Travel With Sahnaz

Travel With Sahnaz আমি শাহনাজ। পেশায় একজন ব্যাংকার।দৈনন্দিন জীবনে জটিল হিসাব নিকাশের বাইরে ঘুরতে অনেক পছন্দ করি........

15/11/2023
21/10/2023

ESCAPADES ON YOUR OWN SPACE

সুন্দরবনের জোছনায় আমরা হারাচ্ছি এবার ২৭-২৮-২৯ অক্টোবরে, ২০২৩

❑❑ Itinerary - ভ্রমণবৃত্তান্ত –
★★ ১ম দিন :
যাত্রা শুরু: মংলা থেকে আমাদের ট্যুর গাইড ঠিক দুপুর ১২টায় আপনাদের রিসিভ করে ট্রলারের মাধ্যমে নির্ধারিত ক্রজে নিয়ে আসবে। ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়েই আমরা আন্ধারমানিক ইকো ট্যুরিজম স্পট দেখে হাড়বাড়িয়ার উদ্দেশ্যে রওনা দেবো। এরপর বনের ভিতর দিয়ে ছোট বড় ক্যানেল পার হয়ে কটকা/কচিখালির উদ্দেশ্যে রওনা হয়ে রাত ১ টায় পৌছানো এবং রাতে শিপের ক্যাবিনে রাত্রি যাপন ।

★★ ২য় দিন :
খুব ভোরে ট্রলারে করে কটকার অফিস পাড় (ভাগ্য সুপ্রসন্ন হলে সেখানে প্রচুর হরিন দেখা পেতে পারি) হয়ে জঙ্গলের ভিতরে ট্রেকিং করে ওয়াচ টাওয়ার দেখে জামতলা সি বীচ পাড়। সেখানে হরিন,বানর, মাছরাঙ্গা,বনমোরগ,বন্য শূকর এবং বিভিন্ন প্রজাতির পাখির কলকাকলী উপভোগ করা হবে এর পর যাবো ওয়াচ টাওয়ারে। বোটে ফিরতে ফিরতেই আমাদের দুপুর হবে।
এরপর লাঞ্চ চলতে চলতেই আমরা কচিখালীর উদ্দেশ্যে রওনা করে ডিমের চর যাব (যদি জোয়ার-ভাঁটা, আবহাওয়া অনুকূল থাকে) ও বিকাল ৪ টায় অসম্ভব সুন্দর কচিখালীতে ঘুরাঘুরি এবং কচিখালির খালে ক্যানেল ক্রজিং করে সন্ধ্যার মধ্যে শীপে ফিরে আসব। রাতে বার-বি-কিউ ডিনার করে জাহাজের ক্যাবিনে রাত্রি যাপন।

★★ ৩য় দিন :
করমজল ইকো ট্যুরিজম স্পট পৌঁছাতে আমাদের ১১টা বেজে যাবে। এখানে হরিণ, বানর দেখা যাবে। একই সাথে কুমির এবং কচ্ছপ প্রজননের জন্য করমজল বিখ্যাত।
দুপুরের খাবার খেয়ে আমরা আনুমানিক ৩টা নাগাদ মংলায় পৌঁছে যাবো যাতে ৪/৪:৩০ টার ঢাকার বাস ধরতে পারি।

❑ ট্রিপ সংক্রান্ত যেকোনো প্রয়োজনে:
📞 যুনাইদ - ০১৯৭৬৮১৮৩৩৮ - 01976818338
📞 হীরা - ০১৮৪১০৮১০৬৫ - 01841081065
(WhatsApp available on both number)

#জোছনা #জোছনাবিলাস #সুন্দরবন

27/08/2023
06/05/2023
একক কিছু সময় এ নিজের মতো টুকরো আনন্দ 💙
25/10/2022

একক কিছু সময় এ নিজের মতো টুকরো আনন্দ 💙

পাহাড় আমার অনেক পছন্দের একটা জায়গা যেখানে আমি আঁকাবাঁকা রাস্তা আর রোলারকোস্টার এর মতো জার্নি হয় তাহলে তো কথাই নেই... আমি...
25/10/2022

পাহাড় আমার অনেক পছন্দের একটা জায়গা যেখানে আমি আঁকাবাঁকা রাস্তা আর রোলারকোস্টার এর মতো জার্নি হয় তাহলে তো কথাই নেই... আমি অনেক ইনজয় করি...সমুদ্র ও সুন্দর কিন্তু পাহাড় এর মতো এতো সুন্দর না.. বৃস্টির দিনে এক সৌন্দর্য, শীতে কুয়াশায় আচ্ছন্ন আর বসন্তে যেনো আগুনে ফুল্কি.. যার আমি তিনটি রুপ দেখেছি.... তাই তো এইবার সুযোগ হয়েছে এই গ্রুপ নিয়ে যাওয়ার... এই জন্য আমি মিস করি নাই সেই পাহাড় এর সৌন্দর্য দেখা থেকে....গ্রুপ ট্যুর টা এতো মজার ছিলো তা বলে বোঝাতে পারবো না.... অনেক মজা, মাস্তি আর আনন্দ এর সীমা ছিলো না... আবারও যাবো এমন গ্রুপ নিয়ে... আমরা আবার প্ল্যান করছি এমন সুন্দর পাহাড় দেখার যেখানে কোনো কিছুর কমতি থাকবে না.... সব কিছু সময়ে সময়ে জানিয়ে দিবো...

Address

Green Road
Dhaka
1208

Telephone

+8801754235809

Website

Alerts

Be the first to know and let us send you an email when Travel With Sahnaz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby travel agencies