16/12/2023
আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। মুক্তিকামী ও অকুতোভয় বীর মুক্তিযোদ্ধারা দেশের আপামর জনসাধারণকে সাথে নিয়ে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের এ দিনে পরাস্ত করেছিল দখলদার পাকিস্তানি বাহিনীকে। বাংলার আকাশে সেদিন উদিত হয়েছিল স্বাধীনতার লাল সূর্য। তাই বাঙ্গালি জাতির মুক্তি সংগ্রামের ইতিহাসে ১৬ ডিসেম্বর গৌরবদীপ্ত এক দিন।
১৯৭৪ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর পরই শুরু হয় পূর্ব বাংলার জনসাধারণের শোষণ, নিপীড়ন ও বৈষম্যের ইতিহাস। বাঙালী জাতিকে পদানত করতে পাকিস্তানি শাসক গোষ্ঠী শুরু থেকেই কূটকৌশলের আশ্রয় নেয়। এরপর মাতৃভাষার দাবিতে ১৯৫২ সালে ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতির ন্যায্য অধিকার আদায়ের সংগ্রাম সূচিত হয়। বাঙালির স্বাধিকার আদায়ে ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন, ১৯৬৯ এর গণঅভ্যুত্থান ও ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধুরর নেতৃত্বে আওয়ামী মুসলিম লিগের নিরঙ্কুশ বিজয় ছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের সোপান। বাঙ্গালি জাতিকে শোষনের নাগপাশ হতে মুক্তির লক্ষ্যে ১৯৭১ সালের ৭ই মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বিশাল জনসমুদ্রে বঙ্গবন্ধু বজ্রকন্ঠে ঘোষনা করেন "এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম"। বঙ্গবন্ধুর তেজস্বী আহ্বানে রচিত হয় মুক্তিযুদ্ধের পটভূমি। অতঃপর ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালীর উপর বর্বরোচিত হামলা চালিয়ে হত্যাযজ্ঞে মেতে উঠে। সমগ্র জাতি সেদিন ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় দেশকে মুক্ত করার এক কঠোর সংগ্রাম। সে সময় বাঙালি জাতি তার হাতের কাছে যা ছিল তাই নিয়ে দেশকে স্বাধীন করার লক্ষ্যে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। দীর্ঘ ন' মাসব্যাপী রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে শত্রুরা পরাজিত হয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আত্মসমর্পণ করলে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে আত্মপ্রকাশ করে বাংলাদেশ। এবং এরই মাধ্যমে আমরা পাই একটি স্বাধীন সীমানা, একটি লাল সবুজের পতাকা।
আজ মহান বিজয়ের মাসে জাতি শ্রদ্ধাভরে স্মরণ করছে সেসব বীর শহীদদের যাদের সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধিনতা। বাঙ্গালী জাতির মুক্তি সংগ্রামের ইতিহাসে অম্লান হয়ে আছেন এদেশের সূর্য সন্তান সাতজন বীরশ্রেষ্ঠ সহ অসংখ্য ওলামায়ে কেরাম ও অবাল,বৃদ্ধ,বনিতা। তাঁদের বীরত্বপূর্ণ অবদান অনন্তকাল অনুপ্রেরণা যোগাবে ভবিষ্যৎ প্রজন্মকে, মহান বিজয়ের মাসে এটাই সকলের প্রত্যাশা।
★ আল্লাহ তায়ালা আমাদের সকলকে প্রকৃত স্বাধীনতার স্বাদ আস্বাদন করার তাওফিক দান করুন এবং দল মত নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ হয়ে উঠুক একটি সুন্দর, উন্নত, শান্তিপূর্ণ, সমৃদ্ধিশীল মুসলিম দেশ।
আল্লাহ তায়ালা আমাদের সবাই কবুল করুন। আমিন।