Advance Holy Tours & Travels

Advance Holy Tours & Travels Our primary objective is to deliver unparalleled Hajj-Umrah packages

আসসালামু আলাইকুমসম্মানিত ওমরাহগামী সকল কা’বার মেহমানদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে- MOFA/ভিসা প্রসেসের "NUSUK SYSTEM" ...
11/12/2024

আসসালামু আলাইকুম
সম্মানিত ওমরাহগামী সকল কা’বার মেহমানদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে-
MOFA/ভিসা প্রসেসের "NUSUK SYSTEM" প্রায় সময় আপডেট জনিত কারণে অনির্দিষ্ট সময়ের জন্য সিস্টেম ডাউন থাকে। এ ছাড়াও সেন্ড টু এম্বাসি হওয়া বা কোন স্ট্যাটাস না আসা অথবা রিজেক্ট হওয়া এটা সম্পূর্ণ নুসুক সিস্টেম এবং বাংলাদেশের রাজকীয় সৌদি এম্বাসির অধীনে। মোফার খরচ সম্পূর্ণ নন রিফান্ডেবল ও ভিসার নিশ্চয়তা আমাদের অধীনে নেই।

তাই সবাইকে এই বিষয়ে ধৈর্য্যধারণ ও সহযোগিতার অনুরোধ জানাচ্ছি।

আল্লাহ আমাদের সবাইকে কা’বার মেহমান হবার সুযোগ করে দেক। (আমীন)

জানুয়ারী ২০২৫ ও রমজান ২০২৫ এর ওমরাহ এর বুকিং চলছে।

যোগাযোগঃ 01711-192104

আসসালামু আলাইকুম২০ জানুয়ারী ২০২৫ইং ওমরাহ গ্রুপ বুকিং চলছেপ্যাকেজ -১,৪০,০০০/- (থেকে শুরু)🕋 ১৩ রাত/১৪ দিন🕋🕋 প্যাকেজের অন্ত...
04/12/2024

আসসালামু আলাইকুম
২০ জানুয়ারী ২০২৫ইং ওমরাহ গ্রুপ বুকিং চলছে
প্যাকেজ -১,৪০,০০০/- (থেকে শুরু)
🕋 ১৩ রাত/১৪ দিন
🕋🕋 প্যাকেজের অন্তর্ভূক্ত :-
***************************
এয়ার টিকেট
ওমরাহ্ ই-ভিসা।
হেলথ ইনস্যুরেন্স।
মক্কা হোটেল: ৬০০ মিটার।
মদিনার হোটেল: ৫০০ মিটার।
(প্রতিরুমে ৪-৬ জন শেয়ারিং)
সকল ট্রান্সপোর্ট (মদিনা-মক্কা -জেদ্দা )
মক্কা, মদিনা ঐতিহাসিক স্থানসমূহ (জিয়ারা, রিয়াদুল জান্নাহ)
অভিজ্ঞ মোয়াল্লেম গাইড

NEPAL TOUR PACKAGEPackage Includes: Pick up & drop Welcome drinks on arrival 1 Night Nagarkot Hotel 2 Night Kathmand...
30/11/2024

NEPAL TOUR PACKAGE
Package Includes:
 Pick up & drop
 Welcome drinks on arrival
 1 Night Nagarkot Hotel
 2 Night Kathmandu Hotel
 Double deluxe room
 Daily buffet breakfast at hotel
 All transport by private ac car
 Parking fees & toll fees
 Local & government taxes
 Air Ticket
Package Excludes:
 Lunch & Dinner
 Heritage sites entrance ticket
 Cable car ride fees
 Personal expenses
 Any extra which is not mention in include section

Group date: 7-10 December, 14-17 December, 21-24 December, 28-31 December

Call 01711-192104 for book your package

29/11/2024
27/11/2024

আসসালামু আলাইকুম

১৮ ডিসেম্বর ২০২৪ইং উমরাহ গ্রুপ
কিছু সিট খালি আছে

প্যাকেজ -১,৬০,০০০/-

🕋 ০৯ রাত/১০ দিন

🕋🕋 প্যাকেজের অন্তর্ভূক্ত :-
***************************
সৌদিয়া এয়ারলাইন্স
(ডাইরেক্ট ফ্লাইট)
* ✈ ঢাকা টু মদিনা
* ✈ জেদ্দা টু ঢাকা

ওমরাহ্ ই-ভিসা।
হেলথ ইনস্যুরেন্স।
মক্কা হোটেল: ৩০০ মিটার।
মদিনার হোটেল: ১০০ মিটার।
(প্রতিরুমে ৪ জন শেয়ারিং)
সকল ট্রান্সপোর্ট (মদিনা-মক্কা -জেদ্দা )
মক্কা, মদিনা ঐতিহাসিক স্থানসমূহ (জিয়ারা, রিয়াদুল জান্নাহ)
অভিজ্ঞ মোয়াল্লেম গাইড


fans

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉Mashfiqur Rahman Tomal, Amra Kojon
15/11/2024

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉

Mashfiqur Rahman Tomal, Amra Kojon

07/11/2024

আসসালামু আলাইকুম,
অনেকেই জানতে চান আমাদের জিয়ারাহতে কোন কোন স্থান থাকবে।

মূলত কিছু কমন প্লেস আছে যেগুলো হেটে যেতে যেতেই রাস্তায় পড়ে যায়, আবার একটা আরেকটার বিপরিত পাশে। তবুও সবাই নাম জানতে চান।

যারা নাম জানতে চান তাদের অল্প কিছু ধারনা দিতে আমাদের প্যাকেজের জিয়ারাহ বা দর্শনীয় স্থান সমূহের ছোট্ট পরিচিতি তুলে ধরার চেষ্টা করা হলো।

হজ্ব ও ওমরাহ সেবা নিজে কল করুন 01711-192104 নাম্বারে।






➡️ফাইভ স্টার হোটেলে ২ রাত➡️কম্পলিমেন্টারি ব্রেকফাস্ট ➡️এয়ার টিকেট ঢাকা-কক্সবাজার-ঢাকা➡️মাত্র ১৬ হাজার টাকা*T&C Applicabl...
06/11/2024

➡️ফাইভ স্টার হোটেলে ২ রাত
➡️কম্পলিমেন্টারি ব্রেকফাস্ট
➡️এয়ার টিকেট ঢাকা-কক্সবাজার-ঢাকা
➡️মাত্র ১৬ হাজার টাকা

*T&C Applicable




06/11/2024

সস্তা! সস্তা! সস্তা!

মাফ করবেন, কোন কিছুই আর সস্তা নেই। গুণগত মান ভালো ও স্বাস্থসম্মত খাবার খেতে হলে সস্তায় পেতে চাওয়াটা ঠিক মানায়না।

তাই সঠিক দামে , স্বাস্থ্য সম্মত ও আপনার পছন্দসই খাবার এর কথা মাথায় রেখে এডভান্স হলি ট্যুরস এন্ড ট্রাভেলস সব প্যাকেজের সাথেই খাবার যুক্ত করে দেয়।

ইবাদাত এর যায়গায় হেসেল ফ্রী থাকাটা আপনার কাজ অনেক সহজ করে দিবে ইনশা আল্লাহ।
(চাইলে খাবার নিজেও এরেঞ্জ করতে পারবেন)







01/11/2024
22/10/2024

Advance Holy Tours and Travel presents a luxurious and comfortable Umrah package designed to enhance your spiritual journey significantly.

Please contact us to inquire about this four-day package or to customize it according to your specific preferences.

Call @ 01711192104

m.me/advanceholytours

Mail: [email protected]

19/10/2024

আসসালামু আলাইকুম,

আগামী ডিসেম্বর মাসে আমাদের তিনটি প্যাকেজ ডিজাইন করা আছে আলহামদুলিল্লাহ। আমাদের সমস্ত প্যাকেজেই তিন বেলার খাবার অন্তর্ভুক্ত থাকবে।

মাক্কাহ ও মাদিনাহ একদিন করে পায়ে হেটে জিয়ারাহ ও একদিন করে গাড়ি দিয়ে জিয়ারাহ এর পাশা পাশি থাকবে আপনাদের চাহিদা অনুসারে অতিরিক্ত জিয়ারাহ।

যেমন, লোহিত সাগর, হাওয়া আলাইহি ওয়াসাল্লাম এর কবরস্থান, তায়েফ, ওয়াদী জ্বীন, ঐতিহাসিক বদর প্রান্তর ইত্যাদি

এছাড়াও প্যাকেজ-১ (মুতমায়িন্নাহ) এ থাকবেঃ
১. ভিসা ও হেলথ ইন্স্যুরেন্স।
২. মাক্কাহ-মাদিনাহ ট্রান্সফার।
৩. তিন তারকা মানের হোটেল।
৪. এয়ার টিকেট ( ট্রানসিট সহ )।
৫. এয়ারপোর্ট থেকে হোটেল যাতায়াত।
৬. সার্বক্ষণিক অভিজ্ঞ গাইড এর সহযোগিতা।
৭. জিয়ারাহ বা সাইট সিয়িং ।
৮. হারামাইন বাউন্ডারি থেকে ৮০০-১২০০ মিটার এর মধ্যে সর্বোচ্চ ৬(ছয়) জনের শেয়ার্ড বেড

***খরচ ও অন্যান্য বিস্তারিত জানতে কল করুন 📱০১৭১১১৯২১০৪ নাম্বারে****

প্যাকেজ-২ ( মুবতাহিজ) এ থাকবেঃ
১. ভিসা ও হেলথ ইন্স্যুরেন্স।
২. মাক্কাহ-মাদিনাহ ট্রান্সফার।
৩. তিন তারকা মানের হোটেল।
৪. এয়ার টিকেট ( ট্রানসিট সহ )।
৫. এয়ারপোর্ট থেকে হোটেল যাতায়াত।
৬. ওমরাহ ও জিয়ারাহ গাইড এর সহযোগিতা।
৭. জিয়ারাহ বা সাইট সিয়িং ।
৮. হারামাইন বাউন্ডারি থেকে (৬০০ থেকে ৮০০) মিটার এর মধ্যে সর্বোচ্চ ৫(পাঁচ) জনের শেয়ার্ড বেড।

***খরচ ও অন্যান্য বিস্তারিত জানতে কল করুন 📱০১৭১১১৯২১০৪ নাম্বারে****

প্যাকেজ-৩ (ওয়াফির) এ থাকবেঃ

১. ভিসা ও হেলথ ইন্স্যুরেন্স।
২. মাক্কাহ-মাদিনাহ ট্রান্সফার। 🚝
৩. চার অথবা পাঁচ তারকা মানের হোটেল।🏪
৪. এয়ার টিকেট (ডিরেক্ট ফ্লাইট)।✈️
৫. এয়ারপোর্ট থেকে হোটেল যাতায়াত।🚘
৬. গাইড এর সহযোগিতা।
৭. জিয়ারাহ বা সাইট সিয়িং ।
৮. হারামাইন বাউন্ডারি থেকে সর্বনিম্ন দূরত্বে।
৯. ওমরাহ এসেনশিয়াল প্যাক।

ওয়াফির প্যাকেজ সম্পূর্ণভাবে কাস্টমাইজেশন এর সুযোগ আছে।

***খরচ ও অন্যান্য বিস্তারিত জানতে কল করুন 📱০১৭১১১৯২১০৪ নাম্বারে****

আরো বিস্তারিত জানতে কল করুন 01711-192104 নাম্বারে।
অথবা মেইল করুন [email protected] এ।

এডভান্স হলি ট্যুরস এন্ড ট্রাভেলস কম খরচে হজ্ব-ওমরাহ প্রতিশ্রুতি দেয়না, বরং সঠিক খরচে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

হজ্ব ২০২৫ ও ২০২৬ এর এর জন্যে সেবা দিতে আমরা আছি আপনার পাশে।







15/10/2024

আসসালামু আলাইকুম, যারা ২০২৫ সালের হজ্ব এর জন্যে নিয়ত করেছেন আর দেরি কেন ?

09/10/2024

আসসালামু আলাইকুম

নভেম্বর-২০২৪ ওমরাহ প্যাকজে অল্প কিছু সিট খালি আছে।

১৪ নভেম্বর যাওয়া (এমিরেটস এয়ার)
২৮ নভেম্বর ফিরে আসা (বিমান বাংলাদেশ)

১. ভিসা ও হেলথ ইন্স্যুরেন্স।
২. মাক্কাহ-মাদিনাহ ট্রান্সফার।
৩. তিন তারকা মানের হোটেল।
৪. এয়ার টিকেট।
৫. এয়ারপোর্ট থেকে হোটেল যাতায়াত।
৬. ওমরাহ ও জিয়ারাহ গাইড এর সহযোগিতা।
৭. জিয়ারাহ বা সাইট সিয়িং ।
৮. হোটেল হারামাইন বাউন্ডারি থেকে ১০০০ মিটার এর মধ্যে।
৯. তিন বেলার খাবার।

বুক করতে যোগাযোগঃ ০১৭১১১৯২১০৪ (Whatsapp)
এডভান্স হলি ট্যুরস এন্ড ট্রাভেলস
ইস্টার্ন প্লাস কমার্শিয়াল কমপ্লেক্স,
১৪৫ শান্তিনগর, ঢাকা-১২১৭

আসসালামু আলাইকুম, জানা ইতিহাস আবার ঝালাই করে নেই মস্তিস্কে।কাবাঘরের চারিদিকে যে পাথরের টাইলসের উপর দিয়ে তাওয়াফ করবেন সেই...
07/10/2024

আসসালামু আলাইকুম,
জানা ইতিহাস আবার ঝালাই করে নেই মস্তিস্কে।

কাবাঘরের চারিদিকে যে পাথরের টাইলসের উপর দিয়ে তাওয়াফ করবেন সেই টাইসের ইতিহাস টা জেনে নিন। ভালও লাগবে আবার তাওয়াফ করার সময় মনেও পরবে।

সাধারণত খোলা আকাশের নিচে কাবা শরিফ তাওয়াফ করতে হয়। গরমে যখন চামড়া পুড়ে যাওয়ার কথা, সে মুহূর্তেও তাওয়াফ করতে গেলে পায়ে কোনো কষ্ট অনুভূত হয় না বরং পায়ের পাতায় বেশ খানিকটা ঠাণ্ডা ঠাণ্ডা লাগে। মসজিদে নববিতেও অভিজ্ঞতা অভিন্ন। তবে খুব সহজে এ ব্যবস্থা হয়নি। এর পেছনে রয়েছে চমকপ্রদ এক ইতিহাস।

হারামাইন (মক্কা-মদিনা) সম্প্রসারণ প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়নের ভার দেওয়া হয়েছিল মিশরীয় স্থপতি ড. মোহাম্মাদ কামাল ইসমাইলের ওপর। তিনি চেয়েছিলেন, তাওয়াফকারীদের আরাম ও স্বাচ্ছন্দ্যের জন্য মসজিদুল হারামের মেঝে এমন মার্বেল পাথর দিয়ে ঢেকে দিতে- যার বিশেষ তাপ শোষণ ক্ষমতা রয়েছে। অনেক খোঁজাখুঁজির পর এরকম মার্বেল পাথরের সন্ধান পাওয়া যায় গ্রিসের ছোট্ট একটি পাহাড়ে। আর কোথাও এ ধরনের মার্বেলের মজুদ পাওয়া যায়নি।

স্থপতি কামাল ইসমাইল গ্রিসে গিয়ে পর্যাপ্ত মার্বেল কেনার চুক্তি সই করে মক্কায় ফিরে আসেন। যথাসময়ে সাদা মার্বেলের মজুদও চলে আসে এবং সেগুলো দিয়েই বিশেষ নকশায় মসজিদুল হারামের মেঝের কাজ সম্পন্ন হয়।

ওই ঘটনার ১৫ বছর পরে সৌদি সরকার কামাল ইসমাইলকে আবারো তলব করে এবং বলা হয়, মদিনার মসজিদে নববির চারপাশের চত্বরও একইভাবে সাদা মার্বেল দিয়ে ঢেকে দিতে হবে।

এমন অবস্থায় ড. মোহাম্মাদ কামাল ইসমাইল মনের দ্বিধা-দ্বন্দ্ব নিয়ে আবার গ্রিসে গেলেন। তার জানা ছিল না, আদৌ ওই সাদা মার্বেল পাথর অবশিষ্ট আছে কি না। গ্রিসে গিয়ে ওই পাহাড় কর্তৃপক্ষের কাছে তিনি জানতে চান, পাহাড়ের আর কতটুকু অবশিষ্ট আছে? কর্তৃপক্ষ জানায়, ১৫ বছর আগেই পাহাড়ের বাকি অংশটুকু বিক্রি হয়ে গেছে।

এই কথা শুনে বিমর্ষ কামাল ইসমাইল হাতে থাকা কফি পর্যন্ত শেষ করতে পারেননি। পরের ফ্লাইটেই মক্কায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। ওই কোম্পানির অফিস থেকে বেরিয়ে আসার আগে বাকি মার্বেল পাথর যিনি কিনেছিলেন, তার নাম-ঠিকানা জানতে চান। জবাবে জানানো হয়, ১৫ বছর আগের লেনদেন পাওয়া দুষ্কর। তবে পেলে জানাবে বলে কথা দেয়।
পরদিন তাকে ফোন দিয়ে জানানো হলো, সেই ক্রেতার নাম-ঠিকানা খুঁজে পাওয়া গেছে! নিরাশ মনে আবারও সেই অফিসের দিকে যাত্রা করেন তিনি। ঠিকানা হাতে পেয়ে তার হার্টবিট বেড়ে যায়। কেননা কাগজের হিসেব অনুযায়ী ওই ক্রেতা একটি সৌদি কোম্পানি!

স্থপতি কামাল ইসমাইল সেদিনই সৌদি আরবে ফিরে যান। ক্রেতা কোম্পানির এমডির সাথে দেখা করে জানতে চাইলেন, ১৫ বছর আগে গ্রিস থেকে কেনা সেই মার্বেল পাথর দিয়ে তারা কী করেছেন। এমডি প্রথমে কিছুই মনে করতে পারলেন না। পরে খোঁজ খবর নিয়ে দেখা গেল সেই সাদা মার্বেলের পুরোটাই স্টকে পড়ে আছে, কোথাও ব্যবহার করা হয়নি।

এ পর্যন্ত শুনে কামাল ইসমাইল সেখানেই শিশুর মতো কাঁদতে শুরু করেন। এমডি তার কান্নার কারণ জানতে চাইলে তিনি পুরো ঘটনা খুলে বলেন। পরে ড. কামাল ওই কোম্পানিকে সৌদি সরকারের পক্ষে একটি খালি (ব্ল্যাঙ্ক) চেক দিয়ে ইচ্ছেমতো অংক বসিয়ে নিতে বলেন। কিন্তু কোম্পানির মালিক যখন জানলেন, এই সাদা মার্বেল পাথর মসজিদে নববির চত্বরে বসানোর জন্য ব্যবহৃত হবে, তখন তিনি ওই চেক নিতে অস্বীকৃতি জানান এবং বলেন, আল্লাহই আমাকে দিয়ে এটা কিনিয়েছিলেন, আবার তিনিই আমাকে এর কথা ভুলিয়ে দিয়েছেন। এই মার্বেল পাথর রাসুল স. এর মসজিদের উদ্দেশ্যেই এসেছে! (সুবহানাল্লাহ)

তারপর সেই পাথর দিয়ে মসজিদে নববির চত্বরও মুড়ে দেওয়া হয়।

উল্লেখ্য, স্থপতি ড. মোহাম্মাদ কামাল ইসমাইল (১৯০৮-২০০৮) ইসলামি আর্কিটেকচারের ওপর তিনটি ডক্টরেট ডিগ্রিপ্রাপ্ত প্রথম মিশরীয় প্রকৌশলী। শতবর্ষী এই স্থপতি তার কর্মজীবনের প্রায় পুরোটা সময় মক্কা ও মদীনার দুই মসজিদের সেবায় আত্মনিয়োগ করেছিলেন। কিন্তু এর জন্য কোনো ধরনের পারিশ্রমিক তিনি গ্রহণ করেননি। সৌদি বাদশাহ ফাহাদ এবং বিন লাদেন গ্রুপের সুপারিশ কাজে আসেনি। তাদের মোটা অংকের চেক ফিরিয়ে দিয়েছেন তিনি অবলীলায়। তার প্রশ্ন ছিল, এই দু’টি পবিত্র মসজিদের কাজের জন্য পারিশ্রমিক নিলে শেষ বিচারের দিনে আমি কোন মুখে আল্লাহর কাছে প্রতিদান চাইব ?

আল্লাহ প্রত্যেক উত্তম কাজের সঠিক জাযা দান করুক (আমীন)





Address

Eastern Plus Commercial Complex, Suite: 7/8, Level: 7, 145, Shantinagar
Dhaka
1217

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

+8801711192104

Alerts

Be the first to know and let us send you an email when Advance Holy Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Advance Holy Tours & Travels:

Videos

Share

Category