27/11/2022
# # সিশেলস এ জ-ব ভি-সা # #
ভি-সার পর টাকা।১০০% ম্যানপাওয়ার করে ফ্লাই।
মরিশাস এর পাশে সুন্দর একটা দ্বীপ।
এখানকার আবহাওয়া অনেক ভালো।
এখানে ব্যবসা বা জব করে অনেক টাকা পাওয়া যায়।
সিশেলস এর ১ রুপিতে বাংলাদেশের ৭ টাকা পাওয়া যায় ।
এখানকার ভাষা ফ্রান্স,ইংলিশ।
রাজধানীর নাম ভিক্টোরিয়া।
এই দেশে বোয়েসেলের মাধ্যমে নিম্নলিখিত পদে কিছু লোক নি*য়ো*গ করা হচ্ছে:
[ ১.] ফ্যাক্টরি: থাই অ্যালুমিনিয়াম, ফুড, জুস,কাঠ।
বেতন: ৯০০০ রুপি(৬৩,০০০ টাকা)
ডিউটি: ৮ ঘন্টা।
থাকা ফ্রি, খাবার জন্য আলাদা টাকা দিবে।
ওভার টাইম আছে।
কোন এক্সপেরিয়েন্স লাগবে না।
[২.] আবাসিক হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট, হসপিটাল, সিটি কর্পোরেশন ক্লিনার।
বেতন: ৭০০০/৯০০০ রুপি
(৪৯০০০/৬৩০০০)টাকা
ডিউটি: ৮ ঘন্টা।
থাকা ফ্রি, খাবার নিজের।
ওভার টাইম আছে।
কোন এক্সপেরিয়েন্স লাগবে না।
[৩.] প্যাকেজিং /ডেইরি ফার্মঃ/গ্রীন হাউজ/সবজি বাগান/ (অপারেটর/লেবার)
বেতন: ৯০০০ রুপি (৬৩০০০ টাকা)
ডিউটি: ৮ ঘন্টা।
থাকা ফ্রি, খাবার নিজের।
ওভার টাইম আছে।
কোন এক্সপেরিয়েন্স লাগবে না।
[৪. ] কন্সট্রাকশন (স্কিলড): কর্পেন্টার, মেসন, টাইলস্ মিস্ত্রি, রড বাইন্ডিং মিস্ত্রি, পেইন্টার, প্লাম্বার, অটো মেকানিক।
বেতন: ৭০০০-১১০০০ রুপি
( ৪৯০০০-৭৭০০০ টাকা)
ডিউটি:৮ ঘন্টা।
থাকা ফ্রি, খাবার নিজের।অনেক জায়গায় খাওয়া ফ্রী।
ওভার টাইম আছে।
এক্সপেরিয়েন্স লাগবে।
[৫. ] রিসোর্ট এর কুকঃ
বেতনঃ ১০০০০-১৮০০০ রুপি
(৭৭০০০০-১২৬০০০টাকা)
থাকা ও খাওয়া ফ্রী
ডিউটি ৮ ঘন্টা। ওভার টাইম আছে।
[৬.] রিসোর্ট সুপারভাইজার /ম্যানেজারঃ
বেতন ঃ ১০০০০-১৮০০০ রুপি
(৭৭০০০-১২৬০০০ টাকা)
থাকা ও খাওয়া ফ্রী
ডিউটি ৮ ঘন্টা। ওভার টাইম আছে।
[৭.] রিসোর্ট /আবাসিক হোটেল ঃ রয়, ওয়েটার
বেতনঃ ৭০০০-১০০০০ রুপি
(৪৯০০০-৭০০০০ টাকা)
থাকা ও খাওয়া ফ্রী
ডিউটি ৮ ঘন্টা। ওভার টাইম আছে।
ইংরেজি জানতে হবে।স্মার্ট হতে হবে।বয়স কম হতে হবে।
[৮] দোকান সেলসম্যান/হাউসকিপিং/টেইলার্স/ড্রাইভার
বেতন-৭৫০০ রুপি(৫৩০০০ টাকা)
ডিউটি ৮ ঘন্টা
থাকা ও খাওয়া ফ্রি ।
ওভার টাইম আছে ।
কোন এক্সপেরিয়েন্স লাগবে না।
বি:দ্র: কুক, ম্যানেজার, সুপারভাইজার, এগুলোতে অবশ্যই ৩ বছরের অভিজ্ঞতার