ভ্রমণচক্র - VromonChokro

ভ্রমণচক্র - VromonChokro It's a travel agency/group. We can arrange any kind of tour, ticketing, hotel reservation & visa processing.

Beauty of Padma...  🖤🖤🖤
13/01/2025

Beauty of Padma... 🖤🖤🖤

Chilling with   dada... 💜💜💜
12/01/2025

Chilling with dada... 💜💜💜

জলের গান - A Rhythmic Houseboat
11/01/2025

জলের গান - A Rhythmic Houseboat

২ জনের সেন্টমার্টিন শীপ টিকিট + রুম প্যাকেজ ৯০০০ টাকা।
07/01/2025

২ জনের সেন্টমার্টিন শীপ টিকিট + রুম প্যাকেজ ৯০০০ টাকা।

Shout out to my newest followers! Excited to have you onboard! Akm Abid Hasan, Imran Khan, Ismail Al Habib 󱢏 M D Mostafa...
07/01/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Akm Abid Hasan, Imran Khan, Ismail Al Habib 󱢏 M D Mostafa, Md. Nafiu Uddin Zishan, মোঃ মোবারক হোসেন, Ahmed Nurul, Md Raju Ahmmed

এটি ভ্রমণ চক্রের একটি অফিসিয়াল টুর।বাংলাদেশের এক অনিন্দ নৈসর্গিক সৌন্দর্যের নাম হলো সেন্টমার্টিন। সেন্ট মার্টিনের স্বচ্ছ...
30/12/2024

এটি ভ্রমণ চক্রের একটি অফিসিয়াল টুর।
বাংলাদেশের এক অনিন্দ নৈসর্গিক সৌন্দর্যের নাম হলো সেন্টমার্টিন। সেন্ট মার্টিনের স্বচ্ছ নীল পানিতে হারিয়ে যেতে কে না চায় ! ঢেউগুলো যখন আপনার শরীর ছুঁয়ে যাবে, তখন শুধু শরীর নয় মনও ছুঁয়ে যাবে অন্য এক আবেশে। আর থাকবো যখন নিজেদের মত করে কোন এক বীচ ভিউ রিসোর্টে যেখানে রাতে হবে বার বি কিউ আর সারা রাত শোনা যাবে সমুদ্রের গর্জন! এবার আমরা স্পেশাল ট্রিপে যাচ্ছি সেই নৈসর্গিক সৌন্দর্যের সেন্টমার্টিন দ্বীপে।
✈ঢাকা-কক্সবাজার-সেন্টমার্টিন-ঢাকা
✈ট্যুরের তারিখঃ
যাত্রা শুরুঃ ২ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, রাত ০৬.৩০ মিনিট।
যাত্রা শেষঃ ৬ জানুয়ারি , সোমবার, ভোর ৬ টা
(৪ রাত ৩ দিন)
বীচ ভিউ রিসোর্ট
✈ভ্রমন ফি (ঢাকা থেকে):
ননএসি বাসে জনপ্রতি ৮৩০০/-(৪জন এক রুমে)
ননএসি বাসে জনপ্রতি ৯০০০/-(৩জন এক রুমে)
অগ্রীম প্রদানঃ ৪০০০/-
কাপল ফি দুইজনের নন এসি বাসে জন্য ১৯৬০০/-
এসি বাসের জন্য ৬০০ টাকা যোগ হবে
✈ভ্রমনের মেয়াদঃ ৪ রাত ৩ দিন
✈যাতায়াতঃ ননএসি বাস/এসি বাস , এসি শীপ কর্নফুলি/বারো আউলিয়া
বুকিং প্রসিডিওরঃ
01894442426 বিকাশ মার্চেন্ট নাম্বার (৪০৬০ টাকা)
01710486693 বিকাশ / নগদ পার্সোনাল
জনপ্রতি ৪০৮০ টাকা বিকাশ/নগদে পাঠিয়ে 01710486693 নাম্বারে whota's app এ এসএমএস পাঠালে, ফিরতি এস এম এস এ বুকিং কনফার্ম হয়ে যাবে।
এসএমএসে লিখতে হবে আপনার নাম ও বিকাশ নাম্বারের লাস্ট ৫ ডিজিট, এসএমএসটি অবশ্যই আপনার পারসোনাল নাম্বার থেকে পাঠাতে হবে।
চাইলে আমাদের অফিসে এসে বুকিং করতে পারেন ঠিকানা হলো: ৬৪/৬৮, ইস্টার্ন কমার্শিয়াল কমপ্লেক্স, কমলাপুর, মতিঝিল, ঢাকা-১২১৭।
মোবাইল - 01710486693
🌺ট্যুর প্ল্যান:-
👉১ম রাতঃ রাত ৭.০০ টায় ফকিরাপুল থেকে বাসে চেপে কক্সবাজারের উদ্যেশ্যে রওনা হব।
👉১য় দিন:- ভোরে কক্সবাজার পৌঁছে ফজর নামাজ পড়ে কক্সবাজার সমুদ্র সৈকতে কিছুক্ষন ঘুরে সকালের নাস্তা করে জেটির উদ্যেশ্যে রওনা দিব। জেটি পৌছে জাহাজে উঠেই নিজ নিজ সিটে বসে পরবো। সমুদ্রের নীলজলের সৌন্দর্য উপভোগ করতে করতে সেন্টমার্টিন পৌছে যাবো। সেন্টমার্টিন পৌঁছেই আমরা হোটেলে ব্যাগ রেখে চলে যাবো সমুদ্রে। সেখানে দুপুর ২টা পর্যন্ত থেকে ২.৩০এর মধ্যে সবাই হোটেলে গিয়ে দুপুরের খাবার খেয়ে নিবো। এরপর বিকেলে সেন্ট মার্টিন দ্বীপের পশ্চিম পাড়ে বসে সূর্যাস্ত দেখবো।
👉২য় রাতঃ সন্ধ্যায় যার যার মত জাহাজ ঘাট অথবা পূর্ব বীচে অথবা পশ্চিমে ঘুরে বেড়াবে। রাতে নির্দিষ্ট রেস্টুরেন্টে ডিনার শেষ করব। খাবার শেষে আবার চাইলে আমরা বীচে আসতে পারবো।
👉২য় দিন:- সকাল ৮.৩০ এ আমরা সবাই নাস্তা সেরে নিজেদের মত ছেঁড়াদ্বীপ ঘুরে আসবো। ছেঁড়াদ্বীপ ঘুরে দুপুরের মধ্যে হোটেলে ফিরবো। তারপর সবাই ফ্রেশ হয়ে লাঞ্চ করব।
👉৩য় রাতঃ ১০টায় আমরা আবার সবাই একত্র হয়ে বার বি কিউ করব।আর এর মাঝেই চলতে থাকবে আড্ডাবাজি।
👉৩য় দিন:- সকালের নাস্তা করে সবাই নিজ নিজ মত সমুদ্রে গোসল শেষে রুমে এসে নোনা ত্যাগ করে রুম চেক আউটের প্রস্তুতি নিবে। ১১টায় রুম চেক আউট করেফেলতে হবে। ২টার আগেই আমরা লাঞ্চ করে নিবো কারণ আমরা ৩ টার জাহাজে করে আবার ইনানী ফিরবো।
👉৪র্থ রাতঃ এরপর কক্সবাজার থেকে ঢাকার বাসে উঠে ট্যুরের ইতি টানব।
✈ ভ্রমন স্পটঃ
১) কক্সবাজার সমুদ্র সৈকত- কলাতলী, সুগন্ধা
৩) সেন্টমার্টিন
৪) ছেড়াদ্বীপ
⭐যা যা অন্তর্ভুক্ত থাকবেঃ
০১. ঢাকা থেকে যাত্রা শুরু করে ফিরে আসার সম্পূর্ণ বাস ভাড়া।
০২.সেন্টমার্টিন দ্বীপে আসা-যাওয়ার জাহাজ ভাড়া।
০৩. ট্রিপ চলাকালীন ৮ বেলা মূল খাবার ও ২ রাতে একটি চিকেন বার্বিকিউ এবং একটি ফিশ বার্বিকিউ।
০৪. বীচ ভিউ রিসোর্ট এ রুম ( এক রুমে চার জন)
🌺খাবার মেন্যু:-
শুরুতেই আমাদের প্রয়োজন একটি স্বাস্থ্যকর নাস্তা। প্রতিদিন সকালের নাস্তায় থাকবে খিচুরী,ডিম ভূনা অথবা পরটা,সবজি, ডিমভাজি।
দুপুরে থাকবে ভর্তা (শুটকি, মাছ, ডাল) এবং ডাল ও সমুদ্রের তাজা কোন মাছ ।সেন্ট মার্টিন গিয়ে রাতে সেখানকার বার বি কিউ না খেলে ট্যুরটাই অসম্পূর্ণ থেকে যাবে তাই রাতের খাবারের তালিকায় থাকবে আবার সুস্বাদু কোন মাছের বার বি কিউ এবং সাথে পরটা।
🔐যা থাকছে নাঃ-
*কোন ব্যক্তিগত খরচ
*কোন ঔষধ
*প্যাকেজের বাইরে কোন খাবার খেলে যেমন (ঠান্ডা মিনারেল ওয়াটার, ডাব)
*কোনপ্রকার অটো ভাড়া।
*হাইওয়ে ব্রেকের কোন খাবার।
* ব্যাক করার দিন রাতের খাবার।
🌺চাইল্ড পলিসিঃ
৩ বছর পর্যন্ত বাচ্চাদের ফ্রী,
৩ থেকে ৫ বছর পর্যন্ত বাচ্চাদের ৫০% করে খরচ বহন করতে হবে, সেই ক্ষেত্রে অবিভাবকদের সাথে আসন শেয়ার করবে। (আলোচনা সাপেক্ষে)

🌺যা সাথে নেওয়া উচিতঃ
- গ্রামীন সিমে নেটওয়ার্ক ওভারঅল ভালো, বাকিগুলাও খারাপ না ।
- মশা থেকে বাঁচার জন্য অডোমস নিলে নিতে পারেন খুব বেশী প্রয়োজন না।
- গামছা নিবেন যেন রোদে মাথায় ঢেকে হাঁটা যায়
- সানগ্লাস, হ্যাট, সান ক্রিম (যদি অতিরিক্ত ত্বক সচেতন হন)
- ব্রাশ ,প্রয়োজনীয় ঔষধ
- ক্যামেরা এবং এর এক্সট্রা ব্যাটারি যদি নেন আরকি।
🍀ট্যুর সম্পর্কিত কিছু কথা:-
*ট্যুরটিতে আপনি এবং আপনার ফ্যামিলি অথবা বন্ধু-বান্ধব সবধরনের মানুষদের নিয়ে আমাদের সাথে যোগ দিতে পারবেন।
🌺শর্ত সমুহঃ
১- প্রথমেই একটি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে।
২- ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে।
৩- ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য সবাই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে হবে।
৪- আমরা শালিনতার মধ্যে থেকে সর্বোচ্চ আনন্দ উপভোগ করব।
৫- প্রতিটি যায়গা ই আমাদের নিজেদের, তাই তার সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব। যেন ট্যুরিজম এর কোন ক্ষতি না হয়, সেটা সর্বোচ্চ্য প্রাধান্য দিতে হবে।
৬- অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে, যেটা আমরা সকলে মিলেই ঠিক করব।
৭- স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না। নতুন কারো সাথে কথা বলার ক্ষেত্রে প্রয়োজনে ট্রিপ হোস্টের সহায়তা নিতে হবে।
৮- দুর্ঘটনা বলে কয়ে আসে না তাই যে কোন প্রকার দুর্ঘটনা সকলে মিলে মোকাবেলা করতে হবে ।
যেকোনো প্রয়োজনে যোগাযোগ
01894442426
01710486693

https://www.facebook.com/share/bov9JBDFaSQhv8k2/

Love is blind & a blind can't enjoy the beauty of nature.        💜💜💜
28/12/2024

Love is blind & a blind can't enjoy the beauty of nature.

💜💜💜

Beauty of Padma...!!!জলের গান - A Rhythmic Houseboat💜💜💜
28/12/2024

Beauty of Padma...!!!

জলের গান - A Rhythmic Houseboat
💜💜💜

সেন্টমার্টিন ভ্রমণ হউক ঝামেলা মুক্ত। সেন্টমার্টিন ফুল প্যকেজ অথবা শীপ টিকিট পেয়ে যান এক কলেই।কন্টাক্ট করুনঃ০১৮৯৪৪৪২৪২৬/০...
23/12/2024

সেন্টমার্টিন ভ্রমণ হউক ঝামেলা মুক্ত। সেন্টমার্টিন ফুল প্যকেজ অথবা শীপ টিকিট পেয়ে যান এক কলেই।

কন্টাক্ট করুনঃ০১৮৯৪৪৪২৪২৬/০১৭১০৪৮৬৬৯৩

৬৪/৬৮, ইস্টার্ন কমার্শিয়াল কমপ্লেক্স, কমলাপুর, মতিঝিল, ঢাকা-১২১৭।
মোবাইল - 01894-442426

 #বারো_আউলিয়া &  #কর্নফুলি শিপের টাইম শিডিউল।
22/12/2024

#বারো_আউলিয়া & #কর্নফুলি শিপের টাইম শিডিউল।

20/12/2024

২৬ তারিখে কক্সবাজার থেকে সেইন্টমার্টিন
২৮ তারিখে সেইন্টমার্টিন থেকে কক্সবাজার
রুম + শিপ টিকিট প্যাকেজ এভেইলেবল।

পূর্ণিমা, পদ্মাব্রীজ ও জলের গান - a rhythmic house boat
15/12/2024

পূর্ণিমা, পদ্মাব্রীজ ও জলের গান - a rhythmic house boat

সিঙ্গাপুরে একটি স্কুলের প্রিন্সিপাল পরীক্ষার আগে অভিভাবকদের কাছে একটি চিঠি লিখেছেন, চিঠিটির বাংলায় অনুবাদ :প্রিয় অভিভা...
15/12/2024

সিঙ্গাপুরে একটি স্কুলের প্রিন্সিপাল পরীক্ষার আগে অভিভাবকদের কাছে একটি চিঠি লিখেছেন, চিঠিটির বাংলায় অনুবাদ :

প্রিয় অভিভাবক,
কয়েক দিনের মধ্যেই আপনার সন্তানের পরীক্ষা শুরু হবে। আমি জানি, আপনারা খুব আশা করছেন যে, আপনাদের ছেলে-মেয়েরা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবে।

👉একটা বিষয় মনে রাখবেন যে, যারা পরীক্ষা দিতে বসবে, তাদের মধ্যে একজন নিশ্চয়ই ভবিষ্যতে শিল্পী হবে, যার গণিত শেখার কোনো দরকার নেই।

👉একজন নিশ্চয়ই ভবিষ্যতে উদ্যোক্তা হবে, যার ইতিহাস কিংবা ইংরেজি সাহিত্যে পাণ্ডিত্যের প্রয়োজন নেই।

👉একজন সংগীতশিল্পী হবে, যে রসায়নে কত নম্বর পেয়েছে তাতে তাঁর ভবিষ্যতে কিছু আসে-যায় না ৷

👉একজন খেলোয়াড় হবে, তাঁর শারীরিক দক্ষতা পদার্থবিজ্ঞান থেকে বেশি জরুরি।

👉যদি আপনার ছেলে বা মেয়ে পরীক্ষায় খুব ভালো নম্বর পায়, সেটা হবে খুবই চমৎকার। কিন্তু যদি না পায়, তাহলে প্লিজ, তাদের নিজেদের ওপর বিশ্বাস কিংবা সম্মানটুকু কেড়ে নেবেন না।

👉তাদেরকে বুঝিয়ে বলবেন যে, পরীক্ষার নম্বর নিয়ে যেন তারা মাথা না ঘামায়, এটা তো একটা পরীক্ষা ছাড়া আর কিছুই নয়। তাদেরকে জীবনে আরো অনেক বড় কিছু করার জন্য প্রস্তুত করা হচ্ছে।

👉আপনি আপনার সন্তানকে আজই বলুন যে, সে পরীক্ষায় যত নম্বরই পাক, আপনি সব সময় তাকে ভালোবাসেন এবং কখনোই পরীক্ষার নম্বর দিয়ে তার বিচার করবেন না!

👉প্লিজ, এই কাজটি করুন, যখন এটা করবেন দেখবেন যে, আপনার সন্তান একদিন পৃথিবীটাকে জয় করবে!

👉একটি পরীক্ষা কিংবা একটি পরীক্ষায় কম নম্বর কখনোই তাদের স্বপ্ন কিংবা মেধা কেড়ে নিতে পারবে না ৷

👉প্লিজ, আরেকটা কথা মনে রাখবেন যে, এই পৃথিবীতে কেবল ডাক্তার, ইঞ্জিনিয়ার, অফিসার, প্রফেসর বা আইনজীবীরাই একমাত্ৰ সুখী মানুষ নন!

সেন্টমার্টিন শিপ টিকিটে পেমেন্ট বিকাশ করলেই পাচ্ছেন প্রতি টিকিটে ৫০ টাকা ক্যাশ ব্যাক।খরচ যখন হাতের নাগালে তাহলে আর জায়গা...
07/12/2024

সেন্টমার্টিন শিপ টিকিটে পেমেন্ট বিকাশ করলেই পাচ্ছেন প্রতি টিকিটে ৫০ টাকা ক্যাশ ব্যাক।

খরচ যখন হাতের নাগালে তাহলে আর জায়গায় জায়গায় যোগাযোগ করে বুকিংয়ের ঝামেলায় কেন যাবেন?

এক ফোন কলেই সম্পন্ন করে ফেলুন ট্যুরের সকল এরেঞ্জমেন্ট।

সেইন্টমার্টিন ইভেন্ট 👩‍👩‍👦‍👦

২৬ তারিখ সন্ধ্যা ৭.০০ টা থেকে ৩০ তারিখ সকাল ৬.৩০ পর্যন্ত। ঢাকা টু ঢাকা বিচভিউ রিসোর্ট ৮৫০০ টাকা থেকে স্টার্ট। ইভেন্ট এর বিস্তারিত ⬇️
https://www.facebook.com/share/qWYfBAQktAmXxPNr/

৩০ তারিখ সন্ধ্যা ৭.০০ টা থেকে ৩ তারিখ সকাল ৬.৩০ পর্যন্ত। ঢাকা টু ঢাকা বিচভিউ রিসোর্ট ৮৫০০ টাকা থেকে স্টার্ট। ইভেন্ট এর বিস্তারিত। ⬇️
https://www.facebook.com/share/TUKQi5gU5EtWX6hm/

২ তারিখ সন্ধ্যা ৭.০০ টা থেকে ৬ তারিখ সকাল ৬.৩০ পর্যন্ত। ঢাকা টু ঢাকা বিচভিউ রিসোর্ট ৮৫০০ টাকা থেকে স্টার্ট। ইভেন্ট এর বিস্তারিত ⬇️
https://www.facebook.com/share/6hYxQwZmRKANitzY/

অফিস:-
রুম # ২০৩, লেভেল # ০২, ৬৪/৬৮, ইস্টার্ন কমার্শিয়াল কমপ্লেক্স (কমলাপুর রেলওয়ে স্টেশনের সামনে), কমলাপুর, মতিঝিল, ঢাকা।

মোবাইল - 01894442421 -22, 01894442426

Address

64/68, Eastern Commercial Complex, Kamlapur, Motijheel
Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when ভ্রমণচক্র - VromonChokro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ভ্রমণচক্র - VromonChokro:

Videos

Share

Category

ভ্রমণচক্র

কর্মব্যস্ত জীবনে কাজ করতে করতে একটা সময় যখন মানষিক ভাবে কিছুটা এনার্জির দরকার হয়, তখনই আমরা বেরিয়ে পরি বাক্সে বন্দী জগতের বাইরে। কিছুটা সময় নিজেকে বিলিয়ে দেই প্রকৃতির মাঝে। হারিয়ে যাই শত মানষিক যন্ত্রণা থেকে। তারপর নাড়ির টানে আবার ফিরে আসতে হয় চিরচেনা জগতে। আবারও কর্মব্যস্ত জীবন। তারপর আবারও প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার সময়ের জন্য অপেক্ষা এবং সময়ে পেলেই আবারও বেড়িয়ে পরা। এভাবেই ভ্রমণটা একটা চক্রের মধ্যে বারবার আবর্তিত হয়। আর সেই কারণেই আমরা “ভ্রমণচক্র” ভ্রমণচক্রের মূল উদ্দেশ্যই আপনাদের সুন্দর ভ্রমণ উপহার দেয়া। শুধু ভ্রমণ করা মানেই যে, বিনোদন তা কিন্তু সত্যি নয়। কখনো কখনো ভুল পরিকল্পনার কারণে ট্যুরের কারণে ভ্রমণ হয়ে উঠতে পারে বিপদজনক এমনকি জীবনহানিও ঘটতে পারে। তাই সুস্থ্য ও সুন্দর ভ্রমণের জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা ও দক্ষ ব্যবস্থাপনা। আর এই পয়েন্টটাতেই আমরা সব সময়ই নিজেদের সেরা দাবি করতে পারি। শুধু যে দক্ষ পরিকল্পনা ও ব্যবস্থাপনায় আমরা নিজেদের দক্ষ দাবি করছি তা নয়, বরং ট্যুরের আনুসাঙ্গিক সেবা যেমন, বাস টিকেট, শীপ টিকেট, এয়ার টিকেট, হোটেল রিজার্ভেশন ইত্যাদি বিষয়গুলিও আমরা সরবরাহ করে থাকি। তাই আপনি, আপনারা ভ্রমণ সংক্রান্ত বিষয়ে নিঃসন্দেহে “ভ্রমণচক্র” এর উপর ভরসা করতে পারেন। ---ধন্যবাদ