Passport & NID Help Center BD

Passport & NID Help Center BD All kinds of Passport Enrollment, Renewal, Correction. NID Correction. Translation of all kinds of D
(4)

07/02/2023

MRP to MRP আবার চালু হয়েছে। কাজ থাকলে দ্রুত নক দিন। মাত্র 10/15 দিনেই দেয়া সম্ভব।

By the Grace of Almighty Allah !Something New is Coming Soon ..... !!!!মহান আল্লাহ পাকের রহমতে, খুব শীঘ্রই নতুন ঘোষণা আস...
23/01/2023

By the Grace of Almighty Allah !

Something New is Coming Soon ..... !!!!

মহান আল্লাহ পাকের রহমতে, খুব শীঘ্রই নতুন ঘোষণা আসতে চলেছে ..... !!!









এন আইডি কার্ডে নিজের নাম সংশোধন এর ক্ষেত্রে যেভাবে আবেদন করবেনঃ১. শিক্ষা সনদ- এসএসসি/জিএসসি/পিএসসি। ২. অনলাইন জন্ম নিবন্...
04/01/2023

এন আইডি কার্ডে নিজের নাম সংশোধন এর ক্ষেত্রে যেভাবে আবেদন করবেনঃ
১. শিক্ষা সনদ- এসএসসি/জিএসসি/পিএসসি।
২. অনলাইন জন্ম নিবন্ধন সনদ।
৩. পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স।
৪. নিকাহনামা/ম্যারিজ সাটিফিকেট।
৫. হলফনামা।
৬. সন্তানের এন আইডি/জন্ম সনদ/শিক্ষা সনদ।
৭. চাকুরীজীবি হলে প্রফেশনাল আইডি কার্ড।

Alhamdulillah ...Our Completed & On Going tasks has shown in below ....Delivery has given within 1/2 days...
14/12/2022

Alhamdulillah ...

Our Completed & On Going tasks has shown in below ....

Delivery has given within 1/2 days...









Work In Malaysia...!!!আপনি কি মালয়েশিয়াতে কাজ করতে আগ্রহী!? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন।বাংলাদেশী মালিকানাধীন সুপ...
24/11/2022

Work In Malaysia...!!!

আপনি কি মালয়েশিয়াতে কাজ করতে আগ্রহী!?
তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন।

বাংলাদেশী মালিকানাধীন সুপার শপে জরুরী নিয়োগ চলছে।

বেতনঃ ৬০০০০/৬৫০০০ টাকা (ওভারটাইমসহ)
থাকা এবং খাওয়া মালিকের।

01964546620
01581280767- WhatsApp

Finished & On Going project ....
08/10/2022

Finished & On Going project ....





Enrolled on: 18 SeptemberReady for Issue on: 20 SeptemberIssued on: 21 Septemberধন্যবাদ প্রিয় গ্রাহক .... আপনার ট্রাভেলি...
21/09/2022

Enrolled on: 18 September

Ready for Issue on: 20 September

Issued on: 21 September

ধন্যবাদ প্রিয় গ্রাহক ....

আপনার ট্রাভেলিং আনন্দপূর্ন ও নিরাপদ হোক !





গল্প শুনবেন .... !!!???শোনাবো ... আগামীকাল ....
22/08/2022

গল্প শুনবেন .... !!!???

শোনাবো ... আগামীকাল ....

ছবিতে ফুলসহ যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, গতকাল তার জন্মদিন ছিলো। একেবারে জন্মদিনের দিনেই কাউকে কাছে পাওয়াটা একটা সৌভাগ্যে...
02/08/2022

ছবিতে ফুলসহ যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, গতকাল তার জন্মদিন ছিলো। একেবারে জন্মদিনের দিনেই কাউকে কাছে পাওয়াটা একটা সৌভাগ্যের ব্যাপার। এভাবে এখন পর্যন্ত কাউকে পাওয়া হয় নি।

একবার যখন পেয়েই গেছি, তখন জন্মদিনের মতো একটি শুভদিনে তাকে শুভেচ্ছা জানানোর সুযোগটা আর হাতছাড়া করতে চাই নি। তাই একগুচ্ছ গোলাপ দিয়ে স্মৃতির পাতায় একটা ছাপ রেখে দিলাম।

জ্বি ....আবার চালু হয়েছে 48 পাতার পাসপোর্ট।যারা এতোদিন অপেক্ষায় ছিলেন, তারা এবার আবেদন করে ফেলতে পারেন।
28/07/2022

জ্বি ....

আবার চালু হয়েছে 48 পাতার পাসপোর্ট।

যারা এতোদিন অপেক্ষায় ছিলেন, তারা এবার আবেদন করে ফেলতে পারেন।







সফলতার গল্প বলতে গেলে সবার মধ্যেই একটু অন্যরকম অনুভূতি কাজ করে। আমরাও এর ব্যতিক্রম নই।যে আবেদনটি আপনারা দেখতে পাচ্ছেন সে...
06/07/2022

সফলতার গল্প বলতে গেলে সবার মধ্যেই একটু অন্যরকম অনুভূতি কাজ করে। আমরাও এর ব্যতিক্রম নই।

যে আবেদনটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি আজ 06/07/2022 সকাল 10.30 মিনিটে উত্তরা পাসপোর্ট অফিস থেকে এনরোল করা হয়। ভদ্রলোকের পাসপোর্টটি খুব জরুরী দরকার, ছোট একটু কারেকশনও রয়েছে। আশ্বাস দিলাম, সর্বোচ্চ চেষ্টা করবো।

ফলাফল, 5 ঘন্টার মধ্যে প্রিন্ট কমপ্লিট হয়ে ডেলিভারীর পথে। এগুলোই আমাদেরকে আরো বেশি প্রেরণা যোগায় সামনে এগিয়ে যাওয়ার জন্য।











এগিয়ে চলছি আমরা .....বেড়ে চলেছে আমাদের পরিধি ....ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য।
23/06/2022

এগিয়ে চলছি আমরা .....

বেড়ে চলেছে আমাদের পরিধি ....

ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য।

আলহামদুলিল্লাহ ....এগিয়ে চলছি আমরা দুর্বার গতিতে ....জাতীয় পরিচয়পত্র সংশোধন প্রজেক্ট ...
06/06/2022

আলহামদুলিল্লাহ ....

এগিয়ে চলছি আমরা দুর্বার গতিতে ....

জাতীয় পরিচয়পত্র সংশোধন প্রজেক্ট ...



এমন ভয়াবহ সকাল যেন আমাদের আর কখনো দেখতে না হয়। সীতাকুণ্ডের কদমরসুল বিএম ডিপোর অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের প্রতি গভীর সমবেদ...
05/06/2022

এমন ভয়াবহ সকাল যেন আমাদের আর কখনো দেখতে না হয়। সীতাকুণ্ডের কদমরসুল বিএম ডিপোর অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। নিহতদের পরিবারকে আল্লাহ ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করুন এবং আহদেরকে দ্রুত সুস্থ্যতা দান করুন।

আমিন।

সরকারী ঘোষণা অনুযায়ী আপাতত 48 পৃষ্ঠার পাসপোর্টের আবেদন বন্ধ রয়েছে। আজ থেকে কেবলমাত্র 64 পৃষ্ঠার পাসপোর্টের আবেদন করা যাব...
29/05/2022

সরকারী ঘোষণা অনুযায়ী আপাতত 48 পৃষ্ঠার পাসপোর্টের আবেদন বন্ধ রয়েছে। আজ থেকে কেবলমাত্র 64 পৃষ্ঠার পাসপোর্টের আবেদন করা যাবে।

কিছু কাজ ডেলিভারীর জন্য রেডি.....কিছু কাজ আছে প্রিন্টের সিরিয়ালে ....কিছু কাজ মাত্র ব্যাকএন্ড থেকে এসে ফাইনাল অ্যাপ্রুভে...
24/05/2022

কিছু কাজ ডেলিভারীর জন্য রেডি.....

কিছু কাজ আছে প্রিন্টের সিরিয়ালে ....

কিছু কাজ মাত্র ব্যাকএন্ড থেকে এসে ফাইনাল অ্যাপ্রুভের অপেক্ষায় আছে ...

কিছু কাজ আছে পুলিশ ভেরিফিকেশনে.....

আবার কিছু কাজ আছে যেগুলো 2/1 দিনের মধ্যে এনরোল হবে .....

প্রত্যেকটি কাজের মধ্যেই নাম, বাবার নাম, মায়ের নাম এবং বয়সসহ কিছু না কিছু কারেকশন রয়েছেই। 1 দিনে রেডি হয়ে যাওয়া পাসপোর্টও রয়েছে এর মধ্যে।

আলহামদুলিল্লাহ, এভাবেই এগিয়ে চলছে আমাদের পথচলা ....







আলহামদুলিল্লাহ ....আলহামদুলিল্লাহ ..... !!!!
19/05/2022

আলহামদুলিল্লাহ ....

আলহামদুলিল্লাহ ..... !!!!

12/05/2022

প্রজেক্টের ডেলিভারী যখন সফলতার সাথে সম্পন্ন হয় তখন আমাদের অবস্থা ঠিক এমনই হয়।

আর যদি সেটা খুব ক্রিটিক্যাল কোন কাজ হয়, তাহলে আমাদের অবস্থা জানার জন্য এটা 4x স্পীডে দেখুন। 🙃🙃🙃🙃

https://fb.watch/cYA0za9DoO/

পেইজের সকল সদস্যকে জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের অগ্রীম শুভেচ্ছা ও অভিনন্দন।আপনাদের প্রতিটি দিন হয়ে উঠুক আনন্দময় ও সাফল্যম...
30/04/2022

পেইজের সকল সদস্যকে জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের অগ্রীম শুভেচ্ছা ও অভিনন্দন।

আপনাদের প্রতিটি দিন হয়ে উঠুক আনন্দময় ও সাফল্যমণ্ডিত।

যারা ঢাকার বাইরে যাচ্ছেন, বিশেষ করে বাইক নিয়ে তারা সাবধানে যাবেন। যারা বাস অথবা ট্রেনে যাবেন তারা হাত অথবা মাথা জানালার বাইরে দেবেন না। আর যারা লঞ্চে করে যাচ্ছেন, অবশ্যই লঞ্চে উঠার পরে দেখে নিন লাইফ জ্যাকেট অথবা বয়া কোথায় রাখা আছে।

সকলের ঈদ পরিবারের সাথে ভালো কাটুক।

সাত সকালেই গুড নিউজ ....!!!কারেকশনসহ মাত্র 3 দিনেই ডেলিভারীর জন্য প্রস্তুত ....!!!
27/04/2022

সাত সকালেই গুড নিউজ ....!!!

কারেকশনসহ মাত্র 3 দিনেই ডেলিভারীর জন্য প্রস্তুত ....!!!





আলহামদুলিল্লাহ....চুপেচাপেও আমাদের কিছু কাজ ডেলিভারী হয়ে যায়, যেগুলো সামনে আনার মতো সময়টাও হয়ে উঠে না।
24/04/2022

আলহামদুলিল্লাহ....

চুপেচাপেও আমাদের কিছু কাজ ডেলিভারী হয়ে যায়, যেগুলো সামনে আনার মতো সময়টাও হয়ে উঠে না।





সাধারণত আমি এসব বিষয় নিয়ে কখনো পোস্ট করি না। কারন, প্রতিদিনই 2/1 জন আসে এমন টাইপের।উনি কয়েকদিন আগে নক দিয়েছিলেন উনার পাস...
21/04/2022

সাধারণত আমি এসব বিষয় নিয়ে কখনো পোস্ট করি না। কারন, প্রতিদিনই 2/1 জন আসে এমন টাইপের।

উনি কয়েকদিন আগে নক দিয়েছিলেন উনার পাসপোর্টে বয়স কারেকশন হবে সে বিষয় নিয়ে। বয়সটা একটু বেশি ছিলো বিধায় বলেছিলাম খোজ নিয়ে জানাবো। পরবর্তীতে আজ সকালে ওনাকে নক দিয়ে বিস্তারিত বলার পরে উনি যে কথাগুলো বলেছিলেন সেগুলো সংযুক্ত স্ক্রীনশটে রয়েছে।

এক জায়গাতে উনি বলেছেন “আসল কথা কয়ে ফেলছি” .... উনি হয়তো এটা দিয়ে বুঝতে চেয়েছেন আমি ‍উনার টাকা মেরে দিয়ে চলে যাবো। উনার মতো লোকদের সাথে আসলে তর্ক করার মতো সময় আমার নেই, তাই আর তর্কে যাই নি।

উনি একটু অতিরিক্ত বলেছেন বিধায় পোস্টটা করলাম।

আল্লাহ উনাকে হেদায়েত দান করুন।

বাড়ি যাওয়ার টিকেট হয়তো দিতে পারবো না, কিন্তু টিকেট ক্রয়ের জন্য আবশ্যকীয় এই ডকুমেন্টসটি দিতে পারবো খুব দ্রুততার সাথে।প্রয়...
10/04/2022

বাড়ি যাওয়ার টিকেট হয়তো দিতে পারবো না, কিন্তু টিকেট ক্রয়ের জন্য আবশ্যকীয় এই ডকুমেন্টসটি দিতে পারবো খুব দ্রুততার সাথে।

প্রয়োজন হলে আজই যোগাযোগ করুন।

শেষ পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্টও পাসপোর্ট নিয়ে ঝামেলায় আছে ....!!!
05/04/2022

শেষ পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্টও পাসপোর্ট নিয়ে ঝামেলায় আছে ....!!!






Alhamdulillah ....!!!
04/04/2022

Alhamdulillah ....!!!




Alhamdulillah .....!!!2nd task has been delivered by 2 days only..!!!
31/03/2022

Alhamdulillah .....!!!

2nd task has been delivered by 2 days only..!!!







ভারতের ভিসায় স্থলপথে যাওয়ার সুযোগ আজ থেকে চালু হয়েছে। আর ভিসা পাওয়ার প্রধান শর্ত হচ্ছে পাসপোর্টের মেয়াদ থাকতে হবে 7 মাস।...
30/03/2022

ভারতের ভিসায় স্থলপথে যাওয়ার সুযোগ আজ থেকে চালু হয়েছে। আর ভিসা পাওয়ার প্রধান শর্ত হচ্ছে পাসপোর্টের মেয়াদ থাকতে হবে 7 মাস। তাহলে আর দেরী কেন!!?? মেয়াদ না থাকলে আজই আপনার পাসপোর্টটি রিনিউ করিয়ে নিন। সংশোধন থাকলে সেটাও করিয়ে নিতে পারেন।

**ভারতে ট্যুরিস্ট ভিসা আবেদনের পদ্ধতি অপরিবর্তিত রয়েছে। ভারতীয় ভিসা আবেদন করার জন্য যা যা লাগবে**

ভিসায় যা যা লাগবে-

১. ভারতীয় ভিসা আবেদনের জন্য পূরণকৃত ফর্ম: এ কাজটি যখন করবেন হাতে সময় নিয়ে মনোযোগ সহকারে করবেন, আবেদনপত্রে যেন কোনো ভুল না থাকে। বেশিরভাগ ভিসার আবেদনপত্রেই প্রত্যাখান হয় আবেদনপত্র ঠিকভাবে পূরণ করতে না পারার কারণে।

২। আপনার সাম্প্রতিক সময়ে তোলা ছবি। সাদা ব্যাকগ্রাউন্ড ও সাইজ হবে দুই ইঞ্চি / দুই ইঞ্চি।

৩। বিদ্যুৎ/গ্যাস বা যে কোনো একটি ইউটিলিটি বিলের ফটোকপি। মনে রাখবেন বিলে আপনার ঠিকানা যেভাবে আছে ঠিক সেভাবেই ভিসার আবেদনপত্রে দেবেন।

৪। আপনার পাসপোর্ট এবং সেই পাসপোর্টের ফটোকপি।

৫। আপনার এনআইডি কার্ড অথবা জন্মসনদ এর ফটোকপি।

৬। আপনি যদি ছাত্র হয়ে থাকেন তাহলে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ডের ফটোকপি আর যদি চাকুরিজীবি হয়ে থাকেন তাহলে NOC আর যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স এর ফটোকপি।

৭। আর্থিক স্বচ্ছলতার প্রমাণ দেখাতে হবে। এক্ষেত্রে আপনার পাসপোর্টে ব্যাংক থেকে ১৫০ ডলার এনডোর্স করা থাকবে। এছাড়া ব্যাংক স্টেটমেন্ট যেখানে সর্বশেষ ব্যালেন্স ২০,০০০ টাকা আছে, দিলে হবে। আর যদি আপনার ক্রেডিট কার্ড এনডোর্স করা থাকে সেক্ষেত্রে পাসপোর্টের যে পৃষ্ঠায় ক্রেডিট কার্ড এনডোর্স করা আছে সে পৃষ্ঠার ফটোকপি ও ক্রেডিট কার্ডের উভয় পিঠের ফটোকপি দিলে চলবে।

৮। এম্বেসিতে প্রবেশের পূর্বে ভিসা ফি বাবদ ৮০০ টাকা পরিশোধ করতে হবে।

কাগজপত্র আইভ্যাকের কর্মকর্তারা দেখে আপনাকে একটা টোকেন দিয়ে পাসপোর্ট জমা কাগজপত্রসহ জমা রেখে দিবে। টোকেনে উল্লেখিত দিনে যেয়ে আপনি আপনার পাসপোর্ট ফেরত নিয়ে আসবেন। মনে রাখবেন পাসপোর্ট জমা নেয় সকাল ৯ টা থেকে দুপুর ১২:৩০টা পর্যন্ত (যমুনা ফিউচার পার্কে ১:৩০ পর্যন্ত নেয়)। আর পাসপোর্ট সংগ্রহ করতে যাবেন বিকাল তিনটা থেকে পাঁচটার মধ্যে।








প্রতিটা কাজের পিছনেই আসলে কিছু না কিছু গল্প থাকে। কিন্তু সেগুলোর মধ্যেও কিছু থাকে খুব আলাদা ধরনের। ঠিক তেমনই একটি গল্প আ...
28/03/2022

প্রতিটা কাজের পিছনেই আসলে কিছু না কিছু গল্প থাকে। কিন্তু সেগুলোর মধ্যেও কিছু থাকে খুব আলাদা ধরনের। ঠিক তেমনই একটি গল্প আজ আপনাদের সাথে শেয়ার করছি। গোপন রাখার স্বার্থে তার নাম দিলাম তুলি।

যে কোন একটা মাধ্যমে তুলি আপু আমার সাথে যোগাযোগ করেন জানুয়ারীর 15/16 তারিখে। তিনি পাসপোর্টের জন্য আবেদন করেছেন 2021 সালের আগস্টের 31 তারিখে। ডেলিভারী স্লিপ অনুযায়ী সেটা হাতে পাওয়ার কথা সেপ্টেম্বরের 21 তারিখে।
কিন্তু ডেলিভারীতো দূরের কথা, তার আবেদন ঐদিন পর্যন্ত ব্যাকএন্ডেই আটকে আছে। রিকুয়েস্ট করলেন যেন দ্রুত পাসপোর্টটি বের করে দেয়ার ব্যবস্থা করি।

প্রয়োজনীয় তথ্যাদি নিয়ে খোঁজ নিতে শুরু করলাম। দেখলাম বেশ কিছু সংশোধনসহ তিনি তার আগের পাসপোর্ট থাকার বিষয়টি গোপন করেছেন। যাবতীয় আলোচনা শেষ করে কাজ শুরু করে দিলাম। সময় নিলাম 17/18 দিন।

কাজ শুরুর প্রথমেই ধাক্কা। রি-ওয়ার্কে ফিরিয়ে এনে যখন নতুন করে সাবমিট করবো তখন বললো জিডি কপি লাগবে। কিন্তু পাসপোর্টতো হারিয়ে গেছে, সাপোর্টিং ডকুমেন্টসও নাই, পাসপোর্ট নম্বর ছাড়াতো জিডি করা যাবে না।

অনেক খোঁজাখুজির পরে একটা ফটোকপি পাওয়া গেলো, কিন্তু অস্পষ্ট। কোনমতে পাসপোর্ট নম্বরটা বোঝা যাচ্ছে। জিডি করলাম, জমা দিলাম। সময় পেরিয়ে গেলে মোটামুটি 12 দিন। রি-ওয়ার্ক ছাড়ে না।

আবার যোগাযোগ করলাম, যা শুনলাম সেটাতে চরম আকারের আশাহত হতে হলো। সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে জিডি পাসপোর্ট জমা হয় না। করনীয় সম্পর্কে জানতে চাইলে জানালো আগারগাও থেকে একটা রিপোর্ট হয়, সেই রিপোর্টে নম্বর উঠলে তবেই রি-ওয়ার্ক ছাড়বে।

অপেক্ষায় রইলাম, নম্বর উঠলো আরো 12 দিন পরে, তাও রি-ওয়ার্ক ছাড়ে না। আবার যোগাযোগ করলাম। এবার যা শুনলাম তাতে রীতিমত হাড় হিম করা সংবাদ।

জানালাম তুলি আপুকে। তিনি তো শোনার সাথে সাথে পারলে কেঁদেই ফেলেন। পাসপোর্ট অফিস থেকে বেশকিছু ডকুমেন্টস চাইলো। অনেক যুদ্ধ করে সেগুলো যোগাড় করে জমা দিলাম। সাথে তাকে বললাম চিন্তা না করে, আল্লাহর উপর ভরসা করতে।

বেশ কয়েকবার এটা নিয়ে কথাও হলো। সর্বশেষ রি-ওয়ার্ক ছাড়লো মার্চের 16 তারিখে। আমিও নিশ্চিন্ত হলাম। এরপর ব্যাকএন্ড ছাড়িয়ে প্রিন্টে পাঠিয়ে 24 তারিখে ডেলিভারীর জন্য রেডি হয়ে যায়, এবং তুলি আপু গতকাল 27 তারিখ গিয়ে ডেলিভারী নিয়ে আসেন।

গল্পটি শেয়ার করার কারন হচ্ছে, আমি নারী দিবসে আমার পোস্টের মাধ্যমে যে কয়জন নারীর কথা উল্লেখ করেছিলাম, তার মধ্যে তুলি আপু একজন। যিনি তার দৃঢ় মনোবলের কারনে জীবনের কঠিনতম এক বিপদ থেকে ফিরে আসতে পেরেছিলেন।

আমাদের উপর বিশ্বাস ও আস্থা রাখার জন্য তুলি আপুকে অসংখ্য ধন্যবাদ। তার অনাগত দিনগুলোর জন্য রইল অনেক অনেক শুভকামনা।

আর পাসপোর্ট যেহেতু করেছেন, সেহেতু ঘুরতে তো অবশ্যই যাবেন। সো, হ্যাপি ট্রাভেলিং!!!

💗💗💗💗

27/03/2022

আগামীকালের জন্য একটা গল্প লোডিং.....!!!

পড়তে হলে সাথেই থাকুন।

Alhamdulillah !!
22/03/2022

Alhamdulillah !!





Address

Dhaka

Telephone

+8801964546620

Website

Alerts

Be the first to know and let us send you an email when Passport & NID Help Center BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Passport & NID Help Center BD:

Share


Other Passport & Visa Services in Dhaka

Show All