BONGO Tours And Travels

BONGO Tours And Travels Journey your partner for infinite life.

12/04/2024
ভারতে ডাক্তার দেখাতে / মেডিকেল ভিসা নিতে করণীয় বিষয়গুলি:মেডিকেল ভিসা যেভাবে করাবেন:মেডিকেল ভিসা পাবার জন্য আপনার ট্রিটমে...
09/04/2024

ভারতে ডাক্তার দেখাতে / মেডিকেল ভিসা নিতে করণীয় বিষয়গুলি:

মেডিকেল ভিসা যেভাবে করাবেন:

মেডিকেল ভিসা পাবার জন্য আপনার ট্রিটমেন্টের সমস্ত ডকুমেন্টস লাগবে। যদি আপনার চিকিৎসাতে মেজর/ মাইনর অপারেশান করা লাগে আর তা যদি ইন্ডিয়াতে করাতে চান, তবে তার জন্য মেডিকেল ভিসা বাধ্যতামূলক, কিন্তু যদি ডাক্তার দেখাতে চান তবে ট্যুরিস্ট ভিসা থাকলেই নরমাল ট্রিটমেন্ট করাতে পারবেন। ইন্ডিয়ান অ্যামবেসি তে রেফার্ড ডাক্তারের নাম লোকেশানও দেখতে চায়, এর অর্থ এদেশের কোন ডাক্তার আপনাকে ইন্ডিয়াতে রেফার করেছে তার নাম, প্রেসক্রিপশান, ডকুমেন্টস, এবং ইন্ডিয়ায় যেখানে চিকিৎসা করাবেন, সেখানে ডাক্তারের অ্যাপোয়েনমেন্ট লেটার দেখানোর প্রয়োজন হবে। অাপনি যত ক্লিয়ারভাবে সবকিছু শো করতে পারবেন, তত আপনার মেডিকেল ভিসা পাবার চান্স বেশি। আপনি যে ডাক্তারের নাম ঠিকানা দিবেন শুধু তার কাছেই যে ট্রিটমেন্ট করতে পারবেন তা কিন্তু নয়। ইন্ডিয়ার যেখানেই ইচ্ছা যেয়ে ডাক্তার দেখাতে পারবেন। তারপর আপনাকে টাকা জমা দিতে হবে ব্যাংকে এবং তারা ন্যাশনাল আইডি কার্ড সহ পাসপোর্ট জমা নিয়ে নিবে। ভিসা দেবার তারিখ আপনাকে তারা জানিয়ে দিবে। ভিসা রিফিউস হলে আবার অ্যাপ্লাই করতে পারবেন। ভিসা দেবার দিন অনেকের পাসপোর্ট ইন্ডিয়া থেকে না আসবার কারনে পান না তাই ভিসা দেবার দিনেই ইন্ডিয়া যাবার টিকিট করে রাখাটা বোকামি হবে। বর্ডার সেলেকশান করে ফেলুন।

আরও বিস্তারিত জানতে চাইলে এখানে দেখতে পারেনঃ http://www.ivacbd.com/visas.document
✯ প্রয়োজনীয়

ছবি ওয়াশ করে রাখবেন বেশি করে। আমি বলবো সমস্ত ডকুমেন্টসের তিনকপি করে ফটোকপি করে রাখা ভালো। পাসপোর্ট সবসময় সাথে রাখবেন। একটা ফাইলে গুছিয়ে নিন সব।
? কোথায় চিকিৎসা করাবেন

এক একজন আপনাকে এক এক স্থান রেফার করবে, যদি অপারেশান আপনার বাধ্যতামূলক হয় সে ক্ষেত্রে তিন চারটি হাসপাতাল ঘুরে দেখতে পারেন। চিকিৎসার জন্য কোলকাতা, চেন্নাই, ব্যাঙ্গালুরু ভালো। আমার স্পোর্টস ইনজুরি ছিলো, ভেলরের সিএমসি – ক্রিশ্চিয়ান মিশন কলেজ এন্ড রিসার্চ সেন্টারে করিয়েছিলাম। ওদের ব্যাবহার এবং চিকিৎসা তে অাপনি অবাক হবেন। চোখের যে কোন চিকিৎসার জন্য চেন্নাই এর শংকর নেত্রালয় বেস্ট, উপমহাদেশের নামকরা। অর্থোপেডিক চিকিৎসা সিএমসি বা অ্যাপোলো তে করাতে পারেন। যদি অ্যাপোলো তে করাতে চান, তবে কোলকাতার অ্যাপোলোতেই চিকিৎসা করতে পারেন। এতে করে অযথা বেশি ভ্রমন / খাটনির দরকার হবেনা। চেন্নাই এর এস আর এম ইন্সটিটিউটও ভালো, ব্যাংগালোরেও বেশ কিছু ভালো হাসপাতাল আছে হৃদরোগের জন্য। গুগল করে খোঁজ নিতে পারেন। ডাক্তারদের ইনফর্মেশান নিন, তাদের অপারেশানের সাকসেস রেট জেনে আপনার সাধ্যের মধ্য ট্রিটমেন্ট করিয়ে ফেলুন।
? সাবধান

ইন্ডিয়ার আইন খুব স্ট্রিক্ট। চেন্নাইএ একজন বাংলাদেশি আংকেল না জেনে বাইরে ধুমপান করেছিলেন, পুলিশি হয়রানিতে পড়তে হয় তাকে, পরে জরিমানা পরিশোধ করেন। আগে ইন্ডিয়াতে হোটেল দালাল কম ছিলো, স্টেশান থেকেই আপনাকে দালালরা ধরা শুরু করবে, স্রেফ জানিয়ে দিবেন যে আপনার লোক আসবে। সিএনজিওয়ালারাও দালালদের মতই। তারাও তাদের পরিচিত হোটেলে ওঠানোর জন্য আপনাকে ঝামেলা করবে, সে কি মনে করবে তা না ভেবে নিজে রুম চেক করে হোটেল নিয়ে ফেলুন। ভাষাগত সমস্যা হবে যারা হিন্দি বলতে পারেন না, কোলকাতাতে ভাষার প্যারা নাই 🙂 মারকুইস স্ট্রিটে চলে যাবেন সোজা। খাবার হোটেলে বাংলাদেশি মানুষ ছাড়া কাওকেই দেখবেন না সেখানে।
? মেডিকেল ভিসাতে ঘোরাঘুরি

জ্বি, পারবেন 🙂 যেখানে ইচ্ছা যেতে পারবেন। যদি চিকিৎসা দ্রুত শেষ হয়ে যায়, তবে অর্থ ও সময় হাতে থাকলে ঘুরে নিতে পারেন স্থানগুলো। কোন বাধ্যবাধকতা নেই, তবে ইন্ডিয়া যেহেতু অনেক বড় দেশ, সুতরাং মাথায় রাখতে হবে বিমানে যেখানেই যান, সবচে বড় দূরত্ব চার -পাচ ঘন্টা। ট্রেনে সেই দূরত্ব সময় নিবে দুই থেকে তিন দিন ( একটানা), ট্রেনে গেলে নরমাল ট্রেনে না উঠে এসি কেবিন নিয়ে নেয়াই ভালো। যত বেশি প্রদেশ অতিক্রম করবে, তত বেশি সময় নিবে ট্রেন। কোলকাতা থেকে সাউথ ইন্ডিয়া যাবার বেস্ট ট্রেন করিমন্ডল এক্সপ্রেস। চেন্নাই এক্সপ্রেস পরিহার করা বেটার, কারন কখনই চাইবেননা ৩৭ ঘন্টা বসে থাকতে 😉
✯ পরিশেষে

চিকিৎসা যখন শেষ হবে এবং যদি ইন্ডিয়াতে আপনাকে যদি হাসপাতালে ভর্তি হতে হয়, তবে ডিসচার্জ লেটার নিয়ে নিবেন, খবরদার সেটি হারাবেন না। ডিসচার্জ সামারি প্রয়োজন হবে বিমানবন্দরে। কারন মেজর অপারেশানে আপনাকে বিমানে চড়তে নাও দিতে পারে, সে জন্য ডিসচার্জের সময় ডক্টরের পরামর্শ নিবেন কিভাবে ব্যাক করবেন সে বিষয়ে।

DOUBLE ENTRY VISA FOR Poland VFS EMBASSY FACE   DONE
09/04/2024

DOUBLE ENTRY VISA FOR Poland VFS EMBASSY FACE
DONE

16/02/2024

কিভাবে নতুন নিয়ম এ ইন্ডিয়ান ভিসা আবেদন করবেন ! ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা ,মেডিকেল ভিসা বিজনেস ভিসা, ডাবল এন্ট্রি ভিসা আবেদন নিয়ে ভোগান্তি|
ভোগানতির দিন শেষ।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন।

হোয়াটসঅ্যাপ : 01604-245898
কল : +8801604245898
















#ইন্ডিয়ান_ভিসা


#ডাবলএন্ট্রি

15/08/2023

কম খরচে উন্নত চিকিৎসার জন্য যারা ইন্ডিয়া যেতে ইচ্ছুক
যোগাযোগে করতে পারেন, প্রয়োজনীয় সহযোগীতা দেয়ার
চেষ্টা করবো-ইনশাআল্লাহ
যোগাযোগঃ 01604-245898

WELCOM TO EID UL ADHA💕💕
28/06/2023

WELCOM TO EID UL ADHA💕💕

18/05/2023

ইন্ডিয়া ঘুরতে যাবার ইচ্ছে সবারই থাকে। সে ক্ষেত্রে প্রথম ধাপ হচ্ছে ভিসা প্রসেস।
👉 India 100% Visa Success
1) Indian Tourist Visa
2) Indian Medical Visa
3) Indian Business Visa
4) Indian Double Entry Visa
5) Indian Student Visa
6) Indian Entry Visa
7) Indian Conference Visa
😎 Indian Film Visa
9) Indian Transit Visa
ইন্ডিয়ান ভিসা এর জন্য যা যা দরকার তা হলো :
১. ৬ মাস মেয়াদের অরজিনাল পাসপোর্ট।
২. জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন ফটোকপি
৩. ১ কপি সদ্য তুলে রঙিন ছবি ( 2x2 Inch ) সাদা ব্যাকগ্রাউন্ড লেব প্রিন্ট ।
৪. ব্যাংক স্টেটমেন্ট / ডলার এন্ডোর্স ১৫০ ডলার সমপরিমাণ (ব্যাংক এর অরজিনাল সিল এন্ড সিগনেচার)
৫. N.O.C (বেসরকারি চাকরিজীবীদের জন্য )
৬. স্টুডেন্ট আইডি কার্ড ( ছাত্র- ছাত্রীদের জন্য)
৭. জমির খতিয়ানের কপি (কৃষক-বাড়িওয়ালা হলে)
৮. ট্রেড লাইসেন্স (ব্যবসায়ী হলে)
৯. ইউটিলিটি বিল কপি
অবশ্যই পুরাতন সকল পাসপোর্ট জমা দিতে হবে (যদি থাকে)
খুব সহজে এবং ঝামেলা মুক্ত ভাবে ভিসা প্রসেস করুন আমাদের এর মাধ্যমে ।
ভিসার সম্ভাবনা এখন অনেক বেশি। সঠিক পরামর্শ সহ সঠিক প্রস্তুতির জন্য "বঙ্গ টুরস এন্ড ট্রাভেলস" এর সাথেই থাকুন।
আমরা একটি ফাইল দেখে শুনে গ্রহণ করি যাতে অসম্ভাব্য ভিসা আবেদনকারীরা অযথা কষ্টের শিকার না হন।
বিশেষ দ্রষ্টব্যঃ আপনার আবেদন পত্র নিজেরই জমা দিতে হবে।
ভিসা সম্পর্কিত যেকোনো তথ্যের জন্য এখনই যোগাযোগ করুন-
Call/Whatapps : 01604-245898
অথবা সরাসরি যোগাযোগ করুন :
Corporate Office: Level-2, Block-C,Travel Zone, Jamuna Future Park, Kuril, Dhaka-1229
Saturday – Thursday (09:30 - 06.00)
#সকল আপডেট পেতে আমাদের পেজটি ফলো করে রাখুন।

02/05/2023

🇮Indian Tourist Visa Documents required Only By Air✈️
▪️Passport Copy(Minimum Validity 6 months).
▪️Old Passport Copy (if have).
▪️Previous Indian Visa Copy(if have).🇮🇳
▪️NID/Birth Certificate Copy.
▪️2"-2" Lab Printed Picture Copy(Background White).
▪️Utility Bill Copy.
▪️Bank Statement (must have minimum ending Balance 20k)
▪️Profession Proof Noc /Trade License/ Land Prepares Copy.
▪️Covide -19 Tika Card (Not compulsory)
▪Air Ticket (Not compulsory)
▪️Applicant Mobile Number BD.

Noted with thanks:
Air Ticket & Covide -19 Tika Card Are Not Mandatory, But It's Better To Give It With Documents...

Thank you Stay Safe & stay with us..
Contact Us: 01604-245898

02/05/2023

বাংলাদেশ 🇧🇩 - 🇮🇳 ভারত স্থল বন্দর :

1. বেনাপোল Land Port.
BD side:বেনাপোল যশোর।
Indian side: Petrapole, Bongaon, 24-Parganas, West Bengal, India

2. বুড়িমারি Land Port.
BD side:বুড়িমারি,পাটগ্রাম, লালমনিরহাট।
Indian side: Changrabandha, Mekhaliganj, West Bengal, India

3. আখাউড়া Land Port.
BD side :.আখাউড়া ব্রাহ্মণবাড়িয়
Indian side: Ramnagar, Agartala, Tripura, India

4. ভোমরা Land Port.
BD side:ভোমরা,সাতক্ষীরা।
Indian side: Gojadanga, 24-Parganas, West Bengal, India

5. নকুগাঁও Land Port.
BD side: নালিতাবাড়ি শেরপুর।
Indian side: Dalu, Barangapara, Meghalaya, India

6. তামাবিল Land Port
BD side: তামাবিল,গোয়াইনঘাট,
সিলেট
Indian side: Dauki, Shillong, Meghalaya, India

7. দর্শনা Land Port.
BD side:দর্শনা ,চুয়াডাঙ্গা।
Indian side: Gede, Krishnanagar, West Benga, India

8. বেলনি Land Port.
BD side:বেলনি,পরশুরাম ফেনী
Indian side: Belonia, Tripura, India

9. গোবরাকুড়া Land Port.
BD side: হালুয়াঘাট ময়মনসিংহ।
Indian side: Gachhuapara, Tura, Meghalaya, India

10. রামগড় Land Port.
BD side: রামগড়, খাগড়াছড়ি
Indian side: Sabroom, Tripura, India.

11. সোনাহাট Land Port.
BD side: ভুরুঙ্গামারী কুড়িগ্রাম।
Indian side: Sonahat, Dhubri, Assam, India

12. Tegamukh. ভূষণছড়ি Land Port.
BD side: বরকল, রাঙামাটি।
Indian side: Demagri, Mizoram, India.

13. চিলাহাটি Land Port
BD side:চিলাহাটি,ডোমার নিলফামারী।
Indian side: Holdibari, Cooch Behar, West Bengal, India

14. সোনা মসজিদ Land Port.
BD side:সোনা মসজিদ,চাপাই নবাবগঞ্জ।ণ
Indian side: Mahadipur, Maldah, West Bengal, India

15. ধানুয়া Kamalpur Land Port.
BD side: বকশিগঞ্জ ,জামালপুর।
Indian side: Mohendragonj, Ampoti, Meghalaya, India

16. শিউলা Land Port.
BD side:শিউলা,বিয়ানীবাজার, সিলেট
Indian side: Sutarkandi, Karimganj, Assam

17. বেল্লা Land Port.
BD side: বেল্লা, চুনারুঘাট, হবিগঞ্জ
Indian side: Paharmura, Khoai, Tripura.

18. হিলি Land Port.
BD side: হিলি,হাকিমপুর,দিনাজপুর ।
Indian side: Hili, South Dinajpur, West Bengal, India

19. বাংলাবান্ধা Land Port.
BD side: তেতুলিয়া,পঞ্চগড়।
Indian side: Fulbari, Jalpaiguri, West Bengal, India

20. টেকনাফ Land Port.
BD side: Teknaf, Cox’s Bazar
Myanmar side: Mungdu, Myanmar

21. বিবিরবাজার Land Port.
BD side: Sadar Upazila, কুমিল্লা
Indian side: Srimantapur, Sunamura, Agartala, Tripura

22. বিরল Land Port.
BD side: বিরল,দিনাজপুর।
Indian side: Radhikapur (Goura), West Bengal, India

Proposed Land Ports

1. মুজিব নগর Land Customs Station
BD side: Mujibnagar, Meherpur
Indian side: Hridoypur, Chapra, Nadia, West Bengal

2. প্রাগপুর Land Customs Station
BD side: Daulatpur, Kushtia
Indian side: Shikarpur, Karimpur

02/05/2023

ইন্ডিয়ান ভিসা ও ডাক্তার দেখানো এখন একদম সহজ।
কাগজ পত্রে কোন ভুল না থাকলে ভিসা এপ্লাই করার ৩/৪ দিনের মধ্যে ভিসা পেয়ে যাবেন।
ইন্ডিয়ান ভিসা করতে যা যা প্রয়োজনঃ
১) ২*২ ল্যাব প্রিন্ট ছবি ( রিসেন্ট তোলা ২*২ ইঞ্চি হার্ড কপি লাগবে )
২) এন আই ডি / স্মার্ট কার্ড / জন্ম নিবন্ধন কপি (মেইন কপি/ফটোকপি)
৩) বর্তমান ঠিকানা অনুযায়ী আপডেট ইউটিলিটি বিলের কপি (এইটা রিসেন্ট ২/৩ মাসের হতে হবে)
৪) বাড়ির/ জমির মালিক হলে খতিয়ান/ হোল্ডিং টেক্স
৫) শেষ ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট / ডলার এনডোর্সমেন্ট
৬) পেশাগত প্রমাণপত্র (NOC/ট্রেড লাইসেন্স/স্টুডেন্ট আইডি ইত্যাদি)
৭) সর্বশেষ ভিসা কপি (যদি থাকে)।
৮) পাসপোর্ট কপি
৯) নতুন এবং পুরাতন পাসপোর্ট (একসাথে পিনাপ করে দিবেন)
১০) মেডিকেল ভিসা ( বাংলাদেশের মেডিকেল রিপোর্টস ও ইন্ডিয়ান ডাক্তার অ্যাপোয়েন্টমেন্ট/ ইনভাইটেশন )
১১) বিজনেস ভিসা ( ট্রেড লাইসেন্স/ আইআরসি/ ইআরসি/ চেম্বার অব কমার্স/ ভ্যাট/ টিন/ ইন্ডিয়ান ইনভাইটেশন )
১২) ভিসা ফি ।
ভিসা জমা দেয়া যাবে সকাল ৯ টু দুপুর ১ টা।
ভিসা ডেলিভারি দেয়া হয় বিকেল ৩ টা থেকে ৫ টা ।
আপনি উক্ত কাগজপত্র ফিজিক্যালি নিয়ে আসলে অথবা মেইল করে দিলে আমরা ভিসা প্রসেসিং করে দিবো।
!!! বিদেশে উন্নত চিকিৎসা !!!
আমাদের সব সার্ভিস পাবেন আরও দ্রুত ও সহজে ।
চিকিৎসা সহযোগিতা | ডাক্তার অ্যাপোয়েন্টমেন্ট | ফ্লাইট টিকেট | ভিসা প্রসেসিং | হোটেল বুকিং এর জন্য বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ
01604-245898

30/04/2023

ইন্ডিয়ার ভিসা করতে যা যা লাগবে-

ইন্ডিয়ার ভিসা সংক্রান্ত যে কোন হেল্প লাগলে জানাবেন৷

এছাড়া ইন্ডিয়ার ট্রেন টিকিট ও এয়ার করুন আমাদের কাছ থেকে ৷৷

কাশ্মীর,চেন্নাই,ব্যাঙ্গালোর,কাটপট্টি,দিল্লী,কালকা,চন্ডিগড় রাজস্থান,আজমির,সিক্কিম, দার্জিলিং ।

📌আমরাই একমাত্র দেশ থেকে জেনারেল, ফরেন কোটা, তৎকল, প্রিমিয়াম তৎকল, কাউন্টার তৎকল , ভিআইপি কোটা । সব টিকিটই দেই সবচেয়ে সুলভ মূল্যে।তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নিচের এই ঠিকানায়।

অফিস ঠিকানা : যমুনা ফিউচার পার্ক,লেভেল-২,ঢাকা।

যোগাযোগঃ-
01604-245898 Call or WhatsApp

30/04/2023

দুবাই ভিসা নিন, ভ্রমণ করুন। ✈️✈️✈️
𝐂𝐚𝐥𝐥 / 𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩 24/7+880 01604-245898
📞 𝐕𝐢𝐬𝐚 𝐒𝐮𝐩𝐩𝐨𝐫𝐭: 01604-245898
𝐕𝐢𝐬𝐢𝐭 𝐨𝐮𝐫 𝐎𝐟𝐟𝐢𝐜𝐞: 2/C, Level-2,Block-C,North Coart,Jamuna Future Park,Bashundhara,Dhaka-1229

Address

Jomuna Future Park, Level-2, Boshundhara
Dhaka

Telephone

+8801604245898

Website

Alerts

Be the first to know and let us send you an email when BONGO Tours And Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BONGO Tours And Travels:

Videos

Share

Category