𝐁𝐢𝐫𝐭𝐡𝐝𝐚𝐲 𝐩𝐨𝐬𝐭 🎂🎉🎊
Let's take a moment to wish our most beloved - Admin - AFRA MURTOZA of Backpackers of Countryside on her birthday! 🌸🎉
With a positive attitude and playful characteristics, she always gives her best every time. We hope she can expand her talent and positivity everywhere she goes and creates good memories. 🎉🎈
May this year bring her all the happiness in the world and the success that she deserves along with the people who bring out the best in her!!!
Wish you have a great year ahead with your beloved ones! 🌸
হাওড়-বাওড়, নদী, পাহাড়ের এই দেশ, বাংলাদেশ।
ষড়ঋতুর এই দেশে বর্ষা মানেই পানিতে থইথই করে হাওড়। সুনামগঞ্জের টাঙুয়ার হাওড়কে ঘিরে এই বর্ষায় প্রকৃতি যেনো এক অনন্য রূপবৈচিত্র্য ধারণ করে। কখনো মেঘলা আকাশ তোহ কখনো ঝিরিঝিরি বৃষ্টির জল, কখনো রৌদ্রস্নাত বিকেল তোহ কখনো ভারি বর্ষণমুখর হাওড়। মেঘালয়ের কোল ঘেঁষে সুন্দর সুন্দর সব প্রিমিয়াম হাউসবোটে বৃষ্টিবিলাস করতে করতে গল্প জমে উঠে চা এর কাঁপে। তোহ কবে যাচ্ছেন আপনারা প্রকৃতির সান্নিধ্যে, হাওড়ের রূপবৈচিত্র্যে বিমোহিত হতে?
আমরা কিন্তু যাচ্ছি প্রতিমাসেই। দেরী না করে চটজলদি করে ফেলুন বুকিং।
🚸 যোগাযোগঃ
যে কোনো জিজ্ঞাসা, জানার ইচ্ছে করলেই যোগাযোগ করতে পারবেন এই নাম্বারেঃ
মোবাইলঃ 01858088898
01580929708 (WhatsApp)
অফিসঃ ৫, নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা।
#tangua #TanguarHaor #Sunamganj #houseboatlife #houseboats #NiladriLake #Shimulbagan #jadukata_river #takerghat_sunamgong #barikkatila #Sylhet #backpackersofcountryside #boc
Greetings from Backpackers of Countryside!!
Your prayers and sacrifices will never go unanswered. On this Eid-Al-Adha, embrace Allah’s divine blessings with all that you have!
Slaughter | Keep Clean | Spread Happiness 🖤
#slaughtering #Qurbani2023 #EidAlAdha #eidmubarak #eiduladha2023 #backpackersofcountryside #boc #keepclean #spreadhappiness #ecotourism
টাঙুয়ার হাওড় মানেই ঝিরি ঝিরি বৃষ্টি নতুবা দমকা হাওয়া। বৃষ্টিবিলাস যেমন আয়েস করে হবে, তেমনি জমবে চায়ের কাপের আড্ডা গুলো। হউক নাহ কিছু স্মৃতি জমা Backpackers of Countryside এর সাথে; টাঙুয়ার হাওড়ে। 🖤
🎥Sifat Sarowar
#TanguarHaor #tangua #Sunamganj #Sylhet #ecotourism
"Away from home, away from home
Away from home, away from home
Lord, I'm five hundred miles away from home"
- Hedy West
Greetings from Backpackers of Countryside!!!
Hopefully you are cherishing those beautiful moments of your life as we always believe in making memories. It can be hilly track, or lost in the midst of clouds; but we care about your presence. So, don’t deny the scope of being alive in nature. We are providing tourism and hospitality services all around the country. Just fix your desire destination and knock us.
Call: 01858088898.
WhatsApp: 01580929708.
#sajek #sajekvalley #rangamati #khagrachhari #travelwithboc #backpackersofcountryside
Location: Megh Machang Eco Cottage 🦋
মেঘে মেঘে হউক রঙধনু; হউক না হাজারো রঙের খেলা।
বরাবরের মতোন ব্যাকপ্যাকারস অফ কান্ট্রিসাইডের সাজেক নিয়ে সাজানো থাকে গুচ্ছ গুচ্ছ মেঘেদের ভেলা। যেখানে আমরা রাত্রিযাপন করি মেঘের উপরে তোহ কখনো মেঘের মাঝে৷ আসছে ২৯শে সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে আমরা যাচ্ছি সাজেক। দুইরাত সাজেকে প্রিমিয়াম রিসোর্টে থেকে পাহাড়ি জীবন বৈচিত্র্যের স্বাদ নিবো আমরা। যারা যেতে ইচ্ছুক দ্রুত যোগাযোগ করুন।
🚸 যোগাযোগঃ
যে কোনো জিজ্ঞাসা, জানার ইচ্ছে করলেই যোগাযোগ করতে পারবেন এই নাম্বারেঃ
মোবাইলঃ 01858088898
01580929708 (WhatsApp)
মেসেজ করতে পারেন ফেইসবুক পেইজে।
পেইজ লিংকঃ
https://www.facebook.com/backpackersofcountryside/
ইন্সটাগ্রামঃ
backpackers_of_countryside
মেইল করতে যোগাযোগঃ
[email protected]
অফিসঃ ৫, নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা।
Sajek Eco Valley Resort, সাজেক, রাঙামাটি।
#sajekecovalley #sajek #sajekvalley #Rangamati #khagrachari #backpackersofcountryside
কি অপরূপ!
পূর্ণিমার রাইতে মেঘের গর্জন, টাঙুয়ার হাওড়েই এমন সুন্দর কিছু মূহুর্তের সাক্ষী হওয়া যায়। কবে যাচ্ছেন?
হাওড়ে আমাদের আগামী ট্রীপে যুক্ত হতে পারেন চাইলেই। আসছে ১৫ই সেপ্টেম্বর আমাদের সাথে যেতে পারেন টাঙুয়ার হাওড়ে এমন কিছু মূহুর্তের সাক্ষী হতে।
#tanguarhaor #Tangua #NiladriLake #takerghat #sunamganj
হাওড় বিলাস ।
টাঙুয়ার হাওড় মানেই ঝিরি ঝিরি বৃষ্টি নতুবা দমকা হাওয়া। বৃষ্টিবিলাস যেমন আয়েস করে হবে, তেমনি জমবে চায়ের কাপের আড্ডা গুলো। হউক নাহ কিছু স্মৃতি জমা Backpackers of Countryside এর সাথে; টাঙুয়ার হাওড়ে। 🖤
📸 Sifat Sarowar
"আজ তোমার মেঘে মেঘে রঙধনু" কথাগুলো গানের হলেও পাহাড়ের মেঘের ভিড়ে এক পশলা বৃষ্টি শেষে রঙধনুর মতোই রঙিন হউক সবার জীবন। ভ্রমণ হউক কিছু সুখকর গল্পের সমন্বয়। আর বরাবরই আমরা সবসময় সাধ্যের মধ্যে সর্বোচ্চ প্রিমিয়াম সব সার্ভিস দিয়ে থাকি।
তোহ চলুন নাহ মেঘের রাজ্য সাজেকে আসছে ২৫শে আগস্ট রাতের বাসে, অনেক গল্প কুড়াতে হবে জীবনের ঝুলি তে।
লোকেশনঃ কিন্নর কটেজ, রুইলুই পাড়া, সাজেক৷
বৃষ্টির জল এভাবে পড়তে দেখতে কার নাহ ভালো লাগে বলুন?
যাবেন কি টাঙুয়ায় এমন জলে গা ডুবাতে?
আমরাই সর্বোচ্চ সার্ভিস দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। হউক না গড়া আপনার জীবনের কিছু গল্প আমাদের সাথে?
টাঙুয়ার হাওড়ে কি দেখতে যাবো?
আসলে যার সৌন্দর্য আলিঙ্গণ করার মতোন চোখ নেই সে এভারেস্টের শুভ্র বরফেও খুঁজে পাবে নাহ কিছুই। টাঙুয়ার হাওড়ের কোলে ঠাই দাড়িয়ে থাকা মেঘালয়ের পাহাড়ে শুভ্র মেঘেদের খেলা আছে, আছে তীব্র উষ্ণতায় গলা জলে ডুবে থাকার মতোন প্রশান্তি, আছে শহীদ সিরাজ লেকের মনোরম স্নিগ্ধ বিকেল, কখনো মেঘাচ্ছন্ন তোহ কখনো মেঘমুক্ত আকাশে আছে রঙের খেলা।
যাচ্ছি ১১ই জুলাই রাতের বাসে। আমরা বরাবরই ব্যতিক্রম, আমাদের ট্রীপ মানেই প্রিমিয়াম সব সার্ভিস। দেরী নাহ করে দ্রুত বুকিংটা করেই ফেলুন।
Umkrem Falls | Dawki | India
©Sheikh Rafi
মা দিবস।২০২২
আদৌতে "মা" দের প্রতি ভালোবাসা, স্নেহ প্রকাশার্থে কোনো নির্ধারিত দিবসের মোটেও প্রয়োজন নেই। যে শব্দে আবেগ জড়িয়ে থাকে সে শব্দটি হলো "মা"। আর আজ এই " মা" দিবসে সকলকে, সকল যুদ্ধরত মা দের জানাই শুভকামনা।
#backpackersofcountryside #8thMay #mothersday
মুসলমানদের সবচেয়ে বড় উৎসব হিসেবে বিবেচনা করা হয় ঈদ-উল ফিতরকে এবং এক কথায় সবার কাছে পরিচিত ঈদ হিসেবে। তবে ঈদের আনন্দ যেনো শুধুমাত্র মুসলমানদের মাঝে সীমাবদ্ধ না থাকে সেই কামনা করছি। ঈদের আনন্দ ভাগ করে নিতে ট্যুরিজম নিয় কাজ করা সকলকে আহ্বান জানাই। পাশাপাশি যার সামর্থ্য যেমন ঠিক তেমন করেই ভাগাভাগি করে নিন ঈদ আনন্দ।
সকলকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। কাটুক ঈদ আনন্দে, ফিরুক স্বপ্ন ঘরে।
ব্যাকপ্যাকারস অফ কান্ট্রিসাইডের পক্ষ হতে সবাইকে ঈদ মোবারক 🌙।
সময় উপভোগ করতে শিখুন।
ঘুরতে যান৷ দেশকে জানুন।
একা যান। সাহায্য লাগলে আমাদের জানান।
ক্ষণিকের জীবন হুটহাট ফুশশশ হয়ে যাবে।
দেশটা যেহেতু ঘুরে দেখতে বের হয়েছি তখন দেশটায় স্বাধীনভাবে বিচরণ করার পেছনের প্রেক্ষাপট কীভাবে ভুলে যায় বলুন তোহ?
বছর পঞ্চাশেক আগে তোহ আমার অস্তিত্বও ছিলো নাহ। কিন্তু স্বাধীন বাংলার গল্প আমার দেহে রক্তপ্রবাহ আজও বাড়িয়ে দেয়৷ লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলেছে, দেখিনি তবে শুনেছি। তাঁদের রক্তে রঞ্জিত পথে পিচ ঢেলে হেঁটে চললেও তাঁদের কখনো ভুলে যেতে পারবে নাহ এই জাতি। বিজয় আসুক, যেমনটা বিজয় এসেছিল ঠিক পঞ্চাশ বছর আগে। সকলে দয়া করে দেশকে নিয়ে ভাববেন। ঘুরতে গিয়ে নিজের বাসা নয় ভেবে নোংরা করবেন নাহ পরিবেশ। দেশটাও আপনার-আমার বাসা, দেশটাও আপনার-আমার ভাই-বোন, বাবা-মা, দাদা-দাদী, নানা-নানী সহ আরো অনেকের রক্তে গড়া। শোধ করতে হবে সে ঋণ।
#সুবর্ণজয়ন্তী #বিজয়_দিবস
#backpackersofcountryside
📸 Abir Hossen Efaz
মাউন্ট ফুজি 💙
পৃথিবীর বিস্ময়। জাপানের গর্ব।
#collected
𝙂𝙤𝙤𝙙 𝙈𝙤𝙧𝙣𝙞𝙣𝙜 🌼
𝘾𝙝𝙖𝙞𝙣𝙜 𝙍𝙖𝙞 𝙏𝙝𝙖𝙞𝙡𝙖𝙣𝙙 🇹🇭
#collected
Bandarban
শুভ সকাল ব্যাকপ্যাকারস।
যান্ত্রিকতায় বসে পাহাড়ের সূর্যোদয় দেখা ছাড়া আর কিছুই করার মতোন নেই।
📸#collected
সুপ্রভাত।
জীবনটা এখানে নীল নীল বোধহয়।
আকাশে নীল, জলটাও নীল আর এই মনটাও নীল৷
📸 @dihan29
শুভ মধ্যাহ্ন।
আকিলপুর সী-বিচ, সীতাকুণ্ড, চট্টগ্রাম।
#collected
চোখে দেখে পরাণ জুড়ানো ছাড়া আর কিছুই করবার নেই। কারণ সবই চলে গেছে পাশের দেশে। 🥺
লাকমাছড়া। সুনামগঞ্জ 🇧🇩
#collected