বাংলাদেশী পর্যটক গ্রুপ- BPG

বাংলাদেশী পর্যটক গ্রুপ- BPG বাংলাদেশী পর্যটক গ্রুপ-BPG, দেশের ভ্রমনপ্রিয় মানুষের আস্থা ও ভালোবাসার নাম।

পড়ন্ত বিকালে একটি মাছ ধরার দৃশ্য।
13/04/2024

পড়ন্ত বিকালে একটি মাছ ধরার দৃশ্য।

সাগর থেকে ভেসে আসে বলে এর নাম সাগর কলা 😳🤭
10/04/2024

সাগর থেকে ভেসে আসে বলে এর নাম সাগর কলা 😳🤭

নীলাম্বরের ক্লান্ত চৈত্রের দুপুর।
09/04/2024

নীলাম্বরের ক্লান্ত চৈত্রের দুপুর।

সীতাকুণ্ড।
08/04/2024

সীতাকুণ্ড।

আলহামদুলিল্লাহ আজ পবিত্র রমজানের শেষ জুম্মা জুমাতুল বিদা,জানি না কতটুকু আল্লাহ তুমার সন্তুষ্টি অর্জন করতে পারছি।আজ এই জু...
05/04/2024

আলহামদুলিল্লাহ আজ পবিত্র রমজানের শেষ জুম্মা জুমাতুল বিদা,জানি না কতটুকু আল্লাহ তুমার সন্তুষ্টি অর্জন করতে পারছি।আজ এই জুমাতুল বিদার উছিলায় আমাদের সকল গুনাহ ক্ষমা করে দাও আমিন।

04/04/2024
এই স্থান গুলো চোখে না দেখলে অনেক কিছু মিস করবেন।তাই ভ্রমন করুন প্রকৃতিকে দেখুন।
03/04/2024

এই স্থান গুলো চোখে না দেখলে অনেক কিছু মিস করবেন।
তাই ভ্রমন করুন প্রকৃতিকে দেখুন।

জীবন সবখানেই সুন্দর যদি তাকে সুন্দর করে বানানো যায়।
03/04/2024

জীবন সবখানেই সুন্দর যদি তাকে সুন্দর করে বানানো যায়।

ভ্রমনেই তৃপ্তি দিয়ে থাকে।
02/04/2024

ভ্রমনেই তৃপ্তি দিয়ে থাকে।

কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে রাখাইন পল্লী। মিসরিপাড়া, কেরানীপাড়া এবং আমখোলাপাড়ার মতো গ্রামগু...
02/04/2024

কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে রাখাইন পল্লী। মিসরিপাড়া, কেরানীপাড়া এবং আমখোলাপাড়ার মতো গ্রামগুলো নিয়ে রাখাইন পল্লী একটি চমৎকার জায়গা। রাখাইন পল্লীতে বসবাসরত সম্প্রদায়ের অনন্য জীবনধারা, সংস্কৃতি ও ঐতিহ্য যেকোনো দর্শনার্থীকেই মুগ্ধ করবে।

"মাত্র ১০৯৯ টাকায় রাঙ্গামাটি ভ্রমণ BPG এর সাথে!➖➖➖➖➖➖➖➖➖পাহাড়ি জনপদের মানুষের সাথে মিশে যাওয়া, পাহাড়ি মেঠোপথ বেয়ে ছুটে চ...
02/04/2024

"মাত্র ১০৯৯ টাকায় রাঙ্গামাটি ভ্রমণ BPG এর সাথে!
➖➖➖➖➖➖➖➖➖
পাহাড়ি জনপদের মানুষের সাথে মিশে যাওয়া, পাহাড়ি মেঠোপথ বেয়ে ছুটে চলা, কাপ্তাই লেকের মোহনীয় সৌন্দর্যে মুগ্ধ হওয়ার সুযোগ লুফে নিতে আপনাদের জন্য আমাদের এই আয়োজন!

🔰দর্শনীয়_স্থানসমূহঃ
🟢 কাপ্তাই লেক!
🟢 পলওয়েল পার্ক!
🟢 ঝুলন্ত ব্রিজ!
🟢 শুভলং ঝর্ণা!
🟢 বৌদ্ধ বিহার স্বর্ন মন্দির!
🟢 আদিবাসীদের তাতপল্লি!
🟢 শহিদ মিনার!

২০১৪ সালের ১৯ মার্চ রাঙামাটিতে বেড়াতে এসে কাপ্তাই লেকে ইঞ্জিনচালিত বোট উল্টে পানিতে ডুবে মৃত্যু হয় আমেরিকান প্রবাসী আল...
01/04/2024

২০১৪ সালের ১৯ মার্চ রাঙামাটিতে বেড়াতে এসে কাপ্তাই লেকে ইঞ্জিনচালিত বোট উল্টে পানিতে ডুবে মৃত্যু হয় আমেরিকান প্রবাসী আলাউদ্দিন পাটোয়ারী ও তার স্ত্রী আইরিন লিমা।[১] তিন দিন পর তাদের একে-অপরের জড়িয়ে ধরে থাকা নিথর দেহ কাপ্তাই লেক থেকে উদ্ধার করে নৌ-বাহিনী, পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের লোকজন। স্বামী-স্ত্রীর এমনভাবে বাঁচার চেষ্টা এবং মর্মান্তিক মৃত্যু একটি বিরল ঘটনা। তাদের ভালোবাসাসহ পৃথিবীর সকল ভালোবাসার মানুষদের প্রতি শ্রদ্ধা জানাতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড’র উদ্যোগে LOVE POINT নির্মাণ করা হয়।

রাঙ্গামাটি ভ্রমন মাত্র ১০৯৯ টাকায়। এবার ঈদে হবে ঘুরা ঘুরি।
01/04/2024

রাঙ্গামাটি ভ্রমন মাত্র ১০৯৯ টাকায়।
এবার ঈদে হবে ঘুরা ঘুরি।

লাল কাঁকড়া মন ভরে দেখতে চাইলে এবার ঈদে চলেন আমাদের সাথে কুয়াকাটা। ঈদের ২য় দিন মাত্র ৩১৯৯ টাকায় কুয়াকাটা ভ্রমন।
01/04/2024

লাল কাঁকড়া মন ভরে দেখতে চাইলে এবার ঈদে চলেন আমাদের সাথে কুয়াকাটা।
ঈদের ২য় দিন মাত্র ৩১৯৯ টাকায় কুয়াকাটা ভ্রমন।

📣মাত্র ২৪৯৯ টাকায়,কক্সবাজার ভ্রমণ!আপনাদের সবচেয়ে প্রিয় গ্রুপ BPG এর সাথে। 🏞️  #দর্শনীয়_স্থানসমূহ: #কক্সবাজার_শহর #কলাতলী...
31/03/2024

📣মাত্র ২৪৯৯ টাকায়,কক্সবাজার ভ্রমণ!
আপনাদের সবচেয়ে প্রিয় গ্রুপ BPG এর সাথে।

🏞️ #দর্শনীয়_স্থানসমূহ:
#কক্সবাজার_শহর
#কলাতলী_বিচ
#সুগন্ধা_পয়েন্ট
#লাবনী_পয়েন্ট
#বার্মিজ_মার্কেট
#ঝিনুক_মার্কেট
#মেরিন_ড্রাইভ
#ইনানী_বিচ
#হিমছড়ি_পাহাড়
#হিমছড়ি_ঝর্ণা

গ্রাম বাংলার অসাধারণ একটি রাস্তা।
31/03/2024

গ্রাম বাংলার অসাধারণ একটি রাস্তা।

আজও রহস্যে ঘেরা দুইশ বছর আগের ‘সোনার নৌকা’
31/03/2024

আজও রহস্যে ঘেরা দুইশ বছর আগের ‘সোনার নৌকা’

কুয়াকাটা সৈকত থেকে সদা সতর্ক ও ‘লাজুক’ লাল কাঁকড়ার দর্শন পেতে ওই চরে যেতে হবে মোটরসাইকেল বা অন্য কোনো বাহনে চেপে। কেননা...
30/03/2024

কুয়াকাটা সৈকত থেকে সদা সতর্ক ও ‘লাজুক’ লাল কাঁকড়ার দর্শন পেতে ওই চরে যেতে হবে মোটরসাইকেল বা অন্য কোনো বাহনে চেপে। কেননা লাল কাঁকড়া পায়ের শব্দে তড়িৎ গতিতে গর্তে লুকিয়ে পড়ে। ফলে হেঁটে গেল ক‍াছ থেকে লাল কাঁকড়া দর্শনের সাধ অপূর্ণই থেকে যাওয়ার সম্ভাবনা বেশি।

ছরি যখন মাছের মুখের ভিতরে বসে তোলা হয়।
30/03/2024

ছরি যখন মাছের মুখের ভিতরে বসে তোলা হয়।

এই ঈদে কক্সবাজার ভ্রমন করুন মাত্র ২৪৯৯ টাকায়।
30/03/2024

এই ঈদে কক্সবাজার ভ্রমন করুন মাত্র ২৪৯৯ টাকায়।

দূর থেকে দেখলে মনে হবে বালুচরে অসংখ্য লাল বর্ণের কিছু ছিটিয়ে রাখা রয়েছে।সাম‍ান্য দূরত্বে আছড়ে পড়ছে সমুদ্রের বিশালাকার ঢে...
29/03/2024

দূর থেকে দেখলে মনে হবে বালুচরে অসংখ্য লাল বর্ণের কিছু ছিটিয়ে রাখা রয়েছে।
সাম‍ান্য দূরত্বে আছড়ে পড়ছে সমুদ্রের বিশালাকার ঢেউ; এলোচুলের পাগলা হাওয়া; ওপরে সুনীল আকাশ।
আর বিস্তীর্ণ বালুকাবেলাজুড়ে ছুটোছুটিতে মত্ত লাল কাঁকড়া।

ঈদের ছুটিতে মাত্র- ১০৯৯/- সিলেট ভ্রমণ করুন,BPG এর সাথে😲আপনার প্রিয় মানুষকে নিয়ে ঘুরে আসুন সিলেট থেকে। আমরা যাচ্ছি-১। মেঘ...
29/03/2024

ঈদের ছুটিতে মাত্র- ১০৯৯/- সিলেট ভ্রমণ করুন,BPG এর সাথে😲

আপনার প্রিয় মানুষকে নিয়ে ঘুরে আসুন সিলেট থেকে।
আমরা যাচ্ছি-
১। মেঘালয়ের পাদদেশে ভোলাগঞ্জ সাদাপাথর,
২। রাতারগুল সোয়াম্প ফরেস্ট,
৩। মালিনীছড়া চা-বাগান ও
৪। হযরত শাহজালাল রঃ এর মাজারে❤️

29/03/2024

ভ্রমন মানেই নেসা

28/03/2024

এই ঈদে সিলেট যাবেন কে কে

মাইলকে-মাইল বালুচরজুড়ে লাল কাঁকড়ার সমারোহ। এখানে-সেখানে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে-ছিটিয়ে আছে অসংখ্য লাল কাঁকড়া।
28/03/2024

মাইলকে-মাইল বালুচরজুড়ে লাল কাঁকড়ার সমারোহ। এখানে-সেখানে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে-ছিটিয়ে আছে অসংখ্য লাল কাঁকড়া।

28/03/2024

সীতাকুণ্ড যখন ঝর্ণায় পানি থাকে।

28/03/2024

চলুন ট্রেন ভ্রমণ করি 🤍।

27/03/2024

কে কোথায় যেতে চান।

Address

Uttor Badda, Badda
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশী পর্যটক গ্রুপ- BPG posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বাংলাদেশী পর্যটক গ্রুপ- BPG:

Videos

Share

Category

Nearby travel agencies



You may also like