Projonmo Tourism Limited

Projonmo Tourism Limited Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Projonmo Tourism Limited, Tourist Information Center, 25, 5th Floor (lift 4), Farmview Super Market, Farmgate, Dhaka.

If you are looking for hassle-free travel and planning on utilizing well-earned vacations and money according to your plan, then Projonmo Tourism Limited is the perfect agency for you.

“ আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি..” ২১ শে ফেব্রুয়ারি আমাদের বাঙ্গালিদের জন্য একটি গৌরব ...
20/02/2022

“ আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি..”

২১ শে ফেব্রুয়ারি আমাদের বাঙ্গালিদের জন্য একটি গৌরব উজ্জ্বল দিন। বিশ্বের ইতিহাসের বুকে মাতৃভাষার জন্য বীরল দৃষ্টান্ত স্থাপন করেছিলাম আমরা এই বাঙালীরাই। আর তাই এই দিনটি আজ শুধু বাংলাদেশই স্মরণ করেনা, ২১ শে ফেব্রুয়ারি দিনটি স্বীকৃতি পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের। ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি যারা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিলেন সেই সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

#প্রজন্ম_ট্যুরিজম

শুভ সন্ধ্যা আকাশের বুকে এক টুকরো  রক্তিমা আভা....  মাশাআল্লাহ!
24/01/2022

শুভ সন্ধ্যা
আকাশের বুকে এক টুকরো রক্তিমা আভা.... মাশাআল্লাহ!

প্রজন্ম ট্যুরিজম লিমিটেড এর পক্ষ থেকে দেশ বাসিকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা
15/12/2021

প্রজন্ম ট্যুরিজম লিমিটেড এর পক্ষ থেকে দেশ বাসিকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা

15/12/2021
যারা ই-পাসপোর্ট করতে চান তাদের জন্য সম্পূর্ন গাইড লাইনঃ০১. ই পাসপোর্ট করতে কখনোই কোন অবস্থাতেই কোন দালালের সরনাপন্ন হবেন...
22/11/2021

যারা ই-পাসপোর্ট করতে চান তাদের জন্য সম্পূর্ন গাইড লাইনঃ

০১. ই পাসপোর্ট করতে কখনোই কোন অবস্থাতেই কোন দালালের সরনাপন্ন হবেন না। কেনোনা এই ডিজিটাল ব্যাপারটায় দালালের কিছুই করার নেই। তাই নিজের টা নিজে করুন।

০২. আপনারা নিজের টা অবশ্যই নিজে পারবেন। আপনার পরিবারেরটাও আপনি পারবেন।

০৩. এম আর পি থেকে ই পাসপোর্ট করা আর নতুন ভাবে ই পাসপোর্ট করার ফর্মালিটি একই। এম আর পি পাসপোর্ট থাকলে শুধু এর ডাটা গুলো ভুল না করে সঠিক ভাবে নতুন আবেদনে উল্ল্যেক্ষ করুন।

০৪. একটা বিষয় মাথায় রাখবেন ই পাসপোর্ট করতে যে সাপোর্টিং পেপার লাগে তা অবশ্যই আবেদনের পূর্বেই নিজের কাছে সংগ্রহে রাখুন, জেনো কোন অবস্থাতেই আপনার আবেদন টা পরিপূর্ণ করতে ঝামেলায় পড়তে না হয়।

★কি কি ডকুমেন্ট লাগবে?

(ক) আপনার বয়স যদি ১৮ থেকে ২০বছরের মাঝে হয়, তবে NID অথবা ১৭ ডিজিটের ভেরিফাইড Birth Certificate. আর ২০ বছরের উপর হলে অবশ্যই NID লাগবে।
(খ) পুরাতন পাসপোর্ট থাকলে তার যে পেইজে ডাটা রয়েছে সেই পাতাটির ফটোকপি।
(গ) যারা বিবাহিত তাদের কাবিন নামার কপি।
(ঘ) ১৮ বছরের নিচে হলে বাবা মা এর NID এর কপি।
(অ) ৬ বছর পর্যন্ত বাচ্চাদের ক্ষেত্রে গ্রে বেকগ্রাউন্ডের উপর পাসপোর্ট সাইজের ২ কপি ছবি।
(আ) ১৫ বছরের নিচের বাচ্চাদের জন্য তাদের বাবা মা এর পাসপোর্ট সাইজের ছবি।
ই পাসপোর্টের জন্য এই সব কাগজের কোন কিছুই সত্যায়িত করার প্রয়োজন নেই।
তবে যেদিন এপয়েন্টমেন্ট তারিখে আপনারা পাসপোর্ট অফিসে যাবেন সেদিন এই সকল কপির মুল সেট টি অবশ্যই সাথে নিয়তে হবে।

★এবার আসি আবেদনের ব্যপারে।

০১. প্রথমেই একটি বৈধ ই মেইল আইডি থেকে epassport.gov.bd এই ঠিকানায় গিয়ে নির্দেশনা মোতাবেক আপনার একটা account খুলুন। একাউন্ট খুলতে আপনার একটা সচল বৈধ মোবাইল নাম্বার ব্যবহার করুন যা সব সময় আপনার নিজের কাছে থাকবে। account খোলার সময় একটা password use করতে হবে । তা যত্ন সহ সংরক্ষন করুন।
০২. আপনার একটা account থেকেই আপনি আপনার নিজের ও আপনার পরিবারের সদস্যদের জন্য আবেদন করতে পারবেন।
০৩. এবার আপনার আবেদন গুলো নির্ভয়ে আস্তে আস্তে সময় নিয়ে (প্রয়োজন হলে দুই তিন দিন ) পূরণ করুন। এটা পূরণ করতে গিয়ে প্রতিটা ষ্টেপে "Save and Continue" নির্ভয়ে চাপুন আর পরবর্তী ধাপে এগিয়ে যান। কেননা এখানে ভুল হলেও আপনি তা শুদ্ধ করার সুযোগ পাবেন। এভাবে একে একে আপনার সব গুলো আবেদন পত্র গুলো পুরন করুন। একটা বিষয় খেয়াল রাখবেন আবেদন পত্র পুরনের শেষ ধাপে "Confirm and Submit" অপশন আসবে। এই খানে ক্লিক করার আগে আপনি এতক্ষন যা পুরন করেছেন তা দারি কমা সহ পুঙ্খানুপুঙ্খ ভাবে চেক করে নিন। প্রয়োজন হলে এই ড্রাফটের একটা কপি প্রিন্ট করে নিয়ে ভালো ভাবে এর ইনফরমেশন গুলো যচাই করে নিন। আপনি এই অবস্থায় আপনার কম্পিউটার থেকে বেরিয়ে গেলেও অসুবিধা নেই । আপনার এতোক্ষন কাজের সব কিছুই সেইভ হয়ে থাকবে।
সব কিছু ঠিক থাকলে "Confirm and Submit" বাটনে ক্লিক করুন। ব্যাস আপনার আবেদন এর কাজ শেষ। এই পর্যায়ে আপনার কাছে আপনি কবে পাসপোর্ট অফিসে গিয়ে ছবি উঠাবন, আঙ্গুলের ছাপ দিবেন, চোখের আইরিশ দিতে পারবেন তার এপয়েন্টমেন্ট এর শিডিউল চাইবে, তখন আপনি আপনার সুবিধামত এপয়েন্টম্যান্ট নিন। আর এই এপয়েন্টমেন্ট শিট এর একটি কপি প্রিন্ট করে নিন। এবার আপনার আবেদনের ৩ পাতার মুল কপিটি প্রিন্ট করে রাখুন।

নাম লেখার ব্যপারে অনেকেই একটা সমস্যায় ভুগেন যেমন কারো নাম যদি হয় A.Z.M. ZUBAIDUR RAHMAN হয় তবে তিনি Sure Name এর ক্ষেত্রে লিখবেন RAHMAN. আর Given Name এ লিখবেন AZM ZUBAIDUR . এখানে কোন Dot ba ফোটা ব্যবহার করা যাবেনা।

আর মনে রাখবেন আপনার শিক্ষা সার্টিফিকেটে আপনার নাম যেভাবেই লিখা থাকুক তাতে কিছুই আসে যায়না। আপনি আপনার আবেদনে নাম লিখবেন আপনার NID অনুযায়ী।

এবার আপনি নির্দিষ্ট ব্যাংক কে আপনার পাসপোর্ট এর ফী জমা দিন। মনে রাখবেন আপনার আবেদনে যেভাবে নাম লিখেছেন ব্যাংক এর জমার স্লিপ এর নামও ঠিক হুবুহু একই যেনো হয়। ব্যাংক এ টাকা জমা দেওয়ার পর ব্যাংক আপনাকে এটা স্লিপ দিবে, যেখানে একটা রেফারেন্স নাম্বার থাকবে। এই রেফারেন্স নাম্বার টা আপনার মূল আবেদনের ৩য় পাতায় নির্ধারিত জায়গায় যত্ন নিয়ে নির্ভুল ভাবে লিখুন। আর ৩য় পাতার নিচে আপনি স্বাক্ষর ও তারিখ দিন।

এবার পর্যায়েক্রমে উপর থেকে নিচের দিকে ব্যাংক জমার স্লিপ, এপয়েন্টমেন্ট লেটার, মুল আবেদন পত্র, নিজের NID এর কপি, পুরাতন পাসপোর্ট এর ফটোকপি (যদি থাকে), স্ত্রী এর NID কপি, কাবিন নামার ফটোকপি একসাথে করে একটা সেট বানিয়ে পিনআপ করে সংরক্ষন করুন আর নিশ্চিন্তে এপয়েন্টমেন্ট দিনের জন্য অপেক্ষা করুন।

দ্বিতীয় ধাপ: আগে থেকে নির্ধারণ করা তারিখে পাসপোর্ট অফিসে দেখা করবেন সেই প্রিন্ট করা পত্রগুলো ও ব্যাংকে টাকা জমা দেওয়ার রশিদ নিয়ে। পরে বিভিন্ন ভাবে আবেদন পত্রগুলো ও জাতীয় পরিচয়পত্র চেক করে পত্রগুলোর উপর সীল মেরে দিয়ে একটি কক্ষে যেতে বলবে। সেখানে যাওয়ার পর ছবি তুলবে হাতের ফিঙ্গার প্রিন্ট ও চোখের আইরিশ নেয়া হবে। পরে পাসপোর্ট ভেলিভারির একটি স্লিপ দেওয়া হবে। এরপরে বাড়িতে পুলিশ ভেরিফিকেশন হবে।

ব্যাংক ফিঃ
ওয়ান ব্যাংক,প্রিমিয়ার ব্যাংক,সোনালী ব্যাংক,ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া,ঢাকা ব্যাংক

৪৮ পেজ ৫ বছর মেয়াদে ৪০২৫/- ২১ দিনে
৪৮ পেজ ৫ বছর মেয়াদে ৬৩২৫/- ৭/১০ দিনে জরুরি ডেলিভারিতে
৪৮ পেজ ৫ বছর মেয়াদে ৮৬২৫/- ২ দিনে
সুপার এক্সপ্রেস ডেলিভারিতে

৪৮ পেজ ১০ বছর মেয়াদে ৫৭৫০/- ২১ দিনে
৪৮ পেজ ১০ বছর মেয়াদে ৮০৫০/- ৭/১০ দিনে জরুরি ডেলিভারিতে
৪৮ পেজ ১০ বছর মেয়াদে ১০৩৫০/- ২ দিনে
সুপার এক্সপ্রেস ডেলিভারিতে

তৃতীয় ধাপ: পাসপোর্ট সংগ্রহ
পাসপোর্ট ভেলিভারি স্লিপের তারিখ অনুযায়ী আবার পাসপোর্ট অফিসে দেখা করবেন। ফিঙ্গারপ্রিন্ট চেক করে ই-পাসপোর্ট বুঝিয়ে দেয়া হবে।

বিশেষ দ্রষ্টব্য: ও লক্ষনীয় বিষয়
১: কোন ভূল ও মিথ্যা তথ্য দিবেন না।
২: ভূল বা মিথ্যা ঠিকানা ব্যবহার করবেন না।
৩: পাসপোর্ট সংক্রান্ত কোন সমস্যা হলে দ্রুত পাসপোর্ট অফিসে যোগাযোগ করবেন
৪: পুলিশ ভেরিফিকেশনে ঘুষ চাইলে পাসপোর্ট তদন্ত কর্মকর্তাকে তাৎক্ষণিক জানান
৫: পাসপোর্ট অফিসে কোন সমস্যা হলে সেখানে দায়িত্বরত পুলিশ, আনসার, সেনাবাহিনী বা অন্য কর্মকর্তাদের জিজ্ঞাসা করেন, তারাই বলে দিবে আপনাকে কি করতে হবে কোন কক্ষে যেতে হবে। সুতরাং কারো সাথে অভদ্র আচরণ করবেন না।

ই-পাসপোর্ট আবেদনের জন্য যা প্রয়োজন:
১: আপনার বাসার বিদ্যুৎ বিলের ফটোকপি
২: আপনার জাতীয় পরিচয়পত্র

পুলিশ ভেরিফিকেশন যা দেখতে চাইতে পারে:
১: আপনার ও আপনার বাবা মায়ের জাতীয় পরিচয়পত্র
২: পাসপোর্ট আবেদনে যে পেশা দিয়েছেন তার প্রমাণ। যেমন: স্টুডেন্ট দিলে স্টুডেন্ট আইডি কার্ড।
৩: বিদ্যুৎ বিলের ফটোকপি বা বিদ্যুৎ বিল কার্ডে রিচার্জ করলে কার্ডের ফটোকপি।

Copied

চলছে ইলিশের ভরা মৌসুম। মেঘনার মোহনায় ধরা পড়ছে ঝাকে ঝাকে রূপালী ইলিশ। স্বাদে ও গন্ধে চাঁদপুরের ইলিশের জুড়ি নেই। জাতীয় মাছ...
06/11/2021

চলছে ইলিশের ভরা মৌসুম। মেঘনার মোহনায় ধরা পড়ছে ঝাকে ঝাকে রূপালী ইলিশ। স্বাদে ও গন্ধে চাঁদপুরের ইলিশের জুড়ি নেই। জাতীয় মাছ ইলিশ খেতে আমরা এবার যাচ্ছি ।

আগামী ১২ই নভেম্বর শুক্রবার সকালে ৮টার লঞ্চে করে চাঁদপুর যাচ্ছি প্রজন্মের বন্ধুরা। Projonmo Tourism Limited এর আয়োজনে এই ট‍্যুর অপারেট করছে বাংলার পথে (Banglar Pothe).

টাটকা ইলিশ খাবো আর ঝুড়ি ভরে নিয়ে আসবো পরিবার ও আত্মীয় স্বজনের জন্য। এবার ভ্রমন বন্ধুদের নিয়ে মেঘনায় রূপালি ইলিশ অভিযানে যাচ্ছে সাথে চাঁদপুরের ইতিহাস ও ঐতিহ্য দেখতে যাবো।

কেন এই ট্যুর?

ইলিশ এর সাথে সাথে আমরা একে একে সাতশ বছরের পুরোনো লোহাগড়া মঠ ,রূপসা জমিদার বাড়ি , নীল কুঠী সহ আরো কিছু স্পট যেমন তিননদীর মোহনা , রক্তধারা , বড় স্টেশন সহ ইলিশের মোকাম :) চল বন্ধুরা আমাদের সাথে মেঘনার মোহনায়। ইলিশ বিলাস আর চাঁদপুরের ইতিহাস আমাদের হাতছানি দিয়ে ডাকছে।

আমরা শুক্রবার সকালে রওনা হয়ে শুক্রবার রাত ৯/ ১০টার দিকে ঢাকায় চলে আসবো ইনশাআল্লাহ l

বিস্তারিত নীচে :

যাত্রার সময় : ১২ই নভেম্বর ,শুক্রবার সকাল ৮ টা
স্থান : লালকুঠি সদরঘাট চাঁদপুর লঞ্চ টার্মিনাল

বিস্তারিত :

শুক্রবার সকাল ৮ টায় চাদপুর এর লঞ্চ এ উঠে বসবো। লঞ্চ এর ছাদে বা সামনের অংশে বসবে আড্ডা, নাস্তা ঐ সময় দেয়া হবে। চাদপুর নেমে ইলিশমাছ ভাজা, সবজি, ইলিশ ভর্তা ডাল দিয়ে ভাত খাবো আর খাবার সময় একটু আগে পিছে হতে পারে। খাওয়ার পর তিন নদীর মোহনায় যাব সে খানে আড্ডা দিয়ে চলে যাবো একে একে চাঁদপুরের ইতিহাস ও ঐতিহ্যের জায়গা গুলো দেখে ফিরে আসবো ইলিশের আড়তে মাছ কিনে তারপর চলে আসবো ফিরতি লঞ্চ এ ঢাকার উদ্দেশ্যে । সবাই একটা চাদর নিস ডেকে বিছানোর জন্য l সন্ধ‍্যার পর ঠাণ্ডা লাগতে পারে। তাই শীতের পোশাক রাখতে হবে।

ঢাকায় পৌছাবার সময়: শুক্রবার রাত ৯/১০ টা।

খরচ : জনপ্রতি ১০০০ টাকা💥 (ডেক এ যাওয়া/আসা, সকালের নাস্তা , ইলিশ দিয়ে ভরপেট খাওয়া এবং লোকাল পরিবহন , হালকা চা নাস্তা)

কেবিন লাগলে আলাদা পেমেন্ট করতে হবে।

💥জ্বালানী তেলের দাম বৃদ্ধির ইস‍্যুতে যাতায়াত খরচ বাড়তে পারে। ভাড়া অনুসারে বর্ধিত টাকা যুক্ত হবে মোট খরচের সাথে।

♦♦ বুকিং সিস্টেম ♦♦
******************
◘ পুরোপুরি কনফার্ম থাকলে ৫১০ টাকা (অফেরত যোগ্য) বিকাশের মাধ্যেম প্রদান করে অথবা ব্যাংকে ডিপোজিটের মাধ্যমে আসন কনফার্ম করতে হবে।

বিশেষ দ্রষ্টব্য :
১। বুকিং-এর টাকা অফেরত যোগ্য
২। ইভেন্টে কোন টাকা বাকী রাখা যাবেনা।

◘ বিকাশ ও নগদ নাম্বার :
01819 287 327
(পার্সোনাল নাম্বার )

◘ রকেট নাম্বার :
018192873273
পারসোনাল নাম্বার

◘ ব্যাংক হিসাব নং:
ডাচ বাংলা ব্যাংক, (যে কোন ব্রাঞ্চ থেকে টাকা জমা দেয়া যাবে)
একাউন্ট নম্বর : 101 101 110464
একাউন্ট নাম : Md. Shafiqul Islam Polash
Local branch

◘ বিস্তারিত জানতে যোগাযোগ
পলাশ : 01819287327

If you are looking for hassle-free travel and planning on utilizing well-earned vacations and money

 #প্রজন্ম_ট্যুরিজম  #প্রজন্ম_সাজেক_বিলাস  #অক্টোবরের_শেষ_শুক্রবার শীতের সাজেক অন্যরকম এক রুপের ভান্ডার। হিমশীতল হাওয়া, ক...
05/10/2021

#প্রজন্ম_ট্যুরিজম
#প্রজন্ম_সাজেক_বিলাস
#অক্টোবরের_শেষ_শুক্রবার

শীতের সাজেক অন্যরকম এক রুপের ভান্ডার। হিমশীতল হাওয়া, কুয়াশাচ্ছন্ন চারপাশ, শিশির ভেজা সকাল, স্নিগ্ধ বিকেল। এসবই উপভোগ্য যদি সব আয়োজন থাকে নিশ্চিন্ত।

ভোরে ঘুম ভেংগে দেখবো রুম এর চারপাশ মেঘের সুমদ্র হয়ে আছে, এমন দৃশ্য কি আর ঘরে বসে উপভোগ করা যায়? তাইতো ছুটির একটি দিন পরিবার, বন্ধু কিংবা প্রিয়জন নিয়ে চল ঘুরে আসি দেশের সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ স্থান "সাজেক"-এ।

ইকো রিসোর্ট, নন এসি বাস, ঐতিহ্যবাহী খাবার, বার-বি-কিউ, দর্শনীয় স্থান বেড়ানো, প্রবেশ ফী, রিজার্ভ জীপ ও গাইডেন্স। আমাদের ট্যুরের এই সকল দায়িত্ব নিচ্ছে আমাদের ট্যুর অপারেটর বন্ধু Mohammad Shafiqul Islam Polash। আমাদের কাজ শুধু ব্যাগ গুছিয়ে পেমেন্ট ক্লিয়ার করে বাসে উঠে বসা আর আনন্দ করা। চল ট্যুরের বিস্তারিত জেনে নিই .....

👉বুকিং নাম্বারঃ
০১৮১৯ ২৮৭৩২৭
০১৯৪৮ ৪৫৪৫৪৫

👉(যারা সাজেক ট্যুর বুকিং দিবি তারা ১। নাম, ২। মোবাইল নাম্বার, ৩। কতজন, ‌৪। এসি/নন এসি, ৫। কাপল রুম/শেয়ার রুম, ৬। বর্তমান ঠিকানা লিখে 01734123284 নাম্বারে SMS করে দিবি প্লিজ। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বুকিং চলবে)

👉প্রজন্ম সাজেক বিলাসঃ

ভ্রমণ শুরুঃ ২৮ই অক্টোবর রাত ১১ টা
ভ্রমণ শেষঃ ৩০ই অক্টোবর সকাল ৬ টা

জনপ্রতি মাত্র ৫৪৯৯ টাকা (এক রুম এ ৪ জন শেয়ারিং)
জনপ্রতি মাত্র ৬৪৯৯ টাকা (এক রুম এ ২ জন শেয়ারিং/কাপল)
এসি বাসে যাতায়াত করতে চাইলে ১০০০ টাকা যোগ হবে

👉ট্যুর প্যাকেজের সেবাসমুহঃ

- ঢাকা-খাগড়াছড়ি-ঢাকা নন এসি বাস টিকেট
- ইকো রিসোর্টে একরাত্রি যাপন
- ৬ বেলা মুল খাবার ও বিকাল বেলা নাস্তা
- খাগড়াছড়ির ঐতিহ্যবাহী খাবার একবেলা
- সার্বক্ষণিক রিজার্ভ জিপ দুইদিনের জন্য (১১-১৩ জন শেয়ারিং)
- সার্বক্ষণিক গাইড
- সকল প্রকার প্রবেশ মূল্য
- উল্লেখিত সকল দর্শনীয় স্থান ভ্রমণ

👉দর্শনীয় স্থানসমূহঃ

- কংলাক পাড়া
(সাজেক থেকে আরেকটু উচুতে একটি পাড়া, ট্রেকিং করে যেতে হয়, অতি বৃষ্টি তে যাওয়া বন্ধ রাখতে হয়)

- স্টোন গার্ডেন
(আর্মিদের তৈরি একটি বাগান যেখানে দেশের কয়েকটি জায়গার পাথর সংরক্ষিত রয়েছে)

- আলুটিলা গুহা
(খাগড়াছড়িতে রহস্যময় পাথরের গুহা)

- তারেং
(খাগড়াছড়ি শহরের ভিউ হাই হিল থেকে দেখার একটি হেলিপ্যাড)

- রিসাং ঝর্ণা
(আলোচনা সাপেক্ষে, কিছুটা কষ্ট করে যেতে হয়)

👉খাবার মেন্যুঃ

☝১ম দিন:
সকালের নাস্তাঃ
পরটা, সবজি/ডাল , ডিমের ওমলেট, মিনারেল ওয়াটার।

দুপুরের খাবারঃ
সাদা ভাত, ভর্তা, সবজি, ব্যম্বু চিকেন/ চিকেন , ডাল, সালাদ, মিনারেল ওয়াটার।

বিকালের নাস্তাঃ
পুরি/ বিস্কুট /কেক ও চা

রাতের খাবারঃ
পরটা (আনলিমিটেড), চিকেন বার-বি-কিউ, সফট ড্রিংকস, সালাদ, মিনারেল ওয়াটার।

✌২য় দিন:
সকালের নাস্তাঃ
খিচুরি, ডিম ভুনা, চাটনি, মিনারেল ওয়াটার

দুপুরের খাবারঃ
সাদা ভাত, সবজি , বয়লার মুরগীর মাংস, ভর্তা , ডাল, মিনারেল ওয়াটার ।

রাতের খাবারঃ

সাদা ভাত, সিমের বীন সবজি/মাশরুম, হাঁসের মাংস , ডাল,পাহাড়ি মেন্যু একটি আইটেম ,মিনারেল ওয়াটার, ।

👉ভ্রমণ বিস্তারিতঃ

- যাত্রার দিনঃ

রাত ১০.৪৫ টায় কলাবাগান/আরামবাগ কাউন্টার থেকে বাসে খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রা।

☝প্রথম দিনঃ

সকালে খাগড়াছড়ি পৌঁছে রেস্টুরেন্ট এ ফ্রেশ হওয়া। তারপর সকালের নাস্তা করা। এরপর জীপে সাজেকের উদ্দেশ্যে রওনা হওয়া পথে সম্ভব হলে হাজাছড়া ও দীঘিনালা বন বিহার দেখার চেষ্টা করা হবে । সাজেক পৌঁছে ফ্রেশ হয়ে দুপুরের খাবার গ্রহণ। তারপর বিকালের দিকে ঘুরতে বের হওয়া। হেলিপ্যাড এ অবস্থান (সুর্যাস্ত দেখার জন্য বেষ্ট জায়গা)। রাতে সাজেকে নির্ধারিত রিসোর্ট এ রাত্রীযাপন।

✌দ্বিতীয় দিনঃ

সাজেকের সৌন্দর্য ভোর বেলায়, ভোরে কংলাক পাহাড় ঘুরতে যাওয়া। ফিরে এসে সকালে নাস্তা গ্রহণ। তারপর রুম এ গিয়ে ব্যাগ গুছিয়ে বের হওয়া। স্টোন গার্ডেন পরিদর্শন। খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হওয়া ,রেস্টুরেন্ট এ ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে নেয়া। খাবার শেষে ঘুরতে বের হওয়া। ফিরে এসে ফ্রী টাইম খাগড়াছড়ি শহরে নিজের মত ঘুরে বেড়ানো শেষে ডিনার করা । রাত ৯ টার বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা। আমাদের ট্যুর প্ল্যান এই রকম থাকবে দরকার হলে আগে পিছে হতে পারে :)

- ২য় দিনের এক্টিভিটিসঃ
* কংলাক পাহাড়
* স্টোন গার্ডেন
* আলুটিলা গুহা
* তারেং ভ্রমণ
* রিসাং ঝর্ণা (সময় এবং আলোচনা সাপেক্ষে)
* জেলা পরিষদ পার্ক/ঝুলন্ত ব্রীজ দেখা

বাসঃ শান্তি/ইকোনো পরিবহন নন এসি ২/ ২ সীটেড হিনো বাস
(আসন এর পজিশন সাধারণত এ থেকে জি সিরিয়াল এর মধ্যেই হয়ে থাকে)
জীপঃ সাদা মাহেন্দ্র জীপ (১৩ আসন বিশিষ্ট)

👉জেনে রাখা ভালঃ

* টার্ম এন্ড কন্ডিশন কোম্পানির নিয়মানুযায়ী প্রযোজ্য হবে
* অতি বৃষ্টির কারণে ট্যুর প্রোগ্রাম প্ল্যানিং এ কিছুটা চেঞ্জ আসতে পারে
* যদিও সব সেট করা থাকে, তবুও খাবার মেন্যু, ভেন্যু পরিস্থিতি ও সময়ের উপর পরিবর্তন হতে পারে, তবে রিপ্লেস যা হবে সেটা অবশ্যই আগের তুলনায় ভাল হবে
* সাজেক এ ইলেক্ট্রিসিটি নেই, তাই জেনারেটর ও অন্যন্য ভাবে পাওয়ার পাবেন :)
*ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি সাথে রাখবেন।

👉টাকা জমা দেবার বিবরন:

১। ডাচ বাংলা ব্যাংক

(যে কোন ব্রাঞ্চ থেকে টাকা জমা দেয়া যাবে)
একাউন্ট নম্বর : 101 101 110464
একাউন্ট নাম : Shafiqul Islam Polash

এছাড়া কেউ যদি বিকাশ করতে চায়:

০১৮১৯ ২৮৭ ৩২৭ অথবা
০১৬৭১ ৮২৪২৮২ (এক্ষেত্রে জমা দেবেন ২০৪০টাকা (অফেরতযোগ্য )
যদি কেউ সরাসরি অফিসে এসে টাকা জমা দিতে চান তাহলে চলে আসুন ,আমাদের অফিসে l

বাংলার পথে
*পাভেল কটেজ * ৬৫৯ পশ্চিম কাজিপাড়া মিরপুর ঢাকা -১২১৬
যোগাযোগ :০১৯৪৮ ৪৫ ৪৫ ৪৫ ।

বিস্তারিত জানতে যোগাযোগ রাখুন

বাংলার পথে ০১৯৪৮ ৪৫ ৪৫ ৪৫
পলাশ ইসলামঃ 01819287327
ফারাহঃ 01915606826
তন্ময় ভাইঃ 01979174333

 #প্রজন্ম_কাশফুল_‌উৎসব_২০২১বন্ধুরা,সবাই এখন কাশফুলের ছবি তোলা নিয়ে ব্যস্ত । সবার‌ই ইচ্ছা করে শরতের এই অনিন্দ্য সুন্দেরর ...
01/10/2021

#প্রজন্ম_কাশফুল_‌উৎসব_২০২১

বন্ধুরা,
সবাই এখন কাশফুলের ছবি তোলা নিয়ে ব্যস্ত ।
সবার‌ই ইচ্ছা করে শরতের এই অনিন্দ্য সুন্দেরর স্মৃতি ধরে রাখতে। বন্ধুর এই ইচ্ছার বিষয়টি মাথায় রেখেই একটি ফ্রি ফটোশ্যুট আয়োজন করতে যাচ্ছি আমরা।

আমাদের কাশফুল উৎসবে উপস্থিত সবার সুন্দর সুন্দর ছবি তুলে দিবে
Simple Story পেইজের পরিচালক আমাদের বন্ধু প্রফেশনাল ক্যামেরা শিল্পী Shumon Islam Akash

If you are looking for hassle-free travel and planning on utilizing well-earned vacations and money

13/09/2021
13/09/2021
13/09/2021

Address

25, 5th Floor (lift 4), Farmview Super Market, Farmgate
Dhaka
1215

Telephone

+8801819287327

Website

Alerts

Be the first to know and let us send you an email when Projonmo Tourism Limited posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Nearby travel agencies


Other Dhaka travel agencies

Show All