Al Fahim Air Aviation

Al Fahim Air Aviation সকল ধরনের বিমান টিকেট, উমরাহ ও হজ্ব এবং প্রবাসে কর্মী নিয়োগে, একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান ।

জান্নাতুল বাকি।  আল্লাহ আমাদেরকে জান্নাতুল বাকি দেখার তৌফিক দান করুক। সৌদি আরব থেকে ফিরে, মদিনার একটি কবরস্থানের নাম জান...
18/07/2023

জান্নাতুল বাকি। আল্লাহ আমাদেরকে জান্নাতুল বাকি দেখার তৌফিক দান করুক।

সৌদি আরব থেকে ফিরে, মদিনার একটি কবরস্থানের নাম জান্নাতুল বাকি। আরবিতে বলা হয়- বাকিউল গারকাদ।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের অধিকাংশ সদস্য অর্থাৎ তাঁর স্ত্রী, কন্যা, ছেলে ও অন্য আত্মীয়-স্বজন থেকে শুরু করে হাজার হাজার সাহাবির কবর রয়েছে জান্নাতুল বাকিতে।

এই কবরস্থানটির অবস্থান মসজিদে নববীর পূর্বদিকে।
ইমাম মালিক (রহ.) এর বর্ণনা মতে, ‘জান্নাতুল বাকিতে রয়েছে প্রায় ১০ হাজার সাহাবার কবর। কিন্তু কোনও কবরে নামফলক নেই’।

জান্নাতুল বাকিতে রয়েছে- নবী কন্যা হজরত ফাতেমা (রা.) ও হজরত রোকাইয়া (রা.), নবীর চাচা হজরত আব্বাস (রা.), নবী পুত্র হজরত ইবরাহিম (রা.), নবী দৌহিত্র হজরত হাসান (রা.), হজরত উসমান ইবনে মজঊন (রা.), নবীর দুধ মা হজরত হালিমা সাদিয়া (রা.), উম্মুল মুমিনিন হজরত আয়েশা (রা.),ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান (রা.), চতুর্থ খলিফা হজরত আলী (রা.), সাহাবি হজরত আবদুর রহমান ইবনে আউফ (রা.), হজরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস (রা.), হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) প্রমুখ এর কবর।

জান্নাতুল বাকিতে প্রবেশ মুখে আলাদা করে ঘেরাও করে রাখা হয়েছে ২টি কবর। এই দুই কবরের একটি হজরত ফাতেমা (রা.) এর এবং অপরটি হজরত আয়েশা (রা.)। কবরস্থানের শেষ দিকে রয়েছে ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান (রা.) এর কবর।

আলহামদুলিল্লাহ। ১৪৪৫ হিজরী সনের ওমরাহ ভিসা কার্যক্রম শুরু।হজ্জ পরবর্তী ১লা মুহররম থেকে বাংলাদেশসহ সারা বিশ্বের অসংখ্য ওম...
04/07/2023

আলহামদুলিল্লাহ। ১৪৪৫ হিজরী সনের ওমরাহ ভিসা কার্যক্রম শুরু।
হজ্জ পরবর্তী ১লা মুহররম থেকে বাংলাদেশসহ সারা বিশ্বের অসংখ্য ওমরাহ যাত্রী লব্বাইক ধ্বনিতে হারামাইন শরীফাইনের উদ্দেশ্যে সৌদি আরবে প্রবেশ করা শুরু করবেন,ইনশাআল্লাহ।

আজ ০৩/০৭/২০২৩ এ ইস্যু হওয়া এক মালেশিয়ান ওমরাহ যাত্রীর ভিসা কপি সংযুক্ত করলাম।

এ বছর ১৪৪৪হিঃ=২০২৩ইং সালের হজ্জে আরাফার খুৎবা প্রদান করবেন সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের সম্মানিত সদস্য (সদস্য হাইয়্...
20/06/2023

এ বছর ১৪৪৪হিঃ=২০২৩ইং সালের হজ্জে আরাফার খুৎবা প্রদান করবেন সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের সম্মানিত সদস্য (সদস্য হাইয়্যাতুল কিবারুল ওলামা) ফজিলাতূশ শাইখ ডক্টর ইউসুফ বিন মুহাম্মদ বিন সাঈদ (হাফিজাহুল্লাহ্)।

09/06/2023

السلام عليكم ورحمة الله وبركاته
أهلاً وسهلاً بكم 🤍
২০২৩সালের আগত হজ্জ যাত্রীদের #মক্কা_হজ্জ_অফিসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 🌺

সরকারি-বেসরকারি সম্মানিত হাজী সাহেবগনরা যে কোন প্রয়োজনে চিকিৎসা সেবা, খাদ্য সংকট, মৃত্যু হাজীদের দাপন,হারিয়ে যাওয়া হাজী ও লাগেজ এবং প্রতারণার শিকার হাজীরা এজেন্সির বিরুদ্ধে অভিযোগ ইত্যাদি যে কোনো সমস্যায় পড়লে আমাদের সাথে যোগাযোগ করুন....
+96656678 0534 (কন্ট্রোল রুম)
+966559868573 (আমার নম্বর)
হট লাইন নম্বর: 8001160029

বাংলাদেশ হজ্জ মিশন, মক্কা।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

#تقبل الله منا ومنكم صالح الأعمال، آمين
#আমীন....🤲

মসজিদুন্নববি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঐতিহাসিক একটি জানালার ইতিহাস তুলে ধরা হলো। রওজা শরীফের বিপরীতে বরাবর দক্...
22/05/2023

মসজিদুন্নববি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঐতিহাসিক একটি জানালার ইতিহাস তুলে ধরা হলো। রওজা শরীফের বিপরীতে বরাবর দক্ষিণ পাশে একটি খোলা জানালা। সুদীর্ঘ ১৪০০ বছর যাবত জানালাটি খোলা রয়েছে। এটা ভালোবাসার খোলা জানালা! এটা হযরত হাফসা রাদি. এর জানালা। এ জানালা যুগের পরিবর্তনে বন্ধ হয়নি কখনো। এই জানালার একটি দারুণ ইতিহাস রয়েছে। যার জন্য এই জানালাটি প্রায় দেড় হাজার বছর যাবত খোলা।

রওজা মুবারকে সালাম দেয়ার জন্য পশ্চিম দিক থেকে প্রবেশ করে পূর্ব দিকে বের হতে হয়। রওজা শরীফ বরাবর এসে হাতের বামে উত্তর মুখি হয়ে সালাম প্রদান করতে হয়। যখন আপনি রওজা শরীফের দিকে মুখ করে সালাম পেশ করছেন তখন ঠিক আপনার পিঠের পেছনে দক্ষিণ পাশের দেয়ালে রয়েছে এই খোলা জানালা।

নবীজি সা. যেখানে শুয়ে আছেন সেটি হল আম্মাজান আয়েশা সিদ্দিকা রাযিয়াল্লাহু আনহার হুজরা মোবারক। বর্তমানে যেটি রওজা মুবারক। ঠিক তার বিপরীত দিকে দক্ষিণ পাশের দেয়ালে জানালাটি অবস্থিত। সেটি হল ওমর রাযিয়াল্লাহুর কন্যা আম্মাজান হাফসা রাযিআল্লাহু আনহার বাসস্থান।

মসজিদে নববীর পূর্ব পাশে সারিবদ্ধভাবে নবীজির স্ত্রীদের হুজরা নির্মিত ছিল। আম্মাজান আয়েশা এবং আম্মাজান হাফসা রাযিআল্লাহু আনহুমাদের হুজরা দু'টি মুখোমুখি ছিল। মাঝে ছিল একটি গলিপথ। যে গলিপথ দিয়ে সবাই রওজায় সালাম করতো।

নবীজির ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু আনহুর যুগ সমাপ্ত হলো। ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতে ১৭ হিজরীতে মসজিদে নববী সম্প্রসানের প্রয়োজন দেখা দিল। বিশেষ করে রওজায় সালাম দেয়ার সুবিধার্থে হাফসা রাযিআল্লাহু আনহার হুজরাটি সরিয়ে ফেলার প্রয়োজন দেখা দিল। যে হুজরায় তখনো তিনি অবস্থান করছিলেন।

নবীজি ভূপৃষ্ঠে নেই তো কি হয়েছে! চোখের সামনেই তো রয়েছে নবীজির রওজা। রওজার পাশেই এই হুজরা খানায় তিনি নবীজির স্মরণ নিয়ে বসবাস করতেন। আর যখনই মন চাইতো এই জানালা দিয়ে প্রাণপ্রিয় স্বামীর রওজার দিকে তাকিয়ে আত্মাকে প্রশান্ত করতেন। মন ভরে দুরুদ ও সালাম পেশ করতেন। আর অনুভব করতেন, এইতো কয়েক হাতের দূরত্বে নবীজির পাশে নবীজির সঙ্গেই তিনি আছেন। ওমর রাজিয়াল্লাহু আনহু বড় চিন্তায় পড়ে গেলেন। কিভাবে তিনি হাফসাকে বলবেন এই হুজরাটি ছেড়ে দেয়ার জন্য!

একদিন তিনি পিতৃস্নেহ ও পরম মমতা নিয়ে মেয়ের সাথে দেখা করতে গেলেন। খোঁজখবর নেয়ার পর কথা প্রসঙ্গে বিষয়টি তাঁর সামনে তুলে ধরলেন।

দীর্ঘ ৭ বছর যাবত নবীজির বিরহ যন্ত্রণায় যিনি ছটফট করছেন। আশা ছিলো জীবনের যে ক'টি দিন বাকি আছে অন্ততঃ রওজার পাশে থেকে কিছুটা শান্তনায় বাঁচবেন। এখানে এসে নবীজি তাঁর পাশে বসতেন। তাঁর সাথে সময় কাটাতেন। এই হুজরার প্রতিটি কোনায় নবীজির স্পর্শ ও স্মৃতি মেখে রয়েছে। এটিও তাঁকে ছাড়তে হবে! বিষয়টি তিনি কিছুতেই মেনে নিতে পারছিলেন না। তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন। তাঁর কান্না দেখে সেদিনের মতো ওমর রাযিয়াল্লাহু আনহু ফিরে গেলেন।

পরদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে তাঁর কাছে পাঠালেন। আরো অনেকে তাঁকে অনুরোধ করলো। কিন্তু তিনি অনড়। ওমর রাঃ এর পক্ষ থেকে যখনই কেউ তার কাছে এই হুজরা সরানোর আবেদন নিয়ে আসতো তিনি হাউমাউ করে কেঁদে উঠতেন। তাঁকে বলা হলো, এই হুজরার বিনিময়ে মদিনার সবচেয়ে বড় বাড়িটি তাকে উপহার স্বরূপ দেওয়া হবে। তাতেও তিনি রাজি হলেন না। সারা পৃথিবীর সব সম্পদের বিনিময়েও যদি কেউ তাঁকে এই হুজরা ছাড়তে বলতো তবুও তিনি কিছুতেই তাতে রাজি হতেন না।

কিছুদিন পর ওমর রাদিয়াল্লাহু আনহু পুত্র আবদুল্লাহকে সাথে নিয়ে পুনরায় তাঁর কাছে এলেন। এবার ভাই আবদুল্লাহ সবিনয়ে বোনের কাছে আবেদন রাখলেন যেন তিনি উম্মতে মুসলিমার ফায়দার স্বার্থে এ হুজরাটি ছেড়ে দেন। আবদুল্লাহ ইবনে ওমর রাজিয়াল্লাহু আনহুর বাড়িও হাফসা রাযিআল্লাহু আনহার হুজরার সাথেই লাগোয়া ছিল। তিনি বোনকে অনুরোধ করলেন তার বাড়িতে এসে ওঠার জন্য। তিনি বোনের জন্য এই বাড়ি ছেড়ে অন্যখানে চলে যাবেন। আর এ বাড়িটিও তো তাঁর হুজরার সাথেই। সুতরাং তিনি নবীজির কাছেই অবস্থান করবেন।

এবার হাফসা রাদিয়াল্লাহু আনহার মন নরম হলো। তিনি তার হুজরা ভেঙে পথ সম্প্রসারণের অনুমতি দিলেন। তবে তিনি শর্ত রাখলেন, আব্দুল্লাহ ইবনে ওমরের যে বাড়িতে তিনি উঠছেন রওজা শরীফ বরাবর তার দেয়ালে একটি জানালা খুলতে হবে। আর এই জানালাটি কখনো বন্ধ করা যাবে না। যেন মন চাইলেই তিনি এই জানালা দিয়ে রওজা পানে তাকিয়ে থাকতে পারেন। হযরত ওমর রাজিয়াল্লাহু আনহু ওয়াদা করলেন যে, কখনোই এ জানালাটি বন্ধ করা হবে না।

খেলাফতে ওমর শেষ হলো। ওসমান ও আলী রাদিয়াল্লাহু আনহুমা এর যুগও সমাপ্ত হলো। হাফসা রাদিয়াল্লাহু আনহাও ইন্তেকাল করলেন। আরো কত শত খলিফা ও রাজা বাদশা গত হলেন! কতবার মসজিদে নববীর পুনঃনির্মাণ ও সম্প্রসারণ হল! কিন্তু কেউই হযরত ওমর রাজিয়াল্লাহু আনহুর কৃত সেই ওয়াদা ভঙ্গ করলেন না।
১৪০০ বছর যাবত স্মৃতি হয়ে থাকল এই খোলা জানালাটি একটি ভালোবাসার নিদর্শন হিসেবে এবং ওয়াদা রক্ষার এক অনন্য দৃষ্টান্ত স্বরূপ!

এখানে ছবিতে লক্ষ্য করলে নবীজির স্ত্রীদের গৃহসমূহ এবং মসজিদে নববীর অবস্থান বোঝা যাবে। হযরত আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহু আনহার হুজরা তথা নবীজির রওজা এবং তার মুখোমুখি হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহার হুজরা। আর হাফসা রাযিয়াল্লাহু আনহার হুজরার সাথে লাগোয়া হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহু আনহুর ঘরও ছবির এই ম্যাপে ফুটে উঠেছে।

20/05/2023

لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمة لك والملك لا شريك لك

৪১৯জন যাত্রী নিয়ে হজের প্রথম ফ্লাইট ছাড়বে আজ রাতে✈️

16/05/2023
যে কোন প্রকার ভিজিট ভিসা হজের জন্য অনুমোদিত নয় এমনকি হজ ভিসা ব্যাতীত সকল ভিসাধারীগণ হজ্বে প্রবেশ করা অবৈধ।হজ্ব খরচ বেড়ে ...
15/05/2023

যে কোন প্রকার ভিজিট ভিসা হজের জন্য অনুমোদিত নয় এমনকি হজ ভিসা ব্যাতীত সকল ভিসাধারীগণ হজ্বে প্রবেশ করা অবৈধ।

হজ্ব খরচ বেড়ে যাওয়ায় অনেক প্রতারক মুআল্লিম এবং কালো তালিকাভুক্ত বহু এজেন্সি কম টাকায় হজ্বে পাঠানোর প্রলোভন দেখিয়ে ১ বছরের মাল্টিপল ভিজিট ভিসায় হজ্ব করানোর গ্যারান্টি দিচ্ছে। এমন প্রতারক মুআল্লিম এবং এজেন্সি থেকে হ্জ্বযাত্রীগণ সাবধান থাকুন।

মাল্টিপল ভিসায় হজের অনুমতি নেই এবং লুকিয়ে হজ করলেও আপনার হজ হবে না। ধরা পড়লে দেশের সুনাম নস্ট হওয়া ছাড়াও চিরদিনের জন্য সৌদিতে আপনার প্রবেশাধিকার বন্ধ হওয়া সহ জেল জরিমানাও হতে পারে।

বিষয়টি সকলে গুরুত্ব এবং সতর্কতা হিসেবে গ্রহণ করুন।

হজ্জ ২০২৪ - প্রাক নিবন্ধন করুন। প্রয়োজনীয় কাগজপত্রঃ ১। প্রার্থীর জাতীয় পরিচয়পত্র (অনূর্ধ্ব ১৮ বছর বয়সীদের ক্ষেত্রে ...
11/05/2023

হজ্জ ২০২৪ - প্রাক নিবন্ধন করুন।

প্রয়োজনীয় কাগজপত্রঃ
১। প্রার্থীর জাতীয় পরিচয়পত্র (অনূর্ধ্ব ১৮ বছর বয়সীদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ দিয়ে প্রাক নিবন্ধন করা যাবে)।
২। মহিলাদের ক্ষেত্রে মাহরেমের জাতীয় পরিচয় পত্র সংযোজন করতে হবে।
৩। চূড়ান্তভাবে হজের জন্য সৌদি আরব গমনে অনুমতির ক্ষেত্রে করোনা টিকা সনদপত্র নিতে হবে।

প্রাক-নিবন্ধন ফি ৩০,৭৫২ টাকা।


#হজ্জ২০২৪

আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হাজ্জ ও ‘উমরাহকে পূর্ণ কর, কিন্তু যদি তোমরা বাধাগ্রস্ত হও, তবে যা সম্ভব কুরবানী দিবে এবং কু...
08/05/2023

আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হাজ্জ ও ‘উমরাহকে পূর্ণ কর, কিন্তু যদি তোমরা বাধাগ্রস্ত হও, তবে যা সম্ভব কুরবানী দিবে এবং কুরবানী যথাস্থানে না পৌঁছা পর্যন্ত নিজেদের মস্তক মুন্ডন করো না, তবে তোমাদের মধ্যে যে পীড়িত কিংবা মাথায় যন্ত্রণাগ্রস্ত, সে রোযা কিংবা সদাক্বাহ বা কুরবানী দ্বারা ফিদইয়া দিবে এবং যখন তোমরা নিরাপদ থাক, তখন যে কেউ ‘উমরাহকে হাজ্জের সঙ্গে মিলিয়ে উপকার লাভ করতে ইচ্ছুক, সে যেমন সম্ভব কুরবানী দিবে এবং যার পক্ষে সম্ভব না হয়, সে ব্যক্তি হাজ্জের দিনগুলোর মধ্যে তিনদিন এবং গৃহে ফেরার পর সাতদিন, এই মোট দশদিন রোযা পালন করবে। এটা সেই লোকের জন্য, যার পরিবারবর্গ মাসজিদে হারামের বাসিন্দা নয়। আল্লাহকে ভয় কর আর জেনে রেখ, নিশ্চয়ই আল্লাহ শাস্তিদানে কঠোর। ( সুরা বাকারাহ : ১৯৬)

রমজানের সময়সূচী ২০২৩ আল ফাহিম এয়ার এভিয়েশনের পক্ষ থেকে সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আল্লাহ আমাদের সকলকে পরিপূর্ণ...
21/03/2023

রমজানের সময়সূচী ২০২৩
আল ফাহিম এয়ার এভিয়েশনের পক্ষ থেকে সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।
আল্লাহ আমাদের সকলকে পরিপূর্ণ সুস্থতার সাথে সবগুলো সিয়াম পালন করার তৌফিক দান করুক।
-আমিন

#রমজানের_সময়সূচী_২০২৩ #রমজানের_সময়সূচী

20/03/2023

হজে ১২ বছর বয়সের সীমাবদ্ধতা উঠিয়ে নিলো সৌদি।
এখন যেতে পারবে শিশু বাচ্চাও।

16/03/2023

২০২৩ সালের হজ্জের নিবন্ধনের চূড়ান্ত আরো ৪ দিন বৃদ্ধি করা হয়েছে ২১শে মার্চ লাস্ট ডেট।

কাবার ইমামদের মসজিদে হারামে কিয়ামুল লাইল পড়ানোর  শিডিউল সুদাইসহ আরো বিখ্যাত বিখ্যাত কারীদের।ENGLISH: Taraweeh & Tahajj...
15/03/2023

কাবার ইমামদের মসজিদে হারামে কিয়ামুল লাইল পড়ানোর শিডিউল সুদাইসহ আরো বিখ্যাত বিখ্যাত কারীদের।
ENGLISH: Taraweeh & Tahajjud Schedule at Masjid Al Haram 2023

আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। سقاية الحاج وعمارة المسجد الحرامহাজীদেরকে পানি পান করানো এবং মসজিদে হারামে নির্মাণ...
08/03/2023

আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ।
سقاية الحاج وعمارة المسجد الحرام
হাজীদেরকে পানি পান করানো এবং মসজিদে হারামে নির্মাণের কাজ সম্পাদন করে থাকতেন। (তখনকার কুরাইশদের ব্যক্তিবর্গরা)
পবিত্র রমজান মাসে বয়স্ক ও অসুস্থ ওমরাহ পালনকারীদের খেদমতে ৯ হাজার ইলেক্ট্রনিক গাড়ি সরবরাহ করা হবে জানিয়েছে মসজিদ আল হারাম ও মসজিদে নববী কর্তৃপক্ষ।

মসজিদে নববীতে রিয়াদুল জান্নাত সালাত আদায়ের সিডিউল নেয়ার আবেদনের সিস্টেম।নুসুক এপ রেজিস্ট্রেশানের জন্য ইমেইল এড্রেস, ফ...
02/03/2023

মসজিদে নববীতে রিয়াদুল জান্নাত সালাত আদায়ের সিডিউল নেয়ার আবেদনের সিস্টেম।
নুসুক এপ রেজিস্ট্রেশানের জন্য ইমেইল এড্রেস, ফোন নম্বর (বাংলাদেশি নম্বরও ইউজ করা যায়) পাসপোর্ট নম্বর এবং ভিসা নম্বর লাগে
ইমেলে ওটিপি পাবেন
লগইন করে রিয়াজুল জান্নাহর এপয়েন্টমেন্ট নিন
সকালের দিকে ফজরের টাইমটা সিলেক্ট করবেন, তাহলে ফজর নামাজ রিয়াজুল জান্নাহতে পড়তে পারবেন
আমি জুলাইয়ে সকাল ৪টা-৪টা ৩০মিঃ এর শ্লট নিয়েছিলাম, ফজরের নামাজের টাইমটাই সকালের শেষ টাইম শ্লট

আল্লাহ সামর্থ্যবানদের জীবনে একবার হলেও পবিত্র হজ্জ পালন করার তৌফিক দান করুক।
24/02/2023

আল্লাহ সামর্থ্যবানদের জীবনে একবার হলেও পবিত্র হজ্জ পালন করার তৌফিক দান করুক।

দেশ থেকে পরিবারকে সৌদি আরবে ফ্যামিলি ভিজিট ভিসায় ভ্রমণ করাতে চাচ্ছেন? 😀✈️🇸🇦-৯০ দিনের ফ্যামিলি ভিজিট ভিসা। তাহলে আজই যোগা...
23/02/2023

দেশ থেকে পরিবারকে সৌদি আরবে ফ্যামিলি ভিজিট ভিসায় ভ্রমণ করাতে চাচ্ছেন? 😀✈️🇸🇦
-৯০ দিনের ফ্যামিলি ভিজিট ভিসা।

তাহলে আজই যোগাযোগ করুনঃ
📞 01913661102
📞 01865-927083

অথবা, সরাসরি আমাদের অফিস ভিজিট করুনঃ
৮৭ পুরানা পল্টন, পল্টন টাওয়ার (লিফট-২, রুম ২০২), ঢাকা-১০০০

হজ্বের প্রাক নিবন্ধন করুন ২০২৪ সালের জন্য এবং আপনি যদি আগে প্রাক নিবন্ধন করতে পারেন নি । এখন করতে চাইলে রিপ্লেস্মেন্টের ...
22/02/2023

হজ্বের প্রাক নিবন্ধন করুন ২০২৪ সালের জন্য এবং আপনি যদি আগে প্রাক নিবন্ধন করতে পারেন নি । এখন করতে চাইলে রিপ্লেস্মেন্টের সুযোগ আছে।
তাই আজই যোগাযোগ করুন।
হজ্ব লাইসেন্স নংঃ ৭৪০
মোবাইলঃ 01913 661 102, 01865-927083
অফিসঃ পল্টন টাওয়ার, পুরানা পল্টন, ঢাকা ১০০০।
#উমরাহ্‌২০২৩
#হজ্ব
#আলফাহিম

সৌদি আরবের বছর বিজনেস ভিসা।স্বল্প মূল্যে ও দ্রুততম সময়ে সৌদি আরবের এক বছরের মাল্টিপল বিজনেস স্টিকার ভিসা করুন খুব সহজে।...
20/02/2023

সৌদি আরবের বছর বিজনেস ভিসা।

স্বল্প মূল্যে ও দ্রুততম সময়ে সৌদি আরবের এক বছরের মাল্টিপল বিজনেস স্টিকার ভিসা করুন খুব সহজে।

সুবিধা সমূহঃ
আপনি যতবার ইচ্ছে ততবার ভ্রমণ করতে পারবেন।
একবার প্রবেশ করে সর্বনিম্ন ৯০ দিন অবস্থান করতে পারবেন।
সৌদি আরবের যেকোন প্রান্তে প্রবেশ এবং বের হতে পারবেন।
যতবার ইচ্ছে ততবার উমরাহ্ করতে পারবেন।
(এছাড়াও আরো অনেক সুবিধা সুবিধাদী রয়েছে।)

ডকুমেন্ট যা কিছু প্রয়োজনঃ
হালনাগাদ ট্রেড লাইসেন্স।
ভিজিটিং কার্ড।
2Copy ছবি। (4/6 ব্যাকগ্রাউন সাদা)
কম্পানি প্যাড।
এনআইডি কপি।
গোল সীল।
পাসপোর্ট কপি।

( উল্লেখিত ডকুমেন্টগুলো যদি না থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব।)

৩/৪ টা কান্ট্রি ভিজিট থাকলে ভালো হয়, না থাকলেও কোনো সমস্যা নেই।

নিজের ফাইল নিজে জমা দিতে হয়।
এম্বাসিতে এপয়েন্টমেন্ট পাওয়ার পর স্বশরীরে উপস্থিত হয়ে ফিঙ্গারপ্রিন্ট অর্থাৎ বায়োমেট্রিক কমপ্লিট করতে হয়।
এম্বাসি ফি আনুমানিক ১৫ হাজার টাকা নিজেই জমা দিতে হয়
আলহামদুলিল্লাহ্ এ যাবৎ কালে আমাদের ভিসার প্রাপ্তির সংখ্যা শত পার্সেন্ট।

আমরা দ্রুততম সময়ে ও স্বল্প মূল্যে সৌদি আরবের বিজনেস মাল্টিপল ভিসার ইনভাইটেশন ও এম্বাসি এপয়েন্টমেন্ট এর সার্বিক ব্যবস্থা করে থাকি। ইনশাআল্লাহ।

যোগাযোগ করুনঃ
01913661102

অফিস এড্রেস
পুরানা পল্টন পল্টন টাওয়ার লিফট 2
ফাহিম এয়ার রেভিয়েশন

🕋 রমাদান মাসের স্পেশাল উমরাহ্‌ প্যকেজঃ 🕋🟩১৪ দিনের প্যাকেজ।ইকোনমি - ট্রানজিট ফ্লাইট। ১,৪০,০০০৳ ( এক লক্ষ চল্লিশ হাজার ) ট...
17/02/2023

🕋 রমাদান মাসের স্পেশাল উমরাহ্‌ প্যকেজঃ 🕋
🟩১৪ দিনের প্যাকেজ।
ইকোনমি - ট্রানজিট ফ্লাইট।
১,৪০,০০০৳ ( এক লক্ষ চল্লিশ হাজার ) টাকা।
🟩 প্যাকেজে থাকছেঃ
▪️এয়ারটিকেট (ট্রানজিট ফ্লাইট)
▪️উমরাহ্‌ ভিসা (ইনস্যুরেন্স সহ)
▪️সকল পরিবহন সেবা
▪️দুই বেলা দেশীয় খাবার
▪️ প্রতি রূমে (৩/৪/৫) জন
▪️উন্নতমানের হোটেল (মক্কা ও মদিনা)
▪️হেরেম শরিফ থেকে ৬০০-৭০০ মিটার দূরে হোটেল
▪️দর্শনীয় স্থান ভ্রমণ - জিয়ারাহ
▪️অভিজ্ঞ হজ ও উমরাহ্‌ গাইড/মোয়াল্লেম
▪️৮ দিন মক্কায় ও ৬ দিন মদিনায়
🟩 ১৪ দিনের প্যাকেজ।
স্ট্যান্ডার্ড প্যাকেজ- ডিরেক্ট ফ্লাইট।
১,৬০,০০০৳ ( এক লক্ষ ষাট হাজার ) টাকা।
🟩 প্যাকেজে থাকছেঃ
▪️এয়ারটিকেট (ডিরেক্ট ফ্লাইট- SV, BG)
▪️উমরাহ্‌ ভিসা (ইনস্যুরেন্স সহ)
▪️উন্নতমানের হোটেল (মক্কা ও মদিনা)
▪️হেরেম শরিফ থেকে ৬০০-৭০০ মিটার দূরে হোটেল
▪️সকল পরিবহন সেবা (মক্কা ও মদিনা)
▪️দুই বেলা দেশীয় খাবার
▪️প্রতি রূমে (৩/৪/৫) জন
▪️দর্শনীয় স্থান ভ্রমণ - জিয়ারাহ
▪️অভিজ্ঞ হজ ও উমরাহ্‌ গাইড/মোয়াল্লেম
▪️৮ দিন মক্কায় ও ৬ দিন মদিনায়
⭕️নোটঃ
🔺আপনার পছন্দ অনুযায়ী হোটেলে ১/২ জন এক রুমে থাকার স্পেশাল সুযোগ থাকবে। এক্ষেত্রে টাকার পরিমান বাড়বে।
🔺বর্তমানে বিমান টিকেট বাজারের অস্থিতিশীল অবস্থার কারণে ও ডলার/রিয়ালের দামের অস্থিতিশীল অবস্থার কারণে রমাদান প্যাকেজের মূল্য কমতে ও বাড়তে পারে এবং এটি আল ফাহিম এয়ার এভিয়েশন ঘোষণার মাধ্যমে পরিবর্তন করার ক্ষমতা রাখে।
✅ উমরাহ্‌ পালনে আপনার বিশ্বস্ত সহযোগী হিসেবে পবিত্র রমাদান মাসে উমরাহ্‌ পালনের জন্য উমরাহ্‌ প্যাকেজ বুকিং করতে আমাদের সাথে আজই যোগাযোগ করুনঃ
মোবাইলঃ 01913661102 || 01825800450 || 01865-927083
আমাদের সেবা পেতে সরাসরি আমাদের অফিস ভিজিট করুন :
ঠিকানাঃ ৮৭, পুরানা পল্টন, পল্টন টাওয়ার (২য় তলা, রুমঃ ২০২), ঢাকা-১০০০

হজ্বের প্রাক নিবন্ধন করুন ২০২৪ সালের জন্য এবং আপনি যদি আগে প্রাক নিবন্ধন করতে পারেন নি । এখন করতে চাইলে রিপ্লেস্মেন্টের ...
16/02/2023

হজ্বের প্রাক নিবন্ধন করুন ২০২৪ সালের জন্য এবং আপনি যদি আগে প্রাক নিবন্ধন করতে পারেন নি । এখন করতে চাইলে রিপ্লেস্মেন্টের সুযোগ আছে।

তাই আজই যোগাযোগ করুন।
হজ্ব লাইসেন্স নংঃ ৭৪০

মোবাইলঃ 01913 661 102, 01865-927083
অফিসঃ পল্টন টাওয়ার, পুরানা পল্টন, ঢাকা ১০০০।

#উমরাহ্‌২০২৩
#হজ্ব
#আলফাহিম


সৌদি ১ বছরের মাল্টিপল বিজনেস ভিসা প্রসেসিং মাত্র ৩7,5০০ টাকা। মোবাইলঃ 01913 661 102অফিসঃ পল্টন টাওয়ার, পুরানা পল্টন, ঢাক...
15/02/2023

সৌদি ১ বছরের মাল্টিপল বিজনেস ভিসা প্রসেসিং মাত্র ৩7,5০০ টাকা।

মোবাইলঃ 01913 661 102

অফিসঃ পল্টন টাওয়ার, পুরানা পল্টন, ঢাকা ১০০০।

#আলফাহিম

হজ্বের প্রাক নিবন্ধন করুন ২০২৪ সালের জন্য এবং আপনি যদি আগে প্রাক নিবন্ধন করতে পারেন নি । এখন করতে চাইলে রিপ্লেস্মেন্টের ...
14/02/2023

হজ্বের প্রাক নিবন্ধন করুন ২০২৪ সালের জন্য এবং আপনি যদি আগে প্রাক নিবন্ধন করতে পারেন নি । এখন করতে চাইলে রিপ্লেস্মেন্টের সুযোগ আছে। তাই আজই যোযোগ করুন।
হজ্ব লাইসেন্স নংঃ ৭৪০
মোবাইলঃ 01913 661 102, 01865-927083
অফিসঃ পল্টন টাওয়ার, পুরানা পল্টন, ঢাকা ১০০০।
#উমরাহ্‌২০২৩
#হজ্ব
#আলফাহিম


✈ আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে বিমান টিকেট সর্বনিম্ন দামে!✈আপনার টিকেট বুকিং করতে আজই কল করুনঃ 📞 01913 661 102📞 01825 8...
13/02/2023

✈ আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে বিমান টিকেট সর্বনিম্ন দামে!✈

আপনার টিকেট বুকিং করতে আজই কল করুনঃ
📞 01913 661 102
📞 01825 800 450

অথবা, সরাসরি আমাদের অফিস ভিজিট করুনঃ
📍 ৮৭, পুরানা পল্টন, পল্টন টাওয়ার (লিফট-২, রুম-২০২), ঢাকা-১০০০

11/02/2023

হজ্বের প্রাক নিবন্ধন করুন ২০২৪ সালের জন্য।
এবং ২০২৩ সালের নিবন্ধনকৃত আমাদের কিছু হাজী সাহেব মৃত্যু কিংবা শারীরিক অক্ষমতার জন্য যাবেন না । তাই আমাদের নিবন্ধন করা কিছু আসন ফাঁকা থাকায়, নিবন্ধন রিপ্লেস্মেন্ট করা সত্ত্বে, সেই আসন পুরনে আমরা গমনেচ্ছু সম্মানিত হাজী সাহেবদের আবেদন নিচ্ছি ।

হজ্ব লাইসেন্স নং ৭৪০

মোবাইলঃ 01913 661102
অফিস ঠিকানাঃ পল্টন টাওয়ার, পুরানা পল্টন, ঢাকা ১০০০।

#হজ্ব
#আলফাহিম
#হজ্বউমরাহ্

Today's best picture
10/02/2023

Today's best picture



10/02/2023

📣📣 সবচেয়ে কম খরছে এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান ও এক্সপার্ট গাইড দ্বারা পরিচালিত । আলফাহিম এয়ার এভিয়েশনে চলছে বিশাল মূল্য ছাড়ে উমরাহ্‌।
📣 হোটেল
📣 ফুড
📣 টিকেট
📣 গাইড
📣 জিয়ারাহ
📣 দর্শনীয় স্থান ভিজিট

সীমিত সময়ের জন্য
আজই যোগাযোগ করুন
আলফাহিম এয়ার এভিয়েশন
ঠিকানাঃ পল্টন টাওয়ার, পুরানা পল্টন ঢাকা ১০০০
০১৯১৩৬৬১১০২ (whatsapp)




হজ্বের প্রাক নিবন্ধন করুন ২০২৪ সালের জন্য । এবং আপনি যদি আগে প্রাক নিবন্ধন করতে পারেন নি । এখন করতে চাইলে রিপ্লেস্মেন্টে...
07/02/2023

হজ্বের প্রাক নিবন্ধন করুন ২০২৪ সালের জন্য । এবং আপনি যদি আগে প্রাক নিবন্ধন করতে পারেন নি । এখন করতে চাইলে রিপ্লেস্মেন্টের সুযোগ আছে। তাই আজই যোযোগ করুন।

হজ্ব লাইসেন্স নংঃ ৭৪০
মোবাইলঃ ০১৯১৩ ৬৬১১০২
অফিসঃ পল্টন টাওয়ার, পুরানা পল্টন, ঢাকা ১০০০।

#উমরাহ্‌২০২৩
#হজ্ব
#আলফাহিম


চায়ের দেশ সিলেট ঘুরে আসুন বিমানে। অভ্যন্তরীণ রুটে বিমান টিকেট সর্বনিম্ন দামে! ঢাকা - সিলেট-  ঢাকা ✈️আপনার টিকেট বুকিং কর...
06/02/2023

চায়ের দেশ সিলেট ঘুরে আসুন বিমানে। অভ্যন্তরীণ রুটে বিমান টিকেট সর্বনিম্ন দামে!
ঢাকা - সিলেট- ঢাকা ✈️

আপনার টিকেট বুকিং করতে আজই কল করুনঃ
📞 01913 661 102
📞 01825 800 450
📞 01865-927083
অথবা, সরাসরি আমাদের অফিস ভিজিট করুনঃ
📍 ৮৭, পুরানা পল্টন, পল্টন টাওয়ার (লিফট-২, রুম-২০২), ঢাকা-১০০০

রমাদান উমরাহ্‌ প্যাকেজ বুক করুন । সবচেয়ে কম মুল্যে ।     যোগাযোগঃ ০১৯১৩ ৬৬১ ১০২ অফিসঃ পল্টন টাওয়ার, পুরানা পল্টন, ঢাকা ১...
05/02/2023

রমাদান উমরাহ্‌ প্যাকেজ বুক করুন । সবচেয়ে কম মুল্যে ।





যোগাযোগঃ ০১৯১৩ ৬৬১ ১০২
অফিসঃ পল্টন টাওয়ার, পুরানা পল্টন, ঢাকা ১০০০।

02/02/2023
02/02/2023

বেসরকারি হজ্জ প্যকেজ ঘোষনা। =৬,৭২,৬১৮/ (ছয় লক্ষ বাহাত্তর হাজার ছয়শত আঠার) টাকা। যা সরকার ঘোষিত প্যকেজের চেয়ে =১১০০০/ টাকা কম। দূরত্ব ১৫০০ মিটার। কাস্টমাইজ প্যকেজের সুযোগ থাকছে। ৬ই ফেব্রুয়ারি থেকে নিবন্ধন শুরু। সমুদয় অর্থ ১৫ মার্চ ২০২৩ ইং এর মধ্যে জমা করতে হবে।

বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার ঘুরে আসুন বিমানে। সর্বনিম্ন বিমান ভাড়ায়! ঢাকা - কক্সবাজার -  ঢাকা ✈️চট্রগ্রাম - কক্সবাজার ...
02/02/2023

বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার ঘুরে আসুন বিমানে। সর্বনিম্ন বিমান ভাড়ায়!

ঢাকা - কক্সবাজার - ঢাকা ✈️
চট্রগ্রাম - কক্সবাজার - চট্রগ্রাম ✈️

আপনার টিকেট বুকিং করতে আজই কল করুনঃ
📞 01913 661 102
📞 01825 800 450
📞 01865-927083

অথবা, সরাসরি আমাদের অফিস ভিজিট করুনঃ
📍 ৮৭, পুরানা পল্টন, পল্টন টাওয়ার (লিফট-২, রুম-২০২), ঢাকা-১০০০

হে আল্লাহ। আপনি আমাদেরকে হাজরে আসওয়াদে চুমু খাওয়ার তৌফিক দান করুন।🤲🕋🤲 হাজরে আসওয়াদ’—কাবাঘরের দেয়ালে বিশেষভাবে স্থাপনকৃত ...
26/01/2023

হে আল্লাহ। আপনি আমাদেরকে হাজরে আসওয়াদে চুমু খাওয়ার তৌফিক দান করুন।🤲🕋🤲

হাজরে আসওয়াদ’—কাবাঘরের দেয়ালে বিশেষভাবে স্থাপনকৃত একটি পাথরের নাম। আরবি ‘হাজর’ শব্দের অর্থ পাথর আর ‘আসওয়াদ’ শব্দের অর্থ কালো। অর্থাৎ কালো পাথর। ‘হাজরে আসওয়াদ’ বেহেশতের মর্যাদাপূর্ণ একটি পাথর। হজযাত্রীরা হজ করতে গিয়ে এতে সরাসরি বা ইশারার মাধ্যমে চুম্বন দিয়ে থাকেন।

হাজরে আসওয়াদের কিছু বৈশিষ্ট্য
হাদিসের গ্রন্থগুলোতে হাজরে আসওয়াদের বৈশিষ্ট্য সম্পর্কে প্রচুর আলোচনা এসেছে। রাসুল (সা.) বলেছেন, ‘হাজরে আসওয়াদ একটি জান্নাতি পাথর, তার রং দুধের চেয়ে বেশি সাদা ছিল। এরপর বনি আদমের পাপরাশি এটিকে কালো বানিয়ে দিয়েছে। ’ (জামে তিরমিজি : ৮৭৭, মুসনাদে আহমাদ, ১/৩০৭, ৩২৯)

হাজরে আসওয়াদ চুম্বনের ফজিলতঃ
হাজরে আসওয়াদ চুম্বন করা বরকতময়। রাসুল (সা.) বলেছেন, ‘কিয়ামতের দিন এ পাথর আবু কুবাইস পাহাড় থেকে বড় আকার ধারণ করে উপস্থিত হবে। তার একটি জিহ্বা ও দুটি ঠোঁট থাকবে, (বায়তুল্লাহর জিয়ারতকারীরা) কে কোন নিয়তে তাকে চুম্বন করেছে, সে সম্পর্কে বক্তব্য দেবে। ’ (ইবনে খুজায়মা : ৪/২২১, মুসতাদরাকে হাকেম : ১/৪৫৭
আবদুল্লাহ ইবনে ওমর (রা.)-কে হাজরে আসওয়াদ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘আমি রাসুল (সা.)-কে তা স্পর্শ ও চুম্বন করতে দেখেছি। ’ (মুসলিম, হাদিস : ১২৬৭)
#উমরাহ্‌ #উমরাহ্‌২০২৩ #হাজরে_আসওয়াদ

Address

Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Al Fahim Air Aviation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al Fahim Air Aviation:

Share

Category