Fly With Facto

Fly With Facto One Of The Best Travel Agency In Dhaka Founded in 2013, but we are starting commercial events & corporate tours in 2015. We are the best travel agency.
(15)

আমেরিকার ভিসা ইন্টারভিউ ডেইট নিয়ে চিন্তিত? আমরা আছি আপনার পাশে! Fly With Facto বিশ্বস্ত ও পেশাদার সার্ভিসের মাধ্যমে B1/B...
18/11/2024

আমেরিকার ভিসা ইন্টারভিউ ডেইট নিয়ে চিন্তিত?
আমরা আছি আপনার পাশে! Fly With Facto বিশ্বস্ত ও পেশাদার সার্ভিসের মাধ্যমে B1/B2 এবং F1/F2 ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুকিং সহজ করে দিচ্ছে। আমাদের বিশেষজ্ঞ দল দ্রুততম সময়ে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করতে সাহায্য করবে, যাতে আপনি ঝামেলাবিহীনভাবে আপনার ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।
📞 আমাদের হটলাইন:
01623-982134
💼📇আমাদের অফিস ঠিকানাঃ
House 16, Road 11, Sector 10, Uttara model town, Uttara, Dhaka-1230

CANADA 10 FILE SUBMISSION DONE..
29/07/2024

CANADA 10 FILE SUBMISSION DONE..

👍👍🇨🇦🇨🇦Canada Confirm Visa in 2 Months Only🇨🇦🇨🇦👉🏻Canada TRV Visa 10 Year Multiple 🧭👉🏻Don't miss THIS Opportunity if you w...
26/07/2024

👍👍🇨🇦🇨🇦Canada Confirm Visa in 2 Months Only🇨🇦🇨🇦
👉🏻Canada TRV Visa 10 Year Multiple

🧭👉🏻Don't miss THIS Opportunity if you want a Canadian TRV Permit...

👉🏻Limited Time Offer Direct Company Invitation
👉🏻A-Z Support Available

💁‍♀️Document Required -
1) Passport BIO Soft copy update and previous
2)Canadian Size Picture Soft Copy

3) Family Information with phone number ,need all family member details
4) NID Soft Copy
5) Age Limit ( 30-60 ) this age limit only for current invitation.

✈️Only serious candidate contact with us don't waste our time.

👉🏻Exclusive Price Only For This Slot 7 Lac BDT Total.
Whatsapp - +8801600322310
Hotline - 01580333350
Office Location - Uttara House 13 ,Road 05, Sector 12

🇨🇦🇨🇦 Sure Short Visa Don't Waste Time If Want Visa 🇨🇦🇨🇦

অনেকের কাছেই আমরা শুনে থাকি, আমেরিকায় যাওয়া খুবই কঠিন, এমনকি সহজে ভিসা পাওয়া যায় না! 🤔👉 আসলে বাস্তবতা হলো আমেরিকার ৫ (পা...
29/05/2024

অনেকের কাছেই আমরা শুনে থাকি, আমেরিকায় যাওয়া খুবই কঠিন, এমনকি সহজে ভিসা পাওয়া যায় না! 🤔

👉 আসলে বাস্তবতা হলো আমেরিকার ৫ (পাঁচ) বছরের মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা (B1-B2) বাংলাদেশ থেকে পাওয়া খুবই সহজ, যদি আপনি সঠিক পন্থায় এবং সঠিক প্রতিষ্ঠানের মাধ্যমে ভিসা প্রসেসিং করেন! 🇺🇸🇺🇸🇺🇸

✨ আমরা অনেকেই আমেরিকার ভিসার জন্য আবেদন করতে ভয় পাই, কারণ আমরা মনে করে থাকি অন্য সব উন্নত দেশগুলোর মতো ট্যুরিস্ট ভিসা প্রসেসিং এর সময় অনেক ডকুমেন্টস সাবমিট করতে হয়, পূর্বেই বায়োমেট্রিক্স নেয়া হয় এবং পরে ইন্টারভিউ এর মাধ্যমে ভিসা ইস্যু অথবা রিফিউস করা হয়।

কিন্তু আমেরিকান ট্যুরিস্ট ভিসার (B1-B2) ক্ষেত্রে পদ্ধতিটি সম্পূর্ণই ভিন্ন এবং সহজ! 💖
এই ভিসা পাওয়ার জন্য অনেক বেশী কাগজপত্র দরকার নেই! এমনকি আপনার ব্যাংক স্টেটমেন্ট বা এসেট ভ্যালুয়েশনও চাইবে না! এছাড়াও আপনার যদি একাধিক দেশ ভিজিট করা থাকে তাহলে সেটা নিঃস্বন্দেহে ভিসা পাওয়ার ক্ষেত্রে একটা সহায়ক ভূমিকা পালন করবে, কিন্তু এর অর্থ এই নয় যে বিভিন্ন দেশ ভিজিট করা থাকলেই আপনি আমেরিকার ভিসা পেয়ে যাবেন। 🇺🇸 🗽

✅ আপনার যদি সঠিক কৌশল জানা থাকে তাহলে সাদা পাসপোর্টেও সহজেই আপনি আমেরিকার ভিসা পেতে পারেন!🇺🇸💖

🗽 আমেরিকান ট্যুরিস্ট ভিসার প্রথম দুইটি ধাপ হলোঃ
১। সিজিআই প্রোফাইল তৈরি করা।
২। ভিসা ফি এর রিসিপ্ট প্রিন্ট আউট করে ইস্টার্ন ব্যাংকের (EBL) যে কোনো ব্রাঞ্চে অফলাইনে জমা দেওয়া |আর আপনার যদি (EBL) ব্যাংকে একাউন্ট থাকে তাহলে (EBL) ব্যাংকের APP-এর মাধ্যমে অনলাইন-এ ভিসা ফি জমা দিতে পারবেন।

✨ বর্তমানে জনপ্রতি ভিসা ফি হচ্ছে $১৮৫ ডলার যা বর্তমান বাজারের ডলার মূল্য অনুযায়ী হচ্ছে ২১,০৯০ টাকা। 💵

✅ আমেরিকান মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা বাংলাদেশ থেকে সাধারণত ৫ বছরের জন্য দেওয়া হয় এবং এই ভিসাটি মূলতো ২টি গুরুত্বপূর্ণ বিষয় এর উপর ভিত্তি করে হয়ে থাকে।
✨ প্রথমত : DS-160: Online Nonimmigrant এপ্লিকেশন ফর্ম এর উপর।
✨ দ্বিতীয়ত : ভিসা অফিসারের সাথে একটি শর্ট ইন্টারভিউ এর উপর।

✅ DS -160 ফর্ম কেন গুরুত্বপূর্ণ ?
- যেহেতু আমেরিকান ট্যুরিস্ট ভিসা ব্যক্তিগত তথ্য ও ইন্টারভিউ ভিত্তিক, তাই DS-160 ফর্মে সকল ব্যক্তিগত ও পারিবারিক তথ্য নির্ভুল ও সঠিকভাবে প্রদান করতে হয়। একটা বিষয় মনে রাখবেন, সঠিকভাবে DS-160 এপ্লিকেশন ফর্মটি পূরণ করলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা ৭০% নিশ্চিত হয়ে যাবে।

✅ ভিসা অফিসারের সাথে ইন্টারভিউ কেমন হবে?
- ভিসা অফিসারদের বেশিরভাগ প্রশ্ন আপনাদের দেওয়া DS-160 ফর্ম এর উপর ভিত্তি করেই হয়ে থাকে। ইন্টারভিউয়ের উপর মূলত বাকী ৩০% সম্ভবনা নির্ভর করে। এছাড়া সাক্ষাৎকারের সময়কাল মূলত ২-৩ মিনিটের হয়ে থাকে (কারো কারো ক্ষেত্রে ৫-১০ মিনিট পর্যন্ত দীর্ঘ হয়)। এই অল্প সময়ে ভিসা অফিসারগণ মূলত আপনাদের সাইকোলজিকালি পরীক্ষা করে। আপনার বডি ল্যাঙ্গুয়েজ, বাচনভঙ্গি, ড্রেস আপ থেকে শুরু করে আপনি কিভাবে কনসুলার অফিসারদের প্রতিটি প্রশ্নের সু-ব্যাখ্যা সংক্ষেপে দিতে পারছেন সবকিছুর উপর বিবেচনা করে তারা তাৎক্ষণিকভাবে একটি সিদ্ধান্ত নেয়। এছাড়াও আপনি কেন আমেরিকা যাবেন তার সুনির্দিষ্ট কারণ দেখাতে হবে। ইন্টারভিউ এর সময় ভিসা অফিসারদের বুঝাতে হবে যে, আপনার আমেরিকা যাওয়ার সুনির্দিষ্ট কারণ আছে এবং আপনি আমেরিকায় যাবেন এবং নির্ধারিত সময়ের মধ্যে ফিরে আসবেন, তাহলেই আপনার ভিসা হবে।

✅ তাই, আপনি যখন আমেরিকার ট্যুরিস্ট ভিসার (B1+B2) জন্য আবেদন করবেন, তখন অবশ্যই আপনার DS-160 ফর্মটি কোন দক্ষ এবং অভিজ্ঞ হাতে পূরণ করতে হবে। কেননা, DS-160 ফর্ম সঠিকভাবে পূরণ করতে না পারলে এটি শুধুমাত্র আপনার রিফিউজ এর কারণই হবেনা, বরং পরবর্তীতে আবেদন করার সময়েও জটিলতা সৃষ্টি করবে।

বাংলাদেশ থেকে ফ্রান্সের ভিসার জন্য আবেদন করার প্রক্রিয়া বেশ কিছু ধাপ ও ডকুমেন্টেশনের প্রয়োজন হয়। ফ্রান্সের ভিজিট ভিসা...
21/05/2024

বাংলাদেশ থেকে ফ্রান্সের ভিসার জন্য আবেদন করার প্রক্রিয়া বেশ কিছু ধাপ ও ডকুমেন্টেশনের প্রয়োজন হয়। ফ্রান্সের ভিজিট ভিসা (শেঞ্জেন ভিসা) ৯০ দিনের কম সময়ের জন্য ভ্রমণকারীদের জন্য হয়। নিচে বিস্তারিত প্রক্রিয়া তুলে ধরা হলো:

ধাপ ১: ভিসার ধরন নির্ধারণ
আপনার ভ্রমণের উদ্দেশ্য এবং সময়কাল অনুযায়ী, আপনি কোন ধরনের ভিসার জন্য আবেদন করবেন তা নির্ধারণ করুন। সাধারণত, ফ্রান্সের জন্য শেঞ্জেন ভিজিট ভিসা (শর্ট স্টে) পর্যটন, ব্যবসা, বা পরিবার ও বন্ধুদের সাথে দেখা করার জন্য হয়ে থাকে।

ধাপ ২: আবেদন ফর্ম পূরণ
ফ্রান্সের শেঞ্জেন ভিজিট ভিসার জন্য আবেদন ফর্ম পূরণ করতে হবে। এটি অনলাইনে পাওয়া যেতে পারে [France-Visas ওয়েবসাইটে](https://france-visas.gouv.fr/)।

ধাপ ৩: প্রয়োজনীয় ডকুমেন্টস সংগ্রহ
নিম্নলিখিত ডকুমেন্টসগুলি সাধারণত ফ্রান্সের ভিজিট ভিসার জন্য প্রয়োজন হয়:

1. পাসপোর্ট: আপনার পাসপোর্টটি ভিসার আবেদন জমা দেওয়ার তারিখ থেকে কমপক্ষে তিন মাস পর পর্যন্ত বৈধ হতে হবে এবং এতে অন্তত দুটি খালি পৃষ্ঠা থাকতে হবে।

2. আবেদন ফর্ম: সম্পূর্ণ পূরণ করা এবং স্বাক্ষর করা শেঞ্জেন ভিসা আবেদন ফর্ম।

3. ফটো: সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি (বায়োমেট্রিক ফটো)।

4. ফ্লাইট বুকিং: ফ্রান্সে আসা-যাওয়ার নিশ্চিত ফ্লাইট টিকেট।

5. হোটেল রিজার্ভেশন: ফ্রান্সে থাকার সময়কালীন হোটেল বুকিং বা থাকার ব্যবস্থা।

6. বীমা: ভ্রমণ স্বাস্থ্য বীমা, যা শেঞ্জেন অঞ্চলে আপনার পুরো থাকার সময়কালের জন্য অন্তত ৩০,০০০ ইউরো পর্যন্ত কভার করবে।

7. আর্থিক ক্ষমতার প্রমাণ: আপনার ভ্রমণ এবং ফ্রান্সে থাকার সময়কালের জন্য পর্যাপ্ত অর্থের প্রমাণ। এটি ব্যাংক স্টেটমেন্ট, চাকরির সার্টিফিকেট, বা স্পনসরশিপ লেটার হতে পারে।

8. কাভার লেটার: আপনার ভ্রমণের উদ্দেশ্য এবং বিস্তারিত বিবরণ সহ একটি চিঠি।

9. ভিসা ফি: নির্ধারিত ভিসা ফি জমা দেওয়া।

ধাপ ৪: ভিসা আবেদন জমা
ফ্রান্সের ভিসা আবেদন গ্রহণের জন্য নির্ধারিত ভিসা আবেদন কেন্দ্র (VFS Global) বা ফ্রান্সের দূতাবাসে ভিসা আবেদন জমা দিতে হবে। VFS Global বাংলাদেশের বিভিন্ন স্থানে অবস্থিত।

ধাপ ৫: বায়োমেট্রিক তথ্য প্রদান
ভিসা আবেদন জমা দেওয়ার সময়, আপনাকে আপনার বায়োমেট্রিক তথ্য (ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি) প্রদান করতে হবে।

ধাপ ৬: সাক্ষাৎকার
কিছু ক্ষেত্রে, ভিসা অফিসার সাক্ষাৎকারের জন্য আপনাকে ডাকতে পারেন। এই সময় আপনার ভ্রমণের উদ্দেশ্য এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সম্পর্কে প্রশ্ন করা হতে পারে।

ধাপ ৭: ভিসা প্রসেসিং সময়
ভিসা আবেদন জমা দেওয়ার পর সাধারণত ১৫ কার্যদিবসের মধ্যে ফলাফল জানা যায়। তবে, কিছু ক্ষেত্রে এটি আরও বেশি সময় নিতে পারে।

ধাপ ৮: পাসপোর্ট সংগ্রহ
ভিসা অনুমোদিত হলে, আপনাকে ভিসা স্ট্যাম্প করা পাসপোর্ট সংগ্রহ করতে হবে। আপনি VFS Global বা দূতাবাস থেকে এটি সংগ্রহ করতে পারেন।

এটি ফ্রান্সের ভিজিট ভিসার জন্য বাংলাদেশ থেকে আবেদন করার সাধারণ ধাপ। সঠিক এবং আপডেটেড তথ্যের জন্য ফ্রান্সের দূতাবাস বা VFS Global এর ওয়েবসাইট পরিদর্শন করা উচিত।

07/03/2024

অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সকল দেশের সকল রুটের ফ্লাইটের টিকেট পাচ্ছেন সর্বোচ্চ ডিস্কাউন্ট মূল্যে শুধুমাত্র আমাদের কাছে। স্বল্প মূল্যে টিকেট কাটুন, স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করুন!

𝐋𝐎𝐖𝐄𝐒𝐓 𝐅𝐀𝐑𝐄 𝐆𝐔𝐀𝐑𝐀𝐍𝐓𝐄𝐄𝐃

Fly With Facto
(Your Journey, Our Expertise)

তাই আপনার গন্তব্য ও ভ্রমণের তারিখ নির্ধারন করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন:

Hotline - +8801623982134

WhatsApp- 8801623982134

🇺🇸🇺🇸USA B1-B2 TOURIST VISA 🇺🇸 🇺🇸 মাত্র ৩০ দিনের মধ্যেই আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ।আমেরিকার ভিজিট ভ...
14/02/2024

🇺🇸🇺🇸USA B1-B2 TOURIST VISA 🇺🇸 🇺🇸
মাত্র ৩০ দিনের মধ্যেই আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ।

আমেরিকার ভিজিট ভিসা মুলত নির্ভর করে ২ জিনিসের উপরে, প্রথম আপনার DS-160 ফর্ম এবং দ্বিতীয় আপনার ইন্টারভিউ। এই দুইটি বিশ্লেষণ করেই ভিসা অফিসার সিদ্ধান্ত নিবেন আপনি ভিসা পাবেন কি পাবেন নাহ।

আমাদের অভিজ্ঞ টীম সফলতার সাথে কাজ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে। আমরা আপনার DS-160 ফর্ম নিখুঁত ভাবে পূরন করতে সহযোগিতা করবো এবং আপনাকে ইন্টারভিউ এর জন্য প্রিপারেশন নিতে সহযোগিতা করবো। যেটা আপনার ভিসা নিশ্চয়তা অনেকটাই বাড়িয়ে দিবে। এবং খুব দ্রুত সময়ে অ্যাপয়েন্টমেন্ট পেতে সহযোগিতা করবো।

বর্তমানে আমেরিকাতে ভিজিট ভিসায় যেয়ে আপনি কাজ করতে পারবেন এবং আপনার ভিসার স্ট্যাটাস পরিবর্তন করতে পারবেন। তাই এখনই সুবর্ণ সুযোগ ভিজিট ভিসায় আমেরিকা যাওয়ার।

☄️Bank Support
☄️Document Support
☄️Free Embassy Interview Training
☄️Embassy Slot Support

➡️ বিস্তারিত জানতে যোগাযোগ করুন -
Uttara,Sector-12,House-13,Road-05
Dhaka

কল করুন -
Hotline - 01580333350
WhatsApp - 01874306239

🔥Until Today We Have Done More Then 1000 USA Visa Success.

It's a Wonderful Day.🇨🇦🇨🇦Our 4 honourable applicant's Canadian Visitor Visa Approved.🇨🇦🇨🇦*🇨🇦Visit Travel Set Go We will ...
01/02/2024

It's a Wonderful Day.
🇨🇦🇨🇦Our 4 honourable applicant's Canadian Visitor Visa Approved.🇨🇦🇨🇦
*🇨🇦Visit Travel Set Go We will Full-fill your Canadian Dream🇨🇦*

আমেরিকা এম্বেসী ম্যানুয়াল এপয়েন্টমেন্ট ডেট নিয়ে সেফ জোনে থাকুন এখন বাজার এ রোবট ডেট এর ছড়াছড়ি ,ম্যানুয়াল ডেট পাওয়া যেন স...
22/01/2024

আমেরিকা এম্বেসী ম্যানুয়াল এপয়েন্টমেন্ট ডেট নিয়ে সেফ জোনে থাকুন এখন বাজার এ রোবট ডেট এর ছড়াছড়ি ,ম্যানুয়াল ডেট পাওয়া যেন সোনার হরিণ পাওয়ার মতো হইয়ে গিয়েছে। যারা B1-B2 ডেট পাচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা খুব শর্ট টাইম এর মধ্যে আপনার কাঙ্খিত ডেটটি ম্যানেজ করে দিবো এবং যাদের F1-F2 জন্য ডেট লাগবে তারাও যোগাযোগ করেন, ডেট পেয়ে যাবেন। আমাদের কাছে ১০০% সেটিসফাইট সার্ভিস পাবেন।আমাদের এক্সপার্ট টীম রয়েছে যার মাদ্ধমে আপনি আমেরিকা টুরিস্ট DS-160 ফ্রম ফিল আপ সার্ভিস ও পেয়ে যাবেন নিচে দেওয়া হোয়াটস্যাপ নম্বরে ফোন অথবা ইনবক্স করবেন। আমরা বিগত ৪ ইয়ার্স ধরে হনেস্ট এর সাথে সার্ভিস দেয়া আসছি আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ.
Whatsapp Number : 01874-306239

We provide USA 🇺🇸 Canada 🇨🇦 Visa Services Now visa ration almost 💯 Percent for eligible candidates ,family person contact with us and get your visa done

22/01/2024

4 Applicants USA B1/B2 Visa Approved✌🏾✌🏾
🇺🇸 🇺🇸🇺🇸🇺🇸
Congratulations Mr. kazi and His Family✌🏾

19/01/2024

ভিসা জটিলতায় চিন্তিত?🙇‍♂️বার বার এপ্লাই করেও কাংখিত দেশ ভিজিট করতে পারছেন না,🤷‍♂️সঠিক পরামর্শ নিয়ে আমরা আছি আপনার সাথে।🙋যোগাযোগ - +8801623982134

ইতালি জব ভিসা! ইতালি ক্লিক ডে 🇮🇹 Italy Click Day 5, 9 এবং 12 ফেব্রুয়ারী  2024 ইতালিতে নতুন ক্লিক ডে-ফেব্রুয়ারী  2024 👉 ভ...
13/01/2024

ইতালি জব ভিসা!

ইতালি ক্লিক ডে 🇮🇹 Italy Click Day
5, 9 এবং 12 ফেব্রুয়ারী 2024
ইতালিতে নতুন ক্লিক ডে-ফেব্রুয়ারী 2024

👉 ভিসার ধরণ (Types of Visa):
👉 ৫ ফেব্রুয়ারী - Sponsor Visa
👉 ৯ ফেব্রুয়ারী - Domestic Visa
👉 ১২ ফেব্রুয়ারী - Agriculture Visa

CONFIRM VISA

200 VACANCY AVAILABLE DON,T WEST YOUR TIME
আপনারা যারা এগ্রিকালচার এবং স্পন্সর ভিসায় আবেদন করতে আগ্রহী আর দেড়ি না করে এখনি TRAVEL SET GO এর মাধ্যমে আপনার আবেদন টি সম্পূর্ণ করুন। আবেদনের শেষ সময় আগামী 29ই জানুয়ারী পর্যন্ত।

☎️আমাদের হটলাইন নম্বর:
01580333350 (WhatsApp)
01580333350 (WhatsApp)

🏠 আপনার যদি কোন প্রশ্ন থাকে বা তথ্যের প্রয়োজন হয়, তাহলে নির্দ্বিধায় আমাদের অফিসে চলে আসুন:

TRAVEL SET GO
ইতালি ভিসা প্রসেসিং সেন্টার।

Address : Uttara Sector 12,House 13 , Road 05 , Dhaka

Our honourable 3 applicants Canada Family Visitor Visa approved✌🏾✌🏾✌🏾🇨🇦🇨🇦🇨🇦🇨🇦🇨🇦🤞🏾🤞🏾🤞🏾
29/12/2023

Our honourable 3 applicants Canada Family Visitor Visa approved
✌🏾✌🏾✌🏾🇨🇦🇨🇦🇨🇦🇨🇦🇨🇦🤞🏾🤞🏾🤞🏾

29/12/2023

Thanks God.🇨🇦🇨🇦🇨🇦
3 Canadian Visitor Visa approved in a single Day🇨🇦🇨🇦🇨🇦
✌🏾✌🏾✌🏾🤞🏾🤞🏾🤞🏾

18/12/2023

Have a very wonderful Morning.
Another 2 Client's USA B1/B2 Visa Approved.
✌🏾✌🏾🇺🇸🤞🏾🤞🏾

🇺🇸 USA TOURIST VISA B1-B2 🇺🇸 🔥WE HAVE BEST DIPLOMATS CONFERENCE 2024 MARCH INVITATION OUR AUTHORISED GOVERMENT AGENCY AR...
15/12/2023

🇺🇸 USA TOURIST VISA B1-B2 🇺🇸

🔥WE HAVE BEST DIPLOMATS CONFERENCE 2024 MARCH INVITATION OUR AUTHORISED GOVERMENT AGENCY ARRENGE THIS INVITATION FROM NEW YORK BEST DIPLOMATS HEAD OFFICE.

💧EMBASSY APPOINTMENT DATE SUPPORT AVAILABLE

যারা আমেরিকা তে যেতে চান তাদের জন্য একটি সুজুগ রয়েছে আমাদের কাছে শুধু সিঙ্গেল পারসন দেড় জন্য এবং ইংলিশ এ ভালো কথা বলতে পারেন আর সাথে যদি কান্ট্রি ভিসিট থাকে কন্ফার্ম ভিসা...
আমাদের কাছে আমেরিকা বেস্ট ডিপ্লোম্যাটস কনফারেন্স মার্চ 2024 নিউ ইয়র্ক এর কিছু ইনভাইটেশন আছে যারা যাওয়ার জন্য সিরিয়াস তারা কন্টাক্ট করবেন আমাদের সাথে

🔥This is one of the most biggest opportunity to get your 5 year B1- B2 USA Visa

Success dea din suru.Alhamdulillah🇺🇸🇺🇸
13/12/2023

Success dea din suru.
Alhamdulillah
🇺🇸🇺🇸

USA/Canada/Australia এর একটা সফল ভিসা করতে একজন কনসালট্যান্টের অনেক সময় ও শ্রম দেওয়া লাগে।ভালো একটা প্রোফাইল রেডি করে কন...
06/12/2023

USA/Canada/Australia এর একটা সফল ভিসা করতে একজন কনসালট্যান্টের অনেক সময় ও শ্রম দেওয়া লাগে।
ভালো একটা প্রোফাইল রেডি করে কনফার্ম ভিসা করার জন্য একজন কনসালট্যান্ট অবশ্যই ভালো একটা চার্জ করবে এটাই স্বাভাবিক।
যেই কাজে যত বেশি মেধা ও শ্রম দেওয়া লাগবে অবশ্যই সেই কাজের পারিশ্রমিক বেশি হবেই।
ক্লায়েন্ট কেও সেটা বুঝতে হবে যে,কিছু ডিসকাউন্ট খুজতে গিয়ে আনপ্রফেশনাল কারো কাছে গিয়ে একবার রিজেক্ট খাওয়া মানে পরে যতবার যেই দেশেই এপ্লাই করেন না কেন আপনার উপর একটা ব্ল্যাক স্পট কিন্তু পড়েই থাকবে।
Cheap cheap-No Good
Good good-No Cheap.
এটা মাথায় রাখতে হবে।।
গত দুই মাসে সব মিলিয়ে 40 টার বেশী USA B1/B2 ভিসা করেছি ,আমি হাই চার্জ করি বাট ভিসা হয়ে এই পর্যন্ত কোন ক্লায়েন্ট অভিযোগ করেনি।।
কারন আমি শুধু যে ফর্ম ফিল আপ করে ক্লায়েন্টকে ছেড়ে দিয়েছি এমন না।।
ভিসা হাতে পাওয়া পর্যন্ত ক্লায়েন্টের সাথে লেগেই থাকতাম।।
ইন্টারভিউ এর প্রপার একটা গাইডলাইন দিতাম।।
কেইস বাই কেইস প্রশ্ন উত্তর পর্যন্ত রেডি করে দেই।।

আবার কিছু আমজনতা কনসালটেন্ট আছে ১০০ টা এপ্লাই করে ইতিহাসে ২ টা ভিসা পাইছে ,তারা আবার পুরাই ডিসকাউন্টে ভিসা করার অফার দেয়।।

একটা কথা মাথায় রাখবেন, USA /Canada/Australia ভালো প্রোফাইল ,ট্রাভেল হিস্ট্রি ,একাডেমিক ব্যাকগ্রাউন্ড না দেখে ভিসা দেয় না।।
ম্যাজিক বলতে কিছুই নেই।।
Everything is about knowledge of Immigration.

Address

House/16 (3rd Floor), Road/11, Sector/10, Uttara
Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fly With Facto posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category