12/11/2024
আল্লাহ তাআলা তাঁর প্রিয় বান্দাদের হজের সুযোগ করে দিয়ে তার একান্ত সান্নিধ্যে ডেকে নিয়ে যান। প্রকৃত আল্লাহ প্রেমিকই হজের সফরে তার ভালোবাসা খুঁজে পান। আল্লাহ তাআলা এসব বান্দার জন্য কাবা শরিফকে ভালোবাসার শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে নির্ধারণ করেন। হজের প্রতিটি রোকনেই যেমন মিনা, আরাফা, মুজদালেফায় অবস্থান এসব জায়গাগুলোতে আছে মুমিনের আবেগ ও ভালোবাসা। আল্লাহর প্রতি মুমিনের এ ভালোবাসাই প্রকৃত ভালোবাসা। সামর্থ্যবানদের জন্য জীবনে একবার হজ করা ফরজ। যদি আপনার উপর হজ ফরজ হয়ে থাকে তাহলে আপনি বিজ্ঞ ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে মুসাফির এর পরিবারের সাথে হজ করার জন্য আজই আপনার নিবন্ধন নিশ্চিত করুন।
🗞 নিবন্ধন এর জন্য যে সকল ডকুমেন্ট প্রয়োজন:
📗 জাতীয় পরিচয় পত্রের অথবা পাসপোর্টের স্ক্যান কপি।
🧾 ১৮ বছরের নিচে হলে জন্ম-নিবন্ধনের ফটোকপিঅথবা পাসপোর্টের স্ক্যান কপি
🪪 প্রবাসী হলে (জাতীয় পরিচয় পত্র না থাকলে)
ক) জন্ম- নিবন্ধনের এর কপি,
খ) প্রবাসের আইডি কার্ড/ ভিসা কপি
গ) পাসপোর্ট এর কপি
📷এক (১) কপি পাসপোর্ট সাইজ ছবি
📱 মোবাইল নম্বর।
💵 ৩০,০০০/-টাকা (ত্রিশ হাজার টাকা মাত্র)