18/07/2023
জান্নাতুল বাকি। আল্লাহ আমাদেরকে জান্নাতুল বাকি দেখার তৌফিক দান করুক।
সৌদি আরব থেকে ফিরে, মদিনার একটি কবরস্থানের নাম জান্নাতুল বাকি। আরবিতে বলা হয়- বাকিউল গারকাদ।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের অধিকাংশ সদস্য অর্থাৎ তাঁর স্ত্রী, কন্যা, ছেলে ও অন্য আত্মীয়-স্বজন থেকে শুরু করে হাজার হাজার সাহাবির কবর রয়েছে জান্নাতুল বাকিতে।
এই কবরস্থানটির অবস্থান মসজিদে নববীর পূর্বদিকে।
ইমাম মালিক (রহ.) এর বর্ণনা মতে, ‘জান্নাতুল বাকিতে রয়েছে প্রায় ১০ হাজার সাহাবার কবর। কিন্তু কোনও কবরে নামফলক নেই’।
জান্নাতুল বাকিতে রয়েছে- নবী কন্যা হজরত ফাতেমা (রা.) ও হজরত রোকাইয়া (রা.), নবীর চাচা হজরত আব্বাস (রা.), নবী পুত্র হজরত ইবরাহিম (রা.), নবী দৌহিত্র হজরত হাসান (রা.), হজরত উসমান ইবনে মজঊন (রা.), নবীর দুধ মা হজরত হালিমা সাদিয়া (রা.), উম্মুল মুমিনিন হজরত আয়েশা (রা.),ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান (রা.), চতুর্থ খলিফা হজরত আলী (রা.), সাহাবি হজরত আবদুর রহমান ইবনে আউফ (রা.), হজরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস (রা.), হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) প্রমুখ এর কবর।
জান্নাতুল বাকিতে প্রবেশ মুখে আলাদা করে ঘেরাও করে রাখা হয়েছে ২টি কবর। এই দুই কবরের একটি হজরত ফাতেমা (রা.) এর এবং অপরটি হজরত আয়েশা (রা.)। কবরস্থানের শেষ দিকে রয়েছে ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান (রা.) এর কবর।