02/01/2023
২০২৩ সালে পবিত্র হজ পালনে ইচ্ছুক হজ যাত্রীগণের জন্য জরুরী তথ্য:
মহান রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানীতে যে সকল মুমিন বান্দা ২০২৩ সালে পবিত্র হজ পালন করতে ইচ্ছুক এবং ইতিমধ্যে যারা হজের প্রাক নিবন্ধন সম্পন্ন করেছেন তাদের সকলের বিশেষ অবগতির জন্য জানাচ্ছি যে, ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুসারে আগামী ২০২৩ সালে বাংলাদেশ থেকে এক লক্ষ তিরিশ হাজার ধর্মপ্রাণ মুসল্লী পবিত্র হজ পালনের সুযোগ পেতে পারেন। কাজেই পবিত্র হজ পালনে ইচ্ছুক মুমিন বান্দাদের সকলের ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত পাসপোর্ট নবায়ন থাকতে হবে। এছাড়া কোভিড 19 এর ভ্যাকসিনেশন সনদ থাকতে হবে। পূর্ব অভিজ্ঞতা থেকে ধারণা করা যায় যে, হজের প্রাক নিবন্ধনের সিরিয়াল ৮ লক্ষ এর কাছাকাছি পর্যন্ত যারা আছেন তাদের অধিকাংশই পবিত্র হজ পালনের সুযোগ পাবেন 2023 সালে। সাধারণত হজ যাত্রার 7-8 মাস পূর্বেই হজের রেজিস্ট্রেশন করা হজ প্যাকেজ ঘোষণা এবং অন্যান্য হজের কার্যক্রম প্রস্তুতিমূলক সকল বিষয়ে শুরু হয়। ২০২৩ সালের পবিত্র হজ্জের সম্ভাব্য সময় জুন মাসের শেষের দিকে। কাজেই চলতি বছরে ডিসেম্বর মাসের শেষ দিকে অথবা জানুয়ারি ২০২৩ মাসে হজের রেজিস্ট্রেশন সহ অন্যান্য প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হবে বলে আশা করা যাচ্ছে। এমতাবস্থায় পবিত্র হজ পালনে ইচ্ছুক সকল ধর্মবান মুসল্লি যারা ইতিমধ্যেই হজের প্রাক নিবন্ধন সম্পন্ন করেছেন তারা সকল প্রকার মানসিক প্রস্তুতি এবং আর্থিক প্রস্তুতি সহ পাসপোর্ট এবং ভ্যাকসিনেশন সনদ আপডেট রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। উল্লেখ্য, বর্তমানে আজকের হিসাব মতে বাংলাদেশে ২ লক্ষ ৬৬ হাজার ৮১০ জন ধর্মপ্রাণ মুসল্লী পবিত্র হজ পালনের জন্য প্রাক নিবন্ধন সম্পন্ন করেছেন। বর্তমানে প্রায় প্রতিদিনই গড়ে ৭০০ থেকে ১০০০ জন ধর্ম প্রাণ মুসল্লী হজের প্রাক নিবন্ধন করছেন যারা পরবর্তীতে পবিত্র হজ পালনের সুযোগ পাবেন। এ প্রেক্ষিতে যারা ২০২৪ সাল এবং ২০২৫ সালে পবিত্র হজ পালনে ইচ্ছুক সে সকল ধর্ম প্রাণ মুসল্লিগণকে এখনই হজের প্রাক নিবন্ধন সম্পন্ন করা প্রয়োজন। পবিত্র হজ পালনের জন্য প্রাক নিবন্ধন সহ যেকোনো বিষয়ে আলোচনা কিংবা পরামর্শ প্রয়োজন হলে কিংবা সহযোগিতার প্রয়োজন হলে যেকোনো সময় আমাদের সাথে মোবাইলে যোগাযোগ করতে পারেন। ২০২৩ সালে যারা পবিত্র হজ পালনের জন্য মনস্থির করেছেন তাদের মধ্যে যারা অনলাইনে বিনামূল্যে হজের প্রশিক্ষণ গ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে ইনবক্সে মোবাইল নাম্বার এবং নাম দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাই। আগামী জানুয়ারি মাস থেকে অনলাইনে পবিত্র হজ পালনে ইচ্ছুক ধর্মপ্রাণ মুসল্লিদেরকে বিনামূল্যে অনলাইনে হজ কার্যক্রমের উপর প্রশিক্ষণ প্রদান করা হবে। এছাড়া যারা পবিত্র হজ পালন করবেন কিংবা ওমরা পালন করবেন তাদেরকে বিনামূল্যে পূর্ণাঙ্গ হজের গাইড সরবরাহ করা হয়। হজ যাত্রীগণ এই পূর্ণাঙ্গ হজ গাইডবই বিনামূল্যে নিতে চাইলে আপনার পূর্ণাঙ্গ ঠিকানা এবং মোবাইল নাম্বার ইনবক্স করুন। মহান রাব্বুল আলামিন তার সকল মুমিন বান্দাদেরকে আর্থিকভাবে, শারীরিকভাবে এবং মানসিকভাবে পবিত্র হজ পালনের জন্য তৌফিক দান করুন। আমীন।
হজ এবং ওমরা পালন সংক্রান্ত যেকোনো বিষয়ে যোগাযোগ করার জন্য এই মোবাইল নাম্বারে যেকোনো সময় ফোন করতে পারবেন। 01823611058 ।