Sofwah Travels

Sofwah Travels হজ-ওমরাহ ও টিকেটিংয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান।

আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। মুক্তিকামী ও অকুতোভয় বীর মুক্তিযোদ্ধারা দেশের আপামর জনসাধারণকে সাথে নিয়ে দীর্ঘ নয় মাসের ...
16/12/2023

আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। মুক্তিকামী ও অকুতোভয় বীর মুক্তিযোদ্ধারা দেশের আপামর জনসাধারণকে সাথে নিয়ে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের এ দিনে পরাস্ত করেছিল দখলদার পাকিস্তানি বাহিনীকে। বাংলার আকাশে সেদিন উদিত হয়েছিল স্বাধীনতার লাল সূর্য। তাই বাঙ্গালি জাতির মুক্তি সংগ্রামের ইতিহাসে ১৬ ডিসেম্বর গৌরবদীপ্ত এক দিন।
১৯৭৪ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর পরই শুরু হয় পূর্ব বাংলার জনসাধারণের শোষণ, নিপীড়ন ও বৈষম্যের ইতিহাস। বাঙালী জাতিকে পদানত করতে পাকিস্তানি শাসক গোষ্ঠী শুরু থেকেই কূটকৌশলের আশ্রয় নেয়। এরপর মাতৃভাষার দাবিতে ১৯৫২ সালে ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতির ন্যায্য অধিকার আদায়ের সংগ্রাম সূচিত হয়। বাঙালির স্বাধিকার আদায়ে ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন, ১৯৬৯ এর গণঅভ্যুত্থান ও ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধুরর নেতৃত্বে আওয়ামী মুসলিম লিগের নিরঙ্কুশ বিজয় ছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের সোপান। বাঙ্গালি জাতিকে শোষনের নাগপাশ হতে মুক্তির লক্ষ্যে ১৯৭১ সালের ৭ই মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বিশাল জনসমুদ্রে বঙ্গবন্ধু বজ্রকন্ঠে ঘোষনা করেন "এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম"। বঙ্গবন্ধুর তেজস্বী আহ্বানে রচিত হয় মুক্তিযুদ্ধের পটভূমি। অতঃপর ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালীর উপর বর্বরোচিত হামলা চালিয়ে হত্যাযজ্ঞে মেতে উঠে। সমগ্র জাতি সেদিন ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় দেশকে মুক্ত করার এক কঠোর সংগ্রাম। সে সময় বাঙালি জাতি তার হাতের কাছে যা ছিল তাই নিয়ে দেশকে স্বাধীন করার লক্ষ্যে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। দীর্ঘ ন' মাসব্যাপী রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে শত্রুরা পরাজিত হয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আত্মসমর্পণ করলে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে আত্মপ্রকাশ করে বাংলাদেশ। এবং এরই মাধ্যমে আমরা পাই একটি স্বাধীন সীমানা, একটি লাল সবুজের পতাকা।
আজ মহান বিজয়ের মাসে জাতি শ্রদ্ধাভরে স্মরণ করছে সেসব বীর শহীদদের যাদের সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধিনতা। বাঙ্গালী জাতির মুক্তি সংগ্রামের ইতিহাসে অম্লান হয়ে আছেন এদেশের সূর্য সন্তান সাতজন বীরশ্রেষ্ঠ সহ অসংখ্য ওলামায়ে কেরাম ও অবাল,বৃদ্ধ,বনিতা। তাঁদের বীরত্বপূর্ণ অবদান অনন্তকাল অনুপ্রেরণা যোগাবে ভবিষ্যৎ প্রজন্মকে, মহান বিজয়ের মাসে এটাই সকলের প্রত্যাশা।
★ আল্লাহ তায়ালা আমাদের সকলকে প্রকৃত স্বাধীনতার স্বাদ আস্বাদন করার তাওফিক দান করুন এবং দল মত নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ হয়ে উঠুক একটি সুন্দর, উন্নত, শান্তিপূর্ণ, সমৃদ্ধিশীল মুসলিম দেশ।
আল্লাহ তায়ালা আমাদের সবাই কবুল করুন। আমিন।

অনাকাঙ্খীত ঝামেলা এড়াতে হারামে আগমনের আগে পারমিট ইস্যুর নিয়ম মেনে চলুন এবং শৃঙ্খলা বজায় রাখুন।
06/12/2023

অনাকাঙ্খীত ঝামেলা এড়াতে হারামে আগমনের আগে পারমিট ইস্যুর নিয়ম মেনে চলুন এবং শৃঙ্খলা বজায় রাখুন।

আজ সন্ধ্যায় ঢাকার কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে হজ্জ এজেন্সি মালিকদের নিয়ে 'হজ এজেন্সিস এসোসিয়েশন (হাব)-এর ...
25/11/2023

আজ সন্ধ্যায় ঢাকার কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে হজ্জ এজেন্সি মালিকদের নিয়ে 'হজ এজেন্সিস এসোসিয়েশন (হাব)-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে অনুষ্ঠিতব্য হজ্জ-২০২৪ সহ আগামীতে হজযাত্রীদের সেবার মান উন্নয়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ নির্দেশনাসহ হাজীদের উন্নত সেবা প্রদানে সকল এজেন্সিকে ঐক্যবদ্ধ কাজ করার পরামর্শ দেয়া হয়।
উক্ত সভায় 'হাব'র প্রতিষ্ঠাতা সভাপতি সহ বর্তমান ও বিগত সময়ের সভাপতিগণ ও কমিটির সদস্যসহ প্রায় পাঁচ শতাধিক এজেন্সির মালিক/প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সব শেষে 'হাব'র বর্তমান সফল সভাপতি জনাব এম.শাহাদাত হোসাইন তসলিম সাহেবের সমাপনী বক্তব্য ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

২৫|১১|২০২৩

এক যুগেরও বেশি সময়ের অভিজ্ঞ 'হজ-ওমরাহ পরিচালক আলেম ও খতীবের সরাসরি পরিচালনায় স্পেশাল উমরাহ প্যাকেজ৬ডিসেম্বর থেকে ২০ ডিসে...
19/11/2023

এক যুগেরও বেশি সময়ের অভিজ্ঞ 'হজ-ওমরাহ পরিচালক আলেম ও খতীবের সরাসরি পরিচালনায়
স্পেশাল উমরাহ প্যাকেজ

৬ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত।

প্যাকেজে যা থাকছে:
• ভিসা ও হেলথ ইন্সুরেন্স।
• রিটার্ণ এয়ার টিকেট।
• থ্রি স্টার স্ট্যান্ডার্ড হোটেল।
• বুলেট ট্রেনে মক্কা-মদীনা যাতায়াত।
• তিন বেলা দেশীয় খাবার।
• সফর জুড়ে আনলিমিটেড ফ্রী লন্ড্রি সার্ভিস।
• মক্কা-মদীনায় ঐতিহাসিক স্থান সমূহ পরিদর্শন।
• দিনব্যাপী এক্সক্লুসিভ ট্যুরে বদর প্রান্তর ভ্রমণের পাশাপাশি ঐতিহাসিক রাওয়াহ কূপ ও শিফা কূপ পরিদর্শন।
যোগাযোগ: 01619-080375

22/10/2023

আগামি কয়েক বছর পর প্রাইভেসি বলে কিছুই থাকবে না।

আপনার প্রাইভেসি বলতে কিছুই থাকবেনা। কিছুই ফাঁকি দিতে পারবেন না। যেমন আপনি পিৎজা কিনতে চাইলে যা হবে---------

: হ্যালো ! এটা কি পিৎজা হাট?
- না স্যার, এটা গুগল'স পিৎজা।

: আমি কি তাহলে ভুল নাম্বারে ফোন করেছি?
- না স্যার, গুগল দোকানটা কিনে নিয়েছে।

: ওকে, আমি কি পিজার অর্ডার দিতে পারি?
- স্যার, আপনি সাধারণত যে পিজার অর্ডার দেন আজকেও কি ওটাই দিবেন?

: আমি সাধারণত যে পিজার অর্ডার দেই সেটা আপনি কিভাবে জানেন?
- আপনার ফোন নাম্বার অনুযায়ী , আপনি শেষ ১৫ বার ডাবল চিজ বারো স্লাইস সসেজ পিজা অর্ডার
করেছেন।

: আমি এবারও ওটাই চাই।
- কিন্তু স্যার আপনার কলেস্টেরল যেহেতু হাই তাই আমি ৮ স্লাইজ ভেজিটেবল পিজা অর্ডার করতে পরামর্শ দিচ্ছি।

: আমার কলেস্টেরল হাই এটা আপনি কিভাবে জানেন?
-সাবস্ক্রাইবার গাইড থেকে। আমাদের কাছে আপনার গত ৭ বছরের ব্লাড টেস্টের রিপোর্ট আছে।

: আমি ভেজিটেবল পছন্দ করি না, যেটা চাইছি ঐটাই দেন । কলেস্টেরল এর জন্য আমি ঔষধ খাই।
- কিন্তু আপনিতো নিয়মিত ঔষধ খান না। ৪ মাস আগে লাজ ফার্মা থেকে ৩০টা ট্যাবলেটের একটা বক্স কিনেছিলেন।

: আমি অন্য আরেকটা দোকান থেকে বাকিগুলা নিয়েছি।
- কিন্তু আপনার ক্রেডিট কার্ড তো তা বলছে না!

: আমি নগদ ক্যাশ দিয়ে কিনেছি।
- আপনার ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী সে পরিমান টাকা আপনি উঠাননি।

: আমার অন্য আয়ের উৎস আছে।
- আপনার ট্যাক্স ফর্মে সে তথ্য নাই।

: ধুর মিয়া, আপনার পিৎজার গুষ্টি কিলাই। পিৎজাই খামু না। গুগল, ফেসবুক, হোয়াটস অ্যাপ, সেলফোন, ইন্টারনেট ছাড়া দ্বীপে চলে যামু যেখানে আমার উপর কেউ এত নজরদারি করতে পারবে না।

- জি স্যার বুঝতে পেরেছি, তার আগে আপনার পাসপোর্ট রিনিউ করতে হবে , ৫ সপ্তাহ আগে মেয়াদ শেষ হয়ে গেছে।😃😃😃
বাই দ্যা ওয়ে!
আপনার যদি পাসপোর্টের মেয়াদ থাকে তাহলে Sofwah Travels এর সাথে আগামী নভেম্বর/ডিসেম্বরে ওমরাহ করে আসতে পারেন সাশ্রয়ী রেটে সেরা সার্ভিসে।
আর যদি আপনি হজ্জ করতে চান তাহলে পাসপোর্টের মেয়াদ না থাকলেও জাতীয় পরিচয় পত্র দিয়ে হজের প্রি-রেজিস্ট্রেশন করতে সরাসরি কল করুন: 01619-080375 নাম্বারে।

20/10/2023
কোর্ট স্টেশন, রাজশাহী।
16/10/2023

কোর্ট স্টেশন, রাজশাহী।

08/10/2023



দৃষ্টিনন্দন রাজশাহী!
07/10/2023

দৃষ্টিনন্দন রাজশাহী!

উত্তরের প্রবেশ দ্বার🛣️যমুনা সেতু🎢
05/10/2023

উত্তরের প্রবেশ দ্বার🛣️
যমুনা সেতু🎢

অভ্যন্তরিণ ও আন্তর্জাতিক সকল ফ্লাইটের টিকেট বুকিং দিন লোয়েস্ট ফেয়ারে।Hotline: 01619-080375
03/10/2023

অভ্যন্তরিণ ও আন্তর্জাতিক সকল ফ্লাইটের টিকেট বুকিং দিন লোয়েস্ট ফেয়ারে।
Hotline: 01619-080375

02/10/2023

আপনি অনেক কিছু পারেন,
কি দরকার বলে বেড়ানোর!
কাজ করুন নীরবে,
যার প্রয়োজন সেই আপনাকে খুঁজে বের করবে।

01/10/2023

আপনাকে যারা বিশ্বাস করে না,
তাদের চিন্তা বাদ দিন।
নিজেকে বিশ্বাস করুন।
নিজের প্রতি বিশ্বাস আপনাকে
সবার মাঝে বিশ্বাসী করে তুলবে।

30/09/2023

কথায় কাজ হবে না!
তাই কাজ শুরু করুন নিরবে! আপনার কাজই কথা বলবে।

29/09/2023

হারতে শিখুন!
সব জায়গায় জিততে নেই!
এটা বোকামি।

27/09/2023

আপনার প্রতিপক্ষকে জিতিয়ে দিন! আপনার প্রতিপক্ষ যদি খুশী হয় সে জিতে গেছে ভেবে, আপনি একটু হাসুন।
মনে রাখবেন, কখনও কখনও জিততে হলে হারতে হবে। আর আপনার আজকের এই হারই আপনাকে বড় জয় এনে দিবে।

আগামী অক্টোবরে আপনার প্রিয় ট্রাভেল এজেন্ট Sofwah Travels কক্সবাজার রিল্যাক্স ট্যুরের বুকিং নিচ্ছে...বুকিং দিতে Sofwah Tr...
26/09/2023

আগামী অক্টোবরে আপনার প্রিয় ট্রাভেল এজেন্ট Sofwah Travels কক্সবাজার রিল্যাক্স ট্যুরের বুকিং নিচ্ছে...
বুকিং দিতে Sofwah Travelsএ ইনবক্স করুন অথবা কল করুন আমাদের হট লাইন : 01619-080375 নাম্বারে।

26/09/2023

কখনও তর্কে জিততে যাবেন না। এটা সময়ের অপচয়।

25/09/2023

কথা হজম করতে শিখুন!
এটা অনেক বড় গুণ!
জীবনে আপনাকে জিততে সহায়তা করবে।

24/09/2023

বাংলাদেশ থেকে হজ্জে যাওয়ার জন্য পূর্ব শর্ত প্রি-রেজিস্ট্রেশন।
আপনি হজের প্রি-রেজিস্ট্রেশন করেছেন কি?

আজহার ইবনে রেজা সৌদি আরবের জেদ্দায় একটি মসজিদের ইমাম-খতীব হিসেবে কর্মরত রয়েছেন। সাম্প্রতিক সময়ে ছুটি কাটাতে এসেছিলেন দেশ...
23/09/2023

আজহার ইবনে রেজা সৌদি আরবের জেদ্দায় একটি মসজিদের ইমাম-খতীব হিসেবে কর্মরত রয়েছেন। সাম্প্রতিক সময়ে ছুটি কাটাতে এসেছিলেন দেশে। একদিন হুট করে ফোন করে জানালেন ছুটি শেষে কর্মস্থলে ফিরতে চান কিন্তু রিটার্ন টিকেট না থাকায় কাছাকাছি তারিখে লোয়েস্ট প্রাইজে টিকেট বুক দিতে বললেন।
সফওয়াহ ট্রাভেলস বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে ভাইয়ের জন্য ওমান এয়ারে লোয়েস্ট ফেয়ারে টিকেট বুক করে দেয়। বর্তমানে তিনি ট্রানজিট ভিসায় ওমানে অবস্থান করছেন।
সফওয়াহ ট্রাভেলস সব সময় আপনাদের আন্তরিক সেবা দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

আজ বেশি বেশি দরুদ পাঠের দিন।সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
22/09/2023

আজ বেশি বেশি দরুদ পাঠের দিন।
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

কাস্টমারগণ আমাদের কাছে আত্মীয়র মতোই। তাই আমরা মুনাফার চেয়ে আন্তরিক সেবাকেই প্রাধান্য দেই।কাস্টমারের সেবাই আমাদের মূল লক্...
14/09/2023

কাস্টমারগণ আমাদের কাছে আত্মীয়র মতোই।
তাই আমরা মুনাফার চেয়ে আন্তরিক সেবাকেই প্রাধান্য দেই।
কাস্টমারের সেবাই আমাদের মূল লক্ষ্য।
তাই আন্তরিক সেবা পেতে Sofwah Travels এর সাথেই থাকুন।

সিরাজগঞ্জের হাটিকুমড়ল গোলচত্বরে নির্মাণ হচ্ছে আন্তর্জাতিক মানের ইন্টারচেঞ্জ। এতে ঢাকা-বগুড়া মহাসড়কে যাতায়াতে সময় কমবে।
14/09/2023

সিরাজগঞ্জের হাটিকুমড়ল গোলচত্বরে
নির্মাণ হচ্ছে আন্তর্জাতিক মানের ইন্টারচেঞ্জ।
এতে ঢাকা-বগুড়া মহাসড়কে যাতায়াতে সময় কমবে।

07/09/2023

আপনি কি হজের নিয়ত করেছেন?
তাহলে দ্রুত প্রি-রেজিস্ট্রেশন সম্পন্ন করে হজের সিরিয়াল গ্রহন করুন।
কেননা বর্তমানে বাংলাদেশ থেকে ১,৬০,৮০৫ জন হজ যাত্রী হজে যাওয়ার জন্য অপেক্ষমাণ রয়েছেন। যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ থেকে প্রতি বছর সরকারী-বেসরকারী মাধ্যমে সর্বমোট ১,২৭,০০০/- হজ যাত্রী হজে যাওয়ার সুযোগ পান। যা অপেক্ষমান হজ যাত্রীগণের মধ্যে সিরিয়ালের ভিত্তিতে প্রাধান্য পেয়ে থাকে।
তাই আগামি ২০২৪/২৫ সালে হজে যাওয়ার নিয়ত করে থাকলে প্রি-রেজিস্ট্রেশনের মাধ্যমে এখনই আপনার সিরিয়াল গ্রহন করুন।

হজের প্রাক-নিবন্ধন করতে যা লাগবে:
১. প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে জাতীয় পরিচয় পত্রের কপি। অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে জন্ম-নিবন্ধনের কপি।
২. অ্যাক্টিভ মোবাইল নাম্বার (যে নাম্বারে ধর্মমন্ত্রণালয় থেকে সিরিয়াল নাম্বার এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে)।
৩. সরকার নির্ধারিত প্রাক-নিবন্ধন ফি বাবদ ৩০,৭৫২/- ( ত্রিশ হাজার সাতশত বায়ান্ন টাকা)।

এছাড়াও হজ ও ওমরাহ সংক্রান্ত যাবতীয় বিষয়ে বিস্তারিত জানতে ইনবক্স করুন অথবা আমাদের হটলাইন: 01619 08 03 75 নাম্বারে কল করুন ।
ধন্যবাদ ।

'কাকে ব্যস্ততা দেখাচ্ছেন? যিনি সময়ের স্রষ্টা।'
06/09/2023

'কাকে ব্যস্ততা দেখাচ্ছেন? যিনি সময়ের স্রষ্টা।'

আপনাদের তো জানানোই হয় নাই!Sofwah Travels এ ডমেস্টিক ফ্লাইটের পাশা পাশি আপনি ইন্টারন্যাশনাল ফ্লাইটের টিকেটও ইস্যু করতে পা...
06/09/2023

আপনাদের তো জানানোই হয় নাই!
Sofwah Travels এ ডমেস্টিক ফ্লাইটের পাশা পাশি আপনি ইন্টারন্যাশনাল ফ্লাইটের টিকেটও ইস্যু করতে পারবেন।

আমাদের একজন সম্মানিত কাস্টমার দিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরে তাঁর কাঙ্খিত ফ্লাইটের জন্য অপেক্ষা করছেন।

বিশ্বের যে কোনো স্থান থেকে যে কোনো বিমানের টিকেট সাশ্রয়ী মূল্যে বুকিং দিতে আমাদেরকে কল করুন: +8801619-080375 নাম্বারে অথবা Sofwah Travels এ ইনবক্স করুন।

মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত কর।
01/09/2023

মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত কর।

বিমানের টিকেট কাটুন লোয়েস্ট ফেয়ারে।✈️ ঢাকা-চট্টগ্রাম-ঢাকা।✈️ ঢাকা-যশোর-ঢাকা।✈️ ঢাকা-সিলেট-ঢাকা।✈️ ঢাকা-কক্সবাজার-ঢাকা।✈️...
31/08/2023

বিমানের টিকেট কাটুন লোয়েস্ট ফেয়ারে।
✈️ ঢাকা-চট্টগ্রাম-ঢাকা।
✈️ ঢাকা-যশোর-ঢাকা।
✈️ ঢাকা-সিলেট-ঢাকা।
✈️ ঢাকা-কক্সবাজার-ঢাকা।
✈️ ঢাকা-সৈয়দপুর-ঢাকা।
✈️ ঢাকা-রাজশাহী-ঢাকা।
✈️ ঢাকা-বরিশাল-ঢাকা।
হটলাইন: 01619-080375

পর্দা নারীর মর্যাদা, নারীর অধিকার। ঢাকা ইউনিভার্সিটি কারও ব্যক্তিগত সম্পত্তি নয়।এখানে পড়া ধর্ম, বর্ণ, নির্বিশেষে  সকলের ...
30/08/2023

পর্দা নারীর মর্যাদা, নারীর অধিকার।
ঢাকা ইউনিভার্সিটি কারও ব্যক্তিগত সম্পত্তি নয়।
এখানে পড়া ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকলের মৌলিক অধিকার।

'তাঁর সাথে কিসের হিসাব যিনি বে-হিসাব দান করেন।'-আল্লামা ইকবাল
29/08/2023

'তাঁর সাথে কিসের হিসাব
যিনি বে-হিসাব দান করেন।'
-আল্লামা ইকবাল

কীভাবে আমি গুনাহ করি!আমি তো আল্লাহর দৃষ্টির বাইরে নই।
28/08/2023

কীভাবে আমি গুনাহ করি!
আমি তো আল্লাহর দৃষ্টির বাইরে নই।

এয়ার টিকেট এবং হজ্জ-ওমরাহ'র যাবতীয় বিষয়ে ২৪/৭ ঘন্টা কাস্টমার সাপোর্ট নিয়ে আপনাদের পাশে রয়েছে 'সফওয়াহ ট্রাভেলস'।
27/08/2023

এয়ার টিকেট এবং হজ্জ-ওমরাহ'র যাবতীয় বিষয়ে ২৪/৭ ঘন্টা কাস্টমার সাপোর্ট নিয়ে আপনাদের পাশে রয়েছে 'সফওয়াহ ট্রাভেলস'।

নামাজ ঘুম থেকে উত্তম।
26/08/2023

নামাজ ঘুম থেকে উত্তম।

জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করা সুন্নাহ।'সাল্লাল্লাহু  আলাইহি ওয়াসাল্লাম'
25/08/2023

জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করা সুন্নাহ।
'সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম'

Address

2/C, Porana Paltan
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Sofwah Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sofwah Travels:

Videos

Share

Category