AL-Hazi International Travel Ltd.

AL-Hazi International Travel Ltd. প্রবাস গ্রমণের নিরাপদ মাধ্যম ।
(4)

Alhamdulillah...  আজকের আপডেট🇲🇾
05/10/2023

Alhamdulillah...
আজকের আপডেট🇲🇾

Alhamdulillah.. 😍
04/10/2023

Alhamdulillah.. 😍

24/09/2023

নিজের সাথে না ঘটলে আমরা শিক্ষা নেই না।
অথচ পরিস্থিতি থেকে শিক্ষা নেওয়া উচিত ছিলো।

🥰🥰
23/09/2023

🥰🥰

সূদুর পাবনার এতিম ছেলে সাব্বির।
তার মামার হাত ধরে আমার কাছে এসেছে।
যদিও পূর্বে নিজেদের একজন আত্মীয়ের
কাছে অনেক ঘৃরে কাজ না হয়ে
আমার কাছে এসেছে।
আজ ৮ দিন হলো মালয়েশিয়া গিয়েছে ফ্যাক্টরীর কাজে।
এখন জানতে পারলাম তার মা আমার জন্য রোজা রাখছে।
দোয়া করছে এতিম ছেলেটার ভালো ব্যবস্থা করে দেওয়া জন্য।
এটা আমার জন্য অনেক বড় পাওয়া।
একটা পরিবারের হাল ধরার মত ব্যবস্থা করে দিতে পেরে গর্বিত।
আমি সব সময় বলি, আমরা নিজের স্বার্থে হলেও চেষ্টা করি।
এর মধ্যেই ভাগ্য ভালো খারাপ হতে পারে।
একজন কর্মী ভালো থাকলে আমার ব্যবসায়িক সুনাম।
আলহামদুলিল্লাহ্ অনেকেই কৃতজ্ঞতা প্রকাশ করে।
সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার হাতে কারো ক্ষতি না করে।
AL-Hazi International Travel Ltd.
#মালয়েশিয়া #কলিং #ভিসা

আলহামদুলিল্লাহ্
17/09/2023

আলহামদুলিল্লাহ্

আপনি সঠিক হলে, রিজিকের অভাব হবে না ইনশাআল্লাহ।
১. ইসমাইল (পেকুয়া,কক্সবাজার)
২.আবু সাইদ(রাজবাড়ী)
৩.আশিকুর(রাজবাড়ী)
৪.রুবেল (সিরাজগঞ্জ)
অথচ এই ৩ জেলার কক্সবাজার ছাড়া কোথাও জিবনে যাওয়া হয়নি।
রিজিকের টানে এরা আজ আমরা মালয়েশিয়া ফ্লাইটের যাত্রী।
আগামীকাল দুপুর ১২:১৫ মিনিটে মালয়েশিয়ার উদ্দেশ্যে পাড়ি দিবে।
সবথেকে বড় পাওয়া এরা সবাই ফেজবুক থেকেই আমার সাথে পরিচয়।
আমার প্রতি বিশ্বাস রাখার জন্য তোমাদের কাছে কৃতজ্ঞ।
তোমাদের প্রবাস জীবন সুখময় হোক সেই কামনা করি।
Rony's Message

02/09/2023

প্রবাসে ঐ দেশের আইম মেনে চলতে হয়,
এতে নিজের ও দেশের সূনাম বয়ে আনে।
সবার জন্য শুভ কামনা রইলো 🇲🇾✈️

❤️❤️
25/08/2023

❤️❤️

14/08/2023

আলহামদুলিল্লাহ্
আজ রাত ১০:৩৫ মিনিটে মালয়েশিয়ার উদ্দেশ্যে আমাদের একটি ফ্লাইট যাবে।
সবার জন্য শুভ কামনা রইলো।
কোম্পানির নাম:- Team Harvest Sdn. Bhd.
Follow :- Rony's Message

10/08/2023

BAN YI YEE Enterprise SDN. BHD.
কোম্পানির আমাদের ১৯ আগস্টের ফ্লাইট বাতিল করা হলো।
গতকাল রাতে কোম্পানির মালিকের মা মারা গেছে,
তাই তিনি ফ্লাইটটি বাতিল করেছে,
পরবর্তী ফ্লাইটের তারিখ জানিয়ে দেওয়া হবে।

Malaysia✈️✈️
09/08/2023

Malaysia✈️✈️

আজকের কলিং 🇲🇾✈️
08/08/2023

আজকের কলিং 🇲🇾✈️

নাম : আবুল হোসাইন। বাংলাদেশ থেকে ছুটি কাটিয়ে এসেছেন আজ। রিয়াদ কিং খালেদ এয়রপোর্ট থেকে আজ সকাল ১০টা ১০ মিনিটে সুক মক্কাতে...
06/08/2023

নাম : আবুল হোসাইন।
বাংলাদেশ থেকে ছুটি কাটিয়ে এসেছেন আজ। রিয়াদ কিং খালেদ এয়রপোর্ট থেকে আজ সকাল ১০টা ১০ মিনিটে সুক মক্কাতে এসে নামেন। নামার সময় ভুল করে হাত ব্যাগটি টেক্সিতে ফেলে আসেন। ব্যাগের ভেতর পুরনো এবং নতুন পাসপোর্ট রয়েছে।

ট্যাক্সি ড্রাইভার বাংলাদেশী এবং তার নাম আলী।ড্রাইভারের দেশের বাড়ি কুমিল্লা বলে আলাপচারিতায় জানা গিয়েছিল। ট্যাক্সি থেকে নামার সময় এয়ারপোর্ট থেকে আসা আরো একজন যাত্রী গাড়িতে ছিলেন।

ট্যক্সি ড্রাইভার বা যাত্রী যিনিই ব্যাগটি পেয়ে থাকেন, অনুগ্রহ করে নিচের নাম্বারে যোগাযোগ করতে সবিনয় অনুরোধ জানাচ্ছি।

আবুল হোসাইন
মোবাইল :
0509707844
0539127515

পোস্ট শেয়ার করে গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো পেতে ভাইটিকে সাহায্য করুন।

Alhamdulillah🌺🇲🇾✈️
02/08/2023

Alhamdulillah🌺🇲🇾✈️

আলহামদুলিল্লাহ্আগামীকাল দুপুর ১২:৩৫ মিনিটেমালয়েশিয়ায় ফ্রি/ এজেন্ট ভি'সায় আমাদের একটি ফ্লাইট যাবে।সবার জন্য শুভ কামনা রইল...
02/08/2023

আলহামদুলিল্লাহ্
আগামীকাল দুপুর ১২:৩৫ মিনিটে
মালয়েশিয়ায় ফ্রি/ এজেন্ট ভি'সায় আমাদের একটি ফ্লাইট যাবে।
সবার জন্য শুভ কামনা রইলো।
Follow :- আরিফ হারেজ রনি

Alhamdulillah মালয়েশিয়া ফ্যার্নিচার কোম্পানিতে আগামীকাল দুপুর ১:৩৫ মিনিটে আমাদের একটি ফ্লাইট যাবে মালয়েশিয়ার উদ্দেশ্যে।স...
31/07/2023

Alhamdulillah
মালয়েশিয়া ফ্যার্নিচার কোম্পানিতে আগামীকাল দুপুর
১:৩৫ মিনিটে আমাদের একটি ফ্লাইট যাবে মালয়েশিয়ার উদ্দেশ্যে।
সবার প্রতি শুভকামনা রইলো।
© Rony's Message

আজকের কলিং ভি'সা।অনেকে কলিং বন্ধ বলে গুজব ছড়ায়।তাদের কাছে কাজ নাই, এটা বলার সৎসাহস নাই।AL-Hazi International Travel Ltd....
31/07/2023

আজকের কলিং ভি'সা।
অনেকে কলিং বন্ধ বলে গুজব ছড়ায়।
তাদের কাছে কাজ নাই, এটা বলার সৎসাহস নাই।
AL-Hazi International Travel Ltd.

Follow :- Rony's Message

যারা বলছে কলিং বন্ধ এটা তাদের জন্য।সার্ভিস সেক্টরের কলিং🇲🇾✈️
30/07/2023

যারা বলছে কলিং বন্ধ এটা তাদের জন্য।
সার্ভিস সেক্টরের কলিং🇲🇾✈️

এই কনস্ট্রাকশন কোম্পানি জন্য ৮টা পাসপোর্ট লাগবে। বয়স ২৮-৩৮। সিলেকশনের পরে মেডিক্যাল করানো হবে।
26/07/2023

এই কনস্ট্রাকশন কোম্পানি জন্য ৮টা পাসপোর্ট লাগবে।
বয়স ২৮-৩৮। সিলেকশনের পরে মেডিক্যাল করানো হবে।

Todays Flight 29 Pax General workers.  Company:   Avenue Renovation & Construction  SDN BHD.Sector: Constructionআরিফ হার...
23/07/2023

Todays Flight 29 Pax General workers.
Company: Avenue Renovation & Construction SDN BHD.
Sector: Construction
আরিফ হারেজ রনি

23/07/2023
মালয়েশিয়া🇲🇾✈️
14/07/2023

মালয়েশিয়া🇲🇾✈️

গন্তব্য মালয়েশিয়া🇲🇾✈️
13/07/2023

গন্তব্য মালয়েশিয়া🇲🇾✈️

11/07/2023

আলহামদুলিল্লাহ্
৫০জন কর্মী কনস্ট্রাকশন কাজে আগামীকাল
মালয়েশিয়া পাড়ি দিবে।
বিদায়ের মূহুর্তে কর্মীদের সাথে কুশল বিনিময় করছেন এমডি সাহবে।
সবার জন্য শুভ কামনা রইলো🇲🇾❤️🇧🇩

follow :- Arif harej rony

আলহামদুলিল্লাহ্৫০জন কর্মী কনস্ট্রাকশন কাজে আগামীকাল মালয়েশিয়া পাড়ি দিবে।সবার জন্য শুভ কামনা রইলো🇲🇾❤️🇧🇩follow :- আরিফ ...
11/07/2023

আলহামদুলিল্লাহ্
৫০জন কর্মী কনস্ট্রাকশন কাজে আগামীকাল
মালয়েশিয়া পাড়ি দিবে।
সবার জন্য শুভ কামনা রইলো🇲🇾❤️🇧🇩
follow :- আরিফ হারেজ রনি

Alhamdulillah New.....team harvest SDN. BHD.
06/07/2023

Alhamdulillah New.....
team harvest SDN. BHD.

মালয়েশিয়া ফ্লাইটের জন্য প্রস্তুত।
05/07/2023

মালয়েশিয়া ফ্লাইটের জন্য প্রস্তুত।

05/07/2023
02/07/2023

আগামীকাল থেকে আমাদের অফিসের কার্যক্রম শুরু হবে।

27/09/2022

বাবার টাকা না থাকলে বুঝা যায় দুনিয়াটা কি।

Send a message to learn more.

বাংলাদেশ নিয়েএ সব তথ্য সকলের জানা উচিৎ।। আয়তন: ১,৪৭,৫১০ বর্গ কি:মি✪বাংলাদেশ' নামকরণ করা হয়: ১৯৬৯ সালের৫ডিসেম্বর✪রাষ্ট্রী...
23/04/2022

বাংলাদেশ নিয়ে
এ সব তথ্য সকলের জানা উচিৎ।।

আয়তন: ১,৪৭,৫১০ বর্গ কি:মি
✪বাংলাদেশ' নামকরণ করা হয়: ১৯৬৯ সালের
৫ডিসেম্বর
✪রাষ্ট্রীয় নাম: গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ
✪ইংরেজি নাম: The people's Republic of Bangladesh.
✪বিজয় লাভ: ১৯৭১ সালের ১৬ ডিসেস্বর
✪স্বাধীনতা ও জাতীয় দিবস: ২৬ মার্চ
✪বিজয় দিবস: ১৬ ডিসেস্বর
✪উপনিবেশ ছিল: প্রথমে যুক্তরাজ্যের কাছে
(১৭৫৭-১৯৪৭) এবং পরে পাকিস্তানের কাছে
(১৯৪৭-১৯৭১)
✪স্বাধীনতা লাভ: পাকিস্তানের কাছ থেকে।
✪জাতিসংঘের সদস্য পদ লাভ: ১৯৭৪ সালের ১৭
সেপ্টেম্বর (২৯তম অধিবেশনে)
✪রাজধানী: ঢাকা
✪বানিজ্যিক রাজধানী: চট্টগ্রাম
✪রাষ্ট্রভাষা: বাংলা (৯৮শতাংশ)
✪সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়: মুসলিম (৯০.৩৯%), হিন্দু
(৮.৫৪%), বৌদ্ধ (০.৬২%), খ্রিষ্টান (০.৩১%) ও অন্যান্য
(০.১৪%)
✪সরকার পদ্ধতি: সংসদীয় পদ্ধতির সরকার
✪আইন সভা: জাতীয় সংসদ
✪স্থানীয় সময়: গ্রিনিচ মান সময় ৬+ ঘন্টা
✪জাতিসংঘ শান্তি মিশনে সৈন্য প্রেরণে : ২য়
✪মোট উপজাতি ৪৮ টি
✪জাতীয় সংসদের মোট আসন : ৩৫০ টি (নির্বাচিত
৩০০টি এবং সংরক্ষিত মাহিলা আসন ৫০টি)
✪জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে : ১১ বার
✪আবহাওয়া কেন্দ্র : ৪টি
✪আবহাওয়া স্টেশন : ৩৫টি
✪এভারেস্ট জয়ী দেশ : ৬৭ তম
✪ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য : ৩টি (ষাট গম্বুজ
মসজিদ, পাহাড়পুর বৌদ্ধ বিহার ও সুন্দরবন)
✪প্রশাসনিক বিভাগ : ৮টি (সর্বশেষ ময়মনসিংহ)
✪জেলা : ৬৪টি
✪সিটি কর্পোরেশন : ১২টি (১২ তম ময়মনসিংহ সিটি
কর্পোরেশন)
✪পৌরসভা : ৩২৮টি
✪উপজেলা: ৪৯২ টি
✪থানা : ৬৫০ টি
✪ইউনিয়ন : ৪৫৬২ টি
✪গ্রাম: ৮৭১৯১ টি
✪আয়তনে বিশ্বে বাংলাদেশের অবস্থান: ৯৪ তম
✪ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্র: ৪ টি
✪নদী বন্দরের জন্য সতর্ক সংকেত: ৪টি
✪সমুদ্র বন্দরের জন্য সতর্ক সংকেত: ১১টি
✪উপকূলীয় জেলা: ১৯টি
✪বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য: ৫টি
✪বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের পশ্চিমবঙ্গের
জেলা: ৮টি
✪জনসংখ্যায় বিশ্বে অবস্থান: ৮ম
✪জনসংখ্যায় এশিয়া মহাদেশের মধ্যে অবস্থান: ৫ম
✪জনসংখ্যায় দক্ষিণ এশিয়ার মধ্যে অবস্থান: ৩য়
✪জনসংখ্যায় মুসলিম বিশ্বে অবস্থান: ৪থ
✪সীমান্তবর্তী দেশ: ২টি (ভারত, মায়ানমার)
✪আদমশুমারি হয়েছে: ৫বার
✪মুক্তিযুদ্ধের সেক্টর সংখ্যা: ১১টি
✪নিবন্ধিত রাজনৈতিক দল: ৪১টি
✪ভূ-উপগ্রহ কেন্দ্র: ৪টি
✪অভিন্ন নদীর সংখ্যা: ৫৭টি
✪আন্তর্জাতিক মানের নদী: ১টি (পদ্মা)
✪সরকারি নোট: ৩টি (১টাকা, ২টাকা ও ৫ টাকা)
✪ব্যাংক নোট: ৬টি (১০

কিছু কাজ আছে, যেগুলো করলে আল্লাহ তা’আলা সে আমল বহুগুণ বাড়িয়ে দেন। যেমন, মানুষকে সুদমুক্ত ঋণ দেওয়া।আবু দারদা রাদিআল্লাহু ...
08/10/2021

কিছু কাজ আছে, যেগুলো করলে আল্লাহ তা’আলা সে আমল বহুগুণ বাড়িয়ে দেন। যেমন, মানুষকে সুদমুক্ত ঋণ দেওয়া।
আবু দারদা রাদিআল্লাহু আনহু বলেনঃ
কাউকে দুই দিনার ঋণ দেওয়া আমার কাছে এই দুটি দিনার কাউকে সদকা হিসেবে দিয়ে দেওয়ার চেয়ে বেশি প্রিয়। ” [ ১ ]
অনেকে হয়তো ভাবছেন, যদি সে আমাকে ঋণ ফেরত দিতে না পারে? মজার ব্যাপার, দুনিয়া যখন তার দুয়ার আমাদের জন্য বন্ধ করে দেয়, তখন আল্লাহ তা‘য়ালা আমাদের জন্য তার অসীম ভান্ডার উন্মুক্ত করেন। যাকে ঋণ দেয়া হয়েছে, সে যদি তা ফেরত দিতে দেরী করে তখন আল্লাহ তা’য়ালা আমাদের জন্য সে ঋণের সওয়াব বহুগুণে ফিরিয়ে দেন।
রাসুলুল্লাহ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি-ওয়াসাল্লাম বলেছেনঃ
“নির্দিষ্ট সময়ে পুরো ঋণ ফিরিয়ে দিতে হিমশিম খাচ্ছে এমন ঋণগ্রস্ত ব্যক্তিকে যে দেনা ফিরিয়ে দেওয়ার জন্য সময় দেয়, ওই ব্যক্তিকে এমন সওয়াব দেয়া হবে যেন সে প্রতিদিনই সমপরিমাণ টাকা সদকা করেছে। আর যে সময় চলে যাওয়ার পরেও ঋণগ্রস্ত ব্যক্তিকে আরও সময় দেয়, তাকে অতিক্রম হওয়া প্রতিদিনের জন্য এমন সওয়াব দেয়া হবে, যেন সে প্রতিদিন ধার দেয়া টাকার চেয়ে দ্বিগুণ পরিমাণ টাকা সদকা করেছে।” [ ২ ]
এ হাদিসে যে কী বিশাল সওয়াবের কথা বলা হয়েছে তা হয়তো অনেকেই ধরতে পারেননি।
→একটা উদাহারণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি:
ধরা যাক, খালিদ করিমকে ২, ০০০ টাকা ধার দিল জানুয়ারি মাসের ১ তারিখে। তারা একমত হলো যে, জুলাই মাসের ১ তারিখে করিম সে টাকা ফেরত দেবে। তাহলে খালিদ এ ছয় মাসে কত টাকা সদকা করার সওয়াব পেল?
৬ মাসে ১৮০ দিন। ওপরের হাদিস অনুযায়ী, খালিদ প্রতিদিনই ২,০০০ টাকা সদকা দেওয়ার সওয়াব পাচ্ছে। তাহলে, ৬ মাসে সে পাচ্ছে ( ১৮০ × ২,০০০ ) তিন লক্ষ ষাট হাজার টাকা সদকা করার সওয়াব।
কিন্তু কোন কারনে করিম ৬ মাস পর সে টাকা ফেরত দিতে পারলো না। তাহলে এরপরের প্রতিদিনের জন্য খালিদ পাচ্ছে (দু’হাজার টাকার দ্বিগুণ) ৪, ০০০ টাকা সদকা করার সওয়াব। যদি আরও ৬ মাস পর করিম টাকা ফেরত দেয় তাহলে খালিদ এ ৬ মাসে আরও (১৮০× ৪,০০০) সাত লক্ষ বিশ হাজার টাকা সদকা করার সওয়াব পেয়ে গেল।
খালিদ কিন্তু করিমকে দিয়েছিল মাত্র ২, ০০০ টাকা। দুনিয়ার হিসাব অনুযায়ী, তার ২, ০০০ টাকার পুরষ্কারই পাওয়া উচিত। কিন্তু ইসলামে সে পাচ্ছে ( ৩, ৬০, ০০০ + ৭, ২০, ০০০) সর্বমোট দশ লক্ষ আশি হাজার টাকা সদকা করার সওয়াব।
একজন মধ্যবিত্ত মানুষ হয়তো সারাজীবনেও এত টাকা সদকা করতে পারবে না। কিন্তু তার ভাইকে ঋণ দেয়ার মাধ্যমে সে সহজেই সমপরিমাণ টাকা সদকা করার সওয়াব পেতে পারে।
“আর আল্লাহ যাকে ইচ্ছা করেন, তার জন্য বাড়িয়ে দেন।” [ ৩ ]
________________________________________________
[১] ইবনে আবি শাইবা, হাদিস নং : ২২৬৮২
[২] মুসনাদে আহমাদ, হাদিস নং : ২৩০৪৬
[৩] সূরা বাক্বারা, ২ : ২৬১
বই - হারিয়ে যাওয়া মুক্তো(সুন্নাহ)
লেখক- শিহাব আহমেদ তুহিন।

👉শিক্ষামূলক পোষ্টঃ(জানার আছে অনেক কিছু)🌿💢সিজার_ডেলিভারি_বৃদ্ধির_কারণঃসিজারের সময় মেরুদণ্ডে যে ইনজেকশন দেওয়া হয় সেই ইনজেক...
23/09/2021

👉শিক্ষামূলক পোষ্টঃ(জানার আছে অনেক কিছু)🌿

💢সিজার_ডেলিভারি_বৃদ্ধির_কারণঃ

সিজারের সময় মেরুদণ্ডে যে ইনজেকশন দেওয়া হয় সেই ইনজেকশনটার জন্য পরবর্তীতে কি কি ক্ষতি হয় জানেন??

বর্তমানে সিজারের শতভাগ কাজ কি মহিলা ডাক্তাররাই করেন? নাকি কিছু কাজে পুরুষ ডাক্তারের সাহায্য নিতে হয়?

পৃথিবীতে কোনো প্রাণীর সিজার লাগে না, মানুষের কেন লাগে?

মানুষের সিজার লাগার কারণহলো, শুশুর ফোন দিয়ে বলবে আমার মেয়ের কিছু হলে জামাই তোমাকে ছাড়বো না, শাশুড়ি বলে আমার মেয়েকে হাসপাতালে ভর্তি করুন টাকা যা লাগে আমি দিবো।
আর শালা শালি তো আছেই। তার পর ডাক্তারের কথা বললে তো আইডি আজই নষ্ট হবে।

হাসপাতালে গর্ভবতীকে নেবার পরে, ডাক্তার দেখা মাত্র চেক-আপ করে... এই ৩ টি ডায়লগের যেকোনো একটি দিয়ে থাকেন।
১. বাচ্চা পানিশূন্যতায় আছে।
২. বাচ্চা পেটের ভিতরে পায়খানা করে দিয়েছে।
৩. বাচ্চার পজিশন উল্টা।
এই কথাগুলোর যেকোনো একটা শোনার পর গর্ভবতীর এবং তার পরিবারের লোকে অবস্থা কি হতে পারে অনুমান করা কষ্টসাধ্য নয়।

বাংলাদেশের সমস্ত প্রাইভেট হাসপাতালের গত ৫ বছরের ডেলিভারি রিপোর্ট দেখলে, দেখা যাবে প্রায় ৯০% সন্তান সিজারে ডেলিভারি করানো হয়েছে।

100 মহিলা ডাক্তার এর মধ্যে একজন মহিলা ডাক্তার সিজার ডেলিভারি হয়েছে এমন খুঁজে পাওয়া খুব কষ্টকর ,, আর সাধারণ মানুষ হসপিটালে যাওয়া মাত্রই সিজার সিজার সিজার,, সিজারে এতো টাকা বিল আসে কেন, যাচাই করার কোন উপায় কি আছে আমাদের দেশে। সিজারের সময় যে এক কার্টুন ঔষধ ও,টি,তে নেওয়া হয়, তা কি সব লাগে? বাকি ঔষধ কোথায়?

সিজার ডেলিভারির জন্য, আমাদের দেশের মায়েরা অর্ধপঙ্গু হয়ে যাচ্ছে। এটাকে বন্ধ করুন।মা’কে বাঁচান, বাচ্চা কে বাঁচান।

তবে আমি মনে করি, কিছু কিছু ডাক্তার নিজের স্বার্থের জন্য হয়ত সিজার করতে বলেন। কিন্তু সব ডাক্তার নয়।

এখন সিজারের সংখ্যা কেন বেড়ে গেছে তার কারণটা আমার কাছে মনে হয় ব্যাপারটার উৎপত্তি আমাদের জন্ম থেকে। আপনি আপনার দাদা দাদী / নানা নানীর দিকে তাকান । উনারা দেখবেন , বুড়ো বয়সেও কত শক্তিশালী। আমাদের দাদা নানারা দেখবেন , ৭০ বছর বয়সেও অনেক দূর হেটে হেটে নামাজ পরতে যাচ্ছে , চা খেতে যাচ্ছে, চশমা ছাড়া পেপার পড়তে পারছেন ।

(সংগৃহীত)

সরকার  শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়েছে!!আজ শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রথম দিন। ক্লাস টিচার এসে স্বাগত বক্তব্য শেষে হাজিরা ডা...
12/09/2021

সরকার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়েছে!!

আজ শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রথম দিন। ক্লাস টিচার এসে স্বাগত বক্তব্য শেষে হাজিরা ডাকা শুরু করেছেন।
শিক্ষক:- রোল এক...!
ছাত্র:- লাব্বাইক!
— দুই!
— লাব্বাইক!
— তিন!
— নাই স্যার।
— কেনো, রাবেয়া আসলো না কেনো?
— স্যার, রাবেয়া এখন শ্বশুর বাড়িতে আছে। স্বামীর ঘরে পড়াশোনা করছে, হা হা হা।
,
— ও, আচ্ছা। রোল চার...!
ছাত্র:- চার রোল কার স্যার?
চশমাটা একটু ঠিক করে নিয়ে শিক্ষক বললেন:- ছাদেক কোথায়?
কাঁদো কাঁদো গলায় এক ছাত্র বললো:- ছাদেক আমাদের মাঝে আর নেই!
— নেই মানে! কবে মরলো?
— মরবে কেনো?
— তাহলে?
— সে ভেবেছে হয়ত এই জনমে আর শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না, শুধু খোলার তারিখই দিয়ে যাবে। তাই সে সিদ্ধান্ত নিলো সে আর থাকবে না। একদিন ভোরে উঠে দেখি সে আর আমাদের মাঝে নেই! সে গার্মেন্টসে ভর্তি হয়ে গেছে! 🤣🤣
,
— বলিস কী রে! কী সাঙ্ঘাতিক! আচ্ছা, তারপর পাঁচ...!
পিছনে বসা এক ছাত্র:- এটা আবার কার রোল?
— আশিক কোথায়?
— আমিই তো আশিক। আমার রোল পাঁচ! আমি এত ভালো ছাত্র ছিলাম! ওরে বাবা! যাইহোক, লাব্বাইক স্যার!
— দেখো ছাত্রদের অবস্থা!
স্যার কিছু বলতে যাবেন, হঠাৎ একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসলো। স্যার অবাক হয়ে বললেন:- এই ছোট বাচ্চার কান্নার আওয়াজ আসলো কোত্থেকে?
ছাত্রী সাদিয়া উঠে দাঁড়ালো। তার কোলে একটি ফুটফুটে বাচ্চা। সাদিয়া বললো:- আমার বাবু। ভাবলাম প্রথম ক্লাসটা ওকে নিয়ে এক সাথেই করি😂😂😂
,
স্যার, ওকেও না হয় এই ক্লাসে ভর্তি করিয়ে নেন😁😁
,
আমরা মা-সন্তান এক সাথেই ক্লাস করবো!
সবাই একযোগে হেসে ওঠলো। শুধু স্যার হাসলেন না।
পাশ থেকে আরেক ছাত্র দাঁড়িয়ে বললো:- স্যার, দেখেন তো হাজিরা খাতায় আমার নাম আছে কি না!
,
— তোর নাম কী?
— সাকিব।
স্যার অনেক্ষণ ধরে গবেষণা করেও হাজিরা খাতায় সাকিব নাম উদঘাটন করতে পারলেন না। বিরক্ত হয়ে বললেন:- সাকিব নাম তো এখানে পাওয়া যাচ্ছে না। হাজিরা খাতায় তোর অন্য কোন নাম লেখা ছিলো?
সাকিব:- তারমানে আমি এই ক্লাসে পড়ি না,,
হায় হায়! তাহলে আমি কোন ক্লাসে পড়ি?
,
স্যার সবাইকে লক্ষ্য করে বললেন:- এই ক্লাসে ছাত্রের সংখ্যা অল্প কয়েকজন ছিলো; কিন্তু আজ এত বেশি বেশি লাগছে কেনো?
,
দুজন ছাত্রী দাঁড়িয়ে লাজুক কণ্ঠে বললো:- স্যার! নতুন ক্লাসে স্মরণীয় হয়ে থাকার জন্য আমাদের হাসব্যান্ডও আমাদের সাথে এসেছেন😂😂
,
স্যার খুবই আশ্চর্যান্বিত হলেন। আরে বলে কী এরা!
,
দরজার সামনে হন্তদন্ত হয়ে এক ছাত্র এসে বললো:- স্যার, কয়েকবছর আগে আমাকে কি এই বিদ্যালয়ে দেখেছিলেন???

অবাক হয়ে স্যার বললেন:- কেনো?

— না, ইয়ে, মানে...! আমি কোন বিদ্যালয়ে পড়ি সেটাই ভুলে গেছি। যদি আপনি দেখে থাকেন তাহলে বুঝবো আমি এই প্রতিষ্ঠানের ছাত্র😂😂

স্যারের মাথায় যেন বিদ্যালয়ের ছাদ ভেঙে পরছে! তিনি এসব কী শুনছেন!,

তখন আরেক শিক্ষক এসে বললো:- আরে বকর সাহেব! আপনি এখানে! আপনি তো পাশের বিদ্যালয়ের শিক্ষক, আপনি এখানে কী করছেন?
এটা শোনার পর থেকে স্যার অজ্ঞান হয়ে আছেন....

😅😅😅😂😂🤣🤣🤣
😁😁😁😂😂😅😅😅🤣😂
😁😁😃😃😀😁😁😄😂
😂😂🤣🤣🤣😅😂😂🤣🤣😂😂

~লাইব্রেরীতে পড়তে গিয়ে একটা  মেয়েকে বললাম.... "আমি কি আপনার পাশের চেয়ারে বসতে পারি?মেয়েটা চিৎকার করে উঠলো এবং বলল.....
18/08/2021

~লাইব্রেরীতে পড়তে গিয়ে একটা মেয়েকে বললাম.... "আমি কি আপনার পাশের চেয়ারে বসতে পারি?

মেয়েটা চিৎকার করে উঠলো এবং বলল...আমার সাথে রাত কাটাতে চাও?

-'এত্ত বড় সাহস!?

লাইব্রেরির সবাই আমার দিকে কটমট চোখে তাকালো...

আমি সাংঘাতিক লজ্জা পেলাম!

ঘন্টাখানেক পর

মেয়েটা আমার কানে কানে এসে বলল...

আমি সাইকোলজির স্টুডেন্ট।

কিভাবে মানুষকে লজ্জা দিতে হয়, -'সেটা আমি ভালো করেই জানি?

আমি চিৎকার করে উঠে বললাম...

-'এক রাতের জন্য ১০ হাজার টাকা চাও!? -'এটা অনেক বেশি।

লাইব্রেরির সব মানুষ বিস্মত চোখে মেয়েটার দিকে তাকলো।

মেয়েটা লজ্জায় অজ্ঞান হয়ে গেল!

আমি তার কানে কানে গিয়ে বললাম.... "আমি আইনের ছাত্র?

কিভাবে বিনা অপরাধে দোষী বানাতে হয়, -'সেটা আমি খুব ভালো করে জানি।🙂🙂🙂

নায়িকা শাবানা'র বাসা থেকে বেশ কয়েকটি সেলাই মেশিন এবং নায়ক জসিমের বাসা থেকে ২ টা ঠেলাগাড়ি ও অসংখ্য লটারির টিকেট জব্দ!এদিক...
10/08/2021

নায়িকা শাবানা'র বাসা থেকে বেশ কয়েকটি সেলাই মেশিন এবং নায়ক জসিমের বাসা থেকে ২ টা ঠেলাগাড়ি ও অসংখ্য লটারির টিকেট জব্দ!

এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত অঞ্জু ঘোষের বাসা থেকে দুটি গোখরা সাপ ও বীন, আনোয়ার হোসেনের বাসা থেকে হার্ট অ্যাটাকের ট্যাবলেট, রুবেলের বাসা থেকে মাথার নকল চুল, ওমর সানির বাসা থেকে কান্নার গ্লিসারিন, নায়ক রাজ রাজ্জাকের বাসা থেকে ফাস্ট ক্লাস ফাস্টের সার্টিফিকেট এবং বাপ্পারাজ কে জীবিত উদ্ধার।

আর বাপ্পারাজের বাসা থেকে বিপুল পরিমাণ দুস্টু পানির খালি বোতল ও ডিপ্রেশনের মেডিসিন, শাকিব খানের বাসা থেকে গোলাপী লিপিস্টিক ও অপু বিশ্বাস এর প্যান্ট, জায়েদ খানের বাসা থেকে চকবাজারের এমিটেশেন কানের দুল এবং অনন্ত জলিলের বাসা থেকে বিপুল পরিমানে স্পোকেন ইংলিশ বই জব্দ!

জয়া আহসান ও পূর্ণিমার বাসায় অভিযান চালিয়ে বয়স না বাড়ানোর ১০১ টি কৌশল এর বই উদ্ধার।

এদিকে ক্রিকেটার সৌম্যর বাসা থেকে বিপুল সংখ্যক ০/১/২ রান উদ্ধার! 😥
Collected

কথাগুলো চিরদিনের জন্য মাথায় ঢুকিয়ে ফেলুন-অমূল্য রত্ন১. অন্যের ঘরে আগুন লেগেছে। আমি পানি দিয়ে নেভাতে না পারি, বাতাস দিয়ে ...
15/06/2021

কথাগুলো চিরদিনের জন্য মাথায় ঢুকিয়ে ফেলুন-
অমূল্য রত্ন

১. অন্যের ঘরে আগুন লেগেছে। আমি পানি দিয়ে নেভাতে না পারি, বাতাস দিয়ে জ্বলতে সাহায্য করবো না।

২.যারা আমার বিরোধীতা করেন, তাদেরকে ভালোবাসতে আমার মোটেও কষ্ট হয় না।

৩.মুসলমানদের ঐক্যের কথা শুনলে শয়তান সবচেয়ে বেশি কষ্ট পায়।

৪.আলিমদের ঐক্যের অর্থই হলো আমরা আমাদের মনোযোগ ভালো কাজে দিতে পারবো।

৫.গ্লাসে বা জগে সামান্য মল পড়লে পুরা গ্লাসের পানিই ময়লা হয়ে যায়, এটা যদি পুকুরে বা সমদ্রে ফেলা হয় -কিচ্ছু হয় না- এটা মুমিনের উদাহরণ।

৬.যারা ভালো ইসলাম জানতে চাও, অন্তত ইবনে তাইমিয়ার বই ইংরেজিতে হলেও পড়তে হবে।

৭. আমরা দ্বীনের আলেম, দায়ীদের ভালোবাসার চেষ্টা করবো।

৮.সমালোচনার ক্ষেত্রে আমরা কর্মের সমালোচনা করবো, ব্যাক্তি বা দলের নয়।

৯.সব উম্মতে মোহাম্মাদী যদি বিভিন্ন নাম দিয়ে জান্নাতে যায়, আমার জায়গা কম পড়বে না।

১০.একটা মত মানতে গিয়ে আরেকটা মত অস্বীকার করা ঠিক না।

-ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রঃ)

ছবিটায় একটু খেয়াল করলেই বুঝা যায় একজন সুসাস্থ্যবান পুরুষ দাঁড়িয়ে আছে,পাশেই সিটে একজন আপাদমস্তক পর্দাসীন নারী ঘুমিয়ে আছে।...
15/06/2021

ছবিটায় একটু খেয়াল করলেই বুঝা যায় একজন সুসাস্থ্যবান পুরুষ দাঁড়িয়ে আছে,পাশেই সিটে একজন আপাদমস্তক পর্দাসীন নারী ঘুমিয়ে আছে।
ময়মনসিংহ টু চট্টগ্রাম,সারারাতের ট্রেন ভ্রমণ।এই ব্যাক্তি দুই পায়ে সারারাত দাঁড়িয়ে ছিল।এমন না যে সে সিট পাইনি, সে দাঁড়ায়ে ছিল কারণ তার সিটে তাঁর স্ত্রী ঘুমিয়ে ছিল।

এমনও না যে তার বউ অসুস্থ,শুধু বউ একটু আরাম করে ঘুমাবে বলেই লোকটা সারারাত দাঁড়ায়ে ছিল। মাঝে মাঝে ট্রেনের ঝাঁকুনিতে বউ এর ঘুম ভেঙে যায়,লোকটা হাঁটু গেড়ে বউ এর পাশে বসে,মাথায় হাত রেখে কানের কাছে মুখ নিয়ে বার বার জিজ্ঞেস করে কিছু খাবে না,কোন অসুবিধা হচ্ছে কিনা।

আমি বললাম ভাই আমার পাশে বসেন। উনি বললেন..
"ভাই,আমি বসে গেলে আমার জায়গায় অন্য কেও দাঁড়িয়ে থাকবে, আমার বউ অগোছালো হয়ে ঘুমাচ্ছে, সে কমফোর্ট ফীল করবে না"

নারীটা এখানে যতই স্বার্থপর, হৃদয়হীনা হোক না কেন পুরুষটার মহানুভবতাকে খাটো করে দেখার অবকাশ নেই।
নারী নির্যাতনের হাজারো সংবাদের পাশে কোন নারীর জন্য স্বামীর সারারাত দাঁড়ায়ে থাকাটা সৌভাগ্যই বটে। এই সম্মান,ভালবাসা টাকা দিয়ে উপহার দেয়া যায় না। এই ভালবাসা সব নারীর কপালে জুটেও না।

রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘তোমাদের মধ্যে তারাই উত্তম যারা তাদের স্ত্রীদের জন্য উত্তম। আর আমি আমার স্ত্রীদের জন্য তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি। ’ -তিরমিজি

ডাক্তার :  তুমি পাগল হলে কিভাবে ?পাগল :  পাগল হইছি কি আর সাধে ?? আমি এক বিধবা মহিলাকে বিয়ে করে ছিলাম !!!তার এক যুবতী মেয়...
15/06/2021

ডাক্তার : তুমি পাগল হলে কিভাবে ?

পাগল : পাগল হইছি কি আর সাধে ??

আমি এক বিধবা মহিলাকে বিয়ে করে ছিলাম !!!

তার এক যুবতী মেয়ে ছিল।
তাকে বিয়ে করলো আমার বাবা !!!!

আমার মেয়ে হয়ে গেল আমার মা এবং আমি হয়ে গেলাম আমার বাবার শশুর।

তার ঘরে হইলো একটা মেয়ে, সে হলো আমার বোন কিন্ত আমি তার নানির জামাই!

সে দিক থেকে সে আমার নাত্নিও।

এভাবে আমার একটা ছেলে হইলো,
তো আমার ছেলে হল আমার বাপের সালা !!

আর আমি হলাম আমার ছেলের ভাইগ্না,

ডাক্তার : চুপ কর সালা তুই আমারেও পাগল বানাইয়া ফেলবি ।।। 😂😂😂😂😂

ইলেকট্রিক্যাল ভাইভা টিপসPart-A (জেনারেল)১। আপনার নিজের সম্পর্কে ৫ মিনিট বলুন।২। ইংরেজিতে আপনার নিজের সম্পর্কে বলুন।৩। আপ...
07/04/2021

ইলেকট্রিক্যাল ভাইভা টিপস

Part-A (জেনারেল)
১। আপনার নিজের সম্পর্কে ৫ মিনিট বলুন।
২। ইংরেজিতে আপনার নিজের সম্পর্কে বলুন।
৩। আপনার নিজের সম্পর্কে কিছু সমালোচনা করুন।
৪। আপনার নিজ জেলার নাম কি? নিজের জেলা সম্পর্কে ১মিনিট বলুন।
৫। আপনার জেলার বিখ্যাত কয়েকজন লোকের নাম বলুন। তারা কেন বিখ্যাত?
৬। বঙ্গবন্ধু সম্পর্কে যা জানেন বলেন।
৭। আপনার পরিবার সম্পর্কে বলুন।
৮। বলুন আমরা আপনাকে কেন এই চাকরিটা দিব?
৯। আপনি বিয়ে করেছেন কিনা? কেন করেননি/কেন করেছেন?
১০। বিবাহ সম্পর্কে আপনার চিন্তাভাবনা কি?
১১। আপনার আরো পড়াশুনা করার কোন ইচ্ছা আছে কি না?
১২। কেন আর পড়াশুনার ইচ্ছা নেই?
১৩। এর আগে কোথায় জব করেছেন সেখানে কি ধরনের কাজ করতেন?
১৪। আপনি বর্তমানে যেখানে কাজ করছেন সেখানকার কাজের পরিবেশ ও আপনার অভিজ্ঞতা সম্পর্কে কিছু বলুন। সেখান থেকে চলে যেতে চাচ্ছেন কেন?
১৫। আপনার সিভি দেখে মনে হচ্ছে আপনি এর আগে অনেকগুলি জব করে ছেড়ে দিয়েছেন! কি ব্যাপার বলুনতো? জবের মাঝখানে গ্যাপ কেন?
১৬। আপনার যোগ্যতা অনুযায়ী কত Salary আশা করেন?
১৭। —- এর থেকে কম Salary দেয়া হলে এখানে যোগদান করবেন?
১৮। আপনি কোন ইউনিভার্সিটি/কলেজ থেকে পাশ করেছেন? সাবজেক্ট কি ছিল? থিসিস কি ছিল?
১৯। আপনার কোন পাবলিকেশন আছে? কেন কোন পাবলিকেশনে অংশ নেননি?
২০। কম্পিউটারে আপনি দক্ষ কেমন? কি কি পারেন?
২১। আজ বাংলা কত তারিখ?
২২। এখানে যখন যেখানে প্রয়োজন সেখানে কাজ করতে হবে আপনি কি তাতে রাজি?
২৩। এই —টা কার? এটা টেবিলের উপরে রেখেছেন কেন?
২৪। এক্সেলের একটি ওয়ার্কশীট তৈরি করে তার এভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম ভ্যালু বের করে দেখান। একটি নতুন সারি/কলাম ঢুকাতে কি করবেন?
২৫। বাংলা টাইপ পারেন? ইংরেজি ও বাংলায় আপনার টাইপিং স্পিড কত?
২৬। আপনি কি ফেসবুক ব্যবহার করেন? কেন?
২৭। আমাদের এই প্রতিষ্ঠান সম্পর্কে কি জানেন?
২৮। আপনার নামের অর্থ কি জানেন?
২৯। আপনার প্রিয় শখ কি?
৩০। এই পোস্টের জন্য আপনাকে কেন আমাদের পছন্দ করা উচিত?

Part-B (ডিপার্টমেন্ট)
1. পাওয়ার ফ্যাক্টর কি?
2. পাওয়ার ফ্যাক্টর বেশী হলে ভাল না কম হলে ভাল?
3. পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টে কেন করি?
4. ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে পার্থক্য কি?
5. পিএলসি কি? কেন পিএলসি ব্যাবহার করি?
6. সার্ভো ড্রাইভ মোটর কি?
7. সার্কিট ব্রেকারে আগুন লাগলে কিভাবে নিভাবেন?
8. একটি কক্ষে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগলে আপনি প্রথমে কি করবেন?
9. সাধারণত পিটির সেকেন্ডারি ভোল্টেজ কত হয়?
10. একটি সিটির রেশিও বলুন।
11. আমরা সিটি/পিটি কেন ব্যবহার করি?
12. রিলে কি? কেন ব্যবহার করি? একটি ব্যবহার খেত্র বলেন।
13. বাংলাদেশে সর্বোচ্চ জেনারেশন ভোল্টেজ কত?
14. বাংলাদেশে পাওয়ার সিস্টেমে কোথায় কত ভোল্টেজ?
15. পিজিসিবি, ইজিসিবি, ডিপিডিসি এর কাজ কি?
16. ইন্ডাকশন মোটরে স্টার/ডেল্টা চালু পদ্ধতি কেন ব্যবহার করা হয়?
17. কোন সিম্বল ছাড়া একটি অ্যামমিটার, একটি ভোল্টমিটার দেয়া হল কোনটি অ্যামমিটার/ভোল্টমিটার বাহির করতে পারবেন? কিভাবে?
18. আর্থিং ও নিউট্রাল কি?
19. কতগুলি রেজিস্টর হাতে ধরিয়ে দিয়ে বলতে পারে মাল্টিমিটার ছাড়া এগুলির মান বের করে দেখান। কি পারবেন না?
20. মাইক্রোকন্ট্রোলার ও মাইক্রোপ্রসেসর এর মধ্যে পার্থক্য কি?
21. AVR কি? এটি কিভাবে কাজ করে সংক্ষেপে বলেন?
22. ৪ টি ১২ ভোল্ট এর ব্যাটারি দিয়ে ২৪ ভোল্ট করতে চাইলে, ডায়াগ্রাম একে দেখান।
23. ফুল চার্জে ব্যাটারির ইলেক্ট্রোলাইট এর স্পেসিফিক গ্রাভিটি কত থাকে?
24. ১ হর্স পাওয়ার সমান কত ওয়াট?
25. সিঙ্গেল ফেজ ভোল্টেজ ২৩০ ভোল্ট হলে কেন লাইন ভোল্টেজ ৪০০ ভোল্ট হয়?
26. ট্রান্সমিশন লাইনে স্যাগের কি প্রভাব?
27. কখন একটি সার্কিটে ইম্পিড্যান্স রেজিস্ট্যান্সের সমান হবে?
28. পোলারিটি আর নন পোলারিটি ক্যাপাসিটরের মধ্যে পার্থক্য কি?
29. একটি ৩-ফেজ মোটরকে রিভার্স ঘুরাবেন কিভাবে?
30. বুখলজ রিলে কেন ব্যবহার করা হয়?
31. ডিফারেন্সিয়াল প্রটেকশন কেন ব্যবহার করা হয়? কোথায় ব্যবহার করা হয়?
32. ট্রান্সফরমার শর্ট সার্কিট প্রটেকশনের জন্য কি পদ্ধতি ব্যবহার করা হয়?
33. কেন নিউট্রাল লাইনে শক লাগেনা?
34. তিন ফেজ মোটর স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে স্টার্ট নেয় না গোঁ গোঁ শব্দ করে, সম্ভাব্য তিনটি কারন বলেন।
35. IEEE কি?
36. সেন্সর ও ট্রান্সডিউসারের মধ্যে পার্থক্য কি?
37. CFL এর পূর্ন নাম কি?
38. AWG/SWG কি?
39. সিঙ্গেল ফেজ মেটর বা ফ্যান চালু করতে ক্যাপাসিটর ব্যবহার করা হয় কেন?
40. ট্রান্সফরমার এর তেলের নাম কী?
41. একটি ডেল্টা -স্টার সংযুক্ত ট্রান্সফরমারের সেকেন্ডারিতে পাওয়ার, প্রাইমারি থেকে কত গুন কম বা বেশি হবে?
42. ফেজ সিকুয়েন্স কি?
43. ইনভার্টার দ্বারা কি করা হয়?
44. ইন্সুলেশন রেজিস্ট্যান্স কি মিটার দ্বারা মাপা হয়?
45. ট্রান্সফরমার হামিং কেন হয়?
46. বাসার সকল লোড অফে থাকা সত্বেও মিটার ঘুরে। কোথায় সমস্যা হতে পারে?
47. থ্রি-পিন প্লাগে আর্থ বা গ্রাউন্ড পিনটি বাকী দুইটি পিনের চেয়ে লম্বা থাকে কেন?
48. ট্রান্সফরমারের বারডেন কি?
49. সিস্টেম লস কি?
50. একটি রিলেতে NO/NC বলতে কি বুঝেন?
51. একই কন্ডাক্টরে যথাক্রমে AC ও DC ব্যবস্থায় ভোল্টেজ প্রেরন করলে লাইন রেজিস্ট্যান্স কোনটায় বেশি হবে?
52. IPP কি?
53. বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় পাওয়ার প্ল্যান্ট কোনটি?
54. কোল জেনারেশন পাওয়ার প্লান্টে কিভাবে কয়লা থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয়?
55. প্রাইম মুভার কি?
56. ভোল্টেজ কি?
57. ওহমের সূত্রটি বলেন।
58. ট্রানজিয়েট কি?
59. এক্সাইটার কোথায় এবং কেন ব্যবহার করা হয়?
60. মোবাইল চার্জারে AC না DC কোনটি ব্যবহার হয়?
Callected

Address

Tejgaon
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when AL-Hazi International Travel Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AL-Hazi International Travel Ltd.:

Share

Category