09/08/2023
#ভয়ঙ্কর_অভিজ্ঞতা #জুমঘর #তারাসাখাল #বন্য_রোয়াংছড়ি #বান্দরবান
📌পর্ব-০৭
স্বর্নমাছ খুমের খুব কাছাকাছি তারাসা খালের একদম পাশেই একটা জুমঘরে সেদিন আমরা আমাদের জুম বিলাস করেছিলাম।জুমঘরটা বেশ পুরনো আর ছোট ছিল,খালের একদম পাশে হওয়ায় পানি নিয়ে কোন টেনশন ছিল না।খুব আয়েস করেই বিকালটা পার করলাম আড্ডা দিয়ে।হঠাৎ যখন ঝুপ করে অন্ধকার নেমে এলো জঙ্গলে তখন আমরা বুঝতে পারলাম গহীন বান্দরবানের আতঙ্ক।কতটা গহীন তা বুঝতে হলে আমাদের আগের পর্ব গুলো থেকে একটু ঘুরে আসতে পারেন।
এই পথে নাকি আবার বাহীনির লোকজনও চলাফেরা করে,যদিও আল্লাহর অশেষ রহমতে আমরা বেশ আনন্দ করেই রান্নাবান্না করে খাওয়া দাওয়া করেছি।
📌রাতে আবার কাঁকড়া চিংড়ি আর মাছও ধরেছি খালে,এসব সম্ভব হয়েছে আমাদের Vai এর জন্য,ধন্যবাদ দাদা।
পরবর্তী পর্বে মাছ ধরার ভিডিও দেখার আমন্ত্রন রইলো,ভাল থাকবেন,ধন্যবাদ।