পাহাড়ি তরকারি) পরটা, মিনারেল ইত্যাদী..

➡️ খাবার মেনু দ্বিতীয় দিন:
🔹সকাল-ডিম খিচুড়ি চাটনি+সালাত+মিনারেল ওয়াটার।
🔹দুপুর-ভাত+ভর্তা+ভাজি+মুরগি+ডাল+সালাত।
রাতে -ভাত- ডিম+ সবজি- ডাল ইত্যাদি

❤️এই প্যাকেজে যা যা থাকছেঃ❤️

🔹ঢাকা+সাজেক+ঢাকা নন এসি চেয়ার কোচ বাসে যাওয়া আশা
➡️ বাস হিনো 1j ভাল মানের যেকোনো একটা তে..
🔹দুই দিনে মোট ৬ বেলা খাবার
🔹 সাজেকে এক রাত কটেজে থাকা।
এক রুমে ৪ জন, ২ টা বড় বেড থাকবে আরামসে ৪ জন ঘুমানো যাবে।
🔹 সাজেক যাওয়া আসা রিজার্ভ চান্দের গাড়ি।
🔹 সাজেক এন্ট্রি ফি
🔹 খাগড়াছড়ি জেলা পরিষদ পার্ক ফি।
🔹 আলুটিলা গুহা এন্ট্রি ফি।

🟥এই প্যাকেজে যা যা নেই🟥
🔹নিজের ব্যক্তিগত খরচ।
🔹যাওয়া ও আসার সময় হাইওয়ে রেষ্টুরেন্টে খাবার খরচ।
🛑 আসারদিন রাতের খাবার।

➡️ সাথে কিছু কিছু জিনিস রাখা বাঞ্ছনীয়:
🔹সানগ্লাস, ক্যাপ
🔹 ক্যামেরা (ছবি তোলার জন্য)
🔹 প্রয়োজনীয় কাপড়, লুঙ্গী/ গামছা (গোসল এর জন্য)
🔹 পানির বোতল
🔹গ্লুকোজ/ স্যালাইন
🔹 ভ্রমণের উপযোগী হাল্কা জুতা বা স্যান্ডেল
🔹প্রয়োজনীয় ঔষধপত্র
🔹ওডোমস ক্রিম
🔹পাওয়ার ব্যাংক
🔹মনে রাখবেন (ব্যাগ/প্যাক) যত হালকা হবে আপনার ভমন ততটাই সহজ ও আনন্দদায়ক হবে।

আমাদের গ্রুপ লিংক ঃ https://www.facebook.com/groups/BPL20T/?ref=share_group_link

➡️কিছু নিয়মাবলীঃ
🔹যেহেতু এটা একটা গ্রুপ টুর সে ক্ষেত্রে সকল পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার মানসিকতা থাকতে হবে।
🔹 মজার ছলে টুর মেট দের সাথে খারাপ আচরণ করা যাবে না।

দ্রুত বুকিং কনফার্ম করুন 😇
30/07/2022

দ্রুত বুকিং কনফার্ম করুন 😇

কে জানতো এটাই তাদের লাস্ট ছবি।ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরলো। চিটাগংগামী মহানগর প্রভাতী ট্রেইনের সাথে মাইক্রোবাস সংঘর্ষে এই দল...
29/07/2022

কে জানতো এটাই তাদের লাস্ট ছবি।

ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরলো। চিটাগংগামী মহানগর প্রভাতী ট্রেইনের সাথে মাইক্রোবাস সংঘর্ষে এই দলের ১১ জন মারা গেছে।৩ জনের অবস্থা আসংকাজনক
ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম মিরসরাই এর খৈয়াছড়া এলাকায়।

সকল খরচ সহ মাত্র ৩৪৯৯ টাকায় সাজেক ভ্রমন। তাই আবার ৫বেলা খাবার সহ ২দিন ৩ রাতের ভ্রমন।আমাদের বুকিং প্রায় শেষের দিকে, যারা ...
29/07/2022

সকল খরচ সহ মাত্র ৩৪৯৯ টাকায় সাজেক ভ্রমন।
তাই আবার ৫বেলা খাবার সহ ২দিন ৩ রাতের ভ্রমন।

আমাদের বুকিং প্রায় শেষের দিকে, যারা যেতে চান দ্রুত বুকিং কনফার্ম করুন। 🔥

বিস্তারিত জানতে ইনবক্স করুন।

#সাজেক #ভ্যালি ❤❤❤

28/07/2022

কুয়াকাটা ইভেন্ট দিলে যাবেন?
মাত্র ১৩৫০ টাকায় ২ বেলা খাবার থাকবে
কোন প্রকার হিডেন চার্জ ছাড়া 😳
(পদ্মাসেতু হয়ে যাবো কিন্ত) 😇

১০ তারিখ মাত্র ৩৫০০ টাকায় সাজেক ট্যুর, গাড়ি এটা থাকছে ইনশাআল্লাহ. ❤️ বাস হবে ৩৬ সিটের ৬ বেলা খাবার সহ যাবতীয় সমস্ত খরচ এ...
27/07/2022

১০ তারিখ মাত্র ৩৫০০ টাকায় সাজেক ট্যুর,
গাড়ি এটা থাকছে ইনশাআল্লাহ. ❤️ বাস হবে ৩৬ সিটের ৬ বেলা খাবার সহ যাবতীয় সমস্ত খরচ এর মধ্যেই 😳
লো-বাজেটে প্রিমিয়াম ট্রিপ দিতে আমাদের সাথে'ই থাকুন..

এ যেন এক মেঘের সাগর 😍  #সাজেক  #ভ্যালি,যাচ্ছেন তো আমাদের সাথে ১০ তারিখে?
24/07/2022

এ যেন এক মেঘের সাগর 😍 #সাজেক #ভ্যালি,
যাচ্ছেন তো আমাদের সাথে ১০ তারিখে?

24/07/2022

সাজেক ভ্যালিতে আমরা যাচ্ছি ১০ তারিখে
মাত্র ৩৫০০ টাকায়, ৩ রাত ২ দিন,
দ্রুত কনফার্ম করে সামনের সিট বুঝে নিন 😇

23/07/2022

সাজেক মানেই মেঘের মেলা 😍 #ভ্রমণ_খোর_ট্রাভেল_গ্রুপ যাচ্ছে ১০ আগস্ট Students package মাত্র ৩৫০০ টাকায় ৩ রাত ২ দিন ট্যুরে সমস্ত খরচ এর মধ্যেই 😇

সো আর দেরি কেন দ্রুত বুকিং কনফার্ম করুন।
মনে রাখবেন যত দেরি করবেন আপনার সিট ততোই পিছনে পরবে 😒

৩৫০০  টাকায় সাজেক ভ্রমণ..Students package  😳আর তা সকল প্রিমিয়াম সেবা সম্পূর্ণ এবং সকল হিডেন চার্জ মুক্ত.😱😱➡️ আগামী ১০ আগ...
22/07/2022

৩৫০০ টাকায় সাজেক ভ্রমণ..Students package 😳
আর তা সকল প্রিমিয়াম সেবা সম্পূর্ণ এবং সকল হিডেন চার্জ মুক্ত.😱😱
➡️ আগামী ১০ আগস্ট রোজ (বুধবার রাতে) ভ্রমণ খোর ট্রাভেল যাচ্ছে সাজেক ভ্যালি ভ্রমণে ।
যদিও স্টুডেন্ট ট্যুর, তবুও আপনারা যে কেউ জয়েন করতে পারেন আমাদের এই ট্যুরে। আপনার আসন কনফার্ম করার আগে অবশ্যই ইভেন্টের বিস্তারিত ভালো ভাবে পড়ে নিন।

➡️ ভ্রমণের তারিখঃ ১০ আগস্ট রোজ (বুধবার ) রাত ১০ টায়।
➡️ভ্রমণের সময় ৩ রাত ২ দিন।
➡️ ইভেন্ট ফী জনপ্রতি ৩৫০০/= টাকা
(একরুমে ৪জন)
➡️ আসন সংখ্যা ৩৬/৪০
➡️ কাপল প্যাকেজ ৮০০০/-(দু'জন)/=(কাপল রুম)
➡️ স্পেশাল ফিচার ( ব্যাম্বু চিকেন)

➡️ বুকিং এর নিয়মাবলী:
যেতে চাইলে আসন ফিলাপ হওয়ার আগে ১৫৩০/= টাকা অগ্রিম দিয়ে আপনার আসনটি কনফার্ম করুন। কারণ বুকিংয়ের ডেট অনুযায়ী সব হয়, আসন পূর্ণ হয়ে গেলে আমরা ইভেন্ট ক্লোজ করে দিবো সেটা যেকোন তারিখেই হতে পারে। বাসের সিট বন্টনের ক্ষেত্রে যে আগে কনফার্ম করবে তাকে আগে সিট দেওয়া হবে ইনশাআল্লাহ ।
বিকাশ অথবা ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে আপনারা বুকিং করতে পারেন। এমনকি আমাদের সাথে দেখা করেও বুকিং করতে পারেন।
(ঠিকানা)মতিঝিল আরামবাগ গাউছে পাক ভবন ৩ তলা ঢাকা ১০০০
018555553162
01643348397

➡️ভ্রমণের স্থানঃ
🔹 সাজেক
🔹 খাগড়াছড়ি
🔹 রুইলুই পাড়া
🔹 কংলাক পাহাড়
🔹 হেলিপ্যাড
🔹 রিসাং ঝর্ণা (সময় থাকলে)
🔹 ঝুলন্ত ব্রিজ
🔹 আলুটিলা গুহা
🔹 খাগড়াছড়ি জেলা পরিষদ পার্ক
🔹 দীঘিনালা বাজার

🔊 =========বিবরণ======

➡️এবার চলুন ভ্রমণ বিস্তারিত জেনে আসি।
➡️ ১০ আগস্ট রাতে রোজ (বুধবার ) সায়দাবাদ থেকে রাত ১০ টায় খাগড়াছড়ির উদ্দেশ্যে আমারা যাত্রা শুরু করবো ।

➡️ ১১ আগস্ট রোজ বৃহস্পতিবার সকালে খাগড়াছরি নেমে ফ্রেশ হয়ে নাস্তা করে রিজার্ভ চান্দের গাড়ীতে চলে যাব দীঘিনালা আর্মি স্কোয়াটে।সেখানে সকলের নাম এন্ট্রি করে সকাল ১০ টার স্কোয়াডে পাহাড়ের উচু নিচু পথ ধরে প্রকৃতির নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে করতে বেলা ১২ টায় আমরা পৌঁছে যাব মেঘের রাজ্য সাজেক ভ্যালিতে । সাজেক পৌঁছে আমরা চলে যাব আমাদের রিসোর্টে । রিসোর্টে গিয়ে গোসল করে দুপুরের লাঞ্চ করে নিব।
লাঞ্চ শেষে একটু বিশ্রাম নিয়ে বিকেল বেলায় চলে যাব হেলিপ্যাডে সেখানে সূর্যাস্ত দেখব । রাতে খাবার শেষে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো।

➡️ ১২ আগস্ট রোজ শুক্রবার

ভোরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হ্যালিপেডে সূর্যোদয় দেখে চাঁদের গাড়িতে করে চলে যাব কংলাক পাহাড়ে সেখান থেকে ৯ টার মধ্যে কটেজে ফিরে আসব। কটেজে এসে ফ্রেশ হয়ে ব্যাগ প্যাক গুছিয়ে নাস্তা সেরে নিবো। নাস্তা শেষে চান্দের গাড়ীতে করে আমরা সকাল ১০ টার স্কোয়াডে সাজেক ত্যাক করব। দুপুর ১ টায় আমরা খাগড়াছড়ি পৌঁছাবো। খাগড়াছরিতে নামাজ পড়ে দুপুরের খাবার শেষ করে আলুটিলা গুহা, আর রিসাং ঝর্না ঘুরে বিকালের মধ্যে আমরা চলে আসবো খাগড়াছড়ি জেলা পরিষদ পার্কে। সেখানে ঝুলন্ত ব্রিজ ও পুরো পার্ক ঘুরে দেখব। সন্ধ্যার পর খাগড়াছড়ি ফিরে গিয়ে রাতের খাবার শেষ করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবো ইনশাআল্লাহ।

➡️ খাবার মেনু প্রথম দিন:
🔹 সকাল: -পরোটা+ডাল+ভাজি+ডিম।+ পানি
🔹 দুপুর- ভাত+ভর্তা+সবজি+ডাল+সালাত+মিনারেল„
মুরগি..
🥣 রাত বেম্বু চিকেন (পাহাড়ি তরকারি) পরটা, মিনারেল ইত্যাদী..

➡️ খাবার মেনু দ্বিতীয় দিন:
🔹সকাল-ডিম খিচুড়ি চাটনি+সালাত+মিনারেল ওয়াটার।
🔹দুপুর-ভাত+ভর্তা+ভাজি+মুরগি+ডাল+সালাত।
রাতে -ভাত- ডিম+ সবজি- ডাল ইত্যাদি

❤️এই প্যাকেজে যা যা থাকছেঃ❤️

🔹ঢাকা+সাজেক+ঢাকা নন এসি চেয়ার কোচ বাসে যাওয়া আশা
➡️ বাস হিনো 1j ভাল মানের যেকোনো একটা তে..
🔹দুই দিনে মোট ৬ বেলা খাবার
🔹 সাজেকে এক রাত কটেজে থাকা।
এক রুমে ৪ জন, ২ টা বড় বেড থাকবে আরামসে ৪ জন ঘুমানো যাবে।
🔹 সাজেক যাওয়া আসা রিজার্ভ চান্দের গাড়ি।
🔹 সাজেক এন্ট্রি ফি
🔹 খাগড়াছড়ি জেলা পরিষদ পার্ক ফি।
🔹 আলুটিলা গুহা এন্ট্রি ফি।

🟥এই প্যাকেজে যা যা নেই🟥
🔹নিজের ব্যক্তিগত খরচ।
🔹যাওয়া ও আসার সময় হাইওয়ে রেষ্টুরেন্টে খাবার খরচ।
🛑 আসারদিন রাতের খাবার।

➡️ সাথে কিছু কিছু জিনিস রাখা বাঞ্ছনীয়:
🔹সানগ্লাস, ক্যাপ
🔹 ক্যামেরা (ছবি তোলার জন্য)
🔹 প্রয়োজনীয় কাপড়, লুঙ্গী/ গামছা (গোসল এর জন্য)
🔹 পানির বোতল
🔹গ্লুকোজ/ স্যালাইন
🔹 ভ্রমণের উপযোগী হাল্কা জুতা বা স্যান্ডেল
🔹প্রয়োজনীয় ঔষধপত্র
🔹ওডোমস ক্রিম
🔹পাওয়ার ব্যাংক
🔹মনে রাখবেন (ব্যাগ/প্যাক) যত হালকা হবে আপনার ভমন ততটাই সহজ ও আনন্দদায়ক হবে।

আমাদের গ্রুপ লিংক ঃ https://www.facebook.com/groups/BPL20T/?ref=share_group_link

➡️কিছু নিয়মাবলীঃ
🔹যেহেতু এটা একটা গ্রুপ টুর সে ক্ষেত্রে সকল পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার মানসিকতা থাকতে হবে।
🔹 মজার ছলে টুর মেট দের সাথে খারাপ আচরণ করা যাবে না।

৩৫০০  টাকায় সাজেক ভ্রমণ..Students package  😳আর তা সকল প্রিমিয়াম সেবা সম্পূর্ণ এবং সকল হিডেন চার্জ মুক্ত.😱😱 (আপনি যদি সত্...
21/07/2022

৩৫০০ টাকায় সাজেক ভ্রমণ..Students package 😳
আর তা সকল প্রিমিয়াম সেবা সম্পূর্ণ এবং সকল হিডেন চার্জ মুক্ত.😱😱 (আপনি যদি সত্যিই মেঘের মেলা দেখত্ব চান তাহলে তার উপযুক্ত সময় হল এখন 🥰)

➡️ আগামী ১০ আগস্ট রোজ (বুধবার রাতে) ভ্রমণ খোর ট্রাভেল যাচ্ছে সাজেক ভ্যালি ভ্রমণে ।
যদিও স্টুডেন্ট ট্যুর, তবুও আপনারা যে কেউ জয়েন করতে পারেন আমাদের এই ট্যুরে। আপনার আসন কনফার্ম করার আগে অবশ্যই ইভেন্টের বিস্তারিত ভালো ভাবে পড়ে নিন।

➡️ ভ্রমণের তারিখঃ ১০ আগস্ট রোজ (বুধবার ) রাত ১০ টায়।
➡️ভ্রমণের সময় ৩ রাত ২ দিন।
➡️ ইভেন্ট ফী জনপ্রতি ৩৫০০/= টাকা
(একরুমে ৪জন)
➡️ আসন সংখ্যা ৩৬/৪০
➡️ কাপল প্যাকেজ ৮০০০/-(দু'জন)/=(কাপল রুম)
➡️ স্পেশাল ফিচার ( ব্যাম্বু চিকেন)

➡️ বুকিং এর নিয়মাবলী:
যেতে চাইলে আসন ফিলাপ হওয়ার আগে ১৫৩০/= টাকা অগ্রিম দিয়ে আপনার আসনটি কনফার্ম করুন। কারণ বুকিংয়ের ডেট অনুযায়ী সব হয়, আসন পূর্ণ হয়ে গেলে আমরা ইভেন্ট ক্লোজ করে দিবো সেটা যেকোন তারিখেই হতে পারে। বাসের সিট বন্টনের ক্ষেত্রে যে আগে কনফার্ম করবে তাকে আগে সিট দেওয়া হবে ইনশাআল্লাহ ।
বিকাশ অথবা ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে আপনারা বুকিং করতে পারেন। এমনকি আমাদের সাথে দেখা করেও বুকিং করতে পারেন।
(ঠিকানা)মতিঝিল আরামবাগ গাউছে পাক ভবন ৩ তলা ঢাকা ১০০০
018555553162
01643348397

➡️ভ্রমণের স্থানঃ
🔹 সাজেক
🔹 খাগড়াছড়ি
🔹 রুইলুই পাড়া
🔹 কংলাক পাহাড়
🔹 হেলিপ্যাড
🔹 রিসাং ঝর্ণা (সময় থাকলে)
🔹 ঝুলন্ত ব্রিজ
🔹 আলুটিলা গুহা
🔹 খাগড়াছড়ি জেলা পরিষদ পার্ক
🔹 দীঘিনালা বাজার

🔊 =========বিবরণ======

➡️এবার চলুন ভ্রমণ বিস্তারিত জেনে আসি।
➡️ ১০ আগস্ট রাতে রোজ (বুধবার ) সায়দাবাদ থেকে রাত ১০ টায় খাগড়াছড়ির উদ্দেশ্যে আমারা যাত্রা শুরু করবো ।

➡️ ১১ আগস্ট রোজ বৃহস্পতিবার সকালে খাগড়াছরি নেমে ফ্রেশ হয়ে নাস্তা করে রিজার্ভ চান্দের গাড়ীতে চলে যাব দীঘিনালা আর্মি স্কোয়াটে।সেখানে সকলের নাম এন্ট্রি করে সকাল ১০ টার স্কোয়াডে পাহাড়ের উচু নিচু পথ ধরে প্রকৃতির নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে করতে বেলা ১২ টায় আমরা পৌঁছে যাব মেঘের রাজ্য সাজেক ভ্যালিতে । সাজেক পৌঁছে আমরা চলে যাব আমাদের রিসোর্টে । রিসোর্টে গিয়ে গোসল করে দুপুরের লাঞ্চ করে নিব।
লাঞ্চ শেষে একটু বিশ্রাম নিয়ে বিকেল বেলায় চলে যাব হেলিপ্যাডে সেখানে সূর্যাস্ত দেখব । রাতে খাবার শেষে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো।

➡️ ১২ আগস্ট রোজ শুক্রবার

ভোরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হ্যালিপেডে সূর্যোদয় দেখে চাঁদের গাড়িতে করে চলে যাব কংলাক পাহাড়ে সেখান থেকে ৯ টার মধ্যে কটেজে ফিরে আসব। কটেজে এসে ফ্রেশ হয়ে ব্যাগ প্যাক গুছিয়ে নাস্তা সেরে নিবো। নাস্তা শেষে চান্দের গাড়ীতে করে আমরা সকাল ১০ টার স্কোয়াডে সাজেক ত্যাক করব। দুপুর ১ টায় আমরা খাগড়াছড়ি পৌঁছাবো। খাগড়াছরিতে নামাজ পড়ে দুপুরের খাবার শেষ করে আলুটিলা গুহা, আর রিসাং ঝর্না ঘুরে বিকালের মধ্যে আমরা চলে আসবো খাগড়াছড়ি জেলা পরিষদ পার্কে। সেখানে ঝুলন্ত ব্রিজ ও পুরো পার্ক ঘুরে দেখব। সন্ধ্যার পর খাগড়াছড়ি ফিরে গিয়ে রাতের খাবার শেষ করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবো ইনশাআল্লাহ।

➡️ খাবার মেনু প্রথম দিন:
🔹 সকাল: -পরোটা+ডাল+ভাজি+ডিম।+ পানি
🔹 দুপুর- ভাত+ভর্তা+সবজি+ডাল+সালাত+মিনারেল„
মুরগি..
🥣 রাত বেম্বু চিকেন (পাহাড়ি তরকারি) পরটা, মিনারেল ইত্যাদী..

➡️ খাবার মেনু দ্বিতীয় দিন:
🔹সকাল-ডিম খিচুড়ি চাটনি+সালাত+মিনারেল ওয়াটার।
🔹দুপুর-ভাত+ভর্তা+ভাজি+মুরগি+ডাল+সালাত।
রাতে -ভাত- ডিম+ সবজি- ডাল ইত্যাদি

❤️এই প্যাকেজে যা যা থাকছেঃ❤️

🔹ঢাকা+সাজেক+ঢাকা নন এসি চেয়ার কোচ বাসে যাওয়া আশা
➡️ বাস হিনো 1j ভাল মানের যেকোনো একটা তে..
🔹দুই দিনে মোট ৬ বেলা খাবার
🔹 সাজেকে এক রাত কটেজে থাকা।
এক রুমে ৪ জন, ২ টা বড় বেড থাকবে আরামসে ৪ জন ঘুমানো যাবে।
🔹 সাজেক যাওয়া আসা রিজার্ভ চান্দের গাড়ি।
🔹 সাজেক এন্ট্রি ফি
🔹 খাগড়াছড়ি জেলা পরিষদ পার্ক ফি।
🔹 আলুটিলা গুহা এন্ট্রি ফি।

🟥এই প্যাকেজে যা যা নেই🟥
🔹নিজের ব্যক্তিগত খরচ।
🔹যাওয়া ও আসার সময় হাইওয়ে রেষ্টুরেন্টে খাবার খরচ।
🛑 আসারদিন রাতের খাবার।

➡️ সাথে কিছু কিছু জিনিস রাখা বাঞ্ছনীয়:
🔹সানগ্লাস, ক্যাপ
🔹 ক্যামেরা (ছবি তোলার জন্য)
🔹 প্রয়োজনীয় কাপড়, লুঙ্গী/ গামছা (গোসল এর জন্য)
🔹 পানির বোতল
🔹গ্লুকোজ/ স্যালাইন
🔹 ভ্রমণের উপযোগী হাল্কা জুতা বা স্যান্ডেল
🔹প্রয়োজনীয় ঔষধপত্র
🔹ওডোমস ক্রিম
🔹পাওয়ার ব্যাংক
🔹মনে রাখবেন (ব্যাগ/প্যাক) যত হালকা হবে আপনার ভমন ততটাই সহজ ও আনন্দদায়ক হবে।

আমাদের গ্রুপ লিংক ঃ https://www.facebook.com/groups/BPL20T/?ref=share_group_link

➡️কিছু নিয়মাবলীঃ
🔹যেহেতু এটা একটা গ্রুপ টুর সে ক্ষেত্রে সকল পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার মানসিকতা থাকতে হবে।
🔹 মজার ছলে টুর মেট দের সাথে খারাপ আচরণ করা যাবে না।

Address

Motijheel, Arambagh
Dhaka
1000

Telephone

+8801855553162

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভ্রমণ খোর ট্রাভেল এন্ড ট্যুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category