15/12/2019
তিন দিনের ভ্রমনসূচী – কক্সবাজার - তৃতীয় দিন
১৫. প্রাতঃ কর্ম সম্পাদন শেষে যথাসম্ভব ব্যাগ ও লাগেজ গুছানো।
১৬. হোটেল নির্ধারিত সময়ের মধ্যে যথেচ্ছা প্রাতঃকালীন খাবার গ্রহন (এজ মাচ এজ ইউ ক্যান)
১৭. প্রস্তুত হয়ে পুনরায় সমুদ্র দর্শন ও দাপাদাপি (১১ টা পর্যন্ত)
১৮. হোটেল প্রত্যাবর্তন করে স্নান শেষে ব্যাগ লাগেজ চুড়ান্তভাবে গুছিয়ে চেক আউট (১২টা) চেক আউট এমাউন্ট ০০০/= প্রতি যুগল (বাধ্যতামুলক ☺)।
১৯. হোটেল কতৃপক্ষের কাছে ব্যাগ ও লাগেজ রেখে বহিরাগমন
২০. বৌদ্ধ মন্দির, হিলটপ সার্কটি হাউজ ভ্রমন।
২১. পৌষি বা ঝাউবন রেস্তোরায় অপরাহ্নের খাবার গ্রহণ।
২২. শুঁটকি, আচার বিচার, কাপড় চোপড় ও অন্যান্য সামগ্রী ক্রয় করার জন্য বার্মিজ মার্কেট ভ্রমন। (৪;৩০ পর্যন্ত)
২৩. হোটেলে ক্রয়কৃত দ্রব্যাদি রেখে সৈকতে প্রত্যাবর্তন ও বিদায়ী সূর্যাস্ত ও সমুদ্র-দর্শন
২৪. যথাসময়ে ফিরতি পথের যাত্রা শুরু ও ঢাকায় প্রত্যাবর্তন। ফিরতি বাসে অধিকাংশ ভ্রমনেচ্ছুর রিপোর্টিং টাইম ৯;৪৫, বাস ছাড়বে রাত ১০ টায়।
( ভ্রমনের সমাপ্তি )