Crown tours & travels

Crown tours & travels crown Tours & Travels is the Platform where Our Client can Depend on us and can full fill their dream

আপনার বিদেশে যাওয়ার স্বপ্ন পূরন হবে এবার। আপনার ভিসা পাসপোর্ট সঠিকভাবে ব্যাবস্থা করা আমাদের দায়িত্ব। আমরা এশিয়া, ইউরোপ প্রায় পুরো বিশ্বেই মানুষ পাঠিয়ে থাকি। আমাদের উপর আপনি পুরোপুরি ভরসা করতে পারেন। তাহলে আর দেরি কিসের, আজই আমাদের সাথে যোগাযোগ করুন।
ফোন নাম্বার : 01754038174

উজবেকিস্তান থেকে ১৬০ ডলারে আপনি চাইলে একদিনের ভিতর তাজিকিস্তানের ভিসা করতে পারবেন। এক মাত্র এই মুহুর্তে তাজিকের ভিসাই স্...
25/04/2024

উজবেকিস্তান থেকে ১৬০ ডলারে আপনি চাইলে একদিনের ভিতর তাজিকিস্তানের ভিসা করতে পারবেন। এক মাত্র এই মুহুর্তে তাজিকের ভিসাই স্মুথভাবে দিচ্ছে তাও একদিন সময় লাগছে, যেটা আগে মাত্র ৩০ মিনিটে নেয়া যেতো !!

🔳 অরিজিনাল ইনভাইটেশন লেটার দিয়ে কানাডার ভিজিট ভিসা প্রোসেসিং।🔳 ভিসার পর টাকা তবে অ্যাডভান্স প্রযোজ্য।🔳 যে কোনো বয়সের যে ...
22/01/2024

🔳 অরিজিনাল ইনভাইটেশন লেটার দিয়ে কানাডার ভিজিট ভিসা প্রোসেসিং।
🔳 ভিসার পর টাকা তবে অ্যাডভান্স প্রযোজ্য।
🔳 যে কোনো বয়সের যে কেউ অ্যাপ্লাই করতে পারবেন। ফ্যামিলিসহ অ্যাপ্লাই করতে পারবেন। স্টুডেন্টরাও অ্যাপ্লাই করতে পারবেন।
🔳 কোনো ট্রাভেল হিস্টোরি লাগবে না।

#আপনি_প্রোভাইড_করবেন:
১. পাসপোর্ট
২. NID
৩. ছবি (35 × 45)

#আমরা_প্রোভাইড_করবো:
১. ব্যাংক সাপোর্ট (Saving and FDR)
২. প্রোফেশনাল ডকুমেন্টস
৩. প্রোপার্টি ডকুমেন্টস
৪. টেক্সের ডকুমেন্টস
৫. ইনভাইটেশন লেটার

★★★ বিঃ দ্রঃ ভিসা হলে পাসপোর্ট সাবমিশন এর ডেইটের খরচ এবং এয়ার টিকেট আপনার নিজের।


☎️ 01754038174


📧 Crown tours & travels

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল থেকে ট্রলি নিয়ে বিমানবন্দরের উত্তর পাশের বহুতল( ৩ তলা) পার্কিং ভবনে প্র...
13/11/2022

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল থেকে ট্রলি নিয়ে বিমানবন্দরের উত্তর পাশের বহুতল( ৩ তলা) পার্কিং ভবনে প্রবেশ করা যায়।

ফলে আপনাকে রিসিভ করতে আসা গাড়ি টার্মিনালের সামনে খোলা আকাশের নিচে পার্কিং না করে বহুতল কার পার্কিং ভবনে রাখতে বলুন আপনার স্বজনদের। আপনার সঙ্গে ভারি লাগেজ থাকলে ট্রলিতে নিয়ে ২ নাম্বার গেট দিয়ে বের হয়ে সহজে বহুতল কার পার্কিং ভবনে যেতে পারবেন।

টার্মিনাল থেকে বের হবার সময় বহুতল কার পার্কিং ভবনের যাবার এমন নির্দেশনা অনুসরণ করুন।

আপনাদের সাড়ায় আমরা আপ্লুত, প্রতিবারের ন্যায় এই বার ও আপনাদের হাসি আমাদের কাম্য,  সকলের  তৃপ্ত হাসি দেখে আমরা ও প্রশান্তি...
11/11/2022

আপনাদের সাড়ায় আমরা আপ্লুত, প্রতিবারের ন্যায় এই বার ও আপনাদের হাসি আমাদের কাম্য, সকলের তৃপ্ত হাসি দেখে আমরা ও প্রশান্তির নিশ্বাস নেই। আমরা যেন সকলের মুখে হাসি ফোটানোর জন্য সঠিকভাবে সকল কাজ সম্পন্ন করতে পারি সকলের কাছে দোয়ার দরখাস্ত ❤️

 #সতর্কমূলক_পোস্ট :অবশেষে রোমানিয়া 🇷🇴 ইমিগ্রেশন নরেচরে বসেছে: সামনে রোমানিয়া 🇷🇴 কিছু ভিসা রিফিউজ হবে এর কারন হল যে সকল...
05/11/2022

#সতর্কমূলক_পোস্ট :
অবশেষে রোমানিয়া 🇷🇴 ইমিগ্রেশন নরেচরে বসেছে:
সামনে রোমানিয়া 🇷🇴 কিছু ভিসা রিফিউজ হবে এর কারন হল যে সকল কোম্পানির কোনো প্রোফাইল নেই কারেন্ট কোনো ওয়ার্কার নেই গভর্নমেন্ট কোনো টেক্স পরিষদ করতে পারবে না এরকম কোনো কোম্পানির ভিসা এম্বাসি দিবে না অর্থাৎ কোনো সাপ্লাই কোম্পানি ওয়ার্ক পারমিট ভিসা দিবে না এর মূল কারণ হচ্ছে এমপ্লয়ার যে কোম্পানি তে যায় সেখানে গিয়ে কাজ পায় না কোম্পানি TRC card 💳 করে দেয়না সেইজন্য এমপ্লয়ার কাজ করার ইচ্ছে থাকলে ও অবৈধ হয়ে যায় বাধ্য হয়ে গেম মেরে বেগে যায় এমন ধরনের কোম্পানি কে ভিসা না দেওয়ার নির্দেশ রোমানিয়া ইমিগ্রেশন...যাদের বর্তমানে সাপ্লাই কোম্পানির ওয়ার্ক পারমিট আসছে আগে থেকেই সাবধান হয়ে যান আপনারা যাচাই বাচাই করে টাকা পয়সা লেন দেন করবেন।

কোম্পানির জব পরিবর্তন করতে কোম্পানি NOC লেটার বাধ্যতামূলক NOC ছাড়া জব চেঞ্জ করতে পারবেন না যারা শুধু বৈধ আছেন.... মুটকথা এখন থেকে যে সব কোম্পানি এমপ্লয়ার হায়ার করলে TRC করে দেওয়া বাধ্যতামূলক করেছে ইমিগ্রেশন।

আপনার ইউরোপের ভিসার সাফল্য হউক আমাদের হাত ধরেই। আমরা ই আপনার কাজ নিঁখুত ভাবে সম্পন্ন করবো। শুধু কষ্ট করে আস্থা ভরসা আর ভ...
31/10/2022

আপনার ইউরোপের ভিসার সাফল্য হউক আমাদের হাত ধরেই। আমরা ই আপনার কাজ নিঁখুত ভাবে সম্পন্ন করবো।
শুধু কষ্ট করে আস্থা ভরসা আর ভালবাসা দিয়ে পাশে থাকবেন ❤️
ধন্যবাদ সকল শুভাকাঙ্ক্ষীদের ❤️

🇷🇴Romania Visa Success 🇷🇴🇷🇴রোমানিয়া জব ভিসা 🇷🇴🇪🇺🇪🇺  ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশ 🇪🇺🇪🇺(খুব দ্রুত সেঞ্জেন হতে যাচ্ছে)🇷🇴 কাজের ...
31/10/2022

🇷🇴Romania Visa Success 🇷🇴

🇷🇴রোমানিয়া জব ভিসা 🇷🇴

🇪🇺🇪🇺 ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশ 🇪🇺🇪🇺(খুব দ্রুত সেঞ্জেন হতে যাচ্ছে)

🇷🇴 কাজের ধরনঃ

▪কন্সট্রাকশন(বিভিন্ন ট্রেড ও হেল্পার), ফ্যাক্টরি,রেস্টুরেন্ট,মিট
পেকেজিং,ভ্যাকু ও ক্রেন অপারেটর, লাইট ও হেভি ড্রাইভার,ফুড ডেলিভারি ম্যান।

⌚সময়ঃ 4 মাস (দুই মাসের মধ্যে পারমিট না দিতে পারলে ডিল ক্যানসেল )
এডভান্স ৪৫ হাজার টাকা পারমিটের পর ৬০ হাজার।
ম্যানপাওয়ার সহ সব কিছু বুঝে পাওয়ার পর সকল টাকা পরিশোধ করতে হবে।
বেতনঃ ১।কন্সট্রাকশন ট্রেড কাজ জানাঃ ৭০০-৮৫০ হেল্পারঃ৫৫০-৬০০ ইউরো+ওভার টাইম(১৫০ জন)
২।রেস্টুরেন্ট +ফ্যাক্টরী প্যাকেজিংঃ ৬০০ ইউরো+ওভার টাইম(২০+৩০=৫০জন)
৩। ফুড ডেলিভারি ম্যানঃ ৭০০ ইউরো+টিপস+ওভার টাইম(৭ জন)
৪।ভ্যাকু ও ক্রেম অপারেটর হেভি ড্রাইভারঃ ২৫০০ ইউরো(৭ জন)
৫।ডাংকি (৫০ জন)

থাকা :কোম্পানি
খাওয়া: নিজ।(ডিউটি টাইমে কোম্পানী দিবে)

ডকুমেন্টসঃ
★পাসপোর্ট স্কেন কপি
★পুলিশ ক্লিয়ারেন্স অরিজিনাল কপি
★ছবি ৪ কপি (৩৫*৪৫ ল্যাব প্রিন্ট)

প্রয়োজনে যোগাযোগ করুন.....☎
🏛🇧🇩ঢাকা অফিস:.01754038174

বিঃদ্রঃ এডভান্স বাধ্যতামূলক। দয়া করে কেউ মেসেজ বা কল দিয়ে বলবেন না ভিসার পরে বাড়িয়ে দিবো এডভান্স দিবো না যা সিকিউরিটি লাগবে দিবো কিন্ত এডভান্স হবে না ইত্যাদি।তারা দয়া করে কল/মেসেজ দিয়ে বিরক্ত করবে না ধন্যবাদ।

রোমানিয়া যেতে নতুন নিয়মে মেডিকেল করতে হবে।
18/10/2022

রোমানিয়া যেতে নতুন নিয়মে মেডিকেল করতে হবে।

17/10/2022

🇷🇴রোমানিয়ার IGI স্লিপ
সম্পর্কে ধারনা না থাকলে এই লেখাটি আপনার জন্য(ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে):

প্রশ্ন: IGI কি?
✅উত্তত: ওয়ার্ক পারমিটের জন্য (The General Inspectorate for Immigration) রোমানিয়া প্রশাসন বরাবর অনলাইন আবেদন প্রক্রিয়া।

প্রশ্ন: IGI প্রক্রিয়া কেমন ?
✅উত্তর: কোন এজেন্সি/কোম্পানি যখন আপনাকে ওয়ার্ক পারমিট ভিসায় নিয়োগ দিতে চাবে তখন সে আপনার সকল ডকুমেন্টস অনুযায়ী ঐ কোম্পানির বিপরীতে The General Inspectorate for Immigration এর কাছে ওয়ার্ক পারমিটের জন্য অনলাইনে ফর্ম পূরন করে আবেদন করবে।

প্রশ্ন: IGI স্লিপ কি?
✅উত্তর: আমারা বাংলাদেশে কোন স্কুল-কলেজে বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অনলাইনে আবেদন করার পর যে ফর্মটি ডাউনলোড করে নেই ডকুমেন্ট হিসেবে, ঠিক তেমনই IGI স্লিপটি ঠিক তেমনই একটি ডকুমেন্ট মাত্র।

প্রশ্ন: IGI স্লিপটি কোম্পানি/এজেন্সির কাছে চাওয়াটা কতখানি গুরুত্বপূর্ণ?
✅উত্তর: আপনাকে বুঝতে হবে যে,
যেহেতু আপনার প্রতিনিধি হিসেবেই কোম্পানি/এজেন্সি আবেদন করেছে পারমিটের জন্য। সেহেতু আপনার পারমিট কিভাবে বের করা যায় সেটি তার কাছে আপনার মতই সমান গুরুত্বপূর্ণ বিষয়। তাই IGI স্লিপ আপনার কাছে থাকা যে কথা না থাকাও একই কথা। তাই আপনার ফোকাস হওয়া উচিত শুধুই পারমিটের জন্য।
মেক্সিমাম এজেন্সিই কাজের অগ্রগতি প্রদর্শনের উদ্দেশ্যে ক্লাইনকে IGI স্লিপ দিয়ে থাকে।
তবে আপনার সাথে যদি IGI স্লিপ প্রদর্শনের বিষয়ে এগ্রিমেন্ট হয়ে থাকে তবে সেটা ভিন্ন বিষয়।

প্রশ্ন: IGI স্লিপ পেলেই কি পারমিট পাওয়া যাবে ১০০% নিষ্চিত ?
✅উত্তর: না, কারন এটি একটি প্রথমিক স্টেজ মাত্র। এরপর ইমিগ্রেশন সময় মত আবেদনকারী কর্মীর সকল ডকুমেন্টস হার্ডকপি জমা নিবে এবং এরপর রোমানিয়া প্রশাসন কোম্পানির ব্যপারে যাচ্চাই বাছাই করে পূর্ব রেকর্ড ঘেটে সবকিছু ঠিক থাকলে পারমিট ইশু হবে।

প্রশ্ন: এটি কি ভূয়া/ইডিট করা যায়?
✅উত্তর: অসৎ মানুষের পক্ষে এসব সম্ভব তবে এটি অডিট করে অন্যের তথ্য বসিয়ে দেওয়া ক্লাস ৬/৭ এর ছেলের ৫মিনিটের কাজ।

🇷🇴Romania Visa Success 🇷🇴🇷🇴রোমানিয়া জব ভিসা 🇷🇴🇪🇺🇪🇺  ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশ 🇪🇺🇪🇺(খুব দ্রুত সেঞ্জেন হতে যাচ্ছে)🇷🇴 কাজের ...
11/10/2022

🇷🇴Romania Visa Success 🇷🇴

🇷🇴রোমানিয়া জব ভিসা 🇷🇴

🇪🇺🇪🇺 ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশ 🇪🇺🇪🇺(খুব দ্রুত সেঞ্জেন হতে যাচ্ছে)

🇷🇴 কাজের ধরনঃ

▪কন্সট্রাকশন(বিভিন্ন ট্রেড ও হেল্পার), ফ্যাক্টরি,রেস্টুরেন্ট,মিট
পেকেজিং,ভ্যাকু ও ক্রেন অপারেটর, লাইট ও হেভি ড্রাইভার,ফুড ডেলিভারি ম্যান।

⌚সময়ঃ 4 মাস (দুই মাসের মধ্যে পারমিট না দিতে পারলে ডিল ক্যানসেল )
এডভান্স ৪৫ হাজার টাকা পারমিটের পর ৬০ হাজার।
ম্যানপাওয়ার সহ সব কিছু বুঝে পাওয়ার পর সকল টাকা পরিশোধ করতে হবে।
বেতনঃ ১।কন্সট্রাকশন ট্রেড কাজ জানাঃ ৭০০-৮৫০ হেল্পারঃ৫৫০-৬০০ ইউরো+ওভার টাইম(১৫০ জন)
২।রেস্টুরেন্ট +ফ্যাক্টরী প্যাকেজিংঃ ৬০০ ইউরো+ওভার টাইম(২০+৩০=৫০জন)
৩। ফুড ডেলিভারি ম্যানঃ ৭০০ ইউরো+টিপস+ওভার টাইম(৭ জন)
৪।ভ্যাকু ও ক্রেম অপারেটর হেভি ড্রাইভারঃ ২৫০০ ইউরো(৭ জন)
৫।ডাংকি (৫০ জন)

থাকা :কোম্পানি
খাওয়া: নিজ।(ডিউটি টাইমে কোম্পানী দিবে)

ডকুমেন্টসঃ
★পাসপোর্ট স্কেন কপি
★পুলিশ ক্লিয়ারেন্স অরিজিনাল কপি
★ছবি ৪ কপি (৩৫*৪৫ ল্যাব প্রিন্ট)

প্রয়োজনে যোগাযোগ করুন.....☎
🏛🇧🇩ঢাকা অফিস:.01754038174

বিঃদ্রঃ এডভান্স বাধ্যতামূলক। দয়া করে কেউ মেসেজ বা কল দিয়ে বলবেন না ভিসার পরে বাড়িয়ে দিবো এডভান্স দিবো না যা সিকিউরিটি লাগবে দিবো কিন্ত এডভান্স হবে না ইত্যাদি।তারা দয়া করে কল/মেসেজ দিয়ে বিরক্ত করবে না ধন্যবাদ।

সকলকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থেকে আমাদের সহযোগিতা করার জন্য। আমরা অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে,  আমাদের নতুন ভাবে...
10/09/2022

সকলকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থেকে আমাদের সহযোগিতা করার জন্য।
আমরা অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের নতুন ভাবে পুরো পুরি ভাবে #ইউরোপের কাজ শুরু হতে যাচ্ছে।
সব সময় অথেনটিক সুযোগ থাকে না। তাই আমরা চাইলেও সব কাজ করা থেকে বিরত থেকে অথেনটিক সুযোগ এর অপেক্ষায় থাকি। আপনাদের দোয়ায় আরো অনেক দূর এগিয়ে যেতে চাই।
পাশে রহেকে সহযোগিতা করার জন্য অনেক ধন্যবাদ।
ইউরোপ এর স্বপ্ন রবে না অপূর্ণ। আপনাদের স্বপ্ন বাস্তবায়ন এ আমরা বদ্ব পরিকর।

ফ্রান্স ভিজিট ভিসা পৌছানোর পরে টাকা।  বাংলাদেশ থেকে ফ্লাইট হবে। সময় ৪৫ দিন।
23/07/2022

ফ্রান্স ভিজিট ভিসা পৌছানোর পরে টাকা। বাংলাদেশ থেকে ফ্লাইট হবে। সময় ৪৫ দিন।

ইটালি ভিজিট ভিসা পৌছানোর পরে টাকা।  বাংলাদেশ থেকে ফ্লাইট হবে। সময় ৪৫ দিন।
23/07/2022

ইটালি ভিজিট ভিসা পৌছানোর পরে টাকা। বাংলাদেশ থেকে ফ্লাইট হবে। সময় ৪৫ দিন।

"USA ফ্যামিলি ভিজিট ভিসা"  ( MAXIMUM 5 জন)।সম্পুর্ন টাকা ভিসার পরে, এম্বাসি ফি ও আমরা বহন করবো।
14/06/2022

"USA ফ্যামিলি ভিজিট ভিসা" ( MAXIMUM 5 জন)।
সম্পুর্ন টাকা ভিসার পরে, এম্বাসি ফি ও আমরা বহন করবো।

বাংলাদেশ টু তিউনিসিয়া রিচ & তিউনিসিয়া টু ইটালি রিচ বাই এয়ার।  তিউনিসিয়া তে ২ মাস থাকতে হবে তিউনিসিয়ার (টিআরসি) করার জন্য...
07/06/2022

বাংলাদেশ টু তিউনিসিয়া রিচ & তিউনিসিয়া টু ইটালি রিচ বাই এয়ার। তিউনিসিয়া তে ২ মাস থাকতে হবে তিউনিসিয়ার (টিআরসি) করার জন্য। মোট সময় ৩ মাস। পেমেন্ট সিস্টেম বাংলাদেশ টু তিউনিসিয়া রিচ ৭.৫ লাখ & তিউনিসিয়া টু ইটালি বাই এয়ার রিচ ৬. ৫লাখ মোট ১৪
লাখ।। তিউনিসিয়া তে ২ মাস এর খাওয়া খরচ যাএীর & থাকার জায়গা আমরা দিবো।।

বাংলাদেশ টু রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা সময় তিন /চার মাস পৌঁছার পরে টাকা।।  যোগাযোগ :  হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৫৪০৩৮১...
23/04/2022

বাংলাদেশ টু রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা সময় তিন /চার মাস পৌঁছার পরে টাকা।। যোগাযোগ : হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৫৪০৩৮১৭৪

 #ক্রোয়েশিয়া আফটার ভিসা পেমেন্ট ।শুধুমাত্র যাদের পুলিশ ক্লিয়ারেন্স আছে, যাত্রী কে পুলিশ ক্লিউয়ারেন্স এটাচটেশন করাতে হবে ...
04/04/2022

#ক্রোয়েশিয়া আফটার ভিসা পেমেন্ট ।

শুধুমাত্র যাদের পুলিশ ক্লিয়ারেন্স আছে, যাত্রী কে পুলিশ ক্লিউয়ারেন্স এটাচটেশন করাতে হবে ক্রোয়েশিয়ান এম্বাসি থেকে।
এছাড়া যাত্রী এটাচটেশন আমাদের মাধ্যমেও করাতে পারবেন।

BRAZIL BUSINESS MULTIPLE VISA..... ★ ব্রাজিলের মাল্টিপল বিজনেস ভিসা এক বছর থেকে পাঁচ বছর। ★ বাংলাদেশ থেকে আজারবাইজান এর ...
23/03/2022

BRAZIL BUSINESS MULTIPLE VISA.....

★ ব্রাজিলের মাল্টিপল বিজনেস ভিসা এক বছর থেকে পাঁচ বছর।
★ বাংলাদেশ থেকে আজারবাইজান এর বিজনেস মাল্টিপল ভিসা দিয়ে বাংলাদেশ থেকে ফ্লাইট করানো হবে।
★ আজারবাইজান একমাস থাকতে হবে সেই দেশের TRC হাতে পাওয়া পর্যন্ত।
★ এরপর ব্রাজিলের বিজনেস ভিসা সহ আজারবাইজান থেকে ব্রাজিলে ফ্লাইট করানো হবে।
★ আজারবাইজান এর একমাসের থাকা খরচ আমাদের খাওয়া খরচ যাত্রীর।
★ পেমেন্ট সিস্টেম : পাসপোর্টের সাথে ৫০ হাজার টাকা দিতে হবে।
★ এরপর আজারবাইজান এর ভিসা হাতে পাওয়ার পর দিতে হবে তিন লক্ষ টাকা।
★ এরপর আজারবাইজান গিয়ে সেই দেশের TRC জন্য দিতে হবে দুই লক্ষ টাকা।
★ এরপর ব্রাজিলের ভিসা হাতে পাওয়ার পর বাকি সম্পূর্ণ টাকা প্রদান করতে হবে।
★ রেট : আলোচনা সাপেক্ষে।
★ প্রয়োজনীয় কাগজপত্র : অরিজিনাল পাসপোর্ট ( ৩৫×৪৫) সাদা ব্র্যাকগ্রাউন্ড ছবি)
★ জাতীয় পরিচয়পত্র ( জন্ম নিবন্ধন সনদ)
★ প্রসেসিং সময় : আজারবাইজান এর ভিসার জন্য ৩০ দিন
★ আজারবাইজান এর TRC এর জন্য ২১ দিন সর্বশেষ ব্রাজিলের ভিসার জন্য ৭ দিন।

23/03/2022

রোমানিয়া চাকরি ভিসা...

রোমানিয়াতে জরুরি ভিত্তিতে কিছু ফাইল দরকার।
কাজের ধরণ :
★সেলসম্যান
★ বাইক রাইডার
★ রেস্টুরেন্ট ওয়েটার
★ প্যাকেজিং লেবার
★ কনস্ট্রাকশন
★ মার্কেট ক্লিনার
★ ওয়েল্ডার

বেতন : ৪৫০ থেকে ৬০০ ইউরো

ডিউটি : ৮ ঘন্টা + ওভারটাইম।
সপ্তাহে একদিন ছুটি।
★ থাকা কোম্পানি + খাওয়া নিজ।
★ প্রসেসিং সময় : ১২০ কার্য দিবস।
★ প্রয়োজনীয় কাগজপত্র : ★অরিজিনাল পাসপোর্ট
★নতুন পুলিশ ক্লিয়ারেন্স
★ ছবি ( ৩৫×৪৫) সাদা ব্র্যাকগ্রাউন্ড ( ম্যাপ পেপার) ল্যাব প্রিন্ট।
★ বায়োডাটা
অভিজ্ঞতা সনদপত্র ( যদি থাকে)
★ শিক্ষাগত সনদপত্র ( যদি থাকে)
★ জাতীয় পরিচয়পত্র ( জন্ম নিবন্ধন সনদ)
★ এগ্রিমেন্ট ও ব্যাংক চেক টাকার সিকিউরিটি জন্য।
★ এডভান্স মিনিমাম ৫০০ ইউরো ( এডভান্স ছাড়া কোনো ফাইল সংগ্রহ করা হয় না)

★ প্রত্যেক যাত্রীকে ভিডিও কল এর মাধ্যমে রোমানিয়া থেকে সিলেকশন করা হবে।
★ সম্পন্ন প্রস্তুত ফাইল যাদের রয়েছে তারা যোগাযোগ করুন।

09/03/2022

✈ কসোভো ওয়ার্ক পারমিট ভিসা!!!

👉 ভিসার জন্য ইন্ডিয়া যাবার প্রয়োজন নাই
👉 সম্পূর্ণ পেমেন্ট ভিসার পর
👉 ম্যান পাওয়ার, এয়ার টিকেট প্যাকেজের মধ্যে।
👉 প্রসেসিং এর সময় মাত্র ২.৫ মাস।।।

09/03/2022

✈ কসোভো ওয়ার্ক পারমিট ভিসা!!!
)
👉 ভিসার জন্য ইন্ডিয়া যাবার প্রয়োজন নাই
👉 সম্পূর্ণ পেমেন্ট ভিসার পর
👉 ম্যান পাওয়ার, এয়ার টিকেট প্যাকেজের মধ্যে।
👉 প্রসেসিং এর সময় মাত্র ২.৫ মাস।।।

09/03/2022

🇷🇴 JOBS IN ROMANIA 🇷🇴

🇷🇴 রোমানিয়াতে জরুরী ভিত্তিতে কিছু ফাইল দরকার।।।।
কাজের ধরন: SALES MAN.. bike RIDER.. RESTAURANT WAITER.. PACKAGING LABOUR & CONSTRUCTION HELPER.
🔸 বেতনঃ ৪৫০ - ৬০০ ইউরো
🔸 ডিউটিঃ ৮ ঘন্টা
🔸 প্রসেসিং টাইম ৪ মাস / ১২০ দিন
প্রয়োজনীয় ডকুমেন্টসঃ
🔹 অরিজিনাল পাসপোর্ট
🔹 ছবি ( ৩.৫*৪.৫) সাদা ব্যাকগ্রাউন্ড এ, ম্যাট পেপারে, ল্যাব প্রিন্ট ছবি।
🔹 পুলিশ ক্লিয়ারেন্স ( নতুন)
🔹 সিভি ( বায়োডাটা)
🔹 অভিজ্ঞতা সনদ ( যদি থাকে)
🔹 এগ্রিমেন্ট ও ব্যাংক চেক টাকার সিকিউরিটি জন্য।
ADVANCE: MINIMUM 500 URO.
⭕ সম্পুর্ন রেডি ফাইল যাদের আছে তারাই যোগাযোগ করুন।

ইউরোপ এ যেতে পারা অনেক এর কাছে আলাদীন এর চেরাগ পাওয়ার মতো বাংলাদেশিদের কাছে।  আমাদের বেশির ভাগ মানুষ এর স্বপ্ন থাকে ইউরো...
31/12/2021

ইউরোপ এ যেতে পারা অনেক এর কাছে আলাদীন এর চেরাগ পাওয়ার মতো বাংলাদেশিদের কাছে। আমাদের বেশির ভাগ মানুষ এর স্বপ্ন থাকে ইউরোপ এ পা রাখা, জীবনকে আরো সুন্দর সমৃদ্ব করার জন্য জীবন বাজি নিয়ে ইউরোপ এ পারি দেয় আমাদের দেশের সহ বিশ্বের অনেক মানুষ।

আমরা এই পথটিকে সহজ করার লক্ষে কাজ করে যাচ্ছি প্রতিনিয়ত।
এর ই মাঝে ইতালির ভিসার সাক্সেস আমাদের আরো অনুপ্রাণিত করছে বহুগুণ এ।
যারা ইতালি যেতে ইচ্ছুক তারা এখনি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে, আমরা আপনার স্বপ্ন পূরন করতে বদ্ব পরিকর।

#আফটার_ভিসা_পেমেন্ট।

মাল্টা ভিসা সাফল্যলাভ।এখন ই সুযোগ ইউরোপ এর ভিসা প্রাপ্তির।আপনার স্বপ্ন পূরনের দায়িত্বে আমরা সর্বদা নিয়োজিত।সকলের দোয়ায় এ...
16/12/2021

মাল্টা ভিসা সাফল্যলাভ।
এখন ই সুযোগ ইউরোপ এর ভিসা প্রাপ্তির।
আপনার স্বপ্ন পূরনের দায়িত্বে আমরা সর্বদা নিয়োজিত।
সকলের দোয়ায় এবং ভালবাসায় সামনের পথ অতিক্রম করতে চাই।
সকলের দোয়া কামনা করছি আমরা।

12/12/2021

পোল্যান্ড ভিসা!! পোল্যান্ড ভিসা।। POLLAND WORKPERMIT VISA SURE SHOT INSALLAH.

সম্পূর্ণ প্যাকেজঃ আলোচনা সাপেক্ষে। #এজেন্ট জন্য স্পেশাল রেট।। INDIA TOTAL COST PAID BY OWN CLIENT.

পোল্যান্ড ভিসার প্রয়োজনীয় ডকুমেন্টস :
=========================================
✅ পাসপোর্ট।
✅ ছবি ৩৫×৪৫ মি সাদা ব্যাকগ্রাউন্ড, ম্যাট পেপার
✅ অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স ভিসার জন্য লাগবে
✅ কমপক্ষে এস.এস.সি পাশ হলে ভাল হয়
✅ পোল্যান্ড ভিসার জন্য ইন্ডিয়া যেতে হবে। ফিঙ্গার দেবার জন্য।

পোল্যান্ড যে সকল কাজের জন্য লোক লাগবে:-
=======================================-
✅ ফুড ডেলিভারি
✅ ফুড প্যাকেজিং
✅ সুপার শপ
✅ কন্সট্রাকশন ইত্যাদি
✅ পোল্যান্ড ভিসার মেয়াদ এক বছরের হয়ে থাকে কিন্তু নবায়ন করা যায়।-
✅ কাজের সময় ৮ ঘন্টা
✅ ওভার টাইম কাজের সুযোগ আছে।
✅ মাসে বেতন ৮০০-১০০০ ইউরো ওভার টাইম ছাড়া
--
--ভিসার নিশ্চয়তা দিয়ে আমরা কাজ করছি, আগ্রহীগন যোগাযোগ করুন।

06/12/2021

পোল্যান্ড ভিসা!! পোল্যান্ড ভিসা।। POLLAND WORKPERMIT VISA SURE SHOT INSALLAH.

সম্পূর্ণ প্যাকেজঃ আলোচনা সাপেক্ষে। #এজেন্ট দের জন্য স্পেশাল রেট।। INDIA TOTAL COST PAID BY OWN CLIENT.

পোল্যান্ড ভিসার প্রয়োজনীয় ডকুমেন্টস :
=========================================
✅ পাসপোর্ট।
✅ ছবি ৩৫×৪৫ মি সাদা ব্যাকগ্রাউন্ড, ম্যাট পেপার
✅ অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স ভিসার জন্য লাগবে
✅ কমপক্ষে এস.এস.সি পাশ হলে ভাল হয়
✅ পোল্যান্ড ভিসার জন্য ইন্ডিয়া যেতে হবে। ফিঙ্গার দেবার জন্য।

পোল্যান্ড যে সকল কাজের জন্য লোক লাগবে:-
=======================================-
✅ ফুড ডেলিভারি
✅ ফুড প্যাকেজিং
✅ সুপার শপ
✅ কন্সট্রাকশন ইত্যাদি
✅ পোল্যান্ড ভিসার মেয়াদ এক বছরের হয়ে থাকে কিন্তু নবায়ন করা যায়।-
✅ কাজের সময় ৮ ঘন্টা
✅ ওভার টাইম কাজের সুযোগ আছে।
✅ মাসে বেতন ৮০০-১০০০ ইউরো ওভার টাইম ছাড়া
--
--ভিসার নিশ্চয়তা দিয়ে আমরা কাজ করছি, আগ্রহীগন যোগাযোগ করুন।

01.  NORWAY REACH TO   WORK 16.5 LAKHS.        02. AUSTRALIA REACH TO WORK 17.20 LAKHS.  03. MEXICO REACH PAYMENT  17.50...
29/11/2021

01. NORWAY REACH TO WORK 16.5 LAKHS.
02. AUSTRALIA REACH TO WORK 17.20 LAKHS.
03. MEXICO REACH PAYMENT 17.50 LAKHS
04. CANADA REACH PAYMENT 19 LAKHS
05. PORTUGAL REACH PAYMENT 15LAKHS
06. SWEDEN REACH TO WORK 17 LAKHS. FLIGHT FROM DELHI (INDIA) WITHIN 20 TO 25 DAYS. FOR DETAILS INBOX US

14/11/2021

ROMANIA WORK PERMIT VISA AVAILABLE NOW:::🇷🇴রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা🇹🇩
🤜MUST ADVANCE 35000 TK 🤛
🇧🇩 বাংলাদেশ থেকে ফ্লাইট হবে।
🇨🇮 যাত্রীর ভারতে যাওয়ার প্রয়োজন নেই।
♦️♦️প্যাকেজে যা থাকছে♦️♦️
=====================
💎 Job Offers
💎 Visa 1 Years নবায়নযোগ্য।
💎 ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স বাংলাদেশ থেকে হবে।
💎 এয়ার টিকেট
💎 এয়ারপোর্ট রিসিভ
💎 বাসস্থানে পৌঁছনো ও কাজে যোগদান
💎 TRC - ইস্যু
============
🧢কাজের ধরনঃ

✅ জেনারেল ওয়ার্কার
💠 নন স্কিল ওয়ার্কারঃ
✅ ফ্যাক্টরি ওয়ার্কার, ওয়ার হাউজ.. AGRICULTURE..
=============
🙎🏻‍♂️ বয়স : ২০ থেকে ৪৫ বছর
💰 ৪৫০ - ৬০০ইউরো বেসিক
🛒 ডিউটি : ৮ ঘন্টা + ওভার টাইম (সপ্তাহে ৬দিন)
🥣 খাবার নিজের।
🏠 থাকা কোম্পানী দিবে।
⌚ প্রসেসিং সময়: 5-6 মাস।
📚 NOTE: PP DHL CHARGE PAID BY CLIENT 📚 90 WORKING DAYS GETTING WORK PERMIT. INCLUDING VISA STICKER AND FLIGHT DONE WITHIN NEXT 2/3 MONTHS..
=====================ডকুমেন্টস যা যা লাগবে-
📌 পাসপোর্ট
📌 ছবি
📌 পুলিশ ক্লিয়ারেন্স
📌 NID/জন্ম সনদ ইংরেজীতে
📌 শিক্ষাগত যোগ্যতা (যদি থাকে )
📌 অভিজ্ঞতার সনদ (যদি থাকে)
📌 CV/বায়োডাটা
📌 চুক্তিপত্র
📌 পেমেন্ট গ্যারান্টি।।।

09/11/2021

➡️ তুর্কি ই ভিসা।
🚫 আমরা অত্যান্ত দুঃখিত, ইন্টারনাল সমস্যার কারণে আমাদের ফাইল জমা নেওয়া বন্ধ থাকার কারণে। ইমিগ্রেশন এর সমস্যার কারণে কিছুদিন আগে তুর্কির অনেক যাত্রী অফলোড হয়েছেন।
আমরা যেহুতু রিচ পেমেন্ট এর কাজ করি বাই এয়ার এ, তাই আমাদের সব কিছু চিন্তা ভাবনা করে ফাইল জমা নিতে হয়। ১জন যাত্রী অফলোড হলে সেই ক্ষতিপূরণ যাত্রী বহন করবেনা, আর আমরা ও চাইনা আমাদের কোন যাত্রী ভোগান্তির শিকার হউক। সকলের দোয়ায় আবার ও তুর্কির ভিসায় আমরা সফল হয়েছি৷ পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ

⛔প্যাকেজ -ঃ -সম্পূর্ণ পেমেন্ট ভিসার পর মুল্য ৬ লক্ষ ৭৫ হাজার টাকা মাত্র। ১০ টি বই একসাথে ৬ লক্ষ ৬৫ হাজার টাকা মাত্র ( ফিক্সড)
ইস্তাম্বুল পৌঁছানোর পর টাকা পেমেন্ট l ফ্লাইটের সময় 15 দিন। ঢাকা থেকে তুর্কি এয়ারওয়েজ দ্বারা ই-ভিসার মাধ্যমে ইস্তানবুল ফ্লাইট।
টাকার গ্যারান্টি স্বরুপ ব্যাংক চ্যাক হস্তান্তর করতে হবে, স্টাম্পের মাধ্যমে চুক্তি স্বাক্ষর করতে হবে।

07/11/2021

ইউরোপের নন সেনজেন ওয়ার্ক পারমিটের জন্য আসলেই খরচ কতঃ
প্রথমেই বলি এজেন্সি কার সাথে কত টাকায় চুক্তি করে এটার কোনো ভিত্তি নেই।এজেন্সি ৭ লক্ষ থেকে শুরু করে ১২ লক্ষ পর্যন্ত চুক্তি করে থাকে।
আমি এখানে নিজে নিজে প্রসেস করে ইউরোপ পর্যন্ত কত টাকা খরচ হবে এবং ভিসা না হলে কত টাকা লস হবে সেই হিসাবটাই এখানে তুলে ধরলাম।
ইউরোপের বিভিন্ন সেনজেন দেশের পারমিটের মুল্য দেশ ও কোম্পানির উপর নির্ভর করে।ঐ দেশের সরকারি রেজিষ্ট্রেশন করা কোম্পানির পারমিট গুলো ১৮০০ ইউরো থেকে ২৪০০ ইউরো হয়ে থাকে। পারমিটের মোট টাকার একটা অংশ অগ্রিম দিয়ে পারমিট প্রসেসিং করতে হয় যা উক্ত দেশের লয়ারের ফিস, সরকারী ফিস ও ইত্যাদি টেক্স দিয়ে বের করতে হয়। কোনো কারনে ভিসা না হলে এই টাকা কখনো ফেরত পাওয়া যায় না।উদাহরণস্বরূপ বলা যায় বাংলাদেশের অনেক চাকরির জন্য আবেদনের পূর্বেই ৫০০/১০০০ টাকা ব্যাংক ড্রাফট করতে হয় যা ফেরত নেই। অগ্রিমের পরিমাণ ৬০০/৮০০ ইউরো বা ৬০/৭০ হাজার টাকা হয়ে থাকে।
আনুমানিক আমরা ধরে নিলাম একটা পারমিট ২০০০ ইউরো বা ১ লক্ষ ৯০ হাজার টাকা।আপনি অগ্রিম ৬০ হাজার বা ৭০ হাজার টাকা দিয়ে পারমিট সংগ্রহ করলেন।ভিসার জন্য আপনাকে একটা হেলথ ইনসুরেন্স আনুমানিক ১০ হাজার টাকা।এমব্যাসি ফিস ৬০ ইউরো বা ৬০০০ টাকা।
তাহলে ভিসার আগে আপনার খরচ হচ্ছে অগ্রিম ৬০ বা ৭০ হাজার+ ইনসুরেন্স ১০ হাজার+ এমব্যাসি ফিস ৬০০০ = ৭৬ হাজার বা ৮৬ হাজার টাকা যা ভিসা না পেলে খরচ হবেই হবে।এই কথা মাথায় রেখেই রিস্ক নিবেন।আর যারা এই রিস্ক নিয়েছে বেশির ভাগ সাফল্যে পেয়েছে।
যদি কপাল ভালো হয়,আর ভিসা পেয়ে যান তাহলে এই খরচের সাথে কোম্পানির বকেয়া টাকা+ বিমান টিকেট ৬০ হাজার টাকা যোগ হবে।
অর্থাৎ ভিসা হলে আপনার মোট খরচ
১৯০০০০+ ১০০০০+৬০০০+৬০০০০= ২৬৬০০০
২ লক্ষ ৬৬ হাজার টাকা।
নোটঃ বাংলাদেশ থেকে ইন্ডিয়া খরচ+ টাকা দিয়ে এমব্যাসি ডেট কিনা ইত্যাদি খরচ এটা আপনার বিষয়। বাংলাদেশ ছাড়া অন্য দেশে যারা থাকেন তাদের এই খরচ করতে হয় না।তাই এখানে উল্লেখ করিনি। বাড়তি খরচ এটা আপনার ব্যাক্তিগত কারন।নিজে নিজে প্রসেসিং করে জমা দিলে ২ লক্ষ ৬৬ হাজারের এক টাকাও বেশি খরচ হওয়ার কথা নয়।
আশা করি সবাই খরচের হিসাব বুজতে পেরেছেন।
একি কাজ এজেন্সির মাধ্যমে ১৫ লক্ষ টাকাও আপনারা দিতে বাধ্য থাকেন।কেন দেন আমি জানিনা।হয়ত নিজেকে দুর্বল ভাবেন, আর না হয় আপনারা মনে করেন টাকা থাকলেই ভিসা হয়ে যায়।
সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশা করি।
#কালেক্টেড

Address

Bashundhara R/A
Dhaka
1229

Opening Hours

Monday 10:00 - 18:30
Tuesday 10:00 - 18:30
Wednesday 10:00 - 18:30
Thursday 10:00 - 18:30
Saturday 10:00 - 18:30
Sunday 10:00 - 18:30

Telephone

+8801754038174

Website

Alerts

Be the first to know and let us send you an email when Crown tours & travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Crown tours & travels:

Share


Other Passport & Visa Services in Dhaka

Show All