Manami

Manami MV Manami – is the leading river vessel in Bangladesh that brings comfort, safety and luxury
(1)

সম্মানীত যাত্রীসাধারণ ও শুভানুধ্যায়ীদের জানাই ক্রিস্টমাস ডে এর শুভেচ্ছা।ধন্যবাদ।- এম. ভি. মানামী লঞ্চ কর্তৃপক্ষ
24/12/2023

সম্মানীত যাত্রীসাধারণ ও শুভানুধ্যায়ীদের জানাই ক্রিস্টমাস ডে এর শুভেচ্ছা।
ধন্যবাদ।

- এম. ভি. মানামী লঞ্চ কর্তৃপক্ষ

এম.ভি. মানামীর সকল যাত্রীসাধারণ ও শুভানুধ্যায়ীদের জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা।ধন্যবাদ। - এম. ভি. মানামী লঞ্চ কর্তৃপক...
15/12/2023

এম.ভি. মানামীর সকল যাত্রীসাধারণ ও শুভানুধ্যায়ীদের জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
ধন্যবাদ।

- এম. ভি. মানামী লঞ্চ কর্তৃপক্ষ

* কেবিন ক্রু এবং ডেক ক্রু অফ দ্যা মান্থ * আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, নভেম্বর মাসের ‘কেবিন ক্রু অফ দ্যা মান্থ’ এর বিজ...
14/12/2023

* কেবিন ক্রু এবং ডেক ক্রু অফ দ্যা মান্থ *

আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, নভেম্বর মাসের ‘কেবিন ক্রু অফ দ্যা মান্থ’ এর বিজয়ী হিসেবে ‘মোঃ মাসুম’ -কে পুরস্কৃত করা হয়েছে। তার কঠোর পরিশ্রম, একাগ্রতা ও গ্রাহক সেবায় সচেষ্ট থাকার নিদর্শনের কারণে কেবিন ক্রু অফ দ্যা মান্থ নির্বাচিত হওয়ায় আমরা তাকে অভিনন্দন জানাই এবং তার জন্য রইলো শুভকামনা। আমরা আরও ধন্যবাদ জানাই এই রিওয়ার্ড প্রোগ্রামের জন্য নমিনেটেড হওয়া অন্যান্য কেবিন ক্রু-দের কে।

নভেম্বর মাসের ‘ডেক ক্রু অফ দ্যা মান্থ’ হিসেবে ‘মোঃ নাঈম’ -কে বিজয়ী ঘোষণা করা হচ্ছে। আমরা তার নিরলস পরিশ্রম ও শৃঙ্খলাবোধের জন্য তাকে ধন্যবাদ জানাই। 'ডেক ক্রু অফ দ্যা মান্থ'-এর জন্য নমিনেটেড হওয়া অন্যান্য ডেক ক্রু-দের জন্যও রইলো অনেক শুভকামনা।

ধন্যবাদ
-এম.ভি মানামী লঞ্চ কর্তৃপক্ষ

01/11/2023
Welcome to MV Manami. our professional and friendly cabin crews are always ready to make your journey comfortable, enjoy...
22/10/2023

Welcome to MV Manami. our professional and friendly cabin crews are always ready to make your journey comfortable, enjoyable and memorable!

* কেবিন ক্রু এবং ডেক ক্রু অফ দ্যা মান্থ * আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, আগস্ট মাসের ‘কেবিন ক্রু অফ দ্যা মান্থ’ এর বিজয়ী...
03/10/2023

* কেবিন ক্রু এবং ডেক ক্রু অফ দ্যা মান্থ *

আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, আগস্ট মাসের ‘কেবিন ক্রু অফ দ্যা মান্থ’ এর বিজয়ী হিসেবে ‘মোঃ তুষার’ -কে পুরস্কৃত করা হয়েছে। তার কঠোর পরিশ্রম, একাগ্রতা ও গ্রাহক সেবায় সচেষ্ট থাকার নিদর্শনের কারণে কেবিন ক্রু অফ দ্যা মান্থ নির্বাচিত হওয়ায় আমরা তাকে অভিনন্দন জানাই এবং তার জন্য রইলো শুভকামনা। আমরা আরও ধন্যবাদ জানাই এই রিওয়ার্ড প্রোগ্রামের জন্য নমিনেটেড হওয়া অন্যান্য কেবিন ক্রু-দের কে।

আগস্ট মাসের ‘ডেক ক্রু অফ দ্যা মান্থ’ হিসেবে ‘মোঃ নাঈম’ -কে বিজয়ী ঘোষণা করা হচ্ছে। আমরা তার নিরলস পরিশ্রম ও শৃঙ্খলাবোধের জন্য তাকে ধন্যবাদ জানাই। 'ডেক ক্রু অফ দ্যা মান্থ'-এর জন্য নমিনেটেড হওয়া অন্যান্য ডেক ক্রু-দের জন্যও রইলো অনেক শুভকামনা।

ধন্যবাদ
-এম.ভি মানামী লঞ্চ কর্তৃপক্ষ

Staff briefing- Our professional staff for a professional passenger service. Welcome to MV Manami
27/09/2023

Staff briefing- Our professional staff for a professional passenger service.

Welcome to MV Manami

23/09/2023

এম ভি মানামীতে অভিযোগের প্রক্রিয়া :

১. লঞ্চে ভ্রমণকালীন কোন অভিযোগ থাকলে অবশ্যই ডিউটিরত সুপারভাইজারকে অবহিত করতে হবে।

২. অন্য কোনও অভিযোগ অবশ্যই আমাদের মেসেঞ্জার পরিষেবার মাধ্যমে ইনবক্সে প্রেরণ করতে হবে।

৩. অথবা বরিশালে আমাদের টিকেট অফিসে অথবা ফোন/ইমেলের মাধ্যমে।

৪. যেহেতু অগনিত লঞ্চ ফ্যান গ্রুপ রয়েছে সুতরাং সে সকল গ্রুপে অভিযোগ অনুসন্ধান করা আমাদের পক্ষে সম্ভব নয়।

আমরা গ্রুপ পোস্ট থেকে কোনও অভিযোগকে ‘অফিসিয়াল অভিযোগ’ হিসাবে বিবেচনা করি না। আমরা কোন লঞ্চ ফ্যান গ্রুপ পরিচালনা করি না তাই সেখান থেকে অভিযোগ সংগ্রহ করা আমাদের দায়িত্ব নয়।

অভিযোগের সময় নিন্মলিখিত তথ্যগুলো অবশ্যই দিতে হবে :
যাত্রীদের জন্য:
- আপনার নাম
- আপনার ভ্রমণের তারিখ
- কেবিন নাম্বার (যদি কেবিন যাত্রী হন)
- কোনও প্রমাণ (ভিজ্যুয়াল বা ভয়েস রেকর্ডিং)
- সাক্ষী (প্রযোজ্য ক্ষেত্রে)
অভিযুক্তদের জন্য:
- স্টাফ / ব্যক্তির নাম
- ঘটনার তারিখ
- প্রকৃত ঘটনা
টিকিট ব্ল্যাকিংয়ের জন্য:
- যে ব্যক্তি ব্ল্যাকিং করেছে তার নাম (আমাদের কর্মী বা অন্য যে কেউ)
- তার ছবি (সম্ভব হলে)
- টিকেট কত মূল্যে বিক্রি হচ্ছে এবং রুম নম্বর।

আমরা কোন যাত্রীকে কালোবাজারির কাছ থেকে টিকিট কিনতে পরামর্শ দিই না। ব্ল্যাকারদের কাছ থেকে টিকেট কেনাও বেআইনী, এভাবে অন্য কারো এনআইডি ব্যবহারের মাধ্যমে এই ধরনের জালিয়াতির সাথে জড়িয়ে পরার সম্ভাবনা অনেক বেশি।এটি আইন অনুসারে শাস্তিযোগ্য অপরাধ ।

আমরা টিকেট কালোবাজারি নির্মূলে কাজ শুরু করেছি, এ পর্যন্ত ৩০টিরও বেশি টিকিটের জন্য অর্থ বাজেয়াপ্ত করেছি এবং সেগুলি বাতিল করেছি। আমরা এ প্রক্রিয়া চালিয়ে যাব এবং আপনাদের সকলের সরাসরি অংশগ্রহন ও সহযোগিতা আমাদের একান্ত কাম্য।আমাদের যথাযথ প্রমাণ দিয়ে সহযোগিতা করা হলে আপনাদের অবশ্যই পুরস্কৃত করা হবে এবং আপনাদের পরিচয় গোপন রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।আমরা প্রয়োজনে প্রমাণগুলো আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করার অধিকার রাখি।

আপনাদের যথাযথ প্রমাণযুক্ত অভিযোগের মাধ্যমে আমরা আমাদের যাত্রীসেবার মান আরও উন্নত করতে বদ্ধপরিকর।

ধন্যবাদ।
এম ভি মানামী লঞ্চ কর্তৃপক্ষ।

06/09/2023
02/09/2023

MV Manami – IWT সেক্টরে অত্যন্ত পেশাদার যাত্রীসেবায় দৃঢ় প্রত্যয়ী একটি নাম।

এম ভি মানামীতে আপনাকে স্বাগতম।

জন্মদিন বা বার্ষিকী উদযাপনে বিগত বছরগুলোর মতই আমরা আমাদের যাত্রীদের এম ভি মানামীতে যাত্রাকালিন আনন্দের মুহূর্তগুলো তাদের...
24/08/2023

জন্মদিন বা বার্ষিকী উদযাপনে বিগত বছরগুলোর মতই আমরা আমাদের যাত্রীদের এম ভি মানামীতে যাত্রাকালিন আনন্দের মুহূর্তগুলো তাদের বন্ধু-বান্ধব এবং পরিবারের সাথে উদযাপনকে স্মরণীয় করে রাখতে চেষ্টা করি।

গতকাল আমরা আমাদের সন্মানিত একজন শিশু যাত্রী এবং তার পরিবারের সদস্যদের সাথে জন্মদিন উদযাপন করেছি। আমাদের সুপারভাইজার এবং কেবিন ক্রুদের পক্ষ থেকে দেয়া হয় শুভেচ্ছা বার্তা সাক্ষরিত একটি এম ভি মানামীর কার্ড এবং ছোট উপহার।

মানামীতে আপনার ভ্রমণকে আরামদায়ক এবং স্মরণীয় করে রাখতে আমরা সর্বদা সচেষ্ট।

ধন্যবাদ.
এম ভি মানামী লঞ্চ কর্তৃপক্ষ।
(*অবিভাবকের অনুমতিক্রমে ছিবিগুলো শেয়ার করা হলো। *)

*রোটেশন পদ্ধতিতে মানামীর যাত্রার শিডিউল*সম্মানিত যাত্রীসাধারণদের জানানো হচ্ছে যে, এম. ভি. মানামী লঞ্চ সাময়িকভাবে রোটেশন ...
21/08/2023

*রোটেশন পদ্ধতিতে মানামীর যাত্রার শিডিউল*

সম্মানিত যাত্রীসাধারণদের জানানো হচ্ছে যে, এম. ভি. মানামী লঞ্চ সাময়িকভাবে রোটেশন পদ্ধতিতে চলাচল করবে। আগস্ট ও সেপ্টেম্বর মাসের যাত্রার শিডিউল আমরা আমাদের এই পোস্টের মাধ্যমে প্রকাশ করছি। যাত্রীসাধারণ তাদের যাত্রার টিকেট আমাদের লঞ্চ, বরিশাল বুকিং অফিস ও আমাদের ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে বুকিং করতে পারবেন।

পরবর্তী ঘোষণার পূর্ব পর্যন্ত এম. ভি. মানামী লঞ্চ এই শিডিউল অনুযায়ী ঢাকা- বরিশাল রুটে চলাচল করবে।

ওয়েবসাইট- https://mvmanami.com/
অ্যাপ ডাউনলোড লিংক- https://cutt.ly/eue5yWV

ধন্যবাদ।
-এম. ভি. মানামী লঞ্চ কর্তৃপক্ষ

* কেবিন ক্রু এবং ডেক ক্রু অফ দ্যা মান্থ * আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, জুলাই মাসের ‘কেবিন ক্রু অফ দ্যা মান্থ’ এর বিজয়ী...
12/08/2023

* কেবিন ক্রু এবং ডেক ক্রু অফ দ্যা মান্থ *

আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, জুলাই মাসের ‘কেবিন ক্রু অফ দ্যা মান্থ’ এর বিজয়ী হিসেবে ‘মোঃ মিজান’ -কে পুরস্কৃত করা হয়েছে। তার কঠোর পরিশ্রম, একাগ্রতা ও গ্রাহক সেবায় সচেষ্ট থাকার নিদর্শনের কারণে কেবিন ক্রু অফ দ্যা মান্থ নির্বাচিত হওয়ায় আমরা তাকে অভিনন্দন জানাই এবং তার জন্য রইলো শুভকামনা। আমরা আরও ধন্যবাদ জানাই এই রিওয়ার্ড প্রোগ্রামের জন্য নমিনেটেড হওয়া অন্যান্য কেবিন ক্রু-দের কে।

জুলাই মাসের ‘ডেক ক্রু অফ দ্যা মান্থ’ হিসেবে ‘মোঃ শহীদ’ -কে বিজয়ী ঘোষণা করা হচ্ছে। আমরা তার নিরলস পরিশ্রম ও শৃঙ্খলাবোধের জন্য তাকে ধন্যবাদ জানাই। 'ডেক ক্রু অফ দ্যা মান্থ'-এর জন্য নমিনেটেড হওয়া অন্যান্য ডেক ক্রু-দের জন্যও রইলো অনেক শুভকামনা।

ধন্যবাদ
-এম.ভি মানামী লঞ্চ কর্তৃপক্ষ

29/07/2023

বুড়িগঙ্গা রিভারভিউ রেস্টুরেন্ট (ঢাকা সদরঘাট) থেকে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮:৩০ পর্যন্ত সকল সন্মানিত লঞ্চ যাত্রী সহ সকলের জন্য ‘চাইনিজ সেট খাবার (শুধুমাত্র পার্সেল)’ সরবরাহ করা হবে।

মূল্য: ৩৬০ টাকা
আইটেম:
- এগ ফ্রাইড রাইস
- ফ্রাইড চিকেন
- চাইনিজ ভেজিটেবল
- চিকেন চিলি অনিওন
- সালাদ
- একটি সফট ড্রিঙ্ক

এই অফারটির জন্য মানামী লঞ্চের সন্মানিত যাত্রীরা সরাসরি রেস্টুরেন্ট থেকে খাবার সংগ্রহ করতে পারবেন অথবা অনুগ্রহপূর্বক লঞ্চের সুপারভাইজার / কেবিন ক্রুর সাথে যোগাযোগ করুন।

* শর্ত প্রযোজ্য *

ধন্যবাদ.
মানামী লঞ্চ কর্তৃপক্ষ

29/07/2023
29/06/2023
01/05/2023

Wishing all a very Happy May Day!
Thank you.

21/04/2023
*** কেবিন যাত্রীদের জন্য PLATINUM Membership  কার্ড স্কিম - ফ্রি আপগ্রেড ***আমরা আমাদের কেবিন যাত্রীদের জন্য নতুন PLATIN...
15/04/2023

*** কেবিন যাত্রীদের জন্য PLATINUM Membership কার্ড স্কিম - ফ্রি আপগ্রেড ***

আমরা আমাদের কেবিন যাত্রীদের জন্য নতুন PLATINUM Membership কার্ড স্কিম শুরু করতে পেরে আনন্দিত। এই PLATINUM কার্ডটি শুধুমাত্র সেই সকল যাত্রীদের জন্য যারা বর্তমানে GOLD কার্ড হোল্ডার এবং এই GOLD কার্ড ব্যবহার করে গত ১২ মাসে মানামীতে কমপক্ষে ১০ বার বা তার বেশি ভ্রমণ করেছেন৷

PLATINUM কার্ডের সুবিধা:

1. বিনামূল্যে আপগ্রেড (* যদি আপনি GOLD মেম্বারশিপ কার্ডের মাধ্যমে গত ১২ মাসে মানামীতে কমপক্ষে ১০ বার বা তার বেশি ভ্রমণ করে থাকেন* - শর্ত প্রযোজ্য )
2. যেকোনো কেবিন ভাড়ায় ১০ % ছাড় + লঞ্চের খাবারে ৫% ছাড় (* শর্ত প্রযোজ্য)
3. বুড়িগঙ্গা রিভারভিউ রেস্টুরেন্টে (ঢাকা সদরঘাট) ১০% ছাড় যেকোনো সময়ে (* শর্ত প্রযোজ্য)।
4. আপনার বুকিং করা যে কোন কোম্পানি কেবিনে ওয়েলকাম স্ন্যাকস (আমাদের VIP প্যাসেঞ্জারদের যে ভাবে দেয়া হয়)। (* শর্ত প্রযোজ্য)

এই কার্ড প্রাপ্তির এবং নিবন্ধনের প্রক্রিয়া:

- আমাদের ৫০০০ + GOLD কার্ড হোল্ডার রয়েছেন এবং তাদের মধ্যে যারা গত ১২ মাসে ১০ বার বা তার বেশি মানামীতে ভ্রমণ করেছেন তাদেরকে আমাদের ডেটাবেজের মাধ্যমে শনাক্ত করে যোগাযোগ করা হবে।
- আপনাদের সাথে যোগাযোগের ভিত্তিতে আপনারা মানামী লঞ্চ থেকে বা বরিশালের টিকিট অফিস থেকে এই PLATINUM কার্ডটি সংগ্রহ করতে পারবেন।
- আপনার পুরানো GOLD কার্ড ফেরত দিতে হবে এবং আমাদের স্টাফরা বিনামূল্যে একটি নতুন PLATINUM কার্ড আপনাকে ইস্যু করবে।
- আমাদের স্টাফরা আপনার এই নতুন কার্ডটি আমাদের CRM সিস্টেমে নিবন্ধনের মাধ্যমে কার্ডটিকে সক্রিয় করবে।

১০% ছাড় এর প্রক্রিয়াঃ
• বরিশাল অথবা লঞ্চ থেকে টিকেট বুকিং এর সময়ে নগদ ১০% ছাড় দেয়া হবে।
• Online এ টিকেট বুকিং করলে ৭ থেকে ১০ কর্মদিবসের মধ্যে ১০% ছাড় (ক্যাশব্যাক) ফেরত দেয়া হবে (যে পেমেন্ট মাধ্যম ব্যবহ্যার করবেন শুধুমাত্র সেখানেই ফেরত যাবে)।

আমরা আমাদের যাত্রীসেবাকে যথারীতি সর্বোচ্চ প্রাধান্য দিয়ে থাকি এবং পূর্ণ পেশাদারিত্বের সাথে আপনাদের সেবা প্রদানে আমরা সর্বদা সচেষ্ট।

ধন্যবাদ।

-এম.ভি. মানামী লঞ্চ কর্তৃপক্ষ।

(* শর্ত প্রযোজ্য*)

এম. ভি.মানামীর সকল গ্রাহক ও শুভানুধ্যায়ীদের জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা। ধন্যবাদ।-এম. ভি.মানামী লঞ্চ কর্তৃপক্ষ
13/04/2023

এম. ভি.মানামীর সকল গ্রাহক ও শুভানুধ্যায়ীদের জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা।
ধন্যবাদ।

-এম. ভি.মানামী লঞ্চ কর্তৃপক্ষ

আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী আমরা আমাদের তিনবারের বিজয়ী ‘কেবিন ক্রু  এবং ডেক ক্রু অফ দা মান্থ’  এওয়ার্ড প্রাপ্ত  ক্রুদের ...
12/04/2023

আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী আমরা আমাদের তিনবারের বিজয়ী ‘কেবিন ক্রু এবং ডেক ক্রু অফ দা মান্থ’ এওয়ার্ড প্রাপ্ত ক্রুদের জন্য সম্প্রতি বরিশাল থেকে ঢাকায় বিমান ভ্রমণের ব্যবস্থা করেছি। মানামীর স্টাফ অ্যাওয়ার্ড পলিসি অনুযায়ী নগদ অর্থ পুরষ্কারের পাশাপাশি বছরে তিনবারের বিজয়ীদের অভ্যন্তরীণ রুটে বিমান ভ্রমণ উপভোগ এবং অন্য সেক্টরের (বিমান চলাচল) কাস্টমার সার্ভিসের অভিজ্ঞতা নেয়ার জন্য এই পুরষ্কারের ব্যবস্থা করা হয়।

কেবিন ক্রু - তুষার এবং ডেক ক্রু - কাওসার দুজনেই গত সপ্তাহে প্রথমবারের মতো বিমানে ১৪,০০০ ফুট উচ্চতায় উড়ে বরিশাল থেকে ঢাকা পর্যন্ত একটি উত্তেজনাপূর্ণ এবং আনন্দদায়ক সংক্ষিপ্ত যাত্রা করেছিলেন। তাদের আনন্দময় সময়ের কয়েকটি ছবি এখানে শেয়ার করা হল। মানামীতে উন্নত যাত্রীসেবা প্রদান, নিরলস পরিশ্রম এবং সার্বক্ষণিক সুষ্ঠু রক্ষণাবেক্ষণের জন্য তাদের দুজনকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

ধন্যবাদ।

এম ভি মানামী লঞ্চ কর্তৃপক্ষ।

*** কেবিন ক্রু অফ দ্য ইয়ার ২০২২ ***আমরা দৃঢ়ভাবে কর্মীদের প্রেরণা, সন্তুষ্টি এবং সামগ্রিক কল্যাণে বিশ্বাস করি যা উন্নত ...
09/04/2023

*** কেবিন ক্রু অফ দ্য ইয়ার ২০২২ ***

আমরা দৃঢ়ভাবে কর্মীদের প্রেরণা, সন্তুষ্টি এবং সামগ্রিক কল্যাণে বিশ্বাস করি যা উন্নত যাত্রীসেবাকে সরাসরি প্রভাবিত করে। এরই পরিপ্রেক্ষিতে প্রতি বছরের মতো আমরা গত মাসে ‘কেবিন ক্রু অফ দ্য ইয়ার ২০২২’ - বছরের শ্রেষ্ঠ কেবিন ক্রুকে পুরস্কৃত করেছি। এটি আমাদের ক্রুদের জন্য একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ পুরস্কার। এই প্রতিযোগিতায় জয়ী হওয়ার জন্য আমাদের কেবিন ক্রুদের অনেকগুলো ধাপ এবং প্রক্রিয়া অনুসরণ করতে হয়েছে, যেমন - লিখিত পরীক্ষা, প্যানেল ইন্টারভিউ, গ্রুপ ওয়ার্ক এবং সামগ্রিক ম্যানেজমেন্ট রিপোর্ট।

আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে ২০২২ এর শ্রেষ্ঠ কেবিন ক্রু বিজয়ী হয়েছেন মারুফ হাসান। পুরষ্কার হিসাবে তিনি পেয়েছেন নগদ অর্থ, সার্টিফিকেট, ক্রেস্ট, শার্ট ব্যাজ, ঢাকা-কক্সবাজার-ঢাকা রিটার্ন এয়ার টিকেট এবং কক্সবাজারে দুই রাতের জন্য হোটেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালাম শিপিং লাইনস লিমিটেড এর ভাইস চেয়ারম্যান সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সকল কর্মীবৃন্দ।

আমরা মারুফকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই মানামীর যাত্রীসেবার প্রতি তার নিরলস পরিশ্রম এবং নিষ্ঠার জন্য।

ধন্যবাদ.
এমভি মানামী লঞ্চ কর্তৃপক্ষ।

** অনলাইন বুকিং সিস্টেম চালু প্রসঙ্গে **সম্মানীত যাত্রীসাধারণের জানানো হচ্ছে যে, আমাদের নিজস্ব অনলাইন বুকিং সিস্টেমের আপ...
08/04/2023

** অনলাইন বুকিং সিস্টেম চালু প্রসঙ্গে **

সম্মানীত যাত্রীসাধারণের জানানো হচ্ছে যে, আমাদের নিজস্ব অনলাইন বুকিং সিস্টেমের আপগ্রেড ও সার্ভার মাইগ্রেশনজনিত কারণে সাময়িকভাবে কিছুদিনের জন্য বন্ধ ছিলো। বর্তমানে আমাদের বুকিং সিস্টেম সম্পূর্ণভাবে সচল রয়েছে। পূর্বের ন্যায় ঘরে বসে নিরাপদ পেমেন্ট গেটওয়ের মাধ্যমে টাকা প্রদাণের মাধ্যমে আপনারা আমাদের ওয়েবসাইট বা অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহার করে অনলাইনে কেবিন বুকিং করতে পারবেন। যাত্রীসাধারণের সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

ধন্যবাদ।
- এম. ভি. মানামী লঞ্চ কর্তৃপক্ষ।

আলহামদুলিল্লাহ! আমরা মানামীর সার্ভিসের ৪ বছর সফলভাবে সম্পন্ন করতে পেরে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। ৪ এপ্রিল ২০১৯ -এ আমরা...
07/04/2023

আলহামদুলিল্লাহ! আমরা মানামীর সার্ভিসের ৪ বছর সফলভাবে সম্পন্ন করতে পেরে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। ৪ এপ্রিল ২০১৯ -এ আমরা আমাদের সম্মানিত যাত্রীদের জন্য প্রথমবারের মতো লঞ্চ সার্ভিস সেক্টরে আধুনিকতা এবং নতুনত্বের সাথে আমাদের যাত্রীসেবা শুরু করি। আমাদের অনন্য এবং উন্নত সেবা, আপনাদের ঐকান্তিক ভালবাসা এবং সমর্থন মানামীকে IWT সেক্টরে একটি শ্রেষ্ঠ ব্র্যান্ডে পরিণত করেছে।

এই দিনে আমরা আমাদের ম্যানেজমেন্টের পক্ষ থেকে মানামী লঞ্চ নির্মাণকারী সকল পরিশ্রমী কর্মীদের সন্মানের সাথে স্মরণ করি এবং আমাদের লঞ্চ পরিচালনা, যাত্রীসেবা ও রক্ষণাবেক্ষণকারী বিদ্যমান সকল কর্মীদের জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

বর্ষপূর্তির এই আনন্দময় দিনগুলিকে আরও উপভোগ্য এবং স্মরণীয় করতে আমরা আমাদের সম্মানিত ডেক যাত্রীদের জন্য বিনামূল্যে র‍্যাফেল ড্রয়ের ব্যবস্থা করেছিলাম এবং কেবিন ও সোফা যাত্রীদের বিনামূল্যে GOLD MEMBERSHIP কার্ড বিতরণ করেছি।

আমাদের সিনিয়র ম্যানেজমেন্ট এবং লঞ্চ স্টাফরা একত্রে ইফতার শেষে কেক কেটে দিনটি শুরু করেন।

সেই উপভোগ্য মুহূর্তের কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি।

মানামীর পাশে থাকার জন্য আপানদের আন্তরিক ধন্যবাদ।

-এম.ভি. মানামী লঞ্চ কর্তৃপক্ষ।

* এমভি মানামীর ৪র্থ বার্ষিকীর শুভেচ্ছা * আগামীকাল মঙ্গলবার ৪ এপ্রিল ২০২৩ তারিখে এম ভি মানামী লঞ্চের ৪র্থ বার্ষিকী উদযাপন...
03/04/2023

* এমভি মানামীর ৪র্থ বার্ষিকীর শুভেচ্ছা *

আগামীকাল মঙ্গলবার ৪ এপ্রিল ২০২৩ তারিখে এম ভি মানামী লঞ্চের ৪র্থ বার্ষিকী উদযাপন উপলক্ষে দিনটিকে উপভোগ্য এবং স্মরণীয় করে রাখতে আমরা আমাদের লঞ্চকে সজ্জিত করার উদ্যোগ নিয়েছি এবং আমাদের সম্মানিত ডেক যাত্রীদের জন্য থাকবে ফ্রি র‍্যাফেল ড্র এবং সকল কোম্পানি কেবিনে এবং সোফা যাত্রীদের GOLD MEMBERSHIP কার্ড বিনামূল্যে প্রদান করা হবে।

আগামীকাল ৪ এপ্রিল (মঙ্গলবার) ঢাকা থেকে বরিশাল এবং ৫ এপ্রিল (বুধবার) বরিশাল থেকে ঢাকা উভয় যাত্রাতেই এই কার্যক্রম সক্রিয় থাকবে।

বিগত চার বছর ধরে আমাদের সাথে থাকার জন্য, আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য এবং মানামীর প্রতি আপনাদের ভালবাসার জন্য আজ এম ভি মানামী IWT সেক্টরে একটি শীর্ষস্থানীয় লঞ্চ হিসেবে স্বীকৃতি পেয়েছে। আমরা আমাদের সন্মানিত যাত্রীদের জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।আমারা আশা করি বিগত দিনের মতো ভবিষ্যতেও আপনারা এভাবেই আমাদের পাশে থাকবেন।

এমভি মানামী লঞ্চে আপনাকে স্বাগত জানাই।

ধন্যবাদ
এমভি মানামী লঞ্চ কর্তৃপক্ষ।

এম.ভি.মানামীর সকল যাত্রীসাধারণ ও শুভানুধ্যায়ীদের জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।ধন্যবাদ।-এম.ভি.মানামী লঞ্চ কর্তৃপক্ষ...
23/03/2023

এম.ভি.মানামীর সকল যাত্রীসাধারণ ও শুভানুধ্যায়ীদের জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।

ধন্যবাদ।
-এম.ভি.মানামী লঞ্চ কর্তৃপক্ষ।

18/03/2023

Welcome to MV Manami

* কেবিন ক্রু এবং ডেক ক্রু অফ দ্যা মান্থ * আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, জানুয়ারী মাসের ‘কেবিন ক্রু অফ দ্যা মান্থ’ এর বি...
10/03/2023

* কেবিন ক্রু এবং ডেক ক্রু অফ দ্যা মান্থ *

আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, জানুয়ারী মাসের ‘কেবিন ক্রু অফ দ্যা মান্থ’ এর বিজয়ী হিসেবে ‘মোঃ উজ্জ্বল’ -কে পুরস্কৃত করা হয়েছে। তার কঠোর পরিশ্রম, একাগ্রতা ও গ্রাহক সেবায় সচেষ্ট থাকার নিদর্শনের কারণে কেবিন ক্রু অফ দ্যা মান্থ নির্বাচিত হওয়ায় আমরা তাকে অভিনন্দন জানাই এবং তার জন্য রইলো শুভকামনা। আমরা আরও ধন্যবাদ জানাই এই রিওয়ার্ড প্রোগ্রামের জন্য নমিনেটেড হওয়া অন্যান্য কেবিন ক্রু-দের কে।

জানুয়ারী মাসের ‘ডেক ক্রু অফ দ্যা মান্থ’ হিসেবে ‘মোঃ নাসির’ -কে বিজয়ী ঘোষণা করা হচ্ছে। আমরা তার নিরলস পরিশ্রম ও শৃঙ্খলাবোধের জন্য তাকে ধন্যবাদ জানাই। 'ডেক ক্রু অফ দ্যা মান্থ'-এর জন্য নমিনেটেড হওয়া অন্যান্য ডেক ক্রু-দের জন্যও রইলো অনেক শুভকামনা।

ধন্যবাদ
-এম.ভি মানামী লঞ্চ কর্তৃপক্ষ

*** বরিশাল বুকিং অফিসের ঠিকানা পরিবর্তন ***আমাদের সকল সম্মানিত যাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মার্চ ২০২৩ থেকে আ...
01/03/2023

*** বরিশাল বুকিং অফিসের ঠিকানা পরিবর্তন ***

আমাদের সকল সম্মানিত যাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মার্চ ২০২৩ থেকে আমাদের বরিশাল বুকিং অফিসের ঠিকানা পরিবর্তন করা হয়েছে।

আপনার টিকেট এবং যেকোনো তথ্যের জন্য আমাদের নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করুন:

স্টল নং-২০৪, স্টীমার ঘাট জামে মসজিদ মার্কেট (২য় তলা), বাঁধ রোড, বরিশাল।

ফোন: ০১৩০৯-০৩৩৫৮৬, ০১৩০৯-০৩৩৫৮৭

ধন্যবাদ
এম ভি মানামী লঞ্চ কর্তৃপক্ষ।

** আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণে **আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে আমরা সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি সেই সকল ভাষাশহীদদ...
21/02/2023

** আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণে **

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে আমরা সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি সেই সকল ভাষাশহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলা ভাষা আজ বিশ্ব দরবারে পরিচিতি লাভ করেছে। ভাষাশহীদদের জন্য রইলো আমাদের বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।

ধন্যবাদ।
-এম.ভি. মানামী লঞ্চ কর্তৃপক্ষ

Address

Dhaka
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Manami posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Manami:

Videos

Share

Category