Byrip

Byrip Byrip is a trusted and reliable tour and travel agency among all the leading and updated tour-operating services in Bangladesh.

We are here to bring luxury to your traveling. Byrip is a proud member of the Association of Travel Agents of Bangladesh

09/03/2020

করোনা হটলাইন নম্বর।
নিজের অথবা পরিবারের কারো করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষন দেখা দিলে" ইনস্টিটিউট অব এপিডেমোলোজি ডিজিজ কন্ট্রোল এন্ড রিসার্চ" আইইডিসিআরে যোগাযোগ করুন নিচের নম্বর গুলোর মাধ্যমে,

IEDCR Hotline

+8801937000011
+8801937110011
+8801927711784
+8801927711785

পোষ্টটি কপি / শেয়ার করে ছড়িয়ে দিতে ভূলবেন না।

18/01/2020
16/12/2019
15/12/2019
15/12/2019
তিন দিনের ভ্রমনসূচী – কক্সবাজার - তৃতীয় দিন১৫. প্রাতঃ কর্ম সম্পাদন শেষে যথাসম্ভব ব্যাগ ও লাগেজ গুছানো। ১৬. হোটেল নির্ধার...
15/12/2019

তিন দিনের ভ্রমনসূচী – কক্সবাজার - তৃতীয় দিন
১৫. প্রাতঃ কর্ম সম্পাদন শেষে যথাসম্ভব ব্যাগ ও লাগেজ গুছানো।
১৬. হোটেল নির্ধারিত সময়ের মধ্যে যথেচ্ছা প্রাতঃকালীন খাবার গ্রহন (এজ মাচ এজ ইউ ক্যান)
১৭. প্রস্তুত হয়ে পুনরায় সমুদ্র দর্শন ও দাপাদাপি (১১ টা পর্যন্ত)
১৮. হোটেল প্রত্যাবর্তন করে স্নান শেষে ব্যাগ লাগেজ চুড়ান্তভাবে গুছিয়ে চেক আউট (১২টা) চেক আউট এমাউন্ট ০০০/= প্রতি যুগল (বাধ্যতামুলক ☺)।
১৯. হোটেল কতৃপক্ষের কাছে ব্যাগ ও লাগেজ রেখে বহিরাগমন
২০. বৌদ্ধ মন্দির, হিলটপ সার্কটি হাউজ ভ্রমন।
২১. পৌষি বা ঝাউবন রেস্তোরায় অপরাহ্নের খাবার গ্রহণ।
২২. শুঁটকি, আচার বিচার, কাপড় চোপড় ও অন্যান্য সামগ্রী ক্রয় করার জন্য বার্মিজ মার্কেট ভ্রমন। (৪;৩০ পর্যন্ত)
২৩. হোটেলে ক্রয়কৃত দ্রব্যাদি রেখে সৈকতে প্রত্যাবর্তন ও বিদায়ী সূর্যাস্ত ও সমুদ্র-দর্শন
২৪. যথাসময়ে ফিরতি পথের যাত্রা শুরু ও ঢাকায় প্রত্যাবর্তন। ফিরতি বাসে অধিকাংশ ভ্রমনেচ্ছুর রিপোর্টিং টাইম ৯;৪৫, বাস ছাড়বে রাত ১০ টায়।
( ভ্রমনের সমাপ্তি )

06/12/2019
তিন দিনের ভ্রমনসূচী – কক্সবাজার - দ্বিতীয় দিন৬. হোটেল নির্ধারিত সময়ের মধ্যে যথেচ্ছা প্রাতঃকালীন খাবার গ্রহন (এজ মাচ এজ ই...
06/12/2019

তিন দিনের ভ্রমনসূচী – কক্সবাজার - দ্বিতীয় দিন
৬. হোটেল নির্ধারিত সময়ের মধ্যে যথেচ্ছা প্রাতঃকালীন খাবার গ্রহন (এজ মাচ এজ ইউ ক্যান)
৭. প্রস্তুত হয়ে পুনরায় সমুদ্র দর্শন ও দাপাদাপি (-১২;০০ পর্যন্ত)
৮. কক্ষে প্রত্যাবর্তন পূর্বক পবিত্র জুম’আর নামাজের প্রস্তুতি ও নামাজ আদায়
৯. দ্বিপ্রহরের খাবার গ্রহণ ও আশেপাশের বিচ মার্কেট এ ঘুরাঘুরি, পায়চারী ও হাল্কা পাতলা শপিং অথবা
কক্ষে প্রত্যাবর্তন পূর্বক বিশ্রাম গ্রহণ।
১০. সৈকতে বৈকালিক ভ্রমন, সূর্যাস্ত উপভোগ সাথে চিত্রগ্রহণ
১১. সন্ধ্যায় সামুদ্রিক মৎস্য ভাঁজা উপভোগ ও ভোগ।
১২. রাত্রিকালীন খাবার গ্রহণ (ঐচ্ছিক)
১৩. রাত্রিকালীন সমুদ্র বিলাস, সমুদ্র গর্জন উপভোগ (এজ মাচ লেইট এজ ইউ ক্যান)
১৪. কক্ষে প্রত্যাবর্তন পূর্বক রাত্রিযাপন।

তিন দিনের ভ্রমনসূচী – কক্সবাজার - প্রথম দিননিম্নোক্ত পরিকল্পনা সুচী একান্তই ব্যাক্তিগত উদ্যোগে তৈরি করা। ভ্রমনেচ্ছু সবাই...
05/12/2019

তিন দিনের ভ্রমনসূচী – কক্সবাজার - প্রথম দিন
নিম্নোক্ত পরিকল্পনা সুচী একান্তই ব্যাক্তিগত উদ্যোগে তৈরি করা। ভ্রমনেচ্ছু সবাইকেই এটা মেনে চলতে হবে, তেমন বাধ্যবাধকতা নেই। অবস্থার পরিপ্রেক্ষিতে পরিবর্তন, পরিমার্জন ও পরিবর্ধন করা হবে।
১. সকালে পৌছে হোটেল প্রাইম পার্ক এ চেক ইন করে ফ্রেশ হয়ে সকালের নাস্তা বাইরের হোটেলে।
২. নাস্তা শেষ করে সমুদ্র দর্শন ও দাপাদাপি (- ১২;৩০ পর্যন্ত)
৩. হোটেলে প্রত্যাবর্তন পূর্বক প্রস্তুত হয়ে দ্বিপ্রহরের খাবার গ্রহণ করে (১;৩০-২;০০টা) ইনানি ও হিমছড়ি ভ্রমনের উদ্দেশ্যে গমন (২ টা ১৫ – ফেরত আসা পর্যন্ত)
৪. সন্ধ্যায় পুনরায় হোটেলে প্রত্যাবর্তন পূর্বক সুসজ্জিত হয়ে যুগল ও দলীয় চিত্রগ্রহন ও মোমবাতি প্রজ্বলিত রাত্রিকালীন খাবার গ্রহন।
৫. রাতে স্ব স্ব কক্ষে মধুচন্দ্রিমা কেক কর্তন অনুষ্ঠান ও সমুদ্র বিলাস
(প্রথমদিনের সমাপ্তি)

Address

Askona
Dhaka

Telephone

+8801670074276

Website

Alerts

Be the first to know and let us send you an email when Byrip posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category

Nearby travel agencies