Touristbd. com Blogs

Touristbd. com Blogs Explore Bangladesh!
(4)

20/10/2023

রাংপানি সিলেটের এক নতুন পর্যটন কেন্দ্র

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভূলতায় এ সূবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক & রিসোর্টটি  অবস্থিত।। প্রাকৃতিক সৌন্দর্যের সাথে আধুনিক ...
19/10/2023

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভূলতায় এ সূবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক & রিসোর্টটি অবস্থিত।।
প্রাকৃতিক সৌন্দর্যের সাথে আধুনিক সুযোগ সুবিধা নিয়ে প্রায় ১০০ একর জায়গার উপর এটি নির্মিত।।
বর্তমানে সুবর্ণগ্রাম বাংলাদেশের সর্ব বৃহৎ পার্ক।। বড় ও শিশুদের জন্য বিভিন্ন ধরনের রাইডের পাশাপাশি পিকনিক স্পটও রয়েছে।।

কিভাবে সুবর্ণগ্রামে যাবেন:
ঢাকার যেকোনো স্থান থেকে কুড়িল বিশ্বরোড হয়ে ৩০০ ফিট রাস্তা দিয়ে অথবা বনশ্রী- ডেমরা স্টাফ কোয়ার্টার পথ ধরে বা ঢাকার গুলিস্তান থেকে যেকোনো গাউছিয়াগামী বাসে চড়ে প্রথমে যেতে হবে গাউছিয়াতে।। তারপর গাউছিয়া থেকে রিকশা করে এ সূবর্ণগ্রামে যেতে পারবেন।।
#সূবর্ণগ্রাম

12/10/2023
04/10/2023

বৃষ্টিভেজা রাস্তা আর প্রিয় গান ❤️🫰

পড়ন্ত বিকেলে রমনা পার্কে 🫰
02/10/2023

পড়ন্ত বিকেলে রমনা পার্কে 🫰

সেন্টমার্টিন - টেকনাফ‌ নৌপথে পর্যটকবাহী স্পিডবোট ডুবে ফিরোজা খাতুন (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাকি ২১ জনক...
01/10/2023

সেন্টমার্টিন - টেকনাফ‌ নৌপথে পর্যটকবাহী স্পিডবোট ডুবে ফিরোজা খাতুন (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাকি ২১ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড।
গতকাল শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সেন্টমার্টিন যাবার পথে সাগরে মধ্যখানে এ ঘটনা ঘটে। ফিরোজা খাতুন সেন্টমার্টিন ইউনিয়নের ডেইলপাড়ার আব্বাস আলীর স্ত্রী। টেকনাফ ঘাট থেকে পর্যটকসহ ২২ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা করে। স্পিডবোটটি সেন্টমার্টিনের কাছাকাছি গেলে ঢেউয়ের ধাক্কায় ডুবে যায়। পরে কোস্টগার্ড অভিযান চালিয়ে সবাইকে উদ্ধার করে।
দয়া করে ঝুঁকিপূর্ণ আবহাওয়ায় সেন্টমার্টিন ভ্রমণ থেকে বিরত থাকুন।
ছবি - সংগৃহীত

সম্পৃতি সমৃদ্ধ ৯০ দশকের দিনগুলো আর ফিরে আসবে না।
28/09/2023

সম্পৃতি সমৃদ্ধ ৯০ দশকের দিনগুলো আর ফিরে আসবে না।

World Tourism Day...🌍🌎🌏🗺️🏜️🏞️🗻⛰️🏕️ 'পর্যটনে পরিবেশবান্ধব বিনিয়োগ’ এ প্রতিপাদ্যের উপর পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস।।
27/09/2023

World Tourism Day...🌍🌎🌏🗺️🏜️🏞️🗻⛰️🏕️
'পর্যটনে পরিবেশবান্ধব বিনিয়োগ’ এ প্রতিপাদ্যের উপর পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস।।

27/09/2023

জৈন্তিয়া হিল রিসোর্ট || Jaintia Hill Resort | Best Resort in Sylhet

#জৈন্তিয়া_হিল_রিসোর্ট

24/09/2023

Short Review of #সুবর্ণগ্রাম। One of the best day tour destination near Dhaka.

ঢাকা থেকে ইকটু গ্রামে আসলাম🥰
24/09/2023

ঢাকা থেকে ইকটু গ্রামে আসলাম🥰

ছবিটি ভারতের পশ্চিমবঙ্গের শিয়ালদাহ রেল স্টেশনের।। ভারত বাংলাদেশ  দুই দেশের দুইজন মহা মানবের ভাস্কর্য।।
20/09/2023

ছবিটি ভারতের পশ্চিমবঙ্গের শিয়ালদাহ রেল স্টেশনের।। ভারত বাংলাদেশ দুই দেশের দুইজন মহা মানবের ভাস্কর্য।।

18/09/2023
 #সততা অনেক বড় ব্যাপার।  নিচের লিখা টি পেয়ে শেয়ার করে রেখে দিলাম। একবার হলেও পড়ে দেখুন।
18/09/2023

#সততা অনেক বড় ব্যাপার। নিচের লিখা টি পেয়ে শেয়ার করে রেখে দিলাম। একবার হলেও পড়ে দেখুন।

অনেক ছোট ছোট ইচ্ছা থেকেও ভাল কিছু হয়।  হোক না এরকম- বিভিন্ন বাজারে ।
17/09/2023

অনেক ছোট ছোট ইচ্ছা থেকেও ভাল কিছু হয়। হোক না এরকম- বিভিন্ন বাজারে ।

16/09/2023

ভরা বর্ষায় ভয়ংকর #মায়াবী_ঝর্ণা ও #জাফলং | / | Zero Point!

শুভ সকাল 🥰
16/09/2023

শুভ সকাল 🥰

বাড়ির কাছে লুকিয়ে থাকা বিপদ! 🚷🚷 এই জায়গা গুলোতে কমবেশি সবাই ভ্রমণ করি , একটু নিচের বিষয়গুলো পড়ে সতর্ক হয়ে ভ্রমণ করবো...
11/09/2023

বাড়ির কাছে লুকিয়ে থাকা বিপদ! 🚷
🚷 এই জায়গা গুলোতে কমবেশি সবাই ভ্রমণ করি , একটু নিচের বিষয়গুলো পড়ে সতর্ক হয়ে
ভ্রমণ করবো 🚷

মীরসরাই অঞ্চলে ট্রেক করতে গিয়ে গত ৭-৮ বছরে অফিশিয়ালি ২৫+ জনের মৃত্যু হয়েছে যাদের বেশিরভাগই কমবয়সী ও অনভিজ্ঞ স্কুল কলেজের ছাত্র। কদিন আগে আমাদের বাসার দীর্ঘসময়ের হেল্পিং হ্যান্ডের সন্তান আমার চোখের সামনে বেড়ে উঠা আফজার ও তার কলেজপড়ুয়া বন্ধু কয়েকদিন আগে একজন আরেকজনকে বাঁচাতে গিয়ে বড় কমলদহ ঝরঝরির (প্রকাশ তথাকথিত রুপসী ঝর্ণা) উপরে থাকা কলস আকৃতির কুমে ডুবে মারা গেছে। এর আগে এখানে একজন স্থানীয় কিশোরের মৃত্যু হয়েছিলো। সব মৃত্যুর কথা যেহেতু মিডিয়ায় আসেনা তাই মৃত্যুর আসল সংখ্যাটা আরেকটু বেশিই হবে।

যেহেতু এই অঞ্চলে ভালো পর্যটনবান্ধব রাস্তা ও পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই। অনেক সময় অনেক জায়গায় বিপদ সংকুল পথ। মনে চায় জনে জনে গিয়ে সবাইকে সচেতন করতে। সাম্প্রতিক বছরগুলোতে বন বিভাগ যেভাবে সামান্য কিছু টাকার লোভে দায়িত্বজ্ঞানহীনভাবে ট্রেইলগুলো ইজারা দিয়ে দিয়েছে তাতে আমার মত অনেকেই হতাশ হয়ে পড়েছে।

গত বছর ফ্ল্যাশ ফ্লাডের এই সময়ে ইজারাদারের কাছ থেকে টিকেট কেটে আপন দুই ভাইসহ তিনজন মীরসরাইয়ের নাপিত্তাছড়া ট্রেইলে ফ্লাস ফ্লাডে/ভূমিধ্বসে ভেসে গিয়ে মারা গিয়েছিলেন। সদ্য কৈশোর পেরোনো এই তরুণরা ছিলো মেধাবী ও শারীরিকভাবে সম্পূর্ণ ফিট। একজন তো উশুতে স্বর্ণপদকপ্রাপ্ত। তবু প্রকৃতির রুদ্ররোষের সামনে কিছুই কাজ করেনি। তাই মানুষকে নিজেদের সীমাবদ্ধতা জেনে ও মেনেই ভ্রমণ করতে হবে সাবধানে। প্রকৃতিকে জানতে হবে। করতে হবে সমীহ। তাই এই রিজিয়নে আমার জানাশোনা কিছু ঝুঁকিপূর্ণ পয়েন্ট নিয়ে লিখছি যেসব পয়েন্টে সবচে বেশি দূর্ঘটনার ঘটে থাকে।

নাপিত্তাছড়া ট্রেইলের সবচে বিপদজনক স্থানটি হলো কুপিকাটা কুমের আপার স্ট্রীমের মুখে। সেখানে ছড়া সরু হতে হতে গুহার মত চিকন হয়ে কুপিকাটায় পতিত হয়েছে। কেউ যদি কৌতুহল বশত বা এক্সিডেন্টালি সেখানে পড়ে যায় তবে সেখানে হয় আটকে যাবে বা গড়িয়ে নিচে পড়বে। পড়ার সময় মাথায় আঘাত পেয়ে আহত/সংজ্ঞাহীন হবার সম্ভাবনা আছে। ছাত্রসহ কয়েকজন এভাবে মারা গেছে।

একই ট্রেইলের বাঘবিয়ানী ঝর্ণার ক্লিফটি ক্ষয়প্রাপ্ত হয়ে বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। যেকোন অতিবৃষ্টিতে আলগা পাললিক শিলা ক্ষয় হয়ে এটি ধ্বসে যেতে পারে। তাই অতিবৃষ্টি হলে এই এলাকা এড়িয়ে চলতে হবে৷

বড় কমলদহ ঝর্ণা যা ইদানীং রুপসী ঝর্ণা নামে বিখ্যাত তার উপরের অংশের কলশী আকৃতির কুম। এখানে তীব্র গতিতে পানি পড়ে। কোন কারণে এখানে নামলে যদি ভেতরে চলে যান ভেতরের কলসি আকৃতির কুমে আটকে যেতে পারেন। স্থানীয় এক শিশুসহ এখন পর্যন্ত চারজন এখানে আটকে মারা গেছে।

খৈয়াছড়া ঝর্ণার দ্বিতীয় ও ষষ্ঠ স্টেপখানি অনেক উঁচু। এবং ঝর্ণার এজখানি খুব পিচ্ছিল। অনেকের পাহাড় সম্পর্কে ধারণা না থাকায় এখানে ছবি তুলতে গিয়ে বা নিচে দেখতে গিয়ে দূর্ঘটনায় পড়েছে। অনেক ইনজুরির ঘটনা শুনেছি এখানে।

সোনাইছড়ি ট্রেইলের বাদুইজ্জা খুমের উপরের ক্লিফ ও সরু পথখানিও অনেক ঝুঁকিপূর্ণ। টানা বর্ষায় এড়িয়ে চলার পরামর্শ।

ঝরঝরি ট্রেইলের উপরদিকে বিশেষত মইন্যার মার খুমের দিকে পূর্ব অভিজ্ঞতা ও অভিজ্ঞ গাইড ছাড়া যাবেন না। দূর্ঘটনার নানা এলিমেন্ট এখানে বিদ্যমান।

পানি উন্নয়ন বোর্ড কর্তৃক পাহাড়ে বাঁধ দিয়ে তৈরী হওয়ায় সহস্রধারা লেক, মহামায়া লেক, সোনাইছড়ি লেক, নীলাম্বর লেকসহ এখানকার প্রতিটি লেকই অনেক গভীর। তাই সাঁতারে ভালো দখল না থাকলে লাইফ জ্যাকেট ছাড়া এসব লেকে নামা ঠিক না। হয়তো আপনি যেখানে ঠাই পাচ্ছেন তার এক ফুট সামনেই গভীর খাঁদ।

গভীর কুমগুলো হচ্ছেঃ ন হাইত্যে কুম, আমতলী কুম, মইন্যার মার কুম, বাড়বকুন্ডের আপস্ট্রীম, গরুমরা কুম, হরিণমারা কুম, বড় কমলদহের উপরের কুম ইত্যাদি

ফ্ল্যাশ ফ্লাডে অতিরিক্ত ঝুঁকিঃ ঝরঝরি ট্রেইল, সুপ্তধারা ট্রেইল, নাপিত্তাছড়ি ট্রেইল, মধুখাইয়া, নুনাছড়ি ট্রেইল, বোয়াইল্যা বাউশ্যা।

মানবসৃষ্ট নিরাপত্তা ঝুঁকি বিদ্যমানঃ পাতালকালী, বাড়বকুন্ড, চন্দ্রনাথ হতে ইকো পার্কের রাস্তা, খুব ভোরে বা সন্ধ্যায় চন্দ্রনাথে, ঝরঝরি ট্রেইলে, বোয়ালিয়া ট্রেইলে।

এসবের বাইরেও অতি বর্ষণ ও ফ্ল্যাশ ফ্লাডে যে কোন ট্রেইলই হয়ে পড়তে পারে মৃত্যুফাঁদ। আপার স্ট্রিমে বৃষ্টি হলে অনেক সময় শুকনা আবহাওয়ায় ও ফ্ল্যাশ ফ্লাড হতে পারে। ফ্ল্যাশ ফ্লাড অনুভব করার সময় পাওয়া যায় খুব কম। সিম্পটম হচ্ছে হঠাৎ ঝিরি বা ছড়ার পানি ঘোলা হয়ে যাওয়া। পানির গর্জন বা ঠান্ডা বাতাসের ধাক্কা বেড়ে যাওয়া। এমনটা টের পেলে সাথে সাথে ট্রেইল থেকে বের হবার চেষ্টা না করে পাশের উঁচু জায়গায় উঠে যেতে হবে কারণ বের হবার সময় আপনি পুরোপুরি না ও পেতে পারেন।

সবাই সাবধানে ভ্রমণ করবেন। জীবন একটাই। তুচ্ছ কারণে এই জীবন বিসর্জন দেয়া যাবেনা। তাই সচেতনতার কোন বিকল্প নাই।

#কপি_পোস্ট

#নিরাপদ_ভ্রমণ

বাংলাদেশী পাসপোর্টধারী নাগরিক গন 🇧🇩 - 🇮🇳 ভারতের নিম্ন লিখিত  স্থল বন্দর দিয়ে ভারতে প্রবেশ করতে পারবেন 1. বেনাপোল Land Po...
11/09/2023

বাংলাদেশী পাসপোর্টধারী নাগরিক গন 🇧🇩 - 🇮🇳 ভারতের নিম্ন লিখিত স্থল বন্দর দিয়ে ভারতে প্রবেশ করতে পারবেন

1. বেনাপোল Land Port.
BD side:বেনাপোল যশোর।
Indian side: Petrapole, Bongaon, 24-Parganas, West Bengal, India

2. বুড়িমারি Land Port.
BD side:বুড়িমারি,পাটগ্রাম, লালমনিরহাট।
Indian side: Changrabandha, Mekhaliganj, West Bengal, India

3. আখাউড়া Land Port.
BD side :.আখাউড়া ব্রাহ্মণবাড়িয়
Indian side: Ramnagar, Agartala, Tripura, India

4. ভোমরা Land Port.
BD side:ভোমরা,সাতক্ষীরা।
Indian side: Gojadanga, 24-Parganas, West Bengal, India

5. নকুগাঁও Land Port.
BD side: নালিতাবাড়ি শেরপুর।
Indian side: Dalu, Barangapara, Meghalaya, India

6. তামাবিল Land Port
BD side: তামাবিল,গোয়াইনঘাট,
সিলেট
Indian side: Dauki, Shillong, Meghalaya, India

7. দর্শনা Land Port.
BD side:দর্শনা ,চুয়াডাঙ্গা।
Indian side: Gede, Krishnanagar, West Benga, India

8. বেলনি Land Port.
BD side:বেলনি,পরশুরাম ফেনী
Indian side: Belonia, Tripura, India

9. গোবরাকুড়া Land Port.
BD side: হালুয়াঘাট ময়মনসিংহ।
Indian side: Gachhuapara, Tura, Meghalaya, India

10. রামগড় Land Port.
BD side: রামগড়, খাগড়াছড়ি
Indian side: Sabroom, Tripura, India.

11. সোনাহাট Land Port.
BD side: ভুরুঙ্গামারী কুড়িগ্রাম।
Indian side: Sonahat, Dhubri, Assam, India

12. Tegamukh. ভূষণছড়ি Land Port.
BD side: বরকল, রাঙামাটি।
Indian side: Demagri, Mizoram, India.

13. চিলাহাটি Land Port
BD side:চিলাহাটি,ডোবার নিলফামারী।
Indian side: Holdibari, Cooch Behar, West Bengal, India

14. সোনা মসজিদ Land Port.
BD side:সোনা মসজিদ,চাপাই নবাবগঞ্জ।ণ
Indian side: Mahadipur, Maldah, West Bengal, India

15. ধানুয়া Kamalpur Land Port.
BD side: বকশিগঞ্জ ,জামালপুর।
Indian side: Mohendragonj, Ampoti, Meghalaya, India

16. শিউলা Land Port.
BD side:শিউলা,বিয়ানীবাজার, সিলেট
Indian side: Sutarkandi, Karimganj, Assam

17. বেল্লা Land Port.
BD side: বেল্লা, চুনারুঘাট, হবিগঞ্জ
Indian side: Paharmura, Khoai, Tripura.

18. হিলি Land Port.
BD side: হিলি,হাকিমপুর,দিনাজপুর ।
Indian side: Hili, South Dinajpur, West Bengal, India

19. বাংলাবান্ধা Land Port.
BD side: তেতুলিয়া,পঞ্চগড়।
Indian side: Fulbari, Jalpaiguri, West Bengal, India

20. টেকনাফ Land Port.
BD side: Teknaf, Cox’s Bazar
Myanmar side: Mungdu, Myanmar

21. বিবিরবাজার Land Port.
BD side: Sadar Upazila, কুমিল্লা
Indian side: Srimantapur, Sunamura, Agartala, Tripura

22. বিরল Land Port.
BD side: বিরল,দিনাজপুর।
Indian side: Radhikapur (Goura), West Bengal, India

 #একটি_শিক্ষামূলক_পোস্ট।তামিলনাড়ু ছিলাম। সেখানে ১০০/২০০ গ্রাম মাছ, মাংস কেনা যায়। প্রতিবেলা টাটকা কিনে এনে নিজের রুমে রা...
08/09/2023

#একটি_শিক্ষামূলক_পোস্ট।

তামিলনাড়ু ছিলাম। সেখানে ১০০/২০০ গ্রাম মাছ, মাংস কেনা যায়। প্রতিবেলা টাটকা কিনে এনে নিজের রুমে রান্না করে খাইতাম। খুব ভালো সুবিধা মনে হয়েছে।

বেঙ্গালুরুতে সন্ধ্যার পর বারগুলোর সামনে ৩০ রুপি দিয়ে ১০০ গ্রাম চিকেন পাকোড়া পাওয়া যায়। চোখের সামনে প্রস্তুত করে দেবে।

মেঘালয়ে পাহাড়ি এলাকায় পর্ক এবং চিকেন তরকারি চামচ হিসেবে বিক্রি হয়। ১ চামচ (বড় সাইজের) ২০ রুপি। টাকা থাকলে ৫ চামচ খান, না থাকলে ১ চামচ।

কলকাতায় ফুটপাতে ফুচকা খেয়েছি। আপনাকে একসাথে ২০ টা দেবেনা। আপনি যতো পিস বলবেন ঠিক ততো পিস। ২ টা চাইলেও খেতে পারবেন, ৩০ টা পারবেন।

দার্জিলিং ভাত খাওয়ার সময় ১ টা কাচামরিচ দিলো। চাইলাম আরোও ৫ টা। উত্তর দিলো– একটা করে নেন, আপনি যতোটা খাবেন ততোটা দেবো। কিন্তু নষ্ট করা যাবে না। আপনাকে যা দেবো, তা আর ফেরত নেবোনা। ফেলে দিতে হবে, তাই একসাথে দেওয়া যাবে না।
একই অভিজ্ঞতা মিরিকে কাঁচা পেয়াজ চাইতে গিয়ে।

আসামের গৌহাটি স্টেশনের আশেপাশে এতো এতো চায়ের দোকান, কিন্তু কেউ কারোও খাওয়া কাপে খায়না। ওয়ানটাইম কাপে চা খেয়ে ফেলে দিতে হয়।
তাও নিজ হাতে নির্দিষ্ট জায়গায়। পানিতে নয়, সরাসরি দুধে চা তৈরি করে ছোট ১ কাপ (আমাদের সাইজের ৫ ভাগের ১ ভাগ) ৫ টাকা। আপনার যতো ইচ্ছে খাইতে পারেন, ১ কাপ বা ৫ কাপ।

নিউ জলপাইগুড়ি স্টেশনের পাশে মাছের বারবিকিউ করে। আমার পেটে ক্ষিদা নাই, বাট টেষ্ট করার ইচ্ছে আছে। মাছ পিস করে এক পিস বিক্রি করেছে।
খেয়েছি।
শিলিগুড়িতে ১ পিস করে আপেল কেনা যায়।

কোলকাতায় ফুটপাতে মনের মতো নাস্তা করা যায়। যেমন ক্লিন, তেমন সতর্ক। আপনি হাত দিয়ে ফুটপাতের দোকান থেকে বিস্কুট নিতে পারবেন না। যে দেবে সে হাত ধুয়ে দেবে এবং যার দোকান সে।

ছোট এক কাপ চা ৫ টাকা। কিন্তু আপনি অর্ডার করলে চা বানিয়ে দেবে, আগে থেকে বানিয়ে রাখেনা। একজন শ্রমিক ফুটপাতে দাঁড়িয়ে যে দোকানে খাবে, একজন বড় কর্তা বা ছাত্ররা খাইতে পারে। সকালের অফিস টাইমে এটা বেশী দেখা যায়। এর কারণ হচ্ছে– সতেজ খাবার এবং পরিষ্কার। এবং সামর্থ্য অনুযায়ী খাওয়া যায় একই খাবার।

আমাদের ছোটবেলায় গ্রামে ইলিশ কেটে বিক্রি করতে দেখেছি এবং কিনেছি। এখন যেভাবে খাসি বা গরু বিক্রি করা হয়, তা যদি না হতো মানে আস্ত কিনা লাগতো কয়জন পারতেন?

ভারতের এই সিস্টেম আমার ভালো লাগে। এতে সমাজের সব স্তরের মানুষ খাইতে পারে।

এই যে বাংলাদেশে এ বছর এত ইলিশ কয়জন শ্রমিক সে ইলিশ খেয়েছে? আবার কারোও কারোও ফ্রিজে হয়তো জায়গাই হচ্ছেনা।

যদি কেটে ১০০ গ্রাম করে বিক্রি করা হতো, হয়তো একজন রিকশা চালক বা দিনমজুর তার সন্তান বা বৃদ্ধ মা-বাবার জন্য একপিস নিতে পারতো।

টাকার অভাবে ঘুরতে গিয়ে বা এমনিতে কত মানুষ হোটেলে শুধু ডাল ভাত খায় তার হিসেব আছে? কিন্তু ৩ টুকরা চিকেন একসাথে না কিনে যদি ১ পিস কেনা যেত নিশ্চয়ই অনেকে এফোর্ট করতে পারত।

পিস করে বা ছোট ছোট ভাগে বিক্রি করাকে আমি পজিটিভ হিসেবেই দেখি।
কারণ গরীব মানুষগুলো খাবারের স্বাদটা অন্তত পাবে।
সংগ্রহ করা।
courtesy : Hafijur Rahman

কার ছেলে এমন হতে পারে?
08/09/2023

কার ছেলে এমন হতে পারে?

03/09/2023

#সিলেট এর সবচেয়ে সুন্দর জায়গা। / #বিছানাকান্দি ভ্রমণ গাইড | Tour Plan.

যারা স্বপ্ন দেখেছিলেন এই বার সিজনে  #সেন্টমার্টিন যাবেন ঘুরতে,, আপনাদের স্বপ্ন আর বাস্তবায়ন হচ্ছে না।এই সিজন থেকে সেন্টম...
03/09/2023

যারা স্বপ্ন দেখেছিলেন এই বার সিজনে #সেন্টমার্টিন যাবেন ঘুরতে,, আপনাদের স্বপ্ন আর বাস্তবায়ন হচ্ছে না।

এই সিজন থেকে সেন্টমার্টিন ভ্রমনে আসছে *অনলাইন রেজিস্টেশন সিস্টেম* মানে দৈনিক নিদ্দিষ্ট একটি সংখ্যার বেশি প্রর্যটক সেন্টমার্টিন যেতে পারবেন না। তা আবার নিজের সুযোগ সুবিধা মতো সময়ে নয়। আপনি রেজিস্টেশন করার পরে যেই তারিখে আপনার ভ্রমনের জন্য সিডিউল পাবেন ঐই তারিখে আপনাকে ভ্রমন করতে হবে, তাও আবার আবেদনের জন্য ফি প্রদান করতে হবে। (এক কথায় ট্রাভেল ট্যাক্স)। মানে এক কথায় বলতে গেলে সেন্টমার্টিন এখন মিডেল ক্লাস ও নিন্ম শ্রেণী মানুষের ভ্রমন আয়ত্তের বাহিরে।

©কপি পোস্ট

02/09/2023

জীবনে এতো আনন্দ পাবো এক জায়গা দেখে 😍

#বিছানাকান্দি #সিলেট

আজকের চাঁদমামা🌕S21 FE র ক্যামেরা দিয়ে চাঁদের ছবি ❤️
30/08/2023

আজকের চাঁদমামা🌕
S21 FE র ক্যামেরা দিয়ে চাঁদের ছবি ❤️

 #বান্দরবানের  #নীলাচল পর্যটন কেন্দ্র  হতে যুবকের লাশ উদ্ধার।কখন কোথায় কার মৃত্যু হবে তা কারো জানা নেই। ঢাকার গাজীপুর থে...
30/08/2023

#বান্দরবানের #নীলাচল পর্যটন কেন্দ্র হতে যুবকের লাশ উদ্ধার।

কখন কোথায় কার মৃত্যু হবে তা কারো জানা নেই। ঢাকার গাজীপুর থেকে বান্দরবানে ঘুরতে আসে মারুফ নামে এক পর্যটক প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ ও রাত্রি যাপনের জন্য নীলাচল পর্যটন কেন্দ্রে অবস্থিত নীলাম্বরী রিসোর্ট এ রুম বুকিং করে মারুফ।

পরদিন সকালে নীলাচল পর্যটন কেন্দ্রের সুইং এন্ড থ্রীল দোলনার সামনে প্রায় ৩শ/৪শ ফুট নীচে খাদ থেকে ঐ পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

ভিকটিমের মূখ হতে বিষ মিশ্রিত ফেনা বের হচ্ছে। ধারণা করা যাচ্ছে, ভিকটিম বিষ খেয়ে দোলনার প্লাটফর্ম হতে নীচে লাফ দিয়ে পড়ে যায়।

ঘটনাস্থল থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়। চিরকুটে লিখা ছিল-

❝ আমার লাশ যদি পাওয়া যায় তাহলে আমাকে বান্দরবানে দাফন করবেন এবং আমার মোবাইল বিক্রি করে কাফন এর কাপড় কিনবেন। ❞

তাই প্রাথমিকভাবে আত্মহত্যা করেছে বলে ধারনা করছে পুলিশ। বিস্তারিত তদন্ত চলছে…
পোস্ট সংগ্রহীত

 #সীতাকুন্ড  #মিরসরাই রেঞ্জ যেনো দিন দিন মৃত্যুর কূপ হয়ে উঠছে।বৃষ্টি হলেই ওতি উৎসাহিত হয়ে পর্যটকরা ছুটে যায় ঝর্ণায়,ভ...
29/08/2023

#সীতাকুন্ড #মিরসরাই রেঞ্জ যেনো দিন দিন মৃত্যুর কূপ হয়ে উঠছে।বৃষ্টি হলেই ওতি উৎসাহিত হয়ে পর্যটকরা ছুটে যায় ঝর্ণায়,ভুল প্রদ্দেক্ষেপে হারাচ্ছে মূল্যবান জীবন।

২৮/০৮/২৩
চট্টগ্রামের সীতাকুণ্ডের ছোট দারোগারহাটের সহস্রধারা-২ এ মৃত সোহানুর রহমান (২৬)। তার বাড়ি নড়াইলের লোহাগাড়া উপজেলার লক্ষ্মীপাশা গ্রামের আবুল হাসেমের ছেলে।

সোহানুর রহমান ঢাকায় একটি বেসরকারি মোবাইল ফোন অপারেটর কোম্পানি রবি কল সেন্টারে চাকরি করতেন। সোমবার ঢাকা থেকে সোহানসহ তার তিন বন্ধু সীতাকুণ্ড ইকোপার্কে ঘুরতে যান।

ইকোপার্ক থেকে তারা যান সহস্রধারা-২ এ। এক বোটে ৯ জন উঠেন। হঠাৎ নৌকা থেকে সহস্রধারা-২ এর লেকে পরে ডুবে যান।

পরে চট্টগ্রাম শহর থেকে ডুবুরি দল এসে সোহানুরের মৃতদেহ উদ্ধার করেন।

লেখা ও ছবি: সূর্য দা

29/08/2023
27/08/2023
কোন  #ট্রেন আপনার  পছন্দ  মিটারগেজ / ব্রডগেজ?
27/08/2023

কোন #ট্রেন আপনার পছন্দ মিটারগেজ / ব্রডগেজ?

27/08/2023

ট্রেনে #ঢাকা থেকে #সিলেট ভ্রমণ | Express | Dhaka to Sylhet Service | | Epispde -01

বেশিরভাগ সময় এমনি হয়ে থাকে!
26/08/2023

বেশিরভাগ সময় এমনি হয়ে থাকে!

Fill in the blank: _________ to go.
23/08/2023

Fill in the blank:
_________ to go.

 #বান্দরবান থেকে  #থানচি যাওয়ার রাস্তার কাজ চলছে। খুব শীঘ্রই আমরা আবার থানচি যেতে পারব আর যেতে পারব আমাদের স্বপ্নের  #রে...
20/08/2023

#বান্দরবান থেকে #থানচি যাওয়ার রাস্তার কাজ চলছে। খুব শীঘ্রই আমরা আবার থানচি যেতে পারব আর যেতে পারব আমাদের স্বপ্নের #রেমাক্রি, #নাফাখুম এবং #আমিয়াখুম।

🥺 যেখানে সেখানে ময়লা না ফেললে কি হয়??
18/08/2023

🥺
যেখানে সেখানে ময়লা না ফেললে কি হয়??

পাহাড়ি বন্ধুর জন্য শহর থেকে নিয়ে আসা বাঙালি বন্ধুর ভালবাসা।

সাজেক পর্যটন এড়িয়া দ্বারা পাহাড় দুষিত হচ্ছে।

জৈন্তিয়াহিল রিসোর্ট Jaintia Hill Resort সিলেট-তামাবিল হাইওয়ের জৈন্তিয়ার আলুবাগানে এ রিসোর্ট টি।।এ রিসোর্টের মূল আকর্ষণ ম...
15/08/2023

জৈন্তিয়াহিল রিসোর্ট Jaintia Hill Resort
সিলেট-তামাবিল হাইওয়ের জৈন্তিয়ার আলুবাগানে এ রিসোর্ট টি।।
এ রিসোর্টের মূল আকর্ষণ মেঘালয় পাহাড় এবং সে পাহাড়ের বুকে বয়ে যাওয়া ২ টি ঝর্ণা।।
গভীর রাতে বা ভোরে এ রিসোর্টের বারান্দা থেকে দূরের বয়ে যাওয়ার ঝর্ণার কলকল শব্দ সুস্পষ্টভাবে শোনা যায়,, যার বর্ণনা ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না।।

শীতের চেয়ে বর্ষায় এ রিসোর্ট থেকে দূরের পাহাড় আকাশ মেঘ এবং বৃষ্টির এক অন্যরকম অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়😍😍🌸

রাফি তার কবর রচনা তো ঢাকা থেকেই করে গিয়েছিল।  এই বৃষ্টি, পাহাড়ি ঢলের মধ্যেও টিম নিয়ে সে গিয়েছিল আলীকদম, কেন? কারন বাসের ...
14/08/2023

রাফি তার কবর রচনা তো ঢাকা থেকেই করে গিয়েছিল। এই বৃষ্টি, পাহাড়ি ঢলের মধ্যেও টিম নিয়ে সে গিয়েছিল আলীকদম, কেন?

কারন বাসের টিকিট থেকে শুরু করে পুরো আয়োজন আগে থেকেই করা ছিল, সব গ্রুপ ইভেন্ট অফ করে দিয়েছে সে ই খোলা রেখেছিল তাই শেষ মুহুর্তে গেস্ট বেড়ে যায়। কিন্তু বান্দরবান তো উত্তাল, এইদিকে এত টাকার টিকিট কাটা ক্যান্সেল করাও পসিবল না, করলে ক্ষতিপূরণ তার পকেট থেকে যাবে কারন গেস্ট কোনদিন মানবে না যে ক্যান্সেল করা ট্রিপের বাসের লস প্রায় ২৫০০ টাকা জনপ্রতি গুনতে৷ আবার রাফিও উঠতি গ্রুপের এডমিন সেও ২০টা টিকিটের ৫০০০০ টাকা লস মানে একেবারে ধ্বংস হয়ে যাওয়া।

সিস্টেমের এই অদৃশ্য শক্তি রাফিকে জোর করেই নিয়ে যায় বান্দরবান। ৩/৪ বছর আগে রাফির জায়গায় আমি হলে হয়ত আমিও এত বড় লসের ধাক্কা সামাল দিতে জীবন বাজি রেখেই টিম নিয়ে চলে যেতাম। পাবলিক তো বুঝে না এইসব, পাহাড় কতটা ভয়ানক, তারা বুঝে আমি টাকা দিসি, তোর মাথা কিনে ফেলেছি, এবার নাচব এডমিনের ঘাড়ে বসে, হাটতে না পারলে ব্যাগ ধরাইয়া দিব হোস্টকে। খাবার সময় মত না পাইলে ২ টা গালি দিব হোস্টকে।

এই পরিস্থিতিতে রাফি সেনাবাহিনীকে লুকিয়ে টিম নিয়ে চলে যায় খেমচং পাড়ায়। এই ভয়াবহ পরিস্থিতিতে খেমচং পৌছাতেই সময় চলে যায় আলীকদম থেকে প্রায় ১৫ ঘন্টার উপর। টিম পৌছায় তারপর রাতে থাকে৷

২য় দিন বৃষ্টি নিয়েই টিম রওনা হয় সাইংপ্রার পথে৷ রাফি যেহেতু টিম লিডার তাই টিমের ফ্রন্ট লাইনে সে ই ছিল। সাইংপ্রার ঝর্ণায় নামার পথে কিছু খাড়া সরু পথ থাকে সেটায় রাফি নামার পথে পিছলে পরে যায় সোজা নিচে। ঝিরিতে পরে রাফি উঠে দাঁড়ায় ৩/৪ কদম হেটেই সেন্সলেস হয়ে পরে যায় মোস্ট প্রবাবলি তখন ই সে মৃত্যুর পথে আগায় কারন সে আঘাত পেয়ে কোন চিকিৎসা বা সাপোর্ট পায় নি। ওইভাবেই পরে ছিল নিচের ঝিরিতে।

রাফি বউ বর্ষা আর আবির এই পরিস্থিতিতে নিচে যাবার সাহস না করে পাড়ায় ছুটে যায় হেল্প নেওয়া জন্য। সাইংপ্রা থেকে পাড়ায় ছুটে এলেও ২ ঘন্টার উপর লাগে পাড়ায় পৌছাতে৷ সেখান থেকে লোকজন নিয়ে আবার ২ ঘন্টা লাগে রাফির কাছে পৌছাতে৷ সময় তো আর থেমে থাকে না, সন্ধ্যা হয়ে যায় ততক্ষনে৷ পাড়ার লোকজন নিচে গিয়ে বুঝতে পারে রাফি মারা গেছে, কিন্তু তারা লাশ বহন করবে না কারন মুরংদের একটা রিচুয়াল আছে তারা সন্ধ্যার পর মৃত শরীরে হাত দেয় না। তখন তারা উপরে এসে টিমকে নিয়ে পাড়ায় চলে যায়।

এখন অনেকেই বলবে যে ২০টা ছেলে ছিল টিমে তারা কেন আনতে যায় নাই রাফিকে? যায় নাই কারন তাকে রেস্কিউ করার ক্ষমতা বা দক্ষতা বা সাহস কোনটাই টিমের মেম্বারদের ছিল না, আহত হইলে একটা কথা ছিল কিন্তু ১জনের মৃত দেহ আনার জন্য ২০ টা মানুষকে এই ঘুটঘুটে অন্ধকার পাহাড়ি ঢালে নামাইয়া দেওয়া কোন যুক্তিতে পরে না৷ আমি টিম লিডার হইলে সেটা কখনোই করতাম না৷

সারারাত রাফির মৃত দেহ পরে ছিল ঝিরিতে, ঢল নামলে হয়ত শরীর ভেসে যাইত কিন্তু বৃষ্টিতে ভিজেছে সারারাত তাই শরির ফুলে গেছে, পিপড়া শরীরের কিছু অংশ খেয়েছে। ভাইটা আমার তার কর্মস্থলেই জীবিকার তাগিদে জীবন দিয়েছে, এটার ক্ষতিপূরণ কখনোই হবে না। কখনোই না।

পরদিন ভোরে পাড়া থেকে লোক যায় ২জন ট্যুরিস্ট নিয়ে, তারা উঠিয়ে নিয়ে আসে রাফিকে পাড়ায় তারপর তারাই আমতলী ঘাটে নিয়ে আসে বহন করে। তাকে বহন করার জন্য ইউজ হয় তার ই স্লিপিং ব্যাগ আর হ্যামক।

নোট: এখানে অনেক যদি কিন্তু থাকে, কেন গেল, কিভাবে গেল, কি কারনে গেল?? সব কিছুর ই ব্যাখ্যা বিশ্লেষণ আছে উত্তর আছে, অনেক তর্ক বিতর্ক আছে৷ সব কিছু ছাপিয়ে এটাই বাস্তবতা রাফি নেই। আমার সহকর্মী নেই, সেও এডমিন, আমিও এডমিন, আমরা সবাই এডমিন। আমরা আছি বলেই এত গহীনে গিয়ে সৌন্দর্য এক্সপ্লোর করতে পারছেন, আমরা না থাকলে পাহাড়ের গহীনে ট্যুরিস্ট চলাচল করতে পারত না এত সাবলীল ভাবে৷ কিছু কথা অপ্রিয় হলেও সত্য যে রাফির মৃত্যুর জন্য সে ই দায়ী। সে যদি যাবে না বলে শক্ত ডিসিশন নিত তাইলে আজ সে আমাদের মাঝে থাকত।

সকালে ঘুম থেকে উঠে যখন শুনি তোকে সারারাত পিপড়া খেয়েছে কেউ ছিল না, মানতে কষ্ট হয়েছে তবুও কাউকে পাশে রাখাটাও বাস্তবতা না৷

ভাল থাকিস ভাই।
Iftakhar Hamid এর লেখা
😭😭

Our Mood in Monsoon 🌧️📍 Sreepur,Sylhet
13/08/2023

Our Mood in Monsoon 🌧️
📍 Sreepur,Sylhet

03/01/2023

#নাফাখুম #রেমাক্রি #বড়পাথর #বান্দরবান | tour guide | এক ভিডিওতে সবকিছু🥰

Happy New Year 🎉
31/12/2022

Happy New Year 🎉

Address

Uttara
Dhaka
1230

Telephone

+8801718083157

Website

Alerts

Be the first to know and let us send you an email when Touristbd. com Blogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Touristbd. com Blogs:

Videos

Share


Other Dhaka travel agencies

Show All