Jabo Holidays

Jabo Holidays Travel Your Dream Way

ইন্ডিয়া ভ্রমণের ভিসা করার ক্ষেত্রে কিছু বিষয় লক্ষ্যণীয় ✅প্রথমতো আপনি যদি ভিসা করেন সেই ক্ষেত্রে আপনাকে টার্গেট করতে হ...
13/07/2024

ইন্ডিয়া ভ্রমণের ভিসা করার ক্ষেত্রে কিছু বিষয় লক্ষ্যণীয়

✅প্রথমতো আপনি যদি ভিসা করেন সেই ক্ষেত্রে আপনাকে টার্গেট করতে হবে আপনি কোন সাইট ভ্রমণ করবেন,

১/ আপনি যদি সিকিম, দাজিলিং ভ্রমণ করতে চান, আপনাকে ভিসার মধ্যে পোর্ট মেনশন করতে হবে বাই রোড চ্যাংড়াবান্ধা

২/আপনি যদি শিলং চেরাপুঞ্জি মেঘালয় সাইট ভ্রমণ করতে চান, আপনাকে বাই রোড পোর্ট দিতে হবে ডাউকি

৩ / কলকাতা ভ্রমণের ক্ষেত্রে বেনাপোল পোর্ট সবার পাসপোর্টে অটো দিয়ে দেয়,

➡️অনেকেই দেখি ভিসা করার ক্ষেত্রে স্পেশাল এন্ডোসমেন্ট দিয়ে রাখে, বাই রোড পোর্ট মেনশন করে না।

➡️আর কিছু পোর্ট এমনে দিয়ে দেয়, যেমন বেনাপোল, গেদে, আগরতোলা, ট্রেন এবং এয়ারে আপনি যেতে পারবেন।

২০২৪ সালে নতুন ই পাসপোর্ট করতে চাইলে প্রথমে আপনাকে অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। এটি করতে আপনাকে বাংলাদেশ ই প...
11/07/2024

২০২৪ সালে নতুন ই পাসপোর্ট করতে চাইলে প্রথমে আপনাকে অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। এটি করতে আপনাকে বাংলাদেশ ই পাসপোর্ট অনলাইন পোর্টালে ভিজিট করে আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিস ও সংশ্লিষ্ট থানা সিলেক্ট করতে হবে। এর পর একটি ইমেইল এড্রেস ও অন্যান্য তথ্য দিয়ে রেজিস্টার করে সাইন ইন করতে হবে। এরপর, আবেদনকারীর তথ্য, পিতা-মাতার তথ্য ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য পূরণ করে অনলাইন আবেদন সাবমিট করতে হবে।

আবেদন সাবমিট করার পর আবেদন সামারি ও কপিটি ডাউনলোড করে এ-চালানের মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। এরপর প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আঞ্চলিক পাসপোর্ট অফিসে জমা দিয়ে বায়োমেট্রিক সম্পন্ন করতে হবে। কিছুদিন পর পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হলে আপনার পাসপোর্ট প্রস্তুত হলে তা সংগ্রহ করতে পারবেন।

ই-পাসপোর্ট করতে প্রয়োজনীয় কাগজপত্র
নতুন ই পাসপোর্ট করতে প্রয়োজনীয় কাগজপত্রগুলো হলো-
আবেদনকারীর ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন সনদ।
অনলাইন আবেদন ফরমের কপি।
আবেদনকারীর পেশাগত প্রমাণ (পেশাগত সনদ বা Employer Id)।
পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের কপি।
পূর্ববর্তী পাসপোর্ট থাকলে তার তথ্য পেজের ফটোকপি।
চেয়ারম্যান সার্টিফিকেট ও বাড়ির ইউটিলিটি বিলের কপি (পুলিশ ভেরিফিকেশনের জন্য)।

ই পাসপোর্ট ফি

ই পাসপোর্টের ফি নির্ভর করে পাসপোর্টের মেয়াদকাল, পৃষ্ঠা সংখ্যা ও ডেলিভারির ধরনের উপর। সাধারণ ফি হলো-
৫ বছরের জন্য
৪৮ পৃষ্ঠা: রেগুলার – ৪,০২৫ টাকা, এক্সপ্রেস – ৬,৩২৫ টাকা, সুপার এক্সপ্রেস – ৮,৬২৫ টাকা।
৬৪ পৃষ্ঠা: রেগুলার – ৬,৩২৫ টাকা, এক্সপ্রেস – ৮,৬২৫ টাকা, সুপার এক্সপ্রেস – ১২,০৭৫ টাকা।
১০ বছরের জন্য
৪৮ পৃষ্ঠা: রেগুলার – ৫,৭৫০ টাকা, এক্সপ্রেস – ৮,০৫০ টাকা, সুপার এক্সপ্রেস – ১০,৩৫০ টাকা।
৬৪ পৃষ্ঠা: রেগুলার – ৮,০৫০ টাকা, এক্সপ্রেস – ১০,৩৫০ টাকা, সুপার এক্সপ্রেস – ১৩,৮০০ টাকা।
অনলাইন ই-পাসপোর্ট আবেদন ফরম পূরণ
নতুন ই পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন ফরম পূরণের ধাপগুলো-
রেজিস্টার করুন: https://www.epassport.gov.bd/ পোর্টালে গিয়ে Apply Online অপশনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্টার করুন।
লগইন করুন: সাইন ইন পেইজে গিয়ে ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করুন।
পাসপোর্ট টাইপ সিলেক্ট করুন: Ordinary Passport সিলেক্ট করুন।
ব্যক্তিগত তথ্য দিন: আবেদনকারীর নাম, পেশা, জন্মস্থান ইত্যাদি পূরণ করুন।
ঠিকানার তথ্য পূরণ করুন: স্থায়ী ও বর্তমান ঠিকানার তথ্য দিন।
আইডি ডকুমেন্ট সিলেক্ট করুন: NID Card বা জন্ম নিবন্ধন সনদের নম্বর দিন।
পিতা-মাতার তথ্য ও বৈবাহিক অবস্থা পূরণ করুন: পিতা-মাতার নাম, পেশা, জাতীয়তা ইত্যাদি পূরণ করুন।
জরুরী যোগাযোগের তথ্য দিন: কোনো একজনের তথ্য ও মোবাইল নাম্বার দিন।
পাসপোর্ট অপশন ও ডেলিভারি অপশন সিলেক্ট করুন: পৃষ্ঠার সংখ্যা, মেয়াদ ও ডেলিভারি অপশন সিলেক্ট করুন।
আবেদন সাবমিট ও ডাউনলোড: সকল তথ্য সঠিকভাবে পূরণ করার পর আবেদন সাবমিট করুন ও ফরম ডাউনলোড করুন।
আঞ্চলিক পাসপোর্ট অফিসে জমা দিন

অনলাইনে আবেদন সম্পন্ন করার পর প্রয়োজনীয় ডকুমেন্টস ও বায়োমেট্রিক প্রদান করতে আঞ্চলিক পাসপোর্ট অফিসে যেতে হবে। সেখান থেকে বায়োমেট্রিক সম্পন্ন করার পর আপনাকে একটি অ্যাপ্লিকেশন স্লিপ দেয়া হবে যা দিয়ে পাসপোর্ট সংগ্রহ করা যাবে।

পুলিশ ভেরিফিকেশন

পাসপোর্ট অফিসে বায়োমেট্রিক সম্পন্ন করার পর পুলিশ ভেরিফিকেশনের জন্য সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করতে হবে। সেখান থেকে পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হলে পাসপোর্ট প্রস্তুত হলে তা সংগ্রহ করা যাবে।

শেষকথা

নতুন ই পাসপোর্টের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পাসপোর্ট প্রস্তুত হলে আপনার মোবাইল নাম্বারে মেসেজের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। তারপর আপনার পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন। আশা করি এই গাইডটি আপনাকে নতুন ই পাসপোর্ট করতে সাহায্য করবে।

বিজয় মানে একটা মানচিত্র, বিজয় মানে লাল সবুজের পতাকা, বিজয় মানে একটা গর্বিত জাতি, বিজয় মানে অস্তিত্বে বাংলাদেশ। ১৬ই ডিসেম...
16/12/2023

বিজয় মানে একটা মানচিত্র, বিজয় মানে লাল সবুজের পতাকা, বিজয় মানে একটা গর্বিত জাতি, বিজয় মানে অস্তিত্বে বাংলাদেশ। ১৬ই ডিসেম্বর তুমি বাঙালির অহংকার। তুমি কোটি জনতার বিজয় নিশান, স্বাধীন বাংলার স্বাক্ষর।

সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

ETHIOPIAN TO START PASSENGER FLIGHTS TO DHAKA FROM MARCH 8 |After signing an air service agreement (ASA) last week to es...
14/12/2023

ETHIOPIAN TO START PASSENGER FLIGHTS TO DHAKA FROM MARCH 8 |

After signing an air service agreement (ASA) last week to establish direct air link, Ethiopian Airlines has decided to launch passenger flights between Addis Ababa and Dhaka from March 8, 2024.

The airline initially plans to operate 5 weekly flights between the two capitals with Boeing 787s and will be timing slots to offer onward connections to Europe and North America. The airline has been operating cargo flights and UN charters to Dhaka for the last few years.

After Egypt Air, which started flying in to Dhaka from May of this year, Ethiopian will be the second airline to offer direct flights to Africa.

© Photo: byeangle


📢 𝗠𝗮𝗹𝗮𝘆𝘀𝗶𝗮 𝗘𝗻𝘁𝗿𝘆 𝗥𝗲𝗾𝘂𝗶𝗿𝗲𝗺𝗲𝗻𝘁𝘀⚠ 𝗠𝗮𝗹𝗮𝘆𝘀𝗶𝗮 𝗗𝗶𝗴𝗶𝘁𝗮𝗹 𝗔𝗿𝗿𝗶𝘃𝗮𝗹/ 𝗗𝗲𝗽𝗮𝗿𝘁𝘂𝗿𝗲 𝗖𝗮𝗿𝗱 (𝗠𝗗𝗔𝗖) 𝗡𝗼𝘁𝗶𝗰𝗲, 𝗜𝗺𝗺𝗶𝗴𝗿𝗮𝘁𝗶𝗼𝗻 𝗗𝗲𝗽𝗮𝗿𝘁𝗺𝗲𝗻𝘁 𝗼𝗳 𝗠𝗮𝗹𝗮𝘆𝘀𝗶...
11/12/2023

📢 𝗠𝗮𝗹𝗮𝘆𝘀𝗶𝗮 𝗘𝗻𝘁𝗿𝘆 𝗥𝗲𝗾𝘂𝗶𝗿𝗲𝗺𝗲𝗻𝘁𝘀

⚠ 𝗠𝗮𝗹𝗮𝘆𝘀𝗶𝗮 𝗗𝗶𝗴𝗶𝘁𝗮𝗹 𝗔𝗿𝗿𝗶𝘃𝗮𝗹/ 𝗗𝗲𝗽𝗮𝗿𝘁𝘂𝗿𝗲 𝗖𝗮𝗿𝗱 (𝗠𝗗𝗔𝗖) 𝗡𝗼𝘁𝗶𝗰𝗲,

𝗜𝗺𝗺𝗶𝗴𝗿𝗮𝘁𝗶𝗼𝗻 𝗗𝗲𝗽𝗮𝗿𝘁𝗺𝗲𝗻𝘁 𝗼𝗳 𝗠𝗮𝗹𝗮𝘆𝘀𝗶𝗮.

Starting 7 December 2023, the Immigration Department of Malaysia will require foreign nationals to complete the Malaysian digital arrival/departure card before they arrive in Malaysia.

🛑𝗧𝗵𝗲 𝗮𝗽𝗽𝗹𝗶𝗰𝗮𝘁𝗶𝗼𝗻 𝗰𝗮𝗻 𝗯𝗲 𝘀𝘂𝗯𝗺𝗶𝘁𝘁𝗲𝗱 𝘄𝗶𝘁𝗵𝗶𝗻 𝟯 𝗱𝗮𝘆𝘀 𝗯𝗲𝗳𝗼𝗿𝗲 𝗱𝗲𝗽𝗮𝗿𝘁𝘂𝗿𝗲.

Application Link: https://imigresen-online.imi.gov.my/mdac/main?registerMain

This formalities is mandatory to all individuals subject to non-Malaysian passport holders only.

বিমান চলাচলে ১০ দেশের সঙ্গে নতুন চুক্তি হচ্ছেশাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত থার্ড টার্মিনাল বাংলাদেশের আকাশ...
09/12/2023

বিমান চলাচলে ১০ দেশের সঙ্গে নতুন চুক্তি হচ্ছে

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত থার্ড টার্মিনাল বাংলাদেশের আকাশ পথে নব দিগন্তের সূচনা করেছে। এই সুযোগকে কাজে লাগিয়ে নতুন নতুন রুটে বিমান পরিচালনা করতে চায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। গত ৩ ডিসেম্বর সৌদি আরবের রিয়াদে শুরু হয়েছে আইকাও এয়ার সার্ভিস নেভিগেশন ইভেন্ট-আইকান ২০২৩। পাঁচ দিনের এই ইভেন্টে বাংলাদেশসহ ৭৬টি দেশ অংশ নিচ্ছে।

এই ইভেন্টে ১০টি দেশের সঙ্গে এয়ার সার্ভিস এগ্রিমেন্ট (চুক্তি) এবং বিভিন্ন দেশের সঙ্গে বেশ কয়েকটি দ্বিপক্ষীয় বিমান চলাচল চুক্তি সংক্রান্ত বিষয়ে আলোচনা ও পর্যালোচনা করার টার্গেট নিয়েছে বেবিচক।

সূত্র: আমাদের সময়।

কেউ কি ভেবেছিলো, ট্রেনে চড়েই কক্সবাজার যাওয়া যাবে? এবার সেই স্বপ্নই পূরণ হবে দেশের মানুষের। ১ ডিসেম্বরে  প্রথমবারের মতো ...
01/12/2023

কেউ কি ভেবেছিলো, ট্রেনে চড়েই কক্সবাজার যাওয়া যাবে?

এবার সেই স্বপ্নই পূরণ হবে দেশের মানুষের। ১ ডিসেম্বরে প্রথমবারের মতো ঢাকা থেকে ট্রেন যাবে কক্সবাজারে।

Enjoy the golden sunsets by the ocean this Winter with your family! Check out our exciting holiday packages to Cox's Baz...
01/12/2023

Enjoy the golden sunsets by the ocean this Winter with your family! Check out our exciting holiday packages to Cox's Bazar at unbeatable values!

For more details, contact us at +8801811118775.

 #ভিজিট ভিসায় কানাডায় এসে আমি কি কাজ করতে পারব? # #ভিজিট ভিসায় কানাডায় এসে আমি কি স্থায়ী ভাবে লিগ্যাল হতে পারব? #ভিজিট ভ...
30/11/2023

#ভিজিট ভিসায় কানাডায় এসে আমি কি কাজ করতে পারব?

# #ভিজিট ভিসায় কানাডায় এসে আমি কি স্থায়ী ভাবে লিগ্যাল হতে পারব?

#ভিজিট ভিসায় কানাডায় এসে আমি কি আমার পরিবারকে কানাডায় নিয়ে আসতে পারব? কতদিন লাগবে এসব করতে?

যারা মেসেন্জারে বারবার নক করে এই বিষয়গুলো জানতে চান তাদের জন্য এই লেখাটি গুরুত্বপূর্ণ। এই লেখাটি পড়লে ভিজিট ভিসায় কানাডায় আসতে আগ্রহী মানুষরা মোটামুটি ভিজিট ভিসাধারীদের কানাডা আগমনের পরের একটি ভাল ধারনা পাবেন।

লেখাটি শুরুর আগে একটি কথা বলি যা তৃণমূল ভাবে ভিজিটর ভিসাধারীদের বেলায় সব দেশেই প্রযোজ্য। ইউরোপ, আমেরিকা এবং অস্ট্রেলিয়া মহাদেশের প্রতিটি দেশেই বিভিন্ন দেশের মানুষের এসাইলাম ক্লেইমের সুযোগ আছে। কিন্তু এই দেশগুলোয় এসাইলাম ক্লেইম করে কোন দেশের মানুষই সবাই ঢালাওভাবে সেটল্ডমেন্টের সুযোগ পান না।

এবার আসি ভিজিট ভিসায় কানাডায় আসার পরে কি হবে? প্রথমত ভিজিট ভিসায় আপনি টুরিস্ট স্ট্যাটাস নিয়ে কানাডায় প্রবেশ করলেন। এই স্ট্যাটাসে আপনার কাজের কোন অনুমোদন নেই। এখন আপনি যদি কানাডায় স্থায়ী ভাবে থেকে যেতে চান তাহলে আপনাকে দুটি বিষয় মাথায় নিয়ে সামনে এগোতে হবে।

১/ ভিজিট ভিসাকে ওয়ার্কপারমিটে ডাইভার্ট করা। অর্থাৎ ভিজিট ভিসাকে ওয়ার্ক পারমিটে ডাইভার্ট করলে আপনি কাজ ও থাকার অনুমোদন দুটিই পাবেন। একটি নির্দিষ্ট সময় অর্থাৎ তিন-চার বছর পরে আপনি স্থায়ী রেসিডেন্সি কার্ডও পেয়ে যাবেন। এ প্রক্রিয়ায় আপনি আপনার পরিবারকেও চার-পাঁচ বছরের মধ্যে কানাডায় নিয়ে আসতে পারবেন। ব্যস, কিচ্ছা, কাহীনি শেষ।

তবে ভিজিট ভিসা থেকে ওয়ার্কপারমিটে যেতে গেলে কোন কোম্পানি অথবা ব্যবসা প্রতিষ্ঠান আপনাকে ওয়ার্কপারমিট দিতে হবে। এজন্য কোম্পানিগুলোর কর্মী নিয়োগ সংক্রান্ত আইনি কিছু প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। যে কোম্পানি অথবা ব্যবসার রেকর্ড ভাল শুধুমাত্র তারাই এ কাজটি করে থাকে। তবে বাংলাদেশী সাধারন মানুষদের জন্য কানাডায় ওয়ার্কপারমিট পাওয়া খুব একটা কঠিন প্রক্রিয়া বলে মনে হয়।

বাংলাদেশ থেকে কানাডার ভিজিট ভিসা পাওয়া যতটা কঠিন এখানে এসে ভিজিট ভিসা থেকে ওয়ার্কপারমিটে যাওয়াটা তার চেয়েও অনেক বেশী কঠিন। এটি হলো জেনারেল মানুষদের কথা। তবে আপনি যদি ওয়ার্ল্ড ক্লাস ভাল কোন কাজ জানেন অথবা করে থাকেন তাহলে ভিন্ন কথা। এজন্য আপনাকে অবশ্যই অভিজ্ঞতা ও সার্টিফিকেটের দরকার হবে।

২/ ভিজিট ভিসায় এসে কানাডায় থেকে যাওয়া এবং কাজ করে জীবিকা নির্বাহ উপায়ের সহজ পথ হলো এসাইলাম ক্লেইম করা। আপনি কানাডায় এসে একজন ভালো আইনজীবী ধরে আপনি কানাডিয়ান ইমিগ্রেশন, রিফিউজি এন্ড সিটিজেনশীপ বোর্ডে একটি এসাইলাম ক্লেইম করতে পারেন। এরপর এই এসাইলামটি কোর্ট প্রক্রিয়ায় ইমিগ্রেশন এন্ড রিফিউজি বোর্ডের একজন জাজের মাধ্যমে বিচারিক সমাধানের জন্য নথিভুক্ত করা হয়।

এসাইলাম ক্লেইমের একমাস পরে আপনি ওয়ার্কপারমিটের জন্য আবেদন করতে পারবেন। এরপর আপনি চাইলে কাজকর্ম করে জীবিকা নির্বাহ করতে পারেন। তবে এসাইলাম ক্লেইমের পর কানাডিয়ান সরকার প্রত্যেক রিফিউজিকে কানাডায় বসবাসের জন্য কিছু ওয়েলফেয়ার গ্রান্ট করে থাকে। সরকার আপনাকে প্রতিমাসে থাকা খাওয়া বাবদ সাত-আটশো ডলারের মত ওয়েলফেয়ার দিয়ে থাকে। এই টাকা দিয়ে আপনি যাতে কানাডায় এভারেজ জীবন যাপন করতে পারেন সেটিই তার লক্ষ্য।

এখন প্রশ্ন হলো এসাইলাম ক্লেইমের পর আমি কাজের পারমিশন পেয়ে গেলাম তাহলে কি আমি কানাডায় স্থায়ী ভাবে থাকার অনুমোদন পেয়ে গেলাম?

এর উত্তরে বলব জি না। আপনি এসাইলাম ক্লেইমের পর এটি ফাইল আকারে রিফিউজি বোর্ডের কাছে শুধুমাত্র একটি দরখাস্ত দাখিল হয়েছে মাত্র। এরপর রিফিউজি বোর্ড আপনার বিষয়টি একজন ইমিগ্রেশন অফিসারের হস্তগত করবে। এই ইমিগ্রেশন অফিসার এক থেকে তিন বছরের ভিতরে আপনার এসাইলামটি সঠিক কি না সেটি যাচাইবাচাইয়ের জন্য একজন জাজকে দিয়ে এসাইলামটি কোর্টে হিয়ারিং করবে। আপনি আপনার আইনজীবী নিয়ে কোর্ট হিয়ারিং এ উপস্থিত হবেন।

এরপর কি হবে? কোর্ট হিয়ারিং-এ জাজ যদি মনে করেন আপনার পঠিত গল্পটি সত্য এবং দেশে ফিরে গেলে জীবনের ঝুঁকি আছে তাহলে আপনার এসাইলামটি গ্রান্ট হবে । আপনি কানাডায় স্থায়ী ভাবে থাকার অনুমোদন পেয়ে যাবেন । এরপর আপনি স্থায়ী রেসিডেন্স কার্ডের জন্য এপ্লাই করবেন। দুচার বছরের মধ্যে আপনার কার্ড এসে যাবে। আপনার সবকিছু ঠিক হয়ে গেল। এমন এসাইলাম ক্লেইমের সফলতা সংখ্যা খুবই কম ।

এসাইলাম ক্লেইমের রিফিউজি বোর্ডের প্রথম হিয়ারিং এ সরাসরি এসাইলাম কেইসটি জিতেন যারা তাঁরা পুরোপুরি লিগ্যাল হয়ে গেলেন।

বাকী সবাইকে একটির পর আরেকটি অর্থাৎ কয়েকটি ধাপে তিনটির মত আপিল করে যেতে হয় এসাইলাম & রিফিউজি বোর্ডে। এই প্রক্রিয়াগুলো শেষ হতে আরও তিন-চার বছর লেগে যায়। এর মধ্যে ভাগ্য ভাল হলে আপিল বোর্ডে কারো কারো কেইস এক্সেপ্ট হয়ে যায়।

যদি রেজাল্ট ভাল না হয় এরপর সবাইকে হিউম্যান রাইটসে গিয়ে কানাডায় থাকার জন্য আবেদন করতে হয়। এ জন্য আইনজীবীদের পিছনে সবাইকে বছরের পর বছর সময় ব্যয় করতে হয়। এছাড়া প্রচুর টাকাপয়সাও খরছ করতে হয় এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে।

এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে গিয়ে কারো কারো আরো পাঁচ-সাত এমনকি আট-দশ বছর সময় লেগে যায়। এই প্রক্রিয়ায় আরো কিছু মানুষ কানাডায় স্থায়ী ভাবে বসবাসের অনুমোদন পেয়ে যান।

এবার যারা রিফিউজড হলো তাদের আপিল চলাকালিন অনেকের উপরই ইমিগ্রেশন, রিফিউজি এন্ড সিটিজেনশীপ বোর্ড ডিপোর্টেশনের অর্ডার দিয়ে দেয়। এই ডিপোর্টেশনের অর্ডার নিয়ে এদেরকে নানা কষ্টকর পরিস্থিতিতে কানাডায় থাকতে হয়। এরপর এদের কারো কারো ইলিগ্যাল স্ট্যাটাসে বিরক্তি এসে গেলে নিজ থেকে এরা অনেকেই দেশে চলে যান। এই মানুষগুলো কে টুডে-টুমরো দেশেই ফিরতে হয়।

এককথায় ভিজিটর ভিসাধারী কেউ কেউ বিভিন্ন ভাবে ৮-১০ বছরে লিগ্যাল হয়ে যাবেন। আবার কেউ কেউ সারা জীবনেও লিগ্যাল হতে পারবেন না। লিগ্যালিটি না পাওয়া মানুষগুলো এখানে সর্বদা ইলিগ্যালই থাকবেন। যদি কানাডিয়ান সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করে সেটি ভিন্ন কথা। নইলে প্রায় অর্ধেক মানুষ কোনদিনই কানাডায় লিগ্যাল হওয়ার সুযোগ পাবেন না।

এটি বর্তমান এবং অতীত এসাইলাম সংক্রান্ত পরিসংখ্যান থেকে পর্যালোচনা করে লেখা একটি লেখা মাত্র।
সংগ্রহীত
©️

"Cheers to Air Astra for completing an amazing year of soaring high and making dreams take flight! Here's to many more y...
23/11/2023

"Cheers to Air Astra for completing an amazing year of soaring high and making dreams take flight!

Here's to many more years of success, impeccable service, and making every journey an incredible experience!"

মৃত মানুষের লাশ বিমানবন্দরের টার্মিনালের মাধ্যমে সরবরাহ করা হয় না। বিমানবন্দরের  ৮ নম্বর গেটে  এয়ারওয়ে বিল নিয়ে মরদেহ সং...
20/11/2023

মৃত মানুষের লাশ বিমানবন্দরের টার্মিনালের মাধ্যমে সরবরাহ করা হয় না। বিমানবন্দরের ৮ নম্বর গেটে এয়ারওয়ে বিল নিয়ে মরদেহ সংগ্রহ করতে হবে।

লাশ পরিবহণের জন্য সঙ্গে প্রয়োজনী গাড়ি/অ্যাম্বুলেন্স/ফ্রিজিং ভ্যান আনতে হবে, বিমানবন্দরে এ ধরণের ব্যবস্থা নেই।

দেশের ৩টি আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক এর মাধ্যমে বিদেশ হতে আগত প্রবাসীর মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর এবং তাৎক্ষণিকভাবে মৃতদেহ পরিবহন ও দাফনের খরচ বহনের জন্য ৩৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।

এজন্য প্রয়োজনী কাগজপত্র সঙ্গে আনতে হবে মৃত প্রবাসীর পরিবারকে। এছাড়া, আর্থিক সাহায্য হিসাবে ৩ লক্ষ টাকা পেতে মৃত প্রবাসীর পরিবারকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এ যোগাযোগ করতে হবে প্রয়োজনী কাগজপত্র নিয়ে।

২০ নভেম্বর থেকে চেন্নাই রুটে বিমানের টিকেট বিক্রয় শুরু  বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামীকাল ২০ নভেম্বর ২০২৩ তারিখ থেকে ঢা...
19/11/2023

২০ নভেম্বর থেকে চেন্নাই রুটে বিমানের টিকেট বিক্রয় শুরু

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামীকাল ২০ নভেম্বর ২০২৩ তারিখ থেকে ঢাকা-চেন্নাই-ঢাকা রুটের টিকেট বিক্রি শুরু করতে যাচ্ছে। আগামীকাল সকাল ১১টায় বিমানের সকল ডিস্ট্রিবিউশন চ্যানেলে একযোগে বিক্রয়ের জন্যে টিকেটসমূহ উন্মুক্ত করা হবে। সম্মানিত যাত্রীগণ বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট www.biman-airlines.com, মোবাইল অ্যাপস, বিমানের যে কোন সেলস সেন্টার, বিমান কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এ রুটের টিকেট ক্রয় করতে পারবেন।

ঢাকা-চেন্নাই রুটে সকল প্রকার ট্যাক্সসহ ইকোনমি ক্লাশে একমূখি সর্বনিম্ন ভাড়া জনপ্রতি সর্বমোট ১৫,৫২০ টাকা থেকে শুরু হবে এবং রিটার্ন টিকেটের ভাড়া শুরু হবে ২৬,৬৩৫ টাকা থেকে। ট্যাক্সসহ বিজনেস ক্লাশে ঢাকা-চেন্নাই রুটে একমূখি সর্বনিম্ন ভাড়া শুরু হবে ৩৭,৬২৪ টাকা থেকে এবং রিটার্ন টিকেটের ভাড়া শুরু হবে ৬১,৯৯৫ টাকা থেকে। সময় ও চাহিদা বিবেচনায় ভাড়ার পরিমাণ কম-বেশি হতে পারে।

ঢাকা থেকে ফ্লাইট বিজি৩৬৩ সপ্তাহে প্রতি শনিবার, সোমবার ও বৃহস্পতিবার দুপুর ১২:৫০টায় চেন্নাই এর উদ্দেশ্যে যাত্রা করে চেন্নাই পৌঁছাবে স্থানীয় সময় দুপুর ০৩:২০টায় এবং চেন্নাই থেকে উক্ত দিনসমূহে ফ্লাইট বিজি৩৬৪ স্থানীয় সময় বিকাল ০৪:১৫টায় যাত্রা করে ঢাকায় পৌঁছাবে সন্ধ্যা ০৭:৩০টায়।

উল্লেখ্য, ১৬ ডিসেম্বর ২০২৩ তারিখ মহান বিজয় দিবস থেকে বিমানের চেন্নাই ফ্লাইট চালু হচ্ছে। বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ এর মাধ্যমে চেন্নাই ফ্লাইট পরিচালনা করা হবে।

Happy 53rd National Day, Oman.May your day filled with pride, joy, & celebrations.
18/11/2023

Happy 53rd National Day, Oman.

May your day filled with pride, joy, & celebrations.

সবচেয়ে কম খরচে দুবাই ঘুরতে চান? তবে যখন তখন প্লান করে ফুলপ্যাকেজ বুক করে দুবাই ঘুরতে একমাত্র আমরাই দিচ্ছি সবচেয়ে কম খরচে...
17/11/2023

সবচেয়ে কম খরচে দুবাই ঘুরতে চান?

তবে যখন তখন প্লান করে ফুলপ্যাকেজ বুক করে দুবাই ঘুরতে একমাত্র আমরাই দিচ্ছি সবচেয়ে কম খরচে দুবাই ফুল প্যাকেজ ট্যুর মাত্র ৮৩,৫০০ টাকায়।

প্যাকেজ সম্পর্কে বিস্তারিত জানতে কল করুন এখনই 📞+8801811118775
✈প্যাকেজে যা যা থাকছে-
🔷রিটার্ন এয়ার টিকেট।
🔷০৩ রাতের হোটেলে থাকার ব্যবস্থা।
🔷দৈনিক সকালের নাস্তা।
🔷বিমানবন্দর পিক এবং ড্রপ।
🔷সিটি ট্যুর অথবা ধো-ক্রজ বা ডেজার্ট সাফারি।
🔷ফ্রী ওয়াইফাই।
📢 Book your Upcoming tour to Dubai. Jabo Holidays is offering Dubai Group tours, Dubai family tours, Dubai Corporate tours, and Dubai Customize package tours. We have a lot of tour packages all over the world. Book the country's Cheapest tour with us.

উন্নত বিশ্ব ভ্রমণ করতে আপনার পাসপোর্টে  সিঙ্গাপুর, মালয়েশিয়া ও থাইল্যান্ডের ভিসা থাকার বিকল্প নেই। তাই একসাথে ভ্রমন করুন...
16/11/2023

উন্নত বিশ্ব ভ্রমণ করতে আপনার পাসপোর্টে সিঙ্গাপুর, মালয়েশিয়া ও থাইল্যান্ডের ভিসা থাকার বিকল্প নেই।

তাই একসাথে ভ্রমন করুন তিনটি দেশ - ৬ রাত ও ৭ দিনের প্যাকেজ মাএ- ১১৯,৮০০/= টাকায়।

(রিটার্ন এয়ার টিকেট, ৬ রাতের জন্য ৩ তারকা হোটেলে তিন দেশে থাকা, ব্রেকফাস্ট, সিটি ট্যুর, কোরাল আইল্যান্ড ট্যুর, সব জায়গায় এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ, মিট এন্ড গ্রিট ও ট্যাক্স প্যাকেজে অন্তর্ভুক্ত।)

শুধুমাত্র ১৫,৯০০/- টাকা ৩ দেশের ভিসা ফি প্রযোজ্য।

⛔এই প্যাকেজটি মিনিমাম ইকোনমি এয়ারফেয়ার ধরে সাজানো হয়েছে, যদি এয়ারফেয়ারে কোন আপওয়ার্ড চেঞ্জ হয় তাহলে তাহলে অতিরিক্ত ভাড়া এপ্লিকেবল হবে।

বিস্তারিত জানতে বা বুকিং করতে কল করুন:
📞০১৮১১১১৮৭৭৫

আপনি কি বিদেশগামী যাত্রী ?📍 বাড়ি থেকে আপনার পাসপোর্ট, টিকিটসহ ভ্রমণের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস চেক করে নিন।📍 যানজটের বিষ...
15/11/2023

আপনি কি বিদেশগামী যাত্রী ?

📍 বাড়ি থেকে আপনার পাসপোর্ট, টিকিটসহ ভ্রমণের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস চেক করে নিন।

📍 যানজটের বিষয়টি মাথায় রেখে হাতে সময় নিয়ে যাত্রা করুন।

🕒 ফ্লাইটের নির্ধারিত সময়ের ৩ ঘন্টার আগে বিমানবন্দরে উপস্থিত হোন।

📍 চেক ইন কাউন্টার খুঁজে পেতে বিমানবন্দরের ভেতরে বিভিন্ন স্থানে থাকা নির্দেশনা মনিটরে নজর রাখুন। অথবা হেল্প ডেস্কের সহায়তা নিন।

📍 বিমানবন্দরের ভেতরে প্রবেশ করে আপনার নির্ধারিত এয়ারলাইনে চেক ইন সম্পন্ন করুন।

📍 ফ্লাইটের ১ ঘন্টা আগে এয়ারলাইনের বোর্ডিং কাউন্টার বন্ধ হয়ে যায়। এরপর আসলে আপনি আর চেক ইন করতে পারবেন না।

📍 চেক ইন করার সময় যে কয়টি লাগেজ জমা দিবেন, ততটি লাগেজ ট্যাগ বুঝে নিন।

📍পাসপোর্ট, বোর্ডিং কার্ড, লাগেজ ট্যাগ বুঝে নিয়ে চেক ইন কাউন্টার ত্যাগ করুন।

📍 চেকইন সম্পন্ন করার পর অযথা ঘোরাফেরা না করে ইমিগ্রেশন সম্পন্ন করুন।

📍 ইমিগ্রেশন করা পর পুনরায় বিমানবন্দরের ভেতরে বিভিন্ন স্থানে থাকা নির্দেশনা মনিটরে নজর রাখুন। আপনার বোর্ডিং কার্ডে অথবা মনিটরে প্রদর্শিত গেট ব্যবহার করে উড়োজাহাজে উঠুন।

📍 আপনার বোর্ডিং কার্ডে লেখা নির্ধারিত সিটে বসুন। খালি থাকলেও অন্য সিটে বসবেন না।

*****ফ্রেশ পাসপোর্টে ট্যুরিস্ট ভিসা*****কনফার্ম ভিসা??আপনি জানেন কি? অনেক দেশ রয়েছে যেখানে শুধুমাত্র ছবি এবং পাসপোর্টের ...
14/09/2023

*****ফ্রেশ পাসপোর্টে ট্যুরিস্ট ভিসা*****

কনফার্ম ভিসা??

আপনি জানেন কি? অনেক দেশ রয়েছে যেখানে শুধুমাত্র ছবি এবং পাসপোর্টের স্ক্যান কপি দিয়ে কনফার্ম ভিসা পাওয়া যায়।

আপনি কি নতুন পাসপোর্ট করেছেন কিংবা এখনো কোন দেশ ট্রাভেল করেননি?

বিশ্বের অনেক উন্নত দেশ রয়েছে যেখানে ফ্রেশ পাসপোর্টে কনফার্ম ভিসা পাওয়া যায় অথচ আমরা জানিনা। আবার বিশ্বের বেশিরভাগ দেশ ফ্রেশ পাসপোর্টে ভিসা দিতে চায় না সেই সকল দেশে ফ্রেশ পাসপোর্টে ভিসার জন্য আবেদন করে রিজেক্ট হয়ে পাসপোর্ট এর ক্ষতি করি।

সুতরাং নিম্নোক্ত দেশ গুলো ট্রাভেল করে আপনিও পারেন নিজেকে একজন রিয়েল ট্রাভেলার হিসেবে গড়ে তুলতে পারেন।

Enjoy an exclusive valentine duty free offer at the SriLankan Duty Free. Offer valid till 28th February 2023. Visit – ht...
03/02/2023

Enjoy an exclusive valentine duty free offer at the SriLankan Duty Free.

Offer valid till 28th February 2023. Visit – https://bit.ly/3YaQ5Jq for more information.

Address

House 15, Road 17, Banani C/A
Dhaka
1213

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Saturday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00

Alerts

Be the first to know and let us send you an email when Jabo Holidays posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jabo Holidays:

Videos

Share

Category