21/04/2020
আলহামদুলিল্লাহ
আমি
"Family Biker"
#বিরিশিরি_নেত্রকোনা বাংলাদেশের মধ্যে অনেক সুন্দর একটা যায়গা, যেন বার বার যেতে ইচ্ছা করে।
#আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি ৩ বার যেতে পেরেছি (২ বার বাইকে ১ বার প্রাইভেট কার এ) আবার যেতে ইচ্ছে করে।
#প্রথম বার যখন গিয়েছিলাম রাস্তা অনেক খারাপ ছিলো সাথে ছিলো বৃষ্টি।
#২য় বার গিয়েছিলাম প্রাইভেট কার এ ১৯-২০ ঘন্টা লেগেছিলো।
#৩য় বার গ্রুপ হয়ে গিয়েছিলাম সাথে ছিলো Holiday Bike Tour. গ্রুপ। ১৫-১৮টা বাইক ছিলো
#বিরিশিরি এর বিস্তারিতঃ-
বিরিশিরি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার ঐতিহ্যবাহী একটি গ্রাম। শুরুতে এটি ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত থাকলেও দুর্গাপুর পৌরসভা হওয়ার সাথে সাথে সদরের পার্শ্ববর্তী হওয়ায় গ্রামটিকে ওয়ার্ড হিসাবে অন্তর্ভুক্ত করা হয়। । ইংরেজ শাসন আমলে স্থাপিত শত বছরের পুরনো বয়েজ ও গালর্স হাই স্কুল, সরকারী কালচারাল একাডেমী, সোমেশ্বরী নদী, সাগর দিঘী, দুর্গাপুর রাজবাড়ী, পুরাকীর্তি নিদর্শন মঠগড়, মনোরম প্রাকৃতিক পরিবেশ আর দর্শনীয় স্থানগুলোর কারণে পর্যটকদের কাছে এটির যথেষ্ট সুনাম আছে। স্থানিয় অধিবাসীদের ৬০ ভাগ গারো আদিবাসী ৩০ ভাগ মুসলিম, বাকি ১০ ভাগ হিন্দু ও অন্যান্য জনগোষ্ঠী।
বিরিশিরি
সুসং দুর্গাপুরের চিনামাটির পাহাড় ও তার জল
সুসং দুর্গাপুরের চিনামাটির পাহাড় ও তার জল
এখানে বাসস্ট্যান্ড থাকায় এটি সারাদেশ ব্যাপী একটি পরিচিত নাম । অনেকে বিরিশিরিকে দুর্গাপুর শহর থেকে আলাদা মনে করেন। কিন্তু বিরিশিরি দুর্গাপুর পৌরসভার একটি ওয়ার্ড । সোমেশ্বরী নদীই দুর্গাপুর ও বিরিশরিকে আলাদা করেছে।